ঘেঁষে চন্দ্রমল্লিকা চাষ (১ম পর্ব) টবে হাজার হাজার ফুল পাবেন; Chrysanthemum in Cinder media(1st Part)

แชร์
ฝัง

ความคิดเห็น • 201

  • @taraniprasadparamanikparam5921
    @taraniprasadparamanikparam5921 3 ปีที่แล้ว +8

    কথায় বলেনা " যতদিন বাঁচি ততদিন দিন শিখি। " প্রায় চল্লিশ বৎসর এক টানা শিক্ষকতা করে কেবল কচি কাঁচাদের কিছু শিখিয়ে এসেছি আবার ওদের কাছেও ওদের অজান্তেই কিছু শিখে নিয়েছি।বলতে কি এখন অশীতি পর বৃদ্ধ হয়েও শেখার বাসনা দিনদিননতুন করে বাড়ছে ছাদে বাগান করার প্রেরণা। ইউ টিউবের " সাধের ছাদ বাগান " চেনেলের সম্প্রচারক শ্রী রাজু কুণ্ডু যিনি সবার প্রিয় " রাজু ভাই" তাঁর ভিডিও গুলি সত্যিই এক এক টি লব্ধপ্রতিষ্ঠ শিক্ষকের শ্রেণি কক্ষের মূল্যবান পাঠ।বিশেষ করে চন্দ্র মল্লিকার ঘেঁষে প্রতিস্থাপন এবংঅতি সাধারণ অল্প মূল্যের সার প্রয়োগে পরিচর্যা করে ছাদ বাগানকে ফুলে ফুলে ভরিয়ে দেওয়া যায় তারই কী অসাধারণ কৌশল! যে কোন বাগান প্রেমীই এই কৌশল অবলম্বন করে তাঁর বাগান কে দৃষ্টি নন্দন করে তুলতে পারববেন।
    আমরা পাশে আছি।
    সাধের ছাদ বাগানের উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।

  • @monikaghosh1781
    @monikaghosh1781 2 ปีที่แล้ว +2

    খুব মনোযোগ দিয়ে দেখলাম ভীষণ ভালো লাগলো ধন্যবাদ ভাই আপনাকে

  • @swapanbose1970
    @swapanbose1970 3 ปีที่แล้ว +6

    Teacher সবাই হয়, কিন্তু অনেকে ভালো ভাবে বুঝিয়ে বলতে পারে না, কিন্তু আপনি এত সুন্দর ভাবে বুঝিয়ে বলেন,ভীষণ ভালো লাগে, সব সময় আপনার video জন্য বসে থাকি যে কবে আপনার video পাবো , রোগ, পোকা, মেডিসিনের video তাড়াতাড়ি শুরু করুন, ভালো থাকবেন ।

  • @arunkumarbhattacharya9396
    @arunkumarbhattacharya9396 2 ปีที่แล้ว +2

    শিক্ষকতা একটা আর্ট। এটা সবার হয় না।এত মেহনত করে হাতে-কলমে শেখানো অতি উদার মনোভাব এবং একজন প্রকৃত প্রকৃতি প্রেমীর পরিচয়।দীর্ঘজীবি হন। শুভেচ্ছা রইল। চন্দ্রমল্লিকা বড় করে তাতে হাজার হাজার ফুল আনা একটা কঠিন কাজ বলে আমি মনে করি।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 ปีที่แล้ว

      নমস্কার।
      আপনি একদমই সঠিক বলেছেন।
      চন্দ্রমল্লিকা গাছে 2000 বা 1000 ফুল ফোটানো সত্যিই কঠিন কাজ।
      তবে সঠিক পরিচর্যায় আর গাছের প্রতি নিবিড় ভালোবাসায় এটা অবশ্যই সম্ভব।
      আমার চ্যানেল এ Chrysanthimam এর উপর অনেক ভিডিও আছে, দেখবেন।

