দর্শনের শাখাগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো যুক্তিবিজ্ঞান। পৃথক একটি এপিসোডে এর আলোচনা করার অন্যতম কারণ হল অধিকাংশ ছাত্রছাত্রীদের কাছে এর আকর্ষণ এবং উচ্চমাধ্যমিক স্তরের দ্বাদশ শ্রেণীতে এই বিষয়টির উপরেই আলোচনা হয়ে থাকে। এছাড়াও দর্শন-এর আলোচনা করার জন্য যুক্তিনির্ভর এবং আবেগ বর্জিত অষ্পষ্টতা মুক্ত চিন্তাভাবনা একান্ত আবশ্যক। তাই যথার্থরূপে দর্শন আলোচনার জন্য যুক্তিবিজ্ঞানের একান্ত পাঠ জরুরী। বর্তমানে ছাত্রছাত্রীরা যুক্তিবিদ্যার অনুশীলনীর সমাধানের ক্ষেত্রে বিশেষ পটু হলেও এর স্বরূপ এবং দর্শনের শাখা হিসাবে দার্শনিক আলোচনায় এর গুরুত্ব সম্পর্কে আদৌ সচেতন নয়। কিন্তু এই বিষয়টি দর্শন চর্চার ক্ষেত্রে বিশেষভাবে আবশ্যক। তাই ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ যে তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে বারংবার এই আলোচনা শোনো এবং উপলব্ধি করার চেষ্টা কর।
❤
Thank you sir 🙏
Glad to watch the video. Thank you.
দর্শনের শাখাগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো যুক্তিবিজ্ঞান। পৃথক একটি এপিসোডে এর আলোচনা করার অন্যতম কারণ হল অধিকাংশ ছাত্রছাত্রীদের কাছে এর আকর্ষণ এবং উচ্চমাধ্যমিক স্তরের দ্বাদশ শ্রেণীতে এই বিষয়টির উপরেই আলোচনা হয়ে থাকে। এছাড়াও দর্শন-এর আলোচনা করার জন্য যুক্তিনির্ভর এবং আবেগ বর্জিত অষ্পষ্টতা মুক্ত চিন্তাভাবনা একান্ত আবশ্যক। তাই যথার্থরূপে দর্শন আলোচনার জন্য যুক্তিবিজ্ঞানের একান্ত পাঠ জরুরী। বর্তমানে ছাত্রছাত্রীরা যুক্তিবিদ্যার অনুশীলনীর সমাধানের ক্ষেত্রে বিশেষ পটু হলেও এর স্বরূপ এবং দর্শনের শাখা হিসাবে দার্শনিক আলোচনায় এর গুরুত্ব সম্পর্কে আদৌ সচেতন নয়। কিন্তু এই বিষয়টি দর্শন চর্চার ক্ষেত্রে বিশেষভাবে আবশ্যক। তাই ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ যে তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে বারংবার এই আলোচনা শোনো এবং উপলব্ধি করার চেষ্টা কর।
খুব ভালো বোঝালেন স্যার ... লজিক-এর স্বরূপ ও বিষয়বস্তু সম্পর্কে স্পষ্ট ধারনা হল... ফিলোসফির শাখা হিসেবে লজিক-এর স্বরূপ উন্মোচন হল... ধন্যবাদ আপনাকে..
Sir B.Aপ্রথম সেমিস্টর ভারতীয়ো dawson উত্তর বুঝিয়েদেন
হোয়াটসঅ্যাপ কর ৯৪৩৩২৮৬১৬৯