#গ্ৰিট

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ต.ค. 2024
  • বন্ধুরা,
    এই ভিডিওতে আমি দেখিয়েছি, সমস্ত রকম ফিঞ্চ গোত্রীয় পাখির জন্য কিভাবে।। গ্রিট।। তৈরি করতে হয়। এই গ্রিট 1 কেজি পরিমাণ বানাবার জন্য যে সমস্ত উপকরণ গুলি লাগবে সেগুলি হল-
    1) মোটা দানা বালি-400 গ্রাম
    2) চুন-সুরকির গুঁড়ো-200 গ্রাম অথবা খাওয়ার চুন 100 গ্রাম‌‌ এবং ইটের গুঁড়ো 100 গ্রাম
    3) ঝিনুকের গুঁড়ো-150 গ্রাম
    4) সমুদ্র ফেনার গুঁড়ো (কাটেল ফিস বোন)-100 গ্রাম
    5) ডিমের খোসার গুঁড়ো-100 গ্রাম
    6) কাঠ কয়লার গুঁড়ো-25 গ্রাম
    7) সৈন্ধব লবণ এবং বিট লবণ গুঁড়ো-25 গ্রাম
    এই সমস্ত উপকরণ, কে একসঙ্গে ভালোভাবে মেশাতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে গ্রিট। শেষের উপকরণটি ভিডিও বানানোর সময় আমার কাছে উপস্থিত ছিল না, তাই দেখাতে পারিনি এর জন্য দুঃখিত।

ความคิดเห็น • 88

  • @sumitagayen2789
    @sumitagayen2789 3 ปีที่แล้ว

    Dada koto porimane nabo piz aktu bolben

  • @bksbiplabsarkarvlog
    @bksbiplabsarkarvlog 2 ปีที่แล้ว

    সুন্দর

  • @rintubirdshouse83
    @rintubirdshouse83 3 ปีที่แล้ว

    ককাটেল ভদিরি কেকি দেবাযাবে

  • @pankajchakrabortye8896
    @pankajchakrabortye8896 3 ปีที่แล้ว +1

    আপনার ভিডিওটি দেখে আমার বহুত উপকার হলো
    আপনাকে অনেক ধন্যবাদ জানাই দাদা

  • @prabirpanjal8761
    @prabirpanjal8761 4 ปีที่แล้ว

    খুব ভাল লাগল কিন্তু কিছু জিনিস পাওয়া খুব কঠিন । ধন্যবাদ ।

  • @duhitbera7959
    @duhitbera7959 3 ปีที่แล้ว

    অসাধারণ ভিডিও

  • @skatibol1425
    @skatibol1425 3 ปีที่แล้ว +1

    👍

  • @JAHANGIRALAM-sk5cf
    @JAHANGIRALAM-sk5cf 3 ปีที่แล้ว

    Nice

  • @amitdas1565
    @amitdas1565 3 ปีที่แล้ว

    ata ki lockdwon video

  • @debkumarbgattarcharjee7353
    @debkumarbgattarcharjee7353 4 ปีที่แล้ว

    Very Nice

  • @sudipsamanta8688
    @sudipsamanta8688 2 ปีที่แล้ว

    দাদাআমার পাখির বাছা একটু বড় হলে আর খাওয়া না বরো পাখি গুলো এর জন্য কি করতে হবে দাদা জানাবেন বদি পাখি

  • @AjoyChati
    @AjoyChati 3 หลายเดือนก่อน

    গ্ৰিট বানানোর জন্য সামুদ্রিক ফেনা কোথায় থেকে সংগ্ৰহ করব দাদা জানালে ভালো হয়

    • @birdsbreedingandlotsmore83
      @birdsbreedingandlotsmore83  3 หลายเดือนก่อน

      পাখির খাবার দোকানে পাবেন।

  • @tanmaymondal5682
    @tanmaymondal5682 4 ปีที่แล้ว

    nice

  • @mondaltelecom7479
    @mondaltelecom7479 2 ปีที่แล้ว

    কোন জিনিস কতটা দেবো সেটা তো বললে না

  • @abhisekhmondal7504
    @abhisekhmondal7504 3 ปีที่แล้ว +1

    দাদা ঝিনুক কি ভাবে পড়াবো

  • @change95931
    @change95931 4 ปีที่แล้ว

    Jhinuk porano ta dekhale khub valo hoi...
    R lovebird er grit ....

