Gaibo na - Sumon & Anila - Lyrics

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 เม.ย. 2018
  • গাইবো না - সুমন/আনিলা
    Gaibo na - Sumon & Anila - Lyrics
    দিয়েছিলে যা, নিয়ে নিতে পারো
    লেখা কবিতা, গাওয়া গান যত
    খুঁজে দেখ না, পাবে না কেউ আমার মত
    মুছে দিও না শুধু হৃদয় ক্ষত
    গাইবো না আর কোন গান তোমায় ছাড়া
    লিখবো না আমি আর তুমি হীনা কবিতা ।।
    নিজেকে আমি বুঝিনি কখনো
    ছিলেনা যখন আসনি তখনও
    এলে সেখানে, অজানা যা ছিল মন **
    আমার মাঝে আজ আমি আলোকিত
    গাইবো না আর কোন গান তোমায় ছাড়া
    লিখবো না আমি আর তুমি হীনা কবিতা ।।
  • เพลง

ความคิดเห็น • 3.6K

  • @shamimasultana1995
    @shamimasultana1995 2 ปีที่แล้ว +980

    ২০২২ সালে এসেও এই গানটা এখনো আমার কাছে পুরোনো হয়নি।আশাকরি কোনোদিনই পুরোনো হবে না।🖤🖤

  • @ToukirUniverse
    @ToukirUniverse 3 ปีที่แล้ว +980

    আমি কমেন্ট করে যাচ্ছি! যাতে অনেক বছর পরে যখন কেউ এই কমেন্টে লাইক করবে আর আমার কাছে নোটিফিকেশন যাবে আর তখন আমি এই মাস্টারপিস গানটি আবার শোনার সুযোগ পাই!❤️❤️🇧🇩🇧🇩❤️❤️

    • @itsayman70
      @itsayman70 2 ปีที่แล้ว +6

      vai sudu like nah aksathe replyoo dia dilam ganta abar sunen 😊

    • @ToukirUniverse
      @ToukirUniverse 2 ปีที่แล้ว +3

      @@itsayman70
      এটা আমার মোবাইলে ডাউনলোড করা! প্রায় প্রতিদিনই শুনে থাকি!

    • @drtanziatompa7319
      @drtanziatompa7319 2 ปีที่แล้ว

      @@itsayman70 qq

    • @drtanziatompa7319
      @drtanziatompa7319 2 ปีที่แล้ว

      @@itsayman70 qq

    • @joydas-hn3ts
      @joydas-hn3ts 2 ปีที่แล้ว

      Qqqq1q

  • @user-wg8ym2st2k
    @user-wg8ym2st2k 2 หลายเดือนก่อน +41

    ২০২৪ কে আছো গো.......😊💝

  • @nahidhossain6901
    @nahidhossain6901 ปีที่แล้ว +164

    মানুষ যতো 'ম্যাচিউরড' হতে থাকে ততোই পুরনো গানের প্রতি আকৃষ্ট হতে থাকে....🖤🥀

  • @himubhai5409
    @himubhai5409 หลายเดือนก่อน +8

    রেডিও ফুর্তিতে সপ্তাহে ৫-৬ বার শুনতাম গানটা।
    সেই থেকে শুনছি,শুনেই যাচ্ছি।
    সুমন ভাই বেঁচে থাকেন,গাইতে থাকেন❤

  • @atoz7139
    @atoz7139 2 ปีที่แล้ว +210

    সবকিছুরই একটা যুগ থাকে। এফএম রেডিও, নোকিয়া ফোন, আনিলার গান--যারা পেয়েছে তারাই জানে এ যুগ কী ছিল🙂

  • @kanaksarkar6431
    @kanaksarkar6431 หลายเดือนก่อน +33

    শৈশব কেটে যখন কৈশোর জীবনে তখন স্মার্ট ফোন ছিলোনা ২০০৭/২০০৮ রেডিও ফূর্তিতে কতো বার যে শুনেছি তা অজানা, বর্তমান জেনারেশন হয়তো জানবে না গান টা আমাদের কতো প্রিয়, ধন্যবাদ কলাকৌশলিদের যারা এমন একটা গান উপহার দিয়েছেন, কমেন্টে কেউ লাইক দিলে আবার আসবো শুনতে

