Bangla Kobita | জীবনের হিসাব | সুকুমার রায় | Jiboner Hisab | Sukumar Roy | Bengali Recitation |Priti

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 พ.ค. 2018
  • Contact/Whatsapp- +918617046961
    কবিতা:-জীবনের হিসাব
    কবি:-সুকুমার রায়
    আবৃত্তি:-প্রীতি পন্ডিত
    Poetry:-Jiboner Hisab | Jibaner Hisab
    Poet:- Sukumar Roy | Sukumar Ray
    Recitation :- Priti Pandit
    Bangla Kobita Abritti
    Bangla Kobita
    Bengali Poetry Recitation
    Bengali Recitation
    বাংলা কবিতা আবৃত্তি
    বাংলা কবিতা
    Sukumar Roy Kobita
    Sukumar Ray Kobita abritti
    জীবনের হিসাব সুকুমার রায়
    Jiboner Hisab by Sukumar Roy
    বিদ্যেবোঝাই বাবুমশাই কবিতা
    Bidye bojhai Babumoshai by Sukumar Roy
    বিদ্যেবোঝাই বাবুমশাই সুকুমার রায়
    ////////////
    জীবনের হিসাব
    কবি: সুকুমার রায়
    বিদ্যেবোঝাই বাবুমশাই চড়ি সখের বোটে
    মাঝিরে কন , "বলতে পারিস্ সূর্যি কেন ওঠে?
    চাঁদটা কেন বাড়ে কমে? জোয়ার কেন আসে?"
    বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফ্যাল্‌ফেলিয়ে হাসে।
    বাবু বলেন, "সারা জনম মরলিরে তুই খাটি,
    জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি!"
    খানিক বাদে কহেন বাবু,"বলত দেখি ভেবে
    নদীর ধারা কেম্‌নে আসে পাহাড় হতে নেবে?
    বলত কেন লবণপোরা সাগরভরা পানি?"
    মাঝি সে কয়, "আরে মশাই , অত কি আর জানি?"
    বাবু বলেন, "এই বয়সে জানিসনেও তা কি?
    জীবনটা তোর নেহাৎ খেলো, অষ্ট আনাই ফাকি।"
    আবার ভেবে কহেন বাবু, "বলতো ওরে বুড়ো,
    কেন এমন নীল দেখা যায় আকাশের ঐ চুড়ো?
    বল্‌তো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন?"
    বৃদ্ধ বলে, "আমায় কেন লজ্জা দেছেন হেন?"
    বাবু বলেন, "বলব কি আর, বলব তোরে কি তা,-
    দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বৃথা।"
    খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে,
    বাবু দেখেন নৌকাখানি ডুব্‌ল বুঝি দুলে।
    মাঝিরে কন, "একি আপদ! ওরে ও ভাই মাঝি,
    ডুবল নাকি নৌকো এবার ? মরব নাকি আজি?"
    মাঝি শুধায়, "সাঁতার জানো? মাথা নাড়েন বাবু"
    মুর্খ মাঝি বলে, "মশাই , এখন কেন কাবু?
    বাঁচলে শেষে আমার কথা হিসেব কারো পিছে,
    তোমার দেখি জীবনখানা ষোল আনাই মিছে!"

ความคิดเห็น • 821

  • @pritipandit_bangla_kobita
    @pritipandit_bangla_kobita  6 ปีที่แล้ว +58

    My Facebook profile id:-

  • @tubludutta3370
    @tubludutta3370 3 ปีที่แล้ว +15

    খুব তাড়াতাড়ি এই মানুষ-টি চলে গিয়েছেন ( সুকুমার রায়).... বেচে থাকলে বাংলা সাহিত্যে-কে আরও অনেক কিছু দিতে পারতেন....।।

  • @saalamin3760
    @saalamin3760 3 ปีที่แล้ว +100

    আমি সপ্তম শ্রেনিতে পড়েছি এই কবিতা, সেই দিন গুলো মনে পড়লে আজও মনের মাঝে শান্তি ফিরে আসে!

