নিজের আধার কার্ড লক করুন, হ্যাকাররা ছুঁতেও পারবে না, কয়েক মিনিটে জানুন |Aadhar Biometric Lock Unlock

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ต.ค. 2024

ความคิดเห็น • 646

  • @kalyanasishchakraborty8186
    @kalyanasishchakraborty8186 ปีที่แล้ว +148

    Bank account-এর সাথে Adher কার্ড -এর link বাতিল করা উচিত ।আমাদের মতো সাধারণ মানুষের অর্থ অনেকটাই সুরক্ষায় থাকবে এর ফলে ।

    • @comeon465
      @comeon465 ปีที่แล้ว

      সেটা সরকার চায় না কিন্তূ পাবলিক চায়। কিন্তূ তাতে সরকারের কি ? চোরকে বলবে চুরি কর । আমাদের বলবে সাবধান ।

    • @bababarman7252
      @bababarman7252 ปีที่แล้ว

      G:xd-4_z ttbf)e96÷¹289³441Yb

    • @subtatahalder718
      @subtatahalder718 ปีที่แล้ว

      Sob kichur. Duto dik thake,finger er sathe otp korlei sommsa mite jai

    • @chandanroy144
      @chandanroy144 ปีที่แล้ว +4

      এটা কি শুধু আমাদের পশ্চিম বাংলাতেই হয়েছে নাকি অন্য কোন রাজ্য হচ্ছে তথ্য দিয়ে জানাবেন?

    • @shuvadipsadhukhan8409
      @shuvadipsadhukhan8409 ปีที่แล้ว

      Thik bolechen

  • @pradipkumarbiswas2767
    @pradipkumarbiswas2767 ปีที่แล้ว +1

    আপনি খুব সুন্দর ভাবে বুঝিয়ে দিলেন, যেটি অন্যত্র নেই । সমস্যা হবে যদি লক করে প্রত্যন্ত অঞ্চলে কেউ ঘুরতে যায় সে খানে ইন্টারনেট তেমন নেই বা দুর্বল । আমার নিজের মত হল যে বায়োমেট্রিক দিয়ে ব্যংক ট্রান্জাক্শন বন্ধ করে দেওয়া উচিত ।দেখে মনে হচ্ছে যে এই পদ্ধতি প্রতারকদের খুব সুবিধে হবে ।

  • @taranibasak3283
    @taranibasak3283 ปีที่แล้ว +102

    সঠিক ক্লাস নিয়ে UIDAI কে নিজের আধার ডাটা প্রোটেক্ট করতে বলুন, সাথে সরকারকে জিজ্ঞাসা করুন কিসের জন্য ব্যাংক একাউন্ট গুলোকে আধার লিংক করিয়ে চুপ করে মানুষকে ভিখারী করার সুযোগ দিচ্ছে।

    • @comeon465
      @comeon465 ปีที่แล้ว +7

      সেটা কে বলবে ? আর কে শুনবে ? সেইজন্যই তো এইরকম কাজ গুলো চলছে ।

    • @arnabghosh4061
      @arnabghosh4061 ปีที่แล้ว +5

      New India te arom e hbe... osubidha thakle Pakistan pathie dbe andh bhakt raa😂😂😂

    • @avijittalukdar9576
      @avijittalukdar9576 ปีที่แล้ว +1

      একদম ঠিক কথা বলেছেন ।

    • @soumencreation6876
      @soumencreation6876 ปีที่แล้ว +4

      আধারের সঙ্গে ব্যাংক লিংক আছে বলেই আপনি কোনো শাখাতে গিয়ে সঙ্গে সঙ্গে টাকা পেয়ে যাচ্ছেন। নয়তো ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হতো।

    • @menmotivation908
      @menmotivation908 ปีที่แล้ว

      ​@@soumencreation6876... R aadhar lock thakle o taka tule ni6e hacker.. Sarkar jodi server secure na korte pare tho.. Kno nabe.. Bc

  • @p.k.hembram3590
    @p.k.hembram3590 ปีที่แล้ว +18

    Aadhar কর্তৃপক্ষের উচিত সবারই বায়োমেট্রিক পদ্ধতিটি লক করে দেওয়া ।যাদের ইচ্ছে আছে বায়োমেট্রিক পদ্ধতিতে টাকা তোলার, তারা আন লক করে টাকা তুলতো।।আধার কর্তৃপক্ষ কিংবা আর বি আই কর্তৃপক্ষ কেউ কিন্তু এর দায় এড়াতে পারে না। কারন তারাই জোর করে আধার লিঙ্ক করিয়েছে বাধ্যতামূলক ভাবে সব কার্ডের সাথে।

