ব্যতিক্রমী একটি উপস্থাপন। যিনি এতো যত্ন করে ঘরের এন্টিকস গুলো সযত্নে সংরক্ষণ করছেন, তার রুচীর প্রতি স্যালুট। উনার নিকট একটি অনুরোধ যাহার নিকট থেকে এত সুন্দর বাড়ি কিনেছেন তাকে সম্ভব হলে একসময় নিয়ে এসে দেখালে সে খুব খুশী হবে। আপনাকেও ধন্যবাদ।
উনি অনেক বুদ্ধিমান ও ভাগ্যবান! অসাধারণ সুন্দর তার চিন্তা ভাবনা। আর আলহামদুলিল্লাহ তারা স্রষ্টার প্রশংসা করতে ভুলে না। আল্লাহ তায়ালা তাদের বরকত আরো বাড়িয়ে দিক।
"মায়ের দোয়া থাকলে সন্তানের জীবনে সব সুখ আসে" এই কথাটি এই ভাইয়ের মুখে শুনে মনটা ভরে গেল। আল্লাহ তাআলা হেদায়েত করুন ঐ সব সন্তানদের যেসব সন্তানেরা উপরে উঠে গেলে মা-বাবার ত্যাগকে অস্বীকার করে।
অসম্ভব সুন্দর পরিবার । যেমন জ্ঞানী তেমন শিক্ষিত , ভদ্র সাথে সাথে সরল ও পরিবার টি । আর খুব ভাল করেছে এই বাডী টি কিনে । উনি খুব খুব লাভবান হয়েছে ভাগ্যের দিক থেকে । টাকা টাই বড় কথা না । টাকা থাকলেও মাঝে মাঝে এমন বাডী পাওয়া যায় না । ছেলেকে খুব ভালবাসে বউ কে ও । মেয়ের টা ও লক্ষী । আমি এমন এন্টিক জিনিস লাইক করি কিন্তু সব সময় এমন ভাবে থাকতে চাই না । ২ টি বাড়ি হলে ভাল হয় । আমরা ও অনেক ঘুরে বেড়াতাম , ছেলেটা অসুস্থ হওয়া তে এখন তেমন ঘুরি না । আল্লাহ সবাই কে তার ছায়াতলে রাখুন ।
অনেক স্মৃতি বিজড়িত বাড়িটি পুরাতন হলেও দেখতে এখনো নতুনের মতো। বাড়ির ক্রেতা এবং বিক্রেতা উভয়ই রুচিশীল এবং সুন্দর মনের মানুষ বলেই প্রতীয়মান হয়। মহান আল্লাহ তায়ালা আপনাদের সহায় হউন।
মায়ের প্রতি অগাধ ভালোবাসা আর প্রকৃতির সাথে চলার পথে আল্লাহর প্রতি আনুগত্য দুটো জিনিস একসাথে শিক্ষা নিলাম।আল্লাহ্ আপনাদের সবসময় ভালো রাখুক আমিন।🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
বাংলাদেশের জন্য গর্বের ব্যাপার এত পুরাতন ও অনেক বড় বাড়ি কিনেছেন এই ভাইকে ধন্যবাদ ভাবিকেও ধন্যবাদ আমার চোখে পানি এসে গেল যখন বল্লেন নায়াগ্রা ফলস আল্লাহর সুন্দর সৃষ্টি আল্লাহর প্রশংসা যিনি করলেন আল্লাহ তায়ালা তাকে ভাল রাখুন আমিন আলহামদুলিল্লাহ 🌺 শৈলকূপা ঝিনাইদহ বাংলাদেশ থেকে ♥️🇧🇩♥️🇧🇩
অসাধারণ। বর্তমান ফ্যামিলি গুলো থেকে ব্যাতিক্রম। ভাইয়ের এ্যন্টিক এর প্রতি ভালোবাসা, মায়ের প্রতি শ্রদ্ধা বাচ্চাদের কম্পিউটার নিজেরদের সাথে একই রুমে, উপরে ব্যবহার নিষেধ, তারপর ছেলেকে ১৮তে বিয়ে দেয়া, সবশেষে ভাবীর কথাগুলো, এক কথায় অসাধারণ ও শিক্ষনীয়।
অসাধারণ একটা ভিডিও দেখা হলো। নিজেকে অন্য একটা একটা দুনিয়ায় নিয়ে গেলাম।সত্যি কারের জাদুঘর। মানুষ মরে যায় রেখে যায় সবি।১১০ বছরের টি টেবিল!!!!! ভাবতেই অবাক লাগে।
প্রথমে ধন্যবাদ দিতে চাই সোহেল মাহমুদ ভাইয়াকে। যার জন্য সং্যুক্ত আরব আমিরাতে বসে এতো সুন্দর একটি মুহুর্ত উপভোগ করতে পারলাম। উজ্জ্বল সাহেবকে দেখে অনেক ভালো লাগলো। সত্যি উনি খুবি মুক্তমনা একজন মানুষ। উনার স্ত্রী ও অসাধারণ প্রকৃতি প্রেমিক। শুভকামনা পরিবারের সবার জন্য। প্রকৃতি প্রেমি কাউকে দেখলে সত্যি খুব ভালো লাগে। নিজেরও প্রকৃতির প্রতি খুব ভালো লাগা কাজ করে। জীবনে খুব বেশী ঘুরতে চাই। কতদূর এগোতে পারবো জানিনা। প্রকৃতির কাছে বিলিয়ে দেয়া কিংবা প্রকৃতিতে বিলীন হওয়ার মাঝে এক অন্যরকম আনন্দ আছে। এই কথাটা একমাত্র তিনিই বুঝবেন যিনি প্রকৃতির কাছে নিজেকে বিলিয়েছেন।
