@@অঞ্জনারায় হ্যাঁ একেবারেই ঠিক বলেছেন। ঋত্বিক ঘটকের কোমল গান্ধারে এই গানের পরেই ছিল 'বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে'-র অংশবিশেষও - যদিও পরবর্তীকালে জর্জদার একক কণ্ঠে এই দ্বিতীয় অংশটি আর পাওয়া যায় নি।
APURBO,ASADHARON, PRONAM JORGE DA, SALIL CHOUDHURY, KOBI SUKANTO BHATTACHARJO K, MANY MANY THANKS FOR UPLOADING THIS VIDEO, DEBABRATA ROY, BAIDYABATI, AND
অবাক পৃথিবী! অবাক করলে তুমি জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশভূমি। অবাক পৃথিবী! আমরা যে পরাধীন অবাক, কী দ্রুত জমে ক্রোধ দিন দিন; অবাক পৃথিবী! অবাক করলে আরো--- দেখি এই দেশে অন্ন নেইকো কারো। অবাক পৃথিবী! অবাক যে বারবার দেখি এই দেশে মৃত্যুরই কারবার। হিসাবের খাতা যখনি নিয়েছি হাতে দেখেছি লিখিত--- ‘রক্ত খরচ’ তাতে; এদেশে জন্মে পদাঘাতই শুধু পেলাম, অবাক পৃথিবী! সেলাম, তোমাকে সেলাম
বড় কঠিন প্রশ্ন করেছেন। ছোটবেলায় পাঠ্যপুস্তকে এস ওয়াজেদ আলীর একটা রচনা ছিল - বোধহয় সকলেই ওই লেখাটি কোনো না কোনো সময়ে পড়েছেন। সেই লেখায় ওয়াজেদ আলী সাহেব মন্তব্য করেছিলেন - 'সেই ট্র্যাডিশন সমানে চলেছে'। অতএব....
আমার সর্বাপেক্ষা প্রিয় গায়ক দেবব্রত বিশ্বাসের গলায় গানটি এক বিশেষ মাত্রা পেয়েছে। অসাধারন মুগ্ধতায় মন ভরে গেল।
হেমন্ত মুখোপাধ্যায়_এর কণ্ঠে এগানটি সুপরিচিত । দেবব্রত বিশ্বাসের কণ্ঠে শুনলাম । আর এক আশ্চর্য অভিজ্ঞতা আমাকে সমৃদ্ধ করলো । দুই মহান শিল্পী , সুরকার ও কবিকে প্রণাম ।
ঋত্বিক ঘটকের কোমল গান্ধার ছবিতে এই গানটি দেবব্রত বিশ্বাসের কণ্ঠেই শোনা গিয়েছিল।
আপনার ভালো লেগেছে জেনে খুব খুশী হলাম। ভালো থাকবেন...
@@অঞ্জনারায় হ্যাঁ একেবারেই ঠিক বলেছেন। ঋত্বিক ঘটকের কোমল গান্ধারে এই গানের পরেই ছিল 'বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে'-র অংশবিশেষও - যদিও পরবর্তীকালে জর্জদার একক কণ্ঠে এই দ্বিতীয় অংশটি আর পাওয়া যায় নি।
এই মহান শিল্পীকে সেলাম। ওনার কণ্ঠে গানটি অন্য মাত্রা পেয়েছে । খুব ভাল লাগল !!
আপনার ভালো লেগেছে জেনে খুব খুশী হলাম। ভালো থাকবেন...
অসাধারণ, আরো ভালো লাগলো দৃশ্যায়ন গুলি, এগুলো গানটি কে আরও বাস্তবায়িত করে তুলছে,আর দেবব্রত বিশ্বাস তো অসাধারণ ওনার তুলনা উনি নিজেই, সশ্রদ্ধ প্রণাম
APURBO,ASADHARON, PRONAM JORGE DA, SALIL CHOUDHURY, KOBI SUKANTO BHATTACHARJO K, MANY MANY THANKS FOR UPLOADING THIS VIDEO, DEBABRATA ROY, BAIDYABATI, AND
Versatile genius Georg'da at his best.
