ভাইয়া আমার আম্মুর NID, Birth Certificate সহ উনার সব Document এ নাম ভুল , এখন আমি NID & Birth Certificate Change করতে গেলে Supporting Document কি দিব বুজতেছি না । আমার SSC / HSC Certificate দিলে কি হবে, কারন আমার সবকিছুতে আম্মুর নাম টিক আছে শুধু আম্মুর NID, Birth Certificate উনার নাম টিক নাই।
ভাই আমার একটি প্রশ্ন ,আমার জন্ম সাল 1990 আগে জন্ম সনদ আছে লিখিত অনলাইন করা নেই এখন আমি কি আমার বাচ্চার জন্য জন্ম নিবন্ধন করতে পারব ভোটার আইডি কার্ডের মাধ্যমে
ভাই আমার জন্ম নিবন্ধন তুলা হয়েছে সিটি করপোরেশন থেকে, এখন আমি আপনার দেখানো মতুন সংশোধন করে কি সিটি করপোরেশনয়ে জমা দিতে হবে নাকি ইউনিয়নে জমা দিতে হবে । উওরটা দিলে ভালো হতু
ভাই আমারে একটা ইনফর্মেশন দেন প্লীজ। আমার আম্মুর আইডি কার্ডে ইংরেজি নামে ভুল আছে কিন্তু আম্মুর কোন সার্টিফিকেট নাই। এখন আইডি কার্ডের নাম ঠিক করতেতো ডুকোমেন্ট লাগবে সেটা কই থেকে দিব? আমি চাচ্ছি জন্মনিবন্ধন ইংরেজি করে সেটা ডুকোমেন্ট হিসেবে ইউজ করতে কিন্তু জন্মনিবন্ধন ইংরেজি করতেতো আইডি কার্ড লাগবে। তো কি করা যায়। কোন ধরনের ডুকমেন্ট ছাড়া কিভাবে এটা ঠিক করা যায়।
vai amr jonmo sonod a amr name spelling english vul, din, mash vul sei khetre thik korte chaile ssc certificate a name english vul, din , mash thle ki abedon thik hbe??
আমি স্টুডেন্ট ভিসায় বিদেশে পড়াশোনা করতে যেতে চাই। আমার এনআইডি কার্ড,জন্ম নিবন্ধন কার্ড, আমার একাডেমিক সার্টিফিকেট, সব জায়গাতে আমার নাম, আমার মায়ের নাম, আমার বাবার নাম একই রকম। কোনো অমিল নেই। কিন্তু আমার বাবা-মায়ের এনআইডি কার্ডে তাদের যে নাম, এগুলোর সাথে আমার সার্টিফিকেট, এনআইডি,এবং জন্ম নিবন্ধন কার্ডের কোন মিল নেই। এখন আমার কি করা উচিত? আমার পাসপোর্টও আমার ডকুমেন্টস অনুযায়ী হবে। কিন্তু অভিভাবকের পরিচয় পত্রের সাথে কোন মিল নেই। এখন কি আমার ভিসা রিজেক্ট হয়ে যাবে?
Amr jonmo nibondhon er thikana banglay add korbo. Agerta english a add kora ase.akhetre ki amr online shogshodhoni copy er sathe city corporation a ager birth certificate er maim copy tao joma deoa lagbe??
Vaia amar abbur NID vul acha saa khattra Birth Certificate correction ar jonno apply korta ki documents lagbaa. Voter id card worng tai Chairman certificate to right taa diccha naa. Sa khattra notary copy chara ar ki attach kola hoba.
Vai ami city corporation thaki recntly jonmo nibondhon korsi ami onno ek ward e counselor office theke korsi amr word e na koira eta ki kono problem Hobe??
ভাই আমার বাবার এনআইডি কার্ডে বাবার নাম আঃ ছাত্তার (A.Sattar)। কিন্তু আমার সার্টিফিকেটে বাবার নাম আব্দুল ছাত্তার (Abdul Sattar)। এখন আমি কি সার্টিফিকেট অনুযায়ী বাবার নাম ব্যবহার করতে পারব জন্ম নিবন্ধনে। আমার জন্ম ২০০১ এর পরে।
আপনার ভিডিওগুলো অনেক সুন্দর সেজন্য ধন্যবাদ। একটি প্রশ্ন ছিল সেটি হচ্ছে যে আমি সংশোধন করে অথবা আবেদন করে অনলাইন থেকে কি ডাউনলোড করতে পারব না..? নাকি আমাকে ইউনিয়ন পরিষদে যেতেই হবে..???
Assalamu walaikum Vai, Vai ami desher bahire so ami pourosohava ba union porishode na giye ki online e amar birth certificate Bangla theke English e online show korbe na
আসসালামু আলাইকুম ভাই আমার বাবা ৮ তারিখে মারা গেছে ভাই এখন যেটা হচ্ছে বাবার যে মোবাইল নাম্বার দেয়া ছিল মোবাইল নাম্বারটা খুঁজে পাওয়া যাচ্ছে না এখন সে ক্ষেত্রে জন্ম দিবান থেকে কি মোবাইল নাম্বারটা চেঞ্জ করা যাবে
সিংগেল নামের জন্য বিদেশ যেতে সমস্যা হচ্ছে। নামের সাথে আরেকটা অংশ যুক্ত করতে চাচ্ছি এখন আমার প্রশ্ন হলো নাম সংশোধন করার জন্য পূর্বের কাগজপত্র দেওয়া যাবে কিনা? যেখানে সিংগেল নাম দেওয়া আছে। দয়া করে উওর দিবেন প্লিজ!