    • @zetabeta848
      @zetabeta848 ปีที่แล้ว +4

      আমি ব্যাপারটা জানি কিন্তু আমি একটা জিনিস জানতে চাই যদি আমি আধার কার্ডের আমার biometric lock করে তাহলে কি ঐ অবস্থায় আমি কি Ration তুলতে পারব কি ??? Mobile এর SIM তুলতে পারব কি ??? সেই জায়গায় গুলিতে আমার biometric accept করবে কি when it lock condition???? যখন প্রয়োজন হয় biometric খোলার প্রয়োজন হয় তখন অনেক আধার কার্ড খোলার সময় অনেক সমস্যা OTP আসতে mobile । এই গুলি actually telecom কর্মচারি দ্বারা harassment । আগে Data সুরক্ষা , Information Technology and Telecom sector কর্মরত কর্মী দের জন্য কঠিন আইন আনতে হবে যাতে তারা এই ধরনের harrasment ও fraud কাজে নিযুক্ত থাকলে 14 থেকে 20 বছর পর্যন্ত জেল হতে পারে । তাহলে দেখবেন এই সব fraud automatically কমে যাবে ।

  • @santanudeb851
    @santanudeb851 ปีที่แล้ว +35

    দাদা বয়স্ক লোক রেশন তুলবে কি করে ? লোক / আনলক তারা কিভাবে করবে ?
    রেশন দোকান থেকে ডাটা লিক হলে কি হবে ?

    • @mohankumarpal2860
      @mohankumarpal2860 ปีที่แล้ว +3

      A very perfect question.

    • @BerhamporeAstrology
      @BerhamporeAstrology ปีที่แล้ว +3

      ঠিক বলেছেন। আঁধার পেমেন্ট OTP ছাড়া করতে দেওয়া বন্ধ করতে হবে। আঁধার পেমেন্ট সিস্টেম ভয়ঙ্কর একটা ব্যাপার।

  • @satyabratadeb8594
    @satyabratadeb8594 ปีที่แล้ว +1

    এত সুন্দর ভাবে আমি এর আগে বোঝাতে আর কোথাও দেখিনি।maadhar যত তারাতারি সম্ভব লোড করবেন কারণ ভীষণ ভাবে হেক
    হচ্ছে ।ধন্যবাদ।

    • @orbitexplained6266
      @orbitexplained6266 ปีที่แล้ว

      একটা কথা জানতে চাই।যদি কারোর আধারের সঙ্গে লিংক করা মোবাইল ফোন নাম্বার ভুল থাকে,তার এখন কি করা উচিত?

  • @dulalbhunia5666
    @dulalbhunia5666 ปีที่แล้ว +22

    গ্রামের মানুষ যাদের কী প্যাড ফোন ছাডা কিছু নেই তাও বাধ্যতা মূলক ভাবেই ফোন ব্যবহার করে , যে কি- না নাম্বার টুকুও পডতে পারে না অথচ দিন রাত মেহনত করে টাকা জমিয়েছে ভবিষ্যতের জন্য তার টাকা হ্যাক হলে সম্পূর্ণ দায় কিন্তু সরকারের কারন সে বায়োমেট্রিক করতে বাধ্য করেছে অথচ সরাকারী তরফে কড়া নিরপত্তা ব্যবস্থা নাই |

    • @comeon465
      @comeon465 ปีที่แล้ว +1

      সেটা সরকার ভাববে কি ? সময় নেই ।

  • @madhabbanerjee7315
    @madhabbanerjee7315 ปีที่แล้ว +4

    সুন্দর ভাবে বুঝিয়েছেন। মানুষের ব‍্যাঙ্কে টাকা রাখাই বিপদ হয়েগেল।

  • @saikatdas8973
    @saikatdas8973 ปีที่แล้ว +191

    আধার কার্ড এর security তো সরকারের করা উচিত, সবার পক্ষে কি এইসব করা সম্ভব...😒

    • @bubai4213
      @bubai4213 ปีที่แล้ว +11

      একদম ঠিক বলেছেন

    • @taraknathkumar841
      @taraknathkumar841 ปีที่แล้ว +7

      Thik bolechhen

    • @comeon465
      @comeon465 ปีที่แล้ว +30

      কিন্তূ সরকার চোরকে বলবে চুরি করো । আর আমাদের বলবে সাবধান হও । 😂😅😂😅

    • @champaroy4377
      @champaroy4377 ปีที่แล้ว +5

      Akdom ttik government k addhar card security dita hobe. Amra koto suffer korbo?

    • @tuitionbangala
      @tuitionbangala ปีที่แล้ว +5

      Ration তুলবে কীভাবে?

  • @naturalpics9957
    @naturalpics9957 ปีที่แล้ว +10

    বায়োমেট্রিক বাতিল করা হোক। তিন মিনিট একুশ সেকেন্ড এর পর আপনি বললেন যে, তথ্য চুরির সংক্রান্ত ব্যাপার কম থাকবে। তার মানে তো এখানেও সন্দেহ !! সাধারণ মানুষ যাবে কোথায় ? কাকে বিশ্বাস করবে ? পুরনো দিনের মতো মানুয়েল সিস্টেমে কাজ শুরু হোক।

