@@NAKBangla প্রিয় ভাই আপনারা দুই একজনের কথা ভেবে কোন সিদ্ধান্ত নিবেন না, আপনাদের এই মহান কাজগুলো অব্যাহত রাখুন আল্লাহর ইচ্ছাই,এতে যদি কিছু এড দিতে হয় কিছু দিতেই পারেন,তাছারা চ্যানেলে মান্থলি সাবস্কিপশন চালু করার চেষ্টা করতে পারেন ভাই, জাজাকাল্লাহ খাইরান
আপনাদের মনে আছে কিনা জানি না ।আমি একদিন আপনাদের একটা ভিডিও এর বাংলা অনুবাদ করে দিতে চাইছিলাম। এইটা ছিল ওই ভিডিও ।পরবর্তীতে আমি অনেক খারাপ সময় পার করার কারণে কাজটি আর সম্পূর্ণ করতে পারি নাই। দুঃখিত। আসসালামুয়ালাইকুম
আমি একজন গ্রামের বিবাহিতা নারী দুটো মেয়ে শশুর শাশুড়ী স্বামী নিয়ে সংসার। সারা দিন কাজের সাথে সাথে বা বেকার থাকা পুরো সময়টাই আমি নোমান আলী খানের লেকচার শুনি. আর নিজেকে সুদরানোর চেষ্টা করছি।ইনশাআল্লাহ পারবো দিনের পথে আসতে যদি আল্লাহ চাহেতো
আলহামদুলিল্লাহ, অনেক দিন পর কন্ঠটা শুনতে পেলাম। এই কন্ঠটা সবসময়ই খুঁজে বেড়াই আমি। আমার মনে হয়, নোমান আলী খান সাহেবের মুখে থেকে শুনছি। আর কথা গুলো একটা একটা করে মনের মাঝে গেতে যাচ্ছে। আল্লাহ কন্ঠ দান কারি ভাইকে নেক হায়াত দান করুন। সেই সাথে ওস্তাদ নোমান আলী খান সাহেবকেও। জাজাকাল্লাহ খাইরান।
এক আল্লাহকে স্বাক্ষী রেখে বলছি,এই কথাগুলোন ভিতরে কতোটা শক্তিশালী প্রভাব ফেলে তা লিখে বোঝানো সম্ভব নয়...ওস্তাদ নোমান আলী খান এবং যিনি ডাবিং করেন আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুক..আমিন.. আমরা এমন আরো অনেক অনেক ভিডিও চাই যা আমাদের ঈমানকে আরো দৃঢ় রাখতে সাহায্য করবে ইনশাআল্লাহ...
যখনই একেকটা নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড হয় মনে হয় যেন জ্ঞানের নতুন ভান্ডার খুলে গেছে। যারা ডাবিং এর কাজ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই কন্ঠটা উনার সাথে একদম মিলে যায়। আরো দ্রুত ভিডিও পেতে আগ্রহী আমরা
Alhamdulillah নোমান আলীর বাংলা ডাবিং পেয়ে আমি খুব আনন্দিত আমি অনেকদিন ধরে এইরকম কোরআনের তাপসীর খুঁজছিলাম। হে আল্লাহ জিনারা এই উদ্যোগটি নিয়েছেন তাদের উপর রহমত বর্ষিত করুন এবং তাদের উ্দেশ্য কে সাফল্য মন্ডিত করুন। ইনশাল্লাহ আমি এই video gulor অপেক্ষায় থাকবো।
আলহামদুলিল্লাহ। হেদায়েত পাওয়ার পর এ সূরা টাই প্রথম মুখস্থ করেছিলাম। মূলত ৬ নম্বর আয়াত টার জন্যই সূরাটি এত্তো ভালোলাগে । সুবহানআল্লাহ। এ ৬ নম্বর আয়াত টা আমার একদম হৃদয়ে যেয়ে তীরের মতো বিঁধে আছে এখনো🙂। সুবহানআল্লাহ। এ আয়াত আমাকে একদম ১৮০° এঙ্গেলে বাঁকিয়ে দিয়েছিল ।
আমি বাংলাদেশ থেকে বলছি।যিনি বাংলায় ডাবিং করেছেন,তার প্রতি অনুরোধ ছিল।কিভাবে তার সাথে যোগাযোগ করতে পারি???ডিভাইন স্পিচ এর বাংলা ভার্ষন এর ব্যাপারে।কেউ কি এ ব্যাপারে কোন সাহায্য করতে পারেন???
