ভাই মনজুরুল, আপনি কুলসুম ও মনোয়ারাকে যেভাবে তাদের পরিবারের সন্ধান করে দিলেন আমার দৃষ্টিতে এটা শ্রেষ্ঠ ইবাদত। আপনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার নেই। মহান আল্লাহ অবশ্যই আপনাকে শ্রেষ্ঠ পুরস্কার দিবেন। দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থ রাখুন।
নাড়ীর টান খুব কম মানুষ ভুলতে পারে এই মহামিলন দেখে খুবই ইমুশনাল হয়ে গিয়েছিলাম আর মন্জুরুল করিম ভাই আর বাকি যারা সাহায্য করেছেন সবারকে যেন আল্লাহ এই ভাল কাজের জন্য উত্তম যাযা দান করেন এইটা কামনা করি
আল্ হাম দুলিললাহ্ ভালো লাগল অনেক অনেক অনেক ,, আল্লাহ্ ভালো রাখুক এবং ভালো থাকুক মনোয়ারা আপা ও তার বোনদের ও তাদের পরিবারের সদস্যদের এবং মনজুরুল ভাই সহ সকল কে.......................আমীন ....?
Video শুরুতে চোখের পানি এসে গিয়েছিল 😭 সত্যি জীবন এমন ও হয়. আহা ইন্টারনেট. আহা পরিবার এর কাছে ফিরে আসা. 50 বছর এর আক্ষেপ. এ যেনো কোটি সিনেমা কে ও হার মানায় 😭😢 মনজুর ভাই লাল সালাম আপ্নার প্রতি 🙏❤️💜🇧🇩💜
অসাধারণ এক আনন্দের দৃশ্য।একদিকে যেখানে কিছু মানুষ মায়ের বুক থেকে সন্তান ছিনিয়ে নিয়ে গুম অথবা ঠাস ঠাস করে গুলি করে মেরে ফেলছে, আপনি সেখানে মানুষের অন্তরের ভেতরে ঢুকে এমন প্রাপ্তির ঘটনা ঘটিয়ে/ মিলনের ঘটনা ঘটিয়ে সবার চোখেই আনন্দের অশ্রু এনে দিচ্ছেন, এ এক অসাধারণ অনুভূতি। আল্লাহ উনার পরিবারসহ আপনি এবং আপনার পরিবারকেও সুন্দর একটি জীবন দান করুন-আমিন।আপনার মাধ্যমে এমন আরও পরিবার উপকৃত হোক, তারা তাদের হারানো পরিবারকে ফিরে পাক-এটাই আমাদের প্রত্যাশা।❤
এই মহামিলন দেখে অটোমেটিক চোখ দিয়ে পানি পড়ছে। আপনাকে ধন্যবাদ দিলেও কম হয়ে যাবে তাই মন থেকে দোয়া রইল আপনার প্রতি এরকম ধরনের কাজে আপনি আরো এগিয়ে যান ভাই❤
মনজুর ভাইকে হাজার সালাম এমন অসাধারণ কাজগুলো করার জন্য। অনেকেই সাধারণ কাজ করেই প্রতিষ্ঠা পেয়ে যাচ্ছে অন্যদের সহায়তায়। কিন্তু, আপনি একমাত্র নিজের চেষ্টায় অসম্ভবকে সম্ভব করেছেন কোন অর্থ আয়ের চিন্তা না করেই । আপনাকে সালাম জানাই। আল্লাহ আপনার মঙ্গল করুন।
আমার অনেক কান্নার পানি ধরে রাখতে পারলাম না মাতৃভূমি মা সালাম হাজারো মায়ের সন্তান যেন আমার দেশকে ভালোবেসেছে অনেকেই। যার কারণে আতিথ্য দীর্ঘায়িত প্রকাশ করলেন তাকে ধন্যবাদ আর হাজারো দোয়া সালাম।
ভাই মনোয়ারা আমার কিছু হয় না,,কিন্তু ভাই মনোয়ারার এই মহা মিলন দেখে চোখের পানি আটকাতে পারিনি। অনেক কেঁদেছি এই দৃশ্য দেখে সত্যি অনেক কেঁদেছি ভাই। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অবশেষে মনোয়ারা তার পরিবার পেয়েছে। রাজু মালয়েশিয়া থেকে 🇧🇩
সত্যিই খুব অসাধারণ থ্যাঙ্ক ইউ মনজুল হক করিম ভাই দোয়া করি আপনি যেন হাজার বছর বেঁচে থাকেন অসম্ভবকে সম্ভব করতে পারেন ওই লাস্ট ফিনিশিং দেখার খুব ইচ্ছা ছিল আলহামদুলিল্লাহ
আসলেই মহামিলন মঞ্জুরুল ভাই অনেক ভালবাসা রইল আপনার প্রতি ভাই।আল্লাহ তায়ালা আপনাকে এরকম ভালো কাজ করার আরও সুযোগ করে দিন এবং তোফিক দান করুন দোয়া করি ভাই।শুভকামনা রইল মঞ্জুরুল ভাই আপনার পরিবারে প্রতি।
খুবই হৃদয় বিদারক ঘটনা। পুরো ভিডিও দেখে দুই চোখের পানি ধরে রাখতে পারলাম না। এতো সুন্দর একটা ভিডিও উপস্থাপনা করার জন্য মনজুরুল করিম ভাই কে অসংখ্য ধন্যবাদ.....?
