একটা বিষয় খুব গভীর ভাবে খেয়াল করলাম-এই নাটকটি যদি ৪০-৫০ মিনিটের কিন্তু সামান্য সময়ে কত স্মৃতি, কত পুরনো ইতিহাস, কতো বাস্তবতা আমাদের শিখিয়ে গেল। একটাই কথা..ভালবাসাকে কখনো হারতে দেওয়া উচিৎ না। ভালবাসাতো স্বর্গীয় এক উপহার ❤️❤️ বিশেষ করে ইরফান সাজ্জাদ ভাই আর সাদিয়া আয়মান, উনাদের অশেষ ধন্যবাদ।অসম্ভব সুন্দর অভিনয় করেন। তাদের জুটি অনেক দূর এগিয়ে যাক। গল্প হোক এমনি, যেখানে থাকবেনা কোন অশ্লিলতা,থাকবেনা কোন অহেতুক কথোপকথন, থাকবেনা অসামাজিক কার্যকলাপ। *গল্প যিনি তৈরি করেছেন তাকেও ধন্যবাদ। আমার সাথে একমত হলে লাইক দিয়ে পাশে থাকবেন।❤
বিদেশে চায়নিজ রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে তিন বছরের অভিজ্ঞতা আমার।এই অভিজ্ঞতার আলোকে বলতে চাই এই প্রফেশনটা সত্যি খুবই ভালা লাগার একটা কাজ। মিস করি অতিতের এই প্রফেশন আর কলিগদের। ইনশাআল্লাহ একদিন নিজের একটা প্রতিষ্ঠান দাঁড় করানোর খুবই ইচ্ছে। দোয়াই রাখবেন সবাই❤❤
বাবা মায়ের টাকা পয়সা জমি জমা ফেলে রেখে নিজের ভালোবাসার মানুষ কে বিয়ে করছি,২ বছর অনেক কষ্ট করছি,তারপর ও একবারের জন্য ও ছারার নাম নেই নাই,এখন বাসার সবাই মেনে নিছে,আলহামদুলিল্লাহ এখন খুব ভালো আছি,আমি বাবা হতে চলেছি সবাই দোয়া করবেন আল্লাহ যেনো আমাদের হাসি খুশি সুস্থ রাখেন সব সময়❤
আমার প্রেম, আমার ভালবাসা গুলো সবসময় ভুল মানুষের সাথেই হয়েছে,, জানিনা সঠিক মানুষ টার দেখা মিলবে কি না,,অনেক আঘাত পেয়ে আজ আমি ক্লান্ত,, একা চলতে শিখছি,,,দেখি আল্লাহ কোথায় নিয়ে যায়,, ক্যারিয়ারের কথা ভুলেই গেছি আমি,,,মায়া করে করে জীবনের মানে টা ভুলে গিয়েছিলাম,, সবাই দোয়া করবেন আমার জন্য,, খুব রাগ নয়,,অভিযোগ নয়,,অনেক অভিমান একজন মানুষের উপর,,অনেক সময় অনেক সময় থাকবে এই অভিমান,, জীবনে কিছু না হওয়া পর্যন্ত তার সামনে আমি যাবো না,,যদিও তাকে কখনো আমি পাবো না,,সে আগে থেকেই অন্যের হয়ে আছে,, তবুও তাকে খুব ভালবাসি,,,অনেক মিস করি,,সে আমার বাসন্তী ❤❤।
৫৪৩ জন ভিউ ছিলো যখন দেখা শুরু করলাম বিদ্যুৎ চলে যাওয়াতে ওয়াইফাই এর কানেকশন ও চলে যায় আধাঘন্টা পর বিদুৎ ফিরে এলে দেখি প্রায় সাড়ে সাত হাজার ভিউ হয়ে গেছে।অসাধারণ নাটক।সাদিয়া আইমান এর সাবলীল ও নিঁখুত অভিনয় যতো দেখি ততো মুগ্ধ হয়ে যাই।ইরফান সাজ্জাদ ও সাদিয়া আইমান খুব সম্ভাবনাময় জুটি।সাদিয়া আইমান এর নাটক ইউটিউবে দেওয়া মাত্র দেখে ফেলি।
আয়মান কে ৩ বছর আগে প্রথম যেদিন দেখেছিলাম সেদিন বলেছিলাম সে ব্যাতিত বাংলাদেশের কোন অভিনেত্রীকে দেখে আমার ইন্ডিয়ার অভিনেত্রীর মতো এতটা পরিপূর্ণ মনে হয়নি! কথাটা আজ সত্যি হতে চলেছে।
আলিয়া ভাটের চেহারা পেয়ে আপনি আমাদের দেশের নাটকের তারকাদের যাচাই করছেন। বাংলাদেশের নাটকের অভিনেতারা ইন্ডিয়ার ফিল্ম জগতের নায়ক নায়িকাদের চেয়ে অভিনয়ে দিক অনেক এগিয়ে। আপনি ভালো জিনিস কে আরো নিচে নামিয়ে দিচ্ছেন এসব বলে. বাংলদেশের নাটক জগতে যারা অভিনয় করেন তাদের অভিনয় সবসময় মনে হয় বাস্তব আর বাস্তবার ছকে গুছানো জীবন্ত জীবন কাহিনী। ইন্ডিয়ান ফিল্ম হলো বিশাল এক টাকার জাক-জমক মার্কা চাকচিক্য। ঐখানে অভিনয়ের চেয়ে কমার্সিয়ালিটি বেশি প্রাধান্য দেয়. সুবর্ণা মোস্তফা, অপি করিম, ইমরোজ তিশা, শমী কায়সার, বিপাশা হায়াৎ, আফসানা মিমি, মেহজাবিন, ফারিন, তানিয়া বৃষ্টি, তিশা এরা ইন্ডিয়ায় জন্মাইলে আপনিও এদের দেবতা দেবতা করতেন !!
