খুব সহজে কিভাবে যেকোনো সুর শুনে তার সারগম চিনতে পারব? How to Identify the Notes of any Musical Tune?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @chandranathmondal5701
    @chandranathmondal5701 5 หลายเดือนก่อน

    Khub sohoj kore bojhalen. Osonkho dhonyabad

  • @abhijitbhattacharya9295
    @abhijitbhattacharya9295 ปีที่แล้ว +3

    বেশ কঠিন পদ্ধতি অনুশীলনের সহজ পদ্ধতি জানা গেলো তবে বয়স্ক শিক্ষার্থীদের মস্তিস্ক এবং স্নায়ুতন্ত্রের বয়সজনিত দৌর্বল্য এবং স্বাভাবিক নিয়মে কার্যকারিতা হ্রাসজনিত কারণে অনুশীলন অসাধ্য না হলেও বেশ কষ্টসাধ্য। আপনি অবশ্য এই বিষয়টি যথার্থভাবে প্রথমেই উল্লেখ করেছেন। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

    • @robiscope
      @robiscope  11 หลายเดือนก่อน

      বয়স্ক শিক্ষার্থীদের সবথেকে বড় সমস্যা হল, তাদের মনের ভেতরটা অনেক ভাবনায় পরিপূর্ণ, শিশুদের মনের ভেতরটা পরিষ্কার, তাই তারা অনেক দ্রুত যেকোনো নতুন জিনিস শিখে নিতে পারে।

  • @dr.rashidakhanam4744
    @dr.rashidakhanam4744 ปีที่แล้ว +3

    অনেক উপকারী পদ্ধতি শুধু গানের জগতেই না অন্য যেকোনো ধরনের শব্দের রুট জানতে সহায়ক ভূমিকা পালন করে। খুবই গুরুত্বপূর্ন আমাদের শেখার জন্য । নমস্কার!

    • @robiscope
      @robiscope  11 หลายเดือนก่อน

      অনেক ধন্যবাদ আপনাকে দিদি, ভালো থাকবেন।

  • @sayanchanda1339
    @sayanchanda1339 ปีที่แล้ว +1

    Khub e sundor process..

    • @robiscope
      @robiscope  11 หลายเดือนก่อน

      ধন্যবাদ জানাই

  • @dr.rashidakhanamrashidakha971
    @dr.rashidakhanamrashidakha971 ปีที่แล้ว +1

    অনেক দূর শিক্ষন পদ্ধতির মাধ্যমে এতো সুন্দর উপকারী তাও গানে! অসাধারণ। নমস্কার, দাদা।

    • @robiscope
      @robiscope  ปีที่แล้ว +1

      নমস্কার আপনাকে। ভিডিওটা আপনাদের কাজে লাগলে মনে হয়, এত পরিশ্রম করে ভিডিও বানানো সার্থক হলো।

  • @pranatipramanik7072
    @pranatipramanik7072 ปีที่แล้ว +1

    এতো চমতকার বিশ্লেষণ !! আপনার সব ভিডিও দেখি শুনি আর তা থেকে অনেক কিছু জানতে পারি । অনেক ধন্যবাদ জানাই ।

    • @robiscope
      @robiscope  11 หลายเดือนก่อน

      ধন্যবাদ জানাই আপনাকেও, ভিডিও ভালো লেগেছে জেনে খুবই আনন্দিত হলাম।

  • @ShibaniDas-ee9eo
    @ShibaniDas-ee9eo ปีที่แล้ว +1

    Good morning sir khub valo lagaychay kotha gulo sunay.apnar bujobar neomta onake valo lagaychay. Thanks sir

    • @robiscope
      @robiscope  ปีที่แล้ว

      ধন্যবাদ, ভিডিওগুলো আপনাদের কাজে লাগলে বুঝতে পারি, এত পরিশ্রম করে ভিডিও বানানো সার্থক হলো।

  • @mousumibose4580
    @mousumibose4580 ปีที่แล้ว +1

    অসাধারন। এত ভালো লাগল। স্বর এর আন্দোলন। খুব সুন্দর। শুনলেই রাগ আয়ত্বে চলে আসছে। আপনার কাছ থেকে আরো ভিডিও চাই।

    • @robiscope
      @robiscope  ปีที่แล้ว

      ভিডিওগুলো আপনাদের কাজে লেগেছে, এটা জানতে পারলে মনে হয়, এত পরিশ্রম করে ভিডিও বানানো সার্থক হলো। অবশ্যই এই বিষয়ে আরো ভিডিও বানানোর ইচ্ছা রইলো।

  • @shyamalibhattacharya3916
    @shyamalibhattacharya3916 11 หลายเดือนก่อน +1

    Ekdom thik katha

    • @robiscope
      @robiscope  11 หลายเดือนก่อน

      ধন্যবাদ আপনাকে

  • @vijaysanyal9203
    @vijaysanyal9203 ปีที่แล้ว +1

    Dada apni khub sundor bhabe uposthapona korlen. Apnar unnoti hok.

