ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর, গনিপুর, ড়োমুরুয়া, রাজাপুর ঘোনা,সিন্দুরপুর, দরবেশের হাট এবং আশেপাশের সকল গ্রাম পানিতে ডুবে গেছে। সবাই আটকা পড়েছে। উদ্ধার অভিযান জোরদার করার জন্যে আহ্বান জানাচ্ছি।
লেমুয়া ব্রীজ এবং তার আসপাশে অনেক মানুষ এখনো পানি বন্দি আছেন ব্রীজের একটু সামনে পালকি হোটেল চ্রট গ্রাম থেকে আসার পথে হাতের ডান পাশে তার একটু সামনে রেষ্ট হাউজে হাতের বাম পাশে দয়া করে তাদের পাশে দাড়ান
একটু ভূগোল পড়া উচিৎ আমাদের এই Gen Z জেনারেশনের। এমনিতেও আমাদের পড়াশোনা খবর নাই। পড়াশোনা বাদে সব কিছু সম্ভবত আমাদের Gen Z দিয়ে। পড়াশোনা না করলেও কিন্তু নিজেদের বহুত জ্ঞানী ভাবি আমরা। যাইহোক, যারা এই ফেসবুকে ফেনা তুলতে ফেলতেছেন এখনি সময় এসেছে ফারাক্কা বাধের ৪০ কিলোমিটার দূরে নতুন বাধ দেবার। আচ্ছা, আপনারা নদী সম্পর্কে জানেন তো..? না জানলে অন্তত নদী নিয়ে একটু পড়াশোনা করবেন। ইন্ডিয়া থেকে আমরা কত ফুট নিচে এটা জানেন..? না জানলে জেনে নিবেন। শোনেন, উজানের পানি সবসময়ই ভাটির দিকে অগ্রসর হয়ে সাগরে পতিত হয়। আপনে যদি ভাটিতে থাইকা বাধ দিতে চান তাইলে নদীর আবহমান ধারা বন্ধ হবে। এতে লাভের চেয়ে ক্ষতি বেশি হবে। তাই বাধ নির্মান করলে লাভের চেয়ে ক্ষতি বেশি। আগে বুঝতে হইবে নদীর ফোলো উজান থেইকা ভাটির দিকে হয়। পাহাড় থেইকা সাগর বা নদীর দিকে হয়। এখন বাংলাদেশের ভাটিতে একটা কেন ১০ টা বাঁধ দেন, লাভ হবে বলে মনে হয় না। আর একটা কথা মনে রাখবেন, আমাদের আগেও বাংলাদেশ নদী বিশেষজ্ঞরা এইসব চিন্তা করেছে। এরপর উনারা ভারতের সাথে সমোঝোতায় আসতে চাইছে। তাছাড়া আমাদের দরকার পানি। কিন্তু, সময় মত পানি পাইনা, আবার যখন বর্ষায় আসে তখন আমাদের ভাসিয়ে দেয়। তাই এই সব হেড মার্কা চিন্তা বাদ দিয়ে। এটা চিন্তা করেন যে আন্তর্জাতিক নদীতে তারা বাধ কেন দিল..? এসব বাধ অবৈধ। কোনো আন্তর্জাতিক নদীতে বাধ দেওয়া যায়না। দিলে চুক্তিতে দিতে হয়। চুক্তি আছে কিন্তু সেই চুক্তি তো এখন ভারত মানে না। সৃষ্টি শুরু থেকেই প্রকৃতি প্রকৃতির মতই চলতে দিতে হয়। সেই অনুযায়ী নদী চলবে নদীর মতো, নদীর পানি আটকে রাখার অধিকার তাদের নেই। যখন পানি বেশি হবে তখন হুট করে ছেড়ে দিবে, যখন আমাদের পানির দরকার হবে তখন পানি দেবে না এটা আন্তর্জাতিক আইন বহির্ভূত অপরাধ, যেটা ইন্ডিয়া বছরের পর বছরে করে আসছে। আমাদের কে অধিকার থেকে বঞ্চিত করে আসছে। এটা নিয়ে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে। হয় চুক্তি অনুযায়ী পানি দিতে হবে। নয়তো বাধ রাখা যাবেনা। এই সব নিয়ে চিন্তা করেন। এই সব নিয়ে কথা বলেন। আর হ্যা, আপনার আমার থেকে বেশি জ্ঞানী ড. ইউনুস। সো, আবেগে লাফানো বন্ধ করো হে আবেগী বাঙ্গালী। একটু হলেও পড়াশোনা করো। পড়াশোনা তো খাইয়া দিছ আরও আগেই। এখন আবার আটো পাশ চাইয়া বাকি পড়াশোনার সান্ডেমান্ডে ক্লোস কইরো না।
