লিচু গাছে ফল না এলে এখনই যা করতে হবে/ lichi fruit tree/gache lichu na dhorle koronio

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • লিচু ফল সবাই পছন্দ করে। প্রায় সকল বাড়িতেই লিচু ফল গাছ দেখা যায়। কিন্তু নানান কারণে সব বাড়িতেই ফল ধরে না। কি কারনে আমাদের গাছগুলোতে লিচু ফল আসছেনা তার সঠিক কারণ জানা না থাকলে এবং সেভাবে ব্যবস্থা না নিলে গাছে লিচু ধরবেনা । লিচু গাছে ডাল ভাঙার ক্ষেত্রে বেশির ভাগ মানুষ ভুল করে থাকেন।যখন তখন গাছের ডাল ভেঙে দিলে উপকারের চাইতে ক্ষতিই বেশি হয়।বছরে একটা নির্দিষ্ট সময়ে ডাল ভেঙে দিতে হয়, এ সম্পর্কে ভিডিওতে আলোচনা করা হয়েছে। কি করলে লিচু গাছে আগামী বছর থেকে লিচু পাবেন এসম্পর্কিত এই ভিডিওটি সকলে দেখে নেবেন।
    লিচু গাছে ফল না এলে এখনই যা করতে হবে/ lichi fruit tree/gache lichu na dhorle koronio

ความคิดเห็น • 41

  • @selinaakter9802
    @selinaakter9802 ปีที่แล้ว +2

    উপকৃত হলাম।ডাল ভাঙার বিষয়টি জানলাম

  • @abutahertajim5823
    @abutahertajim5823 11 หลายเดือนก่อน

    ভাই শিকড় বেরনোর কতদিন পর ডাল আলাদা করব একটু জানাবেন।প্লিজ।

  • @sorowarsorowarhossain262
    @sorowarsorowarhossain262 ปีที่แล้ว +2

    আমার একটা গাচ আচে 18বচ্চ্যর হইচে লিচু দরেনা করো নিও কি জানলে ওপুকার হইতো

    • @amarchad22
      @amarchad22  ปีที่แล้ว +1

      ভাই আপনাদের ধৈর্যের প্রশংসা করতে হয়, গাছটাকে এখনো কাটেন নাই রেখে দিছেন। তবে নিরাশ হবেন না, আপনার মত অনেকেই এরকম অভিযোগ করে থাকেন। এ বিষয়ে খুব শীঘ্রই একটি ভিডিও দিব ইনশাআল্লাহ।

    • @sorowarsorowarhossain262
      @sorowarsorowarhossain262 ปีที่แล้ว

      @@amarchad22 ভাই সবাই বলে লিচু গাচ পুরুষ হয় এটা সত্তি জানাবেন ভাই

  • @NahidHasan-xu8zg
    @NahidHasan-xu8zg ปีที่แล้ว

    viya gac laganor prom 2 bocor kicu mukul accilo kinto tarpor teke 8-9 bocor holo mukul ase na😐porzapto rod pani sob pai please help,,

    • @amarchad22
      @amarchad22  ปีที่แล้ว

      আপনার মাটিতে পুষ্টির ঘাটতি থাকতে পারে। গাছটি টবে লাগিয়ে থাকলে টবের পুরো মাটি জৈব সার মিশিয়ে পরিবর্তন করে দিন, আর যদি নিচে লাগিয়ে থাকেন তাহলে চারদিক দিয়ে মাটি আলগা করে বেশি করে জৈব সার মাটির সাথে মিশিয়ে দিয়ে দিন আর ফুল আসার একমাস আগে অবশ্যই বোরন সার স্প্রে করে দিবেন। জৈব সার আর মাটির অনুপাত অর্ধেক অর্ধেক হলে ভালো হয়।

  • @mahshaon5837
    @mahshaon5837 11 หลายเดือนก่อน

    অক্টোবর মাসে ডাল ছাটাই করা যাবে কিনা। দ্রুত জানালে উপকৃত হব।

    • @amarchad22
      @amarchad22  11 หลายเดือนก่อน +1

      না। ঠিক হবে না

  • @S.M-GAMER-786
    @S.M-GAMER-786 ปีที่แล้ว +1

    Amar lichu gasher boyos 14 bosor. Kintu fol hoy na keno.
    Please bolun

    • @amarchad22
      @amarchad22  ปีที่แล้ว

      অনেক সময় নার্সারিতে বীজের চারা কে কলমের চারা বলে বিক্রি করে যে কারণে ফল ধরতে অনেক দেরি হয়।মাটি যদি ভাল হয় এবং গাছ যদি পর্যাপ্ত রোদ পায় তাহলে কলামের চারা এতদিনে অবশ্যই ফল ধরার কথা। সেক্ষেত্রে না ধরলে আপনি ফল ধরার দু'মাস আগে বোরন হরমুন স্প্রে করে দিতে পারেন এবং বছরে ২-৩ বার বিভিন্ন রকমের সার মিশিয়ে গাছের চারদিকে দিতে পারেন। আর অবশ্যই জুন জুলাইয়ের দিকে গাছের ডালগুলো ভেঙে দিবেন।

