এর আগের ভিডিওটা নিয়ে ইউটিউব ঝামেলা করসিলো। সমস্যা নাই, এইটা নিয়ে ঝামেলা করলে আবার আপলোড দিবো। বাংলাদেশ জিম্বাবুয়ের ম্যাচে শেষ বলে যে থ্রিলারটা দেখাইসে, এইটাতে সেই এনার্জি পাইসি এখন শরীরে। হে হে। 'পার্বত্য চট্টগ্রাম : শান্তিবাহিনী জিয়া হত্যা মনজুর খুন' বইটা কিনতে চাইলে এই লিংকে যেতে পারেনঃ www.rokomari.com/book/227443/parbotto-chattogram-shantibahini-zia-hotta-monjur-khun
sir, লেখক মহিউদ্দিন নিরপেক্ষ না, ওনি সাবেক জাসদ কর্মী ছিল, ওনি আওয়ামী লীগে দালালি করে Indirectly.. জাসদ গণবাহিনীর করে বাংলাদেশকে গৃহযুদ্ধে দিকে নিয়ে গিয়েছিল, তখন জিয়াউর রহমান এই গণবাহিনীর প্রধান কমান্ডার কর্ণেল তাহেরকে ফাঁসি দেয়, সেই ক্ষোভ আজও জাসদ কর্মীদের মনে আছে। লে. কর্ণেল হামিদুর রহমান বই "তিনটি সেনা অভ্যন্তরণ আর কিছু না বলা কথা" এই বইটা পড়লে বুঝতে পারবেন....
আমরা কোনো যুদ্ধ বা দেশভাগ চাই না। আমরা চাই আমরা বাঙালিরা যেভাবে নিরাপদ আর শান্তিতে বাস করি তেমনি যেন পার্বত্য চট্টগ্রাম এর সকল মানুষ বাস করে। আমাদের সবার দেশে বাংলাদেশ, বাঙালি অবাঙালি সবাই আমরা বাংলাদেশি। 🇧🇩
আপনি অনেক কিছুই চাইতে পারেন। কিন্তু শহুরে চারদেয়ালে চাওয়া আর পাহাড়ী চাওয়া এক হবে না কখনও। তাই তাদের এলাকার ভালো-মন্দ তাদের হাতেই ছেড়ে দেয়া উচিৎ! তাদের জীবন ও জমিন নিয়া আমাদের নাক গলানোর অধিকার নাই।
দেশ ২ভাগ কেনো হবে,ওরা বাংলাদেশী বাঙালি তো না,আমরা যখন পাকিস্তানের অংশ ছিলাম তখন আমরা পাকিস্তানি ছিলাম,কিন্তু আমরা কি বাংলায় কথা বলা বাদ দিয়ে দিছি?অবশ্যই না।আমরা প্রতিবাদ করে যুদ্ধ করে দেশ স্বাধীন করলাম,এখন আমরা যদি পাহাড়ি দের বাঙালি হওয়ার জন্য জোর করি তাহলে তো তারাও আমাদের মত প্রতিবাদ করবে বা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে।আমরা এমনিতেই আমাদের দেশের অনেক জায়গা হারিয়েছি।আমরা আর হারাতে চাই না। সবাই মিলে বসে এটার সমাধান চাই।সবাই মিলেমিশে থাকতে চাই কারো উপর যোর করতে চাইনা।ওরা আমাদের এরিয়া তে এসে থাকবে আমরা ওদের ওখানে গিয়ে থাকবো।আমাদের দেশ একটাই সবাই মিলেমিশে থাকবো।ওরা যেই গোষ্ঠীই হোক,আমরা যাই হই,সবাই বাংলাদেশী,সবাই মিলেমিশে থাকাই বুদ্ধিমানের কাজ হবে।এভাবেই দেশ এগোবে।
যুক্তিযুক্ত কথা। বাঙালি শব্দটা জাতিসত্তার পরিচয় বহন করে আর বাংলাদেশি শব্দটি নাগরিকত্বের পরিচয় বহন করে। এই দুয়ের পার্থক্য থেকে আজ পর্যন্ত অনেকই বুঝলো না। আফসোস।
পার্বত্য চট্টগ্রামে আজকের যে বর্তমান রূপ তার পেছনে আমি যেটা মনে করি সেটা হচ্ছে স্বাধীনতার আগে বলেন স্বাধীনতার পরবর্তীতে বলেন কখনোই পার্বত্য চট্টগ্রামের আদি বসবাসকারীদেরকে অর্থাৎ পার্বত্য চট্টগ্রামে যে মেজরিটি বসবাস ছিল তাদেরকে কখনো সমতলের যারা বসবাস করত অথবা যারা দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন তারা কখনো মানুষ হিসেবে গণ্য করেনি তারা যদি মানুষ হিসেবে গণ্য করতো তাহলে আজকের এ পার্বত্য চট্টগ্রামের যে অরাজকতা সে অরাজকতা দেখা দিত না আমরা নিজেদেরকে সবসময় বলে এসেছি আমরা বাংলাদেশী আমরা বাঙালি না এখন আপনি এই জিনিসটা একটু চিন্তা করে দেখেন ইন্ডিয়াতে কিংবা অন্যান্য দেশে কোন একজন বাংলাদেশী যদি কোন একজন বাঙালি যদি বসবাস করতে গিয়ে তাদেরকে যদি জোর করে বলা হয় আপনি বাঙালি না আপনি জাপানি আপনি কি সেটা মেনে নিবেন সেটা কখনো মেনে নেওয়া সম্ভব না একটা দেশে বিভিন্ন জাতিগোষ্ঠীর বসবাস থাকতে পারে তাই বলে তাদেরকে কখনো সম্ভব না তাহলে তো সে জাতিসত্তার কোন অস্তিত্ব থাকবে না আর সামরিক শাসন আমাদের স্বাধীনতা পরবর্তী থেকে এখানে যে ধরনের চলে আসছে সেটা আসলে সমতলে যারা বসবাস করছেন তারা কখনো উপলব্ধি করতে পারবেন না কারণ পার্বত্য চট্টগ্রামের ইতিহাস কখনোই সমতলের মানুষরা জানতে পারে না কোন না কোন ভাবে এটাকে বিভিন্নভাবে দমন করা হয় যে এখান থেকে যেন প্রকৃত খবর গুলো প্রকৃত নিউজগুলো কেউ জানতে না পারে দুঃখের বিষয় আমরা বর্তমানে পার্বত্য চট্টগ্রাম থেকে দেশের হয়ে বিভিন্ন পর্যায়ে দেশের নাম উজ্জ্বল করছি আমাদের অনেক পাহাড়ি আদিবাসী ভাই আছেন যারা আজকে দেশের জন্য অনেক সুনাম বয়ে আনছে কিন্তু আমাদের কি এখনো দেশে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে করা হয় আমাদের অনেক আদিবাসী ভাই যারা দেশে বিভিন্ন প্রান্তে বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্কুল কলেজে পড়াশোনা করতে চাই তখন আমাদেরকে বিভিন্ন ধরনের হেয় প্রতিপন্নমূলক ঘটনার সম্মুখীন হতে হয় আজকের এই কষ্টটা আপনারা কখনো উপলব্ধি করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত সেই জিনিসটা আপনারদের সাথে না হচ্ছে আপনার সাথে না হচ্ছে আমাদেরকে সব সময় বিভিন্ন জায়গায় দেশের অন্য প্রান্তে আমাদের আদিবাসী ভাইয়েরা যখন পড়াশোনা করতে যায় চাকরি করতে যায় পার্বত্য চট্টগ্রামের বাইরে তাদেরকে চাইনিজ জাপানিজ হিসেবে টিচ করা হয় আর সামরিক শাসনের ব্যাপারে যদি আসি রাঙ্গামাটিতে দেখা যায় দুজন বন্ধু একজন বাঙালি একজন চাকমা অথবা যেকোন সম্প্রদায়ের হোক না কেন তারা যদি কোন একটা চেকপোস্টের ভিতর দিয়ে যায় বাঙালিকে চেক না করে সব সময় কিন্তু ওই আদিবাসী পার্বত্য চট্টগ্রামের বসবাসরত ওই ব্যক্তিকে কিন্তু সব সময় প্রশাসনের লোকজন অপরাধী হিসেবে অপরাধী অপরাধী হিসেবে তাকে বিভিন্ন জেলার সম্মুখীন হতে হয় আমরা একটা সুন্দর সুস্থ পৃথিবী চাই যেখানে কোন ধরনের ভেদাভেদ থাকবে না কোন ধরনের বঞ্চনার থাকবে না সবাই যার যার অবস্থান থেকে যার যার ধর্ম যার যার সংস্কৃতি চর্চা করতে পারবে আমরা পার্বত্য চট্টগ্রামের যারা বসবাস করছি আমরা বাঙালি বিদেশি নই আমরা নিজেরা গর্ব করে বলি আমরা বাংলাদেশী কিন্তু আমরা বাঙালি নয় আমাদের অনেকে আছেন যারা মহান মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধে করে শহীদ হয়েছেন কিন্তু তাদের নাম মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধার খাতায় অন্তর্ভুক্ত করা হয়নি অনেক এ ধরনের আরো অনেক উদাহরণ আছে যেগুলো বলে শেষ করা যাবে না ধন্যবাদ।
মূলত পাহাড় থেকে বিভিন্ন নেশা দ্রব্য বিভিন্ন জেলায় দেওয়া হয় আর হিংস্রতা দেখায় সত্য কথা বলতে আমি পাহাড়ি দের মুখোমুখি হয় নি কিন্তু তাদের দেখলে তাকালে একটা ভয় কাজ করে কেন তাও জানি না তাহলে পাহাড়িদের কোন ইতিহাস আছে আগের আরকি মারামারি খুনাখুনি এইরকম আবার জঙ্গলে নিয়ে গিয়ে মানুষ ঘুম করা হত এইসব বিষয় শুনেছি। তবে বর্তমান প্রজন্মের গুলো হয়ত ভিন্ন আলাদা ভালো ভাবে থাকলে দেশের সুনাম সবার শান্তি
পার্বত্য অঞ্চলে চাকমাদের কি আধিপত্য, এবং ওরা চাই সেনাবাহিনী সরে যাক, তাইলেতো সন্ত্রাসীরা পুরো পার্বত্য চট্টগ্রাম নিয়ে ফেলবে, অথচ তারা শুধু পাহাড়ে পাহাড়ে সন্ত্রাসবাদি করে
পাহাড়ি ভাই-বোনদের জোর করে বাঙালি বানানো যেমন ঠিক হবেনা, তারা এ দেশের নাগরিক। তেমনি স্বাধীনতার স্বপ্ন দেখাও পাহাড়ি ভাইদের ঠিক হবে না। অখন্ড বাংলাদেশ চাই । (প্রয়োজনে রক্ত দেব) আমরা সকলেই বাংলাদেশি। ভিন্ন ভিন্ন আলাদা জাতি হতে পারি।কিন্তু আমরা বাংলাদেশী সিটিজেন ।❤❤❤🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🙏🙏🙏
পাহাড়িদের আমরা অনেক ভালোবাসি। আমি অনেক বার পার্বত্য চট্টগ্রাম ও এর গহীন অঞ্চলগুলোতে গিয়েছি। আমি চাই না বাঙালি ও পাহাড়িদের মধ্যে কোন ঝামেলা থাকুক। একটা সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের দেশটাকে কত সুন্দর করতে পারে। তাই বাঙ্গালীদের উচিত পাহাড়িদেরকে কোন কিছু চাপিয়ে না-দেয়া। আমাদের স্বার্থের জন্য যেন তাদের জাতিসত্তাকে আমরা অস্বীকার না করি। তারা আমাদের অংশ আমরাও তাদের। সকলে আমরা বাংলাদেশী।❤❤❤
@@TamannaFaisal-d9z আমি বলেছি কোথায় তারা সমতলের মানুষদের পছন্দ করে! আর আমি অলরেডি বলেছি আমি বহুবার পাহাড়ে গিয়েছি। বহুবার মানে বহুবার। আনকাউন্টেবল!! তাই ঘরে বসে কোথাও না গিয়ে খোচাখোচি করবেন না।
বাহিনীর সদস্য হিসেবে আমি রাঙ্গামাটির বিভিন্ন ক্যাম্পে থেকে যতটুকু সাধারণ পাহাড়ি জনগোষ্ঠীর সাথে চলাফেরা করেছি তাতে বলবো বাংলাদেশের সবচেয়ে সহজ সরল জীবন যাপন তাঁরাই করে। যদি সেখানে কোন অন্যায় হয়ে থাকে তবে তার জন্য ৯০% দায়ী আমরা বাঙ্গালী দাবী করা জনগোষ্ঠী!
