ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

আইনের ছাত্র কোথায় কোথায় চাকরি করতে পারে। Job sector for law student।।Shohoz ain।। সহজ আইন।।

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 พ.ค. 2021
  • আইনের ছাত্র কোথায় কোথায় চাকুরী করতে পারবে?
    দেশের প্রায় প্রতিটি পাবলিক কিংবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়েই অন্যতম চাহিদাসম্পন্ন বিষয় আইন। বিভিন্ন জায়গায় বিভিন্ন কোর্স পড়ানো হয়। তবে সার্বিকভাবে আইন পড়তে হলে কিছু বিষয় একজনকে জানতেই হবে। এর মধ্যে অন্যতম ‘জুরিসপ্রুডেনস’, যা একাধারে আইনের বিজ্ঞান, দর্শন ও ব্যাকরণ। আইনের প্রাথমিক ধারণাগুলো এখানে আলোচনা করা হয়। তা ছাড়া পড়ানো হয় সাংবিধানিক আইন, যা ছাড়া আমরা এ দেশের আইনগুলো বুঝতেই পারব না। বাংলাদেশে পারিবারিক আইনগুলোতে ধর্মীয় আইনের যে গভীর প্রভাব রয়েছে, তা আমরা বুঝি মুসলিম ও হিন্দু আইন পড়তে গেলে। আন্তর্জাতিক পরিমণ্ডলের সদস্য হিসেবে বাংলাদেশকে কী কী আইন মেনে চলতে হবে, তা পড়ানো হয় আন্তর্জাতিক আইনে।
    তা ছাড়া স্নাতক পর্যায়ে ভূমি আইন, ক্রয়বিক্রয়-সংক্রান্ত আইন, পরিবেশ আইন, ক্রিমিনোলজি, সিপিসি, সিআরপিসি ইত্যাদি সবখানেই পড়ানো হয়। স্নাতকোত্তর পর্যায়ে আরও কিছু বিশেষায়িত বিষয় পড়ানো হয়।
    আইনের ছাত্র ভবিষ্যৎ কী?
    আইন খুবই বিস্তৃত বিষয়। তবে এ দেশে পেশাগত ক্ষেত্রে আইনের সঠিক বিকাশ হয়নি বলে মানুষ এখনো কয়েকটি প্রথাগত ক্ষেত্রেই ভবিষ্যৎ গড়ার কথা ভাবে-আদালতে ওকালতি, বিচারক কিংবা শিক্ষক। তবে এর বাইরে আরও অনেক অনেক কাজ সম্ভব। যেমন আইন পড়ে গবেষকও হওয়া যায়। গবেষণা যে শুধু আইনের ভেতরেই সীমাবদ্ধ থাকবে তা নয়। সমাজবিজ্ঞান, ধর্মতত্ত্ব, অর্থনীতি, মেডিকেল সায়েন্স সবকিছুর সঙ্গেই আইন নিয়ে গবেষণা সম্ভব। এ কারণে আইনকে আন্তগবেষণা ক্ষেত্রও বলা যায়। পৃথিবী যতই এগিয়ে যাক না কেন, আইন পেশার গুরুত্ব সব সময় থাকবে।
    আইনের ছাত্র কোথায় কোথায় ক্যারিয়ার গড়তে পারে।
    প্রথমত, আইনজীবী হিসেবে সফল ক্যারিয়ার গড়ার সম্ভাবনা তো আছেই। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা যেসব চাকরিতে আবেদনের যোগ্য, আইনের শিক্ষার্থীরাও সেই সব পদে অনায়াসে ক্যারিয়ার গড়তে পারেন। ‘জুডিশিয়াল সার্ভিস’ অর্থাৎ সহকারী জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে ‘সরকারি ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার’ হওয়ার সুযোগ আছে, যা শুধু আইনের শিক্ষার্থীদের জন্যই। বিসিএসে পররাষ্ট্র, প্রশাসন, পুলিশ, কাস্টমস ইত্যাদি নন-টেকনিক্যাল ক্যাডারে যোগ দিতে পারবেন।
    দেশের প্রায় প্রতিটি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আইনের শিক্ষকের চাহিদা আছে। কমিশনড অফিসার পদমর্যাদায় সেনা, নৌ ও বিমানবাহিনীতে স্বল্পমেয়াদি প্রশিক্ষণের মাধ্যমে ‘জাজ অ্যাডভোকেট জেনারেল’ হিসেবে যোগ দেওয়া যায়। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ‘সহকারী আইনসচিব’ হিসেবে ক্যারিয়ার গড়ার কথাও ভাবতে পারেন।