    • @anirbanfdj2751
      @anirbanfdj2751 หลายเดือนก่อน

      Radio furti is emotion 🤌🏻
      88.0 FM ahhh those days

  • @FiREXOp
    @FiREXOp ปีที่แล้ว +166

    ২০২৩ এখনো পছন্দের গানগুলোর মধ্যে একটি। এখনের গানগুলো এমন মনটাকে স্পর্শ করতে পারে না ☺️

  • @browngirl714
    @browngirl714 3 หลายเดือนก่อน +14

    এক সময়ে খুব শুনতাম গানটা। অনেকদিন পর আজ নতুন করে শুনতে এলাম‌। পুরনো বহু স্মৃতি জড়িয়ে আছে এই লাইনে- "খুঁজে দেখো না পাবে না কেউ আমার মতো"

  • @ioriyagami4385
    @ioriyagami4385 5 ปีที่แล้ว +1827

    সময়টা সম্ভবত ২০০৭-০৮, তখন গান বলতেই বুঝতাম অনিলা সুমনের গাইবোনা, তপু-অনিলার এক পায়ে নূপুর আর তাহসানের আলো আলো।
    Oh those were the days... Gold Gold

    • @ShockWave94
      @ShockWave94 5 ปีที่แล้ว +14

      ইচ্ছে? অইটাও ত জোছ

    • @badhemlock1935
      @badhemlock1935 5 ปีที่แล้ว +55

      with nokia xpressmusic mobile and headphone

    • @shantorahman6649
      @shantorahman6649 5 ปีที่แล้ว +12

      @@badhemlock1935 bro best moment amr purono srity mone koriyya dlan

    • @abraradib6353
      @abraradib6353 5 ปีที่แล้ว +5

      Actually right those were the days

    • @Mr-ut8gy
      @Mr-ut8gy 5 ปีที่แล้ว +5

      Apu Ke? Topu lol

  • @ashaakter9929
    @ashaakter9929 2 ปีที่แล้ว +119

    আমার কিশোরী বেলা...কত মধুর ছিল এসব গানগুলো। রাত জেগে এফএফএমে গানগুলো শোনার জন্য উদগ্রীব হয়ে থাকতাম। আহা, সেই দিনগুলো আর ফিরে পাবো না।

  • @chottuanna
    @chottuanna 11 หลายเดือนก่อน +6

    ভাইয়া এই গানটা কম্পিউটারে ছেড়ে দিত আর আমি টেবিলে বসে স্কুলের হোমওয়ার্ক করতাম তখন ২০১০ খুব সম্ভবত! এখন ২০২৩..সেই সোনালি অতীত আহারে! ♥️

  • @onkita8111
    @onkita8111 8 หลายเดือนก่อน +24

    অনেক ছোট ছিলাম যখন এই গান ফার্স্ট টাইম শুনছিলাম। ছোটবেলায় মা এর হাত ধরে রাস্তাদিয়ে হাঁটার সময় বিভিন্ন দোকানে এই গানটা শুনতাম। গত অনেক বছর গানটা প্রায় ভুলেই গিয়েছিলাম। হটাৎ সুরটা সেইদিন মনে পড়ায় খুঁজে দেখলাম। নস্টালজিয়া কিনা জানিনা বাট ছোটবেলার গান গুলোর মধ্যে কেমন জানি একটা শান্তি আছে।

    • @aryandibra3101
      @aryandibra3101 หลายเดือนก่อน +1

      😊😊😊😊😊

    • @aryandibra3101
      @aryandibra3101 หลายเดือนก่อน

      Hi

    • @nasrinnaher1018
      @nasrinnaher1018 6 วันที่ผ่านมา

      খুঁজে দেখো পাবেনা কেউ আমার মতো ...সেরা লাইন।

  • @storysingerasif
    @storysingerasif ปีที่แล้ว +35

    ছোটো সময় ভাবতাম যে এই গুলা কি গান শুনে মানুষ বাংলা গান এখন দেখি বাংলা গানের মধ্যে একটা আলাদা শান্তি পাওয়া যায় 😌🖤