বাঙালি বলার/হওয়ার দরকার কি? তারা বাংলাদেশী। এটাই যথেষ্ট। আমাদের উচিত তাদের সাথে নিয়ে দেশকে এগিয়ে যাওয়া। অবশ্য বলে লাভ নাই। দেশে কেউ দেশের চিন্তা করে না।
@@iam.nobody আরে গাধার বাচ্চা,এই নাক বোচা উপজাতি রা হলো দেশদ্রোহী গাদ্দার, এরা এই দেশে থাকে এই দেশে খায় আর চামচামি করে ইন্ডিয়ার মায়ানমারের, অবস্য এই কথা গুলো বোঝার মতো ব্রেন তোর নাই, এখন ও সময় আছে এদের কে বিতাড়িত করার, নয়তো চট্টগ্রাম ভেঙে দু টুকরো করা মাএ সময়ের ব্যাপার
thanks dada❤❤❤❤হু ভাই আমরা বাংলাদেশে আছ এবং বাংলাদেশের নাগরিক,, তাই বলে আমরা বাঙালি না কখনো না,,একজন আদিবাসী পাহাড়ি কিভাবে বাঙালি হয়,, বাংলাদেশে জাতিস্বত্বা হিসাবে আমরা চাকমা জনগোষ্ঠী, বাংঙালি না,,,,,যদি জোড় করেন বাঙালি বলেন বাঙালি, তাহলেও কিন্তু মিলবে না,,তার কারন আমার বাংলায় কথা বলি না,আমার মাতৃভাষা চাকমা,,,আমার নিজস্ব ভাষা আছে নিজস্ব বর্ণমালা আছে,নিজস্ব ড্রেস আছে, তাহলে কেন বাঙালি হব ভাই আপনারা বলেই।আর যদি জন্ম থেকেই বাংলায় কথা বলতাম তাহলে নিজেকে বাঙালি মানিয়ে নিতাম,আরে ভাই জন্ম থেকেই মাতৃভাষায় কথা বলি কিভাবে একজন আদিবাসী বাঙাল হয়, না মেলে ভাষায়,না গায়ের বর্ণ,না মেলে কালচার,শুধু বাংলাদেশেই আছি বলি রাষ্ট্র ভাষা বাংলা তাই বাংলায় কথা বলি।এখন যদি আপনাকে জোড় করে চাকমা বলি আপনি সেটা মানবেন বলেন তে শুনি।আপনিও কখনো শিকার করবেনা যে আপনি চাকমা,তাই জোড় করে কাউকে বাঙালি বানানো যাই না,,যে এবং যারা ভাবে আমরা বাঙালি তাদের মতো মূর্খ পৃথিবীতে নাই,আমি একজন চাকমা হিসাবে নিজেকে গর্ব করি আমি চাকমা,আমার নিজস্ব ভাষা আছে বর্ণমালা আছে।আমি গর্বিত আমি একজন বাংলাদেশের নাগরিক আমি।তবে বাঙালি নয়।দিন শেষে আমরা সবাই মানুষ।🙏🙏ধন্যবাদ সবাইকে🙏🙏❤
ভারতে যেভাবে প্রতিটি জাতি মিলে মিশে থাকে ,,আমরা চাই বাংলাদেশের সকল মানুষ মিলে মিশে থাকুক ,সে যে উপজাতি হক না কেনো সে আমার ভাই সে আমার বোন আমার দেশের মানুষ,, তাদেরকে আমাদের মত উন্নত জীবন যাপন করার সুযোগ দেওয়া হোক ।একই ভাবে আমার উপজাতি ভাই বোনদের বলতে চাই আপনারা বাঙালি হন বা না হন আপনারা বাংলা ভাষা শিক্ষা গ্রহণ করবেন যাতে আপনারা বাঙালিদের সাথে মিলে মিশে একটি উন্নত ও শান্তির জীবন কাটাতে পারবেন,মনে রাখবেন একটি দেশের জনসংখ্যাই সেই দেশের শক্তি,,আপনারা যেমন আমাদের শক্তি ঠিক সেভাবেই আমরাও আপনাদের শক্তি🤍
আরে মগার পো মগা,এই উপজাতি রা হলো দেশদ্রোহী গাদ্দার এরা এই দেশে থাকে এই দেশে খায় আর চামচামি করে ইন্ডিয়ার মায়ানমারের, এরাই চট্টগ্রাম কে ভাঙ্গার স্বপ্ন দেখে,
আমাদের জন্য কেন আলাদা শাসন প্রয়োজন? বর্তমান পার্বত্য চট্টগ্রাম তত্কালীন অখন্ড ভারতীয় উপমহাদেশের ভিতরে সম্পুর্ন স্বাধীন ছিল। যদিও তখন আলাদা তিনটি স্বতন্ত্র এলাকা ছিল। এর একটা অংশ ছিল স্বাধীন চাকমা রাজ্য, কিছু অংশ ছিল স্বাধীন ত্রিপুরা রাজার অধীনে আর একটা অংশে ছিল কুকি এবং কতগুলো ক্ষুদ্র জনগেষ্টীর বসবাস। ব্রিটিশরা আসার পর তিনটা স্বতন্ত্র এলাকাকে একত্র করে পার্বত্য চট্টগ্রাম গঠন করে এবং এই অন্চলকে ব্রিটিশ কেন্দ্রীয় সরকারের অধীনে excluded এরিয়া বা শাসন বহির্ভুত এলাকায় মর্যাদা দেয়। এর অর্থ ছিল কেন্দ্রীয় সরকার ব্যতীত অন্য কোন প্রাদেশিক সরকার বা কোন রাজা এই অন্চলের উপর হস্তক্ষেপ করতে পারবে না। আর এখানকার বাসীন্দা যারা ছিল একমাত্র তারা এই অন্চলের স্থায়ী বাসিন্দা বলে বিবেচিত হবে এবং তারা ছাড়া অন্য কেও এই অন্চলে এসে বসবাস করতে পারবে না।এ অন্চলের আর একটা বৈশিষ্ট্য ছিল এ অন্চলের ভুমির উত্তরাধিকার প্রথাগত মালিকানায় ছিল। অর্থাৎ যে যে জায়গায় বসবাস করবে সে জায়গার মালিকানা হতে পারবে। সেখানে কোন দলিলের প্রয়োজন হবে না। ব্রিটিশরা যাওয়ার সময় পাকিস্তানের কাছে পার্বত্য চট্টগ্রাম "শাসন বহির্ভুত " এলাকাকে "বিশেষ এলাকা " হিসেবে রেখে দিয়ে যায় এবং সরকার ও তা বলবত রাখে। কিন্তু পাকিস্তান পিরিয়ডের পর বাংলাদেশ স্বাধীন হলে সে বিশেষ এলাকাটা আর থাকলো না। সুতরাং ভূমির উপর প্রথাগত মালিকানার অধিকারটা হারিয়ে গেলে স্বাভাবিক ভাবে পাহাড়ীরা সমস্যায় পড়ে যায়। কারন দলিলের প্রয়োজন না থাকায় পাহাড়ীদের দলিল ছিলনা। তাই রাষ্ট্রের সাধারন আইনে পাহাড়ীরা ভুমির মালিকানা হারিয়ে ফেলে। তাছাড়া ইতিহাসের ধারাবাহিকতায় পাহাড়ীরা সম্পূর্ণ নিজস্ব স্বকীয়তায় স্বাধীনভাবে জীবন যাপন করে আসছিল। এতে অন্য কারোর কৃষ্টি সংস্কৃতির সাথে খাপ খাওয়ানো মোটে সম্ভব নয়। যেমন বাঙালীরা পাকিস্তানীদের সাথে মিশে যেতে পারে নি। সে দৃষ্টিকোন থেকে আমাদের কি বিশেষ শাসন ব্যবস্থার প্রয়োজন ছিল না? তবে আলাদা হতে চায়নি যেমনটা বাঙালীরা প্রথমদিকে আলাদা হতে চায়নি। আর রাষ্ট্রের ভিতরে আলাদা সরকার ব্যবস্থা বলা চলে পৃথিবীর প্রায় সব দেশে চালু আছে। তাই বলে কি সে সব দেশের সার্বভৌমত্ব ক্ষুন্ন হয়ে গেছে? আর পার্বত্য এলাকায় এতগুলো দল সৃষ্টির মুল কারন হচ্ছে ভাগ কর শাসন কর নীতির প্রতিফলন। যাতে পাহাড়ীদের শক্তি টুকরো টুকরো হয়ে যায় এবং সচেতন পাহাড়ীরা কখনো তা সমর্থন করে না।ঠিক তার ধারাবাহিকতায় আজকের কে এন এফের সৃষ্টি আর তা কখনো পাহাড়ীদের সৃষ্টি নয়। দেশের এক বিশেষ শ্রেনী একের পর এক দল সৃষ্টি করে যাচ্ছে যার খেসারত শুধুমাত্র পাহাড়ীদের দিতে হচ্ছে না সমগ্র জাতিকে দিতে হচ্ছে সমগ্র রাষ্ট্রকে দিতে হচ্ছে।
আমরা আপনাদের পাশে সব সময় আছি। তবে সেটা বাংলাদেশের স্বার্থ বিরোধী হয়ে না। আমি পারসোনালি চাইনা, আপনারা বাঙালি পরিচয়ে পরিচিত হন। আমাদের মূল পরিচয় আমরা বাংলাদেশি। এর থেকে বড় পরিচয় আর নেই। আপনাদের অধিকার আদায়ের জন্য আমরা আন্দোলন করতে রাজি আছি। তবে Chittagong Hill tracks is the integral part of Bangladesh 🇧🇩
আপনার কথা গুলোর মধ্যে লাস্টের কয়েকটা লাইন টিক,তবে ১মগুলা কিন্তু টিক নাই।আপনার আরো জানা উচিত। আরো এমন কিছু জানেন না, যা আপনার জানার প্রয়োজন।যেমন:সায়ত্তশাসন।😊
@@EnayetChowdhuryOfficial vai apnar video ta amar abba ke dekhaisi. Oi ongsho jekhane apne ekta ghotona bollen 5 December 1971 mukti bahini Tripura rajjo hoye ashar shomoy Chakma der upor attack korsilo. Kinto etai to shuru na! Er ageo onek ghotona chilo. Muloto Chakma rai prothom hamla korsilo ar onek Banggali chele jara mukti bahini training er jonno India jacchilo tader dhore mere felsilo. 5 December oi alakay sheshob chinnito Chakma family ba goshti kei mara hoise jegula Bangladesh er shadhinota birodhi chilo. Apni ki ei itihash ta kono khobor pan nai?
গ্লোবাল সিটিজেন আমরা।সবাই ভাল সুযোগ সুবিধার জন্য।এটাই প্রকৃতির নিয়ম।একটা দেশে বিভিন্ন জাতি বাস করবে সেখানে সবাইকে কেন বাঙালি পরিচয় দিতে হবে না।তারা বাংলাদেশি এটাই তাদের নাগরিক পরিচয়।
Mr Chowdhury You could mention that Major Raja Tridib Roy was the the Chakma King. He sided with the Pakistan Army during the liberation war. As collaborator he escaped to Pakistan leaving behind his family. His son Barrister Debashish Roy is currently the Chakma king.
বাংলাদেশে বসবাসকারী সকল ব্যক্তি কিন্তু বাঙালি,যেমন ধরেন ইতিহাস মঙ্গল গ্রহে বসবাসকারী কোন ব্যক্তির সাপেক্ষে আপনি যেরকম পৃথিবীর বাসিন্দা ঠিক অনুরূপভাবে অন্যান্য বিশ্বের সাপেক্ষে আপনি অর্থাৎ আপনি এ জিনিসটা ঠিক কোন জায়গা থেকে দেখছেন এটার উপর নির্ভর করে যদি আপনি যদি সারা বাংলাদেশের কথা নির্ভর করেন তাহলে আপনারা সবাই বাঙালি হিসেবে এটা নির্ভর করবেন বাংলাদেশের বাসিন্দা অর্থাৎ বাঙালি আবার অনুরূপভাবে আপনি বাংলাদেশ থেকেও আপনি নিজস্ব একটি জাতিসত্ত্ব হয়েছিল চাকমা
আপনার ভিডিও গুলো তথ্যবহুল, তবে প্রুফ দিয়ে ভিডিও গুলো করলে ভালো হতো। যেমন ততকালীন পত্রিকা গুলো ব্যাবহার করতে পারেন তাছাড়া বিভিন্ন ডকুমেন্টারি, বই এর তথ্য ব্যবহার করতে পারেন
@@mdemonofficial794 I am against all kinds of nationalism. My identity is fixed and that is I am Muslim full stop and I am commanded to live my life by the Quran and sunnah. This is my constitution.