মায়ের দোয়া সাথে থাকলে জীবনে উন্নতি করা সম্ভব 💖 সাথে সাথে আল্লাহর নেক নজর ভাইয়ের বাড়িটা মাশাআল্লাহ অনেক সুন্দর কম টাকায় এত বড় বাড়ি পাওয়া নায়াগ্রা ফলসে অসম্ভব। একটা জিনিস বেশি ভাল লাগছে ভাইয়ের ছেলের বিয়ের কথাটা শুনে ১৮ হলেই বিয়ে করাবে, তাহারা ১৮ বছরের জন্য অপেক্ষা করতেছেন আর এইদিকে ২৫/২৬ বছর হয়ে যাওয়া আমি এখনো পরিবার এইসব নিয়ে চিন্তাই করে না যাইহোক দোয়া করি আল্লাহ্ যেন এই পরিবারকে ইসলামের পথে এভাবে অটুট রাখেন, আমিন
আসলে পুরো বাড়িটাই এক রকম মিউজিয়াম বলা চলে। অত্যন্ত সুন্দর বাড়ি, ইতিহাসে ভরা। আমারও পুরনো জিনিসের প্রতি অনেক ভালোবাসা ও সম্মান রয়েছে। আমারও যদি কোনদিন সময়, সুযোগ এবং সামর্থ্য দেয় আল্লাহ তাহলে ভালো কোন পুরনো জিনিস অবশ্যই সংগ্রহ করে রাখবো। অসাধারণ একটি ভিডিও। 👍
মন ভরে গেছে প্রবাসী এই ভাইয়ের সুখি সুন্দর পরিবারটা দেখে,আপনাদের জন্য মন থেকে দোয়া রইলো ভাইয়া,মহান রাব্বুল আলামিন যেন আপনার পরিবার টাকে সারাজীবন সুখোময় করে রাখে,তবে একটা অনুরোধ রইলো ভাইয়া আপনার পরিবার নিয়ে বিশেষ করে ছেলে-মেয়েকে নিয়ে বাংলাদেশে ঘনঘন আসতে হবে ,এদেশের প্রকৃতি,দেখতে হবে, এদেশের মানুষের সাথে কথা বলতে হবে, দেখতে হবে,তাহলে এই বাংলাদেশের প্রতি, মানুষের প্রতি ভালোবাসা,সম্মান,শ্রদ্ধা বেড়ে যাবে,আসার জন্য অনুরোধ রইলো ভাইয়া, সেই সাথে ব্লোগার ভাইটির জন্য অনেক অনেক দোয়া করি এতো কষ্ট করে,এতো সুন্দর একটা ভিডিও আমাদের কে উপহাঁর দেওয়ার জন্য।"আমিন"
আপনি অনেক মূল্যবান একটা কথা বলেছেন...মা আসলে অনেক অনেক মূল্যবান সম্পদ... আমার মা ও বাফেলো থাকেন... আমার বোন থাকেন...ওরাও বাড়ী কিনেছেন... আমার নাম বন্যা.... আমি ও আমার মাকে অনেক অনেক অনেক ভালবাসি।
অনেক সুন্দর সুন্দর শত বছরের স্মৃতি ধরে রেখেছেন,আসলেই বাড়িটা অনেক সুন্দর। যা আর কোন দিন হয়তো ২য়টি দেখতে পারবোনা।সবকিছু মিলিয়ে ক্যামেরায় যে ভাই তাকে অসংখ্য ধন্যবাদ জানাই, বিশেষ ধন্যবাদ জানাই যে ভাই বড়িটি কিনেছেন।আল্লাহ আপনার মংগোল করুন,।
আমার প্রিয় বাংলা দেশে র ভাই আমার সালাম জানাই আমি ভালো রুচিসম্মত কিছু দেখলে কমেন্ট না লিখে থাকতে পারি না আপনাদের ভিডিও টা দেখে এবং আপনার সব কথা গুলো মন থেকে শুনে কি লিখবো ভাষা হারিয়ে ফেলে ছি আপনি খুবই ভালো একজন সুখি এবং লাকি মানুষ ভাবিও খুবই ভালো আমি ঢাকা সদরঘাট বাংলা বাজার বাড়ি আল্লাহ তায়ালা র রহমতে আমিও খুব সুখি এবং পকিতি পেমিক আল্লাহ পাক আপনাদের কে দিনের জন্য কবুল করুন আমিন 🌹🌹🌹🌹🌹🌹❤❤❤❤👌👌👌
আপনাদের জন্য রইল অনেক দোয়া, ভাবী যে কি পরিমান আল্লাহর শুকরিয়া করছেন আল্লাহ এমন মানুষের জন্য অবারিত শান্তির দুয়ার খুলবেন ইনশাআল্লাহ।কখনো যদি বাফেল যাওয়ার সুযোগ হয় ঘুরে আসবো আপনাদের ওখান থেকে। ভাল থাকবেন ভাই ।
