যশোরে শিমুলিয়া গ্রামের খেজুরপাতা ও কাশফুলের খড় দিয়ে বানানো পণ্য যাচ্ছে বিদেশে। বৈদেশিক মুদ্রা অর্জন

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়াসহ আশপাশের উপজেলাগুলোর বিভিন্ন গ্রামে খেজুরপাতা ও কাশফুলের খড় দিয়ে নানান ধরনের পণ্য তৈরি হয়। উল্লেখযোগ্য পণ্যগুলোর মধ্যে রয়েছে-কুকুর ও বিড়াল ঘুমানোর বাস্কেট বা ঝুড়ি, ছাতা রাখার ঝুড়ি, ফল রাখার ঝুড়ি, গোলাকৃতির ও চারকোনা ঝুড়ি, সার্ভিং ট্রে ঝুড়ি, খেলনা রাখার ঝুড়ি, ফুলের পাত্র রাখার ঝুড়ি, বাসা ও অফিসের ওয়েস্ট বা বর্জ্য ফেলার ঝুড়ি, কাটলারি ঝুড়ি, স্যুটকেস ঝুড়ি, জুয়েলারি রাখার ঝুড়ি, ফিশ টেবিল ম্যাট, সিলিন্ডার ঝুড়ি ইত্যাদি। ইউরোপ-আমেরিকায় ছয় কোটি টাকার বাজারবর্তমানে স্থানীয় শিমুলিয়া গির্জার হস্তশিল্প বিভাগের পাশাপাশি লুচিয়া বিশ্বাসসহ সাত উদ্যোক্তা খেজুরপাতা ও কাশফুলের খড় দিয়ে পণ্য তৈরির কাজে নিয়োজিত। অন্য ছয় উদ্যোক্তা হলেন রাজীব বিশ্বাস, অসীম বিশ্বাস, সজল বিশ্বাস, আকরাম হোসেন, গোপাল বিশ্বাস ও রকি। এসব উদ্যোক্তার কাছ থেকে পণ্য কিনে নিয়ে ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠান পরে তা বিদেশে রপ্তানি করে।এদিকে শিমুলিয়ার আশপাশের বিভিন্ন উপজেলার অন্তত ২০টি গ্রামে খেজুরপাতা ও কাশফুলের খড়ের পণ্য তৈরির কাজ ছড়িয়ে পড়েছে। এসব গ্রামের অন্তত পাঁচ হাজার নারী এখন এই কাজের সঙ্গে জড়িত, যাঁরা ঘরে বসেই মাসে চার-পাঁচ হাজার টাকা রোজগার করে স্বাবলম্বী হয়ে উঠছেন।অসীম বিশ্বাস বলেন, ‘শিমুলিয়া গ্রাম থেকে মাসে অন্তত ৫০ লাখ টাকার পণ্য ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠানো হয়। সেই হিসাবে বছরে অন্তত ছয় কোটি টাকার পণ্য এখান থেকে যায়, যার পুরোটাই বিদেশে রপ্তানি হচ্ছে।’শিমুলিয়ার পণ্য সুইডেন, জার্মানি, নেদারল্যান্ডস, ইতালি, স্পেন, ব্রাজিল, পেরু, কানাডা, আমেরিকাসহ বিশ্বের অন্তত ৩০টি দেশে রপ্তানি হয় বলে জানা গেছে। যশোরের ঝিকরগাছাসহ আশপাশের বিভিন্ন উপজেলার ২০ গ্রামে এখন খেজুরপাতা আর কাশফুলের খড় দিয়ে বিভিন্ন ধরনের রপ্তানিমুখী পণ্য তৈরি হচ্ছে। আমার কোনো মূলধন ছিল না। তারপরও সাহস নিয়ে এগিয়ে গেছি। এখন আমার পণ্য তৈরির কাজ করেন কয়েকটি গ্রামের ৩০০ থেকে ৪০০ নারী।-লুচিয়া বিশ্বাস, উদ্যোক্তা, শিমুলিয়া গ্রাম, ঝিকরগাছা, যশোর।জানতে চাইলে ঢাকার বেসরকারি উন্নয়ন সংস্থা হিপ বাংলাদেশের হস্তশিল্প বিভাগের ব্যবস্থাপক রঞ্জিত কুমার সরকার বলেন, ‘বিদেশে শিমুলিয়া গ্রামের তৈরি খেজুরপাতা আর কাশফুলের খড়ের তৈরি পণ্যের বড় বাজার রয়েছে।
    আপনি যদি আমাদের channel অথবা page এ নতুন হয়ে থাকেন, তাহলে Subscribe/Like/Follow করবেন, please। আমাদেরকে যদি আপনারা এভাবে উৎসাহ দেন, তাহলে আরও ভালো ভালো content এবং information নিয়ে আপনাদের জন্য ভিডিও করবো।
    প্রতিনিয়ত এমনসব সংবাদ পেতে লাইক & শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন
    * * Subscribe My Channel * * *
    1. TH-cam Channel Link : www.youtube.co....
    2. Like and follow us on Facebook page: / jashoretvbd​. .
    3. Like and follow us on Facebook page: / jashorenews2. .
    4. যে কোনো প্রশ্ন এবং যোগাযোগের জন্য
    Email : riponpressgk@gmail.com
    mob : 01920099449

ความคิดเห็น • 2

  • @mdsujon-rv3th
    @mdsujon-rv3th ปีที่แล้ว

    আমিও শিখে কাজ করে সবাই কে নিয়ে গ্রামকে উন্নত করতে চাই, এটা আমার সরল মনের আশা, কিভাবে সহোযোগিতা পাবো জানিনা, আমার তো চেনা জানা নেই,তবে বিশ্বাস আছে মনে

  • @asadnagim1291
    @asadnagim1291 2 ปีที่แล้ว

    ম্যাডামের নাম্বার টা দেওয়া জাবে??