ভাই আমার জন্মনিবন্ধন সংশোধন করতে হবে। আমার বাবার নাম তার NID কার্ডে Md enayet hossen কিন্তু আমার JSC,SSC, HSC সার্টিফিকেট এবং বর্তমান জন্মনিবন্ধনেও শুধু enayet hossen তো আমি এখন আমার জন্মনিবন্ধন সংশোধন করতে চাচ্ছি, এখন আমি কি আমার সার্টিফিকেটের নাম অনুযায়ী সংশোধন করব নাকি আমার বাবার NID তে তার যে নাম সে নাম অনুযায়ী সংশোধন করব? দয়া করে একটু তাড়াতাড়ি জানান@@TechProSOHRAB
আমার জন্ম নিবন্ধন ঢাকার আগের ওয়ার্ড সিটি কর্পোরেশন এই আছে কিন্তু এখন তো ঢাকা উত্তর আর দক্ষিণ আলাদা হয়েছে আমি উত্তর এ পরেছি কিভাবে এখন আগের সিটি কর্পোরেশন থেকে বর্তমান ওয়ার্ডে নেয়া যায়? অনেকবার এপ্লাই করেছি কিন্তু আগের পুরান্টাই অনলাইন থেকে আসছে
ভাইয়া আমার psc jsc ssc এই তিনটি সার্টিফিকেটে বয়স 2002। কিন্তু জন্ম নিবন্ধন ভোটার আইডি কার্ড ও পাসপোর্ট খুব দ্রুত সময়ের মাধ্যমে করা হয়, যার ফলে এই তিনটিতেই আমার বয়স চলে আসে 1996--অন্যদিকে মায়ের বয়স 1986। এখন কিভাবে সম্ভব এই সমস্যা থেকে রেহাই পাওয়ার।
জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন টি আপনার দেখানো ভিডিও অনুসারে করেছি, সর্বশেষে Print option এসেছে। যেহেতু আমার প্রিন্টার মেশিন নেই, তাই প্রিন্ট করতে পারি নাই। সংশোধন কৃত ফাইলটি ডাউনলোড করতে পারছিনা। এখন ফাইলটি ডাউনলোড করবো কি ভাবে, জানালে উপকৃত হতাম। ভিডিও জন্য অসংখ্য ধন্যবাদ।
আসসালামু আলাইকুম ভাইয়া আমি জন্ম সনদ সংশোধন করতে চাই কিন্তু আমার দেয়া ফোন নম্বরটি আমি খুজে পাচ্ছি না এবং ওই নম্বরটা খুজে পাওয়া অসম্ভব। সেই ক্ষেত্রে আমি কি নম্বর পরিবর্তন করতে পারবো
আমার জন্ম নিবন্ধনের জন্মস্থান নরসিংদী জেলায় দেওয়া এখন আমি এটি পরিবর্তন করে গাজীপুর জেলায় দিতে চাচ্ছি। এখন আমার সংশোধিত জন্ম নিবন্ধন নেওয়ার জন্য নরসিংদী যেতে হবে নাকি গাজীপুর থেকে নিতে হবে???
@@TechProSOHRABআমার মায়ের Id card সংশোধন করতে হলে জন্ম নিবন্ধন কার্ড প্রয়োজন, জন্ম নিবন্ধন কার্ডে ভুল ছিলো তাই সংশোধন করতে চাচ্ছিলাম, ডকুমেন্টস হিসেবে শুধু পাসপোর্ট আছে। তাহলে আমি কিভাবে জন্ম নিবন্ধন কার্ড সংশোধন করবো?
ই পাসপোর্ট ফি পরিশোধের পর আজকে পাসপোর্ট অফিস এ যাওয়ার পর আবেদন ফরম এ সংশোধন এর জন্য অ্যাপ্লিকেশান জমা দিতে বলেছে। অ্যাপ্লিকেশান দেয়ার পর অই অ্যাপ্লিকেশান এর কাগজ টি রেখে দিয়ে আমাকে আগামীকাল আবার যেতে বলেছে। এখন আমার করনীয় কি? আগামীকাল গেলে কি আমার ভুলটি সংশোধন হবে? এবং আগামীকাল কি বায়োমেট্রিক সম্পূর্ণ করতে পারব? (আফতাবনগর পাসপোর্ট অফিস)
ধন্যবাদ ভাইয়া ফি কত লাগতে পারে সেটা একজ্যাক্টলি এখন মনে আসতেছে না তবে খুব বেশি না 100 টাকার মত হবে আর ফি এক্সাক্টলি কত সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে আমার চ্যানেলে ।
ভাই আমার মায়ের নাম একবার চেন্জ করছি। কিন্তু এখন আবার করতে হবে। আমি কি এটা করতে পারবো? জন্মনিবন্ধন কার্ড মা-বাবার NID card পিএসসি সার্টিফিকেট আছে(সংশোধিত) এগুলা দিয়ে কি করতে পারবো?
আচ্ছা আমার বাবুর বয়স 9 মাস, জন্মনিবন্ধন আর পাসস্পোর্ট এ একই নাম আছে, কিন্তু এখন চাচ্ছি পূর্বের নাম টাতে একটু পরিবর্তন আনতে। এটা কি পসিবল?? কিনবা কিভাবে করবো একটু জানাবেন প্লিজ
Bhaia amr ssc r hsc te mane vul hoise and date of birth vul hsc er r sme nmei nid hoia gese akhn honrs a study korchi akhn ki thik kora jbe please bhaia Janabenn
আসসালামু আলাইকুম। আমার জন্ম নিবন্ধনে বাবার নাম ভুল। এই ভুলের কারণে আমার এইচএসসি পর্যন্ত সকল সনদেই বাবার নাম ভুল। তাহলে আমি কিভাবে জন্ম নিবন্ধনে বাবার নাম সংশোধন করবো? প্লিজ একটু বলবেন!
