ধৈর্যের ফল | Deen Daily

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024

ความคิดเห็น • 1.1K

  • @mahishamahbur4482
    @mahishamahbur4482 2 ปีที่แล้ว +206

    তুমি সবর কর, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইহসানকারীদের প্রতিদান নষ্ট করেন না।
    [সূরা হুদ~ ১১৫]

    • @sagorpatowary6390
      @sagorpatowary6390 2 ปีที่แล้ว +1

      এমন ওনেক পুরুষ আছে ,,, প্রেগনেন্সি সময়টা যে একটা মেয়ের জন্য কত স্পেশাল, আর ঝুঁকির সেটা বোঝে না💔 বউয়ের কেয়ার করেনা,,,অথচ কত মানুষ একটা বাচ্চার জন্য দিনরাত প্রথনা করে🥺

  • @Tafsir529ahmed
    @Tafsir529ahmed 2 ปีที่แล้ว +91

    ইয়া আল্লাহ্‌ আমি যেন তোমার উপর সব সময় ভরসা রাখতে পারি....আ-মি-ন🥰

  • @tofa._ti5ew7rq3r
    @tofa._ti5ew7rq3r 2 ปีที่แล้ว +180

    ধৈর্য এমন একটি গাছ,যার সারা গায়ে কাঁটা কিন্তু ফল অত্যন্ত মিষ্টি....!! 🥀🦋🖤

    • @SoniaAkter-mj5mx
      @SoniaAkter-mj5mx ปีที่แล้ว

      এমন,সামী,পাওয়া,ভাগে্যর,ওপর

  • @AlBayyinahTheEvidence
    @AlBayyinahTheEvidence 2 ปีที่แล้ว +588

    অবশ্যই তুমি পাবে, যা চলে গেছে তার চেয়েও উত্তম (সূরা আল আনফাল, আয়াত-70)

  • @fatemaaktar8311
    @fatemaaktar8311 8 หลายเดือนก่อน +1

    গল্পট পড়ে চোখের পানি থামাতে পারি নি,, অনেক ভালো লাগছে,,সত‍্যি মন থেকে কিছু চাইলে সবই সম্ভব,,হে আল্লাহ সবাইকে নেক হেদায়েত দান করো মাবুদ,,

  • @touhidhasan7011
    @touhidhasan7011 2 ปีที่แล้ว +237

    ধৈর্য সত্যি এক অসাধারণ নিয়ামত
    যা আল্লাহ তার প্রিয় লোকদের দান করেন।

  • @parsiyaoxz4520
    @parsiyaoxz4520 2 ปีที่แล้ว +403

    আমার বিয়ে ২ বছর পরও আমার সন্তান হয় নি, অনেকে অনেক কথাই বলতো,একদীন তো একজন বলেই ফেল্লো আমি বন্ধা, 😭 সেই দীন আমি সাথে সাথে, জায়নামাজ এ বসে আল্লাহ কাছে অনেক কান্না কাটি করলাম,মনের সব কষ্ট প্রকাস করলাম, হঠাৎ একদিন জানতে পারলাম আমি মা হবো,কিন্তু ৩ মাস এর মাথায় আমার বেবি নষ্ট হয়ে জায়, কিছুতেই নিজের মনকে বোঝাতে পারছিলাম না।
    সুধু ভাবতাম আল্লাহ আমাকে দীয়ে অবার নিয়ে গেল,পরে নিজের মন কে বোঝালাম,হয়তে বাচ্চা টা আমার জন্য কল্যানকর ছিল না,কিন্তু আমার বিশ্বাস ছিল আল্লাহ চাইলে সব পারে, আল্লাহ আবার আমাকে দিবে, অনেক চেষ্টা পরও জখন আর মা হতে পারলাম না। তখন সুধু নামাজ এ বসে চোখের জল ফেলাম আর ওপরের দিকে তাকিয়ে নিজের আচল বিছিয়ে দিতাম, তারপরও কতো মাস পার হয়ে গেল মা হতে পারলাম না, কিন্তু আমার মনে আসা ছিল আর আল্লাহ প্রতি বিশ্বাস ছিল, ঠিক তার এক বছর পার আল্লাহ রহমতে আল্লাহ দয়ায়, আমি এখন ২ মাস এর গর্ভবতী, আল্লাহ চাইলে সব পারেন, সুধু বিশ্বাস রাখতে হবে, মোনাজাতে ফেলা চোখের পানি আল্লাহ ফিরিয়ে দেয় না,এক দীন না এক দীন কবুল হবেই, ধৈর্য ধরুন উত্তর বিচারক আল্লাহ।
    (ভালো লাগলে আমার জীবনের ঘটনাটি দিয়ে একটা ভিডিও তৈরি করুন)

    • @meruhul7945
      @meruhul7945 ปีที่แล้ว +6

      আমার জন্য ও দোয়া করবেন

    • @শেলু
      @শেলু ปีที่แล้ว +2

      আপু, এখন কি অবস্থা আপনার, আপনার বেবি কেমন আছে?❤❤

    • @tanjinsume3096
      @tanjinsume3096 ปีที่แล้ว +2

      Amr o apu baya hoica 6bosor amr kono baby nai...ak marto Allah opor bissas rakce...Jane Allah ak din amr monar asa ponno korban...amin...Allah borsha...Allah kaw k naras kora na...