    এ ছাড়া বাংলাদেশে অবস্থিত বিদেশি দূতাবাস, ব্যাংক ও বহুজাতিক প্রতিষ্ঠানে ‘ল অফিসার’ হিসেবে নিয়োগ পাওয়া যায়। আদালতে সরকারি আইন কর্মকর্তা বা পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ হয়। বিদেশে ইমিগ্রেশন কেস অফিসার বা ল অফিসার হিসেবে কাজ করেন অনেকে। আইনের ডিগ্রিধারীদের জন্য রয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা-যেমন ইউএনএইচসিআর, ইউএনডিপি, ডব্লিউএইচও, ইউনিসেফ, আইওএম, আইএলও ইত্যাদি প্রতিষ্ঠানে কাজের সুযোগ। আইনি পরামর্শক বা উপদেষ্টা হিসেবেও ক্যারিয়ার গড়তে পারেন। তা ছাড়া মানবাধিকার কিংবা নারী ও শিশু অধিকার নিয়ে যদি কেউ কাজ করতে চান, তবে তাঁর জন্য সেরা প্ল্যাটফর্ম আইনপাঠ।
    কেউ যদি একটু ব্যতিক্রম কোনো ক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে চান, চলচ্চিত্রশিল্পে আইন পরামর্শক বা কোর্টরুম-বিষয়ক চলচ্চিত্রের চিত্রনাট্যকারও হতে পারেন। আইনের বিষয়গুলো গল্পচ্ছলে লিখে হতে পারেন বিখ্যাত ঔপন্যাসিক জন গ্রিশামের মতো লেখকও।
    কারা পড়বেন
    বিষয়টা যখন আইন তখন অন্তত এই প্রশ্ন করা উচিত নয় যে কারা পড়বে। আইনপাঠ সবার জন্য জরুরি। অতএব উত্তর একটাই-আইন সবাই পড়বে। তবে বিশ্ববিদ্যালয়ে কারা পড়বেন? এ ক্ষেত্রে দুটো ভাগ করা যায়। প্রথমত, গবেষণার প্রবৃত্তি যাঁদের আছে। আইনের শাসন আছে কি না, আইনগুলো সমাজের সঙ্গে খাপ খাচ্ছে কি না-এসব নিয়ে যাঁরা চিন্তাভাবনা করতে ভালোবাসেন, তাঁরাই আইন পড়বেন। আর দ্বিতীয়ত, যাঁরা পেশাগত জীবনে বিচারক বা আইনজীবী হতে ইচ্ছুক।
    তবে একজন ছাত্রের কিছু বৈশিষ্ট্য থাকা দরকার যা আইন পড়তে সাহায্য করবে। গভীরভাবে চিন্তা করতে পারা তার মধ্যে অন্যতম। আইন কখনোই মুখস্থের বিষয় নয়। অনেকের ভুল ধারণা যে আইনের ধারা জানা মানেই আইন জানা। যা মোটেও সত্য নয়। আইন পড়ার প্রথম ধাপ হচ্ছে একটা বিষয়কে বিশ্লেষণ করতে পারা। গভীর চিন্তাশক্তি এ ক্ষেত্রে খুব জরুরি। কেউ প্রশ্ন করতে পারেন, বিজ্ঞান বা ব্যবসায় শিক্ষার ছাত্রছাত্রীরা আইন কেন পড়বেন? আসলে আইন একটি মাল্টি ডিসিপ্লিনারি বিষয়। জীবনের প্রতিটি ক্ষেত্রে এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইনের অনেক বিষয় ব্যবসায় শিক্ষার বিভিন্ন বিষয়ের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত-চুক্তি আইন, ব্যবসায়িক আইন, প্রাতিষ্ঠানিক আইন যার মধ্যে অন্যতম। ঠিক তেমনি সম্পর্ক আছে বিজ্ঞানের বিষয়গুলোর সঙ্গে। এনার্জি ল কিংবা ফরেনসিক ল তো তাঁদেরই জন্য, যাঁরা একসময় পদার্থবিজ্ঞান কিংবা জীববিজ্ঞান পড়তে ভালোবাসতেন।
    Contact Information-
    Phone No- 01671-043256
    Email- amirhamzalemon@gmail.com
    Face book Page Link- / shohozain
    Instagram Link- / advocatelemon
    Twitter Link- / advocatelemon