অনেক দিন ভালো একটা নাটক দেখলাম। প্রতিদিন হাজার হাজার নাটক না বানিয়ে, এইরকম ভালো গল্পের নাটক বানানো উচিত। যাতে মানুষের বাস্তবতা সম্পর্কে কিছু শিক্ষা নিতে পারে।
সত্যিই নাটক টি অনেক অনেক সুন্দর। যা বলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এই নাটকের মাধ্যমে আমরা অনেক কিছুই শিখতে পারি। বাস্তব জীবনের সাথে অনেক মিল রয়েছে। ধন্যবাদ পরিচালককে। 🥀🌷🌹🇧🇩🇧🇩🇧🇩👌👍🤘😊
"মানুষের জীবন টা, ঝালমুড়ির মতো" রাহাতের উক্তিটি খুবই চমৎকার। গল্পের শুরুর কালে আমার ও খুব ইচ্ছে জাগে, যেন আমিও একজন ইন্টারনি হই। প্রেমে পড়ার অংশ টি ও অসাধারণ। কারন আমার অফিস জীবনের বাস্তব চিত্রে এমনই এক প্রেমের স্বাক্ষী আমি নিজেই। তাই গল্পের এই অংশ টি তে আমি নিজেকে কল্পনা করেছি৷ কিন্তু গল্পের শেষ অংশ টি সম্পুর্ণ পালটে গেল। ইন্টারনি হয়ে গেল ডিএমডি। সোফিয়া ও জবলেস। সব অগোছালো। তারপর চমৎকার ভাবে আবার ও সব গুছিয়ে এনেছে রাহাত। কিন্তু গল্প তো গল্পই। মানুষের জীবন থেকেই গল্প গুলো নেওয়া। রাহাত চেয়ারম্যান স্যারের সন্তান হয়েও ইন্টারনিং করেছে। আর বাস্তব চিত্রে একজন ইন্টারনি সত্যিই খুব অসহায় হয়৷ যদি সে সোফিয়ার মতো একজন প্রিয়তমা পেয়েও যায়, তাহলে তাকে আটকে রাখার মতো আর্থিক অবস্থা ও তার থাকবে না যেভাবে রাহাত তাঁর জমানো টাকা দিয়ে ব্যাবসা শুরুর মাধ্যমে সোফিয়াকে আটকে রেখেছে। Irfan Sajjd স্যারের নাটক গুলো সারাজীবনই পছন্দ করে আসছি৷ "আবার হবে কি দেখা" নাটকের মাধ্যমে ওনার ফ্যান হয়েছি। তাছাড়া আমার চট্টগ্রামের ছেলে বলেও আলাদা একটা অনুভূতি কাজ করে। শুভকামনা প্রিয় অভিনেতা।
এতো শত প্রেম দুঃখকষ্ট পারিবারিক সমস্যা এসবের মধ্যে খুবি অদ্ভুত একটা গল্প পেলা খব ভালো লেগেছে ইভেন ইরফান ও সাদিয়ার ক্যামেষ্ট্রি আমেজিং আরও কাজ চাই এই দুইজনের ❤❤❤❤
এরফান সাজ্জাদ প্রথম থেকেই আমার অনেক পছন্দের একজন ভালো অভিনেতা। মাঝে কিছুদিন উনাকে বিভিন্ন নাটকে খুঁজে বেড়াতাম, ভেবেছিলাম হয়তো আর উনাকে কোন নাটকে দেখতে পাবনা। তবে এখন খুব ভালো লাগছে উনাকে ফিরে পেয়ে। পাশাপাশি সাদিয়া আয়মান ও একজন বেস্ট অভিনেত্রী।
তাহমিনা আক্তার হিমু তুমি আজ অন্য কারো তবুও খুব ভালো লাগছে তুমি তো খুব সুখে আছো তবে আমার মনে হয় তোমার বর্তমান সময়ের চেয়ে আমি তোমাকে আরো বেশি সুখে রাখতে পারতাম
আমি একটা মেয়ে কে অসম্ভব ভালবাসতাম।নাম ছিল তামান্না। আমিও তাকে নিয়ে সাধারণ ভাবে জীবন উপভোগ করতে চেয়েছিলাম। কিন্তু সে ২০১৯ সালে আমাকে ছেড়ে একজন সরকারি চাকরি জীবিকে বিয়ে করে নেয়। সেই দিন আমি যে কি পরিমানের কষ্ট পেয়েছিলাম যা এখনো আমার আঘাতের মত অনুভব হয়।তার পর থেকে আমি আর কোন নাটক দেখি না কারণ নাটক দেখলে সেই কষ্টে পরিমাণ হাজার গুন হয়ে যায়।আজ কে এই নাটক টা ২০১৯ সালের পর প্রথম কোন নাটক যা সম্পুর্ন দেখেছি, তবে এই নাটকেও সেই ভালবাসার পুরর্নতা । যার ফলে আবার আজ কে আমাকে তার কথা মনে করিয়ে দেয়। কষ্ট অনুভব করছি এখন আবার।মেয়েটার বাড়ি কুমিল্লা ব্রাম্মনপাড়া উপজেলার নাগাইশ গ্রামে।😢😢😢
যেন তোমারই জন্য খুবই ইন্টারেস্টিং আনকমন ইরফান সাজ্জাদ ভাই এবং সাদিয়া আয়মান আপু জুটি বেঁধে সুন্দর করে মনোরঞ্জন প্রকৃত ভালোবাসা ভিশন চরিত্রে সেইরকম অভিনয় করেছেন ধন্যবাদ 🖤🇧🇩🤎
তাকে এখনো ভালোবাসি কিন্তুু নিজের করে পেতে চাই না। ভালোবাসা সুন্দর যদি সঠিক মানুষকে ভালোবাসা যায়। ভালোবাসা রঙ্গিন। ভালো থেকো প্রিয়। আমার না হওয়া সেই তুমি 💚💙
এক টাই জিবন এই এক জিবনে ভালোবাসার মানুষ টাকে না পায় তাহলে ভালোবাসার মানে কি টাকা পয়সা আজ নাই তো কাল থাকবে কিন্তু ভালোবাসার মানুষ হায়রে গেলে তাখে কি কখনো পেরে পাবে 🥰♥️♥️
অসম্ভব সুন্দর একটি নাটক। বাস্তবতার সাথে মিলানো অনেক কঠিন। তারপরও আমরা মানুষ ইমোশন ভালো লাগা ভালোবাসা নিয়েই বেঁচে থাকতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্ন বোধ করি। যা অনেকের জীবনের অপ্রকাশিত সত্য।
