মিফতাহ জামান! মোস্ট আন্ডাররেটেড সিংগার অব বাংলাদেশ 😞 এতটা আবেগ অনুভূতি আর প্যাশন দিয়ে কিভাবে কেউ গাইতে পারে! একটা কণ্ঠে কিভাবে এতটা মায়া,এতটা আবেগ আর এতটা জাদু থাকতে পারে! বিলিভ মি...আমি শুরুর দিকে মিফতাহর গান শোনতাম না...শুধু তার কণ্ঠকে সাম্লে নিতে পারতাম না বলে...তার লিরিক আর কণ্ঠের সংমিশ্রণে যে একটা নতুন উপাদান তৈরী হত চোখে জল নিয়ে আসার জন্য সেটাই যথেষ্ট...এই মানুষটার মোহ থেকে কখনো বের হতে পারব না...কখনো বের হতে চাইনা...মিফতাহ একটা আবেগ,অনুভূতি আর ভালোবাসার নাম 💘💘💘
গান শোনে মানুষ এখন,.? গান শুনলে এই গানটার ভিউ ইউটিউবের সব থেকে বেশি ভিউ হতো, মিফতা ভাই আপনার কণ্ঠটা এতোটাই জীবন্ত যে যা শুনি আপনার কণ্ঠে সেইটাই চোখের সামনে চলে আসে, ভালবাসা আপনি ভাই একটা ❤
প্রিয় মিফতাহ্ ২০১৩ সাল থেকে আপনাকে শুনছি। আব্বু একটা mp3 কিনে দিয়েছিল। কম্পিউটার দোকান থেকে গান ভরে আনতে হত। অজান্তেই আপনার চির অধরা গান চলে আসে। সে থেকে শুরু। সব গান শুনি প্রতিনিয়ত। গানের কথার সাথে নিজের মনের অনেক মিল পাই। বাংলাদেশে আপনিই প্রিয় শিল্পী। আপনার গানগুলো সম্পদ মিউজিক ইন্ডাস্ট্রির। ভাল থাকবেন সবসময়।
রোমান্টিক গলা, অনবদ্য সুরের বিস্তারে গানগুলি অন্য মাত্রা পেয়েছে।কলকাতা বাসীদের এই শিল্পীর গানের সঙ্গে পরিচিত হওয়া দরকার। আশা করবো আমাদের সেই সাধ পূরণ হবে।ভালোবাসা ও অভিনন্দন রইলো।
এখানে অনেক আলো যদিও সে আলোতে তোমায় দেখিনা এক আকাশেরই নিযুত তারা এ আলোয় তোমায় টানেনা... আজ চোখের আলোয় যদি স্বপ্ন ছোঁয়া যেতো আমি দুহাত ভরে কুড়িয়ে নিতাম মনের এ কষ্টগুলো যদি কখনো মেঘ হতো বৃষ্টির মতো ঝরিয়ে দিতাম... কতো চেয়েছি কতোভাবে ডেকেছি মিনতিভরা চোখেরই ভাষায় কিছু খুঁজিনি শুধু তোমাকেই ভেবে আমি আসক্ত তোমার নেশায়... আজ চোখের আলোয় যদি স্বপ্ন ছোঁয়া যেতো আমি দুহাত ভরে কুড়িয়ে নিতাম মনের এ কষ্টগুলো যদি কখনো মেঘ হতো বৃষ্টির মতো ঝরিয়ে দিতাম... তোমার সাথে আমারই বসবাস বন্দি শুধু গানেরই খাতা যায়না ছোঁয়া শুধু কালির আঁচড়ে তুমি ঘুমন্ত পাতায় পাতায়... আজ চোখের আলোয় যদি স্বপ্ন ছোঁয়া যেতো আমি দুহাত ভরে কুড়িয়ে নিতাম মনের এ কষ্টগুলো যদি কখনো মেঘ হতো বৃষ্টির মতো ঝরিয়ে দিতাম...