    • @sharukmolla7885
      @sharukmolla7885 ปีที่แล้ว

      @@tanjinsume3096 Allah rabbul alamin jeno apnar moner asa poron kore in sha Allah...💓

    • @MunniOmar-h1u
      @MunniOmar-h1u ปีที่แล้ว +3

      Alhamdunillah😌😌😌😌

  • @maskurakhatun2081
    @maskurakhatun2081 2 ปีที่แล้ว +85

    মা শা আল্লাহ্। আলহামদুলিল্লাহ। গল্প টা শুনে হৃদয় শীতল হয়ে গেল। ❤️❤️

    • @ch.engr.
      @ch.engr. 2 ปีที่แล้ว +1

      سبحان الله

  • @nijumrhat2189
    @nijumrhat2189 ปีที่แล้ว +3

    আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালা আমাদের সকলকে ধৈর্য দান করুক এমন কি হেদায়েত দান করুন

  • @ahr383
    @ahr383 2 ปีที่แล้ว +15

    আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে সব মুহুর্তে সবর করার আর তাঁর উপর বিশ্বাস করার তাওফিক দেন। আমিন।

  • @sabihaislam4271
    @sabihaislam4271 2 ปีที่แล้ว +2

    মা শা আল্লাহ, গল্পের মাঝে ধৈর্য ধারনের অনুপ্রেরণা খুজে পেলাম।
    আলহামদুলিল্লাহ

  • @cutebaby-o3p
    @cutebaby-o3p 2 ปีที่แล้ว +55

    অনেক বেশি অনুপ্রেরণা মূলক ভিডিও আপনাদের ভিডিও গুলো ঈমানের দৃঢ়তা বাড়াতে সাহায্য করে আল্লাহ আপনাদের সহায় হোন এবং উওম প্রতিদান দান করুন আমীন 🌼❤️

  • @lailybegum4519
    @lailybegum4519 2 ปีที่แล้ว +46

    আমি সবসময় আমার আল্লাহ তায়ালা উপর ভরসা করি এবং শুধুমাত্র তাকেই মনে প্রানে বিশ্বাস করি

    • @husnamufi
      @husnamufi 10 หลายเดือนก่อน

      আমিন

  • @MstAklima-tt2le
    @MstAklima-tt2le ปีที่แล้ว +48

    তাহাজ্জুদের নামাজ পড়ে আমারও মনের আশা পূরণ হয়েছে ❤❤,, Alhamdulilha

    • @naherahmed6490
      @naherahmed6490 8 หลายเดือนก่อน

      Alhamdullah

    • @muhammadmahdihasan9975
      @muhammadmahdihasan9975 8 หลายเดือนก่อน

      ভাই কিভাবে কি বলে দোয়া করছেন আমাকে একটু শিখিয়ে দেন না। আমার তো নিশ্বাস আটকে আসতেছে। আত্মহত্যা ছাড়া উপায় দেখছি না।

    • @naherahmed6490
      @naherahmed6490 8 หลายเดือนก่อน

      @@muhammadmahdihasan9975 তাহাজ্জুদ নামাজ পড়ে কিছু চেয়েছেন আর ভাবছেন সেটা কবুল হবে নাকি হবে না।
      এমন ভাবনা ভাবাটা বড়ই বো-কামী আর তায়াক্কুলের অভাব।
      কারণ সবাই তাহাজ্জুদ পড়ার তৌফিক পায় না! আর যেখানে আল্লাহ স্বয়ং শেষরাতে প্র'থম আ'কাশে এসে বলতে থাকেন যে কেউ কি আছে যে আমার কাছে চাইবে। আমি তাকে তাই দিবো। সেখানে দোয়া কবুল হবে না কিভাবে? অবশ্যই হবে।
      ইনশাআল্লাহ।

    • @rahibsk604
      @rahibsk604 8 หลายเดือนก่อน

      আপনি আত্মহত্যা করবেন না দয়া করে 😢 রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করেন দেখবেন আপনার সব কষ্ট চলে যাবেন ইনশাআল্লাহ❤😢​@@muhammadmahdihasan9975

    • @riponali6527
      @riponali6527 6 หลายเดือนก่อน

      @@muhammadmahdihasan9975 amaro ekoi

  • @mubtasinfuad1027
    @mubtasinfuad1027 2 ปีที่แล้ว +20

    আলহামদুলিল্লাহ,, আলহামদুলিল্লাহ,, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সবসময় ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আমিন।

  • @Humayra_noor_28
    @Humayra_noor_28 ปีที่แล้ว +2

    সুবহানআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুআকবার..!! ভিডিওটি দেখে চোখের পানি আমি আটকে রাখতে পারেনি..!! আল্লাহপাক সবাইকে তাঁদের ধৈর্যের উত্তম প্রতিদান দান করুন আল্লাহুম্মাআমীন🤲🏿🤍🌸

  • @mstmoni2976
    @mstmoni2976 2 ปีที่แล้ว +6

    আলহামদুলিল্লাহ ধৈর্য ধরলে আল্লাহ সেটা পুরন করেন আর আল্লাহর উপর আমি সব সময় ভরসা রাখি আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্য করেন 🥰🥰🥰

  • @MdJihad-yl8hk
    @MdJihad-yl8hk 2 ปีที่แล้ว +19

    অনেক দিন যাবত আল্লাহর কাছে কিছু চাই। কিন্তু আমি পাইনা তারপরও ৫ ওয়াক্ত সলাত আদায় করে আল্লাহর প্রশংসা করতে থাকি। খুব আশায় আছি আর অপেক্ষায় আছি। আল্লাহ আমায় দিবে। মাঝে মাঝে হতাশ হয় কিন্তু আমার আল্লাহ ও নবী (স:) এর কথা মনে হলে আশা পাই।

    • @charliegamingYT7
      @charliegamingYT7 ปีที่แล้ว +2

      Allah apnar moner asa kobul korben,inshallah.ameen

  • @UniverseCiam
    @UniverseCiam 2 ปีที่แล้ว +10

    জীবনের প্রতিটা মুহূর্তে তাঁকেই স্মরণ করুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন

  • @FardinKhan-frax
    @FardinKhan-frax 2 ปีที่แล้ว +5

    ধৈর্য ধরে আছি। নিশ্চয়ই দুঃখের পর সুখ দিবেন আল্লাহ। কবুল করবেন সকল দোয়া। মাফ করবেন এই পতিত আত্নাকে। মাবুদ কখনো ধৈর্য হারালে মাফ করে সঠিক সিদ্ধান্ত নেয়ার তৌফিক দান করবেন। মাবুদ আপনার প্রতি সমস্ত ভালবাসা ব্যক্ত করলাম। আপনিই সব।