    • @showoffcoc09
      @showoffcoc09 ปีที่แล้ว

      ঠিক বলেছেন, উনি তো নিজেকেই বিশ্বাস করতে পারছেন না ।

  • @rebamondal6593
    @rebamondal6593 ปีที่แล้ว +95

    যত দিন যাচ্ছে ততই নতুন নতুন পন্থায় চুরি হচ্ছে। জীবনটা জেরবার হয়ে গেল। তোমাকে ধন্যবাদ রাস্তা দেখানোর জন্য।

    • @TMC-g2y
      @TMC-g2y ปีที่แล้ว +9

      যা দেখছি আবার পুরোনো জামানায় ফিরে যেতে হবে ☝️, সেটাই ভালো, যত্ত frauding ডিজিটাল এর জামানায় 👎👎👎

    • @gitachakraborty3583
      @gitachakraborty3583 ปีที่แล้ว +2

      Sarkar er Dai Adhar keno mandatory
      Koreche purse ja chilo ta balo

    • @ramendrasundarmaity1121
      @ramendrasundarmaity1121 ปีที่แล้ว

      Mobile theke ki aadhar lock ba unlock kora jabe .

    • @suprabhatsardar6053
      @suprabhatsardar6053 ปีที่แล้ว

      ​@@ramendrasundarmaity1121Ha

    • @moinakbhattacharya878
      @moinakbhattacharya878 ปีที่แล้ว

      যা বলেছেন

  • @chandanchakraborty2881
    @chandanchakraborty2881 ปีที่แล้ว +90

    এর দায় অবশ্যই নিতে হবে কেন্দ্রীয় সরকারকে, আর RBI কে, কারণ তাদের সিকিউরিটি সিস্টেম যদি এরকম হয়, তাহলে ব্যাংকে আর কেউ টাকা রাখবে না,

  • @girinaich
    @girinaich ปีที่แล้ว +2

    আমার মনে হয় বায়োমেট্রিক উঠিয়ে দেওয়াই ঠিক হবে ।আপনি ঠিক বলেছেন । আর আপনি যদি আইন সম্পর্কে জানেন তাহলে বলুন কিভাবে , আঁধারের ইএতে কেস করা যায় , জানাবেন ।

  • @propertydetails7879
    @propertydetails7879 ปีที่แล้ว +23

    লক বা আনলক পুরো ব্যাপারটাই দাঁড়িয়ে আছে মোবাইল ওটিপি এর উপর...... যারা এই ধরনের জিনিস হ্যাক করবে তাদের কাছে ওটিপি বাইপাস করা কোন ব্যাপারই না...

  • @rajchakraborty8115
    @rajchakraborty8115 ปีที่แล้ว +15

    অবিলম্বে আঁধার কার্ড বন্ধ হোক। এবং ব্যাংক অ্যাকাউন্ট এবং আঁধার delink করা হোক।

    • @tana.911
      @tana.911 ปีที่แล้ว +1

      Sobai mile ek jot hote hbe ....delink korar jnno ...sobai ek hon

  • @AbulKalam-km2ld
    @AbulKalam-km2ld ปีที่แล้ว +4

    একদম ঠিক বলেছেন, এখনও অনেকের কাছে স্মাট ফোন নেই,

  • @ajoykumarsarkar8333
    @ajoykumarsarkar8333 ปีที่แล้ว +12

    খুব উপকারী একটা ভিডিও হয়েছে , যার মাধ্যমে বহু মানুষ উপকৃত হবেন ।।

  • @minabhattacharya6375
    @minabhattacharya6375 ปีที่แล้ว +3

    এতো উপকারী একটা ভিডিও করার জন্য অনেক অনেক ধন্যবাদ

  • @shibanighosh3799
    @shibanighosh3799 ปีที่แล้ว +1

    Khub e valo jinis shiklam

  • @jagadanandadas8684
    @jagadanandadas8684 ปีที่แล้ว +89

    সরকার চুরি করার জন্য চোরকে বলেছে রাস্তা করে দিয়েছি চুরির কর ,আর আমাদের বলছে সব লক কর এর পর আর কি কি লক করতে হবে।

    • @pankajhira1382
      @pankajhira1382 ปีที่แล้ว +5

      বোদ্ধা নোবেল পাবেন আপনি

    • @ajeducation753
      @ajeducation753 ปีที่แล้ว

      @jagadanandadas8684 apni no.1 murkho.

    • @sudipta1994
      @sudipta1994 ปีที่แล้ว +9

      একদম ঠিক বলেছেন আপনি !

    • @ThalapathyVibek
      @ThalapathyVibek ปีที่แล้ว +6

      সায়নীকে লক কর না হলে কখন কে এসে লাগিয়ে দিয়ে চলে যাবে

    • @pravakardatta8786
      @pravakardatta8786 ปีที่แล้ว +2

      akdom thik

  • @sudhansujana253
    @sudhansujana253 ปีที่แล้ว +21

    আধাৱ এখন জীবনের আঁধাৱ ডেকে এনেছে.

