রাজশাহী থেকে কলকাতার ট্রেন কোন পথ ধরে যেতে পারে? Rajshahi-Kolkata train can run on which route?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • রাজশাহী থেকে কলকাতার ট্রেন কোন পথ ধরে যেতে পারে? ৭৭ বছর আগেও এই ট্রেন সার্ভিস চালু ছিল।
    Rajshahi-Kolkata train can run on which route?
    Rajshahi to Kolkata train,
    Railway, Train, Bangladesh Railway, indian Railway, Rajshahi-Kolkata train can run on which route? রাজশাহী থেকে কলকাতার ট্রেন, কবে চালু হচ্ছে? চালু হচ্ছে ট্রেন সার্ভিস, Kolkata, Rajshahi, Bangladesh, কলকাতা, রাজশাহী, ঢাকা,বাংলাদেশ, ভারত, India, Rajshahi 365,
    অবিভক্ত বাংলায় ভারতের মালদহ ও মুর্শিদাবাদ হয়ে রেলপথে কলকাতার সাথে রাজশাহীর যোগাযোগ ছিল। ১৯৪৭ সালে ভারত এবং পাকিস্তান পৃথক রাষ্ট্র গঠনের পর সেই যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে আবার নতুন করে চালু হতে যাচ্ছে রাজশাহী কলকাতার মধ্যকার সরাসরি ট্রেন।
    যদিও চিকিৎসা ও ভ্রমণসহ নানা কারণে এখনও রাজশাহী অঞ্চলের বিপুল সংখ্যক মানুষ প্রতিনিয়ত ভারত যাচ্ছে। রাজশাহী-কলকাতা ট্রেন চালুর গুরুত্ব অনেক আগে থেকেই ছিল এই এলাকায়। সেই চাহিদা বিবেচনা করেই চালু হতে যাচ্ছে রাজশাহী-কলকাতার মধ্যকার সরাসরি ট্রেন সার্ভিস।
    তবে কোন রুট দিয়ে চলতে পারে এই ট্রেনটি? পর্যালোচনা করে জানা গেছে-- যদি রাজশাহী -কলকাতার মধ্যকার ট্রেনটি চালু হয় তবে রাজশাহী-কলকাতা ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জের রহনপুর সীমান্ত দিয়ে ভারতের সিঙ্গাবাদ, মালদহ, ফারাক্কা, কাটোয়া, খাগড়াঘাট হয়ে কলকাতার হাওড়া রেলস্টেশনে পৌঁছানোর রুট হতে পারে। এ রুটে কলকাতা যেতে ৪২৫ কিলোমিটার পথের দূরত্ব অতিক্রম করতে হবে। সময় লাগতে প্রায় ১১ ঘণ্টা।
    অন্যদিকে চুয়াডাঙ্গার দর্শনা- গেদে সীমান্ত দিয়ে ২১৫ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে কলকাতার রুট হতে পারে রাজশাহী-কলকাতার ট্রেনের রুট। এতে সময় লাগবে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা। তবে এখনও ট্রেনের রুট ঠিক হয়নি। এনিয়ে দুইদেশের রেল কর্মকর্তাদের বসে সিদ্ধান্ত গ্রহণ করবেন খুব শিঘ্রই।
    দীর্ঘ ৭৭ বছর অপেক্ষার পর রাজশাহী ও কলকাতার মধ্যে পুনরায় ট্রেন সার্ভিস চালু হচ্ছে। গত (২২ জুন) বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীদের বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়। দিল্লিতে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অংশ নেন।
    এ ছাড়া বৈঠক শেষে রাজশাহী ও কলকাতার মধ্যে ট্রেন চালুসহ ১৩টি ঘোষণা দেওয়া হয়। সেই ঘোষণার এক নম্বর রয়েছে রাজশাহী ও কলকাতার মধ্যে নতুন ট্রেন সার্ভিস চালুকরণ।
    রাজশাহী-কলকাতা ট্রেন চলাচল চালু করতে দীর্ঘদিন যাবৎ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের ২০১৮ ও ২০২৩ সালের নির্বাচনী প্রতিশ্রুতিও ছিলো।
    ২০২৩ সালের নির্বাচনী ইশতেহারের ‘শিল্প-বাণিজ্য,যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়ন’ খাতের ৬ নম্বরে আছে রাজশাহী টু কলকাতা ট্রেন ও রাজশাহী টু কলকাতা বিমান এবং রাজশাহী টু কলকাতা সরাসরি বাস সার্ভিস চালু করা হবে- বলে উল্লেখ করেছিলেন তিনি।
    রাজশাহী-কলকাতা ট্রেন চলাচল চালু করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট লিখিতভাবে ও মৌখিকভাবে বারবার দাবি জানিয়ে আসছিলেন রাশশাহী সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র। এছাড়া রাজশাহী-কলকাতা ট্রেন চলাচল চালুর গুরুত্ব তুলে ধরে রেলমন্ত্রীকে কয়েকবার ডিও দিয়েছেন মেয়র। সর্বশেষ গত ১০ মে রেলমন্ত্রী মো. জিল্লুর হাকিম রাজশাহী সফরে আসলে রাজশাহী-কলকাতা সরাসরি ট্রেন ও বিমান চালুর দাবি সংবলিত ডিও লেটার প্রদান করেন মেয়র লিটন।
    এ ব্যাপারে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী থেকে কলকাতা সরাসরি ট্রেন ও বিমান যোগাযোগ চালু করা আমার নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে অন্যতম একটি প্রতিশ্রুতি। অবশেষে বহুল কাঙ্খিত রাজশাহী-কলকাতা ট্রেন সার্ভিস চালু হতে যাচ্ছে। এই ট্রেন সার্ভিস চালু হলে রাজশাহী তথা উত্তরাঞ্চলের মানুষেরা ব্যাপকভাবে উপকৃত হবেন, বিশেষ করে যারা চিকিৎসা নিত্ব ভারতে যান, তারা ও তাদের স্বজনরা। নতুন এ ট্রেন সার্ভিস চালুর মাধ্যমে উভয় দেশের মধ্যে যোগাযোগ আরও সুদৃঢ় হবে।