    • @Mukul53-cz2bs
      @Mukul53-cz2bs ปีที่แล้ว

      তেইশ।বছোর।দরে।দরজো।দরে।আছি।জতো।দিন।বেছে।থাকবো।ততো।দিন।আললাহো।জেনো।দরজো।দরার।তৌফিক। দান।করে।আমি। জানি আললা।এাই।দুনিয়ায়ে।।আমাকে।পরিখখা।দিছে।কিছু। না।পাওয়ার। মাঝে। আললা।আমাকে। অমুললো।দন।দিছে। সে।হল।আমার। আল,আমিন।ওর।জন্য। সবাই। দোয়া।করবেন। ও।জেনো।।কোরানের। পাখি। হয়ে

  • @RASHED_MOHAMMED
    @RASHED_MOHAMMED 2 ปีที่แล้ว +25

    এমন অসাধারণ বাস্তুব মুলক গল্প শুনলে চোখের কোনায় এমনিতে পানি চলে আসে। আলহামদুলিল্লাহ

  • @Sajedul_rahat
    @Sajedul_rahat 2 ปีที่แล้ว +6

    দীর্ঘ ১৭ বছর পর আমার ফুফুর প্রথম সন্তান হয়।
    প্রথমেই অসুস্থ থাকায় আইসিউতে ছিল।
    আল্লাহর অশেষ নিয়ামত সে বেচে থাকে।আমার ফুফু উমারাহ পালন করেছিল তার সন্তান জন্মের আগে।আমার ফুফু ফুফা একমাত্র আদরের সন্তান। তাদের সুখ দেখার মতো ছিল।
    কিন্তু জীবন মানে ভালো আর মন্দ
    আল্লাহ ভাইটাকে তাদের কাছ থেকে নিয়ে যায়।
    তিন মাস শিশু।যাকে ঘিরে ছিল আমার ফুফুর স্বপ্ন।
    আল্লাহ যাই করবেন ভালোর জন্য করবেন।
    ভাইকে দাফন করে চলে আসলাম।
    প্রথমে আমি বললাম“আল্লাহ তুমি কি করলা,
    নিজেকে সান্ত্বনা দিতে পারি নাই”।
    এখন একটা কথা বলি“ আল্লাহ তুমি উত্তম পরিকল্পনাকারী”
    আমি অপেক্ষা আছি আল্লাহ ভালো কিছু দেখাবেন বলে।
    আমার ফুফুর জন্য দোয়া করবেন।
    ৯ আগস্ট পবিত্র আশুরা আমার ভাই চলেগেছে।
    পুত্র হারানোর শোক এখনো রয়েছে।

  • @s.m.shakil1383
    @s.m.shakil1383 2 ปีที่แล้ว +9

    আল্লাহ তোমার শুক্রিয়ায় ভরে দাও আমার জীবন

  • @mdemonislam4713
    @mdemonislam4713 ปีที่แล้ว +4

    আল্লাহ এই কাজগুলোকে আপনাদের জান্নাতে যাওয়ার মাধ্যম হিসেবে কবুল করুক। আমিন

  • @নীলআকাশ4000
    @নীলআকাশ4000 8 หลายเดือนก่อน

    হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল”.!!🥰💜 -- ♡” অর্থাৎ “♡😍 “আমার জন্য আমার আল্লাহ’ই যথেষ্ট”.!!😇💝
    ✿•-𝐀𝐥𝐡𝐚𝐦𝐝𝐮𝐥𝐢𝐥𝐥𝐚𝐡-🥰❥•࿐

  • @hurramhabib1234
    @hurramhabib1234 2 ปีที่แล้ว +27

    আলহামদুলিল্লাহ।
    আমি এখনও কাঁদছি।
    আপনার গলার স্বরটা কি মনমুগ্ধকর মাশা'আল্লাহ।আপনি ঘটনাটিতে আপনার সুমধুর কন্ঠে একটা বাস্তবিক প্রাণ দান করে দিয়েছেন।❤️❤️🌺

  • @tanvirahmedshanto9257
    @tanvirahmedshanto9257 2 ปีที่แล้ว +8

    গল্পটা শুনে চোখে পানি এসে গেলো। আল্লাহ সবার দাম্পত্য জীবনে এমন দ্বীনদার জীবনসঙ্গী দেয়। আর আমাদের ধৈর্য ধরার ক্ষমতা দান করেন।।।

  • @MariamMariam-dg1lg
    @MariamMariam-dg1lg 2 ปีที่แล้ว +32

    আলহামদুলিল্লাহ,, এই চ্যানেলের গল্প শুনে আমার মধ্যে ইসলাম নিয়ে উপলব্ধি আসছে,,💝
    আমার জন্য দোয়া করবেন,,,আল্লাহ যাতে আমাকে হিদায়াত দান করেন,,💖

  • @tizulislam1582
    @tizulislam1582 2 ปีที่แล้ว +7

    হে আল্লাহ তুমি আমাকে উত্তম ধৈর্য দাও

  • @নীলপরি-ছ১ভ
    @নীলপরি-ছ১ভ 2 ปีที่แล้ว +29

    এ রকম জীবন সঙ্গী যেন আমাকে মিলায় দেয় আল্লাহ। দোয়া করবেন সবাই 💙💙

  • @sumiakther2756
    @sumiakther2756 ปีที่แล้ว +1

    হে আল্লাহ তুমি আমাকে আর-ও ধৈর্য দাও আমি যেন তোমার উপর ছাড়া আর কারো উপর নির্ভর শীল নাহই।

  • @munniislam6643
    @munniislam6643 2 ปีที่แล้ว +3

    আলহামদুলিল্লাহ এমন খাস বান্দী হতে চাই আমার রবের কাছে

  • @hmrafiqulislam339
    @hmrafiqulislam339 2 หลายเดือนก่อน

    ইয়া আল্লাহ তাআলা সকল নিঃসন্তনিদের নেক সন্তান দান করুন আমিন

  • @nahidarahman5291
    @nahidarahman5291 2 ปีที่แล้ว +8

    আলহামদুলিল্লাহ,চোখে পানি ধরে রাখতে পারলাম না, শুধু গড়িয়ে পড়ছে। আল্লাহ তুমি আমাদের ধৈর্য্য ধরার তৌফিক দিও।