এটি একটি অসাধারণ মুহুর্ত যা কেউ ভাষায় প্রকাশ করতে পারেনা মনের অজান্তেই দুচোখে পানি চলে এসেছে সত্যি 😭😭 যারা পরিবার থেকে আলাদা হয়ে যায় কিংবা কারও সাথে কারও কোনও যোগাযোগ থাকেনা পরিচয় থাকেনা দৈর্ঘ ৪০/৫০ বৎসর পর পরিবার খোঁজে পাওয়া নিজের রক্তের বন্ধন আপনজন কে ফিরে পাওয়া অত্যন্ত আনন্দের ❤❤
মঞ্জুরুল করিম ভাই কে অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন 👌👍। তিনি যথেষ্ট পরিশ্রম করে কুলসুম আপুদের দুই বোনের মত মনোয়ারা আপু কেও তার পরিবারের সঙ্গে যে মিলন মেলা ঘটিয়েছেন সত্যিই এক অপূর্ব ও বিরল ঘটনা। মহান আল্লাহ্ মঞ্জুরুল ভাইকে উত্তম প্রতিদান দিন আমিন 🤲🤲
আল্লাহ আপনাকে সর্বোচ্চ জাঝা দান করুন। আশাকরি আপনি এধরণের কাজ জীবনের শেষ পর্যন্ত চালিয়ে যাবেন, ইনশাআল্লাহ। মন থকে আপনার জন্য দোয়া আসলো আবারো দোয়া করি আল্লাহ আপনাকে সর্বোচ্চ জাঝা দান করুন। এতোদিন অধির অপেক্ষায় ছিলাম, মনোয়ারা কবে আসবে। ভিডিওটা দেখে কোন ভাবেই চোখের পানি ধরে রাখতে পারলামনা। নাজানি আরো বাংলা মায়ের কত সন্তান এ ভাবে হাহাকার করছে...
জানিনা নিজের অজান্তেই কখন জানি চোখের জল চলে আসলো ধন্যবাদ জানাই সবাই কে ক্যামেরার সামনে পিছনে যারা কাজ করে ছেন আমার মনে হয় শিউলি আপা একটু বেশি কষ্ট পাচ্ছে
এই প্রতিবেন টা যখন প্রথম দেখেছিলাম তখন মনে হয়েছিল কি ভাবে সম্ভব তার পরেও মনে একটা ভরসা ছিল মহান আল্লাহ্ চাইলে সব কিছুই সম্ভব আজ আল্লাহর রহমতে সফল হয়েছে আলহামদুলিল্লাহ্ সব কিছু দেখে কান্না ধরে রাখতে পারি নাই
😢😢😢😢😢😢😢 আহ্ আমার আত্মীয়তার বন্ধন সেই দিন বুঝেছি যেই দিন সূরা নিসার আয়াত আমার বুকে এসে বাঁধল আহ্ নিকট আত্মীয় স্বজনের ছিন্নতাঁর জবাব দিহিতার রেডি থাকেন আল্লাহ্ তায়ালা নিজে হিসেব নিবেন আমরা যাঁরা ভাই বোনের সম্পত্তির হিসাব অনুযায়ী ঠিক মত বণ্ঠন করছেন না তাঁরা সতর্ক হয়ে যান এবং আল্লাহ্ তায়ালা ভয় করুণ লোভ হিংসা হানাহানি অহংকার ভূলে যান যারা এই ভিডিও দেখেছেন সব শেষে মঞ্জুরুল আলম ভাই এর জন্য দোয়া রইল ইনশা আল্লাহ্ আল্লাহ্ তায়ালা আপনাকে ভাল রাখবেন
