রহস্যময় হরিনাভি রাজবাড়ী | Historical Place In South 24 Parganas Harinavi Rajbari |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024
  • রহস্যময় হরিনাভি রাজবাড়ী | Historical Place In South 24 Parganas Harinavi Rajbari |
    Historical Place In South 24 Parganas
    Harinavi Rajbari
    History Behind Harinavi Rajbari
    হরিনাভীর জমিদার বাড়ী ও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
    কলকাতার দক্ষিণে ২৪ পরগণার অন্তর্গত হরিনাভী গ্রামে অবস্থিত ঘোষেদের জমিদার বাড়ী। জমিদারবাড়ীর সম্বন্ধে জানার আগে হরিনাভী গ্রাম সম্বন্ধে কিছু জেনে নেওয়া উচিত।
    হরিনাভী অঞ্চলটি সেইসময়ের "মদন মল্ল" পরগণার অন্তর্গত ছিল। মদন রায় ছিলেন তৎকালিন মহারাজ প্রতাপাদিত্যর ঢালি ও সেনানায়ক। মহারাজ প্রতাপাদিত্যর মোঘলদের কাছে পরাজয়ের পরে মদন রায় এই গ্রাম গড়ে তোলেন। নাভি পর্যন্ত প্রোথিত কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি পাওয়া যায় এই গ্রাম থেকে তাই এই গ্রামের নাম হয় হরিনাভী।
    ১৭৫২ সালে শ্রী রামচন্দ্র ঘোষ হরিনাভী গ্রামের কিছু জায়গা কিনে নেন কলকাতার সিংহ পরিবারের কাছ থেকে। তাঁর পুত্র হরমোহন ঘোষ বর্তমান দূর্গামন্ডপ সহ বসতবাড়ি তৈরি করেন এবং পৌত্র নবীনচন্দ্র ঘোষ ১৬টি স্তম্ভ সহ নাটমন্দির তৈরি করেন। এরপরেই শুরু হয় রাসের মেলা, তাই লোকমুখে এটি রাসবাড়ি নামে পরিচিতি পায়। এই রাসবাড়ির নিকটেই অবস্থিত দূর্গাদালান। তবে আজ তার শোচনীয় অবস্থা দেখে সত্যিই কষ্ট হয়। নবীন ঘোষের আমলে গৃহদেবতা গোপীনাথ জিউ ও রাধাকে বসিয়ে রথ যাত্রার সূচনা হয়। পরবর্তীকালে ১৯৩৭ সালে একটি লোহার রথ তৈরি করেন হীরালাল ঘোষ ও সেই রথ টানার জন্য ৩০ জন লোকের প্রয়োজন হত। তবে বর্তমানে সেই রথ রাসবাড়ির সামনেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
    এবার আসি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের কথায়। হরিনাভী স্কুলে তিনি ১৯২০ সালে মাত্র ২৬ বছর বয়সে শিক্ষক হিসাবে যোগদান করেন। এখানে তিনি মাত্র ২ বছর শিক্ষকতা করেন। এখানে থাকাকালীন তাঁর সাহিত্যিক প্রতিভার বিকাশ ঘটে। প্রথমদিকে তিনি হরিনাভীর কাছেই রাজপুরে থাকতেন। তাঁর বাড়ির কাছেই ছিল একটি বকুল গাছ। মাঝে মাঝেই এই গাছের তলায় তাঁর সময় কেটেছে। "পথের পাঁচালি" থেকে "চাঁদের পাহাড়" অনেক গল্পের পটভূমিই এই হরিনাভী গ্রাম।
    তবে বর্তমানে রাসবাড়ি দূর্গাদালান জীর্ণ অবস্থায় অবহেলায় নষ্ট হচ্ছে। হয়তো এভাবেই একদিন এইসব ইতিহাস শেষ হয়ে যাবে। (Courtesy : Souptik Das)
    #historyofindia
    #kolkata #banglavlog #bengalivlog #হরিনাভী #কলকাতা
    #harinavi
    #harinavirajbari
    #historicalplaces
    #exploreravirup
    #historyofharinavi
    #Subhashgram
    EDIT : AVIRUP BISWAS
    VIDEOGRAPHY : AVIRUP BISWAS
    Hello Friends,
    My self Saptarshi Nandan & you are watching @ Saptarshi Nandan Vlogs. This is an informative vlog channel .Here you will find different types of videos, like travelling ,foodie ,life style ,struggle & many more information regarding your knowledge & beyond your knowledge .I hope you like it very much. If you like it please don't forget to subscribe share and like the channel. Stay well and stay with us.
    ❤️❤️ L I K E | S H A R E | C O M M E N T | S U B S C R I B E ❤️❤️
    Music credit : TH-cam Audio Library
    -----THANK YOU SO MUCH FOR WATCHING---------
    Please give a like and SUPPORT us and don't forget to SUBSCRIBE our channel.
    ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন
    ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ
    "" THANKS FOR WATCHING""

ความคิดเห็น • 11