তারা বাংলাদেশি এটাই তাদের বড় পরিচয়। হোক না কেউ মারমা, চাকমা, বাঙালি, গারো, সাঁওতাল কিংবা মনিপুরী। সবাইকে তো বাঙালি হতে হবে না, একটি দেশে ভিন্ন জাতিসত্তার মানুষ থাকবে এটাই স্বাভাবিক, ভিন্নতার মধ্যেই আছে সৌন্দর্য। চাকমা, মারমা, মনিপুরী সবারই নিজস্ব ভাষা, অক্ষর, সংস্কৃতি, পোশাক আছে, আর তারা তাদের সংস্কৃতির চর্চা করবে, ঐতিহ্য ধরে রাখবে এটাই স্বাভাবিক, কেনো জোর করে তাদের বাঙালি পরিচয় দেওয়া হবে, এটা অন্যায়। আমাদের বাংলাদেশি আদিবাসী ভাই বোনরা দেশের বিভিন্ন ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, দেশের মুখ উজ্জ্বল করছে। একজন বাঙালি মুসলিম হিসেবে আমি চাই আমাদের সকল আদিবাসীদের অধিকার রক্ষায় সরকার সচেতন হোক, তাদেরকে তাদের মাতৃভাষায় পড়ালেখা করার সুযোগ দিক, তাদের ভাষা ও সংস্কৃতি জাতীয় ভাবে গৃহীত হোক।
জাতীয়তা এবং নাগরিকত্ব (Nationality & Citizenship) এই দুইটা বিষয় আরো সহজ ভাবে গোড়া থেকে ক্লিয়ারিফাই করে আমাদের সবার মাথায় ঢুকালে এই সব সমস্য হতো না!এই দুইটা আসলে ভিন্ন বিষয় কিন্তু আমরা এক মনে করি।
@@EnayetChowdhuryOfficial তুমি সামরিক বিষয়ের "স" ও জাননা তো এই বিষয়ে বলতে এসেছো কেন ? শান্তি বাহিনী যে তোমার বাবা ভারতের মদদে সৃষ্টি, সেটা বলোনি কেনো? ভারত তার সাত রাজ্য টিকানোর জন্য এই পার্বত্য চট্টগ্রাম বিভক্ত করতে চায়। চিকেন নেক ক্ষেত শিলিগুড়ি করিডোরের সীমাবদ্ধতা দূরকরার জন্যই তারা চট্টগ্রাম বিভক্ত চায়। শিলিগুড়ি করিডোরের পাশে বাংলাদেশের যেই অঞ্চল ভারত চাইলেই তা দখল করতে পারবেনা। কারণ ভৌগোলিক কারণে বাংলাদেশ এখানে অ্যাডভান্টেজ পায়। সেই ক্ষেত্রে এই সমস্যা বাইপাস করার একমাত্র মাধ্যম পার্বত্য চট্টগ্রামে ভারতের কর্তিত প্রতিষ্ঠা করা। ভারত ইন্দিরা গান্ধীর সময় থেকেই এই বিষয়য়ে তাদের কাজ চালিয়ে যাচ্ছে। এইসব পোস্ট দিয়ে সেই অঞ্চল উত্তেজনা সৃষ্টি করা বন্ধ করো। দালাল মুক্ত করার কাজ শুরু হয়ে গেছে। গায়ে বাতাশ লাগেনাই? খুব শিগ্গির তোমাদের মতো দালালদের উচিৎ শিক্ষা দেয়া হবে।
এরা মানুষের বাচ্চা তুই কোত্থেকে টাকা খাইছোস কি হতভাবে কথা বলসএগুলো করতে শিখছো যেগুলো করতে তুলে আনছে মানুষের তুইদেশের দুই টুকরা করার জন্য.গাজা খাইছোস না পেন্সিল না মদ খাইছস তুই.তোরে জিয়ারালে পাওয়া দরকার.আরেকবার দেশের বিরুদ্ধে কথা বললে তোর বিরুদ্ধে মামলা করব প্রকাশ্যে জনগণের সামনে পিটাবো
পাহাড়ে বাংগালী বাড়ানোর বিকল্প নেই। বিচ্ছিন্ন হওয়া থেকে এটাই একটা পথ। উপজাতীদের সমতলে নিয়ে আসতে হবে। তাদের সহয জিবন যাপনের পথ করে দিতে হবে। ধর্মীয় স্বাধীনতা প্রতিষ্ঠা করতে হবে।
Though Tridib Roy switched to Pakistan and supported it , rest of his family stayed back in Bangladesh and even vouched for Bangladesh's entry into the United Nations .
@@DipakBose-bq1vv You are wrong. Only Khulna district was Hindu Majority my around 52% but it was surrounded by Muslim districts. Khulna district didn't had a land border with India. Neighbouring districts like Bagerhat and most importantly Satkhira was Muslim majority. So,there was no chance for India to get Khulna. Jessore(Jashore) was and is still a profoundly Muslim majority district. Barisal was also in Muslim majority. And that's true that Hindu's percentage was larger in Barisal & Jessore than most of the districts in East Bengal which led to the perception that these were Hindu majority.
ভাই এনায়েত, তোমার প্রখর বিশ্লেষণ শক্তি ও ব্যাখা, সত্যিই চমৎকার, তবে সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে রাজা ত্রিদিব রায়ের নেতৃত্বে একটি বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান পন্থি শক্তির উত্থান ঘটাতে পরিকল্পনা হাতে নিয়েছিলো আমার জানা মতে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের কোনো প্রকার সহযোগিতা উপজাতি অঞ্চলে করা হয় নাই,বিনিতা রায়ের পুত্র রাজা ত্রিদিব রায় পাকিস্তান সরকারের সমর্থনে থাকে,বিরোধ শুরু হয়েছে সেখানে,জানা যায় মুক্তিযোদ্ধাদের ট্রেনিং ক্যাম্প করার জন্য উপযুক্ত যায়গা ছিল পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে মতো যায়গায়,অসহযোগিতার কারণে সেটা সম্ভব হয়নি,ফলে বিভাজনের শুরুর দিক ওখানেই, পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পনের আগে বহু অস্ত্র শস্ত্র রাজার নেতৃত্বে সারা পর্ব্যত্য অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে দেয়! পাকিস্তানের উপহারের অস্ত্র ই উপজাতিদের শক্তিশালী করতে থাকে! তবে এটা ঠিক তাদের বাঙালি বানানোর প্রক্রিয়াটি যৌক্তিক ছিল না! একটি দেশের ভেতরে একটি জেলা কি করে শায়ত্বশাষন চাইতে পারে বোধগম্য নয়?👁️ উপজাতিরা মূল ভূখণ্ডের স্বাধীনতা প্রথম থেকেই মেনে নিতে চায়নি,রাজা ত্রিদিব রায় তার দৃষ্টান্ত! তাছাড়া পাক আমলে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র সৃষ্টির কারণে রাজবাড়ী সহ শত শত বিঘা উপজাতিদের ভূখন্ড লেকের পানির তলায় বিলীন হয়ে যায়! সামরিক শাসক আয়ুব খান উপজাতিদের কোনো পুনর্বাসন করেছেন বলে জানা নেই! এই বিষয় গুলো তোমার নজরে রাখা উচিৎ!
দাদা আমি কলকাতা থেকে বলছি। আমি আপনার প্রতিটা ভিডিও দেখি, আপনার ভিডিও আমার ভালো লাগে। আমি আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়ছি তো আপনার ভিডিও মাতৃভাষায় হওয়ার কারণে আমি এই তথ্যগুলো পড়াশোনার কাজে লাগাতে পারি। দাদা খুব ভালো হয় যদি শ্রীলঙ্কার তামিলদের ইতিহাস ও তাদের ওপর হওয়া অত্যাচারের ওপর একটা ভিডিও পাই এই মাসের মধ্যে
@@tero43208ামিলনাড়ুর বিস্তীর্ণ অঞ্চলে শ্রীলঙ্কা থেকে বিতাড়িত হিন্দু ,খৃষ্টান ও মুসলিম, তামিল জনগোষ্ঠীর পুনর্বাসন সম্বন্ধে ধারনা থাকলে এই কথা বলতে পারতেন?রোহিঙ্গাদের উপর যে অত্যাচার হয়েছিল, তামিলনাড়ুর জনগোষ্ঠী তারচেয়েও বেশী অত্যাচারিত।বিনা বিচারে প্রডাকরণের শিশুপুত্রকেও ছাড়া হয়নি
ভাইয়া আমি চাকমা।আমাদের নিজের ধর্ম আছে নিজের বর্ণলিপি আছে নিজের ড্রেস আছে নিজের সংস্কৃতি আছে।আমারা বাঙালী হতে যাবো কেন।হুমম আমারা বাংলাদেশি তাই বলে কি আর আমাদের ভাঙালি হতে।আমরা একটা দেশে বিন্ন জাতির মানুষ তাকবে এটাই সাভাবিক।আপনারা যদি আমাদের মতো পাহাড়ে জীবনযাপন করতেন তাহলে বুঝতেন আমরা কিভাবে পাহাড়ে জীবনযাপন করি।আর আমার কথায় যদি ভুল থাকে ক্ষমা করে দিয়েন। ধন্যবাদ 😢
জি দাদা আমরা তো আপনাদের বাংলাদেশি দাবি কে সমর্থন করি বাঙালি দাবি নয়। কিন্তু আওয়ামীলীগ সরকার যে সংবিধান প্রণয়ন করেছিল সেটাতে বাঙালি লেখা। আশা করি পরবর্তী সরকার আপনাদের কথা শুনবে।
How those people were treated and still being, is worth of making a war. Couple of times when I visited Bandarban, I had a conversation with the the lacal guide. He said that the govt. promised them to build hospitals, schools but they yet got nothing. And if you take a depper look then you'll also see how hard life is for them just because the interference of the government. Now just think why did we got separated from Pak by 71, and then think again why are they doing this.
ধন্যবাদ ভাই সত্য কথা প্রকাশ করার জন্য। অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম কে স্বায়ত্তশাসন প্রধান করা হোক এবং সেই সাথে ভূমি কমিশন পুনর্গঠন করে বাস্তবায়ন করা হোক।
কখনোই না,এটা সাধীন বাংলাদেশ, ভারত, পাকিস্তান বা ইংরেজদের উপনিবেশ না।সকল বাংলাদেশী বিষেশ করে উপজাতিকে তো বাঙালীদের চেয়েবেশী সুযোগসুবিধা দেওয়াহয়। তাহলেও যদি তাদের চুলকায়,তাহলে বুঝতেহবে তারা এদেশএর রাজাকার।
মুজিব বাহিনীর বেশ কিছু ব্যাপার মুক্তিবাহিনীর থেকে আলাদা ছিল, মুক্তিযুদ্ধের পর শুধু মুজিব বাহিনীর ক্ষমতার পথ পরিষ্কার করতেই কম করে ৩০ হাজার মানুষ হত্যা করছে। এদের জন্যই মনে হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ বিকৃত হয়ে গেছে, আমরা এখন ইন্ডিয়ার জিতায় দেয়া দেশ হয়ে গেছি। বাংলাদেশের বাইরে কেউই বলে না ওটা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ছিল! ওটা পাকিস্তানের আত্মসমর্পণ ছিল ইন্ডিয়ার কাছে!
তিনি ঠিক ই বলছিলেন আমাদের দেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আর আমাদের পরিচয় বাংলাদেশী❤তবে স্বাধীন দেশে নির্দিষ্ট অঞ্চলের জন্য সায়ত্তশাসনের কথা চিন্তা করা ঠিক হয়নি।
Vai reference gula ektu diben, mukti bahini keno judher somoi oder ke marbe😢 ora je amader sathe badhai dewar jonno undercover indian chilo na, etar ki proman kora jabe 😢?