ความคิดเห็น • 316

  • @SamratBali-wq8vw
    @SamratBali-wq8vw 6 หลายเดือนก่อน +3

    দারুণ ব্যাক্তিত্ব আপনার ❤

  • @user-hw4zb1yj1l
    @user-hw4zb1yj1l ปีที่แล้ว +6

    খুব ভালো লাগলো স্যার আপনার উপস্থাপনা

  • @faizafarin07
    @faizafarin07 2 ปีที่แล้ว +4

    Apner kotha golo shune valo laglo😇 thanks

  • @skshuborna6687
    @skshuborna6687 2 ปีที่แล้ว +63

    অনেক ভালো লেগেছে ভিডিও টা আমিও এলএলবি নিয়ে পড়তে চাচ্ছি। ১৭/১৮ তারিখে আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন।

    • @ShohozAin
      @ShohozAin  2 ปีที่แล้ว +4

      স্বাগতম

    • @skshuborna6687
      @skshuborna6687 2 ปีที่แล้ว +1

      Thank you so much.

    • @ekfatjahanrubaiya2227
      @ekfatjahanrubaiya2227 2 ปีที่แล้ว +3

      in sha Allah ak din ami o porbu. Onek doa apnar jonno ☺️

    • @misstanju3496
      @misstanju3496 2 ปีที่แล้ว +2

      @@skshuborna6687 আপু কখন থেকে আবেদন শুরু হবে সেটা কি জানেন,আসলে আমিও এলএল.বি অনার্স এ পড়তে চাচ্ছি প্রাইভেট কলেজে তাই,আপনি জেনে থাকলে আমাকেও জানাইয়েন আপু।

    • @hjhj65
      @hjhj65 ปีที่แล้ว

      Congratulations

  • @md.saddampan115
    @md.saddampan115 2 ปีที่แล้ว +10

    এল,এল,বি পাশ করার পর বার কাউন্সিলরে পরিক্ষা দিতে কত পয়েন্ট লাগবে

  • @subornaritu9093
    @subornaritu9093 11 หลายเดือนก่อน +1

    dhonnobad..onek...ami law niye porte chai...in sha Allah porbo o

  • @hasanrohan1819
    @hasanrohan1819 11 หลายเดือนก่อน +2

    Thank you.arokom vidieo dian

  • @user-no6wl1vn
    @user-no6wl1vn หลายเดือนก่อน

    স্যারের কথাগুলো শুনে খুব ভালো লাগলো

  • @sazninmou3037
    @sazninmou3037 ปีที่แล้ว +3

    Sir legal adviser somporke kicu idea dile valo hoto.....

  • @mdsantohowlader2034
    @mdsantohowlader2034 ปีที่แล้ว +3

    Thank yuo so much vaiya❤️❤️

  • @allappstips9661
    @allappstips9661 ปีที่แล้ว +4

    ভাই আমি সহকারী জর্জ পরীক্ষায়, প্রত্যেকটি ওয়ার্ড কি বাংলাতে লিখতে পারবো ,ওরা যদি ইংরেজিতে প্রশ্ন লেখে আমি কি বাংলাতে লিখলে হবে।

  • @mdshafiqulislam8750
    @mdshafiqulislam8750 3 ปีที่แล้ว +3

    আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু আমার ডিয়ার স্যার।

  • @islamicworld9685
    @islamicworld9685 2 ปีที่แล้ว +3

    My future dream😍😍

  • @sadiyamondol4224
    @sadiyamondol4224 8 หลายเดือนก่อน +1

    Law নিয়ে পড়া বিষয়টা আসলে কেমন এতে কোন কোন সেক্টর বা বিভাগ আছে প্লিজ সেই বিষয়ে জানতে 🙏

  • @mukundokumarmandal4640
    @mukundokumarmandal4640 2 ปีที่แล้ว +18

    সিনিয়র ভাই, একই কথা বার বার হচ্ছে। ধন্যবাদ।

    • @ShohozAin
      @ShohozAin  2 ปีที่แล้ว +3

      ধন্যবাদ

  • @habiburrahmanlikcon1959
    @habiburrahmanlikcon1959 3 ปีที่แล้ว +2

    Kub balo laglo

  • @sheikhsami3548
    @sheikhsami3548 9 หลายเดือนก่อน +1

    ekjon advocate ki baira deshe giye ei peshai takte parbe ki?

