অসাধারণ জরদাপোলাও মোহন বাবুর্চির স্পেশাল রান্না

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • মোহন বাবুর্চির অসাধারণ বিয়ে বাড়ির জর্দা রেসিপি - মোহন বাবুর্চির স্পেশাল আইটেম #জর্দা #পোলাও #রেসিপি #jordarice #recipe #recipeoftheday #recipeshare
    ২ টা রেসিপি ভিডিও নিয়ন একটা আর নিচের নিয়ম আরেক টা যেটা আপনাদের সুবিধা হয়।
    বাড়িতে রান্নার উপকরণ
    উপকরণ
    পোলাউ চাল বা বাসমতির চাল- ২৫০ গ্রাম
    সয়াবিন তেল ২৫-৩০ এম এল
    পানি ৪০০ এম এল
    এলাচ- ৬-৭ টি
    দারুচিনি- ৪-৫ টি
    চিনি- ২০০-২৫০ গ্রাম
    ঘি- ২-৩ চা চামচ
    তেল- সিকি কাপ
    কিশমিশ- ১ মুঠ
    জর্দা রঙ/ পুড কালার- ১-২ চা চামচ
    মোরব্বা কুচি - পরিমান
    বাদাম কুচি - পরিমান মত (ইচ্ছা)
    বেবি সুইটস- ১২-১৫ টি
    আনারস কুচি
    প্রণালীঃ
    প্রথমে চাল ভালো করে ধুয়ে ঝরিয়ে রেখে দিতে হবে। পোলাওর চাল হলে ১৫ মিনিট আর বাসমতি চার হলে ২৫ মিনিট। এতে করে রান্নার পর চাল ভেঙ্গে যাবে না আর লম্বাটে হবে। এরপর পরিমান মত পানি, তেজপাতা, সামান্য লবণ, ১ চা চামচ তেল ও জর্দার রঙ মিশিয়ে পানি ফুটলে চাল গুলো দিয়ে ৫-৮ সিদ্ব করে নিতে হবে। পোলাওয়ের চাল হলে ৫-৬ মিনিট আর বাসমতি চাল হলে ৭-৮ মিনিট সেদ্ধ করতে হবে। এখন চালগুলোকে ছেকে পানি ঝরিয়ে রাখতে হবে।
    এবার একটি প্যানে ঘি গরম করে মিডিয়াম আঁচে আস্ত গরম মশলা গুলো একটু ভাজা ভাজা হলে আনারসের টুকরাগুলো, চিনি এবং পানি দিয়ে একসাথে নাড়তে থাকুন। পানি বলক আসলে সেদ্ধ চাল দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার ঢেকে দিয়ে চুলা মিডিয়াম আঁচ থেকেও কমিয়ে দিয়ে ১০-১৫ রান্না করতে হবে। ১৫ মিনিট পর ১ চা চামচ ঘি দিয়ে হালকা নেড়ে দিন। এবার ১০-১৫ ঢেকে দমে রেখে দিন এবং খেয়াল রাখতে হবে সেদ্ধ ভাতটা যাতে বেশি ফুটে না যায়। এখন জর্দাটা নামিয়ে বাদাম কুচি এবং বেবি সুইটস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

ความคิดเห็น • 6

  • @BD.Blogger588
    @BD.Blogger588 10 หลายเดือนก่อน +1

    apnader recipe follow kore jorda ranna korce akdom perfect hoicey

    • @Chefzahidvlog
      @Chefzahidvlog  10 หลายเดือนก่อน

      চিনি মিক্স হয়েছে চালের সাথে? নাকি জমে গেছিল?

    • @BD.Blogger588
      @BD.Blogger588 10 หลายเดือนก่อน +1

      @@Chefzahidvlog chini mix hoicey jomey jay nai ar jorda ta onek moja hoicey

    • @Chefzahidvlog
      @Chefzahidvlog  10 หลายเดือนก่อน

      @@BD.Blogger588 ধন্যবাদ

  • @Mezbanirannaghor24
    @Mezbanirannaghor24 10 หลายเดือนก่อน

    ছয় কেজি চালের জর্দা কতো লোকের জন্য