ভাই, পাওয়ার capacitor গুলোর উপরে আবার hrc fuse এবং তার উপরে সম্ভবত কিছু magnetic contactor/ ckt breaker দেখা যাচ্ছে... সেগুলোর কানেকশন এবং কাজের ব্যাপারে বলুন।
@@EEEBanglaHelp ভাই, আপনার অন্য ভিডিওতে ক্লীয়ার করে বলা নাই। আপনি কাইন্ডলি বলেন যে, 11 kv incoming line গুলো প্রথমে ২ টা PT তে যায়? নাকি ৩ টা CT তে connect হয়?
Power Factor= kW/kVA এই সূত্র দিয়ে আপনি পাওয়ার ফ্যাক্টর হিসেব করতে পারেন তবে যদি বের করতে না পারেন তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এ বিষয়ে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব, ধন্যবাদ আপনাকে।
স্যার আমি একটা হাসপাতালে কাজ করছিলাম। এখানে মোট লোড 20 kw কিন্তু এখানে pfi লগানো হয়নি কারন pfi লাগালে পাওয়ার ফেক্টর 72 দেখায় আর pfi না লাগালে 98 দেখায় এটা কেন স্যার যদি একটু বলতেন ?
বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড এর ইলেকট্রিক্যাল পার্ট অনুসারে যদি কোন কারখানায় 20kw এর উপরে লোড না থাকে তাহলে সেখানে পিএফআই প্যানেল বসানোর প্রয়োজন হয় না,তবে যদি কেউ বসাতে চায় তিনি বসাতে পারবেন,তবে পিএফআই এর মান ০.৭২ বা ০.৯৮ হতে পারে ,কখনও সরাসরি ৭২ বা ৯৮ আসবে না,তবে আপনি যদি ৭২ বা ৯৮ মান পেয়ে থাকেন তাহলে সেটা কি মিটার দিয়ে পরিমাপ করেছেন দয়া করে আমাকে জানাবেন,ধন্যবাদ আপনাকে।
PFI এর মান পরিমাপের জন্য PFC রিলে বা পাওয়ার ফ্যাক্টর কন্ট্রোল রিলে ব্যবহার করা হয়,তবে পওয়ার ফ্যাক্টর এর মান -০.৭২ বা ০.৭২ আসতে পারে , সরাসরি ৭২ আসবে না ।
এটি ম্যাগনেটিক কন্টাক্টর হয়ে থ্রি ফেজ এর পাওয়ার ক্যাপাসিটর এর সাথে সংযোগ হয়েছে এবং এর ইনপুট সাইড থ্রি ফেজ এর lt সাইডে যে মেইন বাসবার তার সাথে সংযোগ করা হয়েছে। যখন পাওয়ার ফ্যাক্টর এর মান কম হবে তখন যে ক্যাপাসিটরটি হলে পাওয়ার ফ্যাক্টর এর মান নির্দিষ্ট থাকে, ম্যাগনেটিক কন্টাক্টর শুধু সেই ক্যাপাসিটরটি সংযোগ করবে মেইন বসবার এর সাথে।
ফিউজ ব্যবহার না করলে ফিউজ এর পরিবর্তে আপনাকে অবশ্যই সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে কেননা এর ভিতরে যে পাওয়ার ক্যাপাসিটর গুলো ব্যবহার করা হয় সেগুলোতে যদি অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয় তাহলে এই ফিউজ গুলো পুড়ে যাবে অথবা সার্কিট ব্রেকার ট্রিপ করবে। যদি ফিউজ ব্যবহার না করেন তাহলে ক্যাপাসিটর গুলো পড়ে যাবে বা অন্যান্য ক্ষতি হতে পারে।
আপনাকে 24kvar ক্যাপাসিটর ডেল্টা সংযোগ করতে হবে কিন্তু আপনি যদি ডেল্টা সংযোগ না করে, স্টার সংযোগ করেন তাহলে প্রায় তিনগুণ বেশি (72 kvar) ক্যাপাসিটর সংযোগ করতে হবে।
ভাইয়া আসসালামুয়ালাইকুম আপনি কেমন আছেন ভাইয়া আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে যা আমি বুঝতে পারছি না ভাইয়া স্টার এর উপরের দিকে শট করা আছে আর নিচের দিকে শট করা আছে এইটা কি মেইন কন্টাক্ট নাকি ডেল্টা
