চকলেট সিস্ট সম্পর্কে জানার প্রয়োজনীয়তা এবং এন্ডোমেট্রিয়োসিস সচেতনতা HealthTubeBD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 มี.ค. 2024
  • চকলেট সিস্ট সম্পর্কে জানার প্রয়োজনীয়তা এবং এন্ডোমেট্রিয়োসিস সচেতনতা
    Prof. Dr. Muna Salima Jahan
    বন্ধ্যত্বের অনেকগুলো কারণের মধ্যে এন্ডোমেট্রিওসিস বা চকলেট সিস্ট একটি। বন্ধ্যত্বের অন্য অনেক কারণ আমরা সহজে ট্রিটমেন্ট করতে পারি। কিন্তু যে মেয়েটার এন্ডোমেট্রিওসিস বা চকলেট সিস্ট আছে, তার বন্ধ্যত্বের ট্রিটমেন্ট অনেকটা কঠিন। সবচেয়ে বড় ব্যাপার যেটা হয়, এই মেয়েগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে না গিয়ে, মানে যাঁরা ফার্টিলিটি বা বন্ধ্যত্ব নিয়ে কাজ করেন, তাঁদের কাছে না গিয়ে এমনি এমনি অপারেশন করে ফেলেন। কারণ, মা-বাবা ভয় পায়, একটা সিস্ট হয়েছে। ছোটখাটো সিস্ট, কিন্তু এটা ক্যানসার হবে কি না। দেখা যায়, অপারেশন করে তারপর আমাদের কাছে বন্ধ্যত্ব নিয়ে আসছে। তখন কিন্তু ব্যাপারটা আরও সিরিয়াস হয়ে যায়। কারণ, অপারেশন মানেই এই রোগের সমাধান নয়।
    ফেসবুক অফিশিয়াল পেজ ফলো করুন: / healthtubebd
    #চকলেট_সিস্ট
    #chocolatecyst
    #endometriosisawarenessmonth

ความคิดเห็น • 1

  • @oliahad007
    @oliahad007 3 หลายเดือนก่อน