আপনি আর তুষার ভাই এর কম্বিনেশন।।। Just awesome...... সেই ২০১৩ সালে প্রথমবারের মত আপনার গান শুনি। সেদিন থেকেই আপনার ভক্ত। এখনও আপনার নতুন এলবামের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি।।।।
মিফতা জামানের গান এক অন্য অনুভূতির জগতে নিয়ে যায়। ওনার গান শুনলে বোঝা যায় উনি কতটা অনুশীলন ও রেওয়াজ নির্ভর। ওনার মতো একটা ক্ল্যাসিকাল সংগীতশিল্পী এত আন্ডাররেটেড, এটা মানতে খুবই কষ্ট হয় 💔💔। মোহময় সুরের ঝংকারে ডুবিয়ে যাবেন শ্রোতাদের, এই কামনা রইলো। মিফতাহ জামান 🤍🤍
এই মানুষটাকে গানের জগৎ থেকে সরিয়ে ফেলা উচিত। এই মানুষটার গান আমাকে রাতে ঘুমোতে দেয় না। এত আবেগ নিয়ে কেউ কি গান গায় মিফতা ভাই? কেনো আপনি আমার চোখের জল ঝরান? কেন যেন মনে হয় আমার মনের সমস্ত কথা আপনার গানের মাধ্যমে ফুটে ওঠে ❤️❤️❤️❤️
আমি তো তোমার আকাশ হয়ে থাকতে চেয়ে ছিলাম কিন্তু তুমি তা হতে দিলে না তাই এই গানের মাঝে আমাকে খুঁজে নিও হয়তো আমি থাকবো না আর এই গানের কথা গুলির সাথে আমার জীবনের কিছু কথা মিল আছে 😔🥰এই গানের কথা ও সুর অসাধারণ
আপনার সব গানের ভিতর আমার মনের সব কথা বলা আছে.... আরো কিছু কথা গানের মাধ্যমে বলবেন....হয়তো সে কথা গুলোও আমার মনের না বলা কথাই হবে...আপনার গানে ভাই একটা অন্য রকম অনুভূতি কাজ করে....মনে তৃপ্তি দেয়...
আপনার গান সব সময় আমার হৃদয় ছুঁয়ে যায়। অসম্ভব সুন্দর করে গান আপনি। ২০১৩ থেকে আমি আপনার ফ্যান, যখন হাবিব বন্ধু আমাকে আপনার গানগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তার কাছে আমি কৃতজ্ঞ আপনার এই সুন্দর গান গুলোর সাথে সাক্ষাৎ করিয়ে দেয়ার জন্যে।
অসাধারণ গায়িকি,,সাথে হারকাত,,তান,,,আধুনিকতার এক অনন্য দৃষ্টান্ত। সবচেয়ে ভালো লেগেছে যেই বিষয়, সেটা হল ক্লাসিকের সাথে আধুনিকতার সংমিশ্রণ। আর গলায় সুবীর নন্দী স্যার এর একটা আবহ রয়েছে। অনেক অনেক শুভকামনা। 🙏
আজ চোখের আলোয় যদি স্বপ্ন ছোঁয়া যেতো আমি দুহাত ভরে কুড়িয়ে নিতাম মনের এ কষ্টগুলো যদি কখনো মেঘ হতো বৃষ্টির মতো ঝরিয়ে দিতাম ... ... ...!!! An excellent combination of soulful composition, heart touching lyric and heartfelt voice....
তুই তোর মত করে ভালবাসিস অন্য কাউকে, আজ আমি আমার থেকে মুক্তি দিলাম, স্বপ্ন নিয়ে যাস। অন্য আকাশে উড়ে দেখিস, সুখটা কাকে বলে? ক্লান্ত হলে ফিরে আসিস, আমার চেনা ঘরে । কখনো যদি চোখের পাতা, ভিজে যায় জ্বলে, বুজতে পারবি পাঁজর ভাঙ্গার, কষ্ট কাকে বলে..!
Vaiya, Onek din dhore apnar Gaan Shuni. Prottek Ta gaan er Lyrics oshadharon ar specially title Gula. Ishawr Apnake Shustho rakhuk ar amader evabei gaan shuniye jaan....