  • @mdrezaulkarim2631
    @mdrezaulkarim2631 10 หลายเดือนก่อน +12

    ক্লাস সিক্সে থাকতে বিনোদনের একমাত্র মাধ্যম ছিলো এফ এম রেডিও। রেডিও ফুর্তিতে এই গান গুলোর জন্য অপেক্ষা করতাম। প্রতি ঘন্টায় ৩ টা সেরা প্লে লিস্ট প্লে করা হতো। তপু, বেজবাবা সুমন, ফুয়াদ ছিলো প্রতিদিনের ওয়েটিং লিস্টের সেরা সিংগার। আহা কই গেলো সোনালী দিন গুলো 😢 গান শুনলে এখনও বুকের মধ্যে কেমন করে উঠে। কত বছর চলে গেলো, এখনও পুরোনো হয়নি একদম! যতবার শুনি ততবার নস্টালজিয়া হয়ে যাই৷

  • @sadiaafrin5836
    @sadiaafrin5836 6 หลายเดือนก่อน +6

    কমেন্ট টা করে গেলাম ❤
    পরের বছর প্রিয় মানুষটার হাত ধরে গানটা শুনবো।
    ভালোবাসি অনেক তোমায়। আল্লাহ পাক তাড়াতাড়ি আমাদের সম্পর্কটার হালাল ব্যবস্থা করে দিক।।

  • @SharifAhmed-gx2dl
    @SharifAhmed-gx2dl ปีที่แล้ว +6

    আহ্ কত মধুর স্মৃতি এই গানে ২০০৫ থেকেই আনরিলিজ ট্র্যাক,,রেডিও ফুর্তিতে।মনে হলেই কান্না আর ধরে রাখতে পারি না।অতীত তুমি বড়ই মধুর।

  • @joysun3505
    @joysun3505 4 ปีที่แล้ว +184

    আজ অনেক বছর পর আবারও শোনা হচ্ছে
    পশ্চিমবংগ,ভারত

  • @omarnewazrabby995
    @omarnewazrabby995 5 ปีที่แล้ว +323

    ২০০৮ সালের জনপ্রিয় একটা গান, ২০০৮ সালের স্মৃতিগুলো মনে পড়ে যায় এই গান শুনলে.....

    • @rovlog5172
      @rovlog5172 ปีที่แล้ว +1

      Shobair posondo ekta gan

  • @aktaruzzamananik4765
    @aktaruzzamananik4765 ปีที่แล้ว +52

    2023 সালে এসেও এই গানটা এখনো আমার কাছে পুরোনো হয়নি।আশাকরি কোনোদিনই পুরোনো হবে না।🖤🖤

  • @zayanwayasaazan2418
    @zayanwayasaazan2418 27 วันที่ผ่านมา +1

    আমার ইংলিশ স্যার (১৮বয়স থাকে প্যারালাইসিস) উনি এই আলবামটা (CD কেসেট) টা আমি কিনে আনছিলাম । আমি ❤স্যারকে only এই গানটা শুনতে দেখতাম
    ❤স্যার মারা গেসে আজ ৩টা বছর😢 আরিফিন সুলতান(পাখি স্যার)♥️ আল্লাহ আপনাকে শান্তি দান করুক স্যার ❤

  • @shamsimran7102
    @shamsimran7102 4 ปีที่แล้ว +77

    ওহ!! আমার ভার্সিটি লাইফের গান 😍😍 বহু বছর পর শুনে ইমোশনাল হয়ে গেলাম 😔😔।
    ইশ! সেই সময় যদি আবার ফিরে আসতো?

    • @azamhossain810
      @azamhossain810 2 ปีที่แล้ว +1

      আমারও সেম, এটাই ত শুরু

  • @user-cd3kd7oe4k
    @user-cd3kd7oe4k 2 หลายเดือนก่อน +3

    2024 সালে এসে এই গানটা অনেকদিন পর আবার শুনছি নতুন করে এই গানটার আবার প্রেমে পড়ে গেলাম। গানটা কোনোদিনই পুরোনো হবেনা। 🖤❤️‍🔥

  • @khairunnaherliza7986
    @khairunnaherliza7986 3 ปีที่แล้ว +1450

    2021 সালে কারা কারা শুনলেন এই গান।❤️❤️

  • @kaiserhamid2239
    @kaiserhamid2239 4 ปีที่แล้ว +195

    আমার সেই স্কুল লাইফের গান😢😢
    সত্যি বলতে গান এইগুলো শুনে আর মজা পাই না যেটা পাই সেটা হচ্ছে সেই দিনগুলো হারানোর কষ্ট😭😭