চিরো সত্য লেখা এই পোড়া দেশের জন্যে,কি অসাধারণ গায়কী 🙏
আপনার ভালো লেগেছে জেনে খুব খুশী হলাম। ভালো থাকবেন...
অসাধারণ। গীতিকার সুরকার এবং শিল্পী। অনবদ্য।
অসংখ্য ধন্যবাদ...
ভীষণ ভালোবাসি ওনার গান। গায়কী এতো সুন্দর তাতে যে কেউ আবিষ্ট হবেই। অনেক শুভেচ্ছা জানাই আন্তরিক ভাবে আপনাকে।
অসাধারণ অনবদ্য,🙏🙏🙏🙏🙏
বিরল অবাক সংগীত 🙏🙏🙏🙏
ধন্যবাদ 🌹🌹🌹🌹🌹🌹
আপনার ভালো লেগেছে জেনে খুব খুশী হলাম। ভালো থাকবেন...
অবাক পৃথিবী! অবাক করলে তুমি
জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশভূমি।
অবাক পৃথিবী! আমরা যে পরাধীন
অবাক, কী দ্রুত জমে ক্রোধ দিন দিন;
অবাক পৃথিবী! অবাক করলে আরো---
দেখি এই দেশে অন্ন নেইকো কারো।
অবাক পৃথিবী! অবাক যে বারবার
দেখি এই দেশে মৃত্যুরই কারবার।
হিসাবের খাতা যখনি নিয়েছি হাতে
দেখেছি লিখিত--- ‘রক্ত খরচ’ তাতে;
এদেশে জন্মে পদাঘাতই শুধু পেলাম,
অবাক পৃথিবী! সেলাম, তোমাকে সেলাম
মূল গায়ক হেমন্ত মুখোপাধ্যায় এই অংশটি দেওয়াও সৌজন্য। জর্জবাবুর কণ্ঠে মোহিত হলাম। আর হেমন্তবাবুর জনপ্রিয় সংস্করণটি নিয়ে তো বলার অপেক্ষাই রাখে না।
কোনও তুলনা না করেই বলছি এ এক অনবদ্য কণ্ঠ.
আপনার ভালো লেগেছে জেনে খুব খুশী হলাম। ভালো থাকবেন...
অদ্ভুত expression
Georgedar heavenly voice a legendary Salil Chowdhury'r music direction a ei ganta shune nijeke samriddha ebong dhanya korlam. Just mesmerizing.
থ্যাঙ্ক ইউ। আপনার ভালো লেগেছে জেনে খুশী হলাম। ভালো থাকবেন।
আমরা হেমন্তে কন্ঠে এতদিন শুনে এসেছি। অসাধারণ লাগল। আপলোড করার জন্য অনেক ধন্যবাদ।
আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম। ভালো থাকবেন...
The greatest george da.
অসাধারন.....পোষ্টদাতাকে অনেক ধন্যবাদ👌👌👌👌
এই প্রথম জর্জদার গলায় এই গানটা শুনলাম। এতদিন জানতাম একমাত্র হেমন্ত
দাই এই গানটা গেয়েছে। অসাধারণ।
@@pradipchakraborty4810 থ্যাঙ্ক ইউ...ধন্যবাদ...
আপনার ভালো লেগেছে জেনে খুশী হলাম। ভালো থাকবেন...
Beautiful.
Thank you for uploading this song in Georgeda’s voice.
Most welcome... Thank you for your kind words of appreciation...
অসাধারণ গেয়েছেন, কিশোরগঞ্জের চিরকুমার।
আপনার ভালো লেগেছে জেনে খুব খুশী হলাম। ভালো থাকবেন...
DebobrotoBiswas ai naam er sathe doraj, udatto, surela kontho r O onek biseson projojyo
Thank you so much for your kind words of appreciation...
