গাছের চারা কিনুন সবচেয়ে কমদামে মাত্র ২টাকা থেকে শুরু | Horticulture Centre
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- গাছের চারা কিনুন সবচেয়ে কমদামে মাত্র ২টাকা থেকে শুরু | Horticulture Centre
Address: হর্টিকালচার সেন্টার, ফলবিথী, আসাদগেট, ঢাকা।
Mostafizur Rahman (01738733610)
এই হর্টিকালচার সেন্টারের ভিশন হচ্ছে - উদ্যান ফসলের টেকসই উৎপাদন। এছাড়া দক্ষ, ফলপ্রসূ, বিকেন্দ্রিকৃত, এলাকানির্ভর, চাহিদাভিত্তিক এবং সমন্বিত কৃষি সম্প্রসারণ সেবা প্রদানের মাধ্যমে সকল শ্রেণীর কৃষকদের প্রযুক্তি জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিকরণ, যাতে টেকসই ও লাভজনক উদ্যান ফসল উৎপাদন বৃদ্ধি নিশ্চিতকরণসহ দেশের আর্থ-সামাজিক উন্নয়ন সাধিত হয়, এই অভিলক্ষ্য নিয়েই মূলত কৃষি সম্প্রসারন অধিদপ্তরের তত্তাবধায়নে এই হর্টিকালচার উইং সেন্টারটি পরিচালিত হচ্ছে।
এখানে মূলত বিভিন্ন ফলজ ও সবজি গাছের উন্নতমানের দেশী চারা উৎপাদন ও বিপনন হয়ে থাকে। শীতকালীন সময়ে ফলজ ও সবজি গাছের চারার পাশাপাশি ফুল গাছের চারাও এখানে পাওয়া যায়। সেন্টারে অবস্থিত বিভিন্ন দেশী উন্নত জাতের মাতৃগাছ হতে কলম প্রক্রিয়ার মাধ্যমে চারা গাছ উৎপাদন করা হয় পাশাপাশি বৃহৎ আকারে বীজতলা প্রক্রিয়ার মাধ্যমেও চারা উৎপাদন করা হয়।
বিভিন্ন রকম চারার মূল্যঃ
লাউ গাছের চারাঃ ১০ টাকা থেকে ১৫ টাকা।
ধুন্দল গাছের চারাঃ ১০ টাকা থেকে ১৫ টাকা।
চিচিঙ্গা গাছের চারাঃ ১০ টাকা থেকে ২০ টাকা।
আম গাছের চারাঃ ২০ টাকা থেকে ৬০ টাকা।
লিচু গাছের চারাঃ ২০ টাকা থেকে ৪০ টাকা।
সফেদা গাছের চারাঃ ২৫ টাকা থেকে ৪০ টাকা।
বিভিন্ন ফুল গাছের চারাঃ ১৫ টাকা থেকে ৪০ টাকা।
To Watch Other Videos - / @publicperception