  • @sunilkar7717
    @sunilkar7717 ปีที่แล้ว +3

    ধন্যবাদ ভাই সুন্দর করে বোঝাবার জন্য। ডিজিটাল ইন্ডিয়া করে যদি কেন্দ্রীয় সরকার ভুল করে তবে রাজ্যের উচিত দুয়ারে সরকার কর্মসূচিতে অশিক্ষিত মানুষদের সাথে থেকে রক্ষা করা।

  • @rokiakhatun6761
    @rokiakhatun6761 ปีที่แล้ว

    Thank you very much .....apnr ei vedio dekhe amr khub help holo Ami amr barir 3 Jon member er adhar lock krlam

  • @Shreeradheradhe855
    @Shreeradheradhe855 ปีที่แล้ว +7

    দরকারি কাজের সময় লক খুলতে পোঁদ ফেটে রক্ত বের হবে বিগত কয়েক বছর আগে আমি লক করে দরকারি কাজের সময় লক খুলতে পারিনি কারণ ঐ সাইট ভীষণ বাজে।

    • @ranjankumarbhattacharyya9941
      @ranjankumarbhattacharyya9941 ปีที่แล้ว

      Ami aaj lock khulechilam ration anbo bole, ration dokane giye dekhlam aber lock hoia geche, sekhane internet o pelam naa, ration neowa o holo naa. Baje system.

    • @DebasisPoddar-qu9kp
      @DebasisPoddar-qu9kp ปีที่แล้ว

      Keno guru tomar dorkari Kaj ki pechon diye hoy

  • @apurbaupadhyay6718
    @apurbaupadhyay6718 ปีที่แล้ว +18

    খুব সুন্দর ভাবে বুঝিয়েছেন। ধন্যবাদ। দাদা যাদের বা যে সমস্ত আর্থিক রাষ্ট্রয়ত্ব সংস্থায় মানুষ নিজের অর্থ সম্পদ সঞ্চিত করে নিশ্চিন্তে থাকেন তাঁদের কি কোনও দায় বর্তায় না এই তছরূপের বিষয়ে? আপনাদের চ্যানেল কে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে জানাচ্ছি এই বিষয়ে যদি গণমাধ্যম পদক্ষেপ নেয় তাহলে সরকারি ভাবে এর চূড়ান্ত পদক্ষেপ হবে।

    • @zetabeta848
      @zetabeta848 ปีที่แล้ว

      আমি ব্যাপারটা জানি কিন্তু আমি একটা জিনিস জানতে চাই যদি আমি আধার কার্ডের আমার biometric lock করে তাহলে কি ঐ অবস্থায় আমি কি Ration তুলতে পারব কি ??? Mobile এর SIM তুলতে পারব কি ??? সেই জায়গায় গুলিতে আমার biometric accept করবে কি when it lock condition???? যখন প্রয়োজন হয় biometric খোলার প্রয়োজন হয় তখন অনেক আধার কার্ড খোলার সময় অনেক সমস্যা OTP আসতে mobile । এই গুলি actually telecom কর্মচারি দ্বারা harassment । আগে Data সুরক্ষা , Information Technology and Telecom sector কর্মরত কর্মী দের জন্য কঠিন আইন আনতে হবে যাতে তারা এই ধরনের harrasment ও fraud কাজে নিযুক্ত থাকলে 14 থেকে 20 বছর পর্যন্ত জেল হতে পারে । তাহলে দেখবেন এই সব fraud automatically কমে যাবে ।

  • @joydebkoley6464
    @joydebkoley6464 ปีที่แล้ว +9

    সবেতেই আধার যোগ এই মত বা নির্দেশ বাতিল করা দরকার, অথবা জালিয়াতি র দায় প্রশাসন এর বহণ করতে হবে।

  • @abdulalimmondal322
    @abdulalimmondal322 ปีที่แล้ว +6

    সব কিছু বুঝতে পারলাম দাদা , তাহলে তো ব্যাংকে টাকা তুলতে গেলে, রেশম দোকানে গেলে, সিম কার্ড খুলতে গেলে, সারা জীবন কেটে যাবে লাইনে দাড়িয়ে থাকতে থাকতে দাদা।

    • @sumanbiswas8380
      @sumanbiswas8380 ปีที่แล้ว +2

      শিক্ষার পরিমাণ 100% না করে, Digital India করা সম্ভব নয়।
      নতুন নতুন নিয়ম বার করে, জনসাধারণকে আরো ব্যাতিব্যাস্ত করে তোলা হচ্ছে।
      প্রতিদিন কোন না কোন নতুন সমস্যা জনসাধারণকে আরো ব্যাতিব্যাস্ত করে তুলেছে।

    • @comeon465
      @comeon465 ปีที่แล้ว

      সরকার বুঝতে পারছে না যে কি করে পাবলিক কে ফকির করা যায় ।

  • @Allday786
    @Allday786 ปีที่แล้ว +9

    এটা দায় নিতে হবে সরকারকেই নিতে হবে।তা না হলে আমাদের দেশ এবং মানুষ বরবাদ হয়ে পরবে।