তোমার দেওয়া স্মৃতি গুলো যদি ফুল হয়ে ঝড়ে পড়তো আমি সব কিছু দিয়ে খুব করে কুড়িয়ে নিতাম। শুধু এই ভেবে, তুমি একদিন ফিরবে। সবটুকু দিয়ে ভালোবাসবে আমায় আর আমি সেই স্মৃতি গুলো দেখিয়ে খুব কান্না করতাম তোায় জড়িয়ে আর বলতাম তুমিও এদের মতো একটু থেকে যেতে তোমায় খুব যতনো করে রেখে দিতাম।
সুখ নামের খাচাটা ছেড়ে দিয়ে দুঃখ নামের খাচায় বন্ধী হলাম,সবার সুখের জন্য নিজের জীবনকে জলন্ত আগুনে পুড়ে ছাই করতেছি,কেউ আমাদের দুঃখ কষ্ট বুঝেনা,তারপরেও একটু সময় নিয়ে আপনাদের গান গুলো শুনে নিজের মনের দুঃখ কষ্ট একটু চাপিয়ে রাখতে চেষ্টা করি ...।
Lyrics : এখানে অনেক আলো যদিও সে আলোতে তোমায় দেখিনা এক আকাশেরই নিযুত তারা এ আলোয় তোমায় টানেনা... আজ চোখের আলোয় যদি স্বপ্ন ছোঁয়া যেতো আমি দুহাত ভরে কুড়িয়ে নিতাম মনের এ কষ্টগুলো যদি কখনো মেঘ হতো বৃষ্টির মতো ঝরিয়ে দিতাম... কতো চেয়েছি কতোভাবে ডেকেছি মিনতিভরা চোখেরই ভাষায় কিছু খুঁজিনি শুধু তোমাকেই ভেবে আমি আসক্ত তোমার নেশায়... আজ চোখের আলোয় যদি স্বপ্ন ছোঁয়া যেতো আমি দুহাত ভরে কুড়িয়ে নিতাম মনের এ কষ্টগুলো যদি কখনো মেঘ হতো বৃষ্টির মতো ঝরিয়ে দিতাম... তোমার সাথে আমারই বসবাস বন্দি শুধু গানেরই খাতা যায়না ছোঁয়া শুধু কালির আঁচড়ে তুমি ঘুমন্ত পাতায় পাতায়... আজ চোখের আলোয় যদি স্বপ্ন ছোঁয়া যেতো আমি দুহাত ভরে কুড়িয়ে নিতাম মনের এ কষ্টগুলো যদি কখনো মেঘ হতো বৃষ্টির মতো ঝরিয়ে দিতাম... এখানে অনেক আলো যদিও সে আলোতে তোমায় দেখিনা এক আকাশেরই নিযুত তারা এ আলোয় তোমায় টানেনা... আজ চোখের আলোয় যদি স্বপ্ন ছোঁয়া যেতো আমি দুহাত ভরে কুড়িয়ে নিতাম মনের এ কষ্টগুলো যদি কখনো মেঘ হতো বৃষ্টির মতো ঝরিয়ে দিতাম... আজ চোখের আলোয় যদি স্বপ্ন ছোঁয়া যেতো আমি দুহাত ভরে কুড়িয়ে নিতাম মনের এ কষ্টগুলো যদি কখনো মেঘ হতো বৃষ্টির মতো ঝরিয়ে দিতাম...
Allah apnar konthe ki je maya diyece , ta hoyto apni konodin-o jante parben na!!! Vai , Allah apnake oneeek din bachiye rakhuk..... Apnar gaan gulo shunle,notun kore bachte wish kore......
মিফতাহ জামান!
মোস্ট আন্ডাররেটেড সিংগার অব বাংলাদেশ 😞
এতটা আবেগ অনুভূতি আর প্যাশন দিয়ে কিভাবে কেউ গাইতে পারে!
একটা কণ্ঠে কিভাবে এতটা মায়া,এতটা আবেগ আর এতটা জাদু থাকতে পারে!
বিলিভ মি...আমি শুরুর দিকে মিফতাহর গান শোনতাম না...শুধু তার কণ্ঠকে সাম্লে নিতে পারতাম না বলে...তার লিরিক আর কণ্ঠের সংমিশ্রণে যে একটা নতুন উপাদান তৈরী হত চোখে জল নিয়ে আসার জন্য সেটাই যথেষ্ট...এই মানুষটার মোহ থেকে কখনো বের হতে পারব না...কখনো বের হতে চাইনা...মিফতাহ একটা আবেগ,অনুভূতি আর ভালোবাসার নাম 💘💘💘
বাংলাদেশে আমার প্রিয় গায়ক মিফতাহ জামান স্যার 👌❤
গানের জগতের লিজেন্ড..
ওনার গান যারা পছন্দ করে তারাও জাস্ট 👌
সেই আলোতে হয়তোবা তাকে আর দেখা হবেনা,,স্বপ্নটা হয়তো চির অধরায় রয়ে যাবে,,,
তাই সব কষ্ট গুলোকে বারিধারায় ঝরাই।
গান শোনে মানুষ এখন,.?
