Bandarban, Megla Porjoton complex|মেঘলা পর্যটন কমপ্লেক্স,বান্দরবান |Bandarban tour|বান্দরবান ভ্রমণ

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ต.ค. 2024
  • মেঘলা পর্যটন কমপ্লেক্স,বান্দরবানভ
    বিস্তারিত:
    বান্দরবানের প্রবেশ পথেই (বান্দরবান-কেরানীহাট সড়কের) জেলা পরিষদের বিপরীতে সুন্দর মনোরম পরিবেশে মেঘলা পর্যটন কমপ্লেক্স অবস্থিত। বান্দরবান শহর থেকে এর দুরত্ব ৪ কিলোমিটার । এ পর্যটন কমপ্লেক্সটিতে রয়েছে- স্বচ্ছ পানির নয়নাভিরাম হ্রদ, হ্রদের পানিতে নৌকায় চড়ার জন্য প্যাডেল বোট, হ্রদের উপর দুটি আকর্ষণীয় ঝুলন্ত সেতু, উম্মুক্তমঞ্চ, একাধিক পিকনিক স্পট, ক্যান্টিন, চিড়িয়াখানা, সাফারী পার্ক, চা-বাগান, বিশ্রামাগার ও শিশুপার্ক রয়েছে। এ কমপ্লেক্সের কাছে উন্নতমানের পর্যটন মোটেল এবং খাবারের জন্য হলি ডে ইন রির্সোট রয়েছে। জেলা প্রশাসন কর্তৃক এ পর্যটন কমপ্লেক্সটি পরিচালনা করা হয়। জনপ্রতি প্রবেশ ফি ৫০/- টাকা এবং পিকনিক পার্টি ও দলগত ভ্রমনের জন্য বিশেষ প্যাকেজের ব্যবস্থা রয়েছে। প্রতিবছর হাজার হাজার ভ্রমন বিলাসী পর্যটক মেঘলায় ভ্রমন করতে আসে। এখানে জেলা প্রশাসন পরিচালিত একটি সুন্দর রেস্ট হাউজ রয়েছে, যেখানে রাত্রিযাপন করা যায়। ৪টি কক্ষের প্রতিটি ৩০০০/-টাকায় ভাড়া দেয়া হয়। (বুকিং এর জন্য ০৩৬১-৬২৫০৬)
    যাতায়াত: যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। দেশেরে যেকোন স্থান থেকে সহজে যাতায়াত করা যায়। ঢাকা অথবা চট্টগ্রাম থেকে বাস, কোচ, মাইক্রোবাস, জীপ ও যে কোন ভাড়া করা গাড়িতে যাতায়াত করা যায়। চট্টগ্রাম থেকে বিআরটিসির বাস, পূরবী ও পূর্বাণী চেয়ারকোচের মাধ্যমে আসা যায়। ঢাকা বান্দরবান চেয়ারকোচের মাধ্যমে সরাসরি আসা যাওয়া করা যায়। বান্দরবান শহর থেকে বেবি টেক্সি ভাড়া-৮০/ টাকা এবং জীপ/মাইক্রোসবাস ভাড়া ৪শ/৫শ টাকা।

ความคิดเห็น • 1

  • @farhana_life_style
    @farhana_life_style 2 หลายเดือนก่อน

    Natural beauty🎉🎉🎉🎉🎉