ধন্যবাদ জানাই জনাব, মন্জুরুল করিম সাহেব কে তার সাথে এই ধরনের কাজে সংশ্লিষ্ট সকলকে। আপনাদের সবার অক্লান্ত পরিশ্রম চেষ্টা আরও একটি মহামিলনের বহিপ্রকাশ! দোয়া করছি মহান আল্লাহ আপনাদের এই ভালো কাজে সফলতা দান করুন।
ভাইয়া আজ আর কোন ভাষাই লিখে বুঝাতে পারবো না যে কেন আমার চলের পানি গড়িয়ে গড়িয়ে পড়লো। শুধু আপনার জন্য রইলো দোয়া আল্লাহ যেন আপনাকে এর উত্তম জাযাহ দান করেন আমীন।
আলহামদুলিল্লাহ একটি মানুষ আপন ঠিকানা ফিরে পেল বিষয়টা দেখে অনেক ভালো লাগলো আরো এরকম যারা রয়েছে আল্লাহতালা সকলকে আপন ঠিকানায় পৌঁছে যাওয়ার মতো যেন সহজ ব্যবস্থা করে দেন আমিন এবং মঞ্জল ভাইকে অসংখ্য ধন্যবাদ❤❤❤❤
আমাদের চোখেই বারবার জল চলে আসছে মনোয়ারার চোখে তো জল আসবেই এটা স্বাভাবিক,কারণ মনোয়ারা তো নিজের বোন আত্মীয়-স্বজনকে কতদিন পরে কাছে পাচ্ছে। শুভকামনা রইল মনোয়ারার আগামীর পথ চলায়।আল্লাহ তিনার ও তিনার পরিবারের সকলের প্রতি খাস রহমত দান করুন। আবারো অসীম ভালোবাসা মনোয়ারার প্রতি এবং তার পরিবারের প্রতি।
চোখ দিয়ে পানি সবার আসবেই এই ভিডিও টা দেখলে আমার নিজের চোখের পানি চলে আসলো
আলহামদুলিল্লাহ কমেন্ট না করে আর পারলাম না অচিরে চোখের জল এসে গেছে অসাধারণ
ভাই মনজুরুল, আপনি কুলসুম ও মনোয়ারাকে যেভাবে তাদের পরিবারের সন্ধান করে দিলেন আমার দৃষ্টিতে এটা শ্রেষ্ঠ ইবাদত। আপনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার নেই। মহান আল্লাহ অবশ্যই আপনাকে শ্রেষ্ঠ পুরস্কার দিবেন। দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থ রাখুন।
নাড়ীর টান খুব কম মানুষ ভুলতে পারে এই মহামিলন দেখে খুবই ইমুশনাল হয়ে গিয়েছিলাম আর মন্জুরুল করিম ভাই আর বাকি যারা সাহায্য করেছেন সবারকে যেন আল্লাহ এই ভাল কাজের জন্য উত্তম যাযা দান করেন এইটা কামনা করি
আল্ হাম দুলিললাহ্ ভালো লাগল অনেক অনেক অনেক ,, আল্লাহ্ ভালো রাখুক এবং ভালো থাকুক মনোয়ারা আপা ও তার বোনদের ও তাদের পরিবারের সদস্যদের এবং মনজুরুল ভাই সহ সকল কে.......................আমীন ....?