সবসময় কুরআনের আলোচনা হয় এমন জায়গায় যান,নিজের হাত পা জিহ্বাকে আল্লাহর পাঠানো সিসিটিভি হিসেবে ধরে সব কাজ করেন আর লাস্টলি আল্লাহর কাছে ইমানের পথে টিকিয়ে রাখার দোয়া করেন।ইনশাআল্লাহ সফল হবেন
আপনার ভিডিও পাওয়ার জন্য আকুল আগ্রহে থাকি,আপনার ভিডিওগুলো যে কতবার করে শুনছি তা হিসাব ছাড়া,তার পরেও শুনলে মনে হয় আবার নতুন প্রাণ ফিরে পায়। নোমান আলী খান এর বাংলা ডাবিং করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আমাদের দেশে প্রতিটি মসজিদে মসজিদে যদি এমন তাপসীর হতো তাহলে আমরা ইসলাম থেকে দূরে থাকতে হতো না হে প্রভু আপনি আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন এবং ঈমানের সাথে মিত্যু দিও সেজদা অবস্থায়
লেকচার শুনার পর মনে হলো সবগুলো কথা বিধাতা আমাকে উদ্দেশ্য করেই বলেছেন। যে কিনা সত্যটা জেনে বুজেও গ্রহন করতে ভয় পায় পরিবার আর সমাজের কথা ভেবে। কিন্তু সেই দিনটার কথা ভেবে ভয় হয়না অন্তরে।
প্লিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি, সব কিছু জানার পরও যদি পরিবার আর সমাজের কথা ভেবে নিজের স্থানটা চিরস্থয়ী জাহান্নামে করতে চান তাহলে অনেক বড়ো বোকামী হয়ে যাবে বোন। আপনি কোন পরিবারের কথা ভাবছেন, যেই পরিবার আপনি মারা যাবার পরই আগুন দিয়ে আপনার যাত্রা সূচনা করে দিবে চিরস্থায়ী জায়গার দিকে???
এই কন্ঠস্বর টা এতই মধুর, উনার কথা এত গুছিয়ে বলা যা খুব সহজেই বুঝতে পারি এবং খুব সহজ ভাবে কথা গুলো অন্তরে গেথে যায়। সত্যিই ধর্মের প্রতি গভীর আগ্রহ জাগে। সত্যিই বিচার দিবসের ভয় হয়। একমাত্র নোমান আলী খানের লেকচার শুনে জীবনে অর্থের লোড হারিয়ে গেছে। আজ আর ভুল করেও নামাজের ওয়াক্ত মিস হয় না। একটি দিনও ফজরের ঘুম ভাংতে দেরি হয় না। জানি না নোমানের লেকচার ডাবিং সহ প্রত্যেক কে কি ভাবে কৃতজ্ঞতা আদায় করবো। আল্লাহ্ আপনাদের সকল বিষয়ে পরিপূর্ণতা দান করুন।
আগে আমিও পড়তাম না নামাজ,,, যখন এই ভাইয়ের ডাবিং শুনলাম তখন যেনো ভেতরে আগ্রহ আসলো খুবই খুবই বেশি ,,, যা অন্য কোনো বকতাদের ওয়াজ শুনলে আসতো না,,, যেমন আমাদের বাংলাদেশের,,বাংলাদেশের বক্তাদের অবস্থা এমন তারা নিজেরাই নিজেদের ঝগড়া গীবোধ পরনিন্দা এগুলো করে বেড়াই,, এজন্য আর তাদের ওয়াজ শুনি না আমি,,, তাদের ওয়াজ শুনে ভেতরে কোনো আ্যকশন হয় না,, তাই বেছে নিয়েছি নোমান আলীর লেকচার
আলহামদুলিল্লাহ আপনার কথাগুলো খালি প্রবাবিতই করেনা মানুষের অন্তরে ছুঁয়ে যায় আমি খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামীন আপনার জ্ঞান প্রজ্ঞা আরো বাড়িয়ে দিন
সুবহান্ আল্লাহ, নোমান ভাই আপনাকে ধন্যবাদ দেয়ার ভাষা আমার জানা নেই ।দোয়া করি আপনাকে, আপনার পরিবার ও পিতা মাতাকে যেন মহান আল্লাহ উত্তম প্রতিদান প্রদান করে ।নেক হায়াৎ ও আরও জ্ঞান অর্জনের তাওফিক দান করেন । পৃথিবীর অনেক অনেক মানুষ আপনার বক্তব্য থেকে উপকৃত হউক, ইসলামের ছায়ায় আসে এই দোয়া করি -আমিন ।
উস্তাদ নোমান আলি খান, আমাদের জন্য এই উম্মাহর জন্য আল্লাহ প্রদত্ত খাস নিয়ামাত ব্যাতীত আর কিছুই নই!!! আল্লাহু আকবার। হে আমাদের রব, আমাদের কে সহজ সরল পথের জন্য কবুল করে নিন এবং তা আমাদের জন্য সহজ করে দিন, আমিন।
কোরআন শরিফ কত সুন্দর সুন্দর কথা বলেছে অথচ আমরা খুব কম মানুষই তা উপলব্ধি করতে পারি বা চেষ্টা করি 😢 আল্লাহ আমাদেরকে, সমগ্র মুসলিম উম্মাহকে, তাঁর পবিত্র কালাম কোরআন বুঝার তৌফিক দান করুন ❤️