  • @sourabhmallik
    @sourabhmallik ปีที่แล้ว +1

    Thanks bro... Very informative and useful! 👍🙏

  • @subhaschakraborty9279
    @subhaschakraborty9279 ปีที่แล้ว +1

    তোমার বোঝানো পদ্ধতিটি খুবই ভাল
    লাগলো। ধর সবই শিখে প্রয়োগ করলাম। কিন্তু রেশন, এ টি এম বা ব্যাঙ্ক থেকে টাকা তোলা বা যে সকল
    জায়গায় আধার লিঙ্ক করা আছে বা লাগবে, তখন তো আবার আনলক করতে হবে । এ তো আরও একটা হ্যাপা। রোজকার জীবনযাত্রায় রোজ কতবার লক আনলক করা সম্ভব বলোতো। ট্রেন, বিমান, হাসপাতালে, হোটেলে আরও কতশত জায়গায় আধার ব্যবহার করতে হয়। জীবন জর্জরিত হতে চলেছে।

  • @MJ-be1rd
    @MJ-be1rd ปีที่แล้ว +5

    রেশন তোলার ব্যাপার তারপর আরো অনেক ক্ষেত্রে বায়োমেট্রিক লক থাকলে চলবে না তাহলে শুধু লক আর আনলক এই করতে হবে বসে বসে। সরকারের উচিত অন্য পদক্ষেপ নেওয়া

  • @rkritwik
    @rkritwik ปีที่แล้ว +1

    Last এর কথা গুলো Akdm সত্যি।দায় টা কে নেবে?

  • @meghadrichatterjee9400
    @meghadrichatterjee9400 ปีที่แล้ว +2

    খুবই ভালো বুঝিয়েছেন কিন্তু বয়স্ক দের কি করা সম্ভব?

  • @dgs_99
    @dgs_99 ปีที่แล้ว +1

    Adhar lock korle jesob chele meyera competetive exam, interview day, je student ra competetive exam day tara exam er time bipode porbe, sei jinis tao ei video te cover korechen toh Dada? Oi somoy biometric unlock korte na parle chele ba meye er future compromise hoye jabe seta janiechen?
    Sorkar manush ke sob dik die marche.

  • @subhassahi9930
    @subhassahi9930 ปีที่แล้ว

    Dhannabad vai, khub mulloban information dila,subidha asubidha o poriskar kora dila, digital India keo aro satorko o sakkrio hota hobe.

  • @sanjitkumarlaha7679
    @sanjitkumarlaha7679 ปีที่แล้ว

    খুবই সুন্দর উপস্থাপনা । কিন্তু তালা লাগানো এবং খোলা সাধারণের পক্ষে বড়োই জটিল ব্যাপার বিষেশতঃ যারা মোবাইল বা কম্পিউটার ব্যবহারে অভ্যস্ত নয়। তাহলে কি ব্যাঙ্ক একাউন্ট ক্লোজ করা করতে হবে? 9:35 9:35

  • @biswasenterprise9657
    @biswasenterprise9657 ปีที่แล้ว +4

    আপনার ভিডিওটা দেখে অনেক মানুষ উপকৃত হবে কিন্তু লাস্টে যে কথাটা বললেন আপনি গ্রামের যারা প্রান্তিক মানুষ যারা নিজের মেসেজটা পড়তে পারে না তাদের কি অবস্থা হবে । তাদের কথা কোন সরকারি ভাবে না।

  • @kunalchampader4243
    @kunalchampader4243 ปีที่แล้ว +1

    Khub bhalo. Amar ekta question chilo. Aadhar registered mobile number ta jodi suddenly sim bondho kore dey service provider , jodi sim replacement er proyojon pore tokhon kivabe unblock korbo aadhar biometric without otp.

  • @RajuSamaddar-cz1fu
    @RajuSamaddar-cz1fu ปีที่แล้ว

    Khub sundor ekta jinis jante parlam. Apnake dhanyavaad.

  • @malaybarui2747
    @malaybarui2747 ปีที่แล้ว +2

    কিছু মনে করবেন না। আপনারা বা রাজনৈতিক নেতারা যখন কোনো উদাহরন দেন৷ তখন বলেন গ্রামের মানুষ মানেই কিছু জানে না। গ্রামের মানুষের দোহাই দেন। চিন্তা ভাবনা গুলো একটু পরিবর্তন করুন। কথাটা বলার সময় বলুন, আমাদের দেশের অনেক মানুষ...

  • @suchismitaghosh8749
    @suchismitaghosh8749 ปีที่แล้ว

    Thank you so much amader ke ato sundor kore bojhano r jonne.