ভাই এই নাটকটা যদি পার্ট টু টা দেওয়া হয় যে তাদের কফি সব দিয়ে বড় হয়েছে বাবার সাম্রাজ্যের চেয়ে বেশি তাহলে খুবই ভালো হবে এক কথায় দেখার মত হবে আর সাথে সাদিয়ায় আপু কুকিং হওয়ার যে স্বপ্ন সেইটা পূরণ হওয়ার এস্টুরি নিয়ে চাইলে আর একটা পার্ট দেয়া যায় 😊
জীবন একটাই রে ভাই অতীত আকরে ধরে পড়ে থাকলে জীবনটাই বৃথা হয়ে যাবে। আর জীবনসঙ্গী আল্লাহ লিখে দিছেন যদি আল্লাহর ওপর বিশ্বাস থাকে তাহলে মুভ অন করুন ভাই থাকনা আবেগটা বুকের এক কোণে লুকিয়ে😊
সত্যি বলতে এই নাটকটা অনেক ভালো করেছে। এবং এই নাটকের পরিচালনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এরকম একটা নাটক আমাদের সামনে তুলে ধরার জন্য। এই নাটকটার প্রেমের কাহিনিগুলাও সুন্দর এবং অনেক ভিন্ন ছিলো। আমি এই নাটক থেকে বাস্তবের কিছু মিল ও কিছু শিখতে পেরেছি। এবং ইরফান সাজ্জাত ও সাদিয়া আয়মানের অভিনয়ও অনেক ভালো। তাদের জুটিটা আসলেই মিলছে। সর্বশেষ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।🥰🥰
ভালবাসার মানুষকে হারিয়ে এখন বলি ভোগে সুখ নাই ত্যাগেই প্রকৃত সুখ, তবে আমার মতো আর কেউ না হারিয়ে ফেলুক এটাই প্রত্যাশা, তবে নাটকটি অসাধারণ ছিলো কাহিনী ও অভিনয় ❤
সাদিয়া আয়মান এবং ইরফান সাজ্জাদ জুটি বেঁধে যেন তোমারই জন্য নাটকটি অসম্ভব সুন্দর নিখুঁত ভাবে অভিনয় করেছে এক কথায় অসাধারণ হয়েছে অনেক ভালো লাগলো ❤❤❤❤❤
একটা বিষয় খুব গভীর ভাবে খেয়াল করলাম-এই নাটকটি যদি ৪০-৫০ মিনিটের কিন্তু সামান্য সময়ে কত স্মৃতি, কত পুরনো ইতিহাস, কতো বাস্তবতা আমাদের শিখিয়ে গেল।
একটাই কথা..ভালবাসাকে কখনো হারতে দেওয়া উচিৎ না।
ভালবাসাতো স্বর্গীয় এক উপহার ❤️❤️
বিশেষ করে ইরফান সাজ্জাদ ভাই আর সাদিয়া আয়মান, উনাদের অশেষ ধন্যবাদ।অসম্ভব সুন্দর অভিনয় করেন।
তাদের জুটি অনেক দূর এগিয়ে যাক।
গল্প হোক এমনি, যেখানে থাকবেনা কোন অশ্লিলতা,থাকবেনা কোন অহেতুক কথোপকথন, থাকবেনা অসামাজিক কার্যকলাপ।
*গল্প যিনি তৈরি করেছেন তাকেও ধন্যবাদ।
আমার সাথে একমত হলে লাইক দিয়ে পাশে থাকবেন।❤
❤❤❤❤❤
Onk valo laglo thanks sadiya ayman apu and amer favourite irfan sajjad vai
বিদেশে চায়নিজ রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে তিন বছরের অভিজ্ঞতা আমার।এই অভিজ্ঞতার আলোকে বলতে চাই এই প্রফেশনটা সত্যি খুবই ভালা লাগার একটা কাজ। মিস করি অতিতের এই প্রফেশন আর কলিগদের।
ইনশাআল্লাহ একদিন নিজের একটা প্রতিষ্ঠান দাঁড় করানোর খুবই ইচ্ছে।
দোয়াই রাখবেন সবাই❤❤
সাবলিল ভাষা এবং স্থীরতা এ দুইয়ের সমন্বয়ে একটি মার্জিত নাটক তৈরি হয়,যা এখানে প্রতিয়মান, ধন্যবাদ জাগো এন্টারটেইনমেন্ট।
বাবা মায়ের টাকা পয়সা জমি জমা ফেলে রেখে নিজের ভালোবাসার মানুষ কে বিয়ে করছি,২ বছর অনেক কষ্ট করছি,তারপর ও একবারের জন্য ও ছারার নাম নেই নাই,এখন বাসার সবাই মেনে নিছে,আলহামদুলিল্লাহ এখন খুব ভালো আছি,আমি বাবা হতে চলেছি সবাই দোয়া করবেন আল্লাহ যেনো আমাদের হাসি খুশি সুস্থ রাখেন সব সময়❤
jiboner sobce boro bul korecen
ঠিকই আছে।উনারা তো হ্যাপিই আছে সবদিক থেকে
আপনার আগামী দিন শুভ হোক।শুভেচ্ছা রইলো।
Bal ta falchen😂
😢😢😢😢
অসাধারণ গল্প ও চমৎকার অভিনয় সাবলীলতা, ভাল উপস্থাপন সবসময় ই প্রশংসনীয়, এরসাথে অনেক স্মৃতি কড়ানারে অতীতে যা ভোলার নয়... ধন্যবাদ নাটকের পুরো টিমকে👍
নিজের পছন্দের মানুষের সাথে বেঁচে থাকার মতো আনন্দ পৃথিবীতে আর নাই... THE BEST DIAGLOG . VERY GOOD
একটা পারফেক্ট জুটি হয়ে উঠতেছে। সাদিয়া আয়মান এবং ইরফান সাজ্জাদ ভাই
Best Natok.🥰
নাটকটি অসম্ভব সুন্দর যা বলার মতো না ❤ স্মৃতি হিসাবে কমেন্টে রেখে গেলাম। যদি কেউ এসে লাইক দেয় অনেক খুশি হব❤🥰
নাটকটি অসম্ভব সুন্দর ছিল যা বলার মত না স্মৃতি হিসেবে কমেন্ট রেখে গেলাম যদি কেউ এসে লাইক দাও খুশি হব 🥰💘
❤
😅
29/7/2024 Monday
9:10 AM (KSA)
Nice..