  • @blackdragonbd5226
    @blackdragonbd5226 2 ปีที่แล้ว +2

    Onek thnx i am also from law background

  • @khadizatulkobra6917
    @khadizatulkobra6917 21 วันที่ผ่านมา

    InsaAllah law niye porbo

  • @mskonikahasan6375
    @mskonikahasan6375 ปีที่แล้ว +1

    accah teknical calleg theke diploma pas kore ki ami onno konodese jaya ayen niya pora jabe asa kori plz ottor ta diben

  • @soniyaakter2201
    @soniyaakter2201 6 หลายเดือนก่อน

    Thank you sir

    • @ShohozAin
      @ShohozAin  6 หลายเดือนก่อน

      Welcome

  • @user-pw7ky8lf3d
    @user-pw7ky8lf3d 2 หลายเดือนก่อน +1

    এতে কি উচ্চাতার বিষয় গুরুত্ব দেয়া হয়?

  • @md.sabbirhossain-ne7yy
    @md.sabbirhossain-ne7yy 8 หลายเดือนก่อน

    স্যার, আপনাকে অনেক ধন্যবাদ

  • @sakibahmed9977
    @sakibahmed9977 ปีที่แล้ว +5

    Law and Land Administration Subject er review diyen vaiya..

  • @abusaid4927
    @abusaid4927 2 ปีที่แล้ว +2

    Vaiya amer meyer khob icca law te porasona kora icca ase but ai bar intar 1 st year...kon kon subject niya porasona korte hobe plz bolen 🙏

  • @kanijfatematashin5487
    @kanijfatematashin5487 3 ปีที่แล้ว +4

    Tnx u so much vaiya

  • @sabidulislam3107
    @sabidulislam3107 2 ปีที่แล้ว +1

    Amr khub iccha low porar....ami Inter 1st year a new vorti hoyeci...kon kon subject nile valo hobe please answer me

  • @user-yb7dj5ww3o
    @user-yb7dj5ww3o 5 หลายเดือนก่อน

    Thanks for your suggestion sir 😇😇😇🌺

    • @ShohozAin
      @ShohozAin  4 หลายเดือนก่อน +1

      Always welcome

  • @nidrabiswas2224
    @nidrabiswas2224 ปีที่แล้ว

    English Department a porar por jodii LLM ki pora jaii??? R pore kii Advocate hoite parbe?? Please aktu bolben.

  • @allschoolfriend7907
    @allschoolfriend7907 หลายเดือนก่อน

    ভাই আমি কারিগরি বোড থেকে এসএসসি পরীক্ষা দেই আমার পয়েন্ট ৪.৩২ কিন্তু অপশনালে সাবজেক্ট ফেল আমি যদি এইচএসসি তে মানবিক থেকে ৪ পয়েন্ট পাই নাইলে কি আবেদন করতে পারবো আইনে

  • @MdyeasinKhan-rr2xo
    @MdyeasinKhan-rr2xo หลายเดือนก่อน

    Sir apnar sathe kichu kotha bolar chilo parsonali plzzz

  • @saheballi7638
    @saheballi7638 8 หลายเดือนก่อน +1

    Ukil hoyar jonno SSC,HSC te ki result lagbe bolen plz🙏

  • @anushkaroy3447
    @anushkaroy3447 ปีที่แล้ว +1

    আপনার কথাগুলো খুব ভালো লাগলো আমার ছেলেকে এলএলবি পড়ার জন্য গত ৪/৮/২০২৩ দিল্লি সারদা ইনভারসিটি ভর্তি হয়েছে

    • @ShohozAin
      @ShohozAin  ปีที่แล้ว +1

      😃😃😃

  • @moumousumi5754
    @moumousumi5754 2 ปีที่แล้ว +3

    Nice

  • @md.rakibulmd.rakibulislam732
    @md.rakibulmd.rakibulislam732 ปีที่แล้ว +4

    অসাধারণ, অসাধারণ ভাই৷

    • @ShohozAin
      @ShohozAin  ปีที่แล้ว +1

      ধন্যবাদ

  • @KajolQueen-Sirajganj
    @KajolQueen-Sirajganj 3 หลายเดือนก่อน

    আমি ডিগ্রি প্রথম বর্ষ তে পড়তেছি BSS নিয়ে। আইন নিয়ে পড়তে হলে আমার পরের ধাপ গুলো কি হবে ?