যে ম্যাগনেটিক কন্ডাক্টর এর ইনপুট এ সার্কিট ব্রেকার হতে লাইন আসে সেটি মেইন কনট্যাক্ট এবং যে ম্যাগনেটিক কন্ডাক্টর এর ইনপুট শর্ট করা থাকে সেটা স্টার কনট্যাক্ট,আর বাকিটা ডেল্টা কনট্যাক্ট।
PFI এর ভিতর ব্যবহার করা ম্যাগনেটিক কন্টাক্টর ও পাওয়ার ক্যাপাসিটর গুলোতে যাতে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয়ে পুড়ে যেতে না পারে, সেই জন্য এর আগে HRC ফিউজ ব্যবহার করা হয়, অনেক সময় ফিউজ এর পূর্বে সার্কিট ব্রেকারও ব্যবহার করা হয়,ধন্যবাদ আপনাকে।
আউটপুট এল টি প্যানেল থেকে লোডে চলে গেছে, এখানে এল টি প্যানেল এবং পিএফআই প্যানেলে একই বারবার ব্যবহার করা হয়েছে, শুধুমাত্র পিএফআই প্যানেলকে এলটি প্যানেলের বাসবারের সাথে প্যারালালে সংযোগ করা হয়েছে, পিএফআই প্যানেলে ইনপুট এবং আউটপুট হিসেবে একই তার বা বাসবার ব্যবহার করা হয়ে থাকে,আপনি ভিডিওটি আবার সম্পূর্ণ দেখুন তাহলে আশা করি বুঝতে পারবেন।
@@EEEBanglaHelp আচ্ছা আমি আমার নতুন বাসাতে পিএফআই বসাতে চাচ্ছি। আমি চাচ্ছি এমন কোনো পিএফআই যেটা অটোমেটিক পিএফ কানেকশন করবে। আমার বাসাতে ইলেকট্রিক লাইনের লোড তিন কিলো নেওয়া। খরচ কেমন হতে পারে আর এগুলো যেকোন মিস্ত্রী সংযোগ দিতে পারে কিনা জানাবেন প্লিজ।
আপনার বাসার লোড কি সিঙ্গেল ফেজ? যদি সিঙ্গেল ফেজ হয় তাহলে পিএফআই বসানোর কোন প্রয়োজন নেই কারণ পিএফআই এর জন্য যে পওয়ার ক্যাপাসিটর গুলো ব্যবহার করা হয় সেগুলো থ্রি ফেজ এর ক্যাপাসিটর।
ধন্যবাদ ভাই আপনাকে যথেষ্ট সুন্দর করে বুঝিয়েছেন
বাসা বাড়িতে কি এই PFI ব্যবহার করা যায় নাকি. আর যদি যায় তাহলে এটার মাধ্যমে আমি কি সুবিধা পেতে পারি
Power factorer PFI panneler shomosto connection guli diagrm shoho explain korben acta vedio deben please.
বিস্তারিত দেওয়া হয়েছে
Ami notun richmil koreci 30kvr Suzuki pfi niyeci but kivabe setup dibo Vai.... Please
ভাই পিএফআই এর রিলে মিটার কিভাবে প্রোগ্রামিং করতে হয় এই বিষয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবেন
বিস্তারিত দেওয়া হয়েছে
PFI Panel এ একটি Fixed Capacitor কেন ব্যবহার করা হয়??
PFI এর মান ব্যালেন্স রাখার জন্য।
ভাই মিলিমিটার কিভাবে সেটিং করতে হয় একটা ভিডিও বানাবেন
Nicely explained
ভাই, পাওয়ার capacitor গুলোর উপরে আবার hrc fuse এবং তার উপরে সম্ভবত কিছু magnetic contactor/ ckt breaker দেখা যাচ্ছে... সেগুলোর কানেকশন এবং কাজের ব্যাপারে বলুন।
Onno video te agulo dekhanor chesta korbo....
@@EEEBanglaHelp ভাই, 11KV লাইন প্রথমে HT panel এর ২ টা PT তে তারপর islolator, fuse and LBS হয়ে ৩ টা CT তে Connect হয়ে Transformer এর সাথে যুক্ত হয়?
এই সম্পর্কে আমার একটি ভিডিও দেওয়া আছে একটু কষ্ট করে সেটি দেখে নিন, আশা করি ভিডিওটি দেখলে সবকিছু বুঝতে পারবেন।
@@EEEBanglaHelp ভাই, আপনার অন্য ভিডিওতে ক্লীয়ার করে বলা নাই। আপনি কাইন্ডলি বলেন যে, 11 kv incoming line গুলো প্রথমে ২ টা PT তে যায়? নাকি ৩ টা CT তে connect হয়?