ความคิดเห็น • 21

  • @dhruvachakravarty3299
    @dhruvachakravarty3299 3 หลายเดือนก่อน +1

    মালদহ হয়ে কলকাতা গেলে দূরত্ব একটু বেশি হলেও বহু যাত্রীদের কাছে এই পথটি নানাদিক দিয়ে সুবিধাজনক হবে বলে মনে হয়।

  • @sajadulalomhimel5415
    @sajadulalomhimel5415 3 หลายเดือนก่อน +2

    রহনপুর দিয়ে গেলে সর্বোচ্চ ৮ ঘন্টা সময় লাগবে এর বেশি হবে না। সময়ের একটা ভুল ধারনা তৈরী করা হচ্ছে যেন রহনপুর দিয়ে রুট না হয়। রাজশাহী থেকে রহনপুর কমিউটার ট্রেনে আসতে সময় লাগে ১.২০ মি. রহনপুর থেকে সিঙ্গাবাদ স্টেশন যেতে সময় লাগবে ২০ মি. সিঙ্গাবাদ থেকে মালদা যেতে সময় লাগে লোকাল ট্রেনে ৪০ মিনিট আর মালদা থেকে কোলকাতা যেতে সময় লাগে ৬ ঘন্টা। সেক্ষেত্রে যখন আন্তর্জাতিক বিরতিহীনন ট্রেন যাবে তখন সময় আরো কম লাগবে। ৬ -৭ ঘন্টার মধ্যে কলকাতা যাওয়া সম্ভব।

    • @RomjanKhan-d2g
      @RomjanKhan-d2g 3 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🥰❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰❤️🥰🥰❤️ই🥰ইইই🥰ইইইই

    • @eliasfiroz
      @eliasfiroz 2 หลายเดือนก่อน

      মালদা থেকে কলকাতা পর্যন্ত ৩৩৫ কি:মি:
      অযথা কেন ঘুরবে ?
      সাথে অতিরিক্ত টাকা খরচ করতে হবে ।

  • @jaydeepchakraborty9073
    @jaydeepchakraborty9073 3 หลายเดือนก่อน +1

    যত স্টেশনের নাম বললেন তা বিশেষ কাজে লাগবে না। এটা হবে international train. কাজেই মাঝ পথে ওঠা নামা করা যাবে না।

  • @arunkumarroy8441
    @arunkumarroy8441 3 หลายเดือนก่อน +1

    আলিপুরদুয়ার জংশন থেকে -- গীতালদাহ জংশন -- bangladesh-- kolikata jatribahi mail train punray khola / chalu / shuru kra houk

  • @almamun1545
    @almamun1545 3 หลายเดือนก่อน +3

    দর্শনা দিয়ে হবে মেবি। রাস্তার দৈর্ঘ্য কম, সময় কম লাগবে।

    • @rajshahi365
      @rajshahi365  3 หลายเดือนก่อน +1

      অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা

  • @SalmaKhatun-r3p
    @SalmaKhatun-r3p 3 หลายเดือนก่อน +1

    রাজশাহী থেকে কলকাতা কবে ট্রেন চলবে জানাবেন দয়া করে

  • @sunilbaransaha5464
    @sunilbaransaha5464 3 หลายเดือนก่อน +1

    Rajshahi to Kolkata is better to via Gede border

  • @itsemn4863
    @itsemn4863 3 หลายเดือนก่อน +1

    Rohanpur diya howa r dabi janai ❤

  • @samitrasaha-x4p
    @samitrasaha-x4p 2 หลายเดือนก่อน

    Bheramara, KOOSHTH ea kari mpoor, palaso, kolkata bhalo hobe

  • @07earningtech68
    @07earningtech68 3 หลายเดือนก่อน

    Vai apnar numberta den places

  • @SaifuddinChowdhury-o7r
    @SaifuddinChowdhury-o7r 3 หลายเดือนก่อน

    আমি শংকিত! এক অজানা দুর্ভোগে জড়িয়ে পড়ছে না তো!

    • @Craftermind001
      @Craftermind001 3 หลายเดือนก่อน +1

      কি কারনে?

  • @khochchore
    @khochchore 3 หลายเดือนก่อน

    চলবে না। চিনের ভয়ে বাতিল করা হয়েছে

    • @debasishbhattacharjee7933
      @debasishbhattacharjee7933 3 หลายเดือนก่อน

      চীনকে আপনারা ভয় পেতে পারেন ভারত নয়।

    • @debasishbhattacharjee7933
      @debasishbhattacharjee7933 3 หลายเดือนก่อน

      চীনকে আপনারা ভয় পেতে পারেন ভারত নয়।