ভাইয়া আমি ssc পরীক্ষা দিয়েছি কিন্তু আমি এখন আমার জন্ম নিবন্ধনে নাম টা আরো একটু সংযোজন করতে চাই এখন কি আমার সার্টিফিকেটে কোনো সমস্যা হবে??বা আমি কি এখন সংশোধন করতে পারব?? প্লিজ ভাইয়া বলবেন
ভাই আমার জন্মনিবন্ধন সংশোধন করতে হবে। আমার বাবার নাম তার NID কার্ডে Md enayet hossen কিন্তু আমার JSC,SSC, HSC সার্টিফিকেট এবং বর্তমান জন্মনিবন্ধনেও শুধু enayet hossen তো আমি এখন আমার জন্মনিবন্ধন সংশোধন করতে চাচ্ছি, এখন আমি কি আমার সার্টিফিকেটের নাম অনুযায়ী সংশোধন করব নাকি আমার বাবার NID তে তার যে নাম সে নাম অনুযায়ী সংশোধন করব? দয়া করে একটু তাড়াতাড়ি জানান
আমি সংশোধন এর জন্য আবেদন করেছি,সেই আবেদনের রেজিষ্ট্রেশন নাম্বার বা প্রিন্ট কপি টি বের করিনি। এইজন্য ইউনিয়ন পরিষদ কোন হেল্প করছে না, সেই আবেদন রেজিষ্ট্রেশন নাম্বার কিভাবে বের করবো
ভাইয়া, আমার বাবা'মা এর ভোটার আইডি কাডের নামের সাথে আমার জন্ম নিবন্ধন মিল নাই' কিন্তু আমার মা'বাবা জন্ম নিবন্ধ এর সাথে নাম মিল আছে এতে কি আমি ভোটার আইডি কাডের জন্য আবেদন করতে পারবো??
ভাইয়া, আমি একটি জন্ম সনদ সংশোধন করতে চাচ্ছি কিন্তু রেজিঃ এর সময় কোন মোবাইল নাম্বার দিয়েছিলাম তা জানা নেই। তাই ওটিপি পাচ্ছিনা। এখন কিভাবে কি করব? বলে দিলে খুব উপকার হত।
নিয়ম অনুযায়ী জন্ম নিবন্ধন দুই এর বেশি সংশোধন করা যায় না কিন্তু বাংলাদেশে তো নিয়মের বাইরে অনেক কিছু হয় কিন্তু সেগুলা আমি বলতে পারবো না কিভাবে হয় ।
ভাই আপনি শুধু কম্পিউটার অপারেটরকে গিয়ে বলবেন আমার মেয়ের জন্মনিবন্ধনটি 16 থেকে ১৭ ডিজিট করে দিতে তাহলেই হয়ে যাবে। বেশি না হয়তোবা৩০-৪০ টাকা লাগতে পারে
ভাইয়া আমার আব্বুর নাম ভুল ছিল । সংশোধন করছিলাম জন্মনিব্ন্ধন । কিন্তু এখন দেখি সার্টিফিকেট সাথে একটা অক্ষর ভুল আছে । আমি কি 2য় বার জন্মনিব্ন্ধন ঠিক করতে পারব আমার সার্টিফিকেট অনুযায়ী?? প্লীজ পরামর্শ ভাইয়া
আমি একটা পরামর্শ চাচ্ছি। তা হলো আমার জন্মনিবন্ধনে বাবা মায়ের নাম চেঞ্জ করব। কিন্তু সমস্যা হলো আমার জন্ম সনদ এবং সার্টিফিকেটে সেম নাম আছে। কিন্তু বাবা মায়ের এনআইডি কার্ডে অন্য নাম আছে। বাবা মায়ের এনআইডি কার্ড পরিবর্তন করা সম্ভব নয় , অন্য অন্য ভাই বোনের সব ঠিক আছে। এখন সমস্যা মূলত আমার কিন্তু আমি কি ভাবে আমার সমস্যা সমাধান করব বুঝতেপারছিনা। কেউ কি সঠিক পরামর্শ দিবেন প্লিজ প্লিজ প্লিজ
জি অবশ্যই বাবা মায়ের জন্ম নিবন্ধন সার্টিফিকেট লাগবে বাবা-মায়ের জন্ম নিবন্ধন সার্টিফিকেটের নামটা যেভাবে আছে সেভাবেই তার সন্তান এর টা রি প্রিন্ট করলেই হয়ে যাবে
আমার Birth certificate, NID, SSC, HSC , Passport সব খানে নামের একটা বানান সংশোধন করবো। প্রথমে হলফনামা করতে হয় শুনেছি। তারপর কোন টা দিয়ে শুরু করতে হবে? প্লীজ জানাবেন।
বাবা-মা'র জন্মনিবন্ধন ম্যাপিং কিভাবে করতে হয় অনুগ্রহপূর্বক সেটা জানাবেন। বাবা-মা'র জন্মনিবন্ধন অনুযায়ী তাঁদের নামের সাথে প্রার্থীর জন্মনিবন্ধনে তাঁদের নামের মিল নেই। সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে বাবা-মা'র জন্মনিবন্ধন এর সাথে ম্যাপিং করে রি-প্রিন্ট করে নিলেই তথ্য সঠিক হয়ে আসবে। এখানে ম্যাপিং কীভাবে করে অনুগ্রহপূর্বক জানাবেন।
ভাইয়া আমার আম্মুর NID, Birth Certificate সহ উনার সব Document এ নাম ভুল , এখন আমি NID & Birth Certificate Change করতে গেলে Supporting Document কি দিব বুজতেছি না । আমার SSC / HSC Certificate দিলে কি হবে, কারন আমার সবকিছুতে আম্মুর নাম টিক আছে শুধু আম্মুর NID, Birth Certificate উনার নাম টিক নাই।
জন্মস্থান, স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে হলে কি কি ডকুমেন্টস সাবমিট করতে হবে?
ভাই আমার মেয়ের জন্ম নিবন্ধন এর নাম কি সংষোধন করা যাবে? মেয়ের বয়স 13 মাস। আপলোডের ক্সেত্রে কি আমার আর আমার বৌয়ের ভোটার আইডি কার্ড আপলোড করে দিলে হবে?