Wow wonderful 👌 মানুষ তো নিজের মা বাবার জিনিষ ঘরে রাখতে চায়না রাখেনা , আর আপনে অন্নের জিনিষ এতো ভালবেসে যত্ন করে , রেখেছেন , অসাধারন , তারা সব ফেলে কেন গেলো ????!
ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এতো সুন্দর ভাবে ভিডিওটা উপস্থাপনের জন্য। আমি সাধারনত এত দীর্ঘ ভিডিও ইউটিউবে দেখি না (মুভি বা নাটক ছাড়া), কিন্তু আপনার এই ভিডিও আমি শুরু থেকে শেষ পর্যন্ত টানা দেখে গিয়েছি। বাড়ীটা যিনি কিনেছেন এবং উনার পুরো পরিবারই ভালো মনের মানুষ। উনাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাবেন। আপনার জন্য রইল অনেকগুলো শুভ কামনা। ভালো থাকবেন ভাই।
Ghor sundor ghorer Malik er mon Valo. Ghor kine o mul Malik ke respect korcen. Best humanity. Allah bless you. Mul Malik ke Akbar aniya dekhale Shae khushi hobe apni sob tikmoto rakhcen. India Assam hoite
ALLAH (swt)apnader mongol korun ebong valo kaj korar sujog kore din, manush bari kiney Apni to antique museum kiney felesen, darun apnara shobai. ALLAH hafez
ব্যতিক্রমী একটি উপস্থাপন। যিনি এতো যত্ন করে ঘরের এন্টিকস গুলো সযত্নে সংরক্ষণ করছেন, তার রুচীর প্রতি স্যালুট।
উনার নিকট একটি অনুরোধ যাহার নিকট থেকে এত সুন্দর বাড়ি কিনেছেন তাকে সম্ভব হলে একসময় নিয়ে এসে দেখালে সে খুব খুশী হবে।
আপনাকেও ধন্যবাদ।
Wow!
DS in9
Beautiful house
@@jakarulislam6712 সুন্দর ভিডিও। বাংলাদেশীর কণ্ঠে বাঙলা গান শুনুন। th-cam.com/video/fQ_5kqh_j50/w-d-xo.html.
@@balaramsengupta8402 সুন্দর ভিডিও। বাংলাদেশীর কণ্ঠে বাঙলা গান শুনুন। th-cam.com/video/fQ_5kqh_j50/w-d-xo.html.
বাড়ি সুন্দর হলে অনেক সময় বাড়ির মানুষ গুলো সুন্দর হয়না, আবার মানুষ সুন্দর হলে বাড়ী সুন্দর হয়না,আল্লাহ্ উনাদের সবকিছু মিলায়ে দিয়াছেন।খুব ভালো গেগেছে ।
উনি অনেক বুদ্ধিমান ও ভাগ্যবান! অসাধারণ সুন্দর তার চিন্তা ভাবনা। আর আলহামদুলিল্লাহ তারা স্রষ্টার প্রশংসা করতে ভুলে না। আল্লাহ তায়ালা তাদের বরকত আরো বাড়িয়ে দিক।
❤
"মায়ের দোয়া থাকলে সন্তানের জীবনে সব সুখ আসে" এই কথাটি এই ভাইয়ের মুখে শুনে মনটা ভরে গেল। আল্লাহ তাআলা হেদায়েত করুন ঐ সব সন্তানদের যেসব সন্তানেরা উপরে উঠে গেলে মা-বাবার ত্যাগকে অস্বীকার করে।
❤
একজন বাংলাদেশীর আমেরিকায় স্বপ্নপূরণ । দেখতে ভাল লাগলো।
fttfgggtdtjet
এত সুখি পরিবার এক কথায় অসাধারণ
প্রত্যেকটি মানুষই অসাধারণ
এই ভদ্রমহিলার কথাগুলো শুনে অনেক ভালো লাগছে আল্লাহতালা উনাকে অনেক সম্মানিত করুক
ইন্ডাকশন কুকার কিভাবে কাজ করে Induction cooker in kitchen th-cam.com/video/kltItPWesqg/w-d-xo.html
উনার স্ত্রীর কথাগুলো সবচেয়ে দামী। অনেক শুভেচ্ছা ও শুভ কামনা পরিবারটির জন্য। হয়তো কোন একদিন বেড়াতে গেলে দেখা হবে, ইনশাআল্লাহ...