গান শুনলে এই গানটার ভিউ ইউটিউবের সব থেকে বেশি ভিউ হতো,
মিফতা ভাই আপনার কণ্ঠটা এতোটাই জীবন্ত যে যা শুনি আপনার কণ্ঠে সেইটাই চোখের সামনে চলে আসে,
ভালবাসা আপনি ভাই একটা ❤
এত সুন্দর কন্ঠ আপনার, অথচ কোন প্রচার নেই। প্রচার হউক আর নাই হউক অন্ততকাল আপনার গানের ফেন হয়েগেলাম। প্রচার বিমুখ মানুষ ভাল থাকবেন অবিরাম।
Tofazzal Hossain
😇 ha vi thik bolsen akdom.
fan since 2011
amio vai
সবার মত আমারও একই কথা। উনি কেন এত কম জনপ্রিয়। মিফতাহ জামানের গানের যে স্কিল। সমস্যা আসলে কোথাই। এরকম শিল্পী দরকার সামনের সারিতে
আমৃত্যু এই গান শুনে যাবো... অসংখ্য বিনিদ্র রজনীর সাক্ষী এই গান...অসংখ্য মন খারাপের রাতের সাক্ষী এই গান...love for you Miftah Zaman
প্রিয় মিফতাহ্
২০১৩ সাল থেকে আপনাকে শুনছি। আব্বু একটা mp3 কিনে দিয়েছিল। কম্পিউটার দোকান থেকে গান ভরে আনতে হত। অজান্তেই আপনার চির অধরা গান চলে আসে। সে থেকে শুরু। সব গান শুনি প্রতিনিয়ত। গানের কথার সাথে নিজের মনের অনেক মিল পাই। বাংলাদেশে আপনিই প্রিয় শিল্পী। আপনার গানগুলো সম্পদ মিউজিক ইন্ডাস্ট্রির। ভাল থাকবেন সবসময়।
রোমান্টিক গলা, অনবদ্য সুরের বিস্তারে গানগুলি অন্য মাত্রা পেয়েছে।কলকাতা বাসীদের এই শিল্পীর গানের সঙ্গে পরিচিত হওয়া দরকার। আশা করবো আমাদের সেই সাধ পূরণ হবে।ভালোবাসা ও অভিনন্দন রইলো।
Goutam Kumar Ghosh, Ekdom thik bolechen Finally respect & love from Dhaka, BD. Bhalo thakben
এখানে অনেক আলো যদিও
সে আলোতে তোমায় দেখিনা
এক আকাশেরই নিযুত তারা
এ আলোয় তোমায় টানেনা...
আজ চোখের আলোয়
যদি স্বপ্ন ছোঁয়া যেতো
আমি দুহাত ভরে কুড়িয়ে নিতাম
মনের এ কষ্টগুলো
যদি কখনো মেঘ হতো
বৃষ্টির মতো ঝরিয়ে দিতাম...
কতো চেয়েছি
কতোভাবে ডেকেছি
মিনতিভরা চোখেরই ভাষায়
কিছু খুঁজিনি
শুধু তোমাকেই ভেবে
আমি আসক্ত তোমার নেশায়...
আজ চোখের আলোয়
যদি স্বপ্ন ছোঁয়া যেতো
আমি দুহাত ভরে কুড়িয়ে নিতাম
মনের এ কষ্টগুলো
যদি কখনো মেঘ হতো
বৃষ্টির মতো ঝরিয়ে দিতাম...
তোমার সাথে আমারই বসবাস
বন্দি শুধু গানেরই খাতা
যায়না ছোঁয়া শুধু কালির আঁচড়ে
তুমি ঘুমন্ত পাতায় পাতায়...
আজ চোখের আলোয়
যদি স্বপ্ন ছোঁয়া যেতো
আমি দুহাত ভরে কুড়িয়ে নিতাম
মনের এ কষ্টগুলো
যদি কখনো মেঘ হতো
বৃষ্টির মতো ঝরিয়ে দিতাম...
Osomovob prio akta gan....
❤
আপনি আর তুষার ভাই এর কম্বিনেশন।।। Just awesome...... সেই ২০১৩ সালে প্রথমবারের মত আপনার গান শুনি। সেদিন থেকেই আপনার ভক্ত। এখনও আপনার নতুন এলবামের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি।।।।
মিফতা জামানের গান এক অন্য অনুভূতির জগতে নিয়ে যায়। ওনার গান শুনলে বোঝা যায় উনি কতটা অনুশীলন ও রেওয়াজ নির্ভর। ওনার মতো একটা ক্ল্যাসিকাল সংগীতশিল্পী এত আন্ডাররেটেড, এটা মানতে খুবই কষ্ট হয় 💔💔।
মোহময় সুরের ঝংকারে ডুবিয়ে যাবেন শ্রোতাদের, এই কামনা রইলো।
মিফতাহ জামান 🤍🤍
Love u vai... Tmr kodor era korte parini.. khube lojjito vai... Tmr gan ami daily ghumnor age suni... Vai..