If I want to change my name and my mother's and father's names to English and don't submit any supporting documents, will there be any problem?
ভাই আমার একটি প্রশ্ন ,আমার জন্ম সাল 1990 আগে জন্ম সনদ আছে লিখিত অনলাইন করা নেই এখন আমি কি আমার বাচ্চার জন্য জন্ম নিবন্ধন করতে পারব ভোটার আইডি কার্ডের মাধ্যমে
More than 1person have same birth registration number.... Ata dekacce. Ki korbu?
ভাই আমার জন্ম নিবন্ধন তুলা হয়েছে সিটি করপোরেশন থেকে, এখন আমি আপনার দেখানো মতুন সংশোধন করে কি সিটি করপোরেশনয়ে জমা দিতে হবে নাকি ইউনিয়নে জমা দিতে হবে । উওরটা দিলে ভালো হতু
ভাই আমারে একটা ইনফর্মেশন দেন প্লীজ। আমার আম্মুর আইডি কার্ডে ইংরেজি নামে ভুল আছে কিন্তু আম্মুর কোন সার্টিফিকেট নাই। এখন আইডি কার্ডের নাম ঠিক করতেতো ডুকোমেন্ট লাগবে সেটা কই থেকে দিব? আমি চাচ্ছি জন্মনিবন্ধন ইংরেজি করে সেটা ডুকোমেন্ট হিসেবে ইউজ করতে কিন্তু জন্মনিবন্ধন ইংরেজি করতেতো আইডি কার্ড লাগবে। তো কি করা যায়। কোন ধরনের ডুকমেন্ট ছাড়া কিভাবে এটা ঠিক করা যায়।
vai amr jonmo sonod a amr name spelling english vul, din, mash vul sei khetre thik korte chaile ssc certificate a name english vul, din , mash thle ki abedon thik hbe??
আমি স্টুডেন্ট ভিসায় বিদেশে পড়াশোনা করতে যেতে চাই। আমার এনআইডি কার্ড,জন্ম নিবন্ধন কার্ড, আমার একাডেমিক সার্টিফিকেট, সব জায়গাতে আমার নাম, আমার মায়ের নাম, আমার বাবার নাম একই রকম। কোনো অমিল নেই।
কিন্তু আমার বাবা-মায়ের এনআইডি কার্ডে তাদের যে নাম, এগুলোর সাথে আমার সার্টিফিকেট, এনআইডি,এবং জন্ম নিবন্ধন কার্ডের কোন মিল নেই। এখন আমার কি করা উচিত? আমার পাসপোর্টও আমার ডকুমেন্টস অনুযায়ী হবে। কিন্তু অভিভাবকের পরিচয় পত্রের সাথে কোন মিল নেই। এখন কি আমার ভিসা রিজেক্ট হয়ে যাবে?
Assalamu alaikum vhaiya,, freelancer der ki pesha dibo? R documents ki lagbe
Amr jonmo nibondhon er thikana banglay add korbo. Agerta english a add kora ase.akhetre ki amr online shogshodhoni copy er sathe city corporation a ager birth certificate er maim copy tao joma deoa lagbe??
ইউনিয়ন অফিস থেকে জন্ম নিবন্ধন পাওয়ার পর QR কোড কাজ করে নাহ, সমাধান প্লিজ?
পিতার নাম সংশোধন করবো।আমার সব সার্টফিকেটেই পিতার নাম ভুল।সেক্ষেত্রে পিতার নামের সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে পিতার nid বা পাসপোর্ট আপলোড করলে হবে?
Vaia amar abbur NID vul acha saa khattra Birth Certificate correction ar jonno apply korta ki documents lagbaa. Voter id card worng tai Chairman certificate to right taa diccha naa. Sa khattra notary copy chara ar ki attach kola hoba.
Vai ami city corporation thaki recntly jonmo nibondhon korsi ami onno ek ward e counselor office theke korsi amr word e na koira eta ki kono problem Hobe??
amr ssc certificate ni pcs certificate dile hobe
ভাইয়া আমার সংযুক্তি গুলো লোডিং দেখায়, ফাইল ২ মেগাবাইটের ও কম. এ ক্ষেত্রে কি করণীয় ?
ভাই, আবেদন কপিটা ডাউনলোড করতে পারি নাই । আবেদন পত্রের নাম্বার টা আছে। এটা দিয়া কি এখন ডাউনলোড করা যাবে??
ভাই আমার বাবার এনআইডি কার্ডে বাবার নাম আঃ ছাত্তার (A.Sattar)। কিন্তু আমার সার্টিফিকেটে বাবার নাম আব্দুল ছাত্তার (Abdul Sattar)। এখন আমি কি সার্টিফিকেট অনুযায়ী বাবার নাম ব্যবহার করতে পারব জন্ম নিবন্ধনে। আমার জন্ম ২০০১ এর পরে।
আপনার ভিডিওগুলো অনেক সুন্দর সেজন্য ধন্যবাদ। একটি প্রশ্ন ছিল সেটি হচ্ছে যে আমি সংশোধন করে অথবা আবেদন করে অনলাইন থেকে কি ডাউনলোড করতে পারব না..? নাকি আমাকে ইউনিয়ন পরিষদে যেতেই হবে..???
দুঃখজনক হলেও সত্যি আপনাকে ইউনিয়ন পরিষদে যেতেই হবে
ধন্যবাদ।
@@TechProSOHRAB ভাই আমি আবেদন করেছি কিন্তু ইউজার আইডি আর পাসওয়াড চাচ্ছে। এখন কি করতে পারি..?
জন্ম নিবন্ধন 2 বারের বেশি মডিফাই করার জন্য কি করতে হবে?