    • @dipakundu4621
      @dipakundu4621 2 ปีที่แล้ว +1

      Right kaiser hamid👍👍👍👍

    • @mdyounus6689
      @mdyounus6689 2 ปีที่แล้ว

      right

    • @mrmoti6382
      @mrmoti6382 2 ปีที่แล้ว +1

      ক্লাস ৯ যখন পড়ি তখন গান প্রথম শুনি প্রথম ভালো লাগা, আজও সেভাবে ভালো লাগে

  • @sraboniislam2656
    @sraboniislam2656 2 วันที่ผ่านมา

    অনেক আগে রেডিও এফএম এ শুনতাম ❤এখন ২০২৪ সালে এসেও প্রিয় গানের তালিকায় রাখা😇❤ হয়তো ২০১২/১৩ সালের কথা😊ত
    যখন রেডিওতে শুনতাম ❤

  • @shanurislamkhan1823
    @shanurislamkhan1823 14 วันที่ผ่านมา

    Bassbaba মানেই অসম্ভব ইমোশনাল অসম্ভব ইউনিক... Terrifically favourite 2008❤

  • @shakilsulaiman9677
    @shakilsulaiman9677 3 ปีที่แล้ว +5

    কেও একজন ২০০৭ এর দিকে গানটা যে কতবার শুনিয়েছিল, তার কোন ইয়ত্তা নেই। গানটা তার খুব প্রিয় ছিলো ..আজও প্রিয় আছে কিনা জানিনা! সময়ের স্রোতে মানুষটা আজ পাশে নেই কিন্তু প্রিয় গান টা আজও আছে এবং এখনো শুনি- শুনতে ভাল লাগে এবং সেই অনুভূতি দেয়!!

  • @alifshafi9650
    @alifshafi9650 4 ปีที่แล้ว +13

    সেই ছোটবেলা ভাইয়াদের সাথে শুনতাম এই গান।। তখন কিছু বুঝতাম না গানের কথা গুলো।।কিন্তু এখন অনেক দিন পর গান টি শুনে গানের অর্থ গুলো জাস্ট অনেক সুন্দর লেগেছে।।অনেক সুন্দর একটা গান।।😍😍😍😍

  • @UpliftBangladesh
    @UpliftBangladesh 10 หลายเดือนก่อน +2

    রাত জেগে এফএফএমে গানগুলো শোনা আহা, সেই দিনগুলো আর ফিরে পাবো না ❤

  • @MDHabib-cc7wt
    @MDHabib-cc7wt ปีที่แล้ว +9

    2023 সালে এসে শুনছি 😢,,,,, নিজেকে আগের সময়টাতে যদি নিয়ে যেতে পারতাম 😢

  • @mfs3092
    @mfs3092 4 ปีที่แล้ว +328

    ২০০৭-০৮
    এফ এম রেডিও স্বর্ণযুগ

    • @sadnanhasansaad1968
      @sadnanhasansaad1968 3 ปีที่แล้ว +1

      হুম😢😭😭😭......

    • @asifurrahmantowkir6630
      @asifurrahmantowkir6630 3 ปีที่แล้ว +12

      & বাংলা ভালো গানের শেষ সময়। এরপর ই বাংলা মিউজিক ইন্ড্রাস্ট্রি ধ্বংস হয়ে গেলো।

    • @lingkonlingkon8127
      @lingkonlingkon8127 3 ปีที่แล้ว

      Ame aca ruma bolce

    • @gymtv1547
      @gymtv1547 3 ปีที่แล้ว

      U say right..

    • @kanikkhan5140
      @kanikkhan5140 2 ปีที่แล้ว

      Right

  • @user-kp4kl7yk7e
    @user-kp4kl7yk7e 4 ปีที่แล้ว +162

    নিজেকে আমি বুঝিনি কখনও..
    ছিলেনা যখন, আসনি তখনও..
    এলে শেখালে, অজানা যা ছিলো..
    আমার মাঝে আজ আমি আলোকিত..