  • @user-pc6qc6qk4x
    @user-pc6qc6qk4x 2 หลายเดือนก่อน

    Onek vlo laglo ami LLB porte cai😊

  • @rubelali1806
    @rubelali1806 3 ปีที่แล้ว +5

    বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পড়লে কি চাকরি করতে পারবো

  • @user-hx8xh3rf1v
    @user-hx8xh3rf1v 5 หลายเดือนก่อน

    Sir , India te study kore Bangladesh a. ki advocate ba job kora jabe , please janaben sir.

  • @saniyanoor4296
    @saniyanoor4296 ปีที่แล้ว +1

    Ayen montri socib ki BJS diye deoa jabe

  • @user-hw9mg9rs7f
    @user-hw9mg9rs7f 3 หลายเดือนก่อน

    Law নিয়ে পড়তে চাইলে কোন গ্রুপ টা ভালো হবে ইন্টার এর ক্ষেত্রে? প্লীজ স্যার একটু বলেন,,, মানবিক নাকি বিজ্ঞান? আর ঢাকা ভার্সিটি তে চান্স পাওয়ার ক্ষেত্রেও কোন গ্রুপ টা বেশি সহায়ক প্লিজ স্যার জানাবেন

    • @ShohozAin
      @ShohozAin  3 หลายเดือนก่อน

      আপনি স্টাডি করে দেখেন কোন গ্রুপটা ভালো

  • @user-zq6bt6rx9k
    @user-zq6bt6rx9k 2 หลายเดือนก่อน

    আইন বিষয়ে পাস করে যদি বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারি তাহলে কি আমাদের পড়ালেখা কোন কাজেই আসবে না??

  • @alihayderomar1689
    @alihayderomar1689 2 ปีที่แล้ว +2

    ধন্যবাদ ভাইয়া।💚💜❤️

  • @gfnb7955
    @gfnb7955 ปีที่แล้ว

    আপনাকে সাবস্ক্রাইব করলাম।।আশাকরি রিপ্লাই দিবেন।।১ কি নিয়ে ভিডিও বানাবেন,,জমিতে মামলা আছে তাতে কি নাম খারিজ করা যাবে?২,,মামলা চলার সময় কিছুনিন চলার পরে জমি দখল করে জমিতে দখল দেখাইছে,, সে ক্ষেত্রে করনিয় কি?

    • @ShohozAin
      @ShohozAin  ปีที่แล้ว

      ওকে, ধন্যবাদ

  • @sabihanur-qv4ty
    @sabihanur-qv4ty ปีที่แล้ว

    Sir amr akta bisoi janar selo please bolben. Law pore ki j kono govt job e apply kora jabe. Teaching profession e jawa jai ki? Primary school or high school a job er ki sujok pabe na .

  • @kalouaeha-gr8hp
    @kalouaeha-gr8hp ปีที่แล้ว +1

    thank you so much

    • @ShohozAin
      @ShohozAin  ปีที่แล้ว

      You are most welcome

  • @nirjonnahuelscrazyfan1811
    @nirjonnahuelscrazyfan1811 2 ปีที่แล้ว

    Osadharon

  • @nasimhossain8615
    @nasimhossain8615 ปีที่แล้ว +2

    গনপুর্ত বিভাগ কাস্টম শিক্ষা অফিসে জব করতে পারবো???

  • @jesminakter5726
    @jesminakter5726 ปีที่แล้ว +2

    Ami onnai k podibad kori sob smy ami cai oukil hote oita niye alocona koren....

    • @jesminakter5726
      @jesminakter5726 ปีที่แล้ว

      Amader moto modu biddo poribar ar manus ra oto tk khoroj korte parena tai amara joto valo student i hoi na kn sopno sopnoi theke jai

  • @shumaiasultana5737
    @shumaiasultana5737 ปีที่แล้ว +1

    2 bossor ar cours complete korta kamon taka khoroj hoba??