ভাই আমার পাসপোর্ট বাবা মার নাম ভুল জন্ম নিবন্ধন এর সাথে মিলে না জন্ম নিবন্ধন সংশোধন করতে কি বাবা মার কিছু লাগে একটু জানাবেন
মাশা আল্লাহ ভাই, অনেক উপকৃত হয়েছি।
❤
Alhumdulillah
অনেকেই কমেন্ট করেছে যার রিপ্লাইগুলো তারা পায়নি। জানা থাকলে রিপ্লাই গুলো দিয়ে দিন না জানা থাকলে বলে দিন এই বিষয়টি জানা নেই।
ভাইয়া অনলাইনে আবেদনের ওয়েবসাইট লিংকটা দেওয়ার অনুরোধ রইলো!
Assalamu walaikum Vai, Vai ami desher bahire so ami pourosohava ba union porishode na giye ki online e amar birth certificate Bangla theke English e online show korbe na
Ssc testimonial show kore ki birth certificate r age change kora jabe?
আসসালামু আলাইকুম ভাই
আমার বাবা ৮ তারিখে মারা গেছে ভাই এখন যেটা হচ্ছে বাবার যে মোবাইল নাম্বার দেয়া ছিল মোবাইল নাম্বারটা খুঁজে পাওয়া যাচ্ছে না এখন সে ক্ষেত্রে জন্ম দিবান থেকে কি মোবাইল নাম্বারটা চেঞ্জ করা যাবে
Ssc MarkSheet dile hobe na?
সিংগেল নামের জন্য বিদেশ যেতে সমস্যা হচ্ছে।
নামের সাথে আরেকটা অংশ যুক্ত করতে চাচ্ছি
এখন আমার প্রশ্ন হলো নাম সংশোধন করার জন্য পূর্বের কাগজপত্র দেওয়া যাবে কিনা?
যেখানে সিংগেল নাম দেওয়া আছে। দয়া করে উওর দিবেন প্লিজ!
অসংখ্য ধন্যবাদ বোঝানোর ধরন টা অনেক সুন্দর
u r welcome
ভাই আমার জন্মনিবন্ধন সংশোধন করতে হবে। আমার বাবার নাম তার NID কার্ডে Md enayet hossen কিন্তু আমার JSC,SSC, HSC সার্টিফিকেট এবং বর্তমান জন্মনিবন্ধনেও শুধু enayet hossen তো আমি এখন আমার জন্মনিবন্ধন সংশোধন করতে চাচ্ছি, এখন আমি কি আমার সার্টিফিকেটের নাম অনুযায়ী সংশোধন করব নাকি আমার বাবার NID তে তার যে নাম সে নাম অনুযায়ী সংশোধন করব?
দয়া করে একটু তাড়াতাড়ি জানান@@TechProSOHRAB
পুনরায় অ্যাপ্লিকেশন ফাইলটি ডাউনলোড করব কিভাবে যেটা জমা দিতে হয়?
আগেরটা ছিঁড়ে গেছে তাই
আমার জন্ম নিবন্ধন ঢাকার আগের ওয়ার্ড সিটি কর্পোরেশন এই আছে কিন্তু এখন তো ঢাকা উত্তর আর দক্ষিণ আলাদা হয়েছে আমি উত্তর এ পরেছি কিভাবে এখন আগের সিটি কর্পোরেশন থেকে বর্তমান ওয়ার্ডে নেয়া যায়? অনেকবার এপ্লাই করেছি কিন্তু আগের পুরান্টাই অনলাইন থেকে আসছে
এগিয়ে যাও ভাই পাশে আছি...!
স্যার ডেট অফ বার্থ কি কমানো যাবে
ভাই আমার জন্ম নিবন্ধন এর মোবাইল নাম্বার অন্য কারো হওয়ার কারনে ও টি পি কোড পাচ্ছি না আপনি পরামর্শ দিলে উপকৃত হবো।
assalamualaikum,,, vaia baba ma er nam er vul thakle kivabe korte hobe oiyaw dekhaya diyen
কত টাকা লাগতে পারেন,সম্পূর্ণ process শেষ করতে????
ভাইয়া আমার psc jsc ssc এই তিনটি সার্টিফিকেটে বয়স 2002।
কিন্তু জন্ম নিবন্ধন ভোটার আইডি কার্ড ও পাসপোর্ট খুব দ্রুত সময়ের মাধ্যমে করা হয়, যার ফলে এই তিনটিতেই আমার বয়স চলে আসে 1996--অন্যদিকে মায়ের বয়স 1986।
এখন কিভাবে সম্ভব এই সমস্যা থেকে রেহাই পাওয়ার।
ভাই কোন ডকুমেন্টস নাই মৃত্যু ১৯৮০ সালে এখন কি মৃত্যু সনদ পাবো?
জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন টি আপনার দেখানো ভিডিও অনুসারে করেছি, সর্বশেষে Print option এসেছে। যেহেতু আমার প্রিন্টার মেশিন নেই, তাই প্রিন্ট করতে পারি নাই। সংশোধন কৃত ফাইলটি ডাউনলোড করতে পারছিনা। এখন ফাইলটি ডাউনলোড করবো কি ভাবে, জানালে উপকৃত হতাম। ভিডিও জন্য অসংখ্য ধন্যবাদ।
download koren pdf hisebe
Kivabe download korbo? Login option ashe. User id & password chay
আমি জন্ম নিবন্ধন সংশোধন করতে চাই মায়ের নাম , প্রমান হিসাবে ভাই বোনে NID card দিবো সেক্ষেত্রে কি সিলেক্ট করবো...❓❓❓
আসসালামু আলাইকুম ভাইয়া
আমি জন্ম সনদ সংশোধন করতে চাই কিন্তু আমার দেয়া ফোন নম্বরটি আমি খুজে পাচ্ছি না এবং ওই নম্বরটা খুজে পাওয়া অসম্ভব।
সেই ক্ষেত্রে আমি কি নম্বর পরিবর্তন করতে পারবো
আমি সম্পূর্ণ সঠিক জন্ম তারিখ এবং জন্মনিবন্ধন নাম্বার দিছি।আমার টা আসে না কেন?
