ঘরে বসে অনলাইনে নতুন এন.আই.ডি NID কার্ডের জন্য আবেদন করুন || nid card apply 2025 | new nid card

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น • 257

  • @MDSharif-x1o
    @MDSharif-x1o 8 วันที่ผ่านมา +1

    ভাইয়া পাসপোর্ট করার জন্য আইডি কার্ডে হাসব্যান্ড এর আইডি কার্ডের ফটোকপি লাগবে কি না আর না লাগলে পরবর্তীতে কোন সমস্যা হবে কি না

    • @terokhadadesk
      @terokhadadesk  8 วันที่ผ่านมา

      হাজবেন্ডের নাম দিলে কাবিননামা ও হাজবেন্ডের আইডি দিতে হবে সাথে।

  • @SireEditing506
    @SireEditing506 29 วันที่ผ่านมา +1

    ভাই জন্মনিবন্ধন অন্য ঠিকানা অন্য জায়গার হইলে কি সমস্যা হবে
    যেমন আমার বাসা রংপুর এ আমি ঢাকায় জন্মনিবন্ধন বানিয়েছিলাম।
    এখন কি রংপুর এ ভোটার হতে পারব প্লিজ জানাবেন.

    • @terokhadadesk
      @terokhadadesk  29 วันที่ผ่านมา

      অন্য জায়গার জন্ম নিবন্ধন হলে কোন সমস্যা নাই। ঢাকার জন্ম নিবন্ধন দিয়ে রংপুরের ভোটার হতে পারবেন। আবার রংপুরের জন্ম নিবন্ধন দিয়ে ঢাকার ভোটার হতে পারবেন। কিন্তু যেখানের ভোটার হবেন সেখানের নাগরিক সনদ ও কারেন্ট/পানি/গ্যাস বিলের কপি দিতে হবে।

  • @ayeshasiddika8618
    @ayeshasiddika8618 หลายเดือนก่อน +2

    ভাইয়া যেদিন কাগজপত্র জমা দিতে যাবো ওইদিন কি কোনো প্রকার signature দেয়া লাগে??

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน +1

      সিগনেচার, ছবি ঐ দিনই নিতে পারে অথবা আপনাকে জানিয়ে দিবে কোনদিন এই সিগনেচার ও ছবি তারা নিবে।

  • @Comradejdr7195Comradejdr
    @Comradejdr7195Comradejdr 9 วันที่ผ่านมา +1

    আচ্ছা এখন ভোটার হালনাগাদ হলে কতদিন পর এনআইডির অনলাইন কপি পাওয়া যাবে?

    • @terokhadadesk
      @terokhadadesk  8 วันที่ผ่านมา

      ১ সপ্তাহ থেকে ১ মাস

    • @Comradejdr7195Comradejdr
      @Comradejdr7195Comradejdr 8 วันที่ผ่านมา +1

      @terokhadadesk ছবি বা ফিঙ্গার এর ১মাস পর পাওয়া যায়?কাইন্ডলি জানাবেন।

    • @terokhadadesk
      @terokhadadesk  7 วันที่ผ่านมา +1

      @@Comradejdr7195Comradejdr ছবি ও সিগনেচার নেওয়ার পর ১ সপ্তাহ থেকে ১ মাস লাগবে।

  • @omarkhan000
    @omarkhan000 29 วันที่ผ่านมา +2

    Bhaiya nagorik sonod kibhabe uthabo ?

    • @terokhadadesk
      @terokhadadesk  29 วันที่ผ่านมา

      ইউনিয়ন পরিষদ বা কাউন্সিলর কার্যালয়ে গেলে আপনাকে তারা দিবে। এর জন্য টাকা লাগে না। শুধু যেয়ে বললেই দিয়ে দিবে। তবে সাথে আপনার আইডি কার্ড নিয়ে যাবেন।

    • @omarkhan000
      @omarkhan000 29 วันที่ผ่านมา +1

      ​@@terokhadadeskBhaiya id card konta ? Ami akhono nid korini...nagorik sonod ta baad aa Baki shob documents royeche amr kache, nid apply korar jonno...

    • @terokhadadesk
      @terokhadadesk  28 วันที่ผ่านมา

      @@omarkhan000 নাগরিক সনদ অবশ্যই লাগবে। কাউন্সিলর কার্যালয় বা ইউনিয়ন পরিষদে যেয়ে চাইলে তারা দিয়ে দিবে।

  • @MdMasudrana-ev8hl
    @MdMasudrana-ev8hl หลายเดือนก่อน +1

    Vai amr bon online application krta vhul kore word no code vhul disa akn ota submit krse abr new kore online onna num dia application kora jba nki??

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน

      আমার জানামতে হওয়ার কথা না। তবে চেষ্টা করে দেখতে পারেন। হয়তো হতেও পারে। কারন এখন আবেদন চলছে তো তাই।

  • @SumaiyaAkter-bg7rb
    @SumaiyaAkter-bg7rb หลายเดือนก่อน +1

    Vaia, amar certificate er abbu,ammu'r name sathe.. abbu,ammu'r nid card er name mil nei..
    Ekhon ami Nid jonno amr certificate er moto apply korle.. Nid card er banan ki amr certificate er moto asbe.. Naki vhul asbe?
    Vaia kindly reply diben😢

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน

      জন্ম নিবন্ধনে আপনার সার্টিফিকেট অনুযায়ী সব করেন। এরপর আপনার জন্ম নিবন্ধনে যেভাবে থাকবে সেভাবেই আবেদন করলেই হবে।

  • @Echoes_Of_Guidance
    @Echoes_Of_Guidance 29 วันที่ผ่านมา +1

    আসালামুয়ালাইকুম ভাই,
    আমি গত বছর অনলাইন এ করতে গিয়ে হয়তোবা আমার মা/বাবার nid নাম্বার ছাড়া জমা দিয়ে দিয়েছি(যদিও সকল তথ্য দিয়েছিলাম মনে আসে)।
    এখন আজ ঢুকে দেখি ফরম পেন্ডিং এ, এখন আমি কি কোনো সংশোধনী করতে পারবো কোনো ভাবে?
    নাকি আরেকটা একাউন্ট খুলে রেজিষ্টার করবো? একটু কাইন্ডলি যদি সাহায্য করতেন। ধন্যবাদ।

    • @terokhadadesk
      @terokhadadesk  29 วันที่ผ่านมา +1

      অলাইকুম আসসালাম ভাই। পিতা-মাতার এন আই ডি নাম্বার দেওয়ার কোন দরকার নাই। আপনি ঐটাই জমা দিয়ে দেন। তাহলেই হবে। পিতা-মাতার আই ডি কার্ড বাধ্যতামূলক না।

    • @Echoes_Of_Guidance
      @Echoes_Of_Guidance 29 วันที่ผ่านมา +1

      @@terokhadadesk জাজাকাল্লাহু খায়রান।
      এখন জন্মস্থান ঢাকার জায়গায় বাংলাদেশ দিয়ে ফেলেছি, দেখি ওটার জন্য না ধরলেই হলো

    • @terokhadadesk
      @terokhadadesk  29 วันที่ผ่านมา

      @@Echoes_Of_Guidance সমস্যা হওয়ার কথা না। তবে দেখলে ঝামেলা করতে পারে। তবে না দেখারই সম্ভাবনা বেশি ভাই।

  • @RimonSikder-r8r
    @RimonSikder-r8r หลายเดือนก่อน +1

    amr academic certificate er sathe birth cirtificate er mil nei , thik korini akhono , abedon korar somoy kon name dibo? birth certificate er naki academic ceritificate er ?

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน

      সার্টিফিকেটের সাথে জন্ম নিবন্ধন ঠিক করেন আগে। নইলে আবেদন নিবে না। তবে বাড়ি বাড়ি যখন আবেদন করতে যাবে তখন নিবে।

    • @RimonSikder-r8r
      @RimonSikder-r8r หลายเดือนก่อน

      @terokhadadesk Bari Bari kobe theke abedon korte jabe?

  • @nazninhaq9173
    @nazninhaq9173 หลายเดือนก่อน +1

    Vaiya bier porAmi name change korese.Amar recent name er sathe birth certificate and degree certificate name ektu different. Akon amar ki korte hobe?

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน

      আপনি এখন আইডি কার্ডের মত করে জন্ম নিবন্ধন ও সার্টিফিকেট চেঞ্জ করতে পারেন অথবা জন্ম নিবন্ধন ও সার্টিফিকেটের মত করে আইডি কার্ড চেঞ্জ করে নিতে পারেন।

    • @nazninhaq9173
      @nazninhaq9173 หลายเดือนก่อน

      Thank you very much! Ami BD thaki na.Ami birth certificate and certificate er name change korte chaile online a korte parbo? Koi din lagte pare?Allah sonar valo koruk!