  • @SNjannaterPoth
    @SNjannaterPoth ปีที่แล้ว +3

    প্রয়োজনের সময় সদি Server Down থাকে তাহলে আনলক করবে কি ভাবে ?
    বেসির ভাগ সমি তো সার্ভার ডাউন থাকে

  • @makreflection5673
    @makreflection5673 ปีที่แล้ว +1

    বায়োমেট্রিক লক থাকলে সেই সময় কি রেশন পাওয়া যাবে। কী কী সুবিধা লক থাকা অবস্থায় পাওয়া যাবে এবং পাওয়া যাবে না, তা পরিষ্কার করে বলুন।

  • @kamalpan4051
    @kamalpan4051 ปีที่แล้ว +1

    কিছুই বুঝতে পারলাম না, আপনি যা বলেছেন।

  • @subhasishchowdhurymac
    @subhasishchowdhurymac ปีที่แล้ว

    Thank you dada. Like, share in all groups,r subscribe o korlam

  • @minubhadra796
    @minubhadra796 ปีที่แล้ว

    Thank you vhai ekdom thik kotha bolec6en dhonabed

  • @gopinathmandal1456
    @gopinathmandal1456 ปีที่แล้ว

    স্যার সারাদিন যদি বায়োমেট্রিক লক করব আর খুলবো তাহলে সারাদিনের বাকি কাজগুলো কখন করব, এখন তো সবকিছুতেই বায়োমেট্রিক লাগছে রেশনে মাল তুলতে যাচ্ছি তাতেও তো বায়োমেট্রিক লাগছে, এমন একটা গ্রামে থাকি যেখান থেকে তো ভালো নেটওয়ার্ক পাওয়া যায় না তো বায়োমেট্রিকটা লক করব আর ওপেনই করব কিভাবে... এখন তো সবকিছুতেই আধার লিঙ্ক যেটা করতে যাচ্ছি সেটাতেই আধারের লিঙ্ক মাস্ট....স্যার অন্য কোন রাস্তা নেই.... স্যার এমনটা করলে হয় না এই ইপিএস এর পুরো সিস্টেমটাকে বন্ধ করিয়া দেন না হলে দোকানগুলো বন্ধ করে দেন...ধন্যবাদ স্যার আপনার এই ইনফরমেশন ভিডিও বানানোর জন্য..😂😂😂😂😂😂😂

  • @frndlynemy
    @frndlynemy ปีที่แล้ว +15

    আবার কয়েকদিন পর বলবেন না তো যে বায়োমেট্রিক লক করেও কিছু হবে না, অন্য কিছু করতে হবে,,

    • @nabanitaroy1073
      @nabanitaroy1073 ปีที่แล้ว

      Government churi korar rasta korla uni r ki bolbn.

    • @ranajoy78
      @ranajoy78 ปีที่แล้ว

      বলতে কি আছে 😂

  • @alokechatterjee5832
    @alokechatterjee5832 ปีที่แล้ว +5

    It is the responsibility of the Govt. To safeguard public confidential information.

  • @dipenbasu1631
    @dipenbasu1631 ปีที่แล้ว

    খুব ভালো লাগলো আপনার কথাগুলো। ধন্যবাদ।

  • @pramanikshyam4172
    @pramanikshyam4172 ปีที่แล้ว +1

    কিছুদিন আগে আমার একটি সিম কার্ড অফ হয়ে গিয়েছিল এমনকি এর রিচার্জ Active ছিলো
    সেটাকে পুনরায় চালু করার জন্য আমার বায়োমেট্রিক প্রয়োজন হয়
    এই মুহূর্তে বায়োমেট্রিক অফ করলাম এবার Sim বন্ধ হয়ে গেলে বায়োমেট্রিক অন করার জন্য কোথায় OTP পাঠাবো ?
    অনেক সমস্যা Aadhaar Bank Link দেশবাসী শেষ

  • @mukuldas5631
    @mukuldas5631 ปีที่แล้ว +1

    খুব সুন্দর বোঝানোর জন্য ধন্যবাদ 🙏🙏

  • @pritikanamarik5990
    @pritikanamarik5990 ปีที่แล้ว +1

    Apnake anek anek dhonnobad🙏

  • @debasismitra5208
    @debasismitra5208 ปีที่แล้ว +1

    Thank you so much for providing such an important and useful information. 👍

  • @s.m327
    @s.m327 ปีที่แล้ว +4

    লক করেও লোকের অ্যাকাউন্ট ফাঁকা করে দিচ্ছে দাদা, ঐ আধার লিঙ্ক টাই যত নষ্টের গোড়া।

  • @bhaskarchatterjee3436
    @bhaskarchatterjee3436 ปีที่แล้ว +1

    ভালো বুঝিয়েছেন, কিন্তু যেহেতু লক্ষ্য করছি যে অনেকের অনেক জিজ্ঞাসার কোনো উত্তর দেওয়া হচ্ছে না, তাই কিছু জ্ঞাতব্য থাকলেও এখানে জিজ্ঞেস করলাম না। এটাই এইসব চ্যানেলগুলোর drawback, এরা hype তুলে দিয়ে কেটে পরে, follow up থাকে না। এদের দরকার শুধুই views আর like এবং subscribe করানো। যদি জ্ঞাতব্য বিষয়গুলোর উত্তর দেওয়া হতো, তা হলে বলা যেত যে একটি সমাজের উপকারী উদ্যোগ এই ভিডিওটি।🤔

  • @Shreeradheradhe855
    @Shreeradheradhe855 ปีที่แล้ว +6

    আঙুলের ছাপ যদি নকল করা যায় তাহলে নিরাপত্তা কোথায়?
    দরকারি কাজের সময় OTPনয় ঘোড়ার বাঁড়া পাওয়া যাবে।