আমার জন্ম নিবন্ধনের জন্মস্থান নরসিংদী জেলায় দেওয়া এখন আমি এটি পরিবর্তন করে গাজীপুর জেলায় দিতে চাচ্ছি। এখন আমার সংশোধিত জন্ম নিবন্ধন নেওয়ার জন্য নরসিংদী যেতে হবে নাকি গাজীপুর থেকে নিতে হবে???
আমিও জানতে চাই।
শুধুমাত্র কি পাসপোর্ট দিয়ে জন্ম নিবন্ধন কার্ড সংশোধন করা যাবে?
No
@@TechProSOHRABআমার মায়ের Id card সংশোধন করতে হলে জন্ম নিবন্ধন কার্ড প্রয়োজন, জন্ম নিবন্ধন কার্ডে ভুল ছিলো তাই সংশোধন করতে চাচ্ছিলাম, ডকুমেন্টস হিসেবে শুধু পাসপোর্ট আছে। তাহলে আমি কিভাবে জন্ম নিবন্ধন কার্ড সংশোধন করবো?
Ans ta din
আসসালামু আলাইকুম, পেমেন্ট সিস্টেমটা যদি একটু আমাকে বলে দিতেন যে কিভাবে পেমেন্ট করতে হবে।
সরাসরি ।
ই পাসপোর্ট ফি পরিশোধের পর আজকে পাসপোর্ট অফিস এ যাওয়ার পর আবেদন ফরম এ সংশোধন এর জন্য অ্যাপ্লিকেশান জমা দিতে বলেছে। অ্যাপ্লিকেশান দেয়ার পর অই অ্যাপ্লিকেশান এর কাগজ টি রেখে দিয়ে আমাকে আগামীকাল আবার যেতে বলেছে। এখন আমার করনীয় কি? আগামীকাল গেলে কি আমার ভুলটি সংশোধন হবে? এবং আগামীকাল কি বায়োমেট্রিক সম্পূর্ণ করতে পারব? (আফতাবনগর পাসপোর্ট অফিস)
আসসালামুআলাইকুম ভাইয়া জন্মনিবন্ধন কি বয়স বাড়ানো যায় কি ? প্লিজ ভাইয়া বলেন বয়স বাড়ানো যায় কিনা 😢
বাংলা থেকে ইংরেজিতে করব এখন ঠিকানা এর ঘরে কি কিছু দিতে হবে?কারন আমার ঠিকানা সব ঠিক আছে?
ভাই জন্ম নিবন্ধন সংশোধন আবেদন বাতিল করা যায়? সংশোধন আবেদনে ভুল আছে।
মৃত্যু সনদ স্্শোধন কি ভাবে করা যাবে
ঢাকায় যারা তারা কি কাউন্সিলর অফিসে দিবো নাকি নগর ভবনে নিয়ে যাবো?
Bro,take love from Sylhet, good to see you again buddy❤️❤️🥰
Thanks a ton
ভাইয়া আমার জন্ম তারিখ আর এনআইডির জন্ম তারিখ টা পালটাতে চাই এখন কি করণীয় একটু বলেন plzz খুব উপকার হতো।
chomotkar ekta informative video! fee koto lagte pare ?
ধন্যবাদ ভাইয়া ফি কত লাগতে পারে সেটা একজ্যাক্টলি এখন মনে আসতেছে না তবে খুব বেশি না 100 টাকার মত হবে আর ফি এক্সাক্টলি কত সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে আমার চ্যানেলে ।
ভাই আমার মায়ের নাম একবার চেন্জ করছি। কিন্তু এখন আবার করতে হবে। আমি কি এটা করতে পারবো?
জন্মনিবন্ধন কার্ড
মা-বাবার NID card
পিএসসি সার্টিফিকেট আছে(সংশোধিত)
এগুলা দিয়ে কি করতে পারবো?
এনআইডি কার্ড সংশোধন বিষয়ক একটি বিস্তারিত ভিডিও দেন। পদ্ধতি কি এবং কত টাকা লাগতে পারে, এ বিষয়ে একটি বিস্তারিত ভিডিও দেন
ভাইয়া আমার পাসপোর্ট হয়ে গেছে এখন যে কোন সমস্যার কারণে আমি পাসপোর্টটা আনতে পারতেছি না। আমি যদি এক মাস পরে পাসপোর্ট আনতে যাই তখন কি পাসপোর্ট দেবে?
আচ্ছা আমার বাবুর বয়স 9 মাস, জন্মনিবন্ধন আর পাসস্পোর্ট এ একই নাম আছে, কিন্তু এখন চাচ্ছি পূর্বের নাম টাতে একটু পরিবর্তন আনতে। এটা কি পসিবল?? কিনবা কিভাবে করবো একটু জানাবেন প্লিজ
সাপোর্ট ডকুমেন্টস NID কি উভয় পেজের ছবি দিতে হবে?
yes
আমার জন্ম নিবন্ধনে আমার আব্বুর nid নাম্বার এবং জন্ম নিবন্ধন নাম্বার দুইটাই ভুল দিয়েছে। এইটা কি সংশোধন করা সম্ভব।
Passport upload kora jabe...
করতে পারেন ।
ওটিপি এর ক্ষেত্রে মোবাইল নাম্বার পরিবর্তন করার নিয়ম কি?
স্থায়ী ঠিকানা পরিবর্তন করার জন্য কি ফাইল দরকার পরবে একটু বলে দেন ভাইয়া!
Ei information ta ami o jante cai
Captcha invalid আসছে। Any suggestions Sir
১৯৫৪ সালের দলিল বের করার পদ্ধতি সমপর্কত ভিডিও দেন
Bhaia amr ssc r hsc te mane vul hoise and date of birth vul hsc er r sme nmei nid hoia gese akhn honrs a study korchi akhn ki thik kora jbe please bhaia Janabenn
আসসালামু আলাইকুম। আমার জন্ম নিবন্ধনে বাবার নাম ভুল। এই ভুলের কারণে আমার এইচএসসি পর্যন্ত সকল সনদেই বাবার নাম ভুল। তাহলে আমি কিভাবে জন্ম নিবন্ধনে বাবার নাম সংশোধন করবো? প্লিজ একটু বলবেন!