    • @robiscope
      @robiscope  11 หลายเดือนก่อน

      গুরুর কৃপায় সামান্য যেটুকু শিখেছি, সাধ্যমত আপনাদের সাথে ভাগ করে নেওয়ার চেষ্টা করি।

  • @uchatt
    @uchatt 10 หลายเดือนก่อน

    একটি সংক্ষিপ্ত (অথচ সম্পূর্ণ) গুরুত্বপূর্ণ আলোচনা।

    • @robiscope
      @robiscope  9 หลายเดือนก่อน

      ধন্যবাদ এবং নমস্কার।

  • @archanaghosh7011
    @archanaghosh7011 ปีที่แล้ว +1

    Onek donnyobad

    • @robiscope
      @robiscope  ปีที่แล้ว

      ধন্যবাদ জানাই আপনাকেও।

  • @muktoakasheganeralo6155
    @muktoakasheganeralo6155 ปีที่แล้ว +1

    অত্যন্ত দরকারি একটি টিউটোরিয়াল

    • @robiscope
      @robiscope  11 หลายเดือนก่อน

      ধন্যবাদ আপনাকেও

  • @rinkughosh7923
    @rinkughosh7923 8 หลายเดือนก่อน +1

    খুব সহজ করে বোঝালেন স্যার

    • @robiscope
      @robiscope  7 หลายเดือนก่อน

      ধন্যবাদ

  • @RanjitKumarSarker
    @RanjitKumarSarker ปีที่แล้ว +1

    আপনার সব ভিডিও গুলিই সুন্দর তবে তার মধ্যে এই ভিডিওটি অসম্ভব ভালো লেগেছে আমার। আমার প্রণাম জানবেন।

    • @robiscope
      @robiscope  11 หลายเดือนก่อน

      ধন্যবাদ, এটাই হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতে সুর চেনার সনাতন রীতি।

  • @anjalimukherjee1657
    @anjalimukherjee1657 ปีที่แล้ว +2

    খুব ভালো লাগলো আপনার এই পোস্ট টা !!!

    • @robiscope
      @robiscope  11 หลายเดือนก่อน

      ভিডিওটা আপনাদের ভালো লেগেছে জেনে খুশি হলাম।

  • @ParanKarmakar-v1l
    @ParanKarmakar-v1l ปีที่แล้ว +1

    খুব সুন্দর আপনার শিক্ষন পদ্ধতি।

    • @robiscope
      @robiscope  11 หลายเดือนก่อน

      ধন্যবাদ, এটাই হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের সনাতন শিক্ষাদানের পদ্ধতি।

  • @kakalisengupta765
    @kakalisengupta765 ปีที่แล้ว +2

    খুব সুন্দর বিশ্লেষণ, খুব ভাল লাগল

    • @robiscope
      @robiscope  11 หลายเดือนก่อน

      ধন্যবাদ জানাই আপনাকেও।

  • @putulmaity3713
    @putulmaity3713 ปีที่แล้ว +1

    Khub sundor kotha.

    • @robiscope
      @robiscope  11 หลายเดือนก่อน

      ধন্যবাদ আপনাকে

  • @ratanlallguha9909
    @ratanlallguha9909 ปีที่แล้ว +1

    খুব সুন্দর। অশেষ ধন্যবাদ।

    • @robiscope
      @robiscope  ปีที่แล้ว

      অনেক ধন্যবাদ আপনাকে

  • @debaprasadhalder7982
    @debaprasadhalder7982 ปีที่แล้ว +1

    অসাধারণ আরও একটিclass

    • @robiscope
      @robiscope  11 หลายเดือนก่อน

      অনেক ধন্যবাদ

  • @parbatibarman7060
    @parbatibarman7060 ปีที่แล้ว +1

    ভীষণ উপকৃত হলাম🙏🙏🙏🙏🙏

    • @robiscope
      @robiscope  11 หลายเดือนก่อน

      ভিডিওটা কাজে লেগেছে জেনে খুব ভালো লাগলো।

  • @shyamalimahanta2618
    @shyamalimahanta2618 ปีที่แล้ว +1

    Sayan sengupta is very experienced teacher very scientific

    • @robiscope
      @robiscope  ปีที่แล้ว

      অনেক ধন্যবাদ, আমি অত্যন্ত সামান্য একজন সঙ্গীত শিক্ষক।

  • @mahuabanerjee3557
    @mahuabanerjee3557 ปีที่แล้ว +1

    খুবই উপকৃত হলাম, নমস্কার 🙏

    • @robiscope
      @robiscope  11 หลายเดือนก่อน

      আপনারা যখন বলেন ভিডিওটা কাজে লেগেছে, তখন মনে হয় এত পরিশ্রম করে ভিডিও বানানো সার্থক হলো।