  • @SmartLanguagewithNondini-M
    @SmartLanguagewithNondini-M 10 หลายเดือนก่อน

    আল্লাহ আপনাকে অসাধারণ একটি কন্ঠ দিয়েছেন।❤❤❤❤

  • @barafabrar6443
    @barafabrar6443 2 ปีที่แล้ว +7

    আসসালামু আলাইকুম
    আল্লাহ আপনাকে অনেক সুন্দর করে গল্প বলার
    ক্ষমতা দিয়েছে .আপনি খুব সুন্দর করে গল্প গুলো আমাদের মাঝে তুলে ধরেন , সত্যিই খুবই ভালো লাগে আল্লাহ আপনাকে এই ক্ষমতা ও জ্ঞান আরো বাড়িয়ে দিক 'আমিন'

  • @নিমিখপানে
    @নিমিখপানে 2 ปีที่แล้ว +1

    আলহামদুলিল্লাহ এতো সুন্দর কাহিনী চোখে পানি এসে গেছে... আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধরার তৌফিক এবং এর স্বাদ অনুভব করার শক্তি দান করুক... আমিন

  • @tasnianahin6192
    @tasnianahin6192 2 ปีที่แล้ว +3

    জাযাকাল্লাহু খইরন প্রিয় ভাই

    • @ch.engr.
      @ch.engr. 2 ปีที่แล้ว

      شكرا

  • @sarjanaislam4310
    @sarjanaislam4310 2 ปีที่แล้ว

    Alhamdulilah onk shudr gotona ja Mon ke posanti Ene Delo

  • @sharminsiddique18
    @sharminsiddique18 2 ปีที่แล้ว +12

    আলহামদুলিল্লাহ। চোখ এ পানি এসে গেছে।

  • @0178-g6p
    @0178-g6p ปีที่แล้ว +1

    আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহপাক সবাইকে ধৈর্য ধরার তৌফিক দিন আমিন

  • @simplyme5017
    @simplyme5017 2 ปีที่แล้ว +13

    আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা সন্তানহারা হৃদয় গুলো কে শান্ত করে দিন, আমীন ইয়া রব্বুল আলামীন 💞

    • @Ummehabiba-e5g
      @Ummehabiba-e5g ปีที่แล้ว

      আমার জন্য দোয়া করবেন,আল্লাহ যেন আমাকে একটা নেককার সন্তান দান করেন😭😭😭

  • @frozenfionadream5870
    @frozenfionadream5870 ปีที่แล้ว +1

    আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।

  • @samfindfortalents8582
    @samfindfortalents8582 2 ปีที่แล้ว +7

    আলহামদুলিল্লাহ। আপনার পোস্ট গুলি অনেক সুন্দর ভাই। আল্লাহ তায়ালা যেন আপনাকে নেক হায়াত দান করেন আমিন

  • @sharukmolla7885
    @sharukmolla7885 ปีที่แล้ว

    Yea Allah tomi arokom jibon songi sobar k dan koro in sha Allah...💓

  • @humairaaktar8673
    @humairaaktar8673 2 ปีที่แล้ว +12

    আলহামদুলিল্লাহ,‌আল্লাহ‌ আমাদের সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুক,‌আমিন 🤲🤲🤲

  • @jannatulferdaus358
    @jannatulferdaus358 2 ปีที่แล้ว +16

    আল্লাহ তা'য়ালা এমনিভাবে আমারও ঈমান মজবুত করো দু'আ কবুল করো

  • @shahjadihossaina5708
    @shahjadihossaina5708 2 ปีที่แล้ว

    সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ,,, অসাধারণ গল্প,,,,আল্লাহ পাক আমাদের কে সব বিষয়ে ধৈর্য ধরার শক্তি দান করুক,,,,, আমিন ছুম্মা আমিন 💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜

  • @roseakter4385
    @roseakter4385 2 ปีที่แล้ว +1176

    আমারও ১২ বছর ধরে সন্তান হয় না অনেক চিকিৎসা আর মানত করছি কিন্তু তার পরও আমার আল্লাহ আমায় একটি সন্তান দিচ্ছে না সবাই আমার জন্য দোয়া করবেন।আল্লাহ যেন আমার উপর সদয় হয়

    • @jarakhan9320
      @jarakhan9320 2 ปีที่แล้ว +14

      Amin

    • @Abirhasan-ic7ms
      @Abirhasan-ic7ms 2 ปีที่แล้ว +37

      manot korben na dua koren allah apnake porikkha kortesn

    • @omarfarook5607
      @omarfarook5607 2 ปีที่แล้ว +50

      আমার ও সন্তান নেই আপু আমার জন্য দুয়া করবেন আল্লাহ যেন আমাদের একটা নেক কার সন্তান দান করে আমিন

    • @m.btruelines3942
      @m.btruelines3942 2 ปีที่แล้ว +6

      fe amanelha

    • @lizakhan4504
      @lizakhan4504 2 ปีที่แล้ว +4

      Amin

  • @kayesahmed9937
    @kayesahmed9937 2 ปีที่แล้ว +1

    দুয়া কবুলের গল্পগুলোর মধ্যে এটা আমার সবচেয়ে প্রিয় গল্প‌❤️ যতবার শুনি ততবারই ভালো লাগে। তাওয়াক্কুলকারীরা কখনো ঠকে না আল্লাহ তাদের কখনো নিরাশ করে না।

  • @saklamsakib4591
    @saklamsakib4591 2 ปีที่แล้ว +7

    আলহামদুলিল্লাহ ধৈরয এর ফল অনেক মধুর

  • @ParfenAa
    @ParfenAa ปีที่แล้ว

    He allah ami tumar opor dorjo Dore roilam amar icca tumi puron kore diba amin

  • @bismillahspicekitchen611
    @bismillahspicekitchen611 2 ปีที่แล้ว +12

    আমি আপনার ভিডিও গুলো সব সময়ই দেখি 💜💜 আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন আমীন 🤲🤲🤲