আমার নাম সংশোধন করব, কিন্তু কোন সার্টিফিকেট নেই,,আমার বয়স ১৯ বছর,,কিভাবে করব, দয়া করে বলবেন..
জন্মনিবন্ধন সংশোধনে কত টাকা লাগে এবং কিভাবে টাকা জমা দিতে হয়
২০০ টাকারও কম এটা সরাসরি দিতে হয় ইউনিয়ন পরিষদে ।
বাচ্চার তো এসএসএসি সারটিফিকেট নাই সেক্ষেত্রে কি বাবা মায়ের এনআইডি সংযোজন করব???
depend করে আপনি কি সংশোধন করতে দিছেন তার উপর
ভাই আমার জন্ম নিবন্ধ আর পার্চপোট এক এনআইডি কাড আর সাটিফেকেট এক এটা কি ভাবে ঠিক কারবো
এনআইডি আর সার্টিফিকেট দিয়ে পাসপোর্ট পাসপোর্ট আর জন্ম নিবন্ধন সংশোধন করতে হবে।
ভাই আমার তো সার্টিফিকেট নাই আর nid কাঁর্ড ও নাম্বার ভুল সে কেত্রে কি ডকুমেন্ট দিয়ে সংশোধন করবো
ভাইয়া আমি ssc পরীক্ষা দিয়েছি কিন্তু আমি এখন আমার জন্ম নিবন্ধনে নাম টা আরো একটু সংযোজন করতে চাই এখন কি আমার সার্টিফিকেটে কোনো সমস্যা হবে??বা আমি কি এখন সংশোধন করতে পারব?? প্লিজ ভাইয়া বলবেন
সংশোধন করলে সার্টিফিকেটেও সংশোধন করে করতে হবে না হলে সার্টিফিকেটের সাথে মিল না থাকলে কিন্তু এনআইডিতে ঝামেলা হবে পরে পাসপোর্টেও ঝামেলা হবে ।
@@TechProSOHRAB সার্টিফিকেট পরিবর্তন করতে গেলে তো শিক্ষা বোর্ডে যেতে মনে হয়,,যদি প্রসেস টা বলতেন ভালো হতো বা এই বিষয়ে একটা ভিডিও আপলোড দিলে ভালো হতো
ভাই জন্ম সাল সংশোধন করে দেই না ইউনিয়ন পরিষদ থেকে কি করব
ভাই আমার জন্মনিবন্ধন সংশোধন করতে হবে। আমার বাবার নাম তার NID কার্ডে Md enayet hossen কিন্তু আমার JSC,SSC, HSC সার্টিফিকেট এবং বর্তমান জন্মনিবন্ধনেও শুধু enayet hossen তো আমি এখন আমার জন্মনিবন্ধন সংশোধন করতে চাচ্ছি, এখন আমি কি আমার সার্টিফিকেটের নাম অনুযায়ী সংশোধন করব নাকি আমার বাবার NID তে তার যে নাম সে নাম অনুযায়ী সংশোধন করব?
দয়া করে একটু তাড়াতাড়ি জানান
সার্টিফিকেট নাম অনুযায়ী জন্ম নিবন্ধন কার্ড সংশোধন করুন
আমি সংশোধন এর জন্য আবেদন করেছি,সেই আবেদনের রেজিষ্ট্রেশন নাম্বার বা প্রিন্ট কপি টি বের করিনি।
এইজন্য ইউনিয়ন পরিষদ কোন হেল্প করছে না, সেই আবেদন রেজিষ্ট্রেশন নাম্বার কিভাবে বের করবো
ভাইয়া, আমার বাবা'মা এর ভোটার আইডি কাডের নামের সাথে আমার জন্ম নিবন্ধন মিল নাই' কিন্তু আমার মা'বাবা জন্ম নিবন্ধ এর সাথে নাম মিল আছে এতে কি আমি ভোটার আইডি কাডের জন্য আবেদন করতে পারবো??
জমন*তারিখ *বুল*কি *বাবে
ভাইয়া, আমি একটি জন্ম সনদ সংশোধন করতে চাচ্ছি কিন্তু রেজিঃ এর সময় কোন মোবাইল নাম্বার দিয়েছিলাম তা জানা নেই। তাই ওটিপি পাচ্ছিনা। এখন কিভাবে কি করব? বলে দিলে খুব উপকার হত।
সরাসরি ইউনিয়ন পরিষদের কন্টাক করুন
ভাই কাগজগুলা কি সিটি কর্পোরেশন এ জমা দেয়া যাবে
Hmm
ইউনিয়ন পরিষদের জমা দিয়েছি কিন্তু তারা দিচ্ছে না বলছে সার্ভার বন্ধ কেন?
সাইটে ঢুকে বিজ্ঞপ্তি দেখেন। সার্ভার বন্ধ বললে অভিযোগ করতে বলা আছে। সার্ভার সচল আছে। বন্ধ বললে ব্যবস্থা নিবে।
@@SeeWorldআমার ও সেইম অবস্থা
ভাই খুব বিপদে পরেছি।দুইবার জন্ম নিবন্ধন ঠিক করেছি আর করা যায়তেছেনা আমার অনেক ভুল এখন উপায় কি?
নিয়ম অনুযায়ী জন্ম নিবন্ধন দুই এর বেশি সংশোধন করা যায় না কিন্তু বাংলাদেশে তো নিয়মের বাইরে অনেক কিছু হয় কিন্তু সেগুলা আমি বলতে পারবো না কিভাবে হয় ।
মোবাইল দিয়ে কিভাবে ডাউনলোড করবো?