  • @KhadizaRahman-qh5ei
    @KhadizaRahman-qh5ei 29 วันที่ผ่านมา +1

    2003 e jader jonmo tara ki ekhn application korte parbe? Ar application korar last date kobe?

    • @terokhadadesk
      @terokhadadesk  29 วันที่ผ่านมา

      ২০০৩ এ যদের জন্ম তারাও পারবে। ২০০৭ সালের জানুয়ারীর ১ তারিখ বা তার আগে যারা জন্ম গ্রহন করেছে তারা সবাই পারবে আবেদন করতে। আর আবেদনের কোন লাস্ট ডেট নাই। তবে এখন ভোটার তথ্য সংগ্রহ করছে কিছুটা। তাই এখন করতে আইডি কার্ড খুব শীঘ্রই পেয়ে যাবেন।

  • @HumairaAhmed-o8c
    @HumairaAhmed-o8c หลายเดือนก่อน +1

    Bhaiya please ektu janaben...
    Councilor othoba union er lokh to ekhon nei bolte gele... Sei khetre ki ward councilor office e gelei ki ora okhan theke signature kore dibe???

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน +1

      কাউন্সিলর বা কেউ না থাকলেও সরকার বাংলাদেশের প্রতিটা ইউনিয়ন পরিষদে বা কাউন্সিলর কার্যালয়ে যে কোন একজনকে দায়িত্ব দিয়েছে কাজ করার জন্য। ওখানে গেলে তারা করে দিবে।

  • @anam_mirzaa
    @anam_mirzaa หลายเดือนก่อน +1

    আমি আপনার কথামতো অনলাইনে আবেদন করে নির্বাচন অফিসে জমা দেওয়ার ১০ দিন পর ফিঙ্গার ও ছবি তোলার জন্য ম্যাসেজ আসে এবং ৩০/১২/২০২৪ আমি তা সম্পন্ন করি আমার এনআইডি অনলাইন কপি আসতে আনুমানিক কতদিন লাগতে পারে?
    আপনাকে অনেক ধন্যবাদ ভাই ❤️

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน +1

      এই জানুয়ারীর মাসের মধ্যে চলে আসবে আইডি কার্ড ভাই।

  • @robinahmed8162
    @robinahmed8162 หลายเดือนก่อน +1

    ভাই আমি এনআইডি কার্ড করতে চাচ্ছি কিন্তু থাকি গাজীপুর আমি গাজীপুর এর ঠিকানাতে যদি এনআইডির জন্য আবেদন করি তাহলে কি কাগজ সব কি গাজীপুরএর ইউনিয়ন পরিষদে জমা দিবো

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน

      জ্বি। গাজীপুরের কাগজপত্র দিতে হবে।

  • @farjanaaktertania9020
    @farjanaaktertania9020 14 วันที่ผ่านมา

    ভাইয়া আমার জন্মনিবন্ধন আর কাবিননামায় ফার জানা আক্তার তানিয়া আছে,,সার্টিফিকেটে তানিয়া নাই,,এখন আইডি কার্ড করতে গেলে কোন নামটা দিব??
    তারপর যে এলাকায় ভোটার হব সে এলাকার সব কাগজ কি লাগবে??মানে আমি বিয়ের আগে সব কাগজ জমা করছিলাম এখন শশুরবাড়ির এলাকায় যদি ভোটার হতে চাই তাহলে আগের কাগজ গুলো কি জমা দিলে হবে??

    • @terokhadadesk
      @terokhadadesk  13 วันที่ผ่านมา +1

      সার্টিফিকেট আর জন্ম নিবন্ধন এবং অন্যান্য সকল কাগজপত্রে নাম একই থাকা প্রয়োজন। না হলে আইডির আবেদন নির্বাচন অফিসে জমা নিবে না। যেহেতু কাগজপত্রে নামের সমস্যা আছে, সেহেতু আপনি অনলাইএ আবেদন না করে বাড়ি বাড়ি যখন আবেদন যাবে তখন আবেদন করবেন তাহলে সুবিধা হবে। এই ফেব্রুয়ারী মাস থেকে শুরু হবে। আর তখন কাগজপত্র কিছুই লাগবে না।আর যদি অনলাইনে আবেদন করতে চান তাহলে আপনার সকল জায়গায় নাম একই থাকতে হবে। আর ঠিকানা আপনি যা দিবেন সেই ঠিকানার কাগজপত্র জমা দিতে হবে।

    • @farjanaaktertania9020
      @farjanaaktertania9020 13 วันที่ผ่านมา

      ভাইয়া আমি শশুরবাড়ির ঠিকানায় আইডি কার্ড বানাব,,জাতীয়তা সনদপত্র,,তারপর বিভিন্ন চেয়ারম্যানের সাইন এসব শশুরবাবাড়ির ওদিকের লাগবে নাকি আমার নিজ বাড়ির চেয়ারম্যানের সব করতে হবে??

    • @terokhadadesk
      @terokhadadesk  12 วันที่ผ่านมา

      @@farjanaaktertania9020 যেহেতু শশুড় বাড়ির ঠিকানায় করবেন সেহেতু শশুড় বাড়ির চেয়ারম্যানের সই স্বাক্ষর লাগবে এবং সকল কাগজপত্র শশুড় বাড়ির ঠিকানার হতে হবে। আপনার নিজ বাড়ির লাগবে না। মোট কথা, আপনি যে ঠিকানায় করবেন সেই ঠিকানার চেয়ারম্যান বা কাউন্সিলরের সই লাগবে আর ঐ ঠিকানার কাগজপত্র লাগবে।

  • @KhatijaAkter-w7l
    @KhatijaAkter-w7l หลายเดือนก่อน +1

    আসসালামু আলাইকুম। মোবাইলে আবেদন করলে কি ডাউনলোড করার পর দুই পেজের এই ফর্ম টা কি প্রিন্ট করে বের করা যাবে?

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน

      যাবে। ইমেইল বা পেন ড্রাইভে করে বাইরে থেকে প্রিন্ট করে নিয়ে যাবেন।

  • @SheikhFajle-w8p
    @SheikhFajle-w8p 29 วันที่ผ่านมา +1

    Vai amar babar name amar certificate e deyo Amir Hossain kintu tar nid card e deyo Amir Mridha ekhon amar nid card kin namta use korbo asa kori ripley diben

    • @terokhadadesk
      @terokhadadesk  29 วันที่ผ่านมา

      আপনার সার্টিফিকেটের নাম ইউজ করবেন।

    • @SheikhFajle-w8p
      @SheikhFajle-w8p 28 วันที่ผ่านมา +1

      @terokhadadesk vai certificate er name use korle ete amar onno country te jete kono somossah hobe kina ba gobt job nite asa kori janaben vai apni

    • @terokhadadesk
      @terokhadadesk  28 วันที่ผ่านมา

      @@SheikhFajle-w8p অন্য দেশে গেলে সমস্যা হবে। সেক্ষেত্রে আপনি পরে আপনার পিতা মাতার আইডি কার্ডের নাম আপনার আইডি কার্ডের মত করে সংশোধন করে নিবেন। এটা অনলাইনেই ঘরে বসে করা যায়। তবে বাংলাদেশে সরকারি চাকুরীর মধ্যে ডিফেন্স ছাড়া অন্য ক্ষেত্রে সমস্যা হয় না।

  • @Nayeemhasan52073
    @Nayeemhasan52073 หลายเดือนก่อน +1

    Amar 2025 er jun e 18 hobo. Ami ki akhon abedon korte parbo?

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน

      না। শুধুমাত্র পহেলা ০১/০১/২০০৭ বা তার আগে যাদের জন্ম তারাই শুধু পারবে। তবে মার্চের দিকে আপনাদেরটাও করা যাবে। কারন ১৭ বছর থেকে শুরু হবে তখন।

  • @MdJakaria-m8w
    @MdJakaria-m8w หลายเดือนก่อน +1

    পোস্ট অফিস ঘর ফাঁকা রাখলে কি কোন সমস্যা হবে?
    পোস্ট অফিস ফাঁকা রেখে আবেদন করার পর প্রিন্ট করার পর কি হাতে লিখে দেওয়া যাবে?নাকি ফাঁকা রাখতে হবে

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน

      ফাকা রাখলে সমস্যা হবে না। প্রিন্টের পর হাত দিয়ে লিখে দিয়েন।

    • @MdJakaria-m8w
      @MdJakaria-m8w หลายเดือนก่อน

      ​@@terokhadadeskধন্যবাদ ভাই

    • @terokhadadesk
      @terokhadadesk  29 วันที่ผ่านมา

      @@MdJakaria-m8w আপনাকেও ধন্যবাদ ভাই।

  • @rabitamahzuba5928
    @rabitamahzuba5928 หลายเดือนก่อน

    আসসালামুয়ালাইকুম ভাইয়া আমার সকল একাডেমিক সার্টিফিকেট আর আব্বুর nid কার্ডে (md. ) কিন্তু birth certificate এ (md ) আছে । আমার এনআইডি করার সময় আমি কোনটা ইউজ করব ডট (.) আলা টা নাকি ডট (.) ছাড়াটা? এ ডটের জন্য কি কোন প্রবলেম হবে?