  • @haripadaghorai2472
    @haripadaghorai2472 4 ปีที่แล้ว

    আমি বেলদা থেকে বলছি

  • @amitkumarmondal9546
    @amitkumarmondal9546 4 ปีที่แล้ว

    দাদা আমি আপনার সাথে কথা বলতে চাই প্লিজ

    • @birdsbreedingandlotsmore83
      @birdsbreedingandlotsmore83  4 ปีที่แล้ว

      ফেসবুকের লিংক চ্যানেলের ম্যান পেজে দেওয়া হয়েছে ওখান থেকে যোগাযোগ করতে পারেন।

    • @amitkumarmondal9546
      @amitkumarmondal9546 4 ปีที่แล้ว

      দাদা আমি আপনার ফেসবুকে মেসেজ করেছি আপনি একটু দেখবেন প্লিজ। দাদা আমি পাখি পালন করতে চাই,আর আমি আপনার কাছথেকে পাখি কিন্তে চাই প্লিজ। আমি পাখি খুব ভালোবাসি। পাখি পালন পদ্ধতি আমি আপনার কাছথেকে শিখতে তাই প্লিজ দাদা আপনি আমাকে সাহায্যে করবেন?

    • @amitkumarmondal9546
      @amitkumarmondal9546 4 ปีที่แล้ว

      দাদা আমি আপনার কাছে অনেক মেসেজ পাঠিয়েছি কিন্তু কোন রিপ্লে আসিনি। দাদা আপনি ভালো করে দেখেন প্লিজ। মেসেজযারে দেখেন।

  • @perfectankit7819
    @perfectankit7819 4 ปีที่แล้ว

    Dada tomear neambar ta dilla vallo hoto

  • @sanjoybhunia5703
    @sanjoybhunia5703 4 ปีที่แล้ว

    Onek din pore

  • @santanumondal5162
    @santanumondal5162 3 ปีที่แล้ว

    Dada apnar phone number ta den please

  • @birdskeeper2679
    @birdskeeper2679 4 ปีที่แล้ว +2

    ভাইয়া আমার একটা জাভা পাখি চোখ সাদা মত দেখাচ্ছে এখন কি মেডিসিন ব্যবহার করতে পারি। আর চোখের সমস্যা নিয়ে একটা ভিডও তৈরি করেন।

    • @birdsbreedingandlotsmore83
      @birdsbreedingandlotsmore83  4 ปีที่แล้ว

      লাভ বার্ড পাখির চোখের সমস্যা নিয়ে যে ভিডিওটা আছে, ওখানে যে সমস্ত ওষুধ ব্যবহার করেছি ওগুলো ব্যবহার করা যাবে। ওই ভিডিওটা দেখতে পারেন।

    • @birdsbreedingandlotsmore83
      @birdsbreedingandlotsmore83  4 ปีที่แล้ว

      আর, পাখির চোখের সমস্যা হয়েছে কিনা খুব ভালোভাবে বুঝে শুনে তবেই ওষুধ প্রয়োগ করবেন।

    • @birdskeeper2679
      @birdskeeper2679 4 ปีที่แล้ว

      @@birdsbreedingandlotsmore83 হা সমস্যা হইছে ভাই

    • @birdskeeper2679
      @birdskeeper2679 4 ปีที่แล้ว

      @@birdsbreedingandlotsmore83 আপনার Facebook link আছে তাহলে ছবি দিতে পারতাম

  • @childrendrawing3754
    @childrendrawing3754 4 ปีที่แล้ว

    Jinuk porano ta dakhaben plz

  • @change95931
    @change95931 4 ปีที่แล้ว

    Dada summer r rainy season seed mix lovebird er jonne... ekta video korle valo hoto. R season change er somoye love bird er thanda lage gale treatment ki hobe ai bapareo akta video dile valo hoi.