  • @mehedishohagh3008
    @mehedishohagh3008 3 หลายเดือนก่อน

    ভাই নতুন বাড়ি করেছি গাছ যথেষ্ট পুষ্টি পাচ্ছে রোদ বাতাসের ঝামেলা নেই,, কিন্তু ৪ বছর হয়ে এলো কিন্তু লিচু ধরেনা,,,গাছ শুধু বড় হচ্ছে

    • @amarchad22
      @amarchad22  3 หลายเดือนก่อน +1

      ভাই লিচু গাছে এই একটি বড় সমস্যা। অনেক সময় দেখা যায় যে, না ধরার কোন কারণ নেই অথচ লিচু ধরে না। লিচু গাছে যদি তিন চার বছরের মধ্যে লিচু না ধরে তবে পরবর্তীতে সেই গাছে লিচু না ধরার সম্ভাবনাটা আরো বেড়ে যায়। এক্ষেত্রে আপনাকে আমি পরামর্শ দিব আপনি ওই গাছটির উপর নির্ভর না করে পাশেই আপনি নতুন করে আরেকটি গাছ রোপন করুন। আপনার গাছটি চায়না থ্রি জাতের হলে আর দুই এক বছর রেখে দেখতে পারেন।

  • @mdanwarsiddique-fp4ci
    @mdanwarsiddique-fp4ci ปีที่แล้ว

    ডাল কোন মাসে ভাংতে হয়

  • @NuruJaman-m7h
    @NuruJaman-m7h 3 หลายเดือนก่อน

    ভাই আমার গাছে ফুল দরে ছিল তা আবার জরে গেল

    • @amarchad22
      @amarchad22  3 หลายเดือนก่อน

      ফুল ফোটার আগে এবং গুটি আসার পরে 10/12 দিন পর পর ফ্লোরা ভিটামিন দিয়ে দিবেন

  • @juwelexpress1538
    @juwelexpress1538 ปีที่แล้ว

    আমার নাম জুয়েল আমার একটা লিচু গাছে লিচু ধরে না ২ বছর হইছে একটু বলবেন কি ভাবে কি করবো

    • @amarchad22
      @amarchad22  ปีที่แล้ว

      ভাই আপনার প্রথম কাজটি হবে জুন জুলাই মাসের দিকে আপনার লিচু গাছের ডালগুলো ভেঙে দেওয়া। কিভাবে ভাঙবেন সে সম্পর্কে আমি কয়েকদিন পর একটি ভিডিও দেব। আর দ্বিতীয় কাজ হচ্ছে নতুন ডালে যখন পাতা গজাবে তখন আপনি বোরন হরমোন স্প্রে করে দিবেন এবং ফল ধরার দু মাস আগে আবার স্প্রে করে দিবেন। আশা করা যায় আপনার গাছে ফল আসবে।(যদি কলমের চারা হয় এবং মাটি মোটামুটি ভালো থাকে) ধন্যবাদ।

  • @JamalUddin-pk2ei
    @JamalUddin-pk2ei 11 หลายเดือนก่อน

    ভাই আমি লিছুর কলম ছাড়া লাগাইছি আট বছর হয়েছে, এখনো ফুল ফল কিছু আসেনি, গাছটি অনেক বড় হয়ে গেছে, এখন আমি কি করব.?

    • @amarchad22
      @amarchad22  11 หลายเดือนก่อน +1

      কলমের চারা সাধারণত দুই থেকে তিন বছরের মধ্যেই লিচু আসার কথা। পর্যাপ্ত রোদ ও মাটিতে পুষ্টি থাকা সত্ত্বেও যদি গাছে লিচু না আসে তাহলে গাছ না রাখাই ভালো। লিচু ধরা অবস্থায় চারা এনে লাগালে এরকম সমস্যা সাধারণত হয় না।

  • @jahidhossain3606
    @jahidhossain3606 6 หลายเดือนก่อน

    ভাই আমি বিচি থেকে একটা গাছ বের করছি এখন প্রায় ৪ বছর বয়স গাছের, কিন্তু মুকুল তো আস্তেছে না এখনো