  • @bidyadharmandal7124
    @bidyadharmandal7124 ปีที่แล้ว +1

    সত্যি ভালো ভাবে বুঝিয়ে দিলেন

  • @sunandasinha6375
    @sunandasinha6375 2 ปีที่แล้ว +1

    ধন্যবাদ দেব না। অনেক কিছু জানলাম। আরও শিখতে চাই। ভীষণ ভালো লাগলো।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 ปีที่แล้ว

      আপনাকেও আন্তরিক শুভকামনা।
      পাশে আছি সবসময়।

  • @parthapratimhalder2629
    @parthapratimhalder2629 3 ปีที่แล้ว +1

    যথারীতি অন‍্যান্ন video র মতই informative, অসাধারণ হয়েছে। Thanks

  • @mithisart3937
    @mithisart3937 3 ปีที่แล้ว +1

    Khub sundor vedioanek dhonnobad

  • @parthakundu7706
    @parthakundu7706 3 ปีที่แล้ว +1

    Khub valo laga apner video gulo dekhta🙏🙏🙏

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 ปีที่แล้ว

      ধন্যবাদ পার্থ দা।
      সঙ্গে থাকবেন *সাধের ছাদ বাগান* এর। শুভকামনা নিরন্তর।

  • @saikatsen2168
    @saikatsen2168 2 ปีที่แล้ว +1

    খুব ভালো লাগলো ।

  • @ashokghosh8809
    @ashokghosh8809 3 ปีที่แล้ว +2

    রাজু ভাই খুব ভালো লাগলো চন্দ্রমল্লিকা প্রতিস্থাপন সম্বন্ধে আপনি খুব সুন্দর ভাবে বুঝিয়ে ছেন দ্বিতীয় পর্ব দেখার জন্য অপেক্ষা আছি 🙏🙏🙏🙏🙏🙏

  • @asishchatterjee2985
    @asishchatterjee2985 2 ปีที่แล้ว

    অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন ।খুব সুন্দর লগলো।

  • @usharoy8535
    @usharoy8535 3 ปีที่แล้ว +1

    অসংখ্য ধন্যবাদ দাদা, খুব ভালো লাগলো নতুন কিছু জানতে পারলাম

  • @nripendranathdatta9317
    @nripendranathdatta9317 ปีที่แล้ว +2

    খুব সুন্দর বর্ণনা

  • @ranjanroy8701
    @ranjanroy8701 3 ปีที่แล้ว +2

    খুব ভালো লাগলো দাদা অনেক অনেক ধন্যবাদ

  • @debabratasanyal6800
    @debabratasanyal6800 3 ปีที่แล้ว +1

    Khub valo laglo anek avinandan janai

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 ปีที่แล้ว

      শেয়ার করবেন দাদা ভিডিও টি।
      খুব ভালো থাকবেন।

  • @ksaren4474
    @ksaren4474 2 ปีที่แล้ว +1

    Vai khub sundar bolecho.egie jao

  • @sudiptomajumder1987
    @sudiptomajumder1987 3 ปีที่แล้ว +1

    💐💐💞 দাদা💞💐💐
    ভীষন উপকারী একটি ভিডিও
    অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে 💐💐💐🙏

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 ปีที่แล้ว

      ওয়েলকাম
      সঙ্গে থাকবেন।
      শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে।

  • @pradeeppradhan8050
    @pradeeppradhan8050 2 ปีที่แล้ว +3

    Very informative nicely explained

  • @SOMADAS-oc5ci
    @SOMADAS-oc5ci 3 ปีที่แล้ว +2

    Khub sundor laglo, agami winter e evabe korbo.help korben.thanku.