নিজের অজান্তেই চোখ জল এসে ভিজিয়ে দিলো দুটো চোখ।আহ কি ভালবাসা রক্তের বন্ধন যার টানে ফিরে মনোয়ারা আন্টি এসেছে জীবনের ৪৭ বছর পরেও
আপনার মতন কেঁদেছি
@@mdalomgirhossain5803 জি ভাইয়া
এই মিলনের অনুভূতি,আবেগ যদি প্রকাশ করতে পারতাম, তাহলে খুবই শান্তি পেতাম। মনজুরুল ভাইকে ধন্যবাদ দিলাম না, তার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি।
*আর কতো কান্না করলে কান্না শেষ হবে? ভিডিওটি দেখে এতোটাই কেদেছি। আমার মতো কে কে কেদেছেন?. আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন @munzurulkarim* ❤
পরিবার যে কি সেই জানে যারা পরিবার থেকে অনেক দূরে বেঁচে থাকুক পরিবারের এই ভালো বাসা❤❤মনজুর ভাই কে অনেক অনেক ধন্যবাদ
আহা জীবন আহা ভালোবাসা, এই ভিডিওটির অপেক্ষায় ছিলাম এতোদিন, ভালোবাসা রইলো অবিরাম
ধন্যবাদ ভাই কমেন্ট টি পিন করে রাখার জন্য
Video শুরুতে চোখের পানি এসে গিয়েছিল 😭 সত্যি জীবন এমন ও হয়. আহা ইন্টারনেট. আহা পরিবার এর কাছে ফিরে আসা. 50 বছর এর আক্ষেপ. এ যেনো কোটি সিনেমা কে ও হার মানায় 😭😢
মনজুর ভাই লাল সালাম আপ্নার প্রতি 🙏❤️💜🇧🇩💜
অপেক্ষায় ছিলাম এই দিনটির আজকে দেখে কান্না থামাতে পারলাম না মাশাল্লাহ সবার জন্য দোয়া রইলো আল্লাহর সবাই কে সুন্দর রাখুন
অসাধারণ এক আনন্দের দৃশ্য।একদিকে যেখানে কিছু মানুষ মায়ের বুক থেকে সন্তান ছিনিয়ে নিয়ে গুম অথবা ঠাস ঠাস করে গুলি করে মেরে ফেলছে, আপনি সেখানে মানুষের অন্তরের ভেতরে ঢুকে এমন প্রাপ্তির ঘটনা ঘটিয়ে/ মিলনের ঘটনা ঘটিয়ে সবার চোখেই আনন্দের অশ্রু এনে দিচ্ছেন, এ এক অসাধারণ অনুভূতি। আল্লাহ উনার পরিবারসহ আপনি এবং আপনার পরিবারকেও সুন্দর একটি জীবন দান করুন-আমিন।আপনার মাধ্যমে এমন আরও পরিবার উপকৃত হোক, তারা তাদের হারানো পরিবারকে ফিরে পাক-এটাই আমাদের প্রত্যাশা।❤
অসাধারণ ভালোবাসা। মনজুরুল করিম ভাই ও যারা সহযোগিতা করছে,সবার জন্য অনেক অনেক দোয়া রইল। ধন্যবাদ।
আপনাকেউ ধন্যবাদ ❤❤
সত্যি ভাইয়া অসাধারণ বলে বোঝাতে পারবো না চোখের কোনে যে কখন পানি আসলো দোয়া করি আপনার জন্য এবং ওই পরিবারের জন্য ভালো থাকুক সব ভাই-বোনেরা
দৃশ্যটা দেখতে দেখতে চোখের পানিতে বুক ভিজে গেছে। সাংবাদিক ভাইকে স্যালুট জানাই।
এমন কিছু মানুষ আছে যাদের কাছে সাধারণ মানুষের আশা থাকে. .অন্তর থেকে অনেক দোয়া করি মনজুরুল করিম ভাইকে
ভিডিওটা দেখে আমার চোখে পানি এসে গেছে এরকম মহৎ কাজ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ বেঁচে থাকেন হাজার বছর দোয়া করি
অজুড়ে কান্না করলাম এই মহামিলন দেখে লাভ ইউ মনজুরুল করিম
আপনার ভালোবাসা আমার শক্তি হয়ে থাকুক
এই মহামিলন দেখে অটোমেটিক চোখ দিয়ে পানি পড়ছে। আপনাকে ধন্যবাদ দিলেও কম হয়ে যাবে তাই মন থেকে দোয়া রইল আপনার প্রতি এরকম ধরনের কাজে আপনি আরো এগিয়ে যান ভাই❤
আল্লাহুআকবার , দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না। মঞ্জুরুল করিম ভাই কে অনেক অনেক ধন্যবাদ
মনোয়ার হাসিতে হাসলাম, মনোয়ারায় কান্নায় কাঁদলাম!