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน

      ডট কোন কাজের না। জন্ম নিবন্ধনে ডট দেওয়া যায় না তাই ডট আসে নাই। আইডি কার্ডে ডোট দেওয়া যায়, তাই দিতে পারেন। এতে কোন সমস্যা হবে না। পাসপোর্ট করতে গেলেও ডট নেয় না। যদিও এখন নেয়। আপনার আইডি কার্ড ডট দিয়েই করেন, কোন সমস্যা হবে না।

    • @rabitamahzuba5928
      @rabitamahzuba5928 หลายเดือนก่อน +1

      @terokhadadesk আচ্ছা যদি এনআইডি কার্ডে কোন কারণে ডট না আসে এটা তো তাহলে কোন সমস্যা হবে না তাই না?

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน

      @@rabitamahzuba5928 কোন সমস্যা হবে না।

  • @HannanMahdi-b1t
    @HannanMahdi-b1t หลายเดือนก่อน +1

    😢আমি বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা কোনোটাই দিতে পারতেছিনা,,,কিবোর্ড আসে নাহ,,,প্রথম দুই ধাপ করছি,,,এখন ইউনিয়ন,মৌজা এডি ক্লিকে আসে নাহ

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน

      সার্ভারে সমস্যা থাকতে পারে। কিছু সময় পর পর আবার চেষ্টা করুন। হবে।

  • @mdabdurnoor426
    @mdabdurnoor426 11 วันที่ผ่านมา

    আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। ভাইয়া এখন তো ওয়ার্ড কমিশনার নাই যারা নাগরিক সনদ দিতো। তাহলে শহরে যারা থাকে তারা নাগরিক সনদ কিভাবে পাবে

    • @terokhadadesk
      @terokhadadesk  11 วันที่ผ่านมา

      অলাইকুম আসসালাম ভাই। বাংলাদেশের প্রতিটা ওয়ার্ডে অনেক আগে থেকেই কাউন্সিলর বা চেয়ারম্যানের কাজের জন্য লোক নিয়োগ দিয়ে রেখেছে বর্তমান অন্তরবর্তীকালীন সরকার। তাই চিন্তার কোন কারন নেই। কাউন্সিলর কার্যালয়ে গেলেই আপনার যাবতীয় কাজ সম্পন্ন করতে পারবেন ভাই।

    • @mdabdurnoor426
      @mdabdurnoor426 11 วันที่ผ่านมา

      @terokhadadesk অসংখ্য ধন্যবাদ ভাইয়া

    • @terokhadadesk
      @terokhadadesk  10 วันที่ผ่านมา

      @@mdabdurnoor426 আপনাকেও ধন্যবাদ ভাই।

    • @mdabdurnoor426
      @mdabdurnoor426 10 วันที่ผ่านมา +1

      @@terokhadadesk আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। ভাইয়া একটা বিষয় জানার ছিল। কেউ যদি অনলাইনে আবেদন করে প্রিন্ট করে সেটা যদি নির্বাচন জমা না দেয় তাহলে ঐ ব্যক্তি কি সরাসরি ভোটার হতে পারবে। যেমন ২০ জানুয়ারি থেকে বাসায় এসে ভোটার তথ্য নিবে সে ক্ষেত্রে কি ঐ ব্যক্তি ভোটার হতে পারব। জানালে চির কৃতজ্ঞ থাকব

    • @terokhadadesk
      @terokhadadesk  9 วันที่ผ่านมา

      @@mdabdurnoor426 জ্বি পারবেন। এতে কোন সমস্যা হবে না।

  • @arnilaislam2046
    @arnilaislam2046 12 วันที่ผ่านมา

    বাবা মৃত হলে এনআইডি কার্ড না থাকলে কি আবেদন করা যাবে?
    বাবার শুধু জন্মনিবন্ধন আছে।

    • @terokhadadesk
      @terokhadadesk  12 วันที่ผ่านมา

      যাবে। মৃত অপশনে মৃত সিলেক্ট করে কত সালে মৃত্যুবরণ করেছে সেই সালটা দিয়ে দিতে হবে।

  • @MoriomSanjida-l8o
    @MoriomSanjida-l8o หลายเดือนก่อน +1

    Husband ar nid card show kore ki votar howa jabe?

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน

      বৈবাহিক অবস্থা দেখানোর জন্য শুধু কাবিননামা লাগবে, আর কিছুই লাগবে না। কিন্তু অন্যান্য যে যে ডকুমেন্ট ভিডিওতে বলেছি সেগুলা অবশ্যই দিতে হবে আপনাকে।

  • @mrmovies2005
    @mrmovies2005 หลายเดือนก่อน +1

    Vai ekhon to counselor shochib chairman kao nai
    Sign kar theke nibo?

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน

      ওখানে গেলে ওরাই করে দিবে। বর্তমানে যে দায়িত্বে আছে সেই করে দিবে। সব কার্যালয়েই কেউ না কেউ আছে দায়িত্বে।

  • @rahimshah4647
    @rahimshah4647 หลายเดือนก่อน +1

    ভাইয়া , আমার স্থায়ী ঠিকানার উপজেলা অফিসে এইসব কাগজ পত্র নিয়ে অন্য আমার আত্মীয় যদি জমা দিতে চায়, জমা নিবে? নাকি আমি কাগজ জমা দিতে আমি উপস্থিত থাকতে হবে?

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน

      আপনার নিজের যেতে হবে।

    • @rahimshah4647
      @rahimshah4647 หลายเดือนก่อน +1

      @terokhadadesk ভাই আমি এখন উপজেলা অফিসে এগুলো জমা দিবো নাকি ঘরে ঘরে গিয়ে হালনাগাদ এর সময় করবো কোনটা ভালো হয়?

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน

      @@rahimshah4647 যদি ইমার্জেন্সি না লাগে তাহলে অপেক্ষা করুন। ঘরে ঘরে যখন আসবে তখন করে নিয়েন।

    • @rahimshah4647
      @rahimshah4647 หลายเดือนก่อน +1

      @@terokhadadesk ভাই আরেকটু কষ্ট করে এটা একটু বলেন ,
      অনলাইনে ফরম পূরন করতে হয় বা রেজিস্টারী করতে হয় যদি নিজে উপজেলা অফিসে জমা দিতে চাই, কিন্তু যখন ঘরে ঘরে এজেন্ট গিয়ে করে তখন তো অনলাইনে রেজিস্টারি বা লগ ইন হয় করতে হয় না সব অফলাইনেই। এরকম কেন?

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน +3

      @@rahimshah4647 যারা ঘরে ঘরে যেয়ে করে তারা শুধু আপনার থেকে তথ্য হাতে লিখে আনবে। এরপর নির্বাচন অফিসে এসে তারা সেই সব তথ্য অনলাইনে এন্ট্রি করে। তারপর আপনার আইডি কার্ড আসে। মানে সকল কাজ তারাই করে দিচ্ছে এবং তারাও অনলাইনেই আবেদন করে দেয় আপনার হয়ে। কিন্তু আপনি নিজে করলে আপনার নিজেরই অনলাইনে আবেদন করতে হয়। আর অফিসে জমা দিতে হয়। আশা করি বুঝতে পেরেছেন ভাই।

  • @KhatijaAkter-w7l
    @KhatijaAkter-w7l หลายเดือนก่อน +1

    আসসালামু আলাইকুম। মোবাইলে কি আবেদন করা যাবে?

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน

      জ্বি যাবে।

  • @MohammadKamrulislam-v6j
    @MohammadKamrulislam-v6j หลายเดือนก่อน

    ভাই আমার জন্মনিবন্ধনে একটু ভুল আছে, কিন্তু আবার সার্টটিপিকেটে ঠিক তাই যেটা সঠিক সেটা লিখে আমি আবেদন করতে চাই,মানে কাগজগুলো জমা দেওয়ার সময় সঠিক জন্মনিবন্ধনটা জমা দিব ,ত এখন কি আবেদন করতে পারব?