আমার প্রেম, আমার ভালবাসা গুলো সবসময় ভুল মানুষের সাথেই হয়েছে,, জানিনা সঠিক মানুষ টার দেখা মিলবে কি না,,অনেক আঘাত পেয়ে আজ আমি ক্লান্ত,, একা চলতে শিখছি,,,দেখি আল্লাহ কোথায় নিয়ে যায়,, ক্যারিয়ারের কথা ভুলেই গেছি আমি,,,মায়া করে করে জীবনের মানে টা ভুলে গিয়েছিলাম,, সবাই দোয়া করবেন আমার জন্য,, খুব রাগ নয়,,অভিযোগ নয়,,অনেক অভিমান একজন মানুষের উপর,,অনেক সময় অনেক সময় থাকবে এই অভিমান,, জীবনে কিছু না হওয়া পর্যন্ত তার সামনে আমি যাবো না,,যদিও তাকে কখনো আমি পাবো না,,সে আগে থেকেই অন্যের হয়ে আছে,, তবুও তাকে খুব ভালবাসি,,,অনেক মিস করি,,সে আমার বাসন্তী ❤❤।
সুন্দর কথা
অসাধারণ দেখার মতো নাটক, সাথে সাদিয়া আয়মান অসাধারণ অভিনয় করছেন দুজনে। আর ইরফান সাজ্জাদ ভাই তো আমাদের চট্টগ্রামের গর্ব।
জোনাকির আলো, শেষ প্রহরে, যেন তোমারই জন্য এক কথায় অসম্ভব সুন্দর নাটক এ জুটির। আর ইফরান সাজ্জাদ চিরসবুজ নায়ক
অসাধারণ একটা নাটক , part 2 চাই আমার সাথে কে কে চাই
৫৪৩ জন ভিউ ছিলো যখন দেখা শুরু করলাম বিদ্যুৎ চলে যাওয়াতে ওয়াইফাই এর কানেকশন ও চলে যায় আধাঘন্টা পর বিদুৎ ফিরে এলে দেখি প্রায় সাড়ে সাত হাজার ভিউ হয়ে গেছে।অসাধারণ নাটক।সাদিয়া আইমান এর সাবলীল ও নিঁখুত অভিনয় যতো দেখি ততো মুগ্ধ হয়ে যাই।ইরফান সাজ্জাদ ও সাদিয়া আইমান খুব সম্ভাবনাময় জুটি।সাদিয়া আইমান এর নাটক ইউটিউবে দেওয়া মাত্র দেখে ফেলি।
Thanks
অসাধারণ নাটক ও জুটি। জীবনের যায় হোক না কেন ভালবাসায় মানুষের সাথে থাকা লাগবে। ছেড়ে চলে যাওয়ার জন্য ভালবাসা যাবে না
্য. ঢয়@@mohammadulhoque8892😢
❤❤❤❤
❤❤❤❤
আয়মান কে ৩ বছর আগে প্রথম যেদিন দেখেছিলাম সেদিন বলেছিলাম সে ব্যাতিত বাংলাদেশের কোন অভিনেত্রীকে দেখে আমার ইন্ডিয়ার অভিনেত্রীর মতো এতটা পরিপূর্ণ মনে হয়নি! কথাটা আজ সত্যি হতে চলেছে।
আলিয়া ভাটের চেহারা পেয়ে আপনি আমাদের দেশের নাটকের তারকাদের যাচাই করছেন। বাংলাদেশের নাটকের অভিনেতারা ইন্ডিয়ার ফিল্ম জগতের নায়ক নায়িকাদের চেয়ে অভিনয়ে দিক অনেক এগিয়ে। আপনি ভালো জিনিস কে আরো নিচে নামিয়ে দিচ্ছেন এসব বলে. বাংলদেশের নাটক জগতে যারা অভিনয় করেন তাদের অভিনয় সবসময় মনে হয় বাস্তব আর বাস্তবার ছকে গুছানো জীবন্ত জীবন কাহিনী। ইন্ডিয়ান ফিল্ম হলো বিশাল এক টাকার জাক-জমক মার্কা চাকচিক্য। ঐখানে অভিনয়ের চেয়ে কমার্সিয়ালিটি বেশি প্রাধান্য দেয়.
সুবর্ণা মোস্তফা, অপি করিম, ইমরোজ তিশা, শমী কায়সার, বিপাশা হায়াৎ, আফসানা মিমি, মেহজাবিন, ফারিন, তানিয়া বৃষ্টি, তিশা এরা ইন্ডিয়ায় জন্মাইলে আপনিও এদের দেবতা দেবতা করতেন !!
অনেক দিন ভালো একটা নাটক দেখলাম। প্রতিদিন হাজার হাজার নাটক না বানিয়ে, এইরকম ভালো গল্পের নাটক বানানো উচিত। যাতে মানুষের বাস্তবতা সম্পর্কে কিছু শিক্ষা নিতে পারে।
ঠিক
@@HNnewart ধন্যবাদ, কমেন্টের জন্য
@@rehatmollah you thanks
বর্তমানে সাদিয়া আয়মান এর নাটক বেস্ট। কারন তার অভিনয় এবং কথা বলার ভঙ্গি অন্য রকম।
আমি ডিরেক্টর স্যার কে অনুরোধ করে বলবো নেক্ট পার্ট টা বানাইতে তাহলে খুব ভালো হবে অসাধারণ একটা নাটক খুব ভালো লাগলো biggest fan from India ❤️
😮😮😮😮😊
😊😊
😊😊😊😊😊😊
নেক্সট??