আহ্, কী অনুভুতি! আমার মনে হচ্ছে, বোনদের সাথে কথা বলতে বলতে তার ভাষাটা হয়তো আরো ক্লিয়ার হয়ে যাবে।
প্রতি দিন অপেক্ষা করি কবে আসবে মনোয়ারার এই আপডেট ভিডিও। ধন্যবাদ
কান্না দরে রাখতে পারিনি আজ মনজুরুল ভাই আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ প্রিয় ভাই ❤❤
মনজুর ভাইকে হাজার সালাম এমন অসাধারণ কাজগুলো করার জন্য। অনেকেই সাধারণ কাজ করেই প্রতিষ্ঠা পেয়ে যাচ্ছে অন্যদের সহায়তায়। কিন্তু, আপনি একমাত্র নিজের চেষ্টায় অসম্ভবকে সম্ভব করেছেন কোন অর্থ আয়ের চিন্তা না করেই । আপনাকে সালাম জানাই। আল্লাহ আপনার মঙ্গল করুন।
চোখের পানি ধরে রাখতে পারলাম না আল্লাহ তাদেরকে সুখে রাখুক
আমিন ❤❤
এমন মহান কাজের সাক্ষী আপনাকে যুগ যুগ বাঁচিয়ে রাখবে। ভালো থাকবেন প্রিয় ভাই।
ধন্যবাদ প্রিয় ভাই ❤❤
বোনদের মহামীলনের এ ভিডিও দেখে দু’চোখ অশ্রু সজল হয়ে উঠলো , রক্তের বন্ধন এমন ই হয় । ওদের সকলের জন্য অনেক দোয়া ।
আমার অনেক কান্নার পানি ধরে রাখতে পারলাম না মাতৃভূমি মা সালাম হাজারো মায়ের সন্তান যেন আমার দেশকে ভালোবেসেছে অনেকেই। যার কারণে আতিথ্য দীর্ঘায়িত প্রকাশ করলেন তাকে ধন্যবাদ আর হাজারো দোয়া সালাম।
জীবন চলে তার আপন গতিতে রক্ত কাঁধে তাঁর আপন জনের খোঁজে আলহামদুলিল্লাহ ভিডিও অনেক ভালো লাগলো ধন্যবাদ
সত্যি অসাধারণ একটা কাজ করলেন মানজারুল করিম। হয়তো আপনার সাংবাদিকতা জীবনের সব চাইতো স্মরণীয় ঘটনা হয়ে থাকবে।
ধন্যবাদ প্রিয় ভাই ❤❤
আপনাদের অনেক ধন্যবাদ আরো কত মানুষ আছে এইরকম পরিবারের খোঁজ এ তাদের জন্য দোয়া র ইলো
চমৎকার দৃশ্য চোখে জল এমনিতে চলে আসল মঞ্জুর ভাই আপাকে ধন্যবাদ দিয়ে চোট করব না আপনি তো আপনি...❤❤❤
ধন্যবাদ প্রিয় ভাই ❤❤
মহামিলন ঘটানোর জন্য মনজুরুল করিম ভাইকে অনেক অনেক ধন্যবাদ
মঞ্জুরুল ভাই এই পর্বটা দেখে এত খুশি হয়েছি যা ভাষায় প্রকাশ করতে পারবো না ধন্যবাদ ভাই আপনার পুরো টিম কে
আপনাকেউ ধন্যবাদ প্রিয় ভাই ❤❤
ভাই আপনাকে salut এমন লাখ ও মনোয়ারা নিখোঁজ আছেন৷ আল্লাহ সবাই কে ভালো রাখুক এবং পরিবারের কাছে মিলিয়ে দিক।🤲🤲🤲🤲
আর যে কিবরিয়া ভাই এবং মনজুরুল ভাই এরা দুউজনই ভালো কাজ করে তাদেরকে হাজার ও ছালাম দোয়া ও ভালবাসা দোয় করি আরো ভাল ভাল কাজ করবে এই দোয়াই করি মদিনাহতে
আমি তো দেখেই কাদতে কাঁদতে শেষ।🥰🥰 খুব ভালো লাগলো ভিডিও টা 🥰🥰
মনজুরুল করিম ভাইকে অসংখ্য ধনযবাদ।
ভাই মনোয়ারা আমার কিছু হয় না,,কিন্তু ভাই মনোয়ারার এই মহা মিলন দেখে চোখের পানি আটকাতে পারিনি। অনেক কেঁদেছি এই দৃশ্য দেখে সত্যি অনেক কেঁদেছি ভাই। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অবশেষে মনোয়ারা তার পরিবার পেয়েছে। রাজু মালয়েশিয়া থেকে 🇧🇩
সত্যিই খুব অসাধারণ থ্যাঙ্ক ইউ মনজুল হক করিম ভাই দোয়া করি আপনি যেন হাজার বছর বেঁচে থাকেন অসম্ভবকে সম্ভব করতে পারেন ওই লাস্ট ফিনিশিং দেখার খুব ইচ্ছা ছিল আলহামদুলিল্লাহ
আসলেই মহামিলন মঞ্জুরুল ভাই অনেক ভালবাসা রইল আপনার প্রতি ভাই।আল্লাহ তায়ালা আপনাকে এরকম ভালো কাজ করার আরও সুযোগ করে দিন এবং তোফিক দান করুন দোয়া করি ভাই।শুভকামনা রইল মঞ্জুরুল ভাই আপনার পরিবারে প্রতি।
আপনার দোয়া আমার শক্তি হয়ে থাকুক
খুবই হৃদয় বিদারক ঘটনা। পুরো ভিডিও দেখে দুই চোখের পানি ধরে রাখতে পারলাম না। এতো সুন্দর একটা ভিডিও উপস্থাপনা করার জন্য মনজুরুল করিম ভাই কে অসংখ্য ধন্যবাদ.....?