  • @hasanrohan1819
    @hasanrohan1819 11 หลายเดือนก่อน

    Thanks for yourvidieo

    • @ShohozAin
      @ShohozAin  10 หลายเดือนก่อน

      It's my pleasure

  • @AmenaKhanom-qy1gm
    @AmenaKhanom-qy1gm 2 หลายเดือนก่อน

    স্যার, মেয়েরা কি জাজ এডভোকেট জেনারেল পদে নিয়োগ পায়? অনেকেই বলে এই পদে মেয়েদের নিয়োগ দেয়া হয় না

  • @tanjinaakther8116
    @tanjinaakther8116 2 ปีที่แล้ว +1

    bangla subject niye ki advocate howya jbe?

  • @aunkanroy1710
    @aunkanroy1710 3 ปีที่แล้ว +5

    ভাইয়া আইন নিয়ে পরে বিদেশে কি জব পাওয়া যায়

  • @kmridoyislam3724
    @kmridoyislam3724 ปีที่แล้ว

    Sir please reply koiren, bar council/judicial magistrate kono exam a chance na payar por ki tar life sesh na ar kono upay ache????

  • @user-no7qw6xr1o
    @user-no7qw6xr1o 8 หลายเดือนก่อน

    Amaro onek sopno ain niya pora amer jonno sobay doua korben ami jano sorkari lawta change pay

  • @juwelrana-rp3wn
    @juwelrana-rp3wn 2 ปีที่แล้ว +3

    ভাই আইন পড়ে নিবন্ধন পরীক্ষা দেওয়া যাবে কি না আমাকে একটু জানান প্লিজ ।।

    • @ShohozAin
      @ShohozAin  2 ปีที่แล้ว +1

      যাবে না কেন অবশ্যই যাবে

  • @m8nmina122
    @m8nmina122 2 ปีที่แล้ว +1

    Sir amer SSC And HSC mila GPA:7
    Ami science ar student coronar karonea oneak din pora lakher baira silam
    Akhon ami law korta chaitasi private University te
    Amer jonno koto ta challenging hoba
    Ami ki parbo
    Doya kora janaben sir

  • @sumyeaakter3871
    @sumyeaakter3871 2 ปีที่แล้ว +3

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স পরীক্ষা দেয়া হয়েছে রেজাল্ট দেয় নি সে কি ২বছরের এলএলবি তে ভর্তি হতে পারবে। আর য়দিও ভর্তি হওয়া য়ায় মাস্টার্স এ য়দি ফেল আসে বা রেজাল্ট খারাপ হয় তার জন্য মাস্টার্স এ ভাল রেজাল্টের জন্য আবার পরীক্ষা দেয় এক্ষেত্রে এলএলবি কোর্স এর কোন সমস্যা হবে কি

    • @kamrulislam2282
      @kamrulislam2282 ปีที่แล้ว

      মাস্টার্স ও এল এল বি উভয় রেগুলার হিসেবে অংশ গ্রহণ করা যায় না। একটি রেগুলার অপরটি প্রাইভেট ক্যানডিটেড হিসেবে অংশ নেওয়া যায়

  • @tanjinaakther8116
    @tanjinaakther8116 2 ปีที่แล้ว +1

    2 bosor course r masters ki ak sate kora somvob?

  • @mdjihadulislam1128
    @mdjihadulislam1128 3 ปีที่แล้ว +2

    ধন্যবাদ

  • @mdsalmankhan9663
    @mdsalmankhan9663 2 หลายเดือนก่อน

    আমি আইন বিষয় নিয়ে পড়তে চাই।আমার জন্য দোয়া করবেন সবাই।আমি একজন কৃষকের সন্তান

    • @ShohozAin
      @ShohozAin  2 หลายเดือนก่อน

      আমিন

  • @user-ox6oh9qs1i
    @user-ox6oh9qs1i หลายเดือนก่อน

    স্যার, আমার একটা প্রশ্ন ছিল, আমি ল এ ভর্তি হবার পর ৪ বছর কোর্স শেষ করে পরিক্ষা দিয়ে টিকতে হবে, আর পরিক্ষায় পাশ না হলে কি আমি বেকার থাকবো?? plg reply me..