  • @sumonaparvin1527
    @sumonaparvin1527 2 ปีที่แล้ว +2

    Allah....tumi sobar moner nek issa gulo puron korar tawfik dio mabudh🤲😢

  • @jesminakhter7468
    @jesminakhter7468 2 ปีที่แล้ว +16

    আসসালামু আলাইকুম
    কন্যা সন্তান তার পিতার জন্য জান্নাত।
    আমার আব্বারও ছিলো কন্যা সন্তানের প্রতি অসম্ভব মায়া, ভালোবাসা। আমার বড় ভাই জন্মের পর আমার এক বোনের জন্ম হয়। আব্বার নয়নের মণি, আদরের কন্যা ----- তার জান্নাতে প্রবেশ করার সহজ উপায়। আদর করে তার নাম রাখা হয় নাসরিন । নাসরিন নামের অর্থ হচ্ছে সুগন্ধযুক্ত ফুল, যে ফুল বসন্তে বেড়ে উঠে। আব্বার জন্য সত্যিই সে ছিল একটা সুগন্ধযুক্ত ফুল, যে ফুল আব্বা কে আর অবশ্যই আম্মাকে ও জান্নাতে নিয়ে যাবে। যার ওয়াদা করেছেন স্বয়ং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আল্লাহ আব্বা কে পরীক্ষা করতে চাইলেন। আল্লাহ তাদেরকেই পরীক্ষা করেন যাদের তিনি পছন্দ করেন আর পরীক্ষা নেয়ার মাধ্যমে তিনি তাদেরকে পুরস্কৃত করতে চান। হয়তোবা এই দুনিয়ায় কিংবা আখেরাতে।
    নাসরিনের বয়স যখন ৬ কি ৭ বছর তখন হঠাৎ করে সে অসুস্থ হয়ে পড়ে। তাকে পরিচিত একজন ডাক্তারের কাছে নিয়ে যা‌ওয়া হলো। ডাক্তার তাকে পরীক্ষা নিরীক্ষা করে তার চেম্বারে বসিয়েই একটা ঔষধ খাওয়ালেন আর ঔষধ খাওয়ার সাথে সাথে তার শরীর আরো খারাপ হতে লাগল। যখন আব্বা দেখলেন তার নাসরিন কেমন যেনো হাত/পা ছেড়ে দিয়েছে তখন ডাক্তারের গলা চেপে ধরে বললেন, আমার মেয়েকে কি খাওয়ালেন? ওর এই অবস্থা হলো কেন? আব্বার চেঁচামেচি শুনে আশপাশের লোকজন সেখানে এসে ভিড় জমায়। আব্বা চেঁচিয়ে যাচ্ছেন আর ডাক্তার কে কিল ঘুষি মেরে যাচ্ছেন। ততক্ষণে তার সুগন্ধযুক্ত ফুল একেবারেই বিমর্ষ হয়ে পড়েছে। লোকজন আব্বা কে অনেক কষ্টে সামলে নিয়ে তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিতেই ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। তখন আব্বার কি অবস্থা হয়েছিল তা আমি জানিনা। তবে অনুভব করতে পারি আব্বার অন্তরের রক্তক্ষরণ।
    এরপর আমার আরো তিনজন ভাই জন্ম নেয়। আমার আত্মীয় স্বজনেরা বলতো প্রতিবার যখন আম্মা সন্তান প্রসব করতেন আব্বা বাইরে থেকে জিজ্ঞেস করতেন --- ছেলে নাকি মেয়ে? আর প্রতিবার‌ই তার মন খারাপ হয়ে যেতো। একটা কন্যা সন্তানের জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করতেন। তিন ছেলের পর যখন আবারো আম্মা গর্ভ ধারণ করলেন তখন আব্বা মনে মনে আল্লাহর কাছে অনেক দোয়া করলেন এবার যেনো আল্লাহ তাদেরকে একটা কন্যা সন্তান দান করেন। সময়টা হচ্ছে সম্ভবত ১৯৭০ সাল আর সে সময় সন্তান জন্ম দেওয়ার জন্য হাসপাতালে যেতে হতো না বরং বাড়িতেই সব ব্যবস্থা করা হতো। যাই হোক আমার আম্মা যখন তার ষষ্ঠ সন্তান জন্ম দিলেন তখন আব্বা ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন --- ছেলে নাকি মেয়ে? আব্বা কে সুসংবাদ দেয়া হলো --- মেয়ে!!!
    খুশীতে আব্বা কেঁদেই ফেললেন আর আল্লাহর শুকরিয়া আদায় করে দৌড়ে গিয়ে মিষ্টি এনে সবাইকে খাওয়াতে লাগলেন। সেই কন্যা সন্তান টা হচ্ছি আমি ------ আমার মৃত বোনের নামের সাথে মিল রেখে আমার নাম রাখা হয় জেসমিন যার অর্থ হচ্ছে জুঁই ফুল, সুন্দর একটা সাদা রঙের ফুল।
    বর্তমানে আমার বয়স ৫৩ বছর আর গত দুই বছর আগে আমার আব্বা মারা যান। যতদিন বেঁচে ছিলেন ফুলের মতোই যত্ন করে রেখেছেন। আর ভালোবাসা তা বলে বোঝানো যাবে না। এটা হচ্ছে অনুভূতি। আব্বা মারা যাওয়ার কিছুদিন আগে আব্বার সাথে দুষ্টামি করে বলছিলাম ----- আব্বা আপনার তো মজাই যদি মারা যান তাহলে আপনার নাসরিন জান্নাতের দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করছে। আপনাকে না নিয়ে সে কিছুতেই জান্নাতে প্রবেশ করবে না। আব্বা, আম্মা সত্যিই বড় সৌভাগ্যবান। তাদের সন্তান তাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে দুজনের হাত ধরে সে জান্নাতে প্রবেশ করবে।
    হে আল্লাহ আপনি আমার আব্বা আম্মা কে ক্ষমা করেন আর জান্নাতের সবচেয়ে সম্মানিত স্থান জান্নাতুল ফেরদৌস দান করেন। আমীন