    • @amarchad22
      @amarchad22  6 หลายเดือนก่อน

      ভাই বীজ থেকে যে গাছ তৈরি হয় সেখানে লিচু আসতে অনেক সময় লাগে

  • @MdSaid-i8f
    @MdSaid-i8f 6 หลายเดือนก่อน

    আমার একটা গাছ আমপান করার সময় লিচু হয়েছিল সেই দেখে আর লিচু হয় না কি সমস্যা

    • @amarchad22
      @amarchad22  6 หลายเดือนก่อน

      গাছটি কি জাতের?
      চায়না -3 হলে সে গাছগুলোতে কোন কোন বছর লিচু আসে না।

  • @abulhashem1715
    @abulhashem1715 10 หลายเดือนก่อน

    ভাই আমার গাছ টা কলবের অনেক্তাই বড় হইসে কিন্তু এখন অ ফল ধরে না

    • @amarchad22
      @amarchad22  10 หลายเดือนก่อน +1

      আপনি এখনই গাছে ইউরিয়া, টিএসপি, জিপসাম, এমওপি সার গাছের বয়স অনুযায়ী প্রয়োগ করুন। সার কীটনাশকের দোকানে এই ব্যাপারে আপনি পরামর্শ করতে পারেন

  • @md.mamunmiah4670
    @md.mamunmiah4670 ปีที่แล้ว

    আমাদের ডালিম গাছে অনেক ডালিম হয়।ডালিমের ভিতরে দানা লাল হয় না।কি করব।

    • @amarchad22
      @amarchad22  ปีที่แล้ว

      ভাই আপনি কি কখনো গাছে বোরন স্প্রে করেছেন?বোরন স্প্রে না করে থাকলে (লিটারে ২ গ্রাম) স্প্রে করে দিবেন।

    • @md.mamunmiah4670
      @md.mamunmiah4670 11 หลายเดือนก่อน

      কোন কাজ হয় না

  • @anamulrashed3301
    @anamulrashed3301 ปีที่แล้ว

    ভাই জান আপনার সাথে যোগাযোগ করতে পারবো

    • @amarchad22
      @amarchad22  ปีที่แล้ว

      আপনাকে কিভাবে সাহায্য করতে পারি

    • @anamulrashed3301
      @anamulrashed3301 ปีที่แล้ว

      @@amarchad22 আমার বারোমাসি আম গাছ আছে আম ধরে মালটা গাছ + কমলালেবু গাছ + লিচু +রামভুটান+আলুবোখারা গাছ। আমি সব গাছে কীটনাশক + ছএাক নাশক দিতে চাই। কোন ঔষধ দিলে সব গাছ এর জন্য ভালো হবে।

  • @sarifulmallick2840
    @sarifulmallick2840 ปีที่แล้ว

    ভাই আমার লিচু গাছে র 6 7বৎছর হয়েছে
    ফল হয়না কিকরব?

    • @amarchad22
      @amarchad22  ปีที่แล้ว +1

      গাছটি যদি কলমের চারা হয়, মাটি ভালো হয় এবং গাছে পর্যাপ্ত রোদ পায় তাহলে অবশ্যই লিচু আসার কথা।সেক্ষেত্রে যদি না আসে আপনি জুন কিংবা জুলাই মাসে গাছের ডাল ভেঙে দিবেন। ফল আসার দু মাস আগে বোরন হরমোন স্প্রে করে দিবেন। আর মাটি ভালো না হলে বছরে দুবার সার দিয়ে দিবেন, আশা করি ভালো ফল পাবেন।

    • @shihabbabu1791
      @shihabbabu1791 ปีที่แล้ว

      বোরন এটা কই পাবো

    • @amarchad22
      @amarchad22  ปีที่แล้ว

      @@shihabbabu1791
      সার বিক্রি করে এরকম দোকানে

  • @asimdas6575
    @asimdas6575 ปีที่แล้ว

    গাছের বয়স অনুযায়ী সার দিতে হবে কি পরিমান কত ফুট দুরে দিতে হবে

    • @amarchad22
      @amarchad22  ปีที่แล้ว

      আপনার গাছের বয়স কত

    • @mijanurrahmanjasim3926
      @mijanurrahmanjasim3926 6 หลายเดือนก่อน

      ৩/৪ বছর জানাবেন, কলম চারা, এখনো মকুল আসে না

  • @সোনারবাংলা-ঝ৪ঙ
    @সোনারবাংলা-ঝ৪ঙ ปีที่แล้ว

    কিছু টিএসপি আর সামান্য কিছু বোরণ! এমন কথার মানে কী? সার যখন দেওয়ার কথা বলছেন তাহলে নিদিষ্ট করে বলুন।তাহলে এই বিডিওর সার্থকতা নাই।