না, যাওয়া হয়নি। ওটা একটা বড় আক্ষেপ। কৌশানি থেকে বেরিয়ে আগে বৈজনাথ ঘুরে বাগেস্বরের রাস্তা ধরার কথা ছিল, কিন্তু ড্রাইভারভাই বৈজনাথ অব্ধি না গিয়েই বাগেস্বরের রাস্তায় ঢুকে যায়। তবে দুটো মন্দির ঘুরে মুন্সিয়ারী গেলে বিরথী ফলস পৌঁছাতে প্রায় সন্ধ্যে হয়ে যেত, রামধনুসমেত বিরথী ফলসের স্বর্গীয় শোভা দেখতে পেতাম না।
Accuweather এ চেক করতে পারেন। তবে 7-8 দিন থাকলে কখনও না কখনও ক্লিয়ার স্কাই পাবেনই। আমরা যখন নৈনিতাল পৌঁছাই একদম মেঘলা আবহাওয়া ছিল, বৃষ্টি হচ্ছিল। তারপর 4-5 দিন উপর থেকে ঘুরে যেদিন নৈনিতাল আবার ফিরলাম দারুন ওয়েদার পেলাম। দুটোই ভীষণ সুন্দর ছিল। যখন নৈনিতালে মেঘ জমেছিল, খালিয়া টপে স্নো ফল হয়েছিল। প্রকৃতি সবটাই সুন্দর, যেমনই আবহাওয়া পাবেন মন খুলে উপভোগ করে নেবেন😊
অসাধারণ
অসংখ্য ধন্যবাদ দাদা।
No comments for your superb presentation
Thanks a lot😊
বৈজনাথ যাননি?
না, যাওয়া হয়নি। ওটা একটা বড় আক্ষেপ। কৌশানি থেকে বেরিয়ে আগে বৈজনাথ ঘুরে বাগেস্বরের রাস্তা ধরার কথা ছিল, কিন্তু ড্রাইভারভাই বৈজনাথ অব্ধি না গিয়েই বাগেস্বরের রাস্তায় ঢুকে যায়। তবে দুটো মন্দির ঘুরে মুন্সিয়ারী গেলে বিরথী ফলস পৌঁছাতে প্রায় সন্ধ্যে হয়ে যেত, রামধনুসমেত বিরথী ফলসের স্বর্গীয় শোভা দেখতে পেতাম না।
কোন সময়ে গেছিলেন
Mid november, 2023
@@BOHEMIANMONA End of October plan করছি, আপনার video দেখে সুবিধা হলো
Weather নিয়ে চিন্তা, clear sky না পেলে খুব মুশকিল
My pleasure...
Wish you a happy journey.
Accuweather এ চেক করতে পারেন। তবে 7-8 দিন থাকলে কখনও না কখনও ক্লিয়ার স্কাই পাবেনই। আমরা যখন নৈনিতাল পৌঁছাই একদম মেঘলা আবহাওয়া ছিল, বৃষ্টি হচ্ছিল। তারপর 4-5 দিন উপর থেকে ঘুরে যেদিন নৈনিতাল আবার ফিরলাম দারুন ওয়েদার পেলাম। দুটোই ভীষণ সুন্দর ছিল। যখন নৈনিতালে মেঘ জমেছিল, খালিয়া টপে স্নো ফল হয়েছিল। প্রকৃতি সবটাই সুন্দর, যেমনই আবহাওয়া পাবেন মন খুলে উপভোগ করে নেবেন😊
বাহ, খুব ভাল হয়েছে। ☺👍
Thank you😊