স্যার আমি ছন্দ নির্ণয় করতে খুব ভুল করতাম। কারণ কোনো দিন ছন্দ ভালো করে পড়ার আগ্রহ পাইনি। কিন্তু আপনার ক্লাস অনুসরণ করার পর অনেকটা উন্নতি হয়েছে আমার। অসংখ্য ধন্যবাদ আপনাকে এতো সুন্দর ও দক্ষতার সঙ্গে আমাদের শেখানোর জন্য।
বিনুর বয়স তেইশ তখন, রোগে ধরল তারে। ওষুধে ডাক্তারে ব্যাধির চেয়ে আধি হল বড়ো; নানা ছাপের জমল শিশি, নানা মাপের কৌটো হল জড়ো স্যার এটা কোন ছন্দ আর কোথায় কোথায় পর্ব দেবে একটু বলবেন প্লিস।
কবিতাকে মৌলিক যৌগিক রূপে ভাগ না করাই ভালো। তবে মৌলিক দৃষ্টিভঙ্গি,নব গঠনরীতি, মৌলিক ভাবনা চিন্তা, আঙ্গিকগত দিক থেকে নতুনত্ব থাকলে তাকে মৌলিক কবিতা বলা যেতে পারে।
অসাধারণ বুঝিয়েছেন sir 😊
এতো সুন্দর করে আপনি বুঝিয়েছেন , আমি উপকৃত।🙏
Thanks sir very helpful viedo
স্যার আমি ছন্দ নির্ণয় করতে খুব ভুল করতাম। কারণ কোনো দিন ছন্দ ভালো করে পড়ার আগ্রহ পাইনি। কিন্তু আপনার ক্লাস অনুসরণ করার পর অনেকটা উন্নতি হয়েছে আমার। অসংখ্য ধন্যবাদ আপনাকে এতো সুন্দর ও দক্ষতার সঙ্গে আমাদের শেখানোর জন্য।
উপকৃত হলাম sir🙏💚
7:38
Dada appni khub valo chondo bhujiyechen khub valobase bhujte parlam Thank you dada
খুব সুন্দর একটা Class এ অংশ গ্রহণ করে অনেক কিছু শিখলাম ।
ধন্যবাদ Sir....
Khub bhalo laglo.
অসাধারণ উপস্থাপনা
Thankyou sir
Thanks sir
ধন্যবাদ।
ধন্যবাদ
খুব ভালো লাগলো 🙏🙏🙏
আপনি ছন্দ শেখানোর গুরুদেব 🙏🙏🙏🙏🙏🙏।
অসাধারণ
কি ভাবে আপনাকে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না❤
অনেক অনেক ধন্যবাদ স্যার ।এত সুন্দর ভাবে আলোচনা করার জন্য
আপনার ছন্দের ক্লাস আমি অনুসরণ করি।
নমস্কার স্যার, কবিতা আবৃত্তিতে আড়ি বা অতিপর্বের সংজ্ঞা যদি জানান তাহলে খুব উপকৃত হই।
স্যার অনেকে উপকৃত হলাম
প্রতিদিন আপনার একটা আলোচনা নোট করে রাখি। যা আমার পরীক্ষায় অনেক কাজে দেবে। ধন্যবাদ স্যার৷
Sir খুব সুন্দর ক্লাস।
অনেক ধন্যবাদ স্যার,আমি ভারতের ত্রিপুরা থেকে।আপনার class টি খুব সহজ ভাবে বুঝা যায় এতে শিক্ষার্থীরা খুব তাড়াতাড়ি হৃদয়ঙ্গম করতে পারবে
আমি ও ত্রিপুরা থেকে
Thank you so much sir onek upokar holo
ধন্যবাদ স্যার আমি ত্রিপুরা থেকে ৷
আপনার ক্লাস থেকে আমি অনেক কিছু শিখেছি ৷ 🙏🙏🙏 আপনি খুব সুন্দরভাবে ব্যাক্ষাকরেন ৷ বুঝতে অনেক সুবিধা হয় ৷
Sangeet বা গানের মধ্যে কি একই ভাবে মাত্রা বিভাগ করা হয়?
শেষে ৬ মাত্রা থাকলে কোন পব হবে পূন না অপূর্ণ?
Thank u sir...
স্যার tanku... Vison vlo kore bujhiechen.... Aar kono songsoi nei
মান্যবর,অনলাইনে আপনার লেকচারগুলো অপ্রতিদ্বন্দ্বী।
Sir পয়ার মহাপয়ার এগুলোর বৈশিষ্ট্য গুলো আলোচনা করিয়েন প্লিজ।
ধন্যবাদ স্যার❤
Nice,sir
Ai chondo tate amar onk problem cilo akhon onek tai sohoj lagche
স্যার অক্ষরবৃত্ত আর অমিত্রাক্ষর ছন্দে কি একই নিয়মে মাত্রা গননা হয়?অমিত্রাক্ষর ছন্দে ৮+৬ কিন্তু এর গননা পদ্ধতি কি অক্ষরবৃত্ত ছন্দের নিয়মেই?
হ্যাঁ। অবশ্যই।
বিনুর বয়স তেইশ তখন, রোগে ধরল তারে।
ওষুধে ডাক্তারে
ব্যাধির চেয়ে আধি হল বড়ো;
নানা ছাপের জমল শিশি, নানা মাপের কৌটো হল জড়ো
স্যার এটা কোন ছন্দ আর কোথায় কোথায় পর্ব দেবে একটু বলবেন প্লিস।
স্যার শোষণ শক্তি নিয়ে যদি একটু ভালো ভাবে আলোচনা করতেন। আর শব্দের আদি ও মধ্য এর মাত্রা বিষয় গুলো আরেকটু ভালো ভাবে নতুন ভিডিও তে দেখালে ভালো হয় 😘
ছন্দাসিক নয়, ঠিক করে বলুন।
মিশ্রবৃও আর অক্ষরবৃও কি একি?
হ্যাঁ মিশ্রবৃত্ত ও অক্ষরবৃত্ত একই ছন্দ।
Ekti charane Parba sankhya nirdista na anirdista ?
মৌলিক কবিতা কাকে বলে দাদাভাই ?
কবিতাকে মৌলিক যৌগিক রূপে ভাগ না করাই ভালো। তবে মৌলিক দৃষ্টিভঙ্গি,নব গঠনরীতি, মৌলিক ভাবনা চিন্তা, আঙ্গিকগত দিক থেকে নতুনত্ব থাকলে তাকে মৌলিক কবিতা বলা যেতে পারে।
Sir, বিভাগগুলি আলোচনা কর । মানে কী প্রকারভেদ?
ছান্দসিক না?