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน

      পারবেন। হবে।

    • @MohammadKamrulislam-v6j
      @MohammadKamrulislam-v6j หลายเดือนก่อน

      @@terokhadadesk ধন্যবাদ ভাইয়া

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน

      @@MohammadKamrulislam-v6j আপনাকেও ধন্যবাদ ভাই।

  • @MonikaMonika-wf1uy
    @MonikaMonika-wf1uy หลายเดือนก่อน +1

    Only sertificat dia kora jabe id card

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน

      না। সার্টিফিকেটের সাথে জন্ম নিবন্ধন বাধ্যতামূলক এবং পিতা-মাতার আইডি কার্ড, নাগরিক সনদ, পাসপোর্ট সাইজে ছবি, ছবি রক্তের গ্রুপের রিপোর্ট অবশ্যই দিতে হবে।

  • @MohammadKamrulislam-v6j
    @MohammadKamrulislam-v6j หลายเดือนก่อน +1

    আবেদন করার পর 4/5 দিনের ভিতর কাগজপত্র জমা দেওয়া যাবে?

  • @RaytulIsLamRAKIB
    @RaytulIsLamRAKIB หลายเดือนก่อน +1

    Assalamualaikum vaiya Amr certificate sate Amr babar nid name mil nai
    Ekn korbo pleace reply😢

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน

      আপনি কি আইডী কার্ড করতে চাচ্ছেন???? নাকি আইডি কার্ড আছে, শুধু আপনার সার্টিফিকেটের নাম সংশোধন করতে চাচ্ছেন??

    • @RaytulIsLamRAKIB
      @RaytulIsLamRAKIB หลายเดือนก่อน

      @ vaiya id card nai ! korbo je
      Date dilo je 1-1-2025
      Apnr wp nmbr dewa jabe

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน

      @@RaytulIsLamRAKIB ১/১/২০২৫ মানেটা বুঝলাম না। বুঝিয়ে বললে সুবিধা হয় ভাই।

  • @DaylyMessageAK
    @DaylyMessageAK หลายเดือนก่อน +1

    আসসালামু ভাইয়া একটু জানার ছিলো আমি যেখানে আইডি কার্ড করবো সেখানার চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে মনে করুন আমি চট্টগ্রাম থাকি চট্টগ্রাম থেকে কাউন্সিল নাগরিকত্ব নিয়েছি এটা দিয়ে কি করা যাবে
    আইডি কার্ড করবো লাকসামে
    প্লিজ ভাইয়া রিপ্লাই দিয়েন

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน

      জ্বি যাবে ভাই।

  • @BibiKulsum-l8o
    @BibiKulsum-l8o หลายเดือนก่อน +1

    আসসালামু আলাইকুম ভাইয়া আমার গ্রামের নাম "ধোলাকান্দি" গুগলে সার্চ দিলে সেম আসে কিন্তু আমার বার্থ সার্টিফিকেটে "ধৌলাকান্দি"এখন nid তৈরি করার ক্ষেত্রে আমি বার্থ সার্টিফিকেট অনুযায়ী দিতে চাচ্ছি এখন কি সেটা কোন সমস্যা তৈরি করবে? কোনটা দিলে ভালো হয় গুগলে যেটা রিয়েল সেটা নাকি আমার বার্থ সার্টিফিকেট অনুযায়ী সেটা কারণ বার্থ সার্টিফিকেটটা চেঞ্জ করবো না অলরেডি একবার চেঞ্জ করা হয়েছে? প্লিজ রিপ্লাই দিয়েন প্লিজ... আমি mainly বার্থ সার্টিফিকেটটাই দিতে চাচ্ছি সেটা হলো কথা

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน

      গুগলে সব সময় সঠিকটা পাওয়া যায় না। মূলত সবাই সব চেয়ে বেশি বানান যেটা ইউজ করে সেই বানানটাই দেখায়। আপনি নিজের বার্থ সার্টিফিকেটে যেটা আছে সেটা দিয়েই আবেদন করে ফেলেন। কোন সমস্যা হবে না।

  • @Ani-dm1ny
    @Ani-dm1ny หลายเดือนก่อน +2

    আমি আমার nid ফরম আরো ১ বছর আগে ডাউনলোড করেছি,কিন্তু নির্বাচন অফিস এ জমা দেওয়া হয় নি।এইটা কি এখন জমা দেওয়া যাবে?নাকি আমাকে নতুন করে বানাতে হবে?

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน +3

      আগে ফর্ম জমা দেওয়ার আগে আপনি আপনার প্রোফাইলে ঢুকে দেখবেন যে আপনার প্রোফাইল আছে কিনা। যদি থাকে তাহলে ঐ ফর্ম জমা দিতে পারবেন। আর যদি না থাকে তাহলে নতুন করে আবেদন করতে হবে। যদিও সচারচর কোন প্রোফাইল ডিলিট করে না নির্বাচন কমিশন।

    • @Ani-dm1ny
      @Ani-dm1ny หลายเดือนก่อน

      @@terokhadadesk thank you so much for the information

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน +1

      আপনাকে ধন্যবাদ ভাই

  • @imtiazahmed292
    @imtiazahmed292 หลายเดือนก่อน +1

    আমার ১৭ বয়স থাকতে অনলাইনে আবেদন করেছিলাম। আবেদন কপি ডাউনলোড করলে ফর্ম-৩ আসে!
    এখন আমার বয়স ১৮ হয়েছে। এখন লগইন করে ডাউনলোড করলে ওই একই ফরম আসে!
    এটা কবে ফরম-২ হবে?

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน

      জানুয়ারীর ১ তারিখ থেকে প্রতি বাড়ি বাড়ি যেয়ে ভোটার তথ্য নেওয়া হবে। তখন আপনি তাদের তথ্য দিয়েন। তাহলে খুব শীঘ্রই আপনার আইডি কার্ড হয়ে যাবে।

  • @annoobgaming2163
    @annoobgaming2163 หลายเดือนก่อน +1

    বাড়ি বাড়ি যে হালনাগাদ হয় সেইটা তো আমার বাসায় আসে নাই এখনও
    আমি কোথায় গেলে নিজেই করে নিতে পারবো তাদের থেকে?

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน

      খুব শীঘ্রই শুরু হবে আবেদন বাড়ি বাড়ি যেয়ে। আর এখন অনলাইনে আবেদন করে নির্বাচন অফিসে নিয়ে যেতে হবে।

  • @ShakilMahmud-x6p
    @ShakilMahmud-x6p หลายเดือนก่อน +2

    ভাই সব কাগজ পএ জমা দিছি নিবার্চন অফিসে ভোটার জন্য, ১৭ তারিখে,, কত দিনে ফিঙ্গার ছবি জন্য ডাকবে???

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน

      জানুয়ারীর মধ্যে ডাকবে। ১ সপ্তাহের মধ্যেও ডাকতে পারে।

    • @shameemhossain9905
      @shameemhossain9905 หลายเดือนก่อน +1

      কত টাকা খরচ নেয়?

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน

      @@shameemhossain9905 এন আই ডি করার জন্য কোন ফি নাই। সম্পূর্ন ফ্রি।

  • @educationalinformation123
    @educationalinformation123 หลายเดือนก่อน +1

    NID card er Jonno sorbocco kotobar abedon kora jabe

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน

      ৩ বা ৪ বার। তবে এর বেশিও করা যায়।

  • @mvchess5
    @mvchess5 หลายเดือนก่อน +1

    ভাই আমার জন্ম নিবন্ধন অনুযায়ী জানুয়ারী ৭ ২০০৭ দেওয়া। ১৮ হতে কিছু দিন বাকি। এখন কি আমি আবেদন করতে পারবো? আমার জন্ম নিবন্ধন এ বর্তমান ঠিকানা সুত্রাপুর দেওয়া আমি কি মিরপুর এর ভোটার হতে পারবো?আমার এন আই ডি ফেব্রুয়ারির আগে দরকার সেক্ষেত্রে কি করতে পারি ভাইয়া দয়া করে জানাবেন।😊

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน

      অনলাইনে ১৮ বছর না হলে এখন আবেদন করা যাচ্ছে না। আগে করা যেতো। আর জন্ম নিবন্ধনে যে ঠিকানাই দেওয়া থাক না কেন, আপনি যেখানের নাগরিক সনদ দেখাতে পারবেন সেখানেরই ভোটার হতে পারবেন।
      এখন মনে হয় না যে ফেব্রুয়ারীর আগে দিবে। কারন সরকার আইডি কার্ড এর কাজ শুরু করছে এই জানুয়ারীতে। তাই এখন করবে বলে মনে হয় না।

    • @lokeelmanafgamer
      @lokeelmanafgamer หลายเดือนก่อน +1

      আমার ১৮ বছর পূন হতে ৩/৪ মাস বাকি, আমি কি এন আই ডি কার্ড জন্য আবেদন করতে পারবো?
      offline বা online এ?