আজকের ভিডিওটা দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না ধন্যবাদ সবাইকে ভালো কাজ করার জন্য
সত্যি আমারো চোখে পানি এসে গেছে 😢😢😢😢 পরিবার হার পরে আল্লাহর ইচ্ছায় পূর্ণ মিলোন এটার অনুভব যে কি তা শুধু সেই জানে জার জীবনে এমনটি ঘটেছে ❤❤❤❤
ধন্যবাদ মঞ্জরুল করিম ভাইকে
অনেক অপেক্ষায় ছিলাম আর শেষ টা দেখে মনের আবেগে চোখে পানি এসে পরেছে।❤ অবিরাম ভালোবাসা❤
অবিরাম ভালোবাসা প্রিয় ভাই ❤❤
মনোয়ারার ছোট বনের অধিভুক্ত টা আমার এতই ভালো লেগেছে যে নিজের অজান্তে চোখের পানি চলে এসেছে।
ধন্যবাদ মনজুরুল করিম ভাই মনের শান্তি পেলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
ভালোবাসা অভিরাম আপনার জন্ন্য❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
হে Allah মুনজুরুল ভাইকে এমন কাজ আরো বেশি বেশি করার তাওফীক দান কর । আমিন
মাস্সাআল্লা আলহামদুলিল্লাহ দোয়া করি আপনার জন্য
ভালবাসা অবিরাম
আপনার অগ্রযাত্রা আল্লাহ পাক সফল করেন
আমিন ❤❤
এটি একটি অসাধারণ মুহুর্ত যা কেউ ভাষায় প্রকাশ করতে পারেনা মনের অজান্তেই দুচোখে পানি চলে এসেছে সত্যি 😭😭 যারা পরিবার থেকে আলাদা হয়ে যায় কিংবা কারও সাথে কারও কোনও যোগাযোগ থাকেনা পরিচয় থাকেনা দৈর্ঘ ৪০/৫০ বৎসর পর পরিবার খোঁজে পাওয়া নিজের রক্তের বন্ধন আপনজন কে ফিরে পাওয়া অত্যন্ত আনন্দের ❤❤
কেন জানি বুকটা ফেটে কান্না আসতেছে চোখ দিয়ে প্রচুর পানি পরলো।।খুব ভালো লাগলো মিলন মেলা দেখতে।
আসসালামুয়ালাইকুম মনোয়ারা তার ফ্যামিলিকে, পেয়ে, মিলন মেলায় পরিণত হলো এবং ফ্যামিলিকে খুঁজে পেল দেখে খুশি হলাম আলহামদুলিল্লাহ
মনরুল করিম ভাই এধরণের কাজ আমরা আরও দেখতে চাই।
মোনজোরোল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য দোয়া রয়ল
মনজুরুল ভাই দোয়া করি আপনি যেনো এই রকম ভালো কাজ সারা জীবন করতে পারেন
ধন্যবাদ প্রিয় ভাই ❤❤
মনজুরুল করিম ভাইকে অসংখ্য ধন্যবাদ।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সে যে আমার জন্মভূমি..........
.........................
Love from India 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
অসাধারণ! ধন্যবাদ মনজুরুল ভাইকে।শত বছর বেঁচে থাকুন।
চোখের পানি ঠেকাতে পারি নি ভাই, বেঁচে থাকেন মুনজুরুল করিম ভাই।
ধন্যবাদ প্রিয় ভাই ❤❤
প্রিয় ভাই এই মহামিলন দেখে কোন হৃদয়বান মানুষ চোখের পানি আটকাতে পারবেনা!!!