    • @shyamaprasadbanerjee861
      @shyamaprasadbanerjee861 ปีที่แล้ว

      😂😂😂

    • @DebasisPoddar-qu9kp
      @DebasisPoddar-qu9kp ปีที่แล้ว

      Tumi ki peyecho guru

    • @subrataduttasubratadutta5042
      @subrataduttasubratadutta5042 ปีที่แล้ว

      শুয়োরের বাচ্চা অশিক্ষিত চামার গুলো ভোট দিয়ে জিতেছে এখন তো সাজা বুঝবে

  • @satyakarmakar5974
    @satyakarmakar5974 ปีที่แล้ว

    Very nice. Aro bhalo kichu sekhan. Bhalo thakben. Gd.luk.

  • @arindam4985
    @arindam4985 ปีที่แล้ว

    Many Many thanks to Aaj Tak Bangla.

  • @biswanathmaity3874
    @biswanathmaity3874 ปีที่แล้ว

    ধন্যবাদ, আপনার যুক্তি ঠিক আছে।

  • @bilmon5135
    @bilmon5135 ปีที่แล้ว

    Khub Valo proyas . Thanks .

  • @subhranag5730
    @subhranag5730 ปีที่แล้ว

    খুব উপকৃত হলাম

  • @goutamgiri6593
    @goutamgiri6593 ปีที่แล้ว

    Technology ke proyojoner theke besi use korle tar drawback to asbei. Etai tar result. 2012-2013 projonto amara jatotuku update hoyechilm oi porjon toi thik chilo tarpore ar update nakore
    Privacy te focus korle besi valo hoto. Ar actually Jara kj Chai Seirakam middle class er eligible candidate Der job dile atleast each family theke easab onek khani kome jabe.

  • @santanusarkar7979
    @santanusarkar7979 ปีที่แล้ว

    খুব দরকারি সূচনা

  • @AsimaDasgupta-jz2jx
    @AsimaDasgupta-jz2jx ปีที่แล้ว

    Apnar video khubupokar a asbe. Kintu prosno ektai je amader smart phone thakleo amra thik moto operate korte parina.sutorang amra senior citizen r jara eai category te pori tader ki hobey?

  • @chandandutta5888
    @chandandutta5888 ปีที่แล้ว +1

    আঁধার কার্ড এর link Bank account এর সাথে বাতিল করা উচিত।Bank এর কর্মীরা জড়িত। সাধারণ মানুষকে এর প্রতিবাদ করা উচিত।

  • @tandradutto2843
    @tandradutto2843 ปีที่แล้ว +1

    থ্যাংক ইউ সো মাচ এম আধার জানার জন্য অপেক্ষায় রইলাম🙏🏻

  • @gopalnaskar7795
    @gopalnaskar7795 ปีที่แล้ว

    M adhere লক পধ্যতি টা আপনারা বিশেষ করে দেখাবেন তাহলে সবাই উপকৃত হবে।
    ধন্যবাদ।

  • @sumanbairagi703
    @sumanbairagi703 ปีที่แล้ว +1

    Agulo amara I mean young generation ra korte parbo kintu jara boyosko manush ra achen tara ki korte parbe ai bar bar LOCK UNLOCK ⁉️
    Amader GOVT & RBI er security sytem er jonno dayi🙂

  • @royalmiya2818
    @royalmiya2818 ปีที่แล้ว

    Thank you আমি করে নিলাম

  • @arupbasak6595
    @arupbasak6595 ปีที่แล้ว

    দাদা খুব খুব একটা সুন্দর ভিডিও।অনেক কিছু শিখতে পারলাম।thank you

  • @rajatbhattacharjee118
    @rajatbhattacharjee118 ปีที่แล้ว +4

    Thank u so much..for ur guidance. But, competent authorities should take action ASAP, to protect poor/senior/general citizens ( who r unable to use /understand technical aspects of Digital India!),from fraudsters!

  • @a.p.sarkar3967
    @a.p.sarkar3967 ปีที่แล้ว

    I have not opted for any AEPS- nor having net banking-Pay tm etc- nor even ATM.-.physically withdraw money by cheque Am I safe ?

  • @prabirhaldar3603
    @prabirhaldar3603 ปีที่แล้ว +1

    Sir, my Aadhar bolche VID korte. E rokom kichu to ei video te pelam na. Ektu confused hoye jacchi. Please clear korben.

  • @paulinegomes9407
    @paulinegomes9407 ปีที่แล้ว

    Excellent information.

  • @Ranjana-h5z
    @Ranjana-h5z ปีที่แล้ว

    Thank you! Very good

  • @ranjanwithyou4831
    @ranjanwithyou4831 ปีที่แล้ว

    করতে পেরেছি Thank you sir

  • @anya0717
    @anya0717 ปีที่แล้ว

    accha biometrics lock korle jara ration tole tara ki korbe? ration dokane to thumb er fingerprint dite hoe tahole shei khetre ki koroniyo?

  • @Ami_atin74
    @Ami_atin74 ปีที่แล้ว

    বিশ্বাস যোগ্যতা কতটা

  • @rajughosh2261
    @rajughosh2261 ปีที่แล้ว +1

    আচ্ছা আধার লক করলে কি আধার সংযোগের মাধ্যমে কোনো পেমেন্ট হোল্ড হয়েযাবে? যেমন লক্ষীর ভান্ডার, কিসান নিধি প্রকল্পের টাকা কি আসবে না কি হোল্ড হয়েযাবে?

  • @rejaulislam2506
    @rejaulislam2506 ปีที่แล้ว

    Bank e aadhaar card link Rule ta palta te hobe ..Tobei aabar sob problem solve hobe..

  • @debasishgayen9197
    @debasishgayen9197 ปีที่แล้ว

    THANK YOU VERY MUCH. I AM GRATEFUL,

  • @Strawberries_Cherries_Angels
    @Strawberries_Cherries_Angels ปีที่แล้ว

    অনেক ধন্যবাদ।

  • @riyonspaperwork6242
    @riyonspaperwork6242 ปีที่แล้ว

    CHURI JATE THIK MOTO KORTE PARE TER JONNO AI SYSTEM MAKE KORE REKHECHE.THANKS

  • @Kusal63
    @Kusal63 ปีที่แล้ว +6

    Many many thanks to AAJ TAK BANGLA for presenting this video for the best interest of common people who are not so tech savvy.

  • @chandanchakraborty4834
    @chandanchakraborty4834 ปีที่แล้ว

    Excellent presentation

  • @miramanatali5741
    @miramanatali5741 ปีที่แล้ว

    Thanks for your information......And very very thanks

  • @durgadasbasu7156
    @durgadasbasu7156 ปีที่แล้ว

    VERY NICE DEMONSTRATION BY YOU SIR.

  • @palash117
    @palash117 ปีที่แล้ว +1

    এই সিদ্ধান্ত সেন্টাল গভমেন্ট নেওয়া উচিৎ

  • @laltupandit8800
    @laltupandit8800 ปีที่แล้ว

    আমার এক বন্ধু আছে তিনি SBIতে কাজ করেন। তিনি নিজের একাউন্ট থেকে আধার তথ্য বাতিল করে ভোটার কআর্ডের তথ্য দিয়ে নিয়েছেন। আমরা সাধারন গ্ৰাহক যদি ব্যাঙ্কে গিয়ে আধার তথ্য বাতিল করে ভোটার কআর্ডের তথ্য দিতে চাই , ব্যআঙ্ক রাজি হবে?

  • @debnath5110
    @debnath5110 10 หลายเดือนก่อน

    Very very Thank you Sir....

  • @snag434
    @snag434 ปีที่แล้ว +4

    ভাই আমার 52 বছর বয়স হলো আমি কি এখনো লগইন টকিং জানবো আমরাতো কম্পিউটার সম্পর্কে কোনো অভিজ্ঞতাই নেই

    • @comeon465
      @comeon465 ปีที่แล้ว +1

      টাকা মাটির নিচে রাখুন ।😂😅😂 । নাহলে মোদী কে দিয়ে দেন ।

  • @SamarGhosh-z4f
    @SamarGhosh-z4f ปีที่แล้ว

    অনেক অনেক ধন্যবাদ । কিন্তু এখন দেখা যাচ্ছে আধার লক থাকলেও টাকা তুলে নিচ্ছে । সে ক্ষেত্রে কী করব দয়া করে জানাবেন ।

  • @sudipkumarkar4046
    @sudipkumarkar4046 ปีที่แล้ว

    Tahole ki biometric attendance dite hole daily unlock/lock korte hobe? Ektu janaben pls .

  • @shibanighosh3799
    @shibanighosh3799 ปีที่แล้ว

    Thank you bhai for your information.

  • @TapanSaha-z2p
    @TapanSaha-z2p ปีที่แล้ว

    Thanks to you for your help. This news

  • @rupsankarjana9493
    @rupsankarjana9493 ปีที่แล้ว

    Biametric lock করার পর কি csp থেকে আধার ব্যাবহার করে টাকা তোলা যাবে ?

  • @bapansantra-
    @bapansantra- ปีที่แล้ว

    I ❤️ Aaj Tak bangla ❤️❤️❤️🚩🇮🇳

  • @subhasishdas7983
    @subhasishdas7983 ปีที่แล้ว

    আধার কার্ডের মাধ্যমে টাকা তোলার পদ্ধতিটি বাতিল করা হোক। সুপ্রিম কোর্টের নির্দেশ আছে সব ক্ষেত্রেই আধারকে আবশ্যক না করলেও সব কাজ করা অসম্ভব না।তাই ব্যাঙ্কের পাশবই থেকে আধার লিঙ্ক বিচ্ছিন্ন করে দিলে ক্ষতি কিছু নেই। কাজ আগের মতো চলুক।

  • @sekhabdurrahamanindia6985
    @sekhabdurrahamanindia6985 ปีที่แล้ว

    Osongkho Dhonnobad Thanks 👍 Good Job 👍