    • @ShohozAin
      @ShohozAin  หลายเดือนก่อน

      অন্য চাকরিতে ট্রাই করবেন

  • @SweetyIslam-tz6uh
    @SweetyIslam-tz6uh 12 วันที่ผ่านมา

    নিজের জেলায় কি কাজ করা যায় নাকি ঢাকা বা যেখানে চাকরি হয় সেখানে যাইতে হয়

  • @MdSohel-xx5ui
    @MdSohel-xx5ui 2 ปีที่แล้ว +3

    School, College job or other teaching profession, possible.

  • @runakhatun5396
    @runakhatun5396 ปีที่แล้ว

    Hsc por admission nh diye ki non govt a vorti hoya jabe...plz kew amk bolen

  • @shahjahanshaju7375
    @shahjahanshaju7375 2 ปีที่แล้ว +10

    আইনজীবী কোন কোন পদের অফিসারের সমতুল্য দয়া করে জানাবেন

  • @fardin7737
    @fardin7737 3 ปีที่แล้ว +4

    ভাইয়া আমি SSC &Hsc তে কর্মাস নিয়ে পড়েছি তাহলে আইন বিভাগে পড়তে বা চান্স পেতে সমস্যা হবে কিনা? Reply din please

    • @teamclawxyt8181
      @teamclawxyt8181 3 ปีที่แล้ว

      No problem

    • @mahadimostafamaruf3326
      @mahadimostafamaruf3326 3 ปีที่แล้ว +1

      সমস্যা হবে না,তবে ধৈর্য্য রাখতে হবে আইন বিষয়ে অনেক।

  • @sinsin6756
    @sinsin6756 2 ปีที่แล้ว +6

    স্যার আমি 2022 এই বছরে hsc পরিক্ষা দিবো।পরিক্ষার পর LLB কোর্সটা কি করতে পারবো?আমি মানবিক বিভাগ নিয়ে পড়ছি।

  • @user-us1lj2mx4f
    @user-us1lj2mx4f 11 หลายเดือนก่อน

    Sir low pore ki nirbahi magistrate hote parbo

  • @moumousumi5754
    @moumousumi5754 2 ปีที่แล้ว +2

    Tnx sir

  • @shakothossin5983
    @shakothossin5983 2 ปีที่แล้ว +3

    রাষ্টবিজ্ঞান থেকে পড়াশোনা করে কি ম্যাজিস্ট্রেট হওয়া যায়?

    • @ShohozAin
      @ShohozAin  2 ปีที่แล้ว

      নির্বাহী ম্যাজিস্ট্রেট হওয়া যায়

  • @ishaqnifat2788
    @ishaqnifat2788 8 หลายเดือนก่อน +1

    আইনজীবী হওয়া ছাড়া আইনের ডিগ্রি নিয়ে কোন কোন জব করা সম্ভব?

  • @sakibalhosen3126
    @sakibalhosen3126 2 ปีที่แล้ว

    Rajshahi versityte ki law niye porle majistrate hote parbo?

  • @mahbuburrahmanapon
    @mahbuburrahmanapon ปีที่แล้ว +1

    বিবাহিত হওয়ার জন্য উকিল বা অ্যাডভোকেট হতে কি কোনো সমস্যা হবে?
    বা চাকরির ক্ষেত্রে কি কোনো সমস্যা হতে পারে?

    • @RiyaKhan-rg8py
      @RiyaKhan-rg8py 9 หลายเดือนก่อน

      Kono problem nei😂

  • @ladenislam3425
    @ladenislam3425 2 ปีที่แล้ว +1

    Aokhn Theke ki police cader e jawa jai na???

  • @rakheepaul1234
    @rakheepaul1234 ปีที่แล้ว

    Sir honours onno subject niye korle...pore ki law niye pora jabe eta kivabe ta bolben...?🙏

  • @soumodeep826
    @soumodeep826 หลายเดือนก่อน

    3 বছর গ্রাজুয়েশন ভূগোল নিয়ে করার পর।
    মাস্টার্স এর 2 বছর আইন নিয়ে পড়া যাবে?

    • @ShohozAin
      @ShohozAin  หลายเดือนก่อน

      জী

  • @bitheekarimbitheekarim9964
    @bitheekarimbitheekarim9964 2 ปีที่แล้ว

    vhaiya ucchomaddomik porikhar por mane HSC exam dewar por law college bhorti hoye BALLB 5 years er course korle ki ami judge hote parbo????