  • @palashbag3833
    @palashbag3833 4 ปีที่แล้ว

    Upnar bari kothy

  • @firozmollick4885
    @firozmollick4885 3 ปีที่แล้ว

    দাদা ডিম বচ্ছা থাকলে কি গ্ৰীট দিয়া জাবেকি

  • @bikramlet7019
    @bikramlet7019 4 ปีที่แล้ว

    অনেক দিন পরে দাদা.....

  • @babumolla8306
    @babumolla8306 4 ปีที่แล้ว

    ভাইয়া আমি পাখি পালন করবো প্রথম কি পাখি পালন করবো

  • @bdbirdsmediazone9904
    @bdbirdsmediazone9904 4 ปีที่แล้ว

    এটা কি বাজরিগারকেও খাওয়ানো জাবে

  • @debasissamanta8005
    @debasissamanta8005 4 ปีที่แล้ว

    Love bird er gride banano ta jodi aktu bole den tahole khub upokrito hobo

  • @bikashmondalmondal9715
    @bikashmondalmondal9715 4 ปีที่แล้ว

    Dada onak din por video

  • @icchedana407
    @icchedana407 3 ปีที่แล้ว

    Amar 2ti male r female finch pakhi ache. Kibhabe bujhbo dim debe?pls ektu janan

  • @farhaduzzaman317
    @farhaduzzaman317 3 ปีที่แล้ว

    কোন উপকরন কি পরিমান সেটা জানালে ভাল হয়।

  • @soumodeepmishra5926
    @soumodeepmishra5926 4 ปีที่แล้ว

    Dada catel fish bon ar jhinuk bad dia Baki gulo use korla ta hola breed korba।

    • @birdsbreedingandlotsmore83
      @birdsbreedingandlotsmore83  4 ปีที่แล้ว

      অবশ্যই করবে ।তবে ভালো ফলের জন্য ওই জিনিস গুলো ব্যবহার করলে ভালো।

  • @birdandfishfarmlover8519
    @birdandfishfarmlover8519 4 ปีที่แล้ว

    ঝিনুক কিভাবে পোড়াবো।জানাবেন??

  • @shafiqulislam6068
    @shafiqulislam6068 4 ปีที่แล้ว

    এই গ্রিট বা মিশ্রন কবুতরকে খাওয়ানো যাবে কি ?

  • @Aqua.lab87
    @Aqua.lab87 4 ปีที่แล้ว

    Dada bugies er grit ta finch ke dile chol be Kia na please help

  • @paritoshhowlader1740
    @paritoshhowlader1740 4 ปีที่แล้ว

    Grit ki bacha takla o Sab water daya jay?

  • @salmanfarsi3189
    @salmanfarsi3189 3 ปีที่แล้ว

    আচ্ছা ভাই মোটা বালি বা চুনসুরকি ফিন্স জন্য কি ক্ষতিকর ???

    • @birdsbreedingandlotsmore83
      @birdsbreedingandlotsmore83  3 ปีที่แล้ว +1

      না, বরং উপকারী।যে সমস্ত পাখিরা খোসা ছাড়িয়ে দানা গিলে খায় ,ভাঙতে পারে না, তাদের ক্ষেত্রে ওই সমস্ত বালি চুন সুরকি ইত্যাদির মত শক্ত জিনিস পাকস্থলীতে গিয়ে নিজেরা হজম না হয়ে, দানাগুলো কে ভাঙতে এবং হজমে সাহায্য করে। তাছাড়া চুন খানিকটা ক্যালসিয়ামের ঘাটতি ও মেয়েটার।

  • @sandipbirdsfarm2514
    @sandipbirdsfarm2514 4 ปีที่แล้ว

    Dada Java bird sale acha.