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 ปีที่แล้ว

      আন্তরিক ধন্যবাদ সোমা দি।
      শেয়ার করবেন ভিডিওটি।
      সব সময় পাশে আছি।

  • @nazibashraf9633
    @nazibashraf9633 ปีที่แล้ว

    অসাধারণ বর্ণনা দিলেন।অনেক অনেক ধন্যবাদ ।সাথে আছি সব সময়।শুভ কামনা রইল।

  • @dilipkumarroy3101
    @dilipkumarroy3101 2 ปีที่แล้ว

    এক কথাই "অসাধারন" এত সহজ ভাবে বুঝানোর ক্ষমতা খুব কম লোকের আছে 👍👍

  • @parthamandal8779
    @parthamandal8779 3 ปีที่แล้ว +1

    Ata life a prothom bar Jante parlam

  • @swaminirvikalpananda9704
    @swaminirvikalpananda9704 3 ปีที่แล้ว +2

    ভীষণ ভালো লাগলো। আমার মত আরো অনেকেই নিশ্চিত রূপে উপকৃত হয়ে থাকেন আপনার এ ধরনের শিক্ষামূলক ভিডিওর দ্বারা।🙏🙏🙏

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 ปีที่แล้ว

      আমার প্রণাম নেবেন মহারাজ।
      খুবই ভালো লাগলো আপনার মেসেজ পেয়ে।
      ঋদ্ধ হলাম, সমৃদ্ধ হলাম।
      শেয়ার করবেন ভিডিওটি সব্বার সাথে।

  • @AUPSfunnyvlog
    @AUPSfunnyvlog ปีที่แล้ว +1

    Darun laglo

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  ปีที่แล้ว

      আন্তরিক ধন্যবাদ আপনাকে

  • @somnathmukherjee8019
    @somnathmukherjee8019 3 ปีที่แล้ว +3

    Very well explained
    Thank you for your presentations. 🙏

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 ปีที่แล้ว

      Welcome
      Plz share with yours friends....
      Stay in tuned....

    • @gurugyan4255
      @gurugyan4255 ปีที่แล้ว

      but i dont know bngali @@sadherchhadbagan

  • @babitamondal7520
    @babitamondal7520 2 ปีที่แล้ว

    খুব ভালো ভাবে বুঝিয়ে দিলেন ভাই।

  • @kakaligoswami2850
    @kakaligoswami2850 3 ปีที่แล้ว

    Sotti raju bhai tomar juri mela bhar....
    Amio aager year a cinder a chandra mallika korechhilaam...
    Kintu jekhan theke shikhechhilaam, sekhane boro dana cinder a dhikhiye chhilo tai toto bhalo full paini...
    Tumi jebhabe dekhale... Eta daroon laaglo.....
    Erokom bhabei ebar chandra mallika korbo...... ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @kajalmazumdar5067
    @kajalmazumdar5067 2 ปีที่แล้ว +1

    Bhalo laglo

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 ปีที่แล้ว

      আন্তরিক ধন্যবাদ।

  • @madhumitasarkar1547
    @madhumitasarkar1547 2 ปีที่แล้ว

    Khub valo vabe ballen.

  • @subirbasu8290
    @subirbasu8290 ปีที่แล้ว +1

    খুব সুন্দর

  • @sukdebdatta9295
    @sukdebdatta9295 3 ปีที่แล้ว

    Raju Da anak din por dhake khub valo laglo.

  • @abirasinha2415
    @abirasinha2415 2 ปีที่แล้ว +1

    খুব ভালো । এই প্রথম দেখলাম সিন্ডারে চন্দ্রমল্লিকা করা যায় 👏👏👏

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 ปีที่แล้ว

      বেশ
      আপনিও করুণ।
      পাশে থাকবে সাধের ছাদ বাগান।

  • @ramachakraborty2768
    @ramachakraborty2768 3 ปีที่แล้ว

    Khub khub valo laglo vai Joy Guru🙏🙏

  • @pankajjana5454
    @pankajjana5454 2 ปีที่แล้ว

    খুব ভালো লাগলো!!