ঠিক আছে স্যার
আসলে খুবই ভালো লেগেছে। নাটকের চরিত্র গুলো খুব সাবলীল ছিল। ধন্যবাদ পরিচালক ভাই কে এত ভালো একটা নাটক উপহার দেওয়ার জন্য।
❤❤❤
দুজনই প্রিয় শিল্পী আর অভিনয়ের কথা কি বলবো, এক কথায় অসাধারণ ছিলো..👌
সেরা নাটকের মধ্যে একটা।
i like it.... 👍
❤
সাদিয়া আয়মানের শাড়িতে অসাধারন লাগছিলো,অশ্লীল নাটকের ভিড়ে এমন সাবলিল নাটকই মন মুগ্ধ করে❤
একটি গান দুই থেকে তিন বার শুনলে বিরক্ত লাগে কিন্তু মধুর সুরের আজান ১০০ বার শুনলে ও বার বার শুনতে ইচ্ছে করে সুবহানাআল্লাহ ❤❤
আপনার দাওয়াতটা মাঝেমধ্যে চোখে পড়ে
নামাজ কয় ওয়াক্ত পড়েন
@@engrayubali9833 ফজরে পরি না সুদু
সত্যিই নাটক টি অনেক অনেক সুন্দর। যা বলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এই নাটকের মাধ্যমে আমরা অনেক কিছুই শিখতে পারি। বাস্তব জীবনের সাথে অনেক মিল রয়েছে। ধন্যবাদ পরিচালককে। 🥀🌷🌹🇧🇩🇧🇩🇧🇩👌👍🤘😊
সারাদেশ থেকে ইরফান ভাই ও সাদিয়া আয়মান আপুর ভক্ত গুলো কে দেখতে চাই। ❤❤❤❤❤
Me
জ্বি না সাদিয়ার সাথে একমাত্র খায়রুল বাশার কেই মানাই
@@shahanajparvin-bq7bx right 😮
Sadiya Ayman and khairul Baser best couple❤
ইরফান ভাই ও সাদিয়া আপু জুটি বেঁধে নাটকটা এককথায় অসাধারণ সবার অভিনয় অসম্ভব সুন্দর হয়েছে এ জুটির একসাথে আরও নাটক দেখার অপেক্ষায় রইলাম।
অসাধারণ
অসাধারণ ভাষায় প্রকাশ করার মতো নয়। ইরফান সাজ্জাদ আইমান সাদিয়া আপুর এমন আরো নাটক দেখতে চাই। ❤❤❤
ইরফান সাজ্জাদ ভাই আমাদের চট্টগ্রাম'র অহংকার 🌹🌹🌹
ইরফান ভাই ও সাদিয়া আপু জুটি বেঁধে নাটকটা এককথায় অসাধারণ
"মানুষের জীবন টা, ঝালমুড়ির মতো" রাহাতের উক্তিটি খুবই চমৎকার।
গল্পের শুরুর কালে আমার ও খুব ইচ্ছে জাগে, যেন আমিও একজন ইন্টারনি হই। প্রেমে পড়ার অংশ টি ও অসাধারণ। কারন আমার অফিস জীবনের বাস্তব চিত্রে এমনই এক প্রেমের স্বাক্ষী আমি নিজেই। তাই গল্পের এই অংশ টি তে আমি নিজেকে কল্পনা করেছি৷
কিন্তু গল্পের শেষ অংশ টি সম্পুর্ণ পালটে গেল। ইন্টারনি হয়ে গেল ডিএমডি। সোফিয়া ও জবলেস। সব অগোছালো। তারপর চমৎকার ভাবে আবার ও সব গুছিয়ে এনেছে রাহাত।
কিন্তু গল্প তো গল্পই। মানুষের জীবন থেকেই গল্প গুলো নেওয়া। রাহাত চেয়ারম্যান স্যারের সন্তান হয়েও ইন্টারনিং করেছে। আর বাস্তব চিত্রে একজন ইন্টারনি সত্যিই খুব অসহায় হয়৷ যদি সে সোফিয়ার মতো একজন প্রিয়তমা পেয়েও যায়, তাহলে তাকে আটকে রাখার মতো আর্থিক অবস্থা ও তার থাকবে না যেভাবে রাহাত তাঁর জমানো টাকা দিয়ে ব্যাবসা শুরুর মাধ্যমে সোফিয়াকে আটকে রেখেছে।
Irfan Sajjd স্যারের নাটক গুলো সারাজীবনই পছন্দ করে আসছি৷ "আবার হবে কি দেখা" নাটকের মাধ্যমে ওনার ফ্যান হয়েছি। তাছাড়া আমার চট্টগ্রামের ছেলে বলেও আলাদা একটা অনুভূতি কাজ করে। শুভকামনা প্রিয় অভিনেতা।
সাজ্জাদ সাহেবের নাটক দেখার সময় তার জমজ বাবুর চেহারা গুলো খুব মনে পড়ে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ওরা আপনাদের জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ।।
Amaro
Kno babu ki mara gese?