বিষয়টা দুঃখজনক আসলেই,উদাহরণস্বরূপ বলি যে আমাদের প্রতিবেশী দেশেও তো বাঙালি আছে,ওরা কি আর বাংলাদেশি হিসেবে পরিচিত? নিশ্চয় না,তারা পরিচিত ভারতীয় বাঙালি হিসেবে তেমনি,আমাদের দেশের যারা নৃগোষ্ঠী আছে তাদেরকে বাংলাদেশি চাকমা/মারমা/বম বলে স্বীকৃতি দিলে তো এতটাও ক্ষতি হতোনা যাইহোক, বর্তমানে সরকার recently বিষয়টা আবারও দেখা শুরু করেছে যারা বিদ্রোহী গোষ্ঠী আছেন,তাদের প্রতি একটা পরামর্শ, তা হলো অস্ত্র দিয়ে স্বাধীন দেশের মধ্যে অধিকার আদায় করা যায়না,লাভবান হবেন না,আমাদের নিজেদের দেশকে ভঙ্গুর করে ফেলছেন আপনাদের উচিত দাবী গুলো পরিচ্ছন্নভাবে তুলে ধরা,গণতন্ত্রের মাধ্যমে তা আদায় করা।
কমিশন পায় নাকি জানিনা..তবে আমাদের ডিফেন্স এখন খুব বাজে ভাবে করাপ্টেড..আমি ডিফেন্সের স্কুলে পড়সি..আমার বাবাও ডিফেন্সে..বংশের একাধিক সদস্য ও আছেএবং ছিলো ডিফেন্স এ..এটা উল্লেখ করার কারণ হলো অনেকে ভাবতে পারেন আন্দাজে বলতেসি তাই.. সাধারণ মানুষের কল্পনায় ও আসবে না যে আমাদের ৩ বাহিনি বিশেষ করে আর্মি এবং নেভি কি বাজ্র ভাবে ধ্বংস হয়ে গেসে
চাকমারা কখনোই সেনাবাহিনীকে দেখতে পারেনা। তারা ছায়না পাহাড়ে সেনাবাহিনী থাকুক।সেনাবাহিনী থাকলে তাদের জুমল্যান্ড করার স্বপ্ন বাস্তবায়ন কোন কালেই হবেনা তাই। সেনাবাহিনীর কর্মকর্তা মোটেও টাকা নেয়না বরং চাঁদাবাজি করে পাহাড়ের সন্ত্রাসী গোষ্ঠী গুলো অস্ত্র কিনে পাহাড়ে অশান্তি সৃষ্টি করে
মুক্তিযোদ্ধাদের অভ্যর্থনা জানানোর জন্য গিয়ে হত্যার শিকার হওয়া ঘটনাটার তদন্ত করা উচিৎ। যদি সেখানে কোনো ক্রাইম হয়ে থাকে তাহলে সরকারের উচিৎ হবে পাহাড়ি ঐসব পরিবারের কাছে ক্ষমা চাওয়া এবং তাদের ক্ষতিপূরণ দেওয়া।
এর আগের ভিডিওটা নিয়ে ইউটিউব ঝামেলা করসিলো। সমস্যা নাই, এইটা নিয়ে ঝামেলা করলে আবার আপলোড দিবো। বাংলাদেশ জিম্বাবুয়ের ম্যাচে শেষ বলে যে থ্রিলারটা দেখাইসে, এইটাতে সেই এনার্জি পাইসি এখন শরীরে। হে হে।
'পার্বত্য চট্টগ্রাম : শান্তিবাহিনী জিয়া হত্যা মনজুর খুন' বইটা কিনতে চাইলে এই লিংকে যেতে পারেনঃ www.rokomari.com/book/227443/parbotto-chattogram-shantibahini-zia-hotta-monjur-khun
sir, লেখক মহিউদ্দিন নিরপেক্ষ না, ওনি সাবেক জাসদ কর্মী ছিল, ওনি আওয়ামী লীগে দালালি করে Indirectly.. জাসদ গণবাহিনীর করে বাংলাদেশকে গৃহযুদ্ধে দিকে নিয়ে গিয়েছিল, তখন জিয়াউর রহমান এই গণবাহিনীর প্রধান কমান্ডার কর্ণেল তাহেরকে ফাঁসি দেয়, সেই ক্ষোভ আজও জাসদ কর্মীদের মনে আছে।
লে. কর্ণেল হামিদুর রহমান বই "তিনটি সেনা অভ্যন্তরণ আর কিছু না বলা কথা" এই বইটা পড়লে বুঝতে পারবেন....
বই বেচতাছেন নাকি😑🤐🥱
কেনো ঝামেলা করছিলো
accha youtube kono part tar jonno jhamela korsilo
@@talukderhasinraihan3324 hotta r dhorshon word tar jonno
আমরা কোনো যুদ্ধ বা দেশভাগ চাই না। আমরা চাই আমরা বাঙালিরা যেভাবে নিরাপদ আর শান্তিতে বাস করি তেমনি যেন পার্বত্য চট্টগ্রাম এর সকল মানুষ বাস করে। আমাদের সবার দেশে বাংলাদেশ, বাঙালি অবাঙালি সবাই আমরা বাংলাদেশি। 🇧🇩
আপনি অনেক কিছুই চাইতে পারেন। কিন্তু শহুরে চারদেয়ালে চাওয়া আর পাহাড়ী চাওয়া এক হবে না কখনও। তাই তাদের এলাকার ভালো-মন্দ তাদের হাতেই ছেড়ে দেয়া উচিৎ! তাদের জীবন ও জমিন নিয়া আমাদের নাক গলানোর অধিকার নাই।
Atokkhon por akta positive comment dekhlam
right
তারা বাংলাদেশি কিন্তু বাঙালি না এটাই সত্য। একটি দেশে বিভিন্ন জাতির মানুষ থাকবে এটাকে স্বাভাবিক ভাবে দেখা উচিৎ।
তাহলে ,আপনি কি চান দেশ দুই ভাগ হয়ে যাক।
দেশ ২ভাগ কেনো হবে,ওরা বাংলাদেশী বাঙালি তো না,আমরা যখন পাকিস্তানের অংশ ছিলাম তখন আমরা পাকিস্তানি ছিলাম,কিন্তু আমরা কি বাংলায় কথা বলা বাদ দিয়ে দিছি?অবশ্যই না।আমরা প্রতিবাদ করে যুদ্ধ করে দেশ স্বাধীন করলাম,এখন আমরা যদি পাহাড়ি দের বাঙালি হওয়ার জন্য জোর করি তাহলে তো তারাও আমাদের মত প্রতিবাদ করবে বা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে।আমরা এমনিতেই আমাদের দেশের অনেক জায়গা হারিয়েছি।আমরা আর হারাতে চাই না।
সবাই মিলে বসে এটার সমাধান চাই।সবাই মিলেমিশে থাকতে চাই কারো উপর যোর করতে চাইনা।ওরা আমাদের এরিয়া তে এসে থাকবে আমরা ওদের ওখানে গিয়ে থাকবো।আমাদের দেশ একটাই সবাই মিলেমিশে থাকবো।ওরা যেই গোষ্ঠীই হোক,আমরা যাই হই,সবাই বাংলাদেশী,সবাই মিলেমিশে থাকাই বুদ্ধিমানের কাজ হবে।এভাবেই দেশ এগোবে।
@@fokhrulislam6222Ji vai apni sundor kotha bolechen
যুক্তিযুক্ত কথা। বাঙালি শব্দটা জাতিসত্তার পরিচয় বহন করে আর বাংলাদেশি শব্দটি নাগরিকত্বের পরিচয় বহন করে। এই দুয়ের পার্থক্য থেকে আজ পর্যন্ত অনেকই বুঝলো না। আফসোস।
@@saifulislamsarowar3811tui akta patha tai ei kotha bolchis bekub
অত্যন্ত সঠিক কথা। বাংলাদেশে অনেক জাতি জনগোষ্ঠী আছে তারা সকলেই বাংলাদেশের নাগরিক কিন্তু সকলেই যে বাঙালি হতেই হবে তার কোনো কথা নাই।।
কি বিভৎস ইতিহাস!
অথচ আমরা কত কিছুই জানি না
অসংখ্য অসংখ্য ধন্যবাদ❤🌻
How funny
এখানে এই এনায়েত যা বলছে সবই যে সত্যি সেটা কিভাবে ১০০% শিওর হচ্ছেন? সে যে বিশেষ উদ্দেশ্যে এসব ছড়াচ্ছে না তা কিভাবে বুঝবেন?
Ami janthamna asob kisoy
ইতিহাস কে এতো সুন্দর করে তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ।বেশি কথা বলবো না, ভয় করে ।
আমরা সবাই বাংলাদেশী বাঙালি ও চাকমা সহ সকল উপজাতি মিলেমিশে থাকুক সেই দোয়া করি। আমিন।।
পার্বত্য চট্টগ্রামে আজকের যে বর্তমান রূপ তার পেছনে আমি যেটা মনে করি সেটা হচ্ছে স্বাধীনতার আগে বলেন স্বাধীনতার পরবর্তীতে বলেন কখনোই পার্বত্য চট্টগ্রামের আদি বসবাসকারীদেরকে অর্থাৎ পার্বত্য চট্টগ্রামে যে মেজরিটি বসবাস ছিল তাদেরকে কখনো সমতলের যারা বসবাস করত অথবা যারা দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন তারা কখনো মানুষ হিসেবে গণ্য করেনি তারা যদি মানুষ হিসেবে গণ্য করতো তাহলে আজকের এ পার্বত্য চট্টগ্রামের যে অরাজকতা সে অরাজকতা দেখা দিত না আমরা নিজেদেরকে সবসময় বলে এসেছি আমরা বাংলাদেশী আমরা বাঙালি না এখন আপনি এই জিনিসটা একটু চিন্তা করে দেখেন ইন্ডিয়াতে কিংবা অন্যান্য দেশে কোন একজন বাংলাদেশী যদি কোন একজন বাঙালি যদি বসবাস করতে গিয়ে তাদেরকে যদি জোর করে বলা হয় আপনি বাঙালি না আপনি জাপানি আপনি কি সেটা মেনে নিবেন সেটা কখনো মেনে নেওয়া সম্ভব না একটা দেশে বিভিন্ন জাতিগোষ্ঠীর বসবাস থাকতে পারে তাই বলে তাদেরকে কখনো সম্ভব না তাহলে তো সে জাতিসত্তার কোন অস্তিত্ব থাকবে না আর সামরিক শাসন আমাদের স্বাধীনতা পরবর্তী থেকে এখানে যে ধরনের চলে আসছে সেটা আসলে সমতলে যারা বসবাস করছেন তারা কখনো উপলব্ধি করতে পারবেন না কারণ পার্বত্য চট্টগ্রামের ইতিহাস কখনোই সমতলের মানুষরা জানতে পারে না কোন না কোন ভাবে এটাকে বিভিন্নভাবে দমন করা হয় যে এখান থেকে যেন প্রকৃত খবর গুলো প্রকৃত নিউজগুলো কেউ জানতে না পারে দুঃখের বিষয় আমরা বর্তমানে পার্বত্য চট্টগ্রাম থেকে দেশের হয়ে বিভিন্ন পর্যায়ে দেশের নাম উজ্জ্বল করছি আমাদের অনেক পাহাড়ি আদিবাসী ভাই আছেন যারা আজকে দেশের জন্য অনেক সুনাম বয়ে আনছে কিন্তু আমাদের কি এখনো দেশে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে করা হয় আমাদের অনেক আদিবাসী ভাই যারা দেশে বিভিন্ন প্রান্তে বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্কুল কলেজে পড়াশোনা করতে চাই তখন আমাদেরকে বিভিন্ন ধরনের হেয় প্রতিপন্নমূলক ঘটনার সম্মুখীন হতে হয় আজকের এই কষ্টটা আপনারা কখনো উপলব্ধি করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত সেই জিনিসটা আপনারদের সাথে না হচ্ছে আপনার সাথে না হচ্ছে আমাদেরকে সব সময় বিভিন্ন জায়গায় দেশের অন্য প্রান্তে আমাদের আদিবাসী ভাইয়েরা যখন পড়াশোনা করতে যায় চাকরি করতে যায় পার্বত্য চট্টগ্রামের বাইরে তাদেরকে চাইনিজ জাপানিজ হিসেবে টিচ করা হয় আর সামরিক শাসনের ব্যাপারে যদি আসি রাঙ্গামাটিতে দেখা যায় দুজন বন্ধু একজন বাঙালি একজন চাকমা অথবা যেকোন সম্প্রদায়ের হোক না কেন তারা যদি কোন একটা চেকপোস্টের ভিতর দিয়ে যায় বাঙালিকে চেক না করে সব সময় কিন্তু ওই আদিবাসী পার্বত্য চট্টগ্রামের বসবাসরত ওই ব্যক্তিকে কিন্তু সব সময় প্রশাসনের লোকজন অপরাধী হিসেবে অপরাধী অপরাধী হিসেবে তাকে বিভিন্ন জেলার সম্মুখীন হতে হয় আমরা একটা সুন্দর সুস্থ পৃথিবী চাই যেখানে কোন ধরনের ভেদাভেদ থাকবে না কোন ধরনের বঞ্চনার থাকবে না সবাই যার যার অবস্থান থেকে যার যার ধর্ম যার যার সংস্কৃতি চর্চা করতে পারবে আমরা পার্বত্য চট্টগ্রামের যারা বসবাস করছি আমরা বাঙালি বিদেশি নই আমরা নিজেরা গর্ব করে বলি আমরা বাংলাদেশী কিন্তু আমরা বাঙালি নয় আমাদের অনেকে আছেন যারা মহান মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধে করে শহীদ হয়েছেন কিন্তু তাদের নাম মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধার খাতায় অন্তর্ভুক্ত করা হয়নি অনেক এ ধরনের আরো অনেক উদাহরণ আছে যেগুলো বলে শেষ করা যাবে না ধন্যবাদ।