  • @parvin_islam
    @parvin_islam หลายเดือนก่อน

    Police e ki chakri korte parbe?

  • @kawserrimi5064
    @kawserrimi5064 5 หลายเดือนก่อน

    BBA valo hobe naki law?
    Law pore poroborthi bank e job kora jabe?

  • @sbbulbulredoy8961
    @sbbulbulredoy8961 4 หลายเดือนก่อน

    ইনশাআল্লাহ

  • @blazen3y
    @blazen3y 3 หลายเดือนก่อน

    BCS KI DITA PARBO?

  • @prosantohalder6134
    @prosantohalder6134 ปีที่แล้ว +1

    Primary teacher haya jaba ki.

  • @arifaasha120
    @arifaasha120 2 ปีที่แล้ว

    Law theke pore ki police, health, bepza etc govt. Job e ki apply kora jay?

  • @arifahmed9988
    @arifahmed9988 2 ปีที่แล้ว +1

    Tnks

  • @firozahmad7487
    @firozahmad7487 3 ปีที่แล้ว

    khubei effective

  • @arifaislam1861
    @arifaislam1861 5 หลายเดือนก่อน

    Magistrate hote parbe ki

  • @hasanrohan1819
    @hasanrohan1819 11 หลายเดือนก่อน

    Law subject pore first level job ki.please bolen

  • @saddamserajr6157
    @saddamserajr6157 2 ปีที่แล้ว +1

    Vaiya English khub durbol law ki porte parbo

  • @sadiasara8748
    @sadiasara8748 2 ปีที่แล้ว +1

    উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে আইন অনার্স করলে কি সার্টিফিকেটের দাম নাই?

    • @ShohozAin
      @ShohozAin  2 ปีที่แล้ว

      অবশ্যই আছে

  • @allappstips9661
    @allappstips9661 ปีที่แล้ว +2

    আইনের ছাত্র প্রাইমারিতে শিক্ষিক হিসাবে কি আবেদন করতে পারবে , প্লিজ স্যার একটু দয়া করে জানাবেন

  • @user-ku1kp3tf8m
    @user-ku1kp3tf8m 9 หลายเดือนก่อน

    পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, মাস্টার্স শেষে দুই বছরের এল এল বি কোর্স করে এডভোকেট কিংবা ব্যারিস্টার হতে পারবে কিনা

    • @ShohozAin
      @ShohozAin  9 หลายเดือนก่อน

      অ্যাডভোকেট হওয়া যাবে

  • @bitheekarimbitheekarim9964
    @bitheekarimbitheekarim9964 2 ปีที่แล้ว +1

    vhaiya ami class 10 er student ami commerce niye porchi ami ki judge hote parbo???plzzz bolun

    • @idealgirl9770
      @idealgirl9770 2 ปีที่แล้ว

      Amioo

    • @mojibrahaman937
      @mojibrahaman937 2 ปีที่แล้ว

      পারবেন কিন্তু inter e ars nile shubidha hobe apnr jonno

  • @mdjohn1095
    @mdjohn1095 ปีที่แล้ว +1

    Sir বরিশাল বি এম কলেজে কি আইন নিয়ে পড়া যায়

  • @sardarshohag6185
    @sardarshohag6185 2 ปีที่แล้ว +1

    স্যার আমি ডিপ্লোমা ইন্জিনিয়ারিং পাশ করেছি ১৯ সালে আমি কি এলএলবি পড়তে পারবো এবং বার কাউন্সিল এর সদস্য হতে পারবো জানাবেন প্লিজ

  • @zunayedahmed8625
    @zunayedahmed8625 2 ปีที่แล้ว +2

    এ বছর প্রাইভেট বিশ্ববিদ্যালয় llb ভর্তি কি হয়ে গেছে?

  • @mohammedsahed5211
    @mohammedsahed5211 ปีที่แล้ว +2

    আমর ছোট থেকে আমার একটা আশা আমি এডভোকেট হবো

  • @debashishbaidya7342
    @debashishbaidya7342 ปีที่แล้ว +1

    পুলিশ Constable দের llb নিয়ে পড়া কেমন কঠিন হবে দয়া করেজানাবেন।

  • @ezioauditoredefirenze4494
    @ezioauditoredefirenze4494 2 ปีที่แล้ว +2

    উম্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাশ করে কি উকিল হওয়া যায়?