খুব ভালো লাগলো ❤❤ গল্প , অভিনয়, গান সব মিলিয়ে দারুন সুন্দর একটা নাটক দেখলাম 👍❤️
এতো শত প্রেম দুঃখকষ্ট পারিবারিক সমস্যা এসবের মধ্যে খুবি অদ্ভুত একটা গল্প পেলা খব ভালো লেগেছে ইভেন ইরফান ও সাদিয়ার ক্যামেষ্ট্রি আমেজিং আরও কাজ চাই এই দুইজনের ❤❤❤❤
এরকম ইউনিক একটা নাটক অনেকদিন পর দেখলাম।অসাধরন ছিল গল্পটা।শেষটা এমন না হলে দর্শকগন সত্যিই অনেক ব্যথিত হত।পরিচালক কে অনেক ধন্যবাদ ❤
আমি সব সময় সাজ্জাদ ভাইয়ের নাটক গুলো দেখি অনার অভিনয়টা এতই সাবলীল আর এত সুন্দর বেশি বললেও কম হয়ে যাবে নাটকটা ভীষণ সুন্দর ছিল
ইরফান সাজ্জাদ ও সাদিয়া আইমান খুব সম্ভাবনাময় জুটি
আমার দেখা অপূর্ব পরই বেষ্ট অভিনেতা ইরফান সাজ্জাদ
😂😂
রাইট ব্রাদার
অসাধারণ অভিনয় নাটক টা সিঙ্গাপুর থেকে দেখছি ৭ : ৩০ মিনিটে শুরু করছি আজ শুক্রবার সবাই আমার জন্য দোয়া করবেন
যেনো পুবাসে ভালো মতো থাকতে পারি
মুভিতে না নাটক এ নিয়মিত চাই আপনাকে ইরফান সাজ্জাদ ভাই ❤️
নাটকের স্রষ্টাকে অনেক অনেক ধন্যবাদ।
এটি নাট্যকারের একটি অন্যতম সৃষ্টিকর্ম।
এরফান সাজ্জাদ প্রথম থেকেই আমার অনেক পছন্দের একজন ভালো অভিনেতা। মাঝে কিছুদিন উনাকে বিভিন্ন নাটকে খুঁজে বেড়াতাম, ভেবেছিলাম হয়তো আর উনাকে কোন নাটকে দেখতে পাবনা। তবে এখন খুব ভালো লাগছে উনাকে ফিরে পেয়ে। পাশাপাশি সাদিয়া আয়মান ও একজন বেস্ট অভিনেত্রী।
❤❤
ওনার বাচ্চা মারা যাওয়াতে এতদিন ছিলেন না
❤
নিজের পছন্দের মানুষের সাথে বেঁচে থাকার মতো আনন্দ পৃথিবীতে আর নাই... জীবনটা অনেক সুন্দর জানো! যদি তুমি দেখতে জানো...
এই সব নাটকেই সুন্দদ লাগে'''বাস্তবে নয়...।বাস্তব জীবন অনেক কঠিন
তাহমিনা আক্তার হিমু
তুমি আজ অন্য কারো তবুও খুব ভালো লাগছে তুমি তো খুব সুখে আছো তবে আমার মনে হয় তোমার বর্তমান সময়ের চেয়ে আমি তোমাকে আরো বেশি সুখে রাখতে পারতাম
এক কথায় অসাধারণ,,, অনেক ভালো লাগল নাটক টা,,,ভালোবাসা এমনি হওয়া প্রয়োজন,,,
আমি একটা মেয়ে কে অসম্ভব ভালবাসতাম।নাম ছিল তামান্না। আমিও তাকে নিয়ে সাধারণ ভাবে জীবন উপভোগ করতে চেয়েছিলাম। কিন্তু সে ২০১৯ সালে আমাকে ছেড়ে একজন সরকারি চাকরি জীবিকে বিয়ে করে নেয়। সেই দিন আমি যে কি পরিমানের কষ্ট পেয়েছিলাম যা এখনো আমার আঘাতের মত অনুভব হয়।তার পর থেকে আমি আর কোন নাটক দেখি না কারণ নাটক দেখলে সেই কষ্টে পরিমাণ হাজার গুন হয়ে যায়।আজ কে এই নাটক টা ২০১৯ সালের পর প্রথম কোন নাটক যা সম্পুর্ন দেখেছি, তবে এই নাটকেও সেই ভালবাসার পুরর্নতা । যার ফলে আবার আজ কে আমাকে তার কথা মনে করিয়ে দেয়। কষ্ট অনুভব করছি এখন আবার।মেয়েটার বাড়ি কুমিল্লা ব্রাম্মনপাড়া উপজেলার নাগাইশ গ্রামে।😢😢😢
So sed vai 😥
@@naimmahadi138 শশীদল ইউনিয়ন। আর কিছু বলতে পারব না
@@MHTamimGamingঐ এলাকার পির সাহেবের কাছে বিচার দিতে পারেন ,
ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মান দুজনেরই অভিনয় অনেক সুন্দর হয়েছে।এক কথায় অসাধারণ ❤️❤️❤️
ইরফান সাজ্জাদ আর সাদিয়া আয়মান এর জুটিটা মানিয়েছে❤❤❤❤❤ আরও দেখতে চাই তাদের নাটক🙋♀️🙋♀️
Same amio❤🥰
শেষ প্রহরে তুমি নাটক টা দেখিয়েন
ভালোবাসার মানুষকে আপন করে পাওয়ার মত আর কিছু নাই।আলহামদুলিল্লাহ আমি পেয়েছি❤❤❤
যেন তোমারই জন্য খুবই ইন্টারেস্টিং আনকমন ইরফান সাজ্জাদ ভাই এবং সাদিয়া আয়মান আপু
জুটি বেঁধে সুন্দর করে মনোরঞ্জন প্রকৃত ভালোবাসা ভিশন চরিত্রে সেইরকম অভিনয় করেছেন ধন্যবাদ 🖤🇧🇩🤎
এরে মফিজ কি খবর 😂😂 সব নাটকেই সেম কমেন্ট 😂😂😂😂
অসাধারণ অসাধারণ নাটকটি।
নেক্সট পার্ট তৈরি করার জন্য পরিচালকের প্রতি বিশেষ অনুরোধ রইলো।
গল্পটা ইউনিক এন্ড এক কথায় সব মিলে পারফেক্ট নাটক ছিলো। সবাই দেখতে পারেন ভালো লাগবে।❤❤❤
কথাটা ছোট্ট হলেও এটা সত্যি নিম্নবিত্তদের কাছে মানুষের সমালোচনা খুব অপমান জনক তাই সততা নিষ্ঠা আর আত্মসম্মানই আমাদের সম্পদ।আর নাটকটা অসমভ্বব সুন্দর।
তাকে এখনো ভালোবাসি কিন্তুু নিজের করে পেতে চাই না। ভালোবাসা সুন্দর যদি সঠিক মানুষকে ভালোবাসা যায়। ভালোবাসা রঙ্গিন। ভালো থেকো প্রিয়। আমার না হওয়া সেই তুমি 💚💙