  • @ahmedzubair2632
    @ahmedzubair2632 ปีที่แล้ว +1

    মাশ আল্লাহ, ভাইয়া আপনার ভয়েস টা শুনে আমার অনেক ভালো লাগলো,সেই সাথে এত সুন্দর করে এই ইসলামিক সত্য ঘটনা গুলা বলার টাও অনেক সুন্দর ছিল

  • @hossainuddinkhan9748
    @hossainuddinkhan9748 2 ปีที่แล้ว +22

    রাসূল বলেন ! আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা সব নবীকে একটি করে বিশেষ দোয়ার সুযোগ করে দিয়েছিলেন । যা কবুল হবেই হবেই এমন নিশ্চয়তা দেওয়া হয়েছিল । আর সকল নবী এই দোয়াটি দুনিয়াতেই করে ফেলেছে । কিন্তু আমি সেই দোয়াটি সযত্নে রেখে দিয়েছি । কেয়ামতের দিন আমার উম্মতের সুপারিশ এর জন্য আমি সেই দোয়াটি কাজে লাগাবো ! [ সহীহ বুখারী ] 6305

  • @zamanchowdhury5092
    @zamanchowdhury5092 2 ปีที่แล้ว

    হ্যা আল্লাহ আপনি আপনার প্রত্যেক বান্দার গোপনে ও প্রকাশ্যের গুনাহ গুলো মাপ করে সবার মনে ইচ্ছে ও আশা গুলো পূরন করে দিন! আপনি বড় মহান,আপনার রহমতের কাছে আমরা সবাই রেহাই চাই! ইয়া রহমানির রাহিমিন! লা ইলাহা ইল্লাল্লাহু!

  • @alamalam3962
    @alamalam3962 8 หลายเดือนก่อน +3

    আলহামদুলিল্লাহ্ আলহামদুলিল্লাহ্ আলহামদুলিল্লাহ্ তাহাজ্জুদের নামাজ পড়ে আবার ও মনের আশা পূরণ হয়েছে আমিন আমিন

  • @skysanwar
    @skysanwar 2 ปีที่แล้ว +1

    *আপনার কন্ঠটা অনেক মায়াবী , গল্প শুনতে শুনতে চোখে পানি চলে এলো, আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ও অন্যরকম*

  • @oliulla7978
    @oliulla7978 2 ปีที่แล้ว +4

    الله أكبر
    Heart-touching. Allah ﷻ Amaderkeo oi Chachar moto Imanwala Tawakkul ar Taqwawala hisabe kobul korun

  • @RaiyanaRuhi
    @RaiyanaRuhi 11 หลายเดือนก่อน

    Alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah

  • @মুহাম্মদআজীম
    @মুহাম্মদআজীম 2 ปีที่แล้ว +7

    মাশা আল্লাহ,
    প্রিয় ভাই আপনার প্রতি টি ভিডিও দেখি আমি,
    অনেক কিছু শিখেছি আপনার কাজ থেকে,

  • @suraiyaaktermili8066
    @suraiyaaktermili8066 9 หลายเดือนก่อน

    আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দাও সাফল্য কবুল করেন আমীন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন

  • @ohcldistribution639
    @ohcldistribution639 2 ปีที่แล้ว +15

    আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের ও সবর দিন।

  • @mindhack700
    @mindhack700 ปีที่แล้ว

    ভাইয়া আপনের কথা আমার অনেক ভালো লাগে। আপনার ভিডিও আমি সব সময় দেখি

  • @parvejahmed227
    @parvejahmed227 2 ปีที่แล้ว +16

    আল্লাহ, আমাদেরকে সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।

  • @tanjinamahmud7832
    @tanjinamahmud7832 2 ปีที่แล้ว

    এ যেনো গল্প নয় আমার আর আমার জীবনসঙ্গীর জীবনের ঘটনা আপনি বলছিলেন এমনই মনে হচ্ছিলো 😭 যত শুনছিলাম বুক ফেটে কান্না করছিলাম আর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছিলাম দোয়া করছিলাম আমার জীবনসঙ্গীর জন্য। আল্লাহ তায়ালা যেনো গল্পের শেষ অংশের মতই আমাদের জীবনেও আলো করে সুস্থ স্বাভাবিক নেক সন্তান দান করেন। আল্লাহ তায়ালা যা ভালো মনে করবেন তাতেই খুশি। আল্লাহ তায়ালা যেনো সকল পরিস্থিতিতে আমাকেও এমন ধৈর্য ধরার ও হতাশ না হওয়ার তৌফিক দান করুক

  • @muhammadagsiam9789
    @muhammadagsiam9789 ปีที่แล้ว +3

    অসাধারণ একটি ভিডিও। অনেক ভালো লাগল আলহামদুলিল্লাহ 🌿❤

  • @sunjidaislamsathi9363
    @sunjidaislamsathi9363 2 ปีที่แล้ว

    Amin...Allah sob dowa kobol kore naw

  • @fatemanirjana
    @fatemanirjana 2 ปีที่แล้ว +16

    ভিডিওটির প্রথমেই একটি রিং দিয়ে শুরু করা হয়, যতবার শব্দটি শুনেছি আল্লাহর কসম, প্রতিবার মনে প্রশান্তি জেগেছে

  • @taheraakter8217
    @taheraakter8217 2 ปีที่แล้ว +1

    Alhamdulillah Alhamdulillah Alhamdulillah Alhamdulillah Alhamdulillah Alhamdulillah Alhamdulillah Alhamdulillah Alhamdulillah Alhamdulillah Alhamdulillah Alhamdulillah

  • @farzananeha2888
    @farzananeha2888 2 ปีที่แล้ว +4

    গল্পটা পড়ে গা শিউরে উঠলো। আল্লাহ পাক আমাদের কে এমন ধৈয্য দান করুক আমিন।

  • @MSShammi-xi5ie
    @MSShammi-xi5ie ปีที่แล้ว

    Alhamdulillah Allahr kace kunu kicu cawar pore kali hate firiye denni amake ❤️❤️❤️❤️❤️❤️