  • @jannatulekra8701
    @jannatulekra8701 3 หลายเดือนก่อน +3

    গল্প তো সবারই থাকে, কারোটা হয় উপন্যাস, কারোটা দীর্ঘশ্বাস.. 🥀😊

  • @mdikbalqawser9105
    @mdikbalqawser9105 ปีที่แล้ว +5

    ছোট থাকতে কত শুনেছি, আজ ভাবলাম কিছু পুরোনো গান শুনে নিই।২০২২ সালের শেষে এসেও কে কে শুনছেন?আমি বান্দরবান থেকে শুনছি।

  • @lietome4471
    @lietome4471 3 ปีที่แล้ว +6

    আমি গানটা ওয়েলকাম টিউন হিসেবে সেভ করতে চাচ্ছিলাম। কিন্তু এখন আর অ্যাভেলেবেল নেই। এক সময় কত হাজার বার যে গানটা শুনেছি সেদিনের কথা এখনো মনে পড়ে

  • @KeepPeace315
    @KeepPeace315 4 ปีที่แล้ว +9

    অনেক মিস করি সেই ইন্টার ফার্স্টইয়ার কলেজের দিনগুলো, ২০০৫/২০০৬ সালে হাবিব, বালামের গানগুলোই এফ এম রেডিওর দখলে ছিল, সেই আমার টিউশনির টাকায় অনেক কষ্টে কিনা নোকিয়া ফোনটাকেও অনেক মিস করি, এখন আমার আইফোনও তার কাছে তুচ্ছ । তখন নতুন নতুন প্রেমে পরছি, কত শত স্বপ্ন, স্কুলের বন্ধু, ইন্টারের বন্ধু - তোদের সবাইকে অনেক অনেক মিস করি রে। আজকে ১৭ই এপ্রিল, ২০২০। কতবছর কেটে গেল কিন্তু এখন এই গানটি শুনলে সে দিনগুলোতে ফিরে যায়। হয়তো সুন্দর স্মৃতিগুলো আছে বলেই জীবনটা এতো সুন্দর। দুঃখ সেদিনগুলো আর কোনদিন ফিরে আসবে না। স্মৃতিগুলো অমলিন থাক চিরদিন।

  • @shoeaburrahman2379
    @shoeaburrahman2379 ปีที่แล้ว +1

    তখন ফেসবুক ছিলনা আমার একটা এফ এম রেডিও ছিল। স্কুল শেষ করে বিকেল বেলায় এফএম রেডিওতে এই গান গুলো শুনতাম। এখন আর শোনা হয় না তবে হঠাৎ করে শুনলে পুরনো স্মৃতি মনে পড়ে।

  • @method4teachingenglish721
    @method4teachingenglish721 ปีที่แล้ว +2

    2007-2011
    তপু (একটা গোপন কথা/ইচ্ছে ঘুড়ি/নুপুর/)এগুলোর সাথে অনেক আবেগ ও স্মৃতি জড়িয়ে আছে।
    গাইবোনা আর কোন গান এটা শুধু একটা গান নয় এটা একটা ভালোবাসা,যা অতীতের সুন্দর মুহুর্তকে মনে করিয়ে দেয়।

    • @rahmanguitarguy7467
      @rahmanguitarguy7467 8 หลายเดือนก่อน

      Radio recording ache oi shomoy 2007 08 09 10

  • @MoniraEity11
    @MoniraEity11 3 ปีที่แล้ว +5

    Evergreen song সম্ভবত তখন ক্লাস ফোর কিংবা ফাইভ এ পড়ি । বার্থডে তে বড় আপু একটা ডায়েরী গিফট করেছিল । আমার ডায়েরীর প্রথম পাতায় এই গান টা লিখেছিলাম । বড় আপু প্রচুর এফএম রেডিও শুনতো । সেখান থেকেই মুখস্থ করে ছিলাম । গানের মানে টানে কিছুই বুঝিনি তখন । এখনও প্রায়ই শুনি গান টা । কেমন যেন এক্টা নস্টালজিক ফিলিংস