আলহামদুলিল্লাহ, 🇧🇩🇧🇩🇧🇩মনটা শীতল হয়ে গেলো,আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনি আমাদেরকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন হে আমাদের রব আপনি, আমীন, আর বিচার দিবসে আমাদেরকে মাপ করে দিবেন ইনশাআল্লাহ
আসসালামু আলাইকুম খুব সত্যি কথা। একজন পথভ্রষ্ট মানুষ যখন আল্লাহর রহমতে সঠিক পথের সন্ধান পায় আর নিজেকে ধীরে ধীরে পরিবর্তন করতে থাকে তখন খুব কাছের মানুষগুলো ও কেমন যেনো পর হয়ে যায়। তখন তাকে যুদ্ধ করতে হয় নিজের নাফসের সাথে আর যুদ্ধ করতে হয় নিজের খুব কাছের মানুষগুলোর সাথে ও। সত্যিই বিষয়টা বড় কষ্টের। তারপরও যদি কেউ চায় শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতে, আল্লাহ নিশ্চয়ই তার পথ সহজ করে দেন। অন্যেরা যতই চেষ্টা করুক তাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করতে কিংবা যতই তাকে অবজ্ঞা করুক , কষ্ট দিক তাতে সে পিছ পা তো হয় ই না বরং তার ঈমান আরো মজবুত হয়ে যায়। কোনো কষ্ট, বাঁধা, অবজ্ঞা, অবহেলা কিছুতেই তার কিছু যায় আসে না। সে শুধু জানে তাকে নিজের নাফসের প্রতারণা থেকে বাঁচতে হবে। বাঁচতে হবে মোহময় দুনিয়ার হাতছানি থেকে যা তাকে আল্লাহর কাছে প্রতারক বানিয়ে ফেলবে। একবার যদি কেউ আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পেয়ে যায় তাহলে সে কখনোই চাইবে না তা হারাতে। যদিও তার অন্তরে ভয় থাকে তার মৃত্যু ঈমানের সাথে হবে তো? শেষ পর্যন্ত সে পারবে তো সমস্ত প্রতারণার ফাঁদ থেকে নিজেকে বাঁচাতে? আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করেন জানা অজানা সমস্ত গুনাহের জন্য আর হেফাজত করেন মানুষ ও শয়তানের ধোঁকা থেকে। আমীন
এই লেকচারটা শোনার পর ৫০ নাম্বার সূরা, সূরা কাফ এর অনুবাদও পড়ুন। অথবা এখান থেকে দেখতে পারেন। th-cam.com/video/RhUVMJqwicc/w-d-xo.html
@@NAKBangla প্রিয় ভাই আপনারা দুই একজনের কথা ভেবে কোন সিদ্ধান্ত নিবেন না, আপনাদের এই মহান কাজগুলো অব্যাহত রাখুন আল্লাহর ইচ্ছাই,এতে যদি কিছু এড দিতে হয় কিছু দিতেই পারেন,তাছারা চ্যানেলে মান্থলি সাবস্কিপশন চালু করার চেষ্টা করতে পারেন ভাই, জাজাকাল্লাহ খাইরান
আল্লাহ আপনাদের সহায় হোক...... আমার মন্তব্যের জন্যে দুঃখিত
@@NAKBangla ডনেশন নেয়ার ব্যাবস্থা করুন ভাই।
মানুষ ডোনেট করুক।
@@rokonuzzamanshohel9945 ডেস্ক্রিপশন বক্স এ ডোনেশনের লিংক আর বিকাশ দেওয়া আছে।
আপনাদের মনে আছে কিনা জানি না ।আমি একদিন আপনাদের একটা ভিডিও এর বাংলা অনুবাদ করে দিতে চাইছিলাম। এইটা ছিল ওই ভিডিও ।পরবর্তীতে আমি অনেক খারাপ সময় পার করার কারণে কাজটি আর সম্পূর্ণ করতে পারি নাই। দুঃখিত। আসসালামুয়ালাইকুম
আমি একজন গ্রামের বিবাহিতা নারী দুটো মেয়ে শশুর শাশুড়ী স্বামী নিয়ে সংসার। সারা দিন কাজের সাথে সাথে বা বেকার থাকা পুরো সময়টাই আমি নোমান আলী খানের লেকচার শুনি. আর নিজেকে সুদরানোর চেষ্টা করছি।ইনশাআল্লাহ পারবো দিনের পথে আসতে যদি আল্লাহ চাহেতো
সারা জীবন বাংলাদেশের হুজুরদের জারি গান শুনে আসছি অথচ ইসলাম কি জিনিস তা জানতে পারলাম না। নোমানের কথা শুনে সত্যিই কিছু শিখতে পারি। অনেক অনেক ধন্যবাদ।
উনার বক্তব্য শোনা যাবে না😏😏😏😃😃😃বাণীতে বাংলাদেশী সালাফী আলেমদের একাংশ
আমাদের হুজুররা শুধুই চিল্লায়
একমত
আমাদের দেশের হজুরেরা এখন আর ওয়াজ করে কমেড়ি শো করে
আপনি কয়জন আলেমকে চেনেন?
অন্তত দুইজনের নাম বলুন।
নফস আমাকেও ধোঁকায় ফেলেছিল, এটা শুনার পর অনুতপ্ত হয়ে সিজদায় অনেক কেঁদেছি😥
এবং রবে'র-পক্ষে থেকে হেদায়েত নিয়ে ফিরেছি!