@@masudalam-hz9sk11kv ht meter incoming line 3 ct and 3 ct theke output hoye transformer ht sibe connection hoi
c/k ratio কিভাবে সেটিং করতে হয় স্যার দয়াকরে জানাবেন উপকৃত হবো
Sir basa barite power factor kivabe ber korbo.Jekhane capacity 02692.3kwh, current 4.64A, voltage 233.34V, Load 3.59KW
Power Factor= kW/kVA
এই সূত্র দিয়ে আপনি পাওয়ার ফ্যাক্টর হিসেব করতে পারেন তবে যদি বের করতে না পারেন তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এ বিষয়ে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব, ধন্যবাদ আপনাকে।
Sir try koresi but parinei Ektu solved korle valo hoto
অসাধারণ স্যার
PFI panel এর মেট্রো রিলের আলাদা আলাদা কানেকশন করে বুঝিয়ে দিলে উপকৃত হবো।
direct টা কি single phase capacitor ki জানাবেন
Sob gula three phase capacitor
Great expression , thank you
vai video ta clear hole valo hoi
আপনার মূল্যবান মতামত প্রদানের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া
Sir pfi kivabe kaj kore ar lecturer den
helpfull video
আপনার মূল্যবান মতামত প্রদানের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
স্যার আমি একটা হাসপাতালে কাজ করছিলাম। এখানে মোট লোড 20 kw কিন্তু এখানে pfi লগানো হয়নি কারন pfi লাগালে পাওয়ার ফেক্টর 72 দেখায় আর pfi না লাগালে 98 দেখায় এটা কেন স্যার যদি একটু বলতেন ?
বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড এর ইলেকট্রিক্যাল পার্ট অনুসারে যদি কোন কারখানায় 20kw এর উপরে লোড না থাকে তাহলে সেখানে পিএফআই প্যানেল বসানোর প্রয়োজন হয় না,তবে যদি কেউ বসাতে চায় তিনি বসাতে পারবেন,তবে পিএফআই এর মান ০.৭২ বা ০.৯৮ হতে পারে ,কখনও সরাসরি ৭২ বা ৯৮ আসবে না,তবে আপনি যদি ৭২ বা ৯৮ মান পেয়ে থাকেন তাহলে সেটা কি মিটার দিয়ে পরিমাপ করেছেন দয়া করে আমাকে জানাবেন,ধন্যবাদ আপনাকে।
PFI এর মান পরিমাপের জন্য PFC রিলে বা পাওয়ার ফ্যাক্টর কন্ট্রোল রিলে ব্যবহার করা হয়,তবে পওয়ার ফ্যাক্টর এর মান -০.৭২ বা ০.৭২ আসতে পারে , সরাসরি ৭২ আসবে না ।
Thanks
ভাই আমি রাইচ মিলের জন্য pfi ব্যাবহার করতে চাই। এবং. ৯৬ kvr জন্য কতো মানের ক্যাপাসিটর লাগবে, এবং আপনার মোবাইল নাম্বার টা দিন কথা বলবো।
01719946799
সিটিটা কোন জায়গায় লাগাতে হবে?
DB বোর্ডে
LT প্যানেল এর ইনকামিং ব্রেকার এর যে কোন একটি ফেইজে CT ব্যবহার করলেই হবে।
30 kilo pfi banate kot tk porbe price
বাই ইনপুট হয়ে জেবাবে কাজ হয়েচে তা কিচুটা বুজতেপারচি কিন্তু আওউট পুট কিকরে হইচে এক্টু বুজাবেন প্লিজ??
আপনার কোথায় বুঝতে সমস্যা হচ্ছে সেটি বললে আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব, ধন্যবাদ আপনাকে।
@@EEEBanglaHelp বাই PFI এর লাইন গুলু কিবাবে আউট পুট হয়েচে তার বিসয়ে এক্টু বুজতে চাই বাই tnx বাই এরকম বিদিও বানানুর জন্ন 💖
এটি ম্যাগনেটিক কন্টাক্টর হয়ে থ্রি ফেজ এর পাওয়ার ক্যাপাসিটর এর সাথে সংযোগ হয়েছে এবং এর ইনপুট সাইড থ্রি ফেজ এর lt সাইডে যে মেইন বাসবার তার সাথে সংযোগ করা হয়েছে। যখন পাওয়ার ফ্যাক্টর এর মান কম হবে তখন যে ক্যাপাসিটরটি হলে পাওয়ার ফ্যাক্টর এর মান নির্দিষ্ট থাকে, ম্যাগনেটিক কন্টাক্টর শুধু সেই ক্যাপাসিটরটি সংযোগ করবে মেইন বসবার এর সাথে।
@@EEEBanglaHelp tnx বাই কিচুটা হলেও বুজতে পারচি এই বিসয়ে আর বিডিও দেবেন plz
it was informative
Valo laglo
HRC fused na dile ki kono problem hobe????
ফিউজ ব্যবহার না করলে ফিউজ এর পরিবর্তে আপনাকে অবশ্যই সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে কেননা এর ভিতরে যে পাওয়ার ক্যাপাসিটর গুলো ব্যবহার করা হয় সেগুলোতে যদি অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয় তাহলে এই ফিউজ গুলো পুড়ে যাবে অথবা সার্কিট ব্রেকার ট্রিপ করবে। যদি ফিউজ ব্যবহার না করেন তাহলে ক্যাপাসিটর গুলো পড়ে যাবে বা অন্যান্য ক্ষতি হতে পারে।
ভাই ৩০ হস পাওয়ার মটরের কতো ক্যাপাসিটার লাগবে
30 হর্সপাওয়ার এর সিঙ্গেল ফেজ কোন মোটর হয় না,যেহেতু এটা থ্রি-ফেজ মোটর, তাই থ্রি ফেজ মটরের ক্যাপাসিটর প্রয়োজন হয় না।
ভাই, কত মাইক্রো ফ্যারাড এর ক্যাপাসিটর ব্যবহার করা হয়? ?
প্রতিটা ক্যাপাসিটরের মান কত???
পাওয়ার ফ্যাক্টর এ সাধারণত মাইক্রোফ্যারাড এর ক্যাপাসিটর ব্যবহার করা হয় না। পি এফ আই প্যানেলে কে ভি এ আর রেটিং এর ক্যাপাসিটর ব্যবহার করা হয়।
Very nice
আরে ভাই pfiলাগিয়ে বিদ্যুৎ বিল বেশি আসে। বিদ্যুৎ বিল কমানোর উপাই কি। সেটা যদি জানা থাকে তাহলে উপকৃত হব।
পিএফআই লাগানোর পরে বিদ্যুৎ বিল বেশি আসার কথা না, আপনার পিএফআই প্যানেল একটিভ আছে কিনা সেটা ভালোভাবে লক্ষ্য করুন।
বস দয়া করে জানাবেন 5kva একটি জেনারেটর কত এম্পিয়ার লোড নিতে পারবে
এত ছোট জেনারেটর দিয়ে আপনি কি চালাবেন?
@@EEEBanglaHelp বস আমি এই জেনারেটর দিয়ে প্রিন্ট মেশিন সহ পানি উঠানো সহ কিছু লাইট এবং ফ্যান চলবে জানাবেন প্লিজ আমি কত এম্পিয়ার লোড দিতে পারব
ফ্লাস লাইট জ্বালা
ভাই, আপনার সাথে যোগাযোগের উপায় কি?
আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করেন।ভিডিও ডিসক্রিপশনে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে।
40kw ar jonno koto kvr capacitors lagba sar
আপনাকে 24kvar ক্যাপাসিটর ডেল্টা সংযোগ করতে হবে কিন্তু আপনি যদি ডেল্টা সংযোগ না করে, স্টার সংযোগ করেন তাহলে প্রায় তিনগুণ বেশি (72 kvar) ক্যাপাসিটর সংযোগ করতে হবে।
Parallel connection korle ki hobe
@@EEEBanglaHelp ক্যাপাসিটর তো সরাসরি বাসবারের সংযোগ করেছে এখানে তো স্টার ডেল্টা করা নেই
Nice
sir apnr number ta save kore rekheci but call korle birokto hoben na to?
কোন সমস্যা নাই প্রয়োজন হলে আপনি ফোন দিয়েন।
ভাই লোড অবস্থাই যদি -.০৯৬ হয় তাহলে কি সমস্যা
লোড কম আছে কিন্তু pfi এর মান বেশী আছে
ভাই pfi star delta কেনো করা হয়
Video ti abar dekhun tahole bujte parben
Mag contact koto amp? Kon Company
ইন্ডাস্ট্রি্তে পাওয়ার ফ্যাক্টরের মান কত???
Maximum 1
Gd
ভাইয়া আসসালামুয়ালাইকুম আপনি কেমন আছেন ভাইয়া আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে যা আমি বুঝতে পারছি না ভাইয়া স্টার এর উপরের দিকে শট করা আছে আর নিচের দিকে শট করা আছে এইটা কি মেইন কন্টাক্ট নাকি ডেল্টা
যে ম্যাগনেটিক কন্ডাক্টর এর ইনপুট এ সার্কিট ব্রেকার হতে লাইন আসে সেটি মেইন কনট্যাক্ট এবং যে ম্যাগনেটিক কন্ডাক্টর এর ইনপুট শর্ট করা থাকে সেটা স্টার কনট্যাক্ট,আর বাকিটা ডেল্টা কনট্যাক্ট।
পাওয়ার ফ্যাক্টর হঠাৎ কমে যাওয়ার কারণ কি??
ইন্ডাক্টিভ লোড ব্যবহার করলে
এটা কি লাগালে বিল বেশি আসে?
বিল কম আসে।
Pfi a keno Hrc fuse use korahoy
PFI এর ভিতর ব্যবহার করা ম্যাগনেটিক কন্টাক্টর ও পাওয়ার ক্যাপাসিটর গুলোতে যাতে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয়ে পুড়ে যেতে না পারে, সেই জন্য এর আগে HRC ফিউজ ব্যবহার করা হয়, অনেক সময় ফিউজ এর পূর্বে সার্কিট ব্রেকারও ব্যবহার করা হয়,ধন্যবাদ আপনাকে।
Input dekhlam output kotahi
আউটপুট এল টি প্যানেল থেকে লোডে চলে গেছে, এখানে এল টি প্যানেল এবং পিএফআই প্যানেলে একই বারবার ব্যবহার করা হয়েছে, শুধুমাত্র পিএফআই প্যানেলকে এলটি প্যানেলের বাসবারের সাথে প্যারালালে সংযোগ করা হয়েছে, পিএফআই প্যানেলে ইনপুট এবং আউটপুট হিসেবে একই তার বা বাসবার ব্যবহার করা হয়ে থাকে,আপনি ভিডিওটি আবার সম্পূর্ণ দেখুন তাহলে আশা করি বুঝতে পারবেন।
@@EEEBanglaHelp tnx বাই একন 100% বুজতে পারচি PFI সম্পরকে ধন্যবাদ
ভাই আমি একটা বিষয় জানতে চাই,, আপনার পারসনাল নাম্বারটি দিবেন
আউটপুট কিভাবে হলো?
আমার মোটর ৪০ হর্স
মোট পাওয়ার কত কিলোওয়াট?
vai line out hobe kivab
ক্যাপাসিটর গুলো বাসবারের সাথে প্যারালালে সংযোগ করার আছে, ভিডিওটি ভাল করে দেখেন তাহলে বুঝতে পারবেন, ধন্যবাদ আপনাকে।
বরিশালের ভাষা
ভাই অাপনার কনসেপ্ট ক্লিয়ার না
vai apnar number Ta deben
আগের কমেন্টগুলোতে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে একটু কষ্ট করে সেখান থেকে সংগ্রহ করেন,ধন্যবাদ আপনাকে।
আপনার কন্টাক নাম্বার দেন
আবার মোবাইল নাম্বার আগের ভিডিও গুলো তে দেওয়া আছে একটু কষ্ট করে সেখান থেকে সংগ্রহ করেন,ধন্যবাদ আপনাকে।
তারপরও আমার মোবাইল নাম্বার আপনাকে বলছি- 01996768568
@@EEEBanglaHelp আচ্ছা আমি আমার নতুন বাসাতে পিএফআই বসাতে চাচ্ছি। আমি চাচ্ছি এমন কোনো পিএফআই যেটা অটোমেটিক পিএফ কানেকশন করবে। আমার বাসাতে ইলেকট্রিক লাইনের লোড তিন কিলো নেওয়া। খরচ কেমন হতে পারে আর এগুলো যেকোন মিস্ত্রী সংযোগ দিতে পারে কিনা জানাবেন প্লিজ।
বর্তমানে সব পিএফআই গুলো অটোমেটিক পাওয়ার ফ্যাক্টর কারেকশন করে থাকে,অভিজ্ঞ লোক ছাড়া পিএফআই সংযোগ করতে পারবে না।
আপনার বাসার লোড কি সিঙ্গেল ফেজ? যদি সিঙ্গেল ফেজ হয় তাহলে পিএফআই বসানোর কোন প্রয়োজন নেই কারণ পিএফআই এর জন্য যে পওয়ার ক্যাপাসিটর গুলো ব্যবহার করা হয় সেগুলো থ্রি ফেজ এর ক্যাপাসিটর।
Apnr imo number den vai
আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করেন সেখানে আমাকে পেয়ে যাবেন।