  • @birdandfishfarmlover8519
    @birdandfishfarmlover8519 4 ปีที่แล้ว

    ঝিনুকের গুড়োর বদলে কি জিপশাম (Plaster of paris )দেওয়া যায় কি??

    • @birdsbreedingandlotsmore83
      @birdsbreedingandlotsmore83  4 ปีที่แล้ว

      না। প্লাস্টার প্যারিস ব্লক তৈরির ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, গ্রিট তৈরির ক্ষেত্রে দেওয়ার দরকার নাই।

  • @anirbanghaktak9152
    @anirbanghaktak9152 4 ปีที่แล้ว

    Dada amar cocktail er dim nosto hoye jachhe kano er jonno ami ki korbo ata bole amake please help korben

  • @saimonsumon5539
    @saimonsumon5539 4 ปีที่แล้ว

    ভাইয়া এই গ্রিট কি ঘুঘুকে দেয়া যাবে প্লিস জানাবেন

  • @sanjoybhunia5703
    @sanjoybhunia5703 4 ปีที่แล้ว

    Dada jinuker upkarita ki?ate ki composition thake bolbe plz?

    • @birdsbreedingandlotsmore83
      @birdsbreedingandlotsmore83  4 ปีที่แล้ว

      এই বিষয় নিয়ে একটা ভিডিও বানাবো এবং ওখানে যে ঝিনুক পুড়িয়ে ব্যবহার করার কথা বলেছি সেটাও দেখাবো।

  • @debrajdolui4246
    @debrajdolui4246 4 ปีที่แล้ว

    Dada amar pakhi egg dite na pere mara jachhe. Ki medicine dile valo hobe.

    • @birdsbreedingandlotsmore83
      @birdsbreedingandlotsmore83  4 ปีที่แล้ว

      শরীরে ক‍্যালসিয়ামের ঘটতি থাকলে অথবা কম বয়সে পাখিকে ব্রিডিং করালে এই সমস্যা বেশি করে হয়। ক্যালসিয়ামের ঘাটতি থেকে এই ধরনের সমস্যা হলে, যেকোনো ধরনের ক্যালসিয়াম সাপ্লিমেন্ট( যেমনঃ ক্যাডিসল ডি সি, ক্যালসিকন, অষ্ট ভেট, ইত্যাদি) জলে কিংবা সফ্ট ফুডে মিশিয়ে ব্যবহার করতে হবে। তবে গ্রীষ্মকালে ক্যালসিয়াম ওষুধ রূপে ব্যবহার কম করাই ভালো। সব থেকে ভালো হয় খাঁচার মধ্যে সবসময় সমুদ্র ফেনা অর্থাৎ ক্যাটেল ফিশ বোর্ণ দিয়ে রাখতে হবে, যাতে করে সেখান থেকে ক্যালসিয়াম পেতে পারে। এছাড়া ডিমের খোসা দেয়া যেতে পারে। এছাড়া গ্রিট ব্যবহার করতে হবে। এছাড়াও আরেকটি সমস্যার জন্য এরকমটা হতে পারে, সেটা হলো কৃমি তাই বছরে একবার অবশ্যই কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে।

  • @souvikkundu4798
    @souvikkundu4798 4 ปีที่แล้ว

    Java r baby sell a6e? Amar lagbe.