মোবাইলে জন্ম নিবন্ধন সার্টিফিকেট ডাউনলোড করার ভিডিও আছে আমার
ভাই জন্ম নিবন্ধন সংশোধন করতে সার্বজনীন পেনশন বাধ্যতামুল করা হয়েছে ঐ বেপারে একটা ভিডিও বানান।
Faltu ekta decision
আবেদন কি ক্যানসেল করার কোন সুযোগ আছে? কারণ যেটা সংশোধনের জন্য আবেদন করেছি সেখানেও একটা ভুল হয়েছে তাই।
Ha ache
আমার মেয়ের জন্ম নিবন্ধন অন লাইনে করা নাই তাহলে আমি কিভাবে অন লাইনে পাবো ? জানালে খুব উপকার হইতো।
taile prothome online kore nite hobe ... Union Porishodh e jeye
ভাই আপনি শুধু কম্পিউটার অপারেটরকে গিয়ে বলবেন আমার মেয়ের জন্মনিবন্ধনটি 16 থেকে ১৭ ডিজিট করে দিতে তাহলেই হয়ে যাবে। বেশি না হয়তোবা৩০-৪০ টাকা লাগতে পারে
ভাইয়া আমার আব্বুর নাম ভুল ছিল । সংশোধন করছিলাম জন্মনিব্ন্ধন । কিন্তু এখন দেখি সার্টিফিকেট সাথে একটা অক্ষর ভুল আছে । আমি কি 2য় বার জন্মনিব্ন্ধন ঠিক করতে পারব আমার সার্টিফিকেট অনুযায়ী?? প্লীজ পরামর্শ ভাইয়া
Hmm parben
@@TechProSOHRAB ভাইয়া খরচ কতো টাকা
bangla birth certificate acha akon english kora lagba
আমি একটা পরামর্শ চাচ্ছি। তা হলো
আমার জন্মনিবন্ধনে বাবা মায়ের নাম চেঞ্জ করব। কিন্তু সমস্যা হলো আমার জন্ম সনদ এবং সার্টিফিকেটে সেম নাম আছে।
কিন্তু বাবা মায়ের এনআইডি কার্ডে অন্য নাম আছে। বাবা মায়ের এনআইডি কার্ড পরিবর্তন করা সম্ভব নয় , অন্য অন্য ভাই বোনের সব ঠিক আছে।
এখন সমস্যা মূলত আমার
কিন্তু আমি কি ভাবে আমার সমস্যা সমাধান করব বুঝতেপারছিনা।
কেউ কি সঠিক পরামর্শ দিবেন
প্লিজ প্লিজ প্লিজ
আমি আমার জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য যা যা ডকুমেন্টস লাগবে সব কিছু নিয়েই গেছি ইউনিয়ন কাউন্সিল থেকে বলছে উপজেলায় যেতে হবে কিন্তু কেন
এটা মেবি অনেক জায়গায় উপজেলা থেকেই দায়।
আমার বোনের জন্ম ২০১২ তে। এখন বাবা মায়ের নাম সংশোধনে কি বাবা মায়ের জন্ম নিবন্ধন লাগবে???
জি অবশ্যই বাবা মায়ের জন্ম নিবন্ধন সার্টিফিকেট লাগবে বাবা-মায়ের জন্ম নিবন্ধন সার্টিফিকেটের নামটা যেভাবে আছে সেভাবেই তার সন্তান এর টা রি প্রিন্ট করলেই হয়ে যাবে
মেপিং কিভাবে করতে হয়?
ইউনিয়ন পরিষদে গেলেই করে দিবে
আমার Birth certificate, NID, SSC, HSC , Passport সব খানে নামের একটা বানান সংশোধন করবো।
প্রথমে হলফনামা করতে হয় শুনেছি।
তারপর কোন টা দিয়ে শুরু করতে হবে? প্লীজ জানাবেন।
আগে আপনার সার্টিফিকেট গুলো পরিবর্তন করুন এর পর সার্টিফিকেট দিয়ে বাকী গুলো করতে পারবেন
ভাই ভুল করে ৫৭৮০ টাকাতে নগদ পেমেন্টে ৮০৮০ টাকা চলে যায়, টাকা ব্যাক পাওয়ার কোন ওয়ে আছে কি?
আমার জম্ম নিবন্ধন ইংরেজিতে করা বাংলায় করতে গেলে কিভাবে করব ডিজিটাল জম্ম নিবন্ধন
বাবা-মা'র জন্মনিবন্ধন ম্যাপিং কিভাবে করতে হয় অনুগ্রহপূর্বক সেটা জানাবেন।
বাবা-মা'র জন্মনিবন্ধন অনুযায়ী তাঁদের নামের সাথে প্রার্থীর জন্মনিবন্ধনে তাঁদের নামের মিল নেই। সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে বাবা-মা'র জন্মনিবন্ধন এর সাথে ম্যাপিং করে রি-প্রিন্ট করে নিলেই তথ্য সঠিক হয়ে আসবে। এখানে ম্যাপিং কীভাবে করে অনুগ্রহপূর্বক জানাবেন।
Vaiya ata r amra jeta banaiya nei seta to. Vinno ate to kono problem nai
জন্ম সাল সংশোধন করবো। কিন্তু ইউনিয়ন পরিষদ থেকে সংশোধন করে দিচ্ছে না।
kora to jay ...
ইউনো অফিস থেকে করা যাবে,,অবশ্যই ডকুমেন্টস লাগবে @@TechProSOHRAB
এখন করা যাবে সার্টিফিকেট থাকলে
কি কি সাটিফিকেট লাগে
@@MdRashed-ge6bu JSC/ SSC certificate
Vaiya apner number ta ki pawa jaba kotha chilo
Namer banan vul sara jabe ki na
ভিডিওতে যেভাবে দেখাইছি সেভাবে ফিলাপ করে ইউনিয়ন পরিষদে জমা দিন ।