-আলহামদুলিল্লাহ❤
মাশা-আল্লাহ।
Mashaallah
Allah
Subahanallah
প্রতিটি কথা আমাদের জীবনে প্রভাব ফেলে। আলহামদুলিল্লাহ। আপনাদের থেকে উৎসাহিত হয়ে আমরাও ডাবিং শুরু করেছি। আল্লাহ আমাদের কাজকে কবুল করুন। আমীন
আমিন
Alhamdulillah ❤️🥀❤️🇧🇩🇧🇩🇧🇩
আমিন
Thanks
@@md.mesedulhaque2847 q
অনেক দিন পড় উস্তাদের লেকচার পেলাম আলহামদুলিল্লাহ
আসসালামুয়ালাইকুম!
আলহামদুলিল্লাহ নতুন ভিডিও 🥰
আলহামদুলিল্লাহ
@@ShibirJagannathpurUpazilaooooooooooooooopooppoooooooooooppooopooopoopppoopppooooopoopopooppoooooooopooopoooopoooppoppooopooopooooopppppooooopppoo opooppoooopopoooppo
আলহামদুলিল্লাহ, অনেক দিন পর কন্ঠটা শুনতে পেলাম। এই কন্ঠটা সবসময়ই খুঁজে বেড়াই আমি। আমার মনে হয়, নোমান আলী খান সাহেবের মুখে থেকে শুনছি। আর কথা গুলো একটা একটা করে মনের মাঝে গেতে যাচ্ছে। আল্লাহ কন্ঠ দান কারি ভাইকে নেক হায়াত দান করুন। সেই সাথে ওস্তাদ নোমান আলী খান সাহেবকেও। জাজাকাল্লাহ খাইরান।
❤️আল্লাহু আকবার❤️
❤️লা-ইলাহা ইল্লাল্লহু মুহাম্মাদুর রসূলুল্লহ্(সঃ)❤️
❤️আলহামদুলিল্লাহ্❤️
এক আল্লাহকে স্বাক্ষী রেখে বলছি,এই কথাগুলোন ভিতরে কতোটা শক্তিশালী প্রভাব ফেলে তা লিখে বোঝানো সম্ভব নয়...ওস্তাদ নোমান আলী খান এবং যিনি ডাবিং করেন আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুক..আমিন..
আমরা এমন আরো অনেক অনেক ভিডিও চাই যা আমাদের ঈমানকে আরো দৃঢ় রাখতে সাহায্য করবে ইনশাআল্লাহ...
যখনই একেকটা নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড হয় মনে হয় যেন জ্ঞানের নতুন ভান্ডার খুলে গেছে। যারা ডাবিং এর কাজ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই কন্ঠটা উনার সাথে একদম মিলে যায়। আরো দ্রুত ভিডিও পেতে আগ্রহী আমরা
উস্তাদ নোমান আলি খানকে আল্লাহর জন্য ভালোবাসি। 💕💞💞কে কে আছেন উস্তাদ নোমান আলি খানের লেকচার ভালোবাসেন ।লাইক দিন 🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋👉
i like it
@@anwarulhoque3782 i like too😅
আমি ও অনেক অনেক ভালো বাসি
সবাইকে অসংখ্য ধন্যবাদ
❤❤❤❤
Alhamdulillah নোমান আলীর বাংলা ডাবিং পেয়ে আমি খুব আনন্দিত
আমি অনেকদিন ধরে এইরকম কোরআনের তাপসীর খুঁজছিলাম। হে আল্লাহ জিনারা এই উদ্যোগটি নিয়েছেন তাদের উপর রহমত বর্ষিত করুন এবং তাদের উ্দেশ্য কে সাফল্য মন্ডিত করুন। ইনশাল্লাহ আমি এই video gulor অপেক্ষায় থাকবো।
আপনার ভিডিওর মাধ্যমে আমার চিন্তা চেতনায় স্বচ্ছ একটা পরিবর্তন এসেছে। (আলহামদুলিল্লাহ)
খোদা যেন আপনাকে নেক হায়াত দান করে। (আমিন)
আলহামদুলিল্লাহ। হেদায়েত পাওয়ার পর এ সূরা টাই প্রথম মুখস্থ করেছিলাম। মূলত ৬ নম্বর আয়াত টার জন্যই সূরাটি এত্তো ভালোলাগে । সুবহানআল্লাহ। এ ৬ নম্বর আয়াত টা আমার একদম হৃদয়ে যেয়ে তীরের মতো বিঁধে আছে এখনো🙂। সুবহানআল্লাহ। এ আয়াত আমাকে একদম ১৮০° এঙ্গেলে বাঁকিয়ে দিয়েছিল ।
আল্লাহর রহমত যে আনুষকে চারদিক থেকে ঘিরে থাকে এটাই তার প্রমান।আল্লাহ আমাদের খমা করুন আমিন
আমি বাংলাদেশ থেকে বলছি।যিনি বাংলায় ডাবিং করেছেন,তার প্রতি অনুরোধ ছিল।কিভাবে তার সাথে যোগাযোগ করতে পারি???ডিভাইন স্পিচ এর বাংলা ভার্ষন এর ব্যাপারে।কেউ কি এ ব্যাপারে কোন সাহায্য করতে পারেন???
কোন সূরা?
চিন্তা ভাবনা পরিবর্তনের জন্য এমন লেকচার গুলো অনেক সাহায্য করে সত্যি
আমার কাছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান lecture এটা।
Thanks to NAKinbangla.
tainaki!
Thanks
উত্তম লেকচার।
মাশাল্লাহ্
Amr kace o
খুব ভালো লাগছে ভাই।আমার ঈমান আস্তে আস্তে স্ট্রং হচ্ছে আলহামদুলিল্লাহ।
দুআ করবেন আমার জন্য।
সবসময় কুরআনের আলোচনা হয় এমন জায়গায় যান,নিজের হাত পা জিহ্বাকে আল্লাহর পাঠানো সিসিটিভি হিসেবে ধরে সব কাজ করেন আর লাস্টলি আল্লাহর কাছে ইমানের পথে টিকিয়ে রাখার দোয়া করেন।ইনশাআল্লাহ সফল হবেন
আমার জন্য দোয়া করেন ভাই।
❤❤❤ আমি ওস্তাদ কে আল্লাহর জন্য ভালো বাসি,, আল্লাহ হুজুর কে নেকহায়াত দান করুন আমীন সুম্মা আমীন
আপনার ভিডিও পাওয়ার জন্য আকুল আগ্রহে থাকি,আপনার ভিডিওগুলো যে কতবার করে শুনছি তা হিসাব ছাড়া,তার পরেও শুনলে মনে হয় আবার নতুন প্রাণ ফিরে পায়। নোমান আলী খান এর বাংলা ডাবিং করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
Think
Hmm akdom thik
রবের সন্তুষ্টির জন্যই ভালোবাসী প্রিয় শায়েখ কে।
❤❤❤❤
আল্লাহ্ রাহমানুর রাহীম উস্তাদ নুমান আলী খান এর প্রতিটি নেক কাজের উত্তম যাজাহ দান করুন। মুসলিম উম্মাহ যেনো হেদায়াত প্রাপ্ত হন এসব অমূল্য কথা শুনে।
🤲🏻😢
আলহামদুলিল্লাহ। চিন্তা ধারার পরিবর্তন নিয়ে আসে শাইখ এর লেকচার।
আলহামদুলিল্লাহ, অসাধারণ জীবন পরিবর্তনকারী লেকচার,জাযাকাল্লাহ খাইরান চ্যানেল পরিবারকে,যারা কষ্ট করে ডাবিং করছেন।
মাশাল্লাহ। কতো খুশি হয়েছি তা বলে বোঝাতে পারবো না ভিডিও আপলোড দেওয়াতে, আল্লাহ তায়ালা আপনাদের এই সৎ কাজকে কবুল করুন,আমিন।
ভাই আপনার এই পরিশ্রমকে আল্লাহ তায়ালা ইসলামের সুন্দরতম কাজ হিসেবে কবুল করুন।
আমাদের দেশে প্রতিটি মসজিদে মসজিদে যদি এমন তাপসীর হতো তাহলে আমরা ইসলাম থেকে দূরে থাকতে হতো না হে প্রভু আপনি আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন এবং ঈমানের সাথে মিত্যু দিও সেজদা অবস্থায়
Gjhmvbkfofm
আমার হাযাত খোদা আপনাকে দান করবেন আমিন
লেকচার শুনার পর মনে হলো সবগুলো কথা বিধাতা আমাকে উদ্দেশ্য করেই বলেছেন। যে কিনা সত্যটা জেনে বুজেও গ্রহন করতে ভয় পায় পরিবার আর সমাজের কথা ভেবে। কিন্তু সেই দিনটার কথা ভেবে ভয় হয়না অন্তরে।
প্লিজ,
আপনাকে স্বাগত জানাচ্ছি,
সব কিছু জানার পরও যদি পরিবার আর সমাজের কথা ভেবে নিজের স্থানটা চিরস্থয়ী জাহান্নামে করতে চান তাহলে অনেক বড়ো বোকামী হয়ে যাবে বোন।
আপনি কোন পরিবারের কথা ভাবছেন,
যেই পরিবার আপনি মারা যাবার পরই আগুন দিয়ে আপনার যাত্রা সূচনা করে দিবে চিরস্থায়ী জায়গার দিকে???
Mohan allah apnake sahajjo korun,amin
আসসালামু আলাইকুম কোর আনের পাখি আমার রব কে ভালবাসি আপনাকে ভালবাসি আনেক আনেক আমিন
আল্লাহ সুবহানাহুওয়া তা'য়ালা প্রিয় ইসলামীক স্কলার কে নেক হায়াত দান করুক৷
মাশাল্লাহ, অনেক সুন্দর আলোচনা । সত্যিই অসাধারণ।
আলহামদুলিল্লাহ _ অনেক কিছু সিকতে পারলাম জাজাকাল্লাহ খাইরান হুজুর আল্লাহ আপনি
আমাদের সবাইকে আপনার গোলাম হিসাবে কবুল করুন
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
অতিরিক্ত ভালোবাসি নুমান আলি কে আল্লাহর জন্য
আমাদের উচিত এখন এই মুহুর্ত থেকেই আল্লাহ র জন্য নিজেকে প্রস্তুত রাখা।
আল্লাহ তায়ালা বক্তা ও অনুবাদক উভয়কে উত্তম বদলা দিন।
উস্তাদের সাথে হয়তো এই পৃথিবীতে দেখা করতে পারবো না। কিন্তু অনুবাদক ভাইয়ের সাথে দেখা চাই। আপনি কি বাংলাদেশে থাকেন? আপনার কণ্ঠটা টানে ভাই। দোয়া রইলো।
আপনার সাথে আমিও একতম পোষণ করি। আমারও ইচ্ছে হয় ডাবিং কারী ভাইয়ের সঙ্গে দেখা করার। জানিনা কোথায় থাকেন। অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল।
Vi best idea
আলহামদুলিল্লাহ আরো আগে যদি অস্তাদ নোমান আলী স্যার জীবনে আসতো, আল্লাহ সঠিক বোঝার তৌফিক দিক আমাদের। বাংলা ডাবিং যে এতো উন্নত মানের অসাধারণ 👍
dari te hole o to asce ar jodi na asto apni onar bapare jante parten na.jokon e jante paren na kno tar jonno sukriya adai korun Allahor kase.
অসাধারণ আলোচনা। আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'য়ালা বক্তা এবং অনুবাদককে উত্তম প্রতিদান দিক, আমিন ❤️
আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি শাইখ ওস্তাদ নোমান আলী খান।
আলহামদুলিল্লাহ। উস্তাদের প্রতিটি কথা হৃদয়কে জাগিয়ে তুলে।
আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন. অনেক পরিশ্রম করে আমাদের জন্য এটা উপহার দিলেন
আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুক, আমিন।
আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগে, আল্লাহ সবাইকে হেদায়েত রহমতের সাথে বেযে থাকার তৌফিক দিন আমিন
এই কন্ঠস্বর টা এতই মধুর, উনার কথা এত গুছিয়ে বলা যা খুব সহজেই বুঝতে পারি এবং খুব সহজ ভাবে কথা গুলো অন্তরে গেথে যায়। সত্যিই ধর্মের প্রতি গভীর আগ্রহ জাগে। সত্যিই বিচার দিবসের ভয় হয়। একমাত্র নোমান আলী খানের লেকচার শুনে জীবনে অর্থের লোড হারিয়ে গেছে। আজ আর ভুল করেও নামাজের ওয়াক্ত মিস হয় না। একটি দিনও ফজরের ঘুম ভাংতে দেরি হয় না। জানি না নোমানের লেকচার ডাবিং সহ প্রত্যেক কে কি ভাবে কৃতজ্ঞতা আদায় করবো। আল্লাহ্ আপনাদের সকল বিষয়ে পরিপূর্ণতা দান করুন।
আগে আমিও পড়তাম না নামাজ,,, যখন এই ভাইয়ের ডাবিং শুনলাম তখন যেনো ভেতরে আগ্রহ আসলো খুবই খুবই বেশি ,,, যা অন্য কোনো বকতাদের ওয়াজ শুনলে আসতো না,,, যেমন আমাদের বাংলাদেশের,,বাংলাদেশের বক্তাদের অবস্থা এমন তারা নিজেরাই নিজেদের ঝগড়া গীবোধ পরনিন্দা এগুলো করে বেড়াই,, এজন্য আর তাদের ওয়াজ শুনি না আমি,,, তাদের ওয়াজ শুনে ভেতরে কোনো আ্যকশন হয় না,, তাই বেছে নিয়েছি নোমান আলীর লেকচার
বাংলাদেশের প্রতিটি আলেমদের উচিত এইভাবে কোরআন এর অনুবাদ করে তরজমা করে প্রত্যেকটি মুসলমানকে বোঝানো প্রত্যেকটি মানুষকে বোঝানো
আল্লাহ তা'আলা আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন আল্লাহ তা'আলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং আল্লাহপাক আপনার দ্বীন প্রচারের কাজকে কবুল করুন আমীন 🤲❤️
নোমান আলী সাহেব এর গুরুত্বপূর্ণ আলোচনা আমার অনেক ভালো লাগলো। আলহামদুলিল্লাহ ❤️🌏🇧🇩
এতো চমৎকার ভাবে বোঝাতে পারেন অবাক হয়ে যাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।।
অসাধারণ একজন ইসলামী স্কলার আল্লাহর জন্য আপনাকে ভালো বাসি মহান আল্লাহ আপনার হায়াতে বারাকা দান করুন।❤️❤️❤️❤️
বাস্তবতার নিরিখে চরম সঠিকতার বিশ্লেষণ। যা চরমভাবে হৃদয় ছুয়ে যায়।
আমার প্রিয় একজন শায়েখ
এভাবেই জারি রাখবেন, ভিডিও বানানো বন্ধ করবেন না, মাশা আল্লাহ চমৎকার
আপনার কে অসংখ্য ধন্যবাদ।।
একটি অনুরোধ সুরা দোহা বাংলা ডাবি চাই দয়া করে
প্লিস প্লিস প্লিস প্লিস প্লিস প্লিস
প্লিস
প্লিস
প্লিসপ্লিসপ্লিসপ্লিস
যেই ভাই এতসুন্দর অনুবাদ করেন আল্লাহ তাকে রহমত দান করুক❤
আল্লাহ আমাদের দ্বীনের পথে পরিপূর্ণ ভাবে চলার তৌফিক দান করুক আমিন
আলহামদুলিল্লাহ আপনার কথাগুলো খালি প্রবাবিতই করেনা মানুষের অন্তরে ছুঁয়ে যায় আমি খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামীন আপনার জ্ঞান প্রজ্ঞা আরো বাড়িয়ে দিন
আমরা যখন কোরআন, হাদিসের কথা শুনি তখন মনে হয় আমাদের জিবীন টা পরিস্কার ভাবে রাখি,সঠিক ভাবে চলাচল করি,কিন্তু যখন শোনা শেষ হয়ে যায় তখন সবকিছু ভুলে যাই
হ্যা ভাই,, তাই আমাদের উচিত মসজিদের সাথে ও মোমিনদের সাথে উঠা বসা করা উচিত,, তাহলে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ্।।।
আসলেই তাই
অনেক সুন্দর
অসাধারণ ।আল্লাহ্ আমাদের সবাইকে বোঝার এবং মেনে চলার তৌফিক দিন। আমিন
আল্লাহ নোমান আলি খান এবং উনার বক্তব্যের বাংলা আনুবাদক কে দীর্ঘ হায়াত দান করুন আমীন।
সুবহান্ আল্লাহ, নোমান ভাই আপনাকে ধন্যবাদ দেয়ার ভাষা আমার জানা নেই ।দোয়া করি আপনাকে, আপনার পরিবার ও পিতা মাতাকে যেন মহান আল্লাহ উত্তম প্রতিদান প্রদান করে ।নেক হায়াৎ ও আরও জ্ঞান অর্জনের তাওফিক দান করেন । পৃথিবীর অনেক অনেক মানুষ আপনার বক্তব্য থেকে উপকৃত হউক, ইসলামের ছায়ায় আসে এই দোয়া করি -আমিন ।
উস্তাদ নোমান আলি খান, আমাদের জন্য এই উম্মাহর জন্য আল্লাহ প্রদত্ত খাস নিয়ামাত ব্যাতীত আর কিছুই নই!!!
আল্লাহু আকবার।
হে আমাদের রব, আমাদের কে সহজ সরল পথের জন্য কবুল করে নিন এবং তা আমাদের জন্য সহজ করে দিন, আমিন।
আল্লাহর বানী আমাদেরকে বোঝাতে প্রিয় ওস্তাদের জুড়ি নেই।
অনেকদিন পর উস্তাদে নতুন লেকসার পেলাম। জাজাকাল্লাহ খাইরান প্রিয় উস্তাদ ও অনুবাদক ভাই❤️
আল্লাহু আকবার,
অনেক দিন পরে নতুন ভিডিও পেয়ে অনেক ভালো লাগলো ❤️♥️💖
আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। প্রিয় ভাই।
এই মূল্যবান কথা গুলো ডাবিং করে সমস্ত মানবজাতিকে শোনানোর জন্য আল্লাহ আপনাদের কে উত্তম জাঝা দান করুন আমিন ছুমমা আমিন
কোরআন শরিফ কত সুন্দর সুন্দর কথা বলেছে অথচ আমরা খুব কম মানুষই তা উপলব্ধি করতে পারি বা চেষ্টা করি 😢
আল্লাহ আমাদেরকে, সমগ্র মুসলিম উম্মাহকে, তাঁর পবিত্র কালাম কোরআন বুঝার তৌফিক দান করুন ❤️
আলহামদুলিল্লাহ, ইয়া রাব্বি কারীম আপনি আমাদের ক্ষমা করুন।
অসাধারণ তাফসির । কোরানের মর্ম উপলব্ধি করতে পারলাম ।
আল্লাহ আপনাকে ইসলামের পথে দীর্ঘদিন বেঁচে রাখুক
যে,ভাই ডাবিং করেছেন তাকে,আমার রিদয়,থেকে অনেক অনেক ধন্যবাদ
আলহামদুলিল্লাহ, 🇧🇩🇧🇩🇧🇩মনটা শীতল হয়ে গেলো,আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনি আমাদেরকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন হে আমাদের রব আপনি, আমীন, আর বিচার দিবসে আমাদেরকে মাপ করে দিবেন ইনশাআল্লাহ
কী অদ্ভুতভাবে মিলে যাচ্ছে বিষয়টা!
সেরা তাফসির কারক
মাশাআল্লাহ। মহান আল্লাহ তাআলার নিকট ক্ষমা চেয়ে নেই।
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার।
আলহামদুলিল্লাহ,,, প্রতি মাসে অতন্ত ২ টা ভিডিও চাই প্রিয় উস্তাদের
কত অপেক্ষায় থাকি উনার লেকচারের জন্য।যদি প্রতিদিন একটি করে ভিডিও পেতাম।
mass Allah....... খুব সুন্দর আলোচনা।
আপনার কন্ঠ , ডাবিং খুব ভাল লাগে
কোরআনকে গভীর এবং সহজ ভাবে বোঝার জন্যে নুমান আলী খান is best
আসসালামু আলাইকুম
খুব সত্যি কথা। একজন পথভ্রষ্ট মানুষ যখন আল্লাহর রহমতে সঠিক পথের সন্ধান পায় আর নিজেকে ধীরে ধীরে পরিবর্তন করতে থাকে তখন খুব কাছের মানুষগুলো ও কেমন যেনো পর হয়ে যায়। তখন তাকে যুদ্ধ করতে হয় নিজের নাফসের সাথে আর যুদ্ধ করতে হয় নিজের খুব কাছের মানুষগুলোর সাথে ও। সত্যিই বিষয়টা বড় কষ্টের। তারপরও যদি কেউ চায় শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতে, আল্লাহ নিশ্চয়ই তার পথ সহজ করে দেন। অন্যেরা যতই চেষ্টা করুক তাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করতে কিংবা যতই তাকে অবজ্ঞা করুক , কষ্ট দিক তাতে সে পিছ পা তো হয় ই না বরং তার ঈমান আরো মজবুত হয়ে যায়। কোনো কষ্ট, বাঁধা, অবজ্ঞা, অবহেলা কিছুতেই তার কিছু যায় আসে না। সে শুধু জানে তাকে নিজের নাফসের প্রতারণা থেকে বাঁচতে হবে। বাঁচতে হবে মোহময় দুনিয়ার হাতছানি থেকে যা তাকে আল্লাহর কাছে প্রতারক বানিয়ে ফেলবে। একবার যদি কেউ আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পেয়ে যায় তাহলে সে কখনোই চাইবে না তা হারাতে। যদিও তার অন্তরে ভয় থাকে তার মৃত্যু ঈমানের সাথে হবে তো? শেষ পর্যন্ত সে পারবে তো সমস্ত প্রতারণার ফাঁদ থেকে নিজেকে বাঁচাতে?
আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করেন জানা অজানা সমস্ত গুনাহের জন্য আর হেফাজত করেন মানুষ ও শয়তানের ধোঁকা থেকে।
আমীন
আলহামদুুলিল্লাহ। মাশাআল্লাহ। ধন্যবাদ ডাবিং কারী ভাই কে।মাশাআল্লাহ। বস নোমান আলী খান অনন্য
ما شاء الله تبارك الله 🥰🥰
جزاك الله خيرا يا استاذ.
اللهم تقبل الله منا ومنكم.
আমার ভাবনাগুলো কেমন জেন সায়েকের কথার সংগে মিলেযায় আলহামদুলিল্লাহ
এমন বক্তব্য জীবনে আগে কখনোই শুনেনি,এখানে জীবন পরবর্তনের কথা আছে,
আলহামদুলিল্লাহ
অপেক্ষার অবসান ঘটল অবশেষে
Alhamdulillah . Jajjakallah khayran you and Noman Ali khan
জাজাকাল্লাহ খাইরান প্রিয় ভাইজান
আল্লাহ সুবহানাল্লাহ তায়ালা, ওস্তাদ নমান আলী খান কে নেক হায়াত দান করুক..... আমিন
যদি আমার জীবনে দুঃখ না থাকত তাহলে আমার রবের সাথে আমার দোয়ার সম্পর্ক কি ভাবে হত? ------- হযরত আলী (রাঃ)।
Thank you for your comment
আল্লাহ ভালো করুক, এই চ্যানেল সংশ্লিষ্ট সবাইকে। ডেসক্রিপশন এ মূল খুতবার লিংক দেয়ার জন্য বিশেষ ধন্যবাদ এবং দোয়া।
আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুব্বাক। অর্থ
হে আল্লাহ আমি তোমায় ভালোবাসি।
হে আমার রব্ব, হে আমার আল্লাহ, আমাকে একটা হালাল রিজিক দান করুন এবং আপনার প্রতি চুড়ান্ত ঈমান আনার লক্ষ্যে পোচান। আমিন,,
ماشاءالله بارك الله تعالى في حياتك وعلومك وصحتك وسرورك امين يا رب العالمين.
অনেক অপেক্ষার পর ❤
উস্তাদ নোমান আলী খানের ডাবিংকৃত প্রতিটি ভিডিও দেখতে চাই ইনশাআল্লাহ
আলহামদুলিল্লাহ খুব অর্থবহ বর্ণনা । আল্লাহ পাক আমাদের সবাইকে আল কুরআনের বাণী বোঝার তওফীক দান করুন। আমীন
আমি নোমান সাহেবের কথা প্রথমবার শুনার পড় থেকে গভীর ভাবেই শুন তেই থাকি আর জীবনেও যেনো সোনা সেষ না হয়।
মহান আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান করুন.
লেকচারটা আমাকে অনেক হেল্প করেছে আলহামদুলিল্লাহ।
love u উস্তাদ নোমান ♥♥♥
মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান।❤️❤️