এই মানুষটাকে গানের জগৎ থেকে সরিয়ে ফেলা উচিত। এই মানুষটার গান আমাকে রাতে ঘুমোতে দেয় না। এত আবেগ নিয়ে কেউ কি গান গায় মিফতা ভাই?
কেনো আপনি আমার চোখের জল ঝরান?
কেন যেন মনে হয় আমার মনের সমস্ত কথা আপনার গানের মাধ্যমে ফুটে ওঠে ❤️❤️❤️❤️
ইশ!
এতো দরদ মাখানো সুরে হাহাকারের প্রতিধ্বনি; হৃদয়ে যে বেদনার তৃপ্তি তা শূন্যতা অনুভব করাচ্ছে 😥😥
গানের প্রতিটা কথা আর মোহনীয় কন্ঠের পুরোটা জুড়েই মুগ্ধতা
এই ১ম গানটি শুনলাম। শুনেই গানটির প্রেমে পরে গেলাম। মিফতাহ জামানের গানগুলো সত্যিই অসাধারণ তবুও উনার যথাযথ মূল্যায়ন নেই, কষ্ট লাগে😑
আমি তো তোমার আকাশ হয়ে থাকতে চেয়ে ছিলাম কিন্তু তুমি তা হতে দিলে না তাই এই গানের মাঝে আমাকে খুঁজে নিও হয়তো আমি থাকবো না আর এই গানের কথা গুলির সাথে আমার জীবনের কিছু কথা মিল আছে 😔🥰এই গানের কথা ও সুর অসাধারণ
প্রায়ই আমি এই গানের লিরিক,কণ্ঠ আর সুরে বিভোর হয়ে থাকি।মিফতা জামান ভালোবাসা জানবেন আমার।খুব প্রিয় একজন মানুষ আপনি।
বন্ধু রাজশাহীর হাবিব থেকে এই গানটি প্রথম শুনেছি 💫
নিজের সাথে মিলেমিশে একাকার এই গান 🥀
এতো সুন্দর সুর, লিরিক, ভয়েস
কেমনে সম্ভব। অসাধারণ মিফতাহ!!!
আপনার সব গানের ভিতর আমার মনের সব কথা বলা আছে.... আরো কিছু কথা গানের মাধ্যমে বলবেন....হয়তো সে কথা গুলোও আমার মনের না বলা কথাই হবে...আপনার গানে ভাই একটা অন্য রকম অনুভূতি কাজ করে....মনে তৃপ্তি দেয়...
Astonishing lyrics… how smart those words are… just perfect words for perfect expression ❤❤❤.
আজ চোখের আলোয়
যদি স্বপ্ন ছোঁয়া যেতো
আমি দুহাত ভরে কুড়িয়ে নিতাম
মনের এ কষ্টগুলো
যদি কখনো মেঘ হতো
বৃষ্টির মতো ঝরিয়ে দিতাম ... ... ...!!!
আপনার গান আমাকে বেঁচে থাকার উতসাহ দেয়।আমার একাকিত্বর ভাল সংগী।
Same here
same here apu
amar tumi
khub kosto hoi jokhon tomar kotha blle tomai chine na blle,why are you underrated with such a powerful voice😭😭
কি যে ভালো লাগে গানটা।।।।
কি ভাবে যে এতো সুন্দর করে মনের কথাগুলো ফুটিয়ে তুলেছে 💞💞💞💞
নিজের অব্যক্ত দুঃখগুলোর ভাষা এই গান গুলো... নয়তো নিজের কাছেই অজানা থেকে যেত।
আপনার গান সব সময় আমার হৃদয় ছুঁয়ে যায়।
অসম্ভব সুন্দর করে গান আপনি।
২০১৩ থেকে আমি আপনার ফ্যান, যখন হাবিব বন্ধু আমাকে আপনার গানগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেয়।
তার কাছে আমি কৃতজ্ঞ আপনার এই সুন্দর গান গুলোর সাথে সাক্ষাৎ করিয়ে দেয়ার জন্যে।
সুবীর নন্দীর কন্ঠের সাথে অনেকটা মিল আছে। অসাধারণ লাগে আপনার গানগুলো। ♥️♥️♥️♥️♥️♥️
অসাধারণ গায়িকি,,সাথে হারকাত,,তান,,,আধুনিকতার এক অনন্য দৃষ্টান্ত। সবচেয়ে ভালো লেগেছে যেই বিষয়, সেটা হল ক্লাসিকের সাথে আধুনিকতার সংমিশ্রণ।
আর গলায় সুবীর নন্দী স্যার এর একটা আবহ রয়েছে।
অনেক অনেক শুভকামনা। 🙏
আপনার সব গান ই খুব ভালো লাগে....আপনার কণ্ঠ ও মাশাআল্লাহ....ভালো থাকবেন ভাইয়া আর এমন দারুন দারুন গান আমাদের উপহার দিবেন
আমরা মানুষ ভালোর কদর করতে জানি না 😢😢😢
কেউ কদর করুক বা না করুক,,,কেউ ভালো বাসুক আর না বাসুক তা আমার কোনো আসে যায় না,,, আমি ভালো বেশেই জাবো ❤❤❤❤❤❤
আজ চোখের আলোয়
যদি স্বপ্ন ছোঁয়া যেতো
আমি দুহাত ভরে কুড়িয়ে নিতাম
মনের এ কষ্টগুলো
যদি কখনো মেঘ হতো
বৃষ্টির মতো ঝরিয়ে দিতাম ... ... ...!!!