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน

      @@lokeelmanafgamer অনলাইনে পারবেন না। অফলাইনে পারলেও পারতে পারেন। জানুয়ারীর ২ তারিখ বা ১ তারিখ থেকে শুরু হচ্ছে ভোটার তথ্য নেওয়া। তাই ঐ টাইমে ইউনিয়ন পরিষদ বা কাউন্সিলর কার্যালয়ে যেয়ে দেখতে পারেন। আমার মনে হয় হতেও পারে। আগে ১৫ বছর থেকে করা যেতো।

  • @Naim-mymensingh
    @Naim-mymensingh หลายเดือนก่อน +1

    ভাই, আমার সার্টিফিকেট এ মায়ের বানান আর মায়ের আইডি কার্ড এ মায়ের বানান আলাদা, মায়ের বানান সংশোধন করিনি এখনো। এখন কি ডুকুমেনট যে নিতে হবে, মায়ের আইডি কার্ড টা নিয়ে গেলে হবে কি, যেহেতু সার্টিফিকেট আর মায়ের আইডি কার্ড এ নামের বানান আলাদা

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน

      জ্বি হবে।

  • @NishiJannatul
    @NishiJannatul หลายเดือนก่อน +1

    Vaiya amar ammu nid card ace kintu abbur nid card nai... Abbur nid crad na bole amar nid card o hoitece na.. Akhon ki korbo jodi aktu bole diten plz

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน

      ইউনিয়ন পরিষদে বা কাউন্সিলর কার্যালয়ে এখন ভোটার তথ্য নিচ্ছে, আপনি সেখানে যান, তারা অবশ্যই করে দিতে পারবে। অথবা অনলাইনে করে ফর্ম নিয়ে ওদের কাছে যান। তারা সমাধান করে দিবে।

    • @NishiJannatul
      @NishiJannatul หลายเดือนก่อน +1

      @terokhadadesk ভোটার তথ্য নেয়া কতো দিন ধরে চলবে কতো তারিখ পর্যন্ত চলবে

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน

      @@NishiJannatul জানুয়ারীর ২ তারিখে শেষ। এরপরেও করতে পারবেন। তবে সরকার এখন ইউনিয়ন পরিষদ বা কাউন্সিলর কার্যালয়ে এই কাজ করার নির্দেশ দিয়েছে। এটা জানুয়ারীর ২ তারিখ পর্যন্তই চলবে।

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน

      @@NishiJannatul অনলাইনে আজীবনই চলবে। তবে আপাতত ১ জানুয়ারী পর্যন্ত সরকার গ্রহন করছে। কিন্তু এর পরেও করা যাবে।

  • @UncommonRM
    @UncommonRM หลายเดือนก่อน +1

    😢ভাইয়া,,আমার কাগজপত্র সংশোধনের কাজ চলতেছে,,বিদেশ যাওয়ার প্লান,,
    এখন ইন্টারের তথ্য সংশোধনের আবেদন করেছি মাত্র,,
    এসএসসি এর সার্টিফিকেট আছে,,,
    ইন্টার ছাড়া কি এসএসসি এর সার্টিফিকেট দিয়ে এনআইডি করা যাবে??নাকি কোনো সমস্যা হবে,,,।
    আর আমি যদি গ্রামে এনআইডি করতে চাই,,,
    তাহলে আমার বর্তমান ও স্থায়ী ঠিকানা কি গ্রামের টাই দিতে হবে???.
    বর্তমানে আমি নারায়ণগঞ্জ থাকছি,,।😢

    • @UncommonRM
      @UncommonRM หลายเดือนก่อน +1

      😢😢

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน

      ঠিকানা আপনি যেটা দিতে চান সেইটাই দিতে পারবেন। শুধু যে ঠিকানা দিবেন সেই ঠিকানার নাগরিক সনদ দিতে হবে। আর এস এস সি সার্টিফিকেট দিয়েই আপনি এন আই ডি এর আবেদন করতে পারবেন।

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน +1

      আশা করি উত্তর পেয়েছেন ভাই।

    • @UncommonRM
      @UncommonRM หลายเดือนก่อน

      @@terokhadadesk স্থায়ী আর বর্তমান ঠিকানা ভিন্ন দেয়া যাবে,,???
      আর
      বর্তমান ঠিকানায় ভোটার হতে চাইলে নাগরিক সনদ বর্তমানের দেব,,, তাই ত??..

    • @ShahanurSakil
      @ShahanurSakil หลายเดือนก่อน +2

      আপনি SSC সার্টিফিকেট দিয়েও আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক সিলেক্ট করতে হবে।
      আপনি চাইলে বর্তমান ঠিকানাতে ভোটার হতে পারবেন, এবং বর্তমান ও স্থায়ী ঠিকানা আলাদা দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার বর্তমান ঠিকানার বিলের কাগজ, নাগরিকত্ব সনদ দিতে হবে। ছবি, আঙ্গুলের ছাপ এখান থেকেই দিতে পারবেন।
      আর আপনি যদি স্থায়ী ঠিকানায় ভোটার হতে চান সেক্ষেত্রে আপনার গ্রাম যে উপজেলায় অবস্থিত সেই উপজেলা নির্বাচন অফিসে গিয়ে আবেদন জমা দিতে হবে এবং ছবি আঙ্গুলের ছাপও সেখানে গিয়েই দিতে হবে। সেক্ষেত্রে আপনার স্থায়ী ও বর্তমান ঠিকানা একই হবে। এবং কাগজ পত্রও সব স্থায়ী ঠিকানা হিসাবে হতে হবে।
      স্থায়ী ও বর্তমান ঠিকানা আলাদা হলে পাসপোর্টের সময় পুলিশ ভেরিফিকেশনও ২ যায়গায় হবে।

  • @ff2.0yt80
    @ff2.0yt80 28 วันที่ผ่านมา +1

    জন্ম নিবন্ধন কি অনলাইন হতে হবে??

    • @terokhadadesk
      @terokhadadesk  28 วันที่ผ่านมา

      অনলাইন না হলেও হবে। করে ফেলেন। তবে হাতে লেখা হলে সমস্যা করলেও করতে পারে।

  • @shakibulhasan9179
    @shakibulhasan9179 หลายเดือนก่อน +1

    যাচাই কারি কে ওখানে কি দেব ভাই

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน

      নিজের পিতার আইডি কার্ডের নাম্বার দিবেন এবং পিতাকে স্বাক্ষর করতে বলবেন। আর পিতা জীবিত না থাকলে মাতার আইডি নাম্বার এবং স্বাক্ষর দিবেন। আর আবেদনকারীর স্বাক্ষরের জায়গায় আপনার স্বাক্ষর দিবেন। দুই জায়গায় দেখবেন আবেদনকারীর স্বাক্ষর রয়েছে। বাকী জায়গায় কাউন্সিলর অফিস বা ইউনিয়ন পরিষদের লোকজন স্বাক্ষর করবে।

  • @RIAZ.ISLAMM
    @RIAZ.ISLAMM หลายเดือนก่อน +1

    ভাই পিতার nid কার্ড আছে তবে মাতার নেই সেক্ষেত্রে কি করতে হবে?

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน

      যত দ্রুত সম্ভব আপনার মাতার আইডি কার্ড করে ফেলুন। আর মাতার আইডি কার্ড ছাড়া আপনার আইডি কার্ড করতে ইউনিয়ন পরিষদ বা নির্বাচন অফিসে যোগাযোগ করুন, তারা একটা ব্যবস্থা করে দিবে।

  • @SBANOY-f3t
    @SBANOY-f3t 26 วันที่ผ่านมา +1

    পিল্জ জানাবেন একটু 05/03/2007 আমি কি ভোটার হতে পারবো।

    • @terokhadadesk
      @terokhadadesk  26 วันที่ผ่านมา

      অনলাইনে পারবে না এখন। ফেব্রুয়ারীতে বাড়ি বাড়িতে যেয়ে যখন ভোটার তথ্য আনবে তখন পারবে।

  • @MoriomSanjida-l8o
    @MoriomSanjida-l8o หลายเดือนก่อน +1

    Vaiya amar certificate ar sathe amar babar nid card ar kono mill nei tahole ki korbo

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน

      সার্টিফিকেট শো না করে আপনার পিতার আইডি কার্ডে যে নাম আছে সেটা দিয়ে আইডি কার্ড করে ফেলুন। আইডি কার্ড হয়ে গেলে পরে অনলাইনে ঘরে বসেই আপনার সার্টিফিকেট অনুসারে আপনার পিতার নাম চেঞ্জ করে নিতে পারবেন।

    • @RaytulIsLamRAKIB
      @RaytulIsLamRAKIB หลายเดือนก่อน

      Assalamualaikum vaiya
      Amr certificate sate Amr abbu nid te je name Oita mile na ki korbo plz 😢reply

  • @Jahin-t1t
    @Jahin-t1t หลายเดือนก่อน +1

    আবেদন কী একের আধিকবার হয়ে গেলে কী সমস্যা হবে??