  • @tarashankarsarkar6307
    @tarashankarsarkar6307 4 ปีที่แล้ว

    ঝিনুক পড়াবো কি ভাবে

    • @birdsbreedingandlotsmore83
      @birdsbreedingandlotsmore83  4 ปีที่แล้ว

      অবশ্যই দেখাবো একটু অপেক্ষা করতে।

  • @siamafra6786
    @siamafra6786 4 ปีที่แล้ว

    সমুদ্রের ফেনা যদি না পাই।

    • @birdsbreedingandlotsmore83
      @birdsbreedingandlotsmore83  4 ปีที่แล้ว

      এর জন্য খুব বেশি অসুবিধা হবেনা। তবে ব্যবহার করলে ভালো। আর একটা কথা হল ডিমের খোসা অবশ্যই ব্যবহার করবেন।

  • @darshansarkar9021
    @darshansarkar9021 4 ปีที่แล้ว

    Dada java bird sell korben ami 2 - 3 pair nebo. Pls ektu janaben.

  • @babumolla8306
    @babumolla8306 4 ปีที่แล้ว

    ভাইয়া আমার একটু হেলব করেন পিলিস
    আমি 10জোড়া লাভবাড পাখি পালন করলে আমার বছরে লাব কতো হতে পারে 2000 দামের লাভবাড

    • @birdsbreedingandlotsmore83
      @birdsbreedingandlotsmore83  4 ปีที่แล้ว +1

      আমার মনে হয় লাভের অংক কষে অন্যান্য ব্যবসা করা ভালো। পাখি চাষ ভালোবাসার জিনিস আগে ভালোবাসা দিতে হবে যত্ন করতে হবে লাভ এমনিতেই পেয়ে যাবেন। তবু বলে রাখি যদি ঠিকঠাক সবকিছু থাকে তাহলে বছরে যে কোন পাখির তিনবার অন্ততপক্ষে ব্রিড নেওয়া যায়, তা থাকে যদি অন্তত পক্ষে তিনটি করে ও বাচ্চা আসে তাহলে 9 টা বাচ্চা পাবেন জোড়া পিছু ।এবার কোন ধরনের পাখি আপনি পালন করছেন তার ওপরে নির্ভর করছে লাভ। কারন ,তার খাওয়া দাওয়া এবং অন্যান্য মেনটেনেন্স বাদ দিয়ে তবেই লাভ হিসাব হবে। যে পাখি যত কম খরচে খাওয়া দাওয়া এবং অন্যান্য সব কিছু করা সম্ভব, সেই পাখির থেকে তত বেশি লাভ আশা করা যায়। ধরুন একজোড়া 2000 টাকার লাভ বার্ড পাখির খাওয়া দাওয়া এবং অন্যান্য খরচ অনেক বেশি তুলনামূলকভাবে যদি 2000 টাকা দামের ফিঞ্চ পাখি পালন করেন তার খাওয়া-দাওয়া এবং অন্যান্য খরচ অনেক কম এবং বাচ্চার পরিমাণ ও হয় অনেক বেশি যদি ঠিকঠাক মেন্টেন করতে পারেন। আবার ফিঞ্চ পাখির গড় আয়ু লাভ বার্ড এর থেকে অনেক কম এবং ফিঞ্চ পাখি অল্পতেই রোগে পড়তে পারে তুলনামূলকভাবে লাভ বার্ড এর রোগ জ্বালা কম হয়। তাই এভাবে হিসাব করে পাখি চাষ না করে ,যে পাখির অপর আপনার ভালোবাসা বেশি সেই পাখি পালন করুন দেখবেন লাভ তা থেকেই ভাল পাবেন। শুধু সময় ও ধৈর্য অবশ্যই প্রয়োজন।

    • @babumolla8306
      @babumolla8306 4 ปีที่แล้ว

      @@birdsbreedingandlotsmore83 ধন‍্যবাদ ভাইয়া
      আমি পাখি খুবভালো বাসি এবং পাখি পালন করতে ইচ্ছা করে কিন্তু আমি গরিব মানুষ ধান চাষ করে সংসার চলে কনো রকম , আমি বলেতে চাইছিলাম একটা লাভবাট পাখি এক বছরে 5000টাকা খরচ এই একবছরে আমি 5000টাকা তুলতে পারবো ওদের কাজ থেকে ।

