ความคิดเห็น •

  • @Mahbubur_Rahman_Tunu
    @Mahbubur_Rahman_Tunu 2 ปีที่แล้ว +5

    কবিতাটি কেউ আবৃত্তি করতে চাইলে এখান থেকে কপি করে নিতে পারেন। এবং হ্যাঁ, নিয়মিত নতুন নতুন কবিতার আবৃত্তি সহ নানা আয়োজন উপভোগ করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। বাংলা কবিতা নিয়ে অনেক স্বপ্ন পুষি, আপনাদের সহযোগিতা ছাড়া সেসবের পূর্ণতা সম্ভব নয়।
    তোমাকে দেখিনা বহুকাল
    শুষ্ক মরুর দিগন্ত জোড়া লু-বাতাসে নির্ঘুম মেঘের আকাল!
    তারপরও তোমাকে দেখবার ইচ্ছেগুলো প্রতিবার জেগে ওঠে তরুণ সতেজতা নিয়ে
    ঠিক যেন,এক পশলা বৃষ্টির পর জেগে ওঠা সবুজ পাতাগুলোর মতো!
    অথচ তুমি,অভিমানগুলো বুকের মাঝে জমিয়ে জমিয়ে এক দুর্বোধ্য পাহাড় গড়েছো!
    কিন্তু জানো তো, দুঃখ পুষে রাখলে তা শুধু বাড়তেই থাকে,আকারে- আয়তনে
    তাই এ অর্বাচীন স্বাদ জমিয়ে রেখে কোন লাভ নেই, এইটুকুই তো একটা জীবন
    কে জানে, কখন ঘুমিয়ে পড়বে এ স্পন্দিত হৃদয়,ঘনঘোর আঁধারের কোলে
    তাই ,সময় করে অভিমান গুলো ভাসিয়ে দিও,
    অবিরাম বর্ষার জলে!
    হঠাৎ, বর্ণহীন কোন এক অযাচিত নির্জন প্রহরে,যদি মনে পড়ে
    তবে চলে এসো সংকোচের শৃঙ্খল ভেঙে
    চলে এসো কাঁদা মাটি,বাঁকা পথ, ঝোপঝাড় ডিঙে
    হিসেবের খাতাটা খুলে দেখবো
    মেঘ ছুঁয়েছে কার ব্যথার পাহাড়!
    বেদনার রঙে হৃদয়ের দেয়াল
    কতটুকু চমকেছে কার!
    আর যদি কখনো,কোন তারাভরা সন্ধ্যায়,
    অলস সময় হঠাৎ উঁকি দেয় তোমার আঙিনায়,
    তবে চলে এসো,
    জ্যোৎস্নার মায়াবী আলোয় পাশাপাশি হেঁটে যাবো কিছু পথ
    ফাগুনের উড়ন্ত বাতাসে উড়িয়ে দেব লাল নীল গল্পের ঝড়
    কে জানে, ঠিকানা বিহীন এ যাযাবর জীবন,কখন যে হয়ে যাবে পর!
    আজ শ্রাবণের এই বিষন্ন সন্ধ্যায়, ভীষণ জানতে ইচ্ছে করছে, ভালোবাসা এখনো কি গোলাপের ডালে দোলখেলে,
    নাকি ঝরে পড়ে থাকে পথের পাশে,নামহীন ঝরা পাতাদের দলে?
    সময় পেলে চলে এসো তেমনি এক ঘনঘোর সন্ধ্যায়,
    খুব কথার মালা গাঁথবো দুজনে মিলে!
    কে জানে, কখন ভীড়ে যাবে এ কাঙ্খিত প্রহর, না ফেরা পাখিদের দলে!
    তোমাকে দেখিনা বহুকাল
    কতদিন দেখি নাই, সে-ই,
    শিশিরে ভেজা দূর্বাঘাসে মুক্তো ছড়ানো সকাল!
    অভিমানের ভরাডুবি
    -নাজমুন নাহার

  • @mdmojiulislam7041
    @mdmojiulislam7041 ปีที่แล้ว +1

    তার কথা এখনো মনে পড়ে। সৃতি গুলো এখনো কাদায়। কত কথা মনে ছিল সব টুকু বলা হয়নি। তোমায় 🥀

  • @md.saidurrahman2072
    @md.saidurrahman2072 ปีที่แล้ว

    লেখনি যেমনি হোক না কেন,, আপনার মতো এমন চমৎকার কণ্ঠের আবৃত্তি পাই আর নি!!