  • @ast.polyraninogorkusmbergp6710
    @ast.polyraninogorkusmbergp6710 3 ปีที่แล้ว +1

    অসাধারন 🌷🌷🌷🌷

  • @LUMBENT
    @LUMBENT 3 ปีที่แล้ว +3

    খুব ভালো লাগলো এতো সুন্দর করে আপনি বোঝান তবে ঘেঁষ কি করে পাবো সেটাই

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 ปีที่แล้ว

      আন্তরিক ধন্যবাদ।
      Cinder বা ঘেঁষ এর জন্য।,
      নিকটবর্তী কামার শালা , তাপ বিদ্যুৎ কেন্দ্র, কলকারখানা ও শিল্পাঞ্চল এ
      খোঁজ করুন।
      অনেক সময় ইট ভাটাতেও জ্বালানি হিসেবে ঘেঁষ ব্যবহার করা হয়। সেখানেও খোঁজ করুন। তবে সেখানে ঘেঁষ দেখে নেবেন, অনেকসময় শুধু ছাই থাকে।
      আমিও দেখছি আপনাদের জন্য কোনো কিছু করা যায় কিনা।
      সঙ্গে থাকুন সাধের ছাদ বাগানের।

  • @srinjoytewary1324
    @srinjoytewary1324 3 ปีที่แล้ว +1

    Thanks for your information

  • @tapasbose8292
    @tapasbose8292 3 ปีที่แล้ว +1

    ভালো বুঝিয়েছেন

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 ปีที่แล้ว

      ধন্যবাদ
      প্লিজ শেয়ার করবেন।

  • @heshelplus
    @heshelplus 2 ปีที่แล้ว +1

    অনেক কিছু জানা হলো

  • @manubibi1551
    @manubibi1551 3 ปีที่แล้ว +1

    খুব সুন্দর খুব সুন্দর বললে বাবু

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 ปีที่แล้ว

      ধন্যবাদ দিদি
      সঙ্গে থাকবেন।
      দ্বিতীয় পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি।

  • @ansumansaha5525
    @ansumansaha5525 2 ปีที่แล้ว

    Darun sundor

  • @sukharanjanchakraborty8863
    @sukharanjanchakraborty8863 3 ปีที่แล้ว +2

    আপনার পরামর্শ মত করব। কিন্তু ঘেস পাওয়া মুসকিল। ভালো লাগলো আপনার ভিডিও।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 ปีที่แล้ว

      আন্তরিক ধন্যবাদ।
      নিকটবর্তী কামার শালা , তাপ বিদ্যুৎ কেন্দ্র, কলকারখানা ও শিল্পাঞ্চল এ
      খোঁজ করুন।
      অনেক সময় ইট ভাটাতেও জ্বালানি হিসেবে ঘেঁষ ব্যবহার করা হয়। সেখানেও খোঁজ করুন।
      আমিও দেখছি আপনাদের জন্য কোনো কিছু করা যায় কিনা।
      সঙ্গে থাকুন সাধের ছাদ বাগানের।

    • @debikamukherjee3898
      @debikamukherjee3898 3 ปีที่แล้ว

      Paray jekhane tandoori banay ,ta k bolun r akta khali tin ta k diye din

  • @sangitabanerjee2172
    @sangitabanerjee2172 3 ปีที่แล้ว

    Khub vlo laglo eta notun dekhlam r apnar presentation to darun eto sahoj kore bolen

  • @firojrajbhar5530
    @firojrajbhar5530 3 ปีที่แล้ว

    দারুন খুব সুন্দর

  • @nayanhazra2982
    @nayanhazra2982 3 ปีที่แล้ว

    দারুন ফুল গুলো ফুটেছে।

  • @sankarduttachowdhury4022
    @sankarduttachowdhury4022 3 ปีที่แล้ว +1

    খুব ভালো।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 ปีที่แล้ว

      ধন্যবাদ
      প্লিজ শেয়ার করবেন।

  • @ramapramanik4754
    @ramapramanik4754 3 ปีที่แล้ว

    খুব ভাল লাগল

  • @biswajitshal4273
    @biswajitshal4273 3 ปีที่แล้ว

    Khubsundor vedio. Amy lenin nogora thake. 🙏

  • @dancingaraminationargha8994
    @dancingaraminationargha8994 3 ปีที่แล้ว

    খুব সুন্দর,,

  • @parthamandal8779
    @parthamandal8779 3 ปีที่แล้ว

    Khub bhalo laglo Dada

  • @ashisbiswas5990
    @ashisbiswas5990 3 ปีที่แล้ว +1

    Excellent .