এতো আধুনিক আর শক্তিশালী বাঁধ সারা বিশ্বে তৈরি হয়, অথচ আমরা পারিনা।
Allah tumi rokkha koro amar full family fenite kawro sathe jogajog korte percina
আল্লাহ সবাইকে হেফাজত করুক
হে আল্লাহ তুমি রহমত দান করুন
ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর, গনিপুর, ড়োমুরুয়া, রাজাপুর ঘোনা,সিন্দুরপুর, দরবেশের হাট এবং আশেপাশের সকল গ্রাম পানিতে ডুবে গেছে। সবাই আটকা পড়েছে।
উদ্ধার অভিযান জোরদার করার জন্যে আহ্বান জানাচ্ছি।
Vai feni monsoi rater ki obosta akto janaben
Feni najir road ar ki obostha janaben please 🥺
feni pothe pur er ki Obostha please Amake ekto janan please 🥺🥺😔
আলহামদুলিল্লাহ
কুত্তার বাচ্চা জন্মে ঠিক নাই এই কুত্তার বাচ্চা তোদের মালুরা এখন মরেনা মোদি বাবা কই
ডক্টর ইউনুসর আপনার যা করা দেশের জন্য তাই করেন আমরা প্রবাসীরা আপনার পাশে আছি
আল্লাহ আরো বৃষ্টি দে , আরো বৃষ্টি দে ।
এই আল্লাহর জল বাঙলাদেশর যতদূর পর্যন্ত পৌঁছে গেছে , ততটাই কিন্তু প্রকৃত ভাবে হিন্দুস্থান ।
feni pothe pur er ki obostha please kew amke janan please 🥺😔🥺🥺🥺
BGB camp er ki obostha akhn janaben plz🙏🙏
Feni dadudpul kaca bajar er ki obostha keu janle bolen
আল্লাহ রহমতে মালিক
😊
😢😢😢😢😢
❤
We will see how Mr. Yunus performs and what he brings to the nation - 5 Padma bridges, 10 metro rails, so on and on…….
লেমুয়া ব্রীজ এবং তার আসপাশে অনেক মানুষ এখনো পানি বন্দি আছেন
ব্রীজের একটু সামনে পালকি হোটেল চ্রট গ্রাম থেকে আসার পথে হাতের ডান পাশে
তার একটু সামনে রেষ্ট হাউজে হাতের বাম পাশে
দয়া করে তাদের পাশে দাড়ান
রাস্তার দু দিকের ফুটেজ নেয়া গেল না?
টাউট সাংবাদিক।
ভিডিওতে শুধু একবাড়ি নিয়েই পড়ে আছেন। বদমায়েশ।
5 number command
রাস্তায় থেকে নিউজ কর বন্য কবলিত এলাকায় না ডুকে।ফালতু নিউজ।
Brother, you are reporting from where?? Where are the victims in your report. May be you are standing beside a pond at Dhaka😡😡😡
ওরা যে রাতের আঁধারে বাঁধ খুলে দিয়েছে, সত্য বলতে ভয় করে??? পানি বাঁধের উপর দিয়ে যায়?? এই কথা বলছেন কেন ?