  • @kamrulhasan8968
    @kamrulhasan8968 2 ปีที่แล้ว +1

    দাদা, আপনার আবৃত্তি যত শুনি ততই ভালো লাগে

  • @mosa7324
    @mosa7324 2 ปีที่แล้ว

    হৃদয়স্পর্শী শব্দ সব❤️❤️❤️❤️

  • @nazmunnahar4713
    @nazmunnahar4713 2 ปีที่แล้ว

    চমৎকার, অনেক ধন্যবাদ 💖

  • @ajaharalikhairul9164
    @ajaharalikhairul9164 2 ปีที่แล้ว +1

    মুগ্ধ হয়েছি। নিজেও মাঝেমধ্যে কবিতা লিখি । আবৃত্তি করি। আপনার কবিতা শুনে নিজের আবার কবি হতে ইচ্ছে হচ্ছে😍

  • @rhrovin
    @rhrovin 2 ปีที่แล้ว

    ভালোবাসা অবিরাম টুনু ভাই🌹🌺

  • @ferdausisharmin4961
    @ferdausisharmin4961 2 ปีที่แล้ว

    কি যে ভাল! জাস্ট ক্রাইড আউট 😒

  • @paltangreenworld2333
    @paltangreenworld2333 2 ปีที่แล้ว

    Kuhn sunder kobita

  • @ashik560
    @ashik560 2 ปีที่แล้ว

    Apnar abritir preme porei aj ami kobita prio manush hoyesi

  • @Music-eg9ji
    @Music-eg9ji 2 ปีที่แล้ว

    অনবদ্য

  • @muhammadraselmirza2465
    @muhammadraselmirza2465 2 ปีที่แล้ว

    অসাধারণ ছিলো

  • @nargiskhanam9113
    @nargiskhanam9113 2 ปีที่แล้ว

    খুব ভালো লাগলো ❤️❤️❤️❤️।

  • @al-maruf
    @al-maruf 2 ปีที่แล้ว

    দরাজ কন্ঠ এগিয়ে যাও অনেক দূর।

  • @SparkBangla
    @SparkBangla 2 ปีที่แล้ว

    *অসাধারণ ভাই*
    কথা গুলো হৃদয় ছুয়ে যায়! ❣️❣️

  • @ahasanaruny
    @ahasanaruny 2 ปีที่แล้ว

    ❤️❤️❤️

  • @SaplaAkter-w1r
    @SaplaAkter-w1r ปีที่แล้ว

    ভয়েসটা সুন্দর

  • @YASOTG
    @YASOTG 2 ปีที่แล้ว

    ভাই আপনার ভিডিও গুলো অসাধারন লাগে,একটা ভিডিও দেখার পর আরো একটা ভিডিওর অপেক্ষায় থাকি। আপনার জন্য অবিরাম ভালোবাসা রইলো ❤️❤️❤️🥰

    • @Mahbubur_Rahman_Tunu
      @Mahbubur_Rahman_Tunu 2 ปีที่แล้ว +1

      ভালোবাসা আপনাকেও ভাই।
      প্রতি রবি এবং বুধবার রাত ১০ টা ৩০ মিনিটে আমি ভিডিও আপলোড করার চেষ্টা করি। 😊

  • @mahamudulhasanarif4664
    @mahamudulhasanarif4664 2 ปีที่แล้ว

    ভালোবাসি ভাই
    আমি এক ছায়া
    আপনার আবৃতি কে
    শুনতে শুনতে আমি হই ছাই✍️

  • @MuntarinMuntaha
    @MuntarinMuntaha 2 ปีที่แล้ว

    অসাধারণ হয়েছে♥️
    যেমন কবিতা তেমন স্রুতিমধুর কন্ঠস্বর...😍
    শুভ কামনা সর্বক্ষন।
    ভালো থাকবেন♥️

  • @travellerjahangiralam6332
    @travellerjahangiralam6332 2 ปีที่แล้ว

    চমৎকার

  • @zahidiqbalshimon4141
    @zahidiqbalshimon4141 2 ปีที่แล้ว

    অসাধারণ

  • @tawhidulislamsawrob9431
    @tawhidulislamsawrob9431 2 ปีที่แล้ว

    so beautiful 🥰🥰🎉

  • @স্বচ্ছআয়না
    @স্বচ্ছআয়না 2 ปีที่แล้ว

    অসাধারন ভাই

  • @sujan32t
    @sujan32t 2 ปีที่แล้ว

    স্যার এ কবিতা গুলাই কি কপিরাইট এর আওতায় আচে,,??

  • @foridulforid9680
    @foridulforid9680 2 ปีที่แล้ว

    এ গলায় নেশা লাগে
    অদ্ভুত নেশা

  • @exclusiveyummyfoods3391
    @exclusiveyummyfoods3391 2 ปีที่แล้ว +1

    রাত ৯ টা কিংবা ১০ টায় রমজানে ভিডিও দিয়েন। রমজান শেষে রাত আটটা নয়টায় দিয়েন। এই সময়গুলোতে ভিউ ভালো আসে। টাইম মেইনটেইন করবেন আশা করি। আর আপনার কভার কিংবা এবাউটে ভিডিও আপলোডের টাইম দিয়ে দিয়েন। আপনার কাজ অসাধারণ। কিন্তু ইউটিউবের এলগরিদম না বুঝলে আপনার চ্যানেল সামনে এগিয়ে যাবে না।

    • @Mahbubur_Rahman_Tunu
      @Mahbubur_Rahman_Tunu 2 ปีที่แล้ว +3

      আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটা শিডিউল মেইনটেইন করবার চেষ্টা করছি গত এক দেড়মাস থেকে। সপ্তাহের প্রতি রবি এবং বুধবার আমি আবৃত্তি পোস্ট করছি, রাত ১০ টা ৩০ মিনিট থেকে ১১.০০ টার মধ্যে। আপনার পরামর্শ কাজে দেবে আশা করি। ধন্যবাদ আবারও।

  • @arafatmohasin6520
    @arafatmohasin6520 2 ปีที่แล้ว

    ইমেইল এড্রেস দিয়েন। কবিতা পাঠাবো।

  • @MuntarinMuntaha
    @MuntarinMuntaha 2 ปีที่แล้ว

    দাদা আপনি কয়টার সময় ভিডিও পাবলিশ করেন বলবেন প্লিজ।

    • @Mahbubur_Rahman_Tunu
      @Mahbubur_Rahman_Tunu 2 ปีที่แล้ว

      ঈদের ছুটির জন্য আপাত; ক'টাদিন অনিয়মিত আপলোড হচ্ছিলো, এমনিতেই আমি প্রতি রবি এবং বুধবার রাত সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে নতুন আবৃত্তি আপলোড করে থাকি। খুউব শীঘ্রই এই পুরাতন নিয়মে নতুন আবৃত্তি আপলোড শুরু হবে। 😊

  • @tawhidulislamsawrob9431
    @tawhidulislamsawrob9431 2 ปีที่แล้ว

    vaiya download khorte parbona naki 😮..??

  • @shakilkhan9451
    @shakilkhan9451 2 ปีที่แล้ว

    ভাই আমি একটা কবিতা লিখলে আপনি আবৃত্তি করবেন?

  • @luna-io5df
    @luna-io5df 2 ปีที่แล้ว +2

    চমৎকার, অনেক ধন্যবাদ 💖