মূলত পাহাড় থেকে বিভিন্ন নেশা দ্রব্য বিভিন্ন জেলায় দেওয়া হয়
আর হিংস্রতা দেখায়
সত্য কথা বলতে আমি পাহাড়ি দের মুখোমুখি হয় নি কিন্তু তাদের দেখলে তাকালে একটা ভয় কাজ করে
কেন তাও জানি না
তাহলে পাহাড়িদের কোন ইতিহাস আছে
আগের আরকি
মারামারি খুনাখুনি
এইরকম আবার জঙ্গলে নিয়ে গিয়ে মানুষ ঘুম করা হত এইসব বিষয় শুনেছি।
তবে বর্তমান প্রজন্মের গুলো হয়ত ভিন্ন আলাদা
ভালো ভাবে থাকলে দেশের সুনাম সবার শান্তি
পার্বত্য অঞ্চলে চাকমাদের কি আধিপত্য, এবং ওরা চাই সেনাবাহিনী সরে যাক, তাইলেতো সন্ত্রাসীরা পুরো পার্বত্য চট্টগ্রাম নিয়ে ফেলবে, অথচ তারা শুধু পাহাড়ে পাহাড়ে সন্ত্রাসবাদি করে
raifulislamayub.blogspot.com/2024/09/blog-post.html?m=1
বাংলাদেশের আদিবাসী কারা? >> raifulislamayub.blogspot.com/2024/09/blog-post.html
পাহাড়ি ভাই-বোনদের জোর করে বাঙালি বানানো যেমন ঠিক হবেনা, তারা এ দেশের নাগরিক।
তেমনি স্বাধীনতার স্বপ্ন দেখাও পাহাড়ি ভাইদের ঠিক হবে না। অখন্ড বাংলাদেশ চাই ।
(প্রয়োজনে রক্ত দেব) আমরা সকলেই বাংলাদেশি।
ভিন্ন ভিন্ন আলাদা জাতি হতে পারি।কিন্তু আমরা বাংলাদেশী সিটিজেন ।❤❤❤🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🙏🙏🙏
ঠিক বলেছেন আপনার সাথে একমত
@@tipuchakma7042 সারা বাংলাদেশের সকল বাঙালী আর পাহাড়ি আপনাদের দুইজনের মত হলে একদিনে সব ঝামেলা মিটে যেত
তোমাদের অত্যাচারই তো তারা স্বাধীন হতে চাইছে😢😢😢
পাহাড়িদের আমরা অনেক ভালোবাসি। আমি অনেক বার পার্বত্য চট্টগ্রাম ও এর গহীন অঞ্চলগুলোতে গিয়েছি। আমি চাই না বাঙালি ও পাহাড়িদের মধ্যে কোন ঝামেলা থাকুক। একটা সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের দেশটাকে কত সুন্দর করতে পারে। তাই বাঙ্গালীদের উচিত পাহাড়িদেরকে কোন কিছু চাপিয়ে না-দেয়া। আমাদের স্বার্থের জন্য যেন তাদের জাতিসত্তাকে আমরা অস্বীকার না করি। তারা আমাদের অংশ আমরাও তাদের। সকলে আমরা বাংলাদেশী।❤❤❤
ধন্যবাদ প্রিয় ভাই আবার পাহাড়ে আসবেন, যারা পাহাড়িদের সাথে মেলামেশা করে নি তারাই পাহাড়িদের সম্পর্কে বাজে কথা বলে
আপনি মনে হয় কোন দিন পাহাড়ে যান নাই তাই আপনার ধারণা কম। সমতলের কাউকে তাদের এলাকায় তারা পছন্দ করে না।
@@TamannaFaisal-d9z আমি বলেছি কোথায় তারা সমতলের মানুষদের পছন্দ করে! আর আমি অলরেডি বলেছি আমি বহুবার পাহাড়ে গিয়েছি। বহুবার মানে বহুবার। আনকাউন্টেবল!! তাই ঘরে বসে কোথাও না গিয়ে খোচাখোচি করবেন না।
বাহিনীর সদস্য হিসেবে আমি রাঙ্গামাটির বিভিন্ন ক্যাম্পে থেকে যতটুকু সাধারণ পাহাড়ি জনগোষ্ঠীর সাথে চলাফেরা করেছি তাতে বলবো বাংলাদেশের সবচেয়ে সহজ সরল জীবন যাপন তাঁরাই করে। যদি সেখানে কোন অন্যায় হয়ে থাকে তবে তার জন্য ৯০% দায়ী আমরা বাঙ্গালী দাবী করা জনগোষ্ঠী!
Right
আপনি কোন বাহিনী তে আছেন..?
তুমি আর পাহাড়ীরা ৯০ % দায়ী কোনো বাঙালি না।
আপনার বাহিনীর নাম কি স্যার???
রাইট
বাঙালি বলার/হওয়ার দরকার কি? তারা বাংলাদেশী। এটাই যথেষ্ট। আমাদের উচিত তাদের সাথে নিয়ে দেশকে এগিয়ে যাওয়া। অবশ্য বলে লাভ নাই। দেশে কেউ দেশের চিন্তা করে না।
Time over ভাই
@@themasltd8480 ji
Vai amio ekmot odero shadhinota ache ar orao amader desher oitisso. 💪
@@iam.nobody আরে গাধার বাচ্চা,এই নাক বোচা উপজাতি রা হলো দেশদ্রোহী গাদ্দার, এরা এই দেশে থাকে এই দেশে খায় আর চামচামি করে ইন্ডিয়ার মায়ানমারের, অবস্য এই কথা গুলো বোঝার মতো ব্রেন তোর নাই, এখন ও সময় আছে এদের কে বিতাড়িত করার, নয়তো চট্টগ্রাম ভেঙে দু টুকরো করা মাএ সময়ের ব্যাপার
thanks dada❤❤❤❤হু ভাই আমরা বাংলাদেশে আছ এবং বাংলাদেশের নাগরিক,, তাই বলে আমরা বাঙালি না কখনো না,,একজন আদিবাসী পাহাড়ি কিভাবে বাঙালি হয়,, বাংলাদেশে জাতিস্বত্বা হিসাবে আমরা চাকমা জনগোষ্ঠী, বাংঙালি না,,,,,যদি জোড় করেন বাঙালি বলেন বাঙালি, তাহলেও কিন্তু মিলবে না,,তার কারন আমার বাংলায় কথা বলি না,আমার মাতৃভাষা চাকমা,,,আমার নিজস্ব ভাষা আছে নিজস্ব বর্ণমালা আছে,নিজস্ব ড্রেস আছে, তাহলে কেন বাঙালি হব ভাই আপনারা বলেই।আর যদি জন্ম থেকেই বাংলায় কথা বলতাম তাহলে নিজেকে বাঙালি মানিয়ে নিতাম,আরে ভাই জন্ম থেকেই মাতৃভাষায় কথা বলি কিভাবে একজন আদিবাসী বাঙাল হয়, না মেলে ভাষায়,না গায়ের বর্ণ,না মেলে কালচার,শুধু বাংলাদেশেই আছি বলি রাষ্ট্র ভাষা বাংলা তাই বাংলায় কথা বলি।এখন যদি আপনাকে জোড় করে চাকমা বলি আপনি সেটা মানবেন বলেন তে শুনি।আপনিও কখনো শিকার করবেনা যে আপনি চাকমা,তাই জোড় করে কাউকে বাঙালি বানানো যাই না,,যে এবং যারা ভাবে আমরা বাঙালি তাদের মতো মূর্খ পৃথিবীতে নাই,আমি একজন চাকমা হিসাবে নিজেকে গর্ব করি আমি চাকমা,আমার নিজস্ব ভাষা আছে বর্ণমালা আছে।আমি গর্বিত আমি একজন বাংলাদেশের নাগরিক আমি।তবে বাঙালি নয়।দিন শেষে আমরা সবাই মানুষ।🙏🙏ধন্যবাদ সবাইকে🙏🙏❤
আপনি যেমন বাঙালি, আপনাকে যদি বলা হয় আপনি চাকমা আপনি রাজি হবেন?????
কখনো না,কারণ আপনি বাঙালি। ঠিক তেমনি আমরা চাকমা।কীভাবে বলবো আমরা সবাই বাঙালি????
As a bangladeshi and also a bagali I strongly support this type of mindset. Because in a independent country everyone has freedom of identity
বাঙালি হিসেবে আপনাদের উপর এই অত্যাচারের জন্য আসলেই লজ্জিত😢
Bro Ami Bangladeshi but bangali na Amar Dadar bongsho Turkish silo
যেভাবে ৩০০ বছর আগে বাংলাদেশ কে থাকার জন্য বেছে নিয়েছিলেন সেভাবেই বলবেন!
@@CineDiary3497তারা বাংলাদেশকে বেছে নিয়েছে, বাঙালিত্বকে নয়। তাই তারা আমাদের মতোই বাংলাদেশী, বাঙালি না।
শিরায় শিরায় রক্ত,
এনায়েত ভাইয়ের ভক্ত।
আপনার জন্য সব সময় অবিরাম ভালবাসা এবং শুভকামনা। ❤️❤️💐💐❤️❤️
আজকে আপনার ভিডিও থেকে টোটালি ফ্যান হয়ে গেলাম। শাসরুদ্ধকর ছিল আমার জন্য। অনবদ্য এডিটিং 🔥🔥🔥
আমরা কেউ বাঙালী, চাকমা, মারমা, পাহাড়ি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ ;তবে আমরা সবাই বাংলাদেশী।
ভারতে যেভাবে প্রতিটি জাতি মিলে মিশে থাকে ,,আমরা চাই বাংলাদেশের সকল মানুষ মিলে মিশে থাকুক ,সে যে উপজাতি হক না কেনো সে আমার ভাই সে আমার বোন আমার দেশের মানুষ,, তাদেরকে আমাদের মত উন্নত জীবন যাপন করার সুযোগ দেওয়া হোক ।একই ভাবে আমার উপজাতি ভাই বোনদের বলতে চাই আপনারা বাঙালি হন বা না হন আপনারা বাংলা ভাষা শিক্ষা গ্রহণ করবেন যাতে আপনারা বাঙালিদের সাথে মিলে মিশে একটি উন্নত ও শান্তির জীবন কাটাতে পারবেন,মনে রাখবেন একটি দেশের জনসংখ্যাই সেই দেশের শক্তি,,আপনারা যেমন আমাদের শক্তি ঠিক সেভাবেই আমরাও আপনাদের শক্তি🤍
আরে মগার পো মগা,এই উপজাতি রা হলো দেশদ্রোহী গাদ্দার এরা এই দেশে থাকে এই দেশে খায় আর চামচামি করে ইন্ডিয়ার মায়ানমারের, এরাই চট্টগ্রাম কে ভাঙ্গার স্বপ্ন দেখে,
what about kukis and meitis in manipur atm???