  • @azashadjaman3825
    @azashadjaman3825 2 ปีที่แล้ว +3

    জাজাকাল্লাহ প্রিয় ভাই

  • @আল্লাহমহান-প৩দ
    @আল্লাহমহান-প৩দ 2 ปีที่แล้ว +1

    আলহামদুলিল্লাহ্।
    আলহামদুলিল্লাহ্।
    আলহামদুলিল্লাহ্।

  • @rabeyakhatunrabeyakhatun9946
    @rabeyakhatunrabeyakhatun9946 2 ปีที่แล้ว +34

    আমার নামও রাবেয়া। আর আমার বিয়ে হয়েছে ১০ বছর।কিন্তু বাচ্চা হচ্ছে না। কিন্তু আমার স্বামী আমাকে অনেক সান্ত্বনা দেন।তিনি খুব ভালো বাসে আমায়।দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সন্তান দান করেন। আমিন

    • @omarfarook5607
      @omarfarook5607 2 ปีที่แล้ว +3

      আমিন আমার ও সন্তান নেই আপু দুয়া করবেন আল্লাহ যেন একটা নেক কার সন্তান দান করে

    • @NasimaAkter-je3gj
      @NasimaAkter-je3gj ปีที่แล้ว

      আমিন আমিন আমিন আমিন আমিন

    • @renukhatun8424
      @renukhatun8424 ปีที่แล้ว

      ALLAH Apnader k nek sonatan dan koruk. ALLAH HUMMA amin.

    • @NusratTonni-g3q
      @NusratTonni-g3q 6 หลายเดือนก่อน

      Amin

    • @yeasminahmed3641
      @yeasminahmed3641 6 หลายเดือนก่อน

      সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ চাহে তো সন্তান হতেও পারে, ইনশাআল্লাহ

  • @moutishaaktermishu
    @moutishaaktermishu 2 ปีที่แล้ว +1

    আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী

  • @muskan6614
    @muskan6614 2 ปีที่แล้ว +33

    আমার ২টা কন্যা সন্তান হয়ে মারা গেছে এখন আমি তৃতীয় বার ৯ মাসের গর্ভবতী। এই সন্তানটা ও কন্যা সন্তান , ডাক্তার বলেছেন এই সন্তানটার ও সমস্যা আছে মাথায় পানি জমে আছে। বাঁচার কোনো আশা নেই। ডাক্তার বাচ্চাটাকে ফেলে দিতে বলেছিলো। কিন্তু আমি আল্লাহর উপর ভরসা করে আছি। নিশ্চই আল্লাহ আমার জন্য যা উওম তাই আমাকে দান করবেন। নিশ্চই আল্লাহ আমাকে এবার নিরাশ করবেন না।ইনশাআল্লাহ ❤️❤️❤️

    • @mdbashir502
      @mdbashir502 2 ปีที่แล้ว

      আমিন

    • @alhadi1423
      @alhadi1423 2 ปีที่แล้ว

      Akhon ki obosstha apner baccar

    • @muskan6614
      @muskan6614 2 ปีที่แล้ว +4

      @@alhadi1423 ভাই আমার এই সন্তানটাও মারা গেছে। ৬ দিন লাইফ সাপোর্টে ছিলো ৭ দিনের দিন মারা যায়... আজকে একমাস হলো আমার সন্তান মারা গেছে। আপনারা সবাই আমার ও আমার ৩ কন্যা সন্তানের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তায়ালা খুশি হয়ে আমাকে ৩টা জান্নাত দিয়েছেন হয়তো তাদের দুনিয়াতে পাইনি কিন্তু আখেরাতে ঠিকই পাবো❤️❤️

    • @alhadi1423
      @alhadi1423 2 ปีที่แล้ว

      Amar akta bacca boyos 4 bosor 4 mash pore abar 7 mash gorber bacca mara gese 19 tarikhe.

    • @alhadi1423
      @alhadi1423 2 ปีที่แล้ว +1

      Abdul hadi amar bodo cheler nam ar je sontan mara gese tar nam abdul rohoman.

  • @mdabcaan4255
    @mdabcaan4255 2 ปีที่แล้ว

    ইয়া আল্লাহ আমি যেন তোমার উপর ভরসা রাখতে পারি

  • @kajoliakter8087
    @kajoliakter8087 ปีที่แล้ว +6

    আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া বিয়ের প্রথম বছরই কন্যা সন্তানের জননী হয়েছি আলহামদুলিল্লাহ 🥰

  • @mdjonayed9594
    @mdjonayed9594 2 ปีที่แล้ว

    Kota gulo sune onek Valo legece Allah tumi subike Valo reko amin

  • @MdAminul-jg1sv
    @MdAminul-jg1sv ปีที่แล้ว +13

    এগারো বছর বাচ্ছা হয় নাই সবাই দোয়া করবেন আল্লাহ তায়ালা আমাদের সবাইকে যেন খুশি করে

    • @UmmeHabiba-cr4sz
      @UmmeHabiba-cr4sz 8 หลายเดือนก่อน

      ফি আমানিল্লাহ্

  • @Mim-cw2te
    @Mim-cw2te ปีที่แล้ว +1

    আমার মতো শুনে চোখে পানি চলে আসল সত্যি আমার স্বামী ও এই রকম সবাই দোয়া করবেন

  • @afrinaislamany1504
    @afrinaislamany1504 2 ปีที่แล้ว +3

    আলহামদুলিল্লাহ।

  • @muslimakhatun8365
    @muslimakhatun8365 ปีที่แล้ว +1

    আল্লাহ গো আমাদের ধৈজ্জ্ব ধরার তওফীক দিন 😢 । চোখে পানি ধোরে রাখতে পারলাম না 😭

  • @taniskazarin4404
    @taniskazarin4404 2 ปีที่แล้ว +4

    আমিও তো অনেক ধর্য্য ধরে আছি ,,জানি না আল্লাহ কবে আমার দোআ কবুল করবেন,,,

  • @mdriyazhossin9679
    @mdriyazhossin9679 6 หลายเดือนก่อน

    নিশ্চয়ই আল্লাহতালা উত্তম পরিকল্পনাকারী
    আমার জন্য দোয়া করবেন
    আল্লাহ তায়ালা আমার মনে আসা পুরন করে দেন
    আমিন