  • @bengalnature8283
    @bengalnature8283 ปีที่แล้ว +1

    দারুণ বোঝালেন ,অশেষ প্রনাম

    • @robiscope
      @robiscope  11 หลายเดือนก่อน

      গুরুর কৃপা যেটুকু সামান্য শিখেছি, তার যতটা পারি আপনাদের সাথে ভাগ করে নেবার চেষ্টা করছি।

  • @MithuAcharjee-e1v
    @MithuAcharjee-e1v ปีที่แล้ว +1

    Thank you sir vidio ta sayar korar jonno

    • @robiscope
      @robiscope  11 หลายเดือนก่อน

      ভিডিওটা কাজে লেগেছে জেনে খুশি হলাম।

  • @shampachoudhury8191
    @shampachoudhury8191 ปีที่แล้ว +1

    ভিডিও টি খুব হেল্প ফুল

    • @robiscope
      @robiscope  ปีที่แล้ว +1

      অনেক ধন্যবাদ, ভিডিওটা আপনাদের কাজে লেগেছে জানালে মনে হয়, এত পরিশ্রম করে ভিডিও বানানো সার্থক হলো।

  • @sucharitachatterjee6311
    @sucharitachatterjee6311 ปีที่แล้ว +3

    সুপ্রভাত Sir 🙏🙏, খুবই সুন্দর video পেলাম সাথে অনেক প্রশ্ন আমারও ছিল তার উত্তর পেলাম। ছোট বেলা থেকে গান শেখার ইচ্ছা ছিল না গিটার শিখতাম। ভাইপোকে গান শেখাতে গিয়ে ও একা শিখবে না আমাকেও শিখতে হবে আমার বোন কেও শিখতে হবে কারণ ও স্কুল যাবে পড়াশোনা করবে গান শিখবে আর আমরা কিছুই করবো না 😄, এই আবদারে ওর সাথে গান শেখা শুরু করলাম আমি ও বোন। ভাইপো একাই আমাদের বাড়ির ভিতরে। কিন্তু ছয় বছর ধরে শিখছি কিন্তু সেভাবে উন্নতি হচ্ছে না, আমরাও অনেক সময় দেওয়ার দিতে পারছিনা যেভাবে গানের জন্য সময় দেওয়া দরকার। এখন ভাইপো গান খুবই ভালো করতো ভগবান দত্ত গলা কিন্তু জানিনা কেন ও গানটা সেভাবে করতে চাইছে না। অথচ প্রাকটিস করে না কিন্তু দুমাস কি তার কম বেশি হলেও ওকে নিয়ে বসালে কিন্তু ঠিক করে কোনো ভুল হয় না, এটা আমাদের অবাক করে। কিন্তু জোর করে করালে তো হয় না ভালোবাসা থাকার দরকার ওকে সেটা রেগুলার বসানো যাচ্ছে না। প্রায় 12বছর বয়স তিন মাস কম। তো যেটা বলার, আপনার ভিডিও দেখে করার চেষ্টা করি ও আপনার কাছে শেখার ইচ্ছা আছে। এবারে তো জানিয়েছেন যে একটা ক্লাস হয়ে গেছে। তাই নিজে ভালো গলা, গান গাওয়া ও sargom দিয়ে তুলছি গান কিন্তু কিছুদিন ঐ গানটা না করলে ভুলেই যাচ্ছি। আবার নুতন করে তুলতে হচ্ছে। অনেকে আমাকে বলে।6 বছর শিখছো গান er🙏কথা দেখে গান তুলতে পার না? এটা কি করে শিখতে হয়। একটা কথা Sir, আজকে মা নেই তিন বছর গত হয়েছেন, মা খুবই গান শুনতেন যে কোনো গান তখন রেডিও ছিল গান হতো মা শুনতো ও আমাদের শোনাতো তাই আমরা চার ভাইবোন যে কোনো গান, গানের শিল্পী চিনেছে মায়ের জন্য এটা মা যে কি করে দিয়েছেন মায়ের কাছে আমরা ঋণী। সমস্ত জনারের গান জানি কিন্তু শিখতে পারিনি।আপনার উপদেশের আশায় রইলাম 🙏🙏