Amora shobai Bangladeshi/Hindu,Buddha,Christian, Muslim(Dhormo porichoy)-Chakma,Marma,Garo,(Vasha vittik)/Tobe amora shobai Bangladeshi/jemon ,Bangali Varoteo ase -Tara Varotio( Indian)BangaliAmora Bangladeshi Bangali//Muslim holai kintu Arobio noy ,Abar Hindu holai j Indian hobe ta noy/ jemon Indian Hindu. Bangladeshi Hindu/Amader porichoy holo 2t Vasha vittik&Dhormo vittik/Atake oshikar korar kono shujog nai/Ami English e bolte park,Tai bole Ami enghlishman hoye jabona/akjon Chakma Dhaka varsity the pore Bangali,Hindu,Muslim friend thakbe tader shate kotha bolte giye bangla Vasha practice Korte hoy /Tai bole she Bangali noy/Amora aki vougolik obosthane asi/Piroshpor valobasha niye ekshonge kaj Kore desh k agiye nia jabo/atai shot to houa uchit/amora kom beshi shukhe dukhe ek shonge desh k valobashbo atai practice korte hobe/domon piron noy /Jara oviman Kore derail hoyese tader o bujhte hobe j puro Bangladeshtai amader shober/*
@@salimullah2309bhalo bolchen
@@salimullah2309পেয়েছি
আমাদের জন্য কেন আলাদা শাসন প্রয়োজন? বর্তমান পার্বত্য চট্টগ্রাম তত্কালীন অখন্ড ভারতীয় উপমহাদেশের ভিতরে সম্পুর্ন স্বাধীন ছিল। যদিও তখন আলাদা তিনটি স্বতন্ত্র এলাকা ছিল। এর একটা অংশ ছিল স্বাধীন চাকমা রাজ্য, কিছু অংশ ছিল স্বাধীন ত্রিপুরা রাজার অধীনে আর একটা অংশে ছিল কুকি এবং কতগুলো ক্ষুদ্র জনগেষ্টীর বসবাস। ব্রিটিশরা আসার পর তিনটা স্বতন্ত্র এলাকাকে একত্র করে পার্বত্য চট্টগ্রাম গঠন করে এবং এই অন্চলকে ব্রিটিশ কেন্দ্রীয় সরকারের অধীনে excluded এরিয়া বা শাসন বহির্ভুত এলাকায় মর্যাদা দেয়। এর অর্থ ছিল কেন্দ্রীয় সরকার ব্যতীত অন্য কোন প্রাদেশিক সরকার বা কোন রাজা এই অন্চলের উপর হস্তক্ষেপ করতে পারবে না। আর এখানকার বাসীন্দা যারা ছিল একমাত্র তারা এই অন্চলের স্থায়ী বাসিন্দা বলে বিবেচিত হবে এবং তারা ছাড়া অন্য কেও এই অন্চলে এসে বসবাস করতে পারবে না।এ অন্চলের আর একটা বৈশিষ্ট্য ছিল এ অন্চলের ভুমির উত্তরাধিকার প্রথাগত মালিকানায় ছিল। অর্থাৎ যে যে জায়গায় বসবাস করবে সে জায়গার মালিকানা হতে পারবে। সেখানে কোন দলিলের প্রয়োজন হবে না। ব্রিটিশরা যাওয়ার সময় পাকিস্তানের কাছে পার্বত্য চট্টগ্রাম "শাসন বহির্ভুত " এলাকাকে "বিশেষ এলাকা " হিসেবে রেখে দিয়ে যায় এবং সরকার ও তা বলবত রাখে। কিন্তু পাকিস্তান পিরিয়ডের পর বাংলাদেশ স্বাধীন হলে সে বিশেষ এলাকাটা আর থাকলো না। সুতরাং ভূমির উপর প্রথাগত মালিকানার অধিকারটা হারিয়ে গেলে স্বাভাবিক ভাবে পাহাড়ীরা সমস্যায় পড়ে যায়। কারন দলিলের প্রয়োজন না থাকায় পাহাড়ীদের দলিল ছিলনা। তাই রাষ্ট্রের সাধারন আইনে পাহাড়ীরা ভুমির মালিকানা হারিয়ে ফেলে। তাছাড়া ইতিহাসের ধারাবাহিকতায় পাহাড়ীরা সম্পূর্ণ নিজস্ব স্বকীয়তায় স্বাধীনভাবে জীবন যাপন করে আসছিল। এতে অন্য কারোর কৃষ্টি সংস্কৃতির সাথে খাপ খাওয়ানো মোটে সম্ভব নয়। যেমন বাঙালীরা পাকিস্তানীদের সাথে মিশে যেতে পারে নি। সে দৃষ্টিকোন থেকে আমাদের কি বিশেষ শাসন ব্যবস্থার প্রয়োজন ছিল না? তবে আলাদা হতে চায়নি যেমনটা বাঙালীরা প্রথমদিকে আলাদা হতে চায়নি। আর রাষ্ট্রের ভিতরে আলাদা সরকার ব্যবস্থা বলা চলে পৃথিবীর প্রায় সব দেশে চালু আছে। তাই বলে কি সে সব দেশের সার্বভৌমত্ব ক্ষুন্ন হয়ে গেছে? আর পার্বত্য এলাকায় এতগুলো দল সৃষ্টির মুল কারন হচ্ছে ভাগ কর শাসন কর নীতির প্রতিফলন। যাতে পাহাড়ীদের শক্তি টুকরো টুকরো হয়ে যায় এবং সচেতন পাহাড়ীরা কখনো তা সমর্থন করে না।ঠিক তার ধারাবাহিকতায় আজকের কে এন এফের সৃষ্টি আর তা কখনো পাহাড়ীদের সৃষ্টি নয়। দেশের এক বিশেষ শ্রেনী একের পর এক দল সৃষ্টি করে যাচ্ছে যার খেসারত শুধুমাত্র পাহাড়ীদের দিতে হচ্ছে না সমগ্র জাতিকে দিতে হচ্ছে সমগ্র রাষ্ট্রকে দিতে হচ্ছে।
বাংলাদেশে তোরা এখন নিরাপদ আছস। 😡😡😡😡 সরকার পালটে না খালি দেখ
আমরা আপনাদের পাশে সব সময় আছি। তবে সেটা বাংলাদেশের স্বার্থ বিরোধী হয়ে না। আমি পারসোনালি চাইনা, আপনারা বাঙালি পরিচয়ে পরিচিত হন। আমাদের মূল পরিচয় আমরা বাংলাদেশি। এর থেকে বড় পরিচয় আর নেই। আপনাদের অধিকার আদায়ের জন্য আমরা আন্দোলন করতে রাজি আছি। তবে Chittagong Hill tracks is the integral part of Bangladesh 🇧🇩
দেশ একটা তাহলে সেখানে কেন আলাদা শাসন ব্যাবস্থা করা হবে
সবকিছু সরকারের হাতেই থাকবে
আলাদা শাসন দিলে মুসলিমরা মানবে না, রোহিঙ্গাদের প্রতি কেমন ব্যবহার করা হয়েছে, তাদেরও একটি রাজ্য ছিলো,
আপনার কথা গুলোর মধ্যে লাস্টের কয়েকটা লাইন টিক,তবে ১মগুলা কিন্তু টিক নাই।আপনার আরো জানা উচিত। আরো এমন কিছু জানেন না, যা আপনার জানার প্রয়োজন।যেমন:সায়ত্তশাসন।😊
আমি ইতিহাস পড়ার সময় এই ব্যাপারে কিছু কিছু জেনেছিলাম কিন্তুু এখন এই ফুটেজ গুলো + আরো তথ্য জানার ফলে একটি ভালো ধারণা পেলাম💗
আরেহ অনেক ধন্যবাদ
আলহামদুলিল্লাহ অসাধারণ আলোচনা উপভোগ করলাম ❤❤❤❤❤❤❤❤❤❤
কথা রাখার জন্য ধন্যবাদ স্যার।
এই রিলেটেড ভিডিওটাই চাইছিলাম।
দারুন উপস্থাপন , প্রকৃত ইতিহাস সমরিদ্ধ র্বনানা ।
ধন্যবাদ মেজর জিয়াকে। আমাদের সকল রাষ্ট্র বিরোধী অপশক্তিকে প্রতিহত করতে হবে।
জানতে খুবই ভাল্লাগে ভাই। আমাদেরকে চিন্তায় বড় করার জন্য অসংখ্য ধন্যবাদ। ❤️
Aapnakeo thanks
@@EnayetChowdhuryOfficial vai apnar video ta amar abba ke dekhaisi. Oi ongsho jekhane apne ekta ghotona bollen 5 December 1971 mukti bahini Tripura rajjo hoye ashar shomoy Chakma der upor attack korsilo. Kinto etai to shuru na! Er ageo onek ghotona chilo. Muloto Chakma rai prothom hamla korsilo ar onek Banggali chele jara mukti bahini training er jonno India jacchilo tader dhore mere felsilo. 5 December oi alakay sheshob chinnito Chakma family ba goshti kei mara hoise jegula Bangladesh er shadhinota birodhi chilo. Apni ki ei itihash ta kono khobor pan nai?
@@EnayetChowdhuryOfficial amar salam neben ami apnar ekjon regular viewer apnar explanation ami ar amar abba dekhi shobshomoy. Amar abba 1971 shone Sandwip-Chittagong ground intelligence chilo joddher porikolpona kajer.
গ্লোবাল সিটিজেন আমরা।সবাই ভাল সুযোগ সুবিধার জন্য।এটাই প্রকৃতির নিয়ম।একটা দেশে বিভিন্ন জাতি বাস করবে সেখানে সবাইকে কেন বাঙালি পরিচয় দিতে হবে না।তারা বাংলাদেশি এটাই তাদের নাগরিক পরিচয়।
Mr Chowdhury
You could mention that Major Raja Tridib Roy was the the Chakma King. He sided with the Pakistan Army during the liberation war.
As collaborator he escaped to Pakistan leaving behind his family.
His son Barrister Debashish Roy is currently the Chakma king.
They also supported Genocide and raped around Chittagong area. That's why Mukti bahani Attack them.
@@catdairy367jara eishob korse tader against e action newa uchit kintu sadharon manush ke hotta kora thik hoi nai
আপনাকে অসংখ দণবাদ সতকথা বলার জণ
পাহারে বাংঙালী থাকার কারনে পাহারিরা শিখিত হয়েছে
সত্যিকারের ঘটনা তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ এই নির্মম সত্যি আমিও জানতাম না আসলে।
I thought fresh one 🤔 eagerly waiting for another brand new part.
Finger crossed 🤞
এত্ত সুন্দর গুছনো ভিডিও আগে পাইলাম নাহ।
জাস্ট সেরাহহহ ছিল 🖤। অনেক নতুন জিনিস জানলাম
One of the most Informative topic of yours's❤️
আমি সেই ছোট বেলা থেকেই দেখে আসছি পাহাড়ের নিপীড়ন।সমতলে তো এখন মাত্র শুরু হল। সেই দিক দিয়ে আমাদের ধ্যর্য ক্ষমতা অনেক তাই ঠিকে আছি।
ভাবছি পার্ট 3 দিছেন,আর এখন দেখি আগেরটাই 😒
Amio tai vabchilm
ইউটিউব ঝামেলা করসিলো
Us
@@EnayetChowdhuryOfficial কি ঝামেলা স্যার?
@@darinawiliam2856 kisu word yt te use kora jabe but he did in his video that's why
তারা বাঙালি না,নিজেদের বাঙালী বলবে কেনো? আপনি নিজেকে চাকমা বলবেন?
সঠিক বলেছেন
বাংলাদেশে বসবাসকারী সকল ব্যক্তি কিন্তু বাঙালি,যেমন ধরেন ইতিহাস মঙ্গল গ্রহে বসবাসকারী কোন ব্যক্তির সাপেক্ষে আপনি যেরকম পৃথিবীর বাসিন্দা ঠিক অনুরূপভাবে অন্যান্য বিশ্বের সাপেক্ষে আপনি অর্থাৎ আপনি এ জিনিসটা ঠিক কোন জায়গা থেকে দেখছেন এটার উপর নির্ভর করে যদি আপনি যদি সারা বাংলাদেশের কথা নির্ভর করেন তাহলে আপনারা সবাই বাঙালি হিসেবে এটা নির্ভর করবেন বাংলাদেশের বাসিন্দা অর্থাৎ বাঙালি আবার অনুরূপভাবে আপনি বাংলাদেশ থেকেও আপনি নিজস্ব একটি জাতিসত্ত্ব হয়েছিল চাকমা
তারা বাংগালী না হলে এই দেশে থাকবে কেন?
এটা বাংলাদেশ বহুত কসটে পাওয়া, অবাঙালী জোংগীদের না।
@@Syedsalek tahole apni ki chan
Cht hill tract shadhin hok ?
আপনার ভিডিও গুলো তথ্যবহুল, তবে প্রুফ দিয়ে ভিডিও গুলো করলে ভালো হতো। যেমন ততকালীন পত্রিকা গুলো ব্যাবহার করতে পারেন তাছাড়া বিভিন্ন ডকুমেন্টারি, বই এর তথ্য ব্যবহার করতে পারেন
আপনার ভিডিও গুলা অনেক ভালো লাগে স্যার💓
হু
@Md manik Khan Thank you so much for the appreciation 😍😄😄
Fun fact: Trideb Roy's mother Benita Roy is still alive and is aged 115 years.
yes i know
ETA fun fact? Can't it be just a fact?