তো মাদেরজিবনের কথা গুলি খুব ভালো লাগলো।
পরিবারটির জন্য দোয়া রইল.. আল্লাহ আপনাদের আরো অনেক সুখী করুক।।
অনেক সুন্দর অসাধারণ একটা বাড়ি, দোয়া করি উনার মা এর জন্য আল্লাহ তায়ালা জান্নাতের উঁচু মাকাম দান করুন আমিন। মা বাবার দোয়া সন্তান কে অনেক উচুতে নিয়ে যায়
Yeah my dear friend and brother.
শুধু দুনিয়ার সুখই প্রকৃত সুখ নয়, তাই বলছি, আমাদেরকে পরদা নামায ও অন্যান্ন ধমীয় সকল নিয়ম মেনে চলতে হবে। উক্ত ভিডিও দেখানোর জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ।
অসম্ভব সুন্দর পরিবার । যেমন জ্ঞানী তেমন শিক্ষিত , ভদ্র সাথে সাথে সরল ও পরিবার টি । আর খুব ভাল করেছে এই বাডী টি কিনে । উনি খুব খুব লাভবান হয়েছে ভাগ্যের দিক থেকে । টাকা টাই বড় কথা না । টাকা থাকলেও মাঝে মাঝে এমন বাডী পাওয়া যায় না । ছেলেকে খুব ভালবাসে বউ কে ও । মেয়ের টা ও লক্ষী । আমি এমন এন্টিক জিনিস লাইক করি কিন্তু সব সময় এমন ভাবে থাকতে চাই না । ২ টি বাড়ি হলে ভাল হয় । আমরা ও অনেক ঘুরে বেড়াতাম , ছেলেটা অসুস্থ হওয়া তে এখন তেমন ঘুরি না । আল্লাহ সবাই কে তার ছায়াতলে রাখুন ।
পুরো পরিবারকে খুব ভালো লাগলো... সুদুর আমেরিকা থেকে দেশের জন্য তাদের টান দেখে খুব ভালো লাগলো... এই পরিবারের জন্য দোয়া ও শুভকামনা রইলো....
অনেক স্মৃতি বিজড়িত বাড়িটি পুরাতন হলেও দেখতে এখনো নতুনের মতো। বাড়ির ক্রেতা এবং বিক্রেতা উভয়ই রুচিশীল এবং সুন্দর মনের মানুষ বলেই প্রতীয়মান হয়। মহান আল্লাহ তায়ালা আপনাদের সহায় হউন।
মাকে ভালোবাসলে,এমনতি সবকিছু আপনার কাছে চলে আসবে, এই কথা টা আমার খুব ভালো লেগেছে
So beautiful
মায়ের প্রতি অগাধ ভালোবাসা আর প্রকৃতির সাথে চলার পথে আল্লাহর প্রতি আনুগত্য দুটো জিনিস একসাথে শিক্ষা নিলাম।আল্লাহ্ আপনাদের সবসময় ভালো রাখুক আমিন।🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
আলহামদুলিল্লাহ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমিরাকায় থেকেও ইসলামের উপর আছেন খুব ভালো লাগলো।
ভাইয়া এই বিশাল বাড়িটি দেখে যতটুকু ভাল লেগেছে তার চেয়ে অধিক ভাল লেগেছে উপরের রুমে ঝুলানু আল্লাহ পাকের পবিত্র কালাম শরীফ ♥️♥️
বাড়ী এবং পরিবার, দুটোই সুন্দর…. আলহামদুলিল্লাহ্ …
"সবচেয়ে ভালো লাগলো আপনার মায়ের প্রসঙ্গ তুলে ধরার জন্য।"আল্লাহ আপনার জীবন আরো পরিপূর্ন করুক।"❤️🌹❤️."