    • @babumolla8306
      @babumolla8306 4 ปีที่แล้ว

      @@birdsbreedingandlotsmore83 ভাইয়া আমি তোমার বিরক্ত করবো না একটু পাখির সম্পকে জানতে চাই তোমার ফোন নাব্বার দেওয়া যাবে এটা আমার ফোন নাব্বার 6296607839পিলাস ভাইয়া একবার ফোন করো।

  • @soumyodipmal5701
    @soumyodipmal5701 4 ปีที่แล้ว

    দাদা আপনার ফোন নাম্বার আর ঠিকানাটা যদি বলেন খুবই ভাল হয়

  • @haripadaghorai2472
    @haripadaghorai2472 4 ปีที่แล้ว

    দাদা আমার কিছু জাভা পাখি আছে তার কিছু বেবি উঠেছে কিন্তু বেবি গুলো অসুস্থ চোখ গুলো বন্ধ হয়ে গেছে ফুলে গেছে আর ডায়রিয়া পায়খানা করছে কি মেডিসিন দিলে ভালো হবে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8016 0 33 125

    • @birdsbreedingandlotsmore83
      @birdsbreedingandlotsmore83  4 ปีที่แล้ว +1

      পাখিগুলোকে আপনি এই প্রচন্ড গরমের মধ্যে রেস্টে রাখুন ,না হলে এডাল্ট পাখিগুলো ও নষ্ট হতে পারে। বেবি গুলো আমার যতদূর সম্ভব মনে হচ্ছে ডায়রিয়ার কারণে ভিজে স্যাঁতস্যাঁতে পরিবেশে থাকার কারণে ঠান্ডা ও লেগে গেছে, যার কারণে এরকম সমস্যা হচ্ছে। আগে যেটা করতে হবে সেটা হল পাখির নেস্টিং চেঞ্জ করতে হবে এবং পাখির হজমের সমস্যা দূর করার জন্য নেওপেপটিনে অথবা ডেইজি প্যান এই সমস্ত হজমের ওষুধ পরপর তিন থেকে চার দিন জলে মিশিয়ে ব্যবহার করতে হবে একবারটি জলে 10 থেকে 12 ফোটা। এই সময় সফট ফুড হিসাবে শুধুমাত্র ভাত ব্যবহার করুন অন্য কিছু দেবার দরকার নেই। আশা করি এতে কাজ হয়ে যাবে। যেহেতু সঙ্গে বেবি হয়েছে তাই কোন রকম অ্যান্টিবায়োটিক এই মুহূর্তে না দেওয়াই ভালো এতে উল্টে ক্ষতি হতে পারে।

  • @bikashdas196
    @bikashdas196 4 ปีที่แล้ว

    দাদা জাভা মেইলটা সিশ দেয় না ফিমেইলটা আর এরা মেয়ে চেনার উপায়টা একটু বলুন আর জাভা কয় মাসে এডাল হয় প্লিজ প্লিজ

    • @birdsbreedingandlotsmore83
      @birdsbreedingandlotsmore83  4 ปีที่แล้ว

      মেল পাখি শিস দেয়। ফিমেল হলে শিস দেবে না। ফিমেল এর দেহের গঠন অনেক রোগা ,মেলের তুলনায় চোখের পাতা হালকা লাল রঙের ,ঠোঁটের রং হালকা লাল। আট মাস বয়স এর পর এদের ব্রিড নেয়া যায়। এই নিয়ে একটা ভিডিও বানাবার চেষ্টা করব।

    • @bikashdas196
      @bikashdas196 4 ปีที่แล้ว

      পল্ববদা একটু বিরাক্ত করলাম জাভা মেলটার ঠোট ছোট না ফিমেলটার ঠোট ছোট আর একটা কথা দাদা তোমার whatsapp no টা দিলে আমার অনেক উপকার হয়

  • @petnagar3825
    @petnagar3825 3 ปีที่แล้ว

    Nice

  • @surajmolla637
    @surajmolla637 4 ปีที่แล้ว

    Dada apnar phone number ta din