@@KafilIELTS-qd9my what do you thing about video
@@mdemonofficial794 I am against all kinds of nationalism. My identity is fixed and that is I am Muslim full stop and I am commanded to live my life by the Quran and sunnah. This is my constitution.
No, she is dead..in 1993
ভাই আপনার টি-শার্টে যে লিখা, "শিরায় শিরায় রক্ত,
আমি আর্জেন্টিনার ভক্ত।"
সেটা আমার বেশি ভাল লাগছে।
ভক্তের জন্য এই ভক্তের ভালবাসা অবিরাম।
আপনার ভিডিও গুলো খুব ভালো লাগে।
শুভ কামনা ও ভালোবাসা রইলো।
পার্বত্য চট্টগ্রাম সেনানিবাস একান্ত প্রয়োজন জাতির স্বার্থে এই দেশ সবার সবারই এদেশের জমির অধিকার আছে বাঙালি বাড়ি সবাই বসবাস করতে পারবে
তারা বাংলাদেশি এটাই তাদের বড় পরিচয়। হোক না কেউ মারমা, চাকমা, বাঙালি, গারো, সাঁওতাল কিংবা মনিপুরী। সবাইকে তো বাঙালি হতে হবে না, একটি দেশে ভিন্ন জাতিসত্তার মানুষ থাকবে এটাই স্বাভাবিক, ভিন্নতার মধ্যেই আছে সৌন্দর্য। চাকমা, মারমা, মনিপুরী সবারই নিজস্ব ভাষা, অক্ষর, সংস্কৃতি, পোশাক আছে, আর তারা তাদের সংস্কৃতির চর্চা করবে, ঐতিহ্য ধরে রাখবে এটাই স্বাভাবিক, কেনো জোর করে তাদের বাঙালি পরিচয় দেওয়া হবে, এটা অন্যায়।
আমাদের বাংলাদেশি আদিবাসী ভাই বোনরা দেশের বিভিন্ন ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, দেশের মুখ উজ্জ্বল করছে।
একজন বাঙালি মুসলিম হিসেবে আমি চাই আমাদের সকল আদিবাসীদের অধিকার রক্ষায় সরকার সচেতন হোক, তাদেরকে তাদের মাতৃভাষায় পড়ালেখা করার সুযোগ দিক, তাদের ভাষা ও সংস্কৃতি জাতীয় ভাবে গৃহীত হোক।
R.N. tagore views on nationalism is quite interesting, he even wrote a book on this topic. Lot to learn from personalities who was born on ur land.
জাতীয়তা এবং নাগরিকত্ব (Nationality & Citizenship) এই দুইটা বিষয় আরো সহজ ভাবে গোড়া থেকে ক্লিয়ারিফাই করে আমাদের সবার মাথায় ঢুকালে এই সব সমস্য হতো না!এই দুইটা আসলে ভিন্ন বিষয় কিন্তু আমরা এক মনে করি।
কসবার কৃতি সন্তান। ভাই ভালোবাসা অবিরাম ❤️
@চৈতন্য কথন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সাধারণত প্রতি বুধবার বিকাল ৫ টায় ভিডিও আপলোড করে থাকি। দেখার আমন্ত্রণ রইলো।
@@EnayetChowdhuryOfficial তুমি সামরিক বিষয়ের "স" ও জাননা তো এই বিষয়ে বলতে এসেছো কেন ?
শান্তি বাহিনী যে তোমার বাবা ভারতের মদদে সৃষ্টি, সেটা বলোনি কেনো?
ভারত তার সাত রাজ্য টিকানোর জন্য এই পার্বত্য চট্টগ্রাম বিভক্ত করতে চায়। চিকেন নেক ক্ষেত শিলিগুড়ি করিডোরের সীমাবদ্ধতা দূরকরার জন্যই তারা চট্টগ্রাম বিভক্ত চায়।
শিলিগুড়ি করিডোরের পাশে বাংলাদেশের যেই অঞ্চল ভারত চাইলেই তা দখল করতে পারবেনা। কারণ ভৌগোলিক কারণে বাংলাদেশ এখানে অ্যাডভান্টেজ পায়। সেই ক্ষেত্রে এই সমস্যা বাইপাস করার একমাত্র মাধ্যম পার্বত্য চট্টগ্রামে ভারতের কর্তিত প্রতিষ্ঠা করা।
ভারত ইন্দিরা গান্ধীর সময় থেকেই এই বিষয়য়ে তাদের কাজ চালিয়ে যাচ্ছে।
এইসব পোস্ট দিয়ে সেই অঞ্চল উত্তেজনা সৃষ্টি করা বন্ধ করো।
দালাল মুক্ত করার কাজ শুরু হয়ে গেছে। গায়ে বাতাশ লাগেনাই?
খুব শিগ্গির তোমাদের মতো দালালদের উচিৎ শিক্ষা দেয়া হবে।
এরা মানুষের বাচ্চা তুই কোত্থেকে টাকা খাইছোস কি হতভাবে কথা বলসএগুলো করতে শিখছো যেগুলো করতে তুলে আনছে মানুষের তুইদেশের দুই টুকরা করার জন্য.গাজা খাইছোস না পেন্সিল না মদ খাইছস তুই.তোরে জিয়ারালে পাওয়া দরকার.আরেকবার দেশের বিরুদ্ধে কথা বললে তোর বিরুদ্ধে মামলা করব প্রকাশ্যে জনগণের সামনে পিটাবো
Got you but can you tell me from where you got that t-shirt?
Informative... love ❤️ from India 🇮🇳
Thank you so much.
Khubi Shahoshi Video.
Apnake Salute
Great video. Can you make a series on Bangladesh constitution discussing the articles broadly?
পাহাড়ে বাংগালী বাড়ানোর বিকল্প নেই। বিচ্ছিন্ন হওয়া থেকে এটাই একটা পথ। উপজাতীদের সমতলে নিয়ে আসতে হবে। তাদের সহয জিবন যাপনের পথ করে দিতে হবে। ধর্মীয় স্বাধীনতা প্রতিষ্ঠা করতে হবে।
শিরায় শিরায় রক্ত আমরা এনায়েত ভাইয়ের ভক্ত।
দেশের সার্বভৌমত্ব ও অখন্ডতার প্রশ্নে কোনো আপোষ নেই 🔥💪🇧🇩
দুর্দান্ত কাজ! এখন রিপোর্ট না খেলেই হয় আরকি! বইটা কিনে পড়ব ভাবছি।
সেরা সেরা
আপনার ব্যকরাউন্ড এ ডিসপ্লে লেখা টা সেই 😀😀😀
এসব তথ্য সম্পর্কে তো আগে কোন ধারনাই ছিল না, থ্যাঙ্ক ইউ ......... আজ অনেক কিছু জানলাম
aareh glad to know that
vitruvian man সম্পর্কে বিস্তারিত ভিডিও তৈরি করেন।
ব্যাপক কনফিডেন্সিয়াল বিষয়ে কথা বলে ফেলসেন স্যার,,সাহস দরকার আসলে
ধন্যবাদ ভাই।
অনেক তথ্য জানার আছে,,,, আমারা সবাই পাহাড়িদের খারাপ বলি। তাদের ইতিহাস না জেনে তর্ক করি। আরো ভিডিও চাই
Though Tridib Roy switched to Pakistan and supported it , rest of his family stayed back in Bangladesh and even vouched for Bangladesh's entry into the United Nations .
👍তাদের অনেক দিনের পরিকল্পনা এখন বাস্তবায়ন করতেছে 👍(তাদের বিরুদ্ধেই একশন নেওয়ার দরকার) 👍
Thanks for making every video with such great details ❤❤❤
My pleasure 😊
ভাই খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে।
কিন্তু দলিলটা উপস্থাপন করবেন!
good
Requesting Video
মুর্শিদাবাদ ও মালদা মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও কেন ভারতের অন্তর্ভুক্ত হয়েছিলো??
এই দুই জেলা এখনো মুসলিম সংখ্যাগরিষ্ঠ।
Because you got Khulna, Jessore and Barisal which were Hindu majority areas.
@@DipakBose-bq1vv You are wrong. Only Khulna district was Hindu Majority my around 52% but it was surrounded by Muslim districts. Khulna district didn't had a land border with India. Neighbouring districts like Bagerhat and most importantly Satkhira was Muslim majority. So,there was no chance for India to get Khulna.
Jessore(Jashore) was and is still a profoundly Muslim majority district.
Barisal was also in Muslim majority.
And that's true that Hindu's percentage was larger in Barisal & Jessore than most of the districts in East Bengal which led to the perception that these were Hindu majority.
আপনি সঠিক ইতিহাস তুলে ধরেছেন
ধন্যবাদ❤️
@@EnayetChowdhuryOfficialdalal
Can you make a video on Indo-Aryan influence in Bengal?
ভাই এনায়েত, তোমার প্রখর বিশ্লেষণ শক্তি ও ব্যাখা, সত্যিই চমৎকার, তবে সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে রাজা ত্রিদিব রায়ের নেতৃত্বে একটি বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান পন্থি শক্তির উত্থান ঘটাতে পরিকল্পনা হাতে নিয়েছিলো আমার জানা মতে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের কোনো প্রকার সহযোগিতা উপজাতি অঞ্চলে করা হয় নাই,বিনিতা রায়ের পুত্র রাজা ত্রিদিব রায় পাকিস্তান সরকারের সমর্থনে থাকে,বিরোধ শুরু হয়েছে সেখানে,জানা যায় মুক্তিযোদ্ধাদের ট্রেনিং ক্যাম্প করার জন্য উপযুক্ত যায়গা ছিল পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে মতো যায়গায়,অসহযোগিতার কারণে সেটা সম্ভব হয়নি,ফলে বিভাজনের শুরুর দিক ওখানেই, পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পনের আগে বহু অস্ত্র শস্ত্র রাজার নেতৃত্বে সারা পর্ব্যত্য অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে দেয়!
পাকিস্তানের উপহারের
অস্ত্র ই উপজাতিদের শক্তিশালী করতে থাকে!
তবে এটা ঠিক তাদের বাঙালি বানানোর প্রক্রিয়াটি যৌক্তিক ছিল না!
একটি দেশের ভেতরে একটি জেলা কি করে শায়ত্বশাষন চাইতে পারে বোধগম্য নয়?👁️
উপজাতিরা মূল ভূখণ্ডের স্বাধীনতা প্রথম থেকেই মেনে নিতে চায়নি,রাজা ত্রিদিব রায় তার দৃষ্টান্ত!
তাছাড়া পাক আমলে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র সৃষ্টির কারণে রাজবাড়ী সহ শত শত বিঘা উপজাতিদের ভূখন্ড লেকের পানির তলায় বিলীন হয়ে যায়! সামরিক শাসক আয়ুব খান উপজাতিদের কোনো পুনর্বাসন করেছেন বলে জানা নেই!
এই বিষয় গুলো তোমার নজরে রাখা উচিৎ!
Vai amer to apner t-shirt er speech ta sob theke besi valo lagse🥰jai hok onek valo akta topics chilo aj kar vedio ta👍
দাদা আমি কলকাতা থেকে বলছি। আমি আপনার প্রতিটা ভিডিও দেখি, আপনার ভিডিও আমার ভালো লাগে। আমি আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়ছি তো আপনার ভিডিও মাতৃভাষায় হওয়ার কারণে আমি এই তথ্যগুলো পড়াশোনার কাজে লাগাতে পারি। দাদা খুব ভালো হয় যদি শ্রীলঙ্কার তামিলদের ইতিহাস ও তাদের ওপর হওয়া অত্যাচারের ওপর একটা ভিডিও পাই এই মাসের মধ্যে
ki bolen tamil ra sudu otacharito hoye chilo songholi people ra hoy nai?