বাংলাদেশের জন্য গর্বের ব্যাপার এত পুরাতন ও অনেক বড় বাড়ি কিনেছেন এই ভাইকে ধন্যবাদ ভাবিকেও ধন্যবাদ আমার চোখে পানি এসে গেল যখন বল্লেন নায়াগ্রা ফলস আল্লাহর সুন্দর সৃষ্টি আল্লাহর প্রশংসা যিনি করলেন আল্লাহ তায়ালা তাকে ভাল রাখুন আমিন আলহামদুলিল্লাহ 🌺 শৈলকূপা ঝিনাইদহ বাংলাদেশ থেকে ♥️🇧🇩♥️🇧🇩
পুরোন দিনের সব কিছু কেমন যেন এক মায়া ভরা।বাড়ীর মানুষ গুলো খুব সুখি বোঝা গেল।ইচ্ছে করছে গিয়ে দেখে আসি। Painting গুলো চমৎকার।
Hi
ভদ্রমহিলার কথাগুলো শুনে বুঝতে পারছি তিনি আল্লাহ ভীরু মহিলা, তাঁর স্বামীটাও চমৎকার মানুষ 🌹
সহজ সরল মানুষ ভাইজান।। 💞💞💞
সুখী পরিবার।।।
পুরোটা গল্পের মতো হলেও, বাস্তব এনার্জি ফ্যামিলি।শুকরান।
অসাধারণ। বর্তমান ফ্যামিলি গুলো থেকে ব্যাতিক্রম। ভাইয়ের এ্যন্টিক এর প্রতি ভালোবাসা, মায়ের প্রতি শ্রদ্ধা বাচ্চাদের কম্পিউটার নিজেরদের সাথে একই রুমে, উপরে ব্যবহার নিষেধ, তারপর ছেলেকে ১৮তে বিয়ে দেয়া, সবশেষে ভাবীর কথাগুলো, এক কথায় অসাধারণ ও শিক্ষনীয়।
মার প্রতি ভালোবাসা থাকলে জীবনে সব কিছু আসবে, এটা খুবই সত্ত্ব কথা। ভালো থাকবেন
মাশাল্লাহ আল্লাহ তায়ালা উজ্জ্বল ভাইকে আরো আরো দান করুক,সেই সাথে তিনি যেন আল্লাহর আদেশ নিষেধ ও পালন করেন।ভায়ের জন্য শুভকামনা রইলো
এক কথায় অসাধারণ! যাঁর কাছ থেকে বাড়ি কিনেছেন, তিনি এবং যিনি কিনেছেন, তিনিও। আর বাড়ি তো একটা যাদুঘর! ভিডিওর জন্য ধন্যবাদ।
মাশাআল্লাহ অসাধারণ পরিবার আল্লাহ তাদেরকে সব সময় ভালো রাখুক আমিন
চমৎকার।
বাড়ি টি অনেক রুচিসম্মত করে নির্মিত।
উপস্থাপক কে অনেক অনেক ধন্যবাদ।
বাড়ি বর্তমান মালিক এর জন্যও ধন্যবাদ রইলো।
অনেক সুন্দর এক রাজকীয় বাড়ী।উপস্থাপনা চমৎকার।মা এর ভালোবাসা এক অমূল্য সম্পদ।
অসাধারণ একটা ভিডিও দেখা হলো। নিজেকে অন্য একটা একটা দুনিয়ায় নিয়ে গেলাম।সত্যি কারের জাদুঘর। মানুষ মরে যায় রেখে যায় সবি।১১০ বছরের টি টেবিল!!!!! ভাবতেই অবাক লাগে।
অনেক সুন্দর বাড়ি একই সাথে সুন্দর চিন্তা ভাবনার মানুষ
অনেক অনেক ভাল্লাগছেরে ভাই।।। দেখলেই বোঝাযায় উনারা অনেক ভালো এবং সুখী মানুষ। I hv enjoyed a lot..... ❤️ and best wishes from Bangladesh....
অসম্ভব সুন্দর একটি ভ্লগ।ভাইয়া খুবিই ভালো লাগলো ভ্লগ।বাড়ীর মালিক ভাইয়া ও ভাবী ওনারা দু'জন ই খুবিই অমায়িক এবং বিনয়ী। ওনাদের জন্য রইলো অশেষ শুভ কামনা।
সব মিলিয়ে অসাধারণ একটা বাড়ি।অনেক অনেক দোয়া আর ভালবাসা রইল উজ্জ্বল ভাই ও তার ফ্যামিলির জন্য।
Ki
মায়ের সম্মান এ পৃথিবীর ইহ পরকালের জান্নাত ।
খুবই ভালো লাগলো... বাংলাদেশী হিসেবে গর্ব বোধ করি।
খুব মনোযোগ সহকারে ৪৪ মিনিটের ভিডিওটা দেখলাম,,! ভাই, ভাবি,ভাতিজা,ভাচতি, এবং বাড়ি সবকিছুই এক কথায় অসাধারন,!মার্জিত পরিবার,!
