রমজান উপলক্ষে জমজমাট টাঙ্গাইলের কলার হাট !! দৈনিক ২৫ লাখ টাকা বিক্রি !! Banana Market || Tangail

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • কলা এক প্রকারের বিশ্বব্যাপী জনপ্রিয় ফল। সাধারণত উষ্ণ জলবায়ু সম্পন্ন দেশসমূহে কলা ভাল জন্মায়। বাংলাদেশ সহ পৃথিবীর বহু দেশে কলা অন্যতম প্রধানফল। পাহাড়ের মাটির গুণাগুণ ও আবহাওয়া কলা চাষের জন্য বেশ উপযোগী। অল্প খরচে বেশি লাভ হওয়ায় টাঙ্গাইলের পাহাড়ি অঞ্চলের লালমাটিতে কলা চাষে জুকছেন কৃষকরা। উৎপাদিত কলা স্থানীয় চাহিদা মিটিয়ে প্রায় ৭০-৮০ ভাগই যাচ্ছে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায়। এছাড়া ঢাকা, ময়মনসিংহ, জামালপুর, ফুলবাড়িয়া, সিলেট, কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে এ কলা। মধুপুর উপজেলার গারোবাজার এবং ঘাটাইলের কুতুবপুর বাজারে সবচেয়ে বেশি কলা বিক্রি হয়। এসব হাট থেকে প্রতিদিনই বের হচ্ছে ছোট-বড় মিলে ২০-৩০ ট্রাক কলা। মধুপুরের দুই হাটেই কলা বিক্রি হয় কোটি টাকার ওপরে। একই চিত্র কুতুবপুর ও গারোও বাজারে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে কলা কিনতে আসেন পাইকার।
    টাঙ্গাইলে কি পরিমান কলা উৎপাদন হচ্ছে এবং এর বাজার মুল্য কত তা জানাবো আজকের এই ভিডিওতে, চলুন শুরু করা যাক……

ความคิดเห็น • 30