অপেক্ষায় ছিলাম এতোদিন,, কবে মনোয়ারা মোসের মিলনমলো ঘটবে।,,আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো,, মনোয়ারা তার পরিবারের সন্ধান পাওয়া গেলো।
কিছু কিছু মানুষের ভালবাসা দেখে আমার মনে এতো আনন্দ লাগে আবেগে নিজের চোঁখের পানি ধরে রাখতে পারিনা
যে কোন আবেগপ্রবণ মানুষই কান্না ধরে রাখতে পারবে না
মনজুরুল ভাই কে হাজার হাজার সালাম ও সেলুট। আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন। আমিন
ভিডিওটা দেখতে দেখতে নিজের অজান্তেই চোখের কোনায় পানি চলে আপন কে আপনই চিনে।
আমি জীবনে কাদি নাই এই ভিডিও দেখে চোখের পানি আটকিয়ে রাখতে পারলাম না স্যালুট ভাই আপনাকে
মঞ্জুরুল করিম ভাই কে অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন 👌👍। তিনি যথেষ্ট পরিশ্রম করে কুলসুম আপুদের দুই বোনের মত মনোয়ারা আপু কেও তার পরিবারের সঙ্গে যে মিলন মেলা ঘটিয়েছেন সত্যিই এক অপূর্ব ও বিরল ঘটনা। মহান আল্লাহ্ মঞ্জুরুল ভাইকে উত্তম প্রতিদান দিন আমিন 🤲🤲
অসাধারণ, ভাষায় প্রকাশ করা যাবে না।সারাক্ষণ চোখের জলেভেসে যাচ্ছিল চোখ 🌿🌹🌿
অভাবনীয় দৃশ্য, অপূর্ব দৃশ্য এমন ঘটনা সহজে ঘটেনা।
দেখে এত খারাপ লাগজে।কাঁদতে কাঁদতে বুক টা ফেটে গেছে। আপনাদের ধন্যবাদ আপনাদের জন্য ওরা বোন কে পেয়েছে
আল্লাহ আপনাকে সর্বোচ্চ জাঝা দান করুন। আশাকরি আপনি এধরণের কাজ জীবনের শেষ পর্যন্ত চালিয়ে যাবেন, ইনশাআল্লাহ। মন থকে আপনার জন্য দোয়া আসলো আবারো দোয়া করি আল্লাহ আপনাকে সর্বোচ্চ জাঝা দান করুন।
এতোদিন অধির অপেক্ষায় ছিলাম, মনোয়ারা কবে আসবে। ভিডিওটা দেখে কোন ভাবেই চোখের পানি ধরে রাখতে পারলামনা। নাজানি আরো বাংলা মায়ের কত সন্তান এ ভাবে হাহাকার করছে...
আপনাদের অনেক অনেক ধন্যবাদ, এটা আমার জীবনের
সেরা ভিডিও,
নিজেদের দুঃখ কষ্ট এত বেশি তবুও চোখে পানি আসেনা। এই ভিডিও দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না।
আলহামদুলিল্লাহ ❤❤
কেনো জানি আমাদের চোখ থেকে পানি চলে আসলো।😢😢😢😢
জানিনা নিজের অজান্তেই কখন জানি চোখের জল চলে আসলো ধন্যবাদ জানাই সবাই কে
ক্যামেরার সামনে পিছনে যারা কাজ করে ছেন
আমার মনে হয় শিউলি আপা একটু বেশি কষ্ট পাচ্ছে
এই প্রতিবেন টা যখন প্রথম দেখেছিলাম তখন মনে হয়েছিল
কি ভাবে সম্ভব তার পরেও মনে
একটা ভরসা ছিল মহান আল্লাহ্ চাইলে সব কিছুই সম্ভব আজ আল্লাহর রহমতে সফল হয়েছে
আলহামদুলিল্লাহ্ সব কিছু দেখে
কান্না ধরে রাখতে পারি নাই
আল্লাহ মনজুরু করিম ভাইকে নেক হায়াত দান করুন।
সত্যি অপূর্ব! চোখের পানি ধরে রাখতে পারি নাই।
বাংলাদেশের অনেক গুলো ভাল মানুষের মধ্যে মনজুরুল ইসলাম ভাই অনেক ভালো মানুষ,,,, ❤️❤️❤️❤️
ভাই আপনার ভিডিওটা দেখে আপনার জন্য মন থেকে দোয়া চলে আসল আপনি এভাবেই এগিয়ে যান দেশ এবং জাতি আপনার পাশে আচে
অনেক দিন অপেক্ষায় ছিলাম ভালো লাগছে আলহামদুলিল্লাহ
😢😢😢😢😢😢😢
আহ্ আমার আত্মীয়তার বন্ধন সেই দিন বুঝেছি যেই দিন সূরা নিসার আয়াত আমার বুকে এসে বাঁধল আহ্
নিকট আত্মীয় স্বজনের ছিন্নতাঁর জবাব দিহিতার রেডি থাকেন
আল্লাহ্ তায়ালা নিজে হিসেব নিবেন
আমরা যাঁরা ভাই বোনের সম্পত্তির হিসাব অনুযায়ী ঠিক মত বণ্ঠন করছেন না
তাঁরা সতর্ক হয়ে যান এবং আল্লাহ্ তায়ালা ভয় করুণ লোভ হিংসা হানাহানি অহংকার ভূলে যান
যারা এই ভিডিও দেখেছেন
সব শেষে মঞ্জুরুল আলম ভাই এর জন্য দোয়া রইল ইনশা আল্লাহ্
আল্লাহ্ তায়ালা আপনাকে ভাল রাখবেন
ধন্যবাদ জানাই জনাব, মন্জুরুল করিম সাহেব কে তার সাথে এই ধরনের কাজে সংশ্লিষ্ট সকলকে।
আপনাদের সবার অক্লান্ত পরিশ্রম চেষ্টা আরও একটি মহামিলনের বহিপ্রকাশ!