  • @amalchandraroy1812
    @amalchandraroy1812 3 ปีที่แล้ว

    ভালো লাগিল দাদা ভিডিও টা ?

  • @sulusharangi8977
    @sulusharangi8977 3 ปีที่แล้ว

    Asadharan Raju

  • @sirajulalamchowdhury9985
    @sirajulalamchowdhury9985 ปีที่แล้ว +1

    Excellent

  • @dishanidutta3613
    @dishanidutta3613 3 ปีที่แล้ว +2

    আমি নার্সারি থেকে এনেছি খুব সরু একটা গাছ দিয়েছে,😣😣 কীভাবে বাঁচবো কীভাবে ঝার হবে একটু জানান

  • @angelogomes6071
    @angelogomes6071 3 ปีที่แล้ว +1

    Darun hoyechey dada:)

  • @sanjibbiswas5161
    @sanjibbiswas5161 2 ปีที่แล้ว

    Very Very good.

  • @pranatidas7186
    @pranatidas7186 3 ปีที่แล้ว

    Khoob. Bhalo. Laglo

  • @Runasrooftopgarden
    @Runasrooftopgarden 3 ปีที่แล้ว

    Drain idea thanks for idea

  • @swarnendusarkar853
    @swarnendusarkar853 3 ปีที่แล้ว

    Khub bhalo laglo Dada...❤

  • @sumanghosh1419
    @sumanghosh1419 3 ปีที่แล้ว +1

    Darun

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 ปีที่แล้ว

      ধন্যবাদ
      প্লিজ শেয়ার করবেন বন্ধুদের সাথে।

  • @k.k.chakraborty5132
    @k.k.chakraborty5132 ปีที่แล้ว +1

    প্রথম থেকেই কি সিন্ডারের সঙ্গে কোনো সার প্রয়োগ করতে হবে?একই সিন্ডার কি পুনরায় ব্যাবহার করা যায়? দয়াকরে জানালে বাধিত হবো।

  • @nupursarkar7904
    @nupursarkar7904 2 ปีที่แล้ว +1

    রাজু তুমি ঘেঁষে চন্দ্রমল্লিকা নিয়ে ভিডিও করেছো
    আমি খুবই আনন্দিত
    আমার আর কোনো চিন্তা নেই
    যেটা বুঝতে পারবোনা ।
    ফোন করে বুঝে নেবো

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 ปีที่แล้ว

      বিজয়ার প্রণাম নেবেন।
      আমি ঘেষ এ চন্দ্রমল্লিকা চাষের পরপর সিরিজ উপহার দিচ্ছি।
      তৃতীয় পর্ব
      th-cam.com/video/mVIdz5HQJEs/w-d-xo.html
      দ্বিতীয় পর্ব
      th-cam.com/video/omp1B6hJiNY/w-d-xo.html

  • @anupampatra2482
    @anupampatra2482 3 ปีที่แล้ว +1

    Dada cinder a ball chandramollika ebong dalhia karar vedio korun pl.

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 ปีที่แล้ว

      বেশ
      অবশ্যই চেষ্টা করবো।

  • @shoumiksohandas9773
    @shoumiksohandas9773 3 ปีที่แล้ว

    Khub sundar dada.

  • @manubibi1551
    @manubibi1551 3 ปีที่แล้ว

    আমি আপনার চ্যানেলে একদম নতুনই কিন্তু সবগুলোই ফলো করি মোটামুটি দয়া করে জানাবেন 🙏🙏

  • @jiarul_hoque_2167
    @jiarul_hoque_2167 3 ปีที่แล้ว

    13k subscribe silo tokhon apnar channel subscribed kare silam. Dekhte dekhte 72k subscriber . Woow really it's wonderful. A lot of love from Assam.

  • @swapanbose1970
    @swapanbose1970 3 ปีที่แล้ว +1

    Excellent video .