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน

      একের অধিক আবেদন কখনোই হবে না। কারন জন্ম নিবন্ধন নাম্বার একবারই নিবে। তবে জন্ম নিবন্ধন নাম্বার দেওয়ার আগ পর্যন্ত যত খুশি করতে পারবেন।

    • @Jahin-t1t
      @Jahin-t1t หลายเดือนก่อน +1

      @terokhadadesk প্রথমে আমি আবেদন করে নির্বাচন অফিসে জমা দিতে গিয়েছিলাম কিন্তু তারা আবেদন জমা নেয়নি।কারণ সে এখন আমার বয়স সম্পূর্ণভাবে পোজে নি। আর সে আবেদন কাগজটা বাসায় আনার পর হারিয়ে গেছে এখন আমি নতুন করে আবার আবেদন করেছি এক্ষেত্রে কোন সমস্যা হবে।

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน

      @@Jahin-t1t সমস্যা হবে না।

  • @Nbab_69
    @Nbab_69 หลายเดือนก่อน

    Amr birthday 13 January 2007 ami ki voter hote parbo 2025 sal a?

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน

      না ভাই। পারবেন না। ১ জানুয়ারী হলে পারতেন।

  • @saeimsanim1839
    @saeimsanim1839 11 วันที่ผ่านมา

    ভাইয়া আমার পিতা ও মাতা ২ জনই মৃত । আমার বাবার এনাইডি এবং জন্মসনদ আছে । কিন্তু আম্মার জন্মসনদ ও এনাইডি নাই । আম্মা মারা গেছেন ২০০৭ এ ।
    আবার আমার সার্টিফিকেটে জন্ম তারিখে ভুল আছে । এখন আমি কি কি সার্টিফিকেট ছাড়া করতে পারবো ? আর বাবা-মা যেহেতু নেই সেক্ষেত্রে উনাদের কি তথ্য দিবো? আমার জন্মসনদ ইসু করা হয়ছে ২০১২ তে এবং অনলাইনে আছে । কিন্তু বাংলা ফরম্যাটে , ইংরেজি তে নাই। আমার জন্ম সাল ২০০৬ এবং চিটাগং থাকি।

    • @terokhadadesk
      @terokhadadesk  11 วันที่ผ่านมา

      পারবেন। তবে এইসব ভেজালের মধ্যে যাওয়ার দরকার নাই। ফেব্রুয়ারী মাস থেকে প্রতি জনের বাড়ি বাড়ি লোক যাবে ভোটার তথ্য আনার জন্য। তখন কোন কিছুই লাগবে না। শুধু আপনার জন্ম নিবন্ধন চাইবেনে। ঐটা দিয়েই আপনার আইডী কার্ড তারা করে দিবে। তাই চিন্তা করবেন না। বাড়ি বাড়ি যখন লোক যাবে তখন তাদের কাছ থেকে করে নিয়েন।

  • @Mehedinext
    @Mehedinext หลายเดือนก่อน +1

    ভাই সার্ভারের এড্রেস ভুল তাহলে কিভাবে করব? সার্ভারে এড্রেস ভুল থাকায় আমার কাছের একজনের ভুল আসছে😢😢।এখন কি করব?

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน

      সার্ভারে এড্রেস ভুল বলতে ঠিক কি বোঝাতে চেয়েছেন আমি বুঝলাম না। ধরে নিলাম যে, আপনি যে এড্রেস দিবেন সেই এড্রেস সার্ভারে নেই। সেক্ষেত্রে আপনাকে নিকটস্থ ইউনিয়ন পরিষদ বা কাউন্সিলর কার্যালয়ে গেলে তারা করে দিবে। তবে জানুয়ারীর ২ তারিখের মধ্যে যেতে হবে।

    • @Mehedinext
      @Mehedinext หลายเดือนก่อน +1

      @terokhadadesk আমার ইউনিয়ন ও গ্রামের নাম ভুল আছে সার্ভারে😅

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน

      @@Mehedinext তাহলে কাউন্সিলর কার্যালয় বা ইউনিয়ন পরিষদে যান, তারা হাতে লিখে সঠিক ভাবে করে দিতে পারবে।

  • @nafishatabassum-b2t
    @nafishatabassum-b2t หลายเดือนก่อน +1

    koydin por sms pabo?

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน

      ১ সপ্তাহ থেকে ১ মাসের মধ্যে পেয়ে যাবেন।

  • @MohammadKamrulislam-v6j
    @MohammadKamrulislam-v6j หลายเดือนก่อน

    ভাই আবেদন করার কতদিনের মধ্যে কাগজ পত্র জমা দিতে হবে

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน

      এর কোন ধরা বান্ধা নিয়ম নাই। আপনি যখন ইচ্ছা তখন জমা দিতে পারবেন। তবে যত দ্রুত সম্ভব জমা দেওয়া ভাল।

    • @MohammadKamrulislam-v6j
      @MohammadKamrulislam-v6j หลายเดือนก่อน

      ধন্যবাদ ভাইয়া

    • @MohammadKamrulislam-v6j
      @MohammadKamrulislam-v6j หลายเดือนก่อน +1

      4/5 দিনের ভিতর দিলে হবে?

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน

      @@MohammadKamrulislam-v6j হবে।

  • @Rakibbbaa
    @Rakibbbaa หลายเดือนก่อน +1

    আমার বাবার এনআইডি কার্ড করবো।
    ওনার আইডি কার্ড করতে কী কাবিন নামা লাগবে?
    ওনাদের কাবিননামা তোলা হয়নি এখনো

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน

      অবশ্যই কাবিননামা লাগবে যদি পিতাকে বিবাহিত দেন।

  • @Juwel_Chowdhury_officials
    @Juwel_Chowdhury_officials 27 วันที่ผ่านมา +1

    Vai ami to korlam kinto oi kagos dei na jeita apni sob poron korar pore peyesen

    • @terokhadadesk
      @terokhadadesk  27 วันที่ผ่านมา +1

      প্রোফাইলের উপরে আছে ভাই।

  • @Rakibbbaa
    @Rakibbbaa หลายเดือนก่อน +1

    আমার বাবার এনআইডি কার্ড নেই,নিবন্ধন আছে।
    আমার মায়ের আইডি কার্ড আছে।
    আমি এখন আইডি করতে চাইলে কী পারবো?
    যেহেতু আমার বাবার আইডি কার্ড নেই।

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน

      পারবেন। এছাড়া এই জানুয়ারীর ৫ তারিখ থেকে বাড়ি বাড়ি যাচ্ছে ভোটার তথ্য আনতে। তখনও করতে পারবেন।

    • @mrjubaid326
      @mrjubaid326 หลายเดือนก่อน

      @@terokhadadesk ভাই ওরা কি শহরেও বাড়ি বাড়ি আসবে ..?

  • @polyroy-en4cm
    @polyroy-en4cm หลายเดือนก่อน +1

    জন্মস্থান সংশোধন কি ঘরে বসেই করা যাবে নির্বাচন অফিসে যেতে হবে না

    • @polyroy-en4cm
      @polyroy-en4cm หลายเดือนก่อน

      একটু তাড়াতাড়ি জানালে ভালো হয়

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน

      জ্বি ঘরে বসেই করা যাবে।

    • @polyroy-en4cm
      @polyroy-en4cm หลายเดือนก่อน

      আমি যে এপ্লাই করেছি তাতে আমি জন্ম নিবন্ধন সনদ বাংলা ও ইংরেজি এবং বাবার এনআইডি কার্ড এবং সেই সাথে আমার আগের nid card সাবমিট করেছি।
      যে ফর্মটি ডাউনলোড করার কথা বলেছে সেটি আমি ডাউনলোড করেছি। এই ফর্মটিকে নির্বাচন অফিসে জমা দিতে হবে সেই সাথে তার প্রয়োজনে কাগজপত্র।

    • @polyroy-en4cm
      @polyroy-en4cm หลายเดือนก่อน

      প্রয়োজনে কাগজপত্র কি নির্বাচন অফিসে জমা দিতে হবে

    • @polyroy-en4cm
      @polyroy-en4cm หลายเดือนก่อน +1

      তাড়াতাড়ি বললে ভালো হতো একটু টেনশনে আছি

  • @nazminnaherritu5050
    @nazminnaherritu5050 หลายเดือนก่อน +1

    Via biar kabinnama ki lagbe

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน

      বিবাহিত দিলে অবশ্যই লাগবে।

  • @mrmovies2005
    @mrmovies2005 หลายเดือนก่อน +1

    Nagorik shonod ki?