সত্যিই কি কোন দিন আমাদের পরিবর্তন হবে না।
বড় কঠিন প্রশ্ন করেছেন। ছোটবেলায় পাঠ্যপুস্তকে এস ওয়াজেদ আলীর একটা রচনা ছিল - বোধহয় সকলেই ওই লেখাটি কোনো না কোনো সময়ে পড়েছেন। সেই লেখায় ওয়াজেদ আলী সাহেব মন্তব্য করেছিলেন - 'সেই ট্র্যাডিশন সমানে চলেছে'। অতএব....
What a rare combination of Salil Choudhury , Sukanta Bhattacharya and Debabrata Biswas it is. People will never forget this great trios' venture.
Absolutely.... Thank you for your kind words of appreciation...
অপূর্ব ...
অসংখ্য ধন্যবাদ...
অসাধারণ কণ্ঠ ও গায়কী !!!
আপনার ভালো লেগেছে জেনে খুব খুশী হলাম। ভালো থাকবেন...
Apurba!
অসংখ্য ধন্যবাদ 🙏
🌹🌹🌹
anobonodyo......Sotti abak hote hoy...............
Durdanto panditya purna duhsahasik ekta video upload korbar jonno dhannobad.
আপনার ভালো লেগেছে জেনে খুব খুশী হলাম। ভালো থাকবেন...
Spellbound voice!! Pronam George'da!!!
Thank you so much 🙏
A unique listening experience. 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
Thank you so much ❤️
অসাধারণ, অনবদ্য
আপনার ভালো লেগেছে জেনে খুব খুশী হলাম। ভালো থাকবেন...
What a spellbound sweet voice. I am amazed.
Most welcome... Thank you for your kind words of appreciation...
Priceless invention....thank you...
Most welcome... Thank you for your kind words of appreciation...
Hearing George da is a treat. Beautiful upload
Thank you for your kind words of appreciation...
যিনি পোস্ট করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ 🙏🙏🙏
আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম। ভালো থাকবেন...
🙏 Sukanta Bhattacharya,🙏Salil Chowdhury,🙏Debabrata Biswas
A historic musical document of Bengal.
Fully agree with you. Thank you....
Wondrous....
Ei particular version aage shunini
Jghosh64...🙏
আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগছে। ভালো থাকবেন...
অসাধারণ লাগল
নমস্কার
আপনার ভালো লেগেছে জেনে খুব খুশী হলাম। ভালো থাকবেন...
খুব ভাল লাগল।
আপনার ভালো লেগেছে জেনে খুব খুশী হলাম। ভালো থাকবেন...
Thanks for such presentation
Most welcome... Thank you for your kind words of appreciation...
যদি সম্ভব হয় ৺দেবব্রত বিশ্বাসের কণ্ঠে "যদি কিছু আমারে শুধাও, কি যে তোমারে কব" শীর্ষক গানটি আপলোড করবেন । সে এক দুর্লভ অভিজ্ঞতা হবে ।
যদি কিছু আমারে শুধাও এবং পথে এবার নামো সাথী জর্জদার গলায় খুব শীঘ্রই আপলোড করব।
এখনও আপনার বক্তব্য এখনও বর্তমান জানি না কবে এই বক্তব্য paltabe কি না?
এই গলার আওয়াজ এই গায়কি আজকের দিনে বিরল 🙏🙏🙏
Puro gaan ta keu dite parbe
হেমন্ত মুখোপাধ্যায়ও (গানটি রেকর্ড করেছিলেন) নাকি বলতেন, এই গানটি কাকা-ই (দেবব্রত বিশ্বাস-কে তিনি "কাকা" বলতেন) বেশি ভালো গেয়ে থাকেন।।।।
হ্যাঁ, এই দুই মহান শিল্পী একে অপরের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন।
হেমন্তবাবু ও জর্জবাবু ছিলেন বিশাল উচ্চতার মানসিকতার মানুষ। তাই উভয়ের নানা মন্তব্যে দেখা যেত উভয়েই উভয়কে এগিয়ে রাখতেন। ঈশ্বরদ্বয়কে প্রণাম।
eai ganer kabi sukantar surakar salil chudhuri eabong gaikok chero amar
🙏🙏🙏🙏
Download operation open thakle vhalo hoy...