  • @muhammadmahbuburrahmanrati6323
    @muhammadmahbuburrahmanrati6323 4 ปีที่แล้ว +27

    ক্লাস সিক্সে পড়েছিলাম,১৮ বছর পরেও এখনো পুরাটা মুখস্থ আছে!🤔

  • @armansheikh3893
    @armansheikh3893 ปีที่แล้ว

    ছোট্ট বেলায় কবিতা পড়তে রীতিমত প্রতিযোগিতা শুরু করে দিতাম, কে কার চেয়ে ভালো করে আবৃত্তি করতে পারে, পুরো কবিতা কত তাড়াতাড়ি মুখস্থ করা যায়। প্রতিটি ছাত্রের মুখে মুখে উচ্চারিত হতো এমন সব কবিতা আর এখন কোন ছাত্র তা পাঠ্য বইয়ের কবিতা মুখস্থ পড়তে পারে? এখনো আমার ক্লাস ওয়ান থেকে ইন্টারের প্রায় প্রতিটা কবিতা মুখস্থ পড়তে পারি। কি মঝার ছোট্ট বেলা ফেলে এসেছি, আফসোস হয় সেই জীবন যদি আবার ফিরে পেতাম।

  • @RtonMira

    প্রীতি আমি শিমু

  • @sagarikabhattacharjee8022
    @sagarikabhattacharjee8022 3 ปีที่แล้ว +7

    সুকুমার রায়ের মতন বুদ্ধিদীপ্ত মজার লেখার লেখক আর কোনদিনও জন্মাবেনা। উনি বাংলা সাহিত্যের ছোটদের জন্য শ্রেষ্ঠতম লেখক। ওনাকে বাদ দিয়ে কোন শিশুর সুন্দর শৈশব হতে পারেনা। অসাধারণ ছবি আঁকতেন। বহুমুখী প্রতিভার মানুষ ছিলেন।

  • @mdabdulwadud4475

    ২০২৪ সালে এসেও সার্চ দিয়ে শুনছি

  • @rabeyabithi2080
    @rabeyabithi2080 3 ปีที่แล้ว

    এই কবিতা আবৃত্তি করে আমি ৩য় হয়েছিলাম

  • @mdnurulislam4128

    এই কবিতাটি আমি ২০১০সালে পড়েছি খুব ভালো লাগতো আজও মিচ করি।আবার সেই জীবনে ফিরে জাওয়া জেতো

  • @barunlohar2636
    @barunlohar2636 3 ปีที่แล้ว

    আমি এই কবিতাটী বার বার পড়তাম

  • @shaponshaan8645
    @shaponshaan8645 4 ปีที่แล้ว +145

    শৈশবের স্মৃতি মনে পরে গেলো😍

  • @SumiAkter-ri3dj

    বিদ্যার জ্ঞান আর প্রকৃতির জ্ঞান এক নয়...!অন্যকে ছোট করে দেখার কিছু নাই। প্রত্যেকের কাজই মুল্যবান, এবং সবাই তার স্ব স্ব জায়গায় ফিট।

  • @mannansk1129
    @mannansk1129 3 ปีที่แล้ว +10

    বাস্তব শিক্ষা ডিগ্রিধারীদের মতো। কোনো অভিজ্ঞতা নেই। outstanding 👍👍

  • @abdurrazzakkamal8295
    @abdurrazzakkamal8295 3 ปีที่แล้ว +7

    অশেষ ধন্যবাদ! বহুদিন পর প্রিয় কবিতাটির আবৃত্তি শুনলাম। অনন্যসাধারণ!

  • @asmank
    @asmank 4 ปีที่แล้ว +39

    সেই ছোট বেলায় পড়া কবিতা। নতুন করে মনে পড়ে গেল। এমন কবিতা আরও শুনতে চাই। তাই subscribe করলাম। যা সচরাচর করিনা।

  • @mdamanulla6962
    @mdamanulla6962 2 ปีที่แล้ว +4

    আমি সপ্তম শ্রেণীতে পড়েছিলাম, খুব মিস করছি। খুব ভালো লাগলো। খুব খুব মনে পড়ছে স্টুডেন্ট লাইফের অনেক স্মৃতি গুলো

  • @brot20160
    @brot20160 2 ปีที่แล้ว +4

    অপূর্ব! অসাধারণ সৃজন। সুন্দর পরিবেশনা।।

  • @basarahmed6976
    @basarahmed6976 3 ปีที่แล้ว +26

    - এই কবিতাটা অামি জীবনের প্রথম.!

  • @dilonshohel
    @dilonshohel 3 ปีที่แล้ว +8

    আহা! জীবনের হিসাব কবিতা শুনে ২০০৬ সালের কথা মনে পড়ে গেল। সেই স্কুলের দিনগুলি মনে পড়ে গেল 🤔