An excellent combination of soulful composition, heart touching lyric and heartfelt voice....
2010 সালে ভাইয়ার গান প্রথম শুনি।
তখন থেকেই আমি ভাইয়ার ফ্যান ❤❤
পূর্ণতা💔💔
কত চেয়েছি কতভাবে ডেকেছি মিনতি ভরা চোখেরই ভাষায় কিছু খুঁজিনি শুধু তোমাকে ভেবে আমি আসক্ত তোমারই নেশায়💜
মিফতা জামান ভাই আপনাকে ধন্যবাদ জানালে ছোট করা হবে.আপনি বেঁচে থাকবেন আপনার সুরের মোহনায় শত শত বছর এই কামনা করি.
তুই তোর মত করে ভালবাসিস অন্য কাউকে, আজ আমি আমার থেকে মুক্তি দিলাম, স্বপ্ন নিয়ে যাস। অন্য আকাশে উড়ে দেখিস, সুখটা কাকে বলে? ক্লান্ত হলে ফিরে আসিস, আমার চেনা ঘরে । কখনো যদি চোখের পাতা, ভিজে যায় জ্বলে, বুজতে পারবি পাঁজর ভাঙ্গার, কষ্ট কাকে বলে..!
আমার প্রচুর ভাল্লাগে ভাইয়্যা আপনার গান গুলো প্রতিটি গানে মিনিংফুল লিরিক্স🖤
মনের🖤 এ কষ্ট গুলো যদি কখনো মেঘ☁️
হতো বৃষ্টির🌨️🌧️🌨️ মতো ঝড়িয়ে দিতাম🖤💔🖤
অনেকদিন পর শুনতেছি।
অন্য দুনিয়ায় হারিয়ে গেলাম।😌
৯/৫/২০২০
Onek underrated singer but Love from the bottom of my heart for you Always..I m listing you from 2016🙂
Sei 2014 e to prothom shuni gaan ta. Eto bochor poreo jokhoni shuni onek valo lage. Onek onek shuvo kamona apnar jonno @miftah zaman
তুমি ঘুমন্ত পাতায় পাতায়।।
ভালবাসার মানুষটাকে ভাবলেই কান্না আটকিয়ে রাখতে পারিনা।
মনের কস্ট গুলো যদি মেঘ হতো☁️
বৃষ্টির মতো ঝরিয়ে দিতাম🌨️😓🌨️
Miftah bhai apnar gaane 5 billion view hoy ni to ki hoyse.
Apni e shera r apnar gaan gula.
তোমার গান হৃদয় জুড়ে রইলো
Vai apni ligend r apnar fan gulaw apnar moto legend. ❤❤❤❤❤❤❤❤❤
😍
This song will never get old. I can guarantee that..Just a true masterpiece!
অসাধারণ একজন গায়ক। মিফতাহ স্যার আপনার গান অনেক ভালো লাগে। আমি এই গানগুলো প্রতিদিনই শুনি।
মন ভরে শুনে তৃপ্ত হওয়া যায় ❤
প্রতিটি কথাই যেন জীবন থেকে নেয়া :)
#মিফতা_জামান♥
@mifta_zaman♥ thanks for the reaction
#Tushar_Hasan ,অসাধাণ লেখনি ভাই। আরো আরো ভাল গান আমাদের দিয়ে যান অনেক বছর ধরে।
পৃথিবীর সমস্ত প্রেমিকা যদি মিফতাহ জামান এর গানের মত সুন্দর হতো! 😞
Vaiya, Onek din dhore apnar Gaan Shuni. Prottek Ta gaan er Lyrics oshadharon ar specially title Gula. Ishawr Apnake Shustho rakhuk ar amader evabei gaan shuniye jaan....