  • @sujaymondal8357
    @sujaymondal8357 3 ปีที่แล้ว

    Raju Da.kemon achen? Onek din bade apnar video pelam .valo laglo, r 3 din agei ami cutting lageachi . R 7 din bade ami o gulo ghese repot korbo. Thanks

  • @ratnasaha5353
    @ratnasaha5353 2 ปีที่แล้ว +1

    Thankyou

  • @parthasadhukhan2998
    @parthasadhukhan2998 2 ปีที่แล้ว +1

    4 " pote chara gach bosabar samay ki guro ghes use korbo,na guro ta phele debo

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 ปีที่แล้ว

      একদম পাউডারের মত মিহি Guro ghes ফেলে দিয়ে তার পর গাছ বসান। ছোট টুকরো যেন অবশ্যই থাকে না হলে রুট ডেভেলপ করবে না।

  • @Rahul-vu7sx
    @Rahul-vu7sx ปีที่แล้ว +1

    Cinder a Chandra mallikar pata nich thekay holud হয়ে যাচ্ছে । কী করবো

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  ปีที่แล้ว

      সঠিক পরিচর্যা হচ্ছে না।
      এই রুটিন মেনে পরিচর্যা করুন 👇
      th-cam.com/video/1RWloGsbN3I/w-d-xo.htmlsi=covySn3_BFtq_Rdj

  • @sulusharangi8977
    @sulusharangi8977 3 ปีที่แล้ว

    Raju amar ekhane akhon chara Pelam, tahole June ba July te chara kivabe roping korbo balo

  • @foringkishor5895
    @foringkishor5895 ปีที่แล้ว +1

    ফার্স্ট পটিংএ আইস কাপে চন্দ্র চারা রোপনের জন্য মিডিয়া হিসেবে কত এমএম ঘেস ব্যবহার করতে হবে? জানাবেন প্লিজ!

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  ปีที่แล้ว

      টবে পুরো ভর্তি করবেন না।
      কানায় কানায় পূর্ণ করতে যেটুকু ঘেঁষ প্রয়োজন, সেটুকু অবশ্যই দিন। ওজন করে দিতে হবে তার কোনো মানে নেই।

  • @glossygarden9473
    @glossygarden9473 3 ปีที่แล้ว

    Very nice

  • @subratasarkar875
    @subratasarkar875 3 ปีที่แล้ว +1

    দাদা 8ইনচি টপে করা যাবে

  • @shamparoy2041
    @shamparoy2041 3 ปีที่แล้ว

    Khub valo laglo..... Gyash to jogar kora mushkil..... Tai bhabchi ki korbo..... Substitute kichu ache ki janaben pls

  • @papiyamukherjee5570
    @papiyamukherjee5570 3 ปีที่แล้ว +1

    খুব ভালো লাগলো,,,,কিন্তু ঘেঁষ পাওয়া টাই একটু সমস্যা,,,,এখন mother গাছ থেকে চারা করা যাবে

    • @debikamukherjee3898
      @debikamukherjee3898 3 ปีที่แล้ว

      Parar tandoori wala r kachh theke cinder ba chhay cheye nin

  • @গৌরপ্রেমরসামৃত
    @গৌরপ্রেমরসামৃত ปีที่แล้ว +1

    দাদা ভাই আমি নার্সারি থেকে 20 পিস চন্দ্র মল্লিকা এনেছি ঘেঁষে বসাতে চাই। চারা বন্দে পুরুসত্যম
    গুলি থাম পট সহ বালিতে এক সপ্তাহ আছে। থাম পটে মাটিতে আছে। আমি মাটি ধুয়ে নিয়ে ঘেঁষে প্রতিস্থাপন করবো? না মাটি সহ?

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  ปีที่แล้ว

      ভিডিওতে সব বলে দিয়েছিলাম তো।
      আরও একটা লিংক দিলাম
      th-cam.com/video/9RQneWjRqJ0/w-d-xo.html
      এই লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখুন।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  ปีที่แล้ว

      মাটি সহ করতে পারেন।
      ওটুকু মাটিতে কিছু হবে না।

  • @sunildutta7641
    @sunildutta7641 2 ปีที่แล้ว +1

    দ্বিতীয় এপি এপিশোড কখন দেখা যাবে?