প্রথমে ধন্যবাদ দিতে চাই সোহেল মাহমুদ ভাইয়াকে। যার জন্য সং্যুক্ত আরব আমিরাতে বসে এতো সুন্দর একটি মুহুর্ত উপভোগ করতে পারলাম।
উজ্জ্বল সাহেবকে দেখে অনেক ভালো লাগলো। সত্যি উনি খুবি মুক্তমনা একজন মানুষ।
উনার স্ত্রী ও অসাধারণ প্রকৃতি প্রেমিক।
শুভকামনা পরিবারের সবার জন্য।
প্রকৃতি প্রেমি কাউকে দেখলে সত্যি খুব ভালো লাগে।
নিজেরও প্রকৃতির প্রতি খুব ভালো লাগা কাজ করে। জীবনে খুব বেশী ঘুরতে চাই। কতদূর এগোতে পারবো জানিনা।
প্রকৃতির কাছে বিলিয়ে দেয়া কিংবা প্রকৃতিতে বিলীন হওয়ার মাঝে এক অন্যরকম আনন্দ আছে। এই কথাটা একমাত্র তিনিই বুঝবেন যিনি প্রকৃতির কাছে নিজেকে বিলিয়েছেন।
মায়ের দোয়া সাথে থাকলে জীবনে উন্নতি করা সম্ভব 💖
সাথে সাথে আল্লাহর নেক নজর
ভাইয়ের বাড়িটা মাশাআল্লাহ অনেক সুন্দর
কম টাকায় এত বড় বাড়ি পাওয়া নায়াগ্রা ফলসে অসম্ভব।
একটা জিনিস বেশি ভাল লাগছে ভাইয়ের ছেলের বিয়ের কথাটা শুনে
১৮ হলেই বিয়ে করাবে, তাহারা ১৮ বছরের জন্য অপেক্ষা করতেছেন
আর এইদিকে ২৫/২৬ বছর হয়ে যাওয়া আমি এখনো পরিবার এইসব নিয়ে চিন্তাই করে না
যাইহোক দোয়া করি আল্লাহ্ যেন এই পরিবারকে ইসলামের পথে এভাবে অটুট রাখেন, আমিন
আসলে পুরো বাড়িটাই এক রকম মিউজিয়াম বলা চলে। অত্যন্ত সুন্দর বাড়ি, ইতিহাসে ভরা। আমারও পুরনো জিনিসের প্রতি অনেক ভালোবাসা ও সম্মান রয়েছে। আমারও যদি কোনদিন সময়, সুযোগ এবং সামর্থ্য দেয় আল্লাহ তাহলে ভালো কোন পুরনো জিনিস অবশ্যই সংগ্রহ করে রাখবো। অসাধারণ একটি ভিডিও। 👍
মন ভরে গেছে প্রবাসী এই ভাইয়ের সুখি সুন্দর পরিবারটা দেখে,আপনাদের জন্য মন থেকে দোয়া রইলো ভাইয়া,মহান রাব্বুল আলামিন যেন আপনার পরিবার টাকে সারাজীবন সুখোময় করে রাখে,তবে একটা অনুরোধ রইলো ভাইয়া আপনার পরিবার নিয়ে বিশেষ করে ছেলে-মেয়েকে নিয়ে বাংলাদেশে ঘনঘন আসতে হবে ,এদেশের প্রকৃতি,দেখতে হবে, এদেশের মানুষের সাথে কথা বলতে হবে, দেখতে হবে,তাহলে এই বাংলাদেশের প্রতি, মানুষের প্রতি ভালোবাসা,সম্মান,শ্রদ্ধা বেড়ে যাবে,আসার জন্য অনুরোধ রইলো ভাইয়া, সেই সাথে ব্লোগার ভাইটির জন্য অনেক অনেক দোয়া করি এতো কষ্ট করে,এতো সুন্দর একটা ভিডিও আমাদের কে উপহাঁর দেওয়ার জন্য।"আমিন"
সব চেয়ে ভালো লাগলো ভাবির আল্লাহর প্রতি ভক্তি। বিশ্বাস। আল্লাহ ভাবি কে নেক হায়াত দান করুন। আমিন
মাশাআল্লাহ,,, অনেক সুন্দর ও সুখি পরিবার। আমাদের মানিকগন্জের কৃতি সন্তান । ❤❤❤
১৮ বছর হলে ছেলে বিয়ে করাবেন আঙ্কেল, এটা শুনে বুঝলাম আঙ্কেলের চিন্তা ভাবনা অন্য রকম অবশ্য ভাল কাজ গুনাহর হাত থেকে বাঁচবে দোয়া রইলো আঙ্কেল ❤️
Chele’r 18 yrs hole bow er age koto hobe?
@@pallabimurmuusa১৪ বা ১৫ বছর
@@pallabimurmuusaBideshe same age a biye kore.amader desher motho na
আপনি অনেক মূল্যবান একটা কথা বলেছেন...মা আসলে অনেক অনেক মূল্যবান সম্পদ... আমার মা ও বাফেলো থাকেন... আমার বোন থাকেন...ওরাও বাড়ী কিনেছেন... আমার নাম বন্যা.... আমি ও আমার মাকে অনেক অনেক অনেক ভালবাসি।
ঠিক কথা
বারিটা খুবই সুন্দর , বাংলাদেশের কেউ দেখে মন খারাব করবেন না , কারন এই বারি যে করেছে সেই বুজে কতো কষ্টের ,
This guy is fantastic. তার অনেক শৌখিনতা আছে
অনেক সুন্দর সুন্দর শত বছরের স্মৃতি ধরে রেখেছেন,আসলেই বাড়িটা অনেক সুন্দর। যা আর কোন দিন হয়তো ২য়টি দেখতে পারবোনা।সবকিছু মিলিয়ে ক্যামেরায় যে ভাই তাকে অসংখ্য ধন্যবাদ জানাই, বিশেষ ধন্যবাদ জানাই যে ভাই বড়িটি কিনেছেন।আল্লাহ আপনার মংগোল করুন,।
ভালো মানুষের জন্য ভাল কিছু। আল্লাহ্পাক দান করেছেন।আর যার জন্য ভিডিওটা দেখতে পেলাম তাকে অনেক অনেক ধন্যবাদ।
অনেক সুন্দর আমার খুব পছন্দের পুরানো দিনের জিনিস
manus taa onk sorol and soukhin 😇,,,family bond dekhe o khub valo laglo ,,,sob miliye osadharon
পুরো ভিডিওটা দেখলাম, দেখে ভালো লাগলো, আমি আমেরিকা গেলে এই ভাইয়ের পরিবারের সাথে দেখা করব ইনশাআল্লাহ ।❤❤❤
অনেক ভাগ্যবান। রুচিসম্মত একজন মানুষ।
এই পরিবারের সবাই ভালো আল্লাহ তায়ালা আপনার আশা যেনো পুরণ করুন (হায়দারি দরবার শরীফ)
এতো স্মৃতিময় অসাধারণ বাড়িটা বিক্রি করার কারণ কি?
অসাধারণ।
মাশাল্লাহ অসাধারণ আপনার মন মানুষিকতা,,, অনেক দোয়া রইলো,,,, 🤲❤️❤️
পরিবারটি, বাড়ীটি এবং উপস্থাপনা সবকিছু মলিয়ে অস্বাধারণ লাগল।
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি , এই পরিবারকেও ভালোবাসি সাথে প্রবাসী টিভিকে
আসসালামু আলাইকুম ভাই। অসাধারণ অসাধারণ অসম্ভব অসম্ভব সুন্দর একটি বাড়ী দেখালেন। মাশাআল্লাহ।
ওনার কথা শুনে খুব ভালো লাগলো উনি একজন মায়ের ভক্ত
খুব সুন্দর বাড়ী।মানুষ গুলো রুচিশীল।জীবনের প্রতিটি ক্ষণ সুন্দর হোক।
from Bangladesh 🇧🇩
Many many love & respect for all of you.
অসাধারণ ভাই। নিউইয়র্ক সিটি থেকে দেখতেছি এবং প্রতি সেকেন্ডে মুগ্ধ হচ্ছি।
চমৎকার একটি পরিবার এবং চমৎকার চিন্তা-ভাবনা।
"আল্লাহ পাক আপনাদের কে অবশ্যই হেপাজত করুন এবং আল্লার দ্বিনের খেদমত বেশি বেশি করে করবেন।"❤️🌹❤️অনেক অনেক ভালোবাসা রইলো।"
অনেক সুন্দর লাগছে আসলে বাসাটা, অসম্ভব সুন্দর ছিলো।
খুব সুন্দর পরিবার , পরিবারের প্রতিটি সদস্যরা অনেক অনেক ভালো
The owner of the house is an incredible human being ❤️
অনেক ভালো লাগলো এবং শিক্ষার আছে অনেক কিছু
Khub valo laglo,ato purono jinish ato valo ase,dhonnyabad.
আমার প্রিয় বাংলা দেশে র ভাই আমার সালাম জানাই আমি ভালো রুচিসম্মত কিছু দেখলে কমেন্ট না লিখে থাকতে পারি না আপনাদের ভিডিও টা দেখে এবং আপনার সব কথা গুলো মন থেকে শুনে কি লিখবো ভাষা হারিয়ে ফেলে ছি আপনি খুবই ভালো একজন সুখি এবং লাকি মানুষ ভাবিও খুবই ভালো আমি ঢাকা সদরঘাট বাংলা বাজার বাড়ি আল্লাহ তায়ালা র রহমতে আমিও খুব সুখি এবং পকিতি পেমিক আল্লাহ পাক আপনাদের কে দিনের জন্য কবুল করুন আমিন 🌹🌹🌹🌹🌹🌹❤❤❤❤👌👌👌
অনেক ভালো লাগলো ভিডিও টা। ভালো থাকুন সবসময়ই।💙💙💙
Really valo laglo antiques collection
আর ভাই আপনাকে বলছি
আপনার সবচেয়ে বেষ্ট ভিডিও এইটা। খুব মন দিয়ে সময় দিয়ে
ভিডিওটি উপভোগ করলাম
দাদা আমার।
আপনাদের জন্য রইল অনেক দোয়া, ভাবী যে কি পরিমান আল্লাহর শুকরিয়া করছেন আল্লাহ এমন মানুষের জন্য অবারিত শান্তির দুয়ার খুলবেন ইনশাআল্লাহ।কখনো যদি বাফেল যাওয়ার সুযোগ হয় ঘুরে আসবো আপনাদের ওখান থেকে। ভাল থাকবেন ভাই ।
Wow wonderful 👌 মানুষ তো নিজের মা বাবার জিনিষ ঘরে রাখতে চায়না রাখেনা , আর আপনে অন্নের জিনিষ এতো ভালবেসে যত্ন করে , রেখেছেন , অসাধারন , তারা সব ফেলে কেন গেলো ????!
Ekhane kew kichu niye jai na, bcz niye jawa akta jhamela!
মহিলার কথা গুলো খুব ভালো লাগলো thanks for all।
খুব ভাল লাগল। ভদ্রলোকের কথা খুব সুন্দর।
জান্নাতের সৌন্দর্য মানুষের কল্পনারও অতীত।
He is the right person to protect antique memory
Bhai Jewel bhaike bolben
Onar barir bepare je antorikota.....je respect...
Ek kothai. .... অসাধারণ
Very Very Nice.Proud For BANGLADESHI.
ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এতো সুন্দর ভাবে ভিডিওটা উপস্থাপনের জন্য। আমি সাধারনত এত দীর্ঘ ভিডিও ইউটিউবে দেখি না (মুভি বা নাটক ছাড়া), কিন্তু আপনার এই ভিডিও আমি শুরু থেকে শেষ পর্যন্ত টানা দেখে গিয়েছি। বাড়ীটা যিনি কিনেছেন এবং উনার পুরো পরিবারই ভালো মনের মানুষ। উনাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাবেন। আপনার জন্য রইল অনেকগুলো শুভ কামনা। ভালো থাকবেন ভাই।
মাশাআল্লাহ, খুব সুন্দর এবং খুব ভালভাবে নির্মিত বাড়ি।
মাশাল্লাহ যার মন যত বড় তাকে আল্লাহ তত্ত্বদেন।
আমি এত সময় ধরে কোনো ভিডিও দেখি না কিন্তু এ ভিযিও টা দেখে আমার খুব ভাল লেগেছে। খুব সুন্দর একটা ভিডিও দেখিয়েছেন ।
ভিডিওটি ভালো লাগলো। শুভকামনা রইলো।
Summer time e bari dekhte onek shundor lagbe aro beshi
Allahpak salamot Rakheenn DOA thakloo thanks bangaladesh ❤❤
Proud to be Bangladeshi
This family is an example of true Bangladesh
Ghor sundor ghorer Malik er mon Valo. Ghor kine o mul Malik ke respect korcen. Best humanity. Allah bless you. Mul Malik ke Akbar aniya dekhale Shae khushi hobe apni sob tikmoto rakhcen. India Assam hoite
ALLAH (swt)apnader mongol korun ebong valo kaj korar sujog kore din, manush bari kiney Apni to antique museum kiney felesen, darun apnara shobai. ALLAH hafez
.আলহামদুল্লিলাহ বাড়িটা দেখে খুবই ভালো লাগলো ।
বাড়ীর লোকটাকে ভীষন ভালো লাগলো।
অসাধারণ একটি বাড়ি দোয়া করি আল্লাহ তায়ালা আপনাদের সবাইকে অনেক ভালো রাখে। আমি
right.natural scenery dekhle allah opor borosha bere jay
Ek kothay osadharon. Onnorokom onuvuti hosse.