  • @TheDeshBangla
    @TheDeshBangla 2 ปีที่แล้ว +7

    ❝তাকে সঙ্গে রেখো না,
    যে তোমার দোষ মনে রাখে, গুণ ভুলে যায়❞
    - হযরত আলী (রাঃ)

    • @asuraasura8694
      @asuraasura8694 2 ปีที่แล้ว

      Amar samito 10 ta kaje 9 ta sotik korle r 1 ta vul korle sey akta vul k kendro kore torchar kore

  • @saaadsapwan7391
    @saaadsapwan7391 ปีที่แล้ว +1

    সুবহানাল্লাহ। খুবই ভালো লাগলো।

  • @sharminaktersweety9464
    @sharminaktersweety9464 2 ปีที่แล้ว +29

    Assalamu alaikum...asha Kori alhamdulillah valo achen ..Ami akjon student.. kivabe sokale namaz ar por na gumanu jay aita niye akta video diben plzz..amr jonno khub e helpful hobe

    • @kazisumaiyasharmin4042
      @kazisumaiyasharmin4042 2 ปีที่แล้ว +14

      আপু তোমার প্রতিদিনের পড়া গুলো সকালের দিকে পড়বা। ফজরের নামাজের পর ইয়াসিন সূরা পড়ে তারপর বই নিয়ে বসবা৷ দেখবা পড়াশোনায় বরকত আসবে। যদি ঘুম ঘুম লাগে নিজের রুমটা পরিষ্কার করবা। টেবিলটা গুছিয়ে ফেলবা দেখবা ঘুম কেটে গেছে। এভাবে কষ্ট করে ১০ টা দিন চেষ্টা করো দেখবা আর ঘুম আসবে না সকালে।

    • @MR3T16
      @MR3T16 2 ปีที่แล้ว

      @@kazisumaiyasharmin4042 21 k bochor jahanname thakbo jodi allah kobul na koren,😟

    • @mdrakibulislam4040
      @mdrakibulislam4040 2 ปีที่แล้ว +1

      Same problem 😔kicudin dhore.আল্লাহ হেফাজত করুন, আমিন

    • @rubaiyahayat3563
      @rubaiyahayat3563 2 ปีที่แล้ว +1

      @@kazisumaiyasharmin4042 Ami tahajjat porey gosul kre fele❤️Alhumdulillah fojor khb sundr porte pare ar tar por-Study o Alhamdulillah 2-3hour vlo hy❤️😍

    • @asmakhanom1475
      @asmakhanom1475 2 ปีที่แล้ว +2

      Wa alaykum as salam. Pray to Allah to help u n talk to him explain all ur desire. May Allah makes ur path easy allahumma amin

  • @jannatulferdaous4005
    @jannatulferdaous4005 2 ปีที่แล้ว +2

    আলহামদুলিল্লাহ!
    আলহামদুলিল্লাহ!
    আলহামদুলিল্লাহ!
    🖤

  • @seikhrony1390
    @seikhrony1390 2 ปีที่แล้ว +5

    আমিন😊❤️

  • @anikmiazi741
    @anikmiazi741 ปีที่แล้ว

    মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ গল্প টা শুনে মন টা শীতল হয়ে গেলো।

  • @islamickhutbatv5515
    @islamickhutbatv5515 2 ปีที่แล้ว +3

    কান্না এসে গেলো!

  • @user-vq6pi9ok7m
    @user-vq6pi9ok7m 2 ปีที่แล้ว +2

    সত্যি মন টা জুড়িয়ে গেলো ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @KuwaitKuwait-es8jc
    @KuwaitKuwait-es8jc 2 ปีที่แล้ว +3

    বোন আসা ছেড়ে দিওনা আল্লাহ মহান ও দয়ালু

  • @Change_for_you
    @Change_for_you ปีที่แล้ว

    Allah jeno amake erokom ekjonke jibon songi hisebe dey❤❤❤❤

  • @mdazimaraf
    @mdazimaraf ปีที่แล้ว +265

    ধৈর্য সবুরের ফল আমি পেয়েছি আলহামদুলিল্লাহ ১০০০০০০০০% সত্য কথা সত্য আল্লাহর বানী সত্য আল্লাহর রাসুলুল্লাহ সাঃ এর বানী ।

    • @ahmedshakil1713
      @ahmedshakil1713 ปีที่แล้ว

      Apner ki problem silo

    • @mdazimaraf
      @mdazimaraf ปีที่แล้ว +4

      @@ahmedshakil1713 কোন সমস্যার কথা বলবো অনেক দিক সমস্যা ছিল যা আল্লাহর নিজ রহমতে দয়া না করলে আর ধৈর্য ধারন না করলে হয়তো আজকে সমস্যাই হয়তো সমাধান হতো না । আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দিয়েছিলেন আলহামদুলিল্লাহ ।

    • @ahmedshakil1713
      @ahmedshakil1713 ปีที่แล้ว

      @@mdazimaraf vai amar cinter problem ami shudu cinta kori

    • @ahmedshakil1713
      @ahmedshakil1713 ปีที่แล้ว

      @@mdazimaraf osthir ani

    • @ahmedshakil1713
      @ahmedshakil1713 ปีที่แล้ว

      Apner anxiety problem silo

  • @BD-Tiger-ShimuL
    @BD-Tiger-ShimuL 2 ปีที่แล้ว +3

    আলহামদুলিল্লাহ আল্লাহতাআলা আমাকেও 1টা সন্তান দিয়েছে। 🤲🤲🤲🤲🤲🤲🥀🥀🥀🥀