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน

      আপনি যে ঐ এলাকার নাগরিক তার প্রমানটাই হলো নাগরিক সনদ।

    • @mithilaafrinmithi759
      @mithilaafrinmithi759 หลายเดือนก่อน

      @@terokhadadesk নাগরিক সনদ কোথায় বা কীভাবে পাবো?

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน

      @@mithilaafrinmithi759 ইউনিয়ন পরিষদ বা কাউন্সিলর কার্যালয়ে গেলে পাবেন।

  • @chiknichamili7661
    @chiknichamili7661 หลายเดือนก่อน +1

    Sotokhato bisoy guli hoy.but puro name .boyos 10 yrs change hoe na..pojapto document deyer poro

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน

      প্রমান নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন ভাই, আমি চেঞ্জ করে দিবো। কিন্তু আইডি কার্ড করার পরে জন্ম নিবন্ধন করেছেন এই রকম প্রমান দয়া করে আনবেন না। উপযুক্ত প্রমান দিলে সবই চেঞ্জ করা সম্ভব। আর ছোট খাটো ভুলই হয় সবার। এত বড় ভুল, মানে ১০ বছর বয়স গ্যাপের মত ভুল যারা করে এরা ইচ্ছাকৃত ভাবেই করে ভাই।

  • @Rbabe123
    @Rbabe123 23 วันที่ผ่านมา +1

    পিতার এনআইডি মানে কি? ছবি?

    • @terokhadadesk
      @terokhadadesk  23 วันที่ผ่านมา

      ভাই, এন আই ডি (NID) এর ফুল ফর্ম হচ্ছে National Identity Card। ছবি হতে যাবে কেন? ছবি মানে তো ক্যামেরা দিয়ে ক্যাপচার করা কোন সিন।

  • @shameemhossain9905
    @shameemhossain9905 หลายเดือนก่อน +1

    কত টাকা লাগবে?

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน

      কোন টাকা লাগবে না। সম্পূর্ন ফ্রি।

  • @shakibhossanvlog5459
    @shakibhossanvlog5459 หลายเดือนก่อน +1

    বতমান ঠিকানা দিয়ে কি nid card বানানো যায়

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน

      যায়।

    • @shakibhossanvlog5459
      @shakibhossanvlog5459 หลายเดือนก่อน +1

      ​@@terokhadadeskঅনেকে বলছে যে এখন নাকি করায় না বতমান ঠিকানা দিয়ে

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน +1

      @@shakibhossanvlog5459 জানুয়ারীর ১ তারিখে উপজেলা নির্বাচন অফিসে যেয়ে করে আইসেন। করে দিবে। কোন সমস্যা হবে না।

    • @shakibhossanvlog5459
      @shakibhossanvlog5459 หลายเดือนก่อน

      @@terokhadadesk 🤍

  • @MDSharif-x1o
    @MDSharif-x1o 8 วันที่ผ่านมา +1

    আর তারা ছবি কিভাবে নিবে

    • @terokhadadesk
      @terokhadadesk  8 วันที่ผ่านมา

      নির্বাচন অফিসে অথবা সেন্টার আপনাকে বলে দিবে।

  • @ridanszone1951
    @ridanszone1951 หลายเดือนก่อน +1

    Id card hoye gele message kon number a asbe??

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน +1

      যে নাম্বার আবেদনের সময় দিয়েছিলেন সেই নাম্বারে আসবে ভাই

    • @ridanszone1951
      @ridanszone1951 หลายเดือนก่อน

      @terokhadadesk abedon ar age jei number a code aschilo oitai vai?

    • @ridanszone1951
      @ridanszone1951 หลายเดือนก่อน +1

      @@terokhadadesk code je number a aschilo abedon ar age oi number tai asbe?

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน

      @@ridanszone1951 হ্যা

  • @Itshahriarblogs
    @Itshahriarblogs หลายเดือนก่อน +1

    18bosor na hole abedon korte dichche nah amar aro 10mash baki 18bosor hoite amara jormo 11oct 2007.

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน +1

      আগে হতো, এখন করতে দিচ্ছে না ভাই। জানুয়ারী মাসে ইউনিয়ন পরিষদ বা জেলা নির্বাচন অফিসে যেয়ে একবার ট্রাই কইরেন। ওখানে হতে পারে। তবে অনলাইনে আপাতত নিচ্ছে না।

    • @Itshahriarblogs
      @Itshahriarblogs หลายเดือนก่อน +1

      @terokhadadesk ami ekhon Union porishodhe e gele ki hobe?

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน +1

      @@Itshahriarblogs জানুয়ারীর ২ তারিখ থেকে গেলে সমাধান পাবেন। এখন গেলে পাবেন না।

    • @Itshahriarblogs
      @Itshahriarblogs หลายเดือนก่อน

      @@terokhadadesk thanks❤️

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน +1

      আপনাকেও ধন্যবাদ ভাই

  • @Sports-rl8og
    @Sports-rl8og หลายเดือนก่อน +1

    identification skip kno korlen .

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน

      ভিডিওতে Identification কোথায় লেগেছে যদি একটু বলতেন, তাহলে আমি বলতাম যে কেন স্কিপ করেছি।

  • @Airdrop990
    @Airdrop990 หลายเดือนก่อน +1

    ইংরেজি নাম সবগুলো বড়ো হাতের দেওয়া যাবে

  • @raselrana-dj3xu
    @raselrana-dj3xu หลายเดือนก่อน +1

    ভাই বিবাহিত মেয়েরা স্বামীর বাডিতে ভোটার হতে হলে কি করতে হবে

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน

      যেভাবে দেখিয়েছি সেভাবেই আবেদন করলে হবে। ঠিকানা দেওয়ার সময় স্বামীর ঠিকানা দিলেই হবে। তবে কাবিননামা জমা দিবেন নির্বাচন অফিসে।

  • @arif9288
    @arif9288 หลายเดือนก่อน +1

    ভাই আমার স্ত্রী এবার নতুন ভোটার হবে আমি অনলাইনে আবেদন করেছি, ওর জন্ম নিবন্ধন কার্ড ওর বাপের বাড়ির এলাকার, এখন আমার এইখানে ভোটার হতে সেখানকার জন্ম নিবন্ধন কার্ড সেখানকার ইউনিয়নের নাগরিক সনদপত্র কি ওইখানকার লাগবে প্লিজ একটু জানাবেন?

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน

      আবেদন পত্রে যে ঠিকানা দিবেন সেই ঠিকানা দিতে হবে। সব সময় বর্তমান ঠিকানা যেটা দিবেন সেই ঠিকানার নাগরিক ও ইউটিলিটি বিল দিতে হবে।

  • @ArmanKoli-vg6zl
    @ArmanKoli-vg6zl หลายเดือนก่อน +1

    নাগরিক সনদ বলতে কোন কাগজ কে বোঝানো হয়??

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน

      আপনি যে ঐ এলাকার নাগরিক সেটা বুঝায়।

  • @mrjubaid326
    @mrjubaid326 หลายเดือนก่อน +1

    ভাই এন আইডি কার্ডের সাথে সার্টিফিকেট কোনো সম্পর্ক আছে..?
    কারণ আমার সার্টিফিকেটের সাথে আমার মা বাবার নাম মিল নাই তো আমি এনা আইডি করার জন্য সার্টিফিকেট সো করাচ্ছি না ।

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน

      সার্টিফিকেট যদি শো করাতে না চান তাহলে আপনি অষ্টম শ্রেনি পাস, সেটা বলবেন। অথবা পঞ্চম শ্রেনি পাস সেটা বলবেন। তাহলে হবে।

  • @polyroy-en4cm
    @polyroy-en4cm หลายเดือนก่อน +1

    আমি যে এপ্লাই করেছি তাতে আমি জন্ম নিবন্ধন সনদ বাংলা ও ইংরেজি এবং বাবার এনআইডি কার্ড এবং সেই সাথে আমার আগের nid card সাবমিট করেছি।
    যে ফর্মটি ডাউনলোড করার কথা বলেছে সেটি আমি ডাউনলোড করেছি। এই ফর্মটিকে নির্বাচন অফিসে গিয়ে কি জমা দিতে হবে সেই সাথে প্রয়োজনীয় কাগজপত্র। নাকি না দিলেও চলবে।

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน

      আপনি কি সংশোধনের আবেদন করেছেন নাকি নতুন আইডি কার্ড করার আবেদন করেছেন?