এ কেমন আপনার বক্তব্য,, ভালোবাসা কি সত্যিই অসহায় হয়, যে হারায় সে জানে ভালোবাসা কি কষ্টের
একেই বলে ভালো বাসা❤অনেক ভালো লেগেছে ❤
এক টাই জিবন এই এক জিবনে ভালোবাসার মানুষ
টাকে না পায় তাহলে ভালোবাসার মানে কি
টাকা পয়সা আজ নাই তো কাল থাকবে
কিন্তু ভালোবাসার মানুষ হায়রে গেলে
তাখে কি কখনো পেরে পাবে 🥰♥️♥️
অসম্ভব সুন্দর একটি নাটক। বাস্তবতার সাথে মিলানো অনেক কঠিন। তারপরও আমরা মানুষ ইমোশন ভালো লাগা ভালোবাসা নিয়েই বেঁচে থাকতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্ন বোধ করি। যা অনেকের জীবনের অপ্রকাশিত সত্য।
সাদিয়া আয়মান মানেই রোমাঞ্চকর কিছু ❤❤
যেন তোমারই জন্য চরিত্রে বাকি সবার দৃষ্টিনন্দন অভিনয় ইরফান সাজ্জাদ ভাই এবং সাদিয়া আয়মান আপু সাথে অসাধারণ অভিনয় দেখে সত্যি ভালো লাগলো ধন্যবাদ 🖤🇧🇩🤎
দুর্দান্ত অভিনয় ২ জনের। Best of luck
ভাই এই নাটকটা যদি পার্ট টু টা দেওয়া হয় যে তাদের কফি সব দিয়ে বড় হয়েছে বাবার সাম্রাজ্যের চেয়ে বেশি তাহলে খুবই ভালো হবে এক কথায় দেখার মত হবে আর সাথে সাদিয়ায় আপু কুকিং হওয়ার যে স্বপ্ন সেইটা পূরণ হওয়ার এস্টুরি নিয়ে চাইলে আর একটা পার্ট দেয়া যায় 😊
এক কথায় অসাধারণ যা কিছুই সব ছিল এরই মধ্যে। সাথে এককাপ চা,কফি যে টা হোক চলবে।।
❤আকাশ হদয়ের কাছাকাছি❤
নাসিরাবাদ মসজিদ গলি চট্টগ্রাম
ইরফান সাজ্জাদকে অনেকটা পাকিস্তানি হিরোদের মতো মনে হয়...❤খুব সুন্দর ও হ্যান্ডসাম উনি...☺️✨
Like murtasim
চাটগাঁর ছেলে বলে কথা
@@adhorajahan Hmmm❤️
Like wahaj Ali
Right
সাজ্জাদ ভাই খুব ভালো মানের অভিনেতা। আর সাদিয়া আয়মান খুবি ভালো অভিনেত্রী। খায়রুল বাশার ভাইয়ার সাথেও খুব ভালো মানায় সাদিয়া আয়মান কে
পৃথিবীর সবচেয়ে সুখ হল প্রিয় জনের সাথে জীবন কাঠানো
Sob ceye sukh ata nare😭😭
হুম স্যাতি কথা ❤
সাজ্জাদ ভাইয়া আর সাদিয়া আপুর জুটিটা অনেক ভালো লাগে,, কে কে আমার সাথে একমত লাইক দাও
বাংলা নাটক দেখতে মানুষের রুচি থাকা লাগে।
সবার সব নাটক দেখার যোগ্য হয় না।
আমি মনে করব যারা এই নাটকটি দেখেছে তাদের রুচির চর্চা আছে।
ধন্যবাদ পরিচালক
ধন্যবাদ জানাই নাটকের পরিচালক কে..
এত সুন্দর একটি গল্প লেখার জন্য 🖤💝..
আর সাদিয়া আপুকে কি বলব আর অভিনয় টাও অনেক সুন্দর হয়েছে 👀💝 আরো
ইরফান সাজ্জাদ আর সাদিয়া আয়মান জুটিটা আমার কাছে সেরা লাগে❤।
নাটকটা আমার অসম্ভব ভালো লাগছে লাইক আপনাদের হাতে ছেড়ে দিলাম?
একজনকে ভালোবেসেছিলাম আজ 9বছর হোলো তখন তাকে বলতে পারিনি আজ তার বিয়ের 8বছর এখনও তাকে ভুলতে পারিনি।শুধু তাকে আর একবার দেখতে মন চায়।
জীবন একটাই রে ভাই অতীত আকরে ধরে পড়ে থাকলে জীবনটাই বৃথা হয়ে যাবে। আর জীবনসঙ্গী আল্লাহ লিখে দিছেন যদি আল্লাহর ওপর বিশ্বাস থাকে তাহলে মুভ অন করুন ভাই থাকনা আবেগটা বুকের এক কোণে লুকিয়ে😊
ব্যাড লাক মাই ব্রাদার,,,যতদিন এই বিষয়টা মাথা থেকে ফেলতে পারবেন না ততদিন আপনি সুখী হতে পারবেন না,,,
ভাই সেইম ৯/৪
সত্যি বলতে এই নাটকটা অনেক ভালো করেছে।
এবং এই নাটকের পরিচালনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এরকম একটা নাটক আমাদের সামনে তুলে ধরার জন্য।
এই নাটকটার প্রেমের কাহিনিগুলাও সুন্দর এবং অনেক ভিন্ন ছিলো।
আমি এই নাটক থেকে বাস্তবের কিছু মিল ও কিছু শিখতে পেরেছি।
এবং ইরফান সাজ্জাত ও সাদিয়া আয়মানের অভিনয়ও অনেক ভালো।
তাদের জুটিটা আসলেই মিলছে।
সর্বশেষ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।🥰🥰
অসাধারণ একটি নাটক।জীবনে চলার পথে কতো বাধাইতো আসবে তবুও প্রিয় মানুষটার হাত কখনো ছেড়ে দিতে নেই। জীবনটা কঠিন কিন্তু সেটাকে সহজভাবে মানিয়ে নিতে হয়।❤😊
অসম্ভব সুন্দর হয়েছে নাটকটা কোন অশ্লীলতা নেই
দীর অনেকদিন পর ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মানের নাটক দেখলাম, দেখে ভাল লাগলো,ধন্যবাদ,সাদিয়া আয়মান,ধন্যবাদ চিটেইন্গে পোয়া সাজ্জাদ বদ্দা।
যত সাজ্জাদের নাটক দেখছি তত ফান হয়ে যাসছি
ভালোবাসা সত্যিই ভয়ঙ্কর সুন্দর!!