গানটি জে রেগুলার শুনতে হয় এখন, তোমকে পেলে এত সুন্দর গান আমার শোনা হতো না । আর আমি ও মেনে নিয়েছি মিলনে সুখ নেই বিরহেই সুখ।
তোমার দেওয়া স্মৃতি গুলো যদি ফুল হয়ে ঝড়ে পড়তো আমি সব কিছু দিয়ে খুব করে কুড়িয়ে নিতাম। শুধু এই ভেবে, তুমি একদিন ফিরবে। সবটুকু দিয়ে ভালোবাসবে আমায় আর আমি সেই স্মৃতি গুলো দেখিয়ে খুব কান্না করতাম তোায় জড়িয়ে আর বলতাম তুমিও এদের মতো একটু থেকে যেতে তোমায় খুব যতনো করে রেখে দিতাম।
তোমার সাথে আমারই বসবাস বন্দী শুধু গানেরই খাতায়,
যায়না ছোঁয়া শুধু কালির আঁচড়ে
তুমি ঘুমন্ত পাতায় পাতায়। 🙂
অজস্র নিদ্রাহীন রাত এই গান শুনে কাটিয়েছি।
কি যে ভালো লাগে গানটা💙💙💙
দিনে ৫/৬ বার না শুনলে মনে হয় কি যেন বাকি রয়ে গেলো😔
আপনার নতুন গানের অপেক্ষায় থাকি সবসময়❤❤❤
আমার অন্যতম পছন্দের গায়ক আপনি❤❤❤
It's a hearttouching song undoubtedly!!! ❣️
Love & Respect you very much SIR" ❤️❤️Allah blessed you 🤲💓....gratitude from 🇮🇳🌹🌸
তুষার ভাই কে দেখার খুব ইচ্ছা.... এতো আবেগ দিয়ে কেমনে লিখেন ভাই....
আমিও আগে কখনো শুনি নি।আজ শুনে মুগ্ধ ❤️❤️❤️
Ki opurbo Kotha o shur . Oshadharon gayoki .Miftah Zaman all the best
Miftah zaman ar gaan gula keno ato valo lage......😍😍😍
অসাধারণ........
Amazing song ever......kokhono purono hobar noy ❤
অনেকদিন পর
শুনতেছি। যেনো অন্য দুনিয়ায় হারিয়ে গেলাম।
মনের এই কষ্টগুলো যদি কখনও মেঘ হতো, বৃষ্টির মত ঝড়িয়ে দিতাম🥺❤️
গান শুনা হয়!
কিন্তু কখনোই গান শুনে কমেন্ট করা তো দূরে থাক চিন্তা করা হতো না বাট আজকে কিছু লেখার জন্য বাধ্য করলেন!স্যার😢
মনের কথা গুলো বলেছেন😑👌😓🤲
Miftah vaia er vocal texture ta ato amazing... ❤️uff ar unar songs gulo.....just 🔥🖤 his songs can make me cry🙃 take love Miftah vai
Onek valo lagar ekta gaan
Some songs better stay underrated ❤️
Not everyone understands good music🖤
সুখ নামের খাচাটা ছেড়ে দিয়ে দুঃখ নামের খাচায় বন্ধী হলাম,সবার সুখের জন্য নিজের জীবনকে জলন্ত আগুনে পুড়ে ছাই করতেছি,কেউ আমাদের দুঃখ কষ্ট বুঝেনা,তারপরেও একটু সময় নিয়ে আপনাদের গান গুলো শুনে নিজের মনের দুঃখ কষ্ট একটু চাপিয়ে রাখতে চেষ্টা করি ...।
গান গুলো মন ছুঁয়ে যায়,,,,এককথায় অসাধারণ, ❤️❤️❤️❤️
One of the best singer in the world.....
আপন মানুষ হারা মানুষ গুলোর বেচে থাকার অন্যতম মনে হয় আপনি ভাই।বয়স কম হতে পারে আমার।কিন্তু গানের লাইন গুলো বোঝার বয়স হয়েছে সম্ভবত।ভালোবাসা রইলো ভাই।❤
আমার খুব পছন্দের একটা গান!!!