    • @nusrattasnuva5966
      @nusrattasnuva5966 หลายเดือนก่อน

      আসেন আবার শুনে যান গানটা।😊

  • @Shahed020
    @Shahed020 3 ปีที่แล้ว +19

    উফ কি গান এইটা ! একদম পুরনো হয়না
    2021 সালে এসে ও নতুন লাগছে 🥰

  • @simulsifayet
    @simulsifayet ปีที่แล้ว +4

    আবার ও বাঙালি হিসেবে জন্মগ্রহণ করতে চাই । এইরকম মাধুর্যতা যুক্ত লিরিক্স হয়তো দ্বিতীয় হয় না। আগামী 100 বছর এ পুরোনো হবেনা এই গান । রাইটার এর রুচির প্রতি সম্মান রইলো ।

  • @mahzabinorpa2017
    @mahzabinorpa2017 10 หลายเดือนก่อน +12

    I heard this song When I was about 5 and my elder was at 8th grade and he used to play it when the current went off.....now 2023 I'm 17 and still remember that melody.....it's truly nostalgic.......

  • @MrKhan-sv1kp
    @MrKhan-sv1kp 3 ปีที่แล้ว +4

    ২০২১ এখন।আনিলা ম্যাম গান গাওয়া সেই কবেই ছেড়ে দিয়েছে।তিনি বোধহয় জানেন না,ওনার শ্রোতারা এখনও ওনাকে মিস করে❤️❤️😭😭😭

  • @zabiribnealom6558
    @zabiribnealom6558 5 ปีที่แล้ว +261

    আনিলা হারিয়ে গেছে😭
    এমন একজন আইকন ফিমেল ভোকাল আর দেখলাম না এই জীবনে 💔

    • @MadaraUchiha-SRT
      @MadaraUchiha-SRT 5 ปีที่แล้ว +29

      Bideshe a biya kre settled BT ashoilei anila r Moto female vocalist AR nai Bangladesh a

    • @ahmadgfakhruddin8265
      @ahmadgfakhruddin8265 4 ปีที่แล้ว +14

      Anilar vocal e kono jor nye ar bhalo shur o nye. All of her studio performances dependent on auto-tune. She made a TV live presence after her remake of Ke Bashi Bajayre got hit. That live performance was more than a disaster.

    • @rajobiraka8867
      @rajobiraka8867 4 ปีที่แล้ว +2

      😔

    • @farzanayesmen5337
      @farzanayesmen5337 4 ปีที่แล้ว +6

      @@ahmadgfakhruddin8265 still or voice er alada colour chilo.

    • @anilamahbub6384
      @anilamahbub6384 4 ปีที่แล้ว +7

      Amio Anila..bt Anilar Moto gola etto SUndor na

  • @Xxx-on5ru
    @Xxx-on5ru 7 หลายเดือนก่อน +2

    2023 সালে এসে সুনতেছি। আজও গানটা আগের মতোই ভালো লাগে ❤️❤️❤️। FM radio চালু করে রাখতাম গানটা সোনার জন্য 🥰। ঐ দিন গুলো আর ফিরে পাবনা জানি কিন্তু ঐ দিনগুলোর কথা সারাজীবন স্মৃতি হয়ে থাকবে মনের ভেতর ❤️❤️❤️

  • @khanakashmd9839
    @khanakashmd9839 หลายเดือนก่อน +1

    প্রেমে পড়লে মানুষ গান শুনতে শিখে☺️ আর বিচ্ছেদের পর মানুষ গান বুঝতে শিখে😌🥀🖤

  • @rahulroymunshi
    @rahulroymunshi 3 ปีที่แล้ว +4

    প্রথম শুনেছিলাম ক্লাস ১০ এ থাকতে কাজিনের ডেক্সটপে। এখনও ঠিক আগের মতোই ভালো লাগে। ❤

  • @riazuddin4746
    @riazuddin4746 2 ปีที่แล้ว +17

    ৯০ দশকে জন্মগ্রহণ করা ছেলে, মেয়েরাই এই ধরনের গানের মূল্য ভাল বুঝে। কি বলব সেই ছোটবেলার সোনালী দিন গুলি কথা। ওই যুগ আর এখন কার যুগ অনেক পার্থক্য।