    • @robiscope
      @robiscope  11 หลายเดือนก่อน

      আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ, অভিভাবক হিসেবে আমাদের একটা স্বাভাবিক আশা থাকে, আমার অপূর্ণ ইচ্ছা গুলো আমার সন্তানের মধ্যে দিয়ে প্রকাশিত হবে। দুর্ভাগ্যক্রমে এই চিন্তার কোনও বাস্তব ভিত্তি নেই, এটা আমাদের মনের একটা ইচ্ছে মাত্র।
      অভিভাবক হিসেবে আমাদের একমাত্র কাজ হল, শিক্ষার্থীকে শিল্পকে ভালবাসতে শেখানো। আমার নিজের বড় ছেলের বয়স ৮ বছর, সে গান গাইবার থেকে অভিনয় করায় বেশি আগ্রহী। আমি তাকে কোনদিন গান গাইবার জন্য জোর করিনি, আমার একমাত্র চেষ্টা তাকে শিল্পকে ভালবাসতে শেখানো এবং সমস্ত শিল্প মাধ্যমকে শ্রদ্ধা করার মানসিকতা তৈরি করার দিকে।
      এ বিশ্বে সমস্ত কিছু শেখাবার স্কুল আছে, কিন্তু ভালবাসা শেখানোর কোন স্কুল নেই। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আপনার ভাইপো শিল্পকে ভালোবাসুক, গান ভালবাসুক। যে দিন তার ভেতর থেকে গান আসবে, সে নিজেই গাইবে, কাউকে জোর করতে হবে না।

  • @kshamapradhan2553
    @kshamapradhan2553 ปีที่แล้ว +1

    স্যার, খুব উপকৃত হলাম।

    • @robiscope
      @robiscope  11 หลายเดือนก่อน

      অনেক ধন্যবাদ

  • @tusharkanti
    @tusharkanti ปีที่แล้ว +1

    সুন্দর

    • @robiscope
      @robiscope  11 หลายเดือนก่อน

      ধন্যবাদ

  • @munmunbiswas2115
    @munmunbiswas2115 ปีที่แล้ว +1

    Apurbo shekhalen sir

    • @robiscope
      @robiscope  11 หลายเดือนก่อน

      ধন্যবাদ জানাই আপনাকেও।

  • @chandanagoswami9369
    @chandanagoswami9369 9 หลายเดือนก่อน

    Asadharan

    • @robiscope
      @robiscope  9 หลายเดือนก่อน

      ধন্যবাদ আপনাকে।

  • @anupkhan6258
    @anupkhan6258 ปีที่แล้ว +1

    দারুন! ধন্যবাদ দাদা।

    • @robiscope
      @robiscope  11 หลายเดือนก่อน

      ধন্যবাদ আপনাকেও

  • @mitrapiyali
    @mitrapiyali ปีที่แล้ว +1

    খুব ভালো লাগলো

    • @robiscope
      @robiscope  11 หลายเดือนก่อน

      ধন্যবাদ আপনাকেও।

  • @rosinakhan325
    @rosinakhan325 ปีที่แล้ว +1

    Nice sharering

    • @robiscope
      @robiscope  ปีที่แล้ว

      Thanks for coming

  • @chhabiadhikari9568
    @chhabiadhikari9568 ปีที่แล้ว +2

    তবে একটা কথা বলি। ছোটো বেলায় আমি গান শিখেছিলাম। নেটে যে গুলো শিখচি অনেক কিছু পাচ্ছি। ধন্যবাদ

    • @robiscope
      @robiscope  11 หลายเดือนก่อน +1

      আমার শেখানো আপনাদের ভালো লাগছে, এটা জেনেই আমি ধন্য।

  • @rokibulalam6887
    @rokibulalam6887 ปีที่แล้ว

    Thanks

    • @robiscope
      @robiscope  11 หลายเดือนก่อน

      Welcome

  • @tulikaroysaha2983
    @tulikaroysaha2983 ปีที่แล้ว +1

    Ki Apurbo sekhalen sir 🙏🏻

    • @robiscope
      @robiscope  11 หลายเดือนก่อน

      অনেক ধন্যবাদ।

  • @PoltuMrong
    @PoltuMrong ปีที่แล้ว +1

    স্যার,অন লাইনে আপনার কাছে শিখতে চাই।

    • @robiscope
      @robiscope  11 หลายเดือนก่อน

      এই মুহূর্তে নতুন অনলাইন শিক্ষার্থীদের জন্য অডিশন বন্ধ রয়েছে, দুঃখিত। মার্চ মাসে আবার অডিশন নেওয়া হবে। তখন একটু whatsapp করে নিতে পারেন।

  • @rinanath3593
    @rinanath3593 ปีที่แล้ว +1

    Sir aakar korte gele gola ta kepe jay ki korle somadhan pabo

    • @robiscope
      @robiscope  11 หลายเดือนก่อน

      রোজ সকালে ভালো করে সা এর রেওয়াজ করুন আকার দিয়ে। এ বিষয়ে চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে, দেখার অনুরোধ রইলো।

  • @monika123modak
    @monika123modak 8 หลายเดือนก่อน +1

    আমি চল্লিশটা সারেগাম বাজাতে পারি রাগ কয়টা শিখব সর্বনিম্ন আর কয়টা শেখার পর গান তুলব

    • @robiscope
      @robiscope  7 หลายเดือนก่อน

      সংগীতে এরকম সর্বোচ্চ বা সর্বনিম্ন বলে কিছু হয় বলে আমার জানা নেই।

    • @monika123modak
      @monika123modak 7 หลายเดือนก่อน

      যদি রাগ না শিখি তাহলে কি এখন হারমোনিকে গান তুলতে চেষ্টা করব যদিও আমি কিছু রাগ বাজাতে পারি

  • @chhandamondal3050
    @chhandamondal3050 10 หลายเดือนก่อน

    Lagilo dol jole sthole ei gaaner swarolipi ta dile valo hoto.

    • @robiscope
      @robiscope  9 หลายเดือนก่อน

      লাগলো দোল জলে স্থলে, এই গানটার রবীন্দ্রনাথ লেখার চান্স পাননি, তাই স্বরলিপিকার স্বরলিপি বানিয়ে ওঠার সুযোগ পাননি। 😊😊

  • @shovanbhattacharya8047
    @shovanbhattacharya8047 ปีที่แล้ว +1

    দাদা গানবাজনা নিয়ে আড্ডা মারার কোন প্রয়োজন নেই। এভাবে কথা বলা উচিৎ নয়।

    • @robiscope
      @robiscope  ปีที่แล้ว +5

      হিন্দুস্থানী ক্লাসিকাল মিউজিক সম্বন্ধে আপনার অজ্ঞানতা আমায় ব্যথিত করল। তবে আপনারাই দলে ভারী, সংগীতকে প্রথাগত শিক্ষার বিষয় হিসেবে বিবেচনা করতে অধিকাংশ তথাকথিত অক্ষরজ্ঞ্যানসম্পন্ন মানুষেরই একটু আধটু অসুবিধা হয়।
      হিন্দুস্থানী শাস্ত্রীয় সংগীতের ইতিহাস বিষয়ক দুটি অত্যন্ত প্রামাণ্য বইয়ের নাম এখানে উল্লেখ করছি... স্মৃতির অতলে এবং কুদরত রঙ্গীবিরঙ্গী। লেখকদের নাম উল্লেখ করে এই ভদ্র সমাজে আর আপনার লজ্জা বাড়ালাম না। বই দুটির নাম সম্ভবত আপনার শোনা নেই, কাজেই পড়ে দেখার কোন প্রশ্নই ওঠে না।
      অন্যান্য সাবজেক্ট এর মত হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত নিয়ে কোন মন্তব্য করতে গেলে ন্যূনতম পড়াশোনা প্রয়োজন। অতএব, আপনার দৃষ্টিভঙ্গিকে আমি করুনা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা, তিনি হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত সম্বন্ধে আপনাকে সঠিক ধারণা দিন।

    • @SUVASHREEKUMAR
      @SUVASHREEKUMAR ปีที่แล้ว +1

      কুমার প্রসাদ মুখোপাধ্যায়ের বইগুলো পড়লে কি বলবেন ?

    • @robiscope
      @robiscope  ปีที่แล้ว

      অনেক ধন্যবাদ আপনাকে, আগ্রহীদের জন্য এখানে একটা বইয়ের পিডিএফ শেয়ার করলাম...
      স্মৃতির অতলে - অমিয়নাথ সান্যাল
      archive.org/details/in.ernet.dli.2015.356972

    • @SUVASHREEKUMAR
      @SUVASHREEKUMAR ปีที่แล้ว

      স্মৃতির অতলে পড়া , আরো কিছু থাকলে পিডিএফ দিন প্লিজ

    • @satyakiguha415
      @satyakiguha415 ปีที่แล้ว

      Sir sound ta next time rektu clear thakle bhalo hoi, echo hochhe....bhison bhalo lage apnar video🙏

  • @actandfact6566
    @actandfact6566 6 หลายเดือนก่อน

    Dada apnar whatsapp number ti diben please.