চুল চাড়া দেখলে মনে হবে ছেলে😮
ভাই সবাই আওয়াজ তোলো বাঁধের উপর বাদ দে ইন্ডিয়া কে জবাব দে
একটু ভূগোল পড়া উচিৎ আমাদের এই Gen Z জেনারেশনের। এমনিতেও আমাদের পড়াশোনা খবর নাই। পড়াশোনা বাদে সব কিছু সম্ভবত আমাদের Gen Z দিয়ে। পড়াশোনা না করলেও কিন্তু নিজেদের বহুত জ্ঞানী ভাবি আমরা।
যাইহোক, যারা এই ফেসবুকে ফেনা তুলতে ফেলতেছেন এখনি সময় এসেছে ফারাক্কা বাধের ৪০ কিলোমিটার দূরে নতুন বাধ দেবার। আচ্ছা, আপনারা নদী সম্পর্কে জানেন তো..? না জানলে অন্তত নদী নিয়ে একটু পড়াশোনা করবেন। ইন্ডিয়া থেকে আমরা কত ফুট নিচে এটা জানেন..? না জানলে জেনে নিবেন।
শোনেন, উজানের পানি সবসময়ই ভাটির দিকে অগ্রসর হয়ে সাগরে পতিত হয়। আপনে যদি ভাটিতে থাইকা বাধ দিতে চান তাইলে নদীর আবহমান ধারা বন্ধ হবে। এতে লাভের চেয়ে ক্ষতি বেশি হবে। তাই বাধ নির্মান করলে লাভের চেয়ে ক্ষতি বেশি।
আগে বুঝতে হইবে নদীর ফোলো উজান থেইকা ভাটির দিকে হয়। পাহাড় থেইকা সাগর বা নদীর দিকে হয়। এখন বাংলাদেশের ভাটিতে একটা কেন ১০ টা বাঁধ দেন, লাভ হবে বলে মনে হয় না।
আর একটা কথা মনে রাখবেন, আমাদের আগেও বাংলাদেশ নদী বিশেষজ্ঞরা এইসব চিন্তা করেছে। এরপর উনারা ভারতের সাথে সমোঝোতায় আসতে চাইছে।
তাছাড়া আমাদের দরকার পানি। কিন্তু, সময় মত পানি পাইনা, আবার যখন বর্ষায় আসে তখন আমাদের ভাসিয়ে দেয়। তাই এই সব হেড মার্কা চিন্তা বাদ দিয়ে। এটা চিন্তা করেন যে আন্তর্জাতিক নদীতে তারা বাধ কেন দিল..?
এসব বাধ অবৈধ। কোনো আন্তর্জাতিক নদীতে বাধ দেওয়া যায়না। দিলে চুক্তিতে দিতে হয়। চুক্তি আছে কিন্তু সেই চুক্তি তো এখন ভারত মানে না।
সৃষ্টি শুরু থেকেই প্রকৃতি প্রকৃতির মতই চলতে দিতে হয়। সেই অনুযায়ী নদী চলবে নদীর মতো, নদীর পানি আটকে রাখার অধিকার তাদের নেই। যখন পানি বেশি হবে তখন হুট করে ছেড়ে দিবে, যখন আমাদের পানির দরকার হবে তখন পানি দেবে না এটা আন্তর্জাতিক আইন বহির্ভূত অপরাধ, যেটা ইন্ডিয়া বছরের পর বছরে করে আসছে। আমাদের কে অধিকার থেকে বঞ্চিত করে আসছে।
এটা নিয়ে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে। হয় চুক্তি অনুযায়ী পানি দিতে হবে। নয়তো বাধ রাখা যাবেনা। এই সব নিয়ে চিন্তা করেন। এই সব নিয়ে কথা বলেন। আর হ্যা, আপনার আমার থেকে বেশি জ্ঞানী ড. ইউনুস।
সো, আবেগে লাফানো বন্ধ করো হে আবেগী বাঙ্গালী। একটু হলেও পড়াশোনা করো। পড়াশোনা তো খাইয়া দিছ আরও আগেই। এখন আবার আটো পাশ চাইয়া বাকি পড়াশোনার সান্ডেমান্ডে ক্লোস কইরো না।
বয়কট তোদের একাত্তর টিভি.!
ভুয়া খবর
হবে নাকি কসাই নবী হযরতের জন্য একটি লাইক😇
কসাই নবী মানে কি নবীকে নিয়ে কোন বাজে কথা বললে ভালো হবে না
লাগবে নাকি তুর মার জন্য কয়েক হাজার বেডা কুত্তার বাচ্চা
কসাই মানে কি বুঝাইতে চাইছেন
মাথা কি গেছে
তরবারি দিয়ে তর শরীর থেকে গরদান ফেলে দেওয়া হবে
ভারত বয়কটীরা কোথায় থেকে খাদ্য সামগ্রী আনে এটা দেখা যাক 😂😂
Faltu
সবজি আর মাছ নিয়ে আাছেন মানুষ মরছে
ভারত বয়কটীরা কোথায় থেকে খাদ্য সামগ্রী আনে এটা দেখা যাক 😂
ভেটকাস না। খাদ্য সামগ্রী মজুদ হয়ে যাবে।তোদের মতো প্রতিবেশী দেশের সামগ্রী ডাকাতি করে জীবন চালাতে হবেনা অন্তত।
Khankir pola varater jonnoi ai obostta