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 ปีที่แล้ว

      দ্বিতীয় পর্ব রয়েছে তো।
      th-cam.com/video/omp1B6hJiNY/w-d-xo.html
      আজ তৃতীয় পর্ব পাবলিশ হবে।

  • @arupbhattacharya2176
    @arupbhattacharya2176 2 ปีที่แล้ว

    রাজু ভাই, আপনি যেমন দেখালেন , তেমন করেই কি একটি টবে ঝাকা ঝকা গাছ হবে?

    • @arupbhattacharya2176
      @arupbhattacharya2176 2 ปีที่แล้ว

      হ্যা রাজু ভাই, আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি।😁👍🏻🙏🏻। ধন্য বাদ।

  • @subhankarmanna2812
    @subhankarmanna2812 2 ปีที่แล้ว +1

    dada, cinder er tukro gulo kirokom size er nebo .... dhulo khub guro gulo niye nebo ?

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 ปีที่แล้ว

      না
      একটু ছোট টুকরো নিন।
      কিন্তু ধুলো যেন না থাকে।

  • @parthachakraborty7676
    @parthachakraborty7676 3 ปีที่แล้ว

    নমস্কার রাজুদা
    বলছিলাম চন্দ্রমল্লিকা গাছ সিন্ডারে করার জন্য শুধু সিন্ডার লাগবে নাকি তার সাতে পরে গিয়ে কোনো খাবার জোগাড় করতে হবে

  • @saikatsardar5935
    @saikatsardar5935 2 ปีที่แล้ว +1

    এই পদ্ধতিতে গাছ বৃষ্টিতে রাখা যাবে তো??

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 ปีที่แล้ว

      একদম
      রাখা যাবে।

  • @shoumiksohandas9773
    @shoumiksohandas9773 3 ปีที่แล้ว

    Ekhon bhalo maner chara kothay pabo janale khub valo hoy dada.

  • @kaushikraha2893
    @kaushikraha2893 3 ปีที่แล้ว

    Sinder er dust e to pratisthapan kara holo . Amrao ki dust ei korbo ?

  • @Anu-qi1gp
    @Anu-qi1gp 3 ปีที่แล้ว +1

    Dada cinder dite parben.Khub bhalo laglo.Fb.link ta din.R nursery theke j chara ta anbo setar matti dhuye potting korbo.

    • @jayantaghosh5286
      @jayantaghosh5286 3 ปีที่แล้ว +1

      Vai khub valo laglo.
      Akta prosno bivinno fal o ful gacha ak dharoner sada poka dekha jachha. Oi poka Aksatha dola bedhe thaka.fol , ful gachar soru daal nasto kore. Peyara gacha beshi dekha jai.oi poka tarate Ki babohar korbo jodi bola dao tahola khub upokrito hoi.

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 ปีที่แล้ว

      Sumi দি
      আন্তরিক ধন্যবাদ।
      Cinder বা ঘেঁষ এর জন্য
      নিকটবর্তী কামার শালা , তাপ বিদ্যুৎ কেন্দ্র, কলকারখানা ও শিল্পাঞ্চল এ
      খোঁজ করুন।
      অনেক সময় ইট ভাটাতেও জ্বালানি হিসেবে ঘেঁষ ব্যবহার করা হয়। সেখানেও খোঁজ করুন।
      আমিও দেখছি আপনাদের জন্য কোনো কিছু করা যায় কিনা।
      হ্যাঁ মাটি ধুয়ে Saaf লাগিয়ে তবেই potting করুন।
      সঙ্গে থাকুন সাধের ছাদ বাগানের।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 ปีที่แล้ว +1

      জয়ন্ত দা
      ওগুলো হলো মিলিবাগ।
      Actara নামে একটা পেস্টিসাইড আছে।
      1 গ্রাম 1 লিটার জলে গুলে স্প্রে করুন, চলে যাবে।