@@tero43208ামিলনাড়ুর বিস্তীর্ণ অঞ্চলে শ্রীলঙ্কা থেকে বিতাড়িত হিন্দু ,খৃষ্টান ও মুসলিম, তামিল জনগোষ্ঠীর পুনর্বাসন সম্বন্ধে ধারনা থাকলে এই কথা বলতে পারতেন?রোহিঙ্গাদের উপর যে অত্যাচার হয়েছিল, তামিলনাড়ুর জনগোষ্ঠী তারচেয়েও বেশী অত্যাচারিত।বিনা বিচারে প্রডাকরণের শিশুপুত্রকেও ছাড়া হয়নি
Tamil rao alada hote chai varot theke
ভাইয়া আমি চাকমা।আমাদের নিজের ধর্ম আছে নিজের বর্ণলিপি আছে নিজের ড্রেস আছে নিজের সংস্কৃতি আছে।আমারা বাঙালী হতে যাবো কেন।হুমম আমারা বাংলাদেশি তাই বলে কি আর আমাদের ভাঙালি হতে।আমরা একটা দেশে বিন্ন জাতির মানুষ তাকবে এটাই সাভাবিক।আপনারা যদি আমাদের মতো পাহাড়ে জীবনযাপন করতেন তাহলে বুঝতেন আমরা কিভাবে পাহাড়ে জীবনযাপন করি।আর আমার কথায় যদি ভুল থাকে ক্ষমা করে দিয়েন।
ধন্যবাদ 😢
জি দাদা আমরা তো আপনাদের বাংলাদেশি দাবি কে সমর্থন করি বাঙালি দাবি নয়। কিন্তু আওয়ামীলীগ সরকার যে সংবিধান প্রণয়ন করেছিল সেটাতে বাঙালি লেখা। আশা করি পরবর্তী সরকার আপনাদের কথা শুনবে।
প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে একটা সিরিজ চাই। শীগ্রই করবেন আশা করি!
very nice express !!! Thanks bro 🥰😍🤩
এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক
খানকির পোলা আয় যুদ্ধে
আমি ৩য় পর্ব টা খুঁজে পাই নাই লিংক টা কি দেওয়া যাবে?
How those people were treated and still being, is worth of making a war. Couple of times when I visited Bandarban, I had a conversation with the the lacal guide. He said that the govt. promised them to build hospitals, schools but they yet got nothing. And if you take a depper look then you'll also see how hard life is for them just because the interference of the government.
Now just think why did we got separated from Pak by 71, and then think again why are they doing this.
পার্বত্য চট্টগ্রামের অজানা ইতিহাস জানায় ধন্যবাদ
ধন্যবাদ ভাই সত্য কথা প্রকাশ করার জন্য। অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম কে স্বায়ত্তশাসন প্রধান করা হোক এবং সেই সাথে ভূমি কমিশন পুনর্গঠন করে বাস্তবায়ন করা হোক।
দেশ স্বাধীন করছে বাঙালীরা & তোমার দেশদ্রোহীরা স্বায়ত্তশাসন চাও দেশকে ভাগ করতে চাও বাহ
কখনোই না,এটা সাধীন বাংলাদেশ, ভারত, পাকিস্তান বা ইংরেজদের উপনিবেশ না।সকল বাংলাদেশী বিষেশ করে উপজাতিকে তো বাঙালীদের চেয়েবেশী সুযোগসুবিধা দেওয়াহয়। তাহলেও যদি তাদের চুলকায়,তাহলে বুঝতেহবে তারা এদেশএর রাজাকার।
বাংলাদেশের সকল বাঙালি আদিবাসী। তাই পৃথিবীর একমাত্র আদিবাসী রাষ্ট্র বাংলাদেশ। মূল জনগোষ্ঠী হলো মারমা, চাকমা, ত্রিপুরা, হাজং।
পরের পর্বে সীমান্ত সড়কের ব্যাপারটা জানতে চাই ভাই!
Part 3 kothai?? Link ta diben plz… parbottho chotogram er..!! Thanks!!
স্যার, মুক্তিবাহিনী কর্তৃক উপজাতিদের উপর যে হামলাটা হয়েছিল সেটার কোনো specific reason আছে কি? শুধু শুধু তো কেউ কাউকে আক্রমণ করে না!
নারী লোভ ধর্ষণের ব্যাপার যেহেতু আসছে এটা বড় কারণ হতেই পারে।
সেটা মুক্তিবাহিনী ছিলো না ছিলো মুজিব বাহিনী যেটাকে আলাদাভাবে ভারতের অভ্যন্তরে ট্রেনিং দেওয়া হয়েছিলো।
আছেই ত
Mukti bahini na mujib bahini.
মুজিব বাহিনীর বেশ কিছু ব্যাপার মুক্তিবাহিনীর থেকে আলাদা ছিল, মুক্তিযুদ্ধের পর শুধু মুজিব বাহিনীর ক্ষমতার পথ পরিষ্কার করতেই কম করে ৩০ হাজার মানুষ হত্যা করছে। এদের জন্যই মনে হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ বিকৃত হয়ে গেছে, আমরা এখন ইন্ডিয়ার জিতায় দেয়া দেশ হয়ে গেছি। বাংলাদেশের বাইরে কেউই বলে না ওটা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ছিল! ওটা পাকিস্তানের আত্মসমর্পণ ছিল ইন্ডিয়ার কাছে!
দোয়া ও শুভকামনা ❤❤❤
The killings sent shivers down my spine. Thank u for the excellent explaination Subscribed👍
কাশ্মীর সমস্যা নিয়ে তথ্যবহুল ভিডিও আশা করছি
পার্ট ৩ কখন আপলোড করবেন?
কত টা সত্য সেটা আপনার কথায় আমরা বিশ্বাস করবো কেমনে সব তো আপনি নিজের মন গড়া কথা বলতাছেন
রাইট ভাই আমার বাড়ি খাগড়াছড়ি আমরা বাঙ্গালিরা যে কত নিপিড়ন আর নির্যাতনের মধ্যেয়ে আছি তা আমরা জানি।
Facebook a ai video paoya jabe??
ভাই আপনার চ্যানেলটা খুব ভালো। কিন্তু আল্লার ওয়াস্তে কোন ভুল তথ্য দিয়েন না।
ভাই, আপনার চ্যানেলে এই ভিডিওটা খুজে পাচ্ছিনা
শান্তিবাহিনী আর কেএনএফ এর তুলনা অমূলক।
তিনি ঠিক ই বলছিলেন আমাদের দেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আর আমাদের পরিচয় বাংলাদেশী❤তবে স্বাধীন দেশে নির্দিষ্ট অঞ্চলের জন্য সায়ত্তশাসনের কথা চিন্তা করা ঠিক হয়নি।
যারা বাংলাদেশের নাগরিক হয়ে খুশি নয়।
তারা যেখানে মন সেখানে চাই চলে যাক।
তারা তো কখনো বাংলার সাথে আসতে চায় নি। 1947 সালে তাদের খাজা নাজীম জোর করে মিথ্যা বলে এনেছিলো।তাদের জমি দিয়ে দেন তার চলে যাবে।
Bolda. Na bujhe akta bokachoda comment korlo. 😂😂😂
Hill area somet beria gele valo lagbe?
Setelar der jonw aj.parbottw elakai jamela sole
যাওয়ার তো ইচ্ছা আছে তবে আমাদের পার্বত্য এলাকাই নিয়ে যাব ❤
৩য় পর্ব কোথায় পাব?
পড়া লাগবে আমি নিজেই পার্বত্য চট্টগ্রামে সেনা বাহিনীতে ডিউটি করেছি, কাউখালী হত্যা কান্ড অর্থাৎ এমবুশটি ছিলো খুবই মর্মান্তিক।
কিরে এনায়েত ভাই দুপুরেও ভিডিও দেওয়া শুরু করলে কবে থেকে? 🤔🤔
ইউটিউব ঝামেলা করসিলো
আপনাকে ধন্যবাদ এই খবর বলার জন্য।
Vai reference gula ektu diben, mukti bahini keno judher somoi oder ke marbe😢 ora je amader sathe badhai dewar jonno undercover indian chilo na, etar ki proman kora jabe 😢?
এরা মুক্তি বাহিনী না বরং মুজিব বাহিনী ছিলো। ইন্ডিয়া এদের ট্রেইনিং দিয়েছিল বিশেষ ভাবে। এরা কখনো সম্মুখ জুদ্ধ করেনি। করেছে শুরু দেশের অপমান।
বিষয়টা দুঃখজনক আসলেই,উদাহরণস্বরূপ বলি যে আমাদের প্রতিবেশী দেশেও তো বাঙালি আছে,ওরা কি আর বাংলাদেশি হিসেবে পরিচিত? নিশ্চয় না,তারা পরিচিত ভারতীয় বাঙালি হিসেবে
তেমনি,আমাদের দেশের যারা নৃগোষ্ঠী আছে তাদেরকে বাংলাদেশি চাকমা/মারমা/বম বলে স্বীকৃতি দিলে তো এতটাও ক্ষতি হতোনা
যাইহোক, বর্তমানে সরকার recently বিষয়টা আবারও দেখা শুরু করেছে
যারা বিদ্রোহী গোষ্ঠী আছেন,তাদের প্রতি একটা পরামর্শ, তা হলো অস্ত্র দিয়ে স্বাধীন দেশের মধ্যে অধিকার আদায় করা যায়না,লাভবান হবেন না,আমাদের নিজেদের দেশকে ভঙ্গুর করে ফেলছেন
আপনাদের উচিত দাবী গুলো পরিচ্ছন্নভাবে তুলে ধরা,গণতন্ত্রের মাধ্যমে তা আদায় করা।
সংবিধান পড়েছেন। ৬ নং অনুচ্ছেদ পড়েন। যে কোন দেশের নাগরিক হিসেবে মানুষ সেই দেশের সংবিধান মানতে বাধ্য।
3:12 this part story is real but they were not freedom fighters they were Awame leagues sons
That's what I am trying to tell everyone.
They were "Mujib Bahini"..
They were trained specially in India.
এরা মুজিব বাহিনীর সদস্য ছিলো যাদের কাজই ছিলো মুক্তি বাহিনীর গায়ে কালিমা লেপন করা।এরা ভারতীয় গুপ্তচর হিসেবে তখনও কাজ করেছে এখনও করছে।
পরবর্তী পর্ব কি এখনো আসে নি?
আমার এক চাকমা ফ্রেন্ড আছে। এখানে অনেক অর্গানাজড ক্রাইম হয়। যেমন ওখানে চাদা উঠানো হয় এর একটা কমিশন সেনা বাহিনির উচ্চ পদস্থ কর্মকতা রা পায়
কমিশন পায় নাকি জানিনা..তবে আমাদের ডিফেন্স এখন খুব বাজে ভাবে করাপ্টেড..আমি ডিফেন্সের স্কুলে পড়সি..আমার বাবাও ডিফেন্সে..বংশের একাধিক সদস্য ও আছেএবং ছিলো ডিফেন্স এ..এটা উল্লেখ করার কারণ হলো অনেকে ভাবতে পারেন আন্দাজে বলতেসি তাই..
সাধারণ মানুষের কল্পনায় ও আসবে না যে আমাদের ৩ বাহিনি বিশেষ করে আর্মি এবং নেভি কি বাজ্র ভাবে ধ্বংস হয়ে গেসে
চাকমারা কখনোই সেনাবাহিনীকে দেখতে পারেনা। তারা ছায়না পাহাড়ে সেনাবাহিনী থাকুক।সেনাবাহিনী থাকলে তাদের জুমল্যান্ড করার স্বপ্ন বাস্তবায়ন কোন কালেই হবেনা তাই। সেনাবাহিনীর কর্মকর্তা মোটেও টাকা নেয়না বরং চাঁদাবাজি করে পাহাড়ের সন্ত্রাসী গোষ্ঠী গুলো অস্ত্র কিনে পাহাড়ে অশান্তি সৃষ্টি করে
চাদা কারা উঠাই সেটা জেএসএস ভালো ভাবে জানে।
জেএসএস নিজেরা চাদা উঠাইয়ে দোষ দে সেনাবাহিনী।
জেএসএস বাদে পাহাড়িদের যাবতীয় সংঘটন আছে সব আর্মিদেরই সৃষ্টি। এখন ৩টা সংঘটনের লোকজন আর্মি ক্যাম্পগুলোর পাশেই থাকে।
অজানা ইতিহাস জানলাম। অসাধরণ বর্ণ্না।
মুক্তিযোদ্ধাদের অভ্যর্থনা জানানোর জন্য গিয়ে হত্যার শিকার হওয়া ঘটনাটার তদন্ত করা উচিৎ। যদি সেখানে কোনো ক্রাইম হয়ে থাকে তাহলে সরকারের উচিৎ হবে পাহাড়ি ঐসব পরিবারের কাছে ক্ষমা চাওয়া এবং তাদের ক্ষতিপূরণ দেওয়া।
not mukti-joddha, ora chilo mukti-bahini, jeta mujib er ekta paramilitary group chilo, like how RAB is today.
@@mabir1934 ওরা যা করছে তারজন্য এখন দেশ আবার ভাগ হওয়ার আশংকা আছে
@@mabir1934 Why did they do so?
Ota mujib bahini
@@NazmusSakibOfficial apnar ki quora te account ache?
সাউন্ড কুয়ালিটি ভালো করা উচিত ভাই