দোয়া করছি মহান আল্লাহ আপনাদের এই ভালো কাজে সফলতা দান করুন।
যতোবারই দেখছি চোখের পানি গড়িয়ে পড়ছে😭😭😭😭
আপনি একজন মানবিক ব্যক্তি
ভাই আপনার জন্য আমার অনেক দোয়া রইল আপনি হাজার বছর বেচে থাকেন দোয়া করছি
তাদের বোনদের আনন্দে আমি নিজেও আনন্দিত তাদের আনন্দ-বেদনা দেখে আমি নিজের চোখের জল ধরে রাখতে পারিনি😊
মনজুরুল ইসলাম ভই আল্লাহ আপনাকে সুস্থ ও ভালো রাখুক। আপনার জন্য মন থেকে অনেক দোয়া ও ভালোবাসা রইল❤❤❤
কতোবার যে কেঁদেছি ভিডিওটা দেখে বলে বুঝাতে পারবো না,,,,,ধন্যবাদ মনজুরুল করিম ভাইকে!!!
আসলে সত্যি মানুষের জীবন কি অদ্ভুত আপনার প্রশংসা কি করবো ভাইয়া আপনার প্রচেষ্টায় উনি উনার জন্মভূমিতে আসতে পেরেছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ
মনোয়ারা শেষ পর্যন্ত তার আসল পরিচয় পেয়েছে। আলহামদুলিল্লাহ, মনোয়ারা আমাদের মেয়ে, মনোয়ারা এই বাংলাদেশের সন্তান। মনোয়ারা আমাদের শুধুই আমাদের।
আল্লাহ তুমি সবকিছু পারো বটে নতুন নতুন আল্লাহ তুমি তাহাকে দুনিয়া করতে পারো দুরের উপহার করতে পারো আগুনরে পানি বানাইতে পারো পানিরে আগুন বানাতে পারো
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া ধন্যবাদ মনজুরুল ভাই কে
ভাইয়া আজ আর কোন ভাষাই লিখে বুঝাতে পারবো না যে কেন আমার চলের পানি গড়িয়ে গড়িয়ে পড়লো। শুধু আপনার জন্য রইলো দোয়া আল্লাহ যেন আপনাকে এর উত্তম জাযাহ দান করেন আমীন।
দোয়া রইলো ভাই এই সমাজের জন্য এমন আরো হাজারো ভালো কাজ করতে পারবেন ইনশাআল্লাহ
আলহামদুলিল্লাহ একটি মানুষ আপন ঠিকানা ফিরে পেল বিষয়টা দেখে অনেক ভালো লাগলো আরো এরকম যারা রয়েছে আল্লাহতালা সকলকে আপন ঠিকানায় পৌঁছে যাওয়ার মতো যেন সহজ ব্যবস্থা করে দেন আমিন এবং মঞ্জল ভাইকে অসংখ্য ধন্যবাদ❤❤❤❤
আমাদের চোখেই বারবার জল চলে আসছে মনোয়ারার চোখে তো জল আসবেই এটা স্বাভাবিক,কারণ মনোয়ারা তো নিজের বোন আত্মীয়-স্বজনকে কতদিন পরে কাছে পাচ্ছে।
শুভকামনা রইল মনোয়ারার আগামীর পথ চলায়।আল্লাহ তিনার ও তিনার পরিবারের সকলের প্রতি খাস রহমত দান করুন।
আবারো অসীম ভালোবাসা মনোয়ারার প্রতি এবং তার পরিবারের প্রতি।
আলহামদুলিল্লাহ অবশেষে মহামিলন করিম ভাইকে
আপনি অনেক ভাল কাজ করেন আল্লাহ আপনাকে অনেকদিন বাঁচিয়ে রাখুক আপনার সব সময় যেন ভাল থাকেন এত কষ্ট করে ফ্যামিলির কাছে ফিরিয়ে দিয়েছে