    • @jayantaghosh5286
      @jayantaghosh5286 3 ปีที่แล้ว

      @@sadherchhadbagan thanks vai

  • @manubibi1551
    @manubibi1551 3 ปีที่แล้ว +1

    দাদা চন্দ্রমল্লিকা গাছ গুলো ভালোই হয়েছে কিন্তু উপর থেকে খুব সুন্দর নিচের গাছ গুলো গোড়া থেকে একটু উপরে পাতাগুলো শুকিয়ে কালো কালো হয়ে গেছে দয়া করে একটু বলবেন কেন এরকম হয়েছে 🙏🙏🙏

  • @pratiknayak8969
    @pratiknayak8969 3 ปีที่แล้ว

    অনেক ধন্যবাদ দাদা ভাই 🙏🙏🙏
    সিণ্ডার মিডিয়ার গাছ কি পরের বছরের জন্য সংগ্রহ করা যাবে তো
    শুধু মাত্র এটাই জানার ছিল।।।🙏🙏🙏

  • @lutfurrahman1326
    @lutfurrahman1326 3 ปีที่แล้ว

    সুন্দর ছাদ বাগানে দেখতে পেলাম চন্দ্র মল্লিকা ফুল গাছের চাষ। খুব সুন্দর পদ্ধতি। আমরা সবাই উপকৃত হবো আশা করছি।

  • @chanchalghosh7738
    @chanchalghosh7738 2 ปีที่แล้ว

    ঘেঁষ কোথায় পাব, আমি কলকাতায় থাকি। জানালে উপকৃত হব।

  • @arnabtripathy6856
    @arnabtripathy6856 2 ปีที่แล้ว +1

    ইট ভাটার থেকে যে লালচে রঙের ঘ্যাস পাওয়া যায়, ওই জিনিস কি মিডিয়া হিসেবে ব্যবহার করা যাবে???

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 ปีที่แล้ว

      না
      ওটা রাবিশ।

    • @arnabtripathy6856
      @arnabtripathy6856 2 ปีที่แล้ว

      @@sadherchhadbagan ধন্যবাদ দাদা।

  • @Nixon_75
    @Nixon_75 2 ปีที่แล้ว +1

    কন কন গাছ সিন্ডার মিডিয়া তে কোরা সোম্ভব। আগলোনিমা কি সম্ভব। দয়া করে বলবেন

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 ปีที่แล้ว

      গোলাপ
      চন্দ্রমল্লিকা
      জার্বেরা
      জবা
      জায়ান্ট
      স্ট্রবেরি থেকে শুরু করে বিভিন্ন রকমের গাছ করতে পারি।
      আগলোনিমা কখনো করিনি।

  • @Rahul-vu7sx
    @Rahul-vu7sx ปีที่แล้ว

    12 61 00 kato bar dite hobe

  • @pritimoysarbadhikary1109
    @pritimoysarbadhikary1109 3 ปีที่แล้ว

    Dada cinder er modhye r kichu mix korte hobe na to...?

  • @Xyzjajsvd
    @Xyzjajsvd 3 ปีที่แล้ว

    👌👌

  • @koushikadhikari5972
    @koushikadhikari5972 ปีที่แล้ว +1

    Dada Amar kimicall khaber ta daven.

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  ปีที่แล้ว

      অনলাইনে পাবেন Combicall

  • @sujaymondal8357
    @sujaymondal8357 3 ปีที่แล้ว +3

    দাদা, 12 61 00 কত দিন অন্তর দিতে হবে?

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 ปีที่แล้ว

      চারা লাগানোর 7 দিন পর।
      1 বার ই দেবেন।
      আর প্রয়োজন নেই।
      না থাকলে, DAP 4 দানা দিলেও হবে।

  • @salilbasak9919
    @salilbasak9919 3 ปีที่แล้ว +1

    Raju da cinder media jeta use korlen seta ekdom dust use korlen ?

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  3 ปีที่แล้ว

      হ্যাঁ করলাম।
      চন্দ্রমল্লিকা গাছ বড় দানা ঘেঁষ এ ভালো হয় না।
      তাই চালনি দিয়ে চেলে নিলাম।