Matua_Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • মতুয়া সঙ্গীত ও নৃত্য - আজ প্রাণের ঠাকুর হরিচাঁদ এল মোদের ঘর।
    গীতিকার, সুরকার ও কন্ঠ- নির্মল সরকার
    পরিচালনায়- বঙ্গীয় হরি-গুরুচাঁদ আম্বেদকর চেতনা মঞ্চ (বগুলা, নদীয়া, ভারত)
    Matua Sangeet & Dance - Today Thakur Harichand came to my house.
    मतूआ संगीत और नृत्य - आज ठाकुर हरिचंद मेरे घर आए।
    পুষ্পে-আবিরে হরিচাঁদ বরণ || কথা ও সুর - নির্মল সরকার
    """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
    আজ প্রাণের ঠাকুর হরিচাঁদ এল মোদের ঘর।
    তোরা শাঁখ বাজা, উলু দে, জয়ধ্বনি কর।।
    তোরা আয় সকলে হরিবলে সাজা বরণ-ডালা,
    আজ দেখব হরি-শান্তি যুগল মন হল উতলা।
    প্রেমানন্দে ভক্তিরসে ভরাবো অন্তর।।
    ধুপ, প্রদীপ জ্বেলে দিয়ে অর্ঘ্য সাজাও ঢেলে,
    যতন করে ফুলের মালা দাও ঠাকুরের গলে।
    ভক্তিভরে মঙ্গল ঘট বসাও আসন পর।।
    আজ মনের আঁধার যাবে দূরে ভাবনা কী রে বল?
    তাই বাহু তুলে উচ্চৈস্বরে মুখে হরিবল।
    আমরা হরিনামে আত্মহারা, হরি প্রাণেশ্বর।।
    আজ বাঁধনহারা আনন্দেতে সবাই পুলকিত,
    মুখে জয় হরিচাঁদ হরি বলে গাইছে অবিরত।
    হরি পতিতপাবন দীন-দয়াময় হরি পরাৎপর।।
    আজ ধর্ম-জাতির বিভেদ ভুলে সবাই মিলেছি,
    ঐ বর্ণবাদের ভন্ড প্রাচীর ভ্রান্ত জেনেছি।
    আমরা সবাই সমান একই মানুষ এই সমাজের পর।।
    হৃদাসনে শান্তি-হরি মোদের মাতা-পিতা,
    হরিনামে উদ্ধারিব তিনিই মুক্তিদাতা।
    হরির চরণতলে নয়ন জলে প্রাণপাত কর।।
    ডংকা, কাঁসর, নিশান নিয়ে আয় মতুয়া ভাই,
    মা-বোনেরা নেচে নেচে হরিগুণ গায়।
    পুষ্পে-আবিরে সবে প্রেমাঞ্জলি কর।।
  • เพลง

ความคิดเห็น • 8

  • @monibiswas4915
    @monibiswas4915 2 ปีที่แล้ว +2

    Joy baba Harichand, santimata ❤️❤️❤️🙏🙏🙏🚩🚩🚩

  • @anuradhabiswas1060
    @anuradhabiswas1060 2 ปีที่แล้ว +2

    JOY HORICHAND JOY GURUCHAND JOY MATUA

  • @DipRoy-y9m
    @DipRoy-y9m ปีที่แล้ว +1

    জয় হরি বোল🙏🇧🇩🙏

  • @sandipbiswas5155
    @sandipbiswas5155 2 ปีที่แล้ว +1

    জয় হরিবোল
    জয় সকল হরি ভক্তদের জয়

  • @bankimpramanick8665
    @bankimpramanick8665 2 ปีที่แล้ว +1

    জয় মতুয়া🚩🚩
    জয় হরিবল 🚩🚩

  • @swarupabiswas1399
    @swarupabiswas1399 2 ปีที่แล้ว +1

    জয় হরিবোল

  • @debashismallick8167
    @debashismallick8167 2 ปีที่แล้ว

    Very nice.Eti programmeta kothay hoyece?

    • @matuamulnivasimedia
      @matuamulnivasimedia  2 ปีที่แล้ว

      বগুলা কলেজ ময়দান। ( নদিয়া)