    • @polyroy-en4cm
      @polyroy-en4cm หลายเดือนก่อน +1

      @terokhadadesk সংশোধনের আবেদন করেছি

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน

      @@polyroy-en4cm তাহলে অপেক্ষা করুন ১ সপ্তাহ থেকে ১ মাস। সঠিক ভাবে করে থাকলে অবশ্যই অনুমোদন হবে।

  • @mstrokeyaislam123
    @mstrokeyaislam123 หลายเดือนก่อน +1

    আমার জন্মনিবন্ধন এর পার্মানেন্ট অ্যাড্রেস ঠিক রেখে ভোটার এড্রেস এর জায়গায় বর্তমান সিলেক্ট করে অন্য এড্রেস দিতে পারি কী জন্মনিবন্ধন এর প্রেজেন্ট এড্রেস ব্যতীত? (বিবাহিত হওয়ায় শ্বশুরবাড়ির ঠিকানা দিতে চাই)
    প্লীজ জানাবেন

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน +1

      জ্বি পারবেন। সেক্ষেত্রে ঐ ঠিকানার নাগরিক সনদপত্র দিতে হবে।

    • @mstrokeyaislam123
      @mstrokeyaislam123 หลายเดือนก่อน

      ভাইয়া,আরেকটা বিষয় যে বিবাহিত বললে কী কাবিন নামা টাই জমা দিতে হবে নাকি স্বামীর NID card কপি দিলেই হবে?

  • @polyroy-en4cm
    @polyroy-en4cm หลายเดือนก่อน +1

    জন্ম স্থান সংশোধন করার জন্য অনলাইনে কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน

      না থাকলে দিবেন না। আপনার পিতা-মাতার আইডি কার্ড দিবেন। তাহলেই হবে

    • @polyroy-en4cm
      @polyroy-en4cm หลายเดือนก่อน +1

      আবার অনেকে যে বলছে নাগরিক সনদ নাকি দিতে হবে

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน

      @@polyroy-en4cm দিলে ভাল হয়। না দিলেও সমস্যা নাই। কারন এপ্লাই তো করেই ফেলেছেন। এখন তো কিছুই করার নাই। ওয়েট করেন ফলাফলের জন্য ভাই।

  • @barkotjoy1757
    @barkotjoy1757 หลายเดือนก่อน +1

    ভাই আমি অনলাইনে আবেদন করেছিলাম। আমার বয়স তখন ১৮ হতে কিছুদিন বাকি ছিল।তাই ফরম ৩ এসেছিল,যা অফিসে জমা নেয় নাই।এখন ১৮ হয়েছে। কিন্তু লগিন করে দেখি আগের ফরম টি আছে। অফিসে ফরম ২ ছাড়া নিবে না। এখন কি আবার নতুন করে আবেদন করব? একই জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে কি করা যাবে? খুব চিন্তায় আছি।নাকি বাড়ি বাড়ি হালনাগাদ শুরু হলে তখন নতুন করে তথ্য দিয়ে করে নিব?

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน +1

      অফিসে যেতে ম্যানুয়ালী আবেদন করেন। বলেন যে, আপনারা করে দেন তাহলে। অর্থাৎ যখন বাড়ি বাড়ি যাবে বা শুরু হবে তখন কাউন্সিলর অফিসে যেয়ে করে ফেলবেন।

    • @barkotjoy1757
      @barkotjoy1757 หลายเดือนก่อน +2

      @@terokhadadesk বাড়ি বাড়ি হালনাগাদ আসবে মার্চে তখন ম্যানুয়ালি করে নিব তাদের দিয়ে।তাহলে আর কোনো প্রবলেম হবে না। এটাই সমাধান, তাই না?????

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน +1

      জ্বি ভাই। তবে মার্চে না, শুরু হয়ে গেছে এই জানুয়ারী থেকেই

    • @barkotjoy1757
      @barkotjoy1757 หลายเดือนก่อน +1

      @@terokhadadesk ম্যানুয়ালি যখন আবেদন করব তখন কি মোবাইল নাম্বার যেটা অনলাইনে দিয়ে আবেদন করেছিলাম সেটা দিব নাকি আমার অন্য মোবাইল নাম্বার দিব?

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน +1

      @@barkotjoy1757 যে কোন একটা দিলেই হবে।

  • @monnamichael9618
    @monnamichael9618 หลายเดือนก่อน +1

    বাসার হোল্ডিং নাম্বার জানিনা?এটা কী মাস্ট দিতেই হবে

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน

      দিতেই হবে। তবে না থাকলে শূণ্য (০) দিয়ে দিবেন।

  • @LotaFokhir
    @LotaFokhir หลายเดือนก่อน +1

    ঘরে বসে সবাই কি পারে ফালতু কথা,

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน +3

      না পারলে এখানে আমার কি দোষ ভাই??? আমি পথ দেখিয়ে দিলাম। কিন্তু আপনি সেই পথে আগানোর সাহস পেলেন না বা গেলেন না, এটা তো আমার ব্যর্থতা না, যারা পারে না বা পারবে না তাদের ব্যর্থতা 😀

  • @LisaLisa-bo5ih
    @LisaLisa-bo5ih หลายเดือนก่อน +1

    আমার জন্মনিবন্ধন কার্ডে মা-বাবার নাম মা-বাবার NID কার্ডের সাথে মিল আছে। কিন্তু আমার সার্টিফিকেটে মা-বাবার নামের কিছু অংশ বাদ আছে।
    এখন আমার প্রশ্ন হলো জাতীয় পরিচয়পত্রে মা-বাবার নাম কি অনুযায়ী দিতে হয় মূলত? জন্ম নিবন্ধন কার্ড/মা-বাবার NID কার্ড/সার্টিফিকেট অনুযায়ী?
    দয়া করে রিপ্লাই দিবেন। আবেদন করতে গিয়ে আটকে আছি এটার জন্য।

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน +1

      অনলাইনে আবেদন করলে সব ডকুমেন্টের নাম একই হওয়া লাগে। নইলে দেয় না। আপনি অপেক্ষা করুন। কিছুদিন পর বাড়ি বাড়ি যাবে ভোটার তালিকার জন্য। তখন কোন কিছুই লাগবে না। এমনিতেই করে দিবে।

    • @LisaLisa-bo5ih
      @LisaLisa-bo5ih หลายเดือนก่อน +1

      @terokhadadesk শহরের দিকেও আসবে কি?

    • @terokhadadesk
      @terokhadadesk  29 วันที่ผ่านมา

      @@LisaLisa-bo5ih সবখানে যাবে। শহর-গ্রাম সব জায়গাতেই শুরু হবে।

  • @BibiKulsum-l8o
    @BibiKulsum-l8o หลายเดือนก่อน +1

    আসসালামু আলাইকুম ভাইয়া আমার গ্রামের নাম "ধোলাকান্দি" গুগলে সার্চ দিলে সেম আসে কিন্তু আমার বার্থ সার্টিফিকেটে "ধৌলাকান্দি"এখন nid তৈরি করার ক্ষেত্রে আমি বার্থ সার্টিফিকেট অনুযায়ী দিতে চাচ্ছি এখন কি সেটা কোন সমস্যা তৈরি করবে? কোনটা দিলে ভালো হয় গুগলে যেটা রিয়েল সেটা নাকি আমার বার্থ সার্টিফিকেট অনুযায়ী সেটা কারণ বার্থ সার্টিফিকেটটা চেঞ্জ করবো না অলরেডি একবার চেঞ্জ করা হয়েছে? প্লিজ রিপ্লাই দিয়েন প্লিজ... আমি mainly বার্থ সার্টিফিকেটটাই দিতে চাচ্ছি সেটা হলো কথা

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน

      গুগলে সব সময় সঠিকটা পাওয়া যায় না। মূলত সবাই সব চেয়ে বেশি বানান যেটা ইউজ করে সেই বানানটাই দেখায়। আপনি নিজের বার্থ সার্টিফিকেটে যেটা আছে সেটা দিয়েই আবেদন করে ফেলেন। কোন সমস্যা হবে না।

  • @roasting.brothers
    @roasting.brothers หลายเดือนก่อน +1

    Username vule gele kno prblm hbe?

    • @terokhadadesk
      @terokhadadesk  หลายเดือนก่อน

      কোন সমস্যা হবে না। পরে আবার উদ্ধার করা যায়।