আহা।
কথা ও সূরের কি একটা মেলবন্ধন 😍
অসাধারন❤
Just fantastic... Actually I cant express the feel.... Thank you very much vaiya for gifting these kinds of songs...
তোমায় খুঁজে পাই প্রতিটি কথায়।নাই বা পেলাম ইহলোকে।আমার প্রত্যেক প্রার্থনাতে থাকবে তুমি।অনেক ভালোবাসা তোমার জন্য। কমবে না কখনোই। ভালো থেকো।
কিছু খুঁজিনি শুধু তোমাকে ভেবে
আমি আসক্ত তোমার নেশায়... 🙏
Lyrics :
এখানে অনেক আলো যদিও
সে আলোতে তোমায় দেখিনা
এক আকাশেরই নিযুত তারা
এ আলোয় তোমায় টানেনা...
আজ চোখের আলোয়
যদি স্বপ্ন ছোঁয়া যেতো
আমি দুহাত ভরে কুড়িয়ে নিতাম
মনের এ কষ্টগুলো
যদি কখনো মেঘ হতো
বৃষ্টির মতো ঝরিয়ে দিতাম...
কতো চেয়েছি
কতোভাবে ডেকেছি
মিনতিভরা চোখেরই ভাষায়
কিছু খুঁজিনি
শুধু তোমাকেই ভেবে
আমি আসক্ত তোমার নেশায়...
আজ চোখের আলোয়
যদি স্বপ্ন ছোঁয়া যেতো
আমি দুহাত ভরে কুড়িয়ে নিতাম
মনের এ কষ্টগুলো
যদি কখনো মেঘ হতো
বৃষ্টির মতো ঝরিয়ে দিতাম...
তোমার সাথে আমারই বসবাস
বন্দি শুধু গানেরই খাতা
যায়না ছোঁয়া শুধু কালির আঁচড়ে
তুমি ঘুমন্ত পাতায় পাতায়...
আজ চোখের আলোয়
যদি স্বপ্ন ছোঁয়া যেতো
আমি দুহাত ভরে কুড়িয়ে নিতাম
মনের এ কষ্টগুলো
যদি কখনো মেঘ হতো
বৃষ্টির মতো ঝরিয়ে দিতাম...
এখানে অনেক আলো যদিও
সে আলোতে তোমায় দেখিনা
এক আকাশেরই নিযুত তারা
এ আলোয় তোমায় টানেনা...
আজ চোখের আলোয়
যদি স্বপ্ন ছোঁয়া যেতো
আমি দুহাত ভরে কুড়িয়ে নিতাম
মনের এ কষ্টগুলো
যদি কখনো মেঘ হতো
বৃষ্টির মতো ঝরিয়ে দিতাম...
আজ চোখের আলোয়
যদি স্বপ্ন ছোঁয়া যেতো
আমি দুহাত ভরে কুড়িয়ে নিতাম
মনের এ কষ্টগুলো
যদি কখনো মেঘ হতো
বৃষ্টির মতো ঝরিয়ে দিতাম...
Fan hoye gelam viya! Apnar ha Apnar😇
সত্যি স্যার আপনার সুর সবার মন ছুয়ে যায়।ভালোবাসা নিবেন সব সময় ❤️🥀❤️
Mind blowing song🥰
আবেগ আর ভালোবাসা জরিয়ে আছে❤😢
Heart touching and sweet singing.I like all your songs.Arati from Howrah West Bengal.
It's so pleasant to listening his songs. Just superb lyrics and awesome voice.........
Who are you? Awesome voice,specially lyrics selection is tremendous. I am in love with your voice and your emotions into it.
একাকীত্বের সঙ্গী!!!❤❤❤
Again Another Excellent Creation!
#Miftah vai!♥
আজ ভোরে খুব কাঁদতেছি
এই গানটা শুনে 😭😭😭
Most underrated singer in bd💔😣
I Love miftah zaman..,অসাধারণ সৃষ্টি,,,,,
ভালোবাসা একটা মহত অনুভূতি যেটা ধরা বা ছোয়া যায়না । শুধু অনুভব করা যায়।
আপনার গান গুলো শুনে বাচার অনুপ্রেরনা পাই😥😥
You're my favourite singer, Miftah brother. ❤️
Allah apnar konthe ki je maya diyece , ta hoyto apni konodin-o jante parben na!!!
Vai , Allah apnake oneeek din bachiye rakhuk.....
Apnar gaan gulo shunle,notun kore bachte wish kore......