    • @TR-taoyabur643
      @TR-taoyabur643 2 ปีที่แล้ว

      হুম ভাই

    • @sohag9991
      @sohag9991 2 ปีที่แล้ว

      আমাওরা ৯০ দশকের আছি। তারা কি কখনো আমাদের সোনালী অতীত ভুলতে পারি। আবার খুব ফিরে যেতে ইচ্ছে করে "৯৮ থেকে ২০১০ সময় টায়।

  • @shuvomoysen7410
    @shuvomoysen7410 ปีที่แล้ว +3

    পছন্দের গান শুনতে বছরের হিসাব আসেনা। আর এই গানগুলার সাথে আমাদের শৈশবজীবনের আবেগ জড়ানো

  • @robinkumardas2937
    @robinkumardas2937 ปีที่แล้ว +3

    ২০০৮ সাল হতে এখনো শুনছি, আগের মতোই ভালোলাগা আছে এই গানসহ 'এখন আমি' অ্যালবামের সবগুলো গানেই! এগুলো এভারগ্রিন সৃষ্টি যা কখনো পঁচেনা!💚

  • @MegaNaurin
    @MegaNaurin 3 ปีที่แล้ว +4

    কেন কেন কেন
    এত্তো সুন্দর গান কেন বানায়
    Anila কোথায় হারিয়ে গেলো প্লিজ আরো গান গাও

  • @blackshadow-zk7mw
    @blackshadow-zk7mw 5 ปีที่แล้ว +218

    সে আমাকে ছেড়ে গিয়ে যখন পথে পথে করে দিয়েছিলো তখন এই গান টা শুনতাম সব সময় হঠাৎ আজ আবার মনে পরে গেল কতই না কষ্টে দিন গুলা পার করেছিলাম আজ সে কোথায় পরে আছে আমি কোথায় আসলাম 😞😞 ভাল থাকুক সব সময় ভালোবাসার মানুষ টা আমি না হয় দূর থেকেই ভালবাসব

    • @cathystela9311
      @cathystela9311 5 ปีที่แล้ว +2

      এখনও ভালবাসেন মনে হচ্ছে

    • @blackshadow-zk7mw
      @blackshadow-zk7mw 5 ปีที่แล้ว +6

      @@cathystela9311 হুম কিন্তু কিছুই করার নাই এখন কারণ অন্য কারো জীবন এর সাতে জরিয়ে আছে আমাদের জীবন

    • @smritikhatun9091
      @smritikhatun9091 5 ปีที่แล้ว +1

      😂😂😂😂

    • @lyricalguys3995
      @lyricalguys3995  5 ปีที่แล้ว +2

      haha

    • @samsumnaharnahar5065
      @samsumnaharnahar5065 4 ปีที่แล้ว

      @@blackshadow-zk7mw 😢😢😢😢😢

  • @MdMehedi-by7ge
    @MdMehedi-by7ge 10 หลายเดือนก่อน +2

    গান টা এখন স্মৃতির''''"" পাতায় রয়ে গেল 😊 যতবার' ই শুনি অতীত মনে করিয়ে দেয়*😴 এক সময়ের বাংলাদেশের সব চেয়ে জনপ্রিয় গান ছিল 🤫❤ যে টা এখনকার বাচ্চারা ভাইরাল বলে 😅 এইসব গান কিছু: মানুষের কাছে কখনোই পুরানো হবে না°🖤🌼

  • @tabassumislam6358
    @tabassumislam6358 3 หลายเดือนก่อน +6

    2024 সালে এসেও এ গানটি শুনছি😊

  • @ishraqarif7442
    @ishraqarif7442 2 ปีที่แล้ว +58

    Miss this song on spotify, so always be here on TH-cam whenever my mind craves for this masterpiece. First listened when I was 2nd grade student, now I am an HSC candidate...still feels the same vibe

    • @Su-zu6pg
      @Su-zu6pg ปีที่แล้ว

      It indeed is a masterpiece, still can't get over it

  • @blackshadow-zk7mw
    @blackshadow-zk7mw 2 ปีที่แล้ว +3

    2 বছর।পর আবার শুনছি আজ আহা কতো শুনতাম গান টা মানুষ টার সাতে গান টাও হারিয়ে গেছিলো জীবন থেকে গান টা আজ পেলাম ঠিকই কিন্তু সেই মানুষ টা সেই যে গেলো আর দেখা পেলাম না অনেক মিস।করি তারে আহা আমার সাদের পