গানে কিভাবে সুর করবেন | সুর করার সহজ পদ্ধতি | সহজপাঠ ১৬ | How to Compose a Song
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- গানে কিভাবে সুর করবেন?
ছন্দের সহজপাঠের এটি ১৬তম পর্ব। এই পর্বে কাফী রাগে একটি গানে সুর করার প্রক্রিয়া দেখানো হয়েছে।
সুর করার সহজ পদ্ধতি।
How to compose a song in Bengali.
ইতিপূর্বে গানটি আগের টিউটরিয়লে রচনা করা হয়। যারা সেই ভিডিওটি দেখেছেন, উদ্দেশ্য তাদের সুর সম্পর্কে সামান্য ধারণা দেয়া।
গান:
তোমার দিকে তাকিয়ে থাকি সারাবেলা
এমন করে চলতে থাকে আমার খেলা।।
তুমি আছো মনের মাঝে
আছো আমার সকল কাজে
তবু কেনো পাচ্ছি তোমার অবহেলা।।
নদীর বুকে ঢেউ খেলে যায়
তারায় তারায় অনেক কথা
গানের পাখি কখনোই
দেখায় না তার নিরবতা।
ভ্রমর যখন ফুলে আসে
ফুল যে তাকে ভালবাসে
দু’জন মিলে চলো করি ফুলের মেলা।।
০৫.৩০.২০২১
উডহেভেন, নিউইয়র্ক
গানের ছন্দ নিয়ে আগের ভিডিও লিংক:
• গানের ছন্দ কি? কিভাবে ...
গান লেখার পদ্ধতি নিয়ে ভিডিও লিংক:
• বাংলা গান লেখার সহজ পদ...
স্কেল:
B Flat major অথবা A# Major
বিলাবল ঠাট:
স র গ ম প ধ ন র্স
র্স ন ধ প ম গ র স
কাফী ঠাট:
স র জ্ঞ ম প ধ ণ র্স
র্স ণ ধ প ম জ্ঞ র স
কাফী রাগ
জ্ঞ এবং ণ
দু’টি কোমল স্বর
সুর: (স্বরলিপি)
কাফী রাগ
দাদরা তাল
স্থায়ী:
প ম জ্ঞ র । তোমার দিকে
স র জ্ঞ র । তাকিয়ে থাকি
ন্ স র স । সারাবেলা
স প ম প । এমনি করে
ধ ণ ধ প । চলতে থাকে
ম প র স । আমার লেখা
প্রথম অন্তরা:
ম প ধ প । ধ ণ ধ প
ধ র্স ণ ধ । ম প ধ প
র্স র্র র্জ্ঞ র্র । র্স ণ ধ প । ম জ্ঞ র স
সঞ্চারী:
ম প ধ প । র্স ণ ধ প
ম প ধ প । ম জ্ঞ র স
ন্ স র জ্ঞ । র ম ম প
ম প ধ প । র্স ণ ধ প
দ্বিতীয় অন্তরা:
ম প ধ প । ধ ণ ধ প
ধ র্স ণ ধ । ম প ধ প
র্স র্র র্জ্ঞ র্র । র্স ণ ধ প । ম জ্ঞ র স
একটি
শব্দগুচ্ছ পরিবেশনা
Excellent go on for beginners
Thank you so much!
আপনি আমার কাছে খুব গুত্বপূর্ণ অন্যদের চেয়ে কারণ আপনার কাছে যা আছে অন্যদের তেমন নাই ।
ধন্যবাদ! সাথে থাকুন। চ্যানেলটি বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন!
অনেক সুন্দর হয়েছে অসাধারণ
Thank you!
চমৎকার উপস্থাপন।
ধন্যবাদ!
, দুজন গিয়ে চলো পরি ফুলের মালা। এই লাইনটা হলে মানুষের আরো ভাল লাগবে আমার মনে হয়।
ধন্যবাদ।
দারুন। ভালো লেগেছে, অনেক। ধন্যবাদ।
ধন্যবাদ। সময় নিয়ে ভিডিওগুলো দেখুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন, প্লিজ।
চেয়ে থাকি সারাবেলা। করলে ছব্দ ঠিক রাখা যেতো। 😊
ছন্দ ঠিক আছে। ধন্যবাদ।
nice
আসসালামু আলাইকুম
ওয়ালাইকুম আসসালাম।
আমি কিছু গান লিখেছি , আপনি কি সুর করে দিয়ে সাহায্য করবেন ো?
আমি নিজের সামান্য কিছু গানে সুর করেছি। আপনি একজন প্রফেশনাল সুরকারের কাছে যান। শুভকামনা রইলো।
@hassanalabdullah725 ... বারে বারে মনে হয় দেখি কপাল চিরে !
কত দুঃখ লিখছে বিধি আমার পোড়া কপালে .
...
গান লেখি কিন্তু সুর করতে 🙏🙏🙏
লেখার সময় একটা সুর আসে। সেটা নিয়ে কোনো শিল্পীর সাথে বসুন।
আমাকে একটু কারবালা শাহাদাতের সম্পর্কে কিছু লিখে এবং সুর করে দেবেন।দিলে আমার
খুব উপকার হতো।
Shabdaguchha@gmail.com এ যোগাযোগ করুন।
সালামুআলাইকুম যোগাযোগ করার চেষ্টা করছি তো কিন্তু করতে পারছিনা তো আপনি যদি আপনার নাম্বারটা দিতেন তাহলে খুব খুশি হতাম।
যদি একটু চেষ্টা করতেন কোরআন নিয়ে তাহলে আল্লাহ আপনাকে দুনিয়া আখেরাতে অনেক বেশি উন্নতি দিতেন
হা হা হা! আপনি করতে থাকেন, প্রিয়জন!
Sir apnake valo basi but onar answer ta avabe na dileo parten
@@NadiaAkhter-d5t যার যা দরকার তিনি তো তাই চাইবেন। ঠিক কি না? ধন্যবাদ।
স্যার আপনাকে আমি কিছু গান দিতে চাই আমার লেখা?
এখানে একটি পোস্ট করুন।
গানের সুর করার উপর আর একটি ভিডিও বানান
বানাবো। ধন্যবাদ।
কথা বলার সময় হারমোনিয়াম বাজানোর ফলে ভিডিও টার সাউন্ড একবারে কোয়ালিটি বাজে হইছে যদি বুঝানোর সময় হারমোনিয়ামে চাপ না দিয়ে কথা গুলো বলতেন তাহলে ভিডিও সাউন্ড কোয়ালিটি ফুল হইতো
আপনাকে অশেষ ধন্যবাদ। তবে আরো কিছু টেকনিক্যাল সমস্যা ছিলো। আশা করি ভবিষ্য়তে সেগুলো পার করে আসতে পারবো।
স্যার আমি কিছু গান লিখে আপনার কমেন্ট বক্সে দিলে কি আপনি একটু দেখে দিবেন ।
ঠিক হলো কি না
দু'একটা দিন। পড়ে দেখি।
আপনার সাথে যোগাযোগ করব কিভাবে
Shabdaguchha@gmail.com
আমার লেখা কিছু গান আছে।আপনি কি সুর করে দিবেন??? করলে উপকৃত হতাম।
shabdaguchha@gmail.com-এই ইমেলে আপনার পরিচিতিসহ দুটি গান পাঠান। পড়ে দেখি। ধন্যবাদ।
আমাকে দেন ভাই
আমি একটা গান লিখছি সেটা কিভাবে দেখাবো
Shabdaguchha@gmail.com
আমি কিছু গান লেখেছি, আপনার হেল্প চাই
অবশ্যই।
আমার জীবনের কিছু আবেগ দিয়ে একটি গান লিখেছি কিন্তু সুর দিতে পারতেছি না একটু হেল্প করবেন??,,, গানের প্রথম কলিঃ দুঃখের কপাল নিয়ে আমি সুখ খুঁজিলাম ভবে।
সুখ যদি মোর কপালে নেই মিছেই খুঁজি তবে।(২)
কোথায় যে পাই সুখের দেখা (২)
সেই ভেবে আর কি হবে।
আপনি চাইলে পুরটা আপনাকে দিতে পারি।
বাহ্, ভালো লিখেছেন। গানটি কে গাইবে? আপনি? না অন্য কেউ।
@@hassanalabdullah725 জানিনা কে গাইবে কিন্তু সুর দিলে হয়তো পূর্নতা পেতো।
সুর করতে পারবো। কিন্তু সেটা তো কারো কণ্ঠে ধারণ করতে হবে।
@@hassanalabdullah725 কিন্তু আমি তো জানিনা শিল্পী কথায় পাবো বা কি করতে হবে আমার পছন্দ মনির খান কিন্তু সেতো অনেক হাই লেভেলের মানুষ তাকে কোথায় পাবো আর পেলেও সে কি আমার রিকুয়েষ্ট রাখবে?? গানে কথা গুলো ছিলো মনে হয়।
স্যার খালি গলায় গানের সুর করা যাবে কি
কেনো যাবে না! আপনার যদি স্কেল সম্পর্কে ভালো ধারণা থাকে তাহলে মন্দ হবে না।
দাদা আমি গান নিয়ে কাজ করতে চাই। দাদা আপনি আমায় যদি একটু help করেন । আমার কোনো team নেই । আমি কি ভাবে কি করবো কিছু বুঝতে পারছি না। আমায় reply করুন । আমি দাদা আপনার সাথে কি ভাবে contact করবো please একটু help এই ভাই টাকে করুন
আপনি কি গান গাইতে পারেন, মানে আপনি কি শিল্পী?
ড্
Thank you!
স্যার আমার গলা সুন্দর কিন্তু কোন গান ঠিক মত করতে সুর করতে পারি না
গলা সুরে বসানোর চেষ্টা করেন। কী ধরে ধরে সারেগামা প্রাকটিস করেন। পাল্টাগুলো জেনে প্রাকটিস করেন। স্বরতন্ত্রের গভীর থেকে শব্দ তুলে আনার চেষ্টা চালান। দেখবেন সব ঠিক হয়ে গেছে।
আপনি কোথায় থাকেন আপনার গান আমাকে দিয়ে খাওয়াবেন
আপনি আমার লেখা ও সুরে গান গাইতে চাইলে আপনার ইমেল এড্রেস পাঠান এবং কোন ধরনের গানে আগ্রহী সেটি জানান।
ভালোলাগেনি। Sorry to say. এত সুন্দর গানের কথা কিন্তু সুরটা বাজে... মানে কিছুই হয়নি। আমি আরো ভালো করেছি, যদিও আমি গানের গ ও জানিনা।
ভালো লাগা ও না লাগার অধিকার সবার রয়েছে। আপনার সততার প্রকাশে খুশি হয়েছি।
Sir আপনার ফোন নম্বরটা পেলে কথা বলতাম।
Please call me on Messenger: Hassanal Abdullah
@@hassanalabdullah725 sir apnake kncok korsi kindly jodi inbox check korten
@@hassanalabdullah725 স্যার apnake masaanger a kncok korsi.. Apni reply koren.na..😥 ami amar 2 akta gan ditam apake ami sur korte parina
@@hassanalabdullah725 স্যার আপনার গানগুলি সত্যি অসাধারণ আমি এক প্রত্যন্ত গ্রামের ছোটখাটো শিল্পী ছোটবেলা থেকেই গান আমার নেশা। যদি আপনার লেখা কিছু গান। আমি অধম খাইতে পারতাম নিজেকে ধন্য মনে করতাম। দয়া করে আপনার ফোন নাম্বার দিবেন।
গলাতো ফাটা বাঁশের মতো আবার গানের গুরু হতে চাও।
ধন্যবাদ। গুরু হওয়ার ইচ্ছা নেই। যারা বোদ্ধা এই ভিডিওটি তাদের জন্যে নয়। ক্ষমা করবেন।
রিপন বিশ্বাস,আমার এই Moxaপদ্যটি আপনাকে নিবেদন-
গান কি গলা দিয়ে
গেয়ে যেতে হয়?
গলা ফাটা বাঁশ হোক,
গায় তো হৃদয়।
প্রাণ দেয় বাণী-সুর
ধ্বনি দেয় গলা-
গান প্রেমিকের এ ই
হল গীতিকলা।
না হয় ফাটা বাঁশ ই
গলাখানা তাঁর;
আপনার মনটি যে
খোলা শৌচাগার-
দ্বার-খিল যেখানে
একেবারে নাই;
অন্যের ইজ্জতটুকু
মারবে সে তাই।
কিছু মনে করবেন না। আপনার কথায় উনি ব্যথা পেয়েছেন।উনি উনার জ্ঞানটুকু শুধু শেয়ার করতে চেয়েছিলেন।আপনি সুরে-বাণীতে স্বর্গীয় রবীন্দ্রসঙ্গীত স্বয়ং রবীন্দ্রনাথের কন্ঠে শুনুন।
@Mahmuda Nasrin Nasrin নানা, রিপন সাহেবের কথায় আমি কষ্ট পাইনি। তিনি যথার্থ বলেছেন। তবে, আমি তো গানের সুর বা স্বরলিপি নিয়ে কথা বলেছি। যারা সুর করেন তারা সবাই তো শিল্পী নন। হতে হবে, সেটাও ঠিক নয়। তবে তিনি যে আশংকা করেছেন যে আমি গুরু হতে চাই সেটা ঠিক নয়। আপনাকে ধন্যবাদ।
@@hassanalabdullah725 আমি বিনয়ের সাথে বলছি,আপনি কষ্ট না ই বা পেলেন,অন্যকে এমন অপমানগন্ধী কথা বলা যে অসভ্যতা,সেটা উনাকে জানানো উচিত ছিল।আর একটি কথা,কবি শক্তি চট্টোপাধ্যায়ের কিছু কিছু কবিতার শক্ত মালাটি ভেঙে শাঁসটি ভোগ করতে পারছিনা।
@@mahmudanasrinnasrin4628 একটু সময় লাগবে। সবচে' কঠিন হবে কাদরীর প্রথম দিকের কবিতা। বারবার পড়ুন। ধন্যবাদ।