হয়তো কারো জীবনকে এই ভালোবাসা আলোকিত করে
নয়তো কারো জীবনকে একদম অন্ধকার করে দেয়😢
শেষ পহরে তুমি নাটক টা জাস্ট সেই ছিলো
কখনো কোনো নাটকে কমেন্ট করিনি আজকে করলাম
অনেক বছর পর মনের মত একটা নাটক পেলাম সত্যি অনেক ভালো লাগলো সাদিয়া আয়মান ও সাজ্জাদ সুন্দর জুটি😊
ভাল বাসার মানুষ না পাওয়ার বেদনা আর কষ্ট যে হারিয়েছে সেই বুজে কত দুঃখ কষ্ট যন্ত্রা ৮ বছর হলো তাকে হারিয়েছি আজো মনের অজানতে চোখের পানি যরে যায়
আপনার মত,, আমি ও একজন,, ভালবাসা হাঁড়িয়ে রাতে অন্ধকারে নিজের অজানতে,, চোখের পানি,, ঝড়ে,,,
ভালবাসার মানুষকে হারিয়ে এখন বলি ভোগে সুখ নাই ত্যাগেই প্রকৃত সুখ,
তবে আমার মতো আর কেউ না হারিয়ে ফেলুক এটাই প্রত্যাশা, তবে নাটকটি অসাধারণ ছিলো কাহিনী ও অভিনয় ❤
একটা মেয়েকে পছন্দ করি কিন্তু নিজেকে তার যোগ্য মনে হয় না তাই তার কাছ থেকে দুরে থাকি,,,যেদিন চাকরি পাবো সেদিন হয়তো সে অন্য কারো হয়ে যাবে।
টিক বলেছেন jআমরা ও j.M ছিলাম,
কি ভাবে হারালেন এাটু বলবেন😢😢😢
Sadiya Ayman apu r Irfan bai r natok kob Shondor 👌👌👌❤❤❤
সাদিয়া আয়মান এবং ইরফান সাজ্জাদ জুটি বেঁধে যেন তোমারই জন্য নাটকটি অসম্ভব সুন্দর নিখুঁত ভাবে অভিনয় করেছে এক কথায় অসাধারণ হয়েছে অনেক ভালো লাগলো ❤❤❤❤❤
টাকা পয়সার দরকার আছে,, তবে,,,,প্রিয় মানুষ ছাড়া না,,,,,আগে দরকার প্রিয় মানুষ ❤❤❤M J F My love ❤❤
এত সুন্দর একটা নাটক দিয়ে মনটাকে ভালো করে দেওয়ার জন্য ধন্যবাদ এরকম নাটক আরো আরো আরো আরো অনেক অনেক চাই
ইরফান সাজ্জাদ মানে ভালোলাগা ও ভালোবাসার গল্প।
কথাটা অনেক দামী,কাজ টা যখন তোমার, তোমাকেই করতে হবে, কে তোমাকে কি বলতেছে না বলতেছে সেটা দেখার কোন কারন নাই,তোমার কাজকে নিয়ে তোমাকেই লড়তে হবে,
-ইরফান সাজ্জাদের নাটক দেখবো না,তা কি করে হয়🙂❤️😍
জিবনে কখনো কোনো নাটকের মধ্যে কমেন্ট করিনি তবে এই নাটক দেখে কমেন্ট করেছি , তবে এই নাটকের মত করে প্রিয় মানুষটাকে পেতে চাই ❤❤
Facebook থেকে এই নাটকটা দেখতে এসেছি আমার মতো আর কে কে এসেছো লাইক করে যাও
আমি
আমি
নাটকের শেষাংশ খুবই চমৎকার হয়েছে। অনেক কিছু শেখার আছে। পরিচালক আগেই শেষ করে দিতে পারতো, ধন্যবাদ।
সাদিয়া আপু দুনিয়ার সব থেকে সুন্দর অভিনেত্রী 💝
তটিনী আপুও
I love Irfan Sajjad & Sadia Ayman.🥰
অসাধারণ আয়মন সাদিয়া আপু ইউ আরে ভিউটি
সবার জীবনে না পাওয়া শুন্যতারএকটা গল্প থাকে 😢 বৃষ্টি আমি নিজে আমার জীবনে ও আছে শুন্যতা😢
নাটকের জুটি দেখেই বুঝতে পারছি নাটক অনেক সুন্দর হবে
দেখে নিলাম নাটকটা অসম্ভব সুন্দর সাদিয়া আইমান অনেক দূর এগিয়ে যাবে আমার মনে হচ্ছে
ফেসবুকে এই নাটকের কিছু ক্লিপ শেয়ার দিলে..এই সুন্দর নাটকটির ভিউ মিলিয়ন মিলিয়ন যাবে...❤
অনেক সুন্দর একটা নাটক,, নাটক টা দেখে মন ভরে উঠলো 🥰🥰🥰
আমিও প্রেমে সফল আর আমার মিতা ইরফান সাজ্জাদ ভাইও সফল। ❤
নাটক টি সত্যি অনেক সুন্দর,, এবং অনেক ভালো লাগছে
ইরফান সাজ্জাদ খুবই ভদ্র ঘরানার অভিনেতা,আর সাদিয়া আয়মান তো খুব মিষ্টি❤️
সাদিয়া আয়মান এমন একটি মুখ, যাকে দেখলেই মন ভরে যায়। আর অভিনয়, এক্সপ্রেশন,বিশেষ করে হাসিঁ অসাধারণ ❤️❤️
নাটক টা সত্যি সুন্দর।
১৫মিনিট দেখতে দেখতে লিখে দিলাম অসাধারণ নাটক, 🔥
এটা হলো সেই নাটক যেটা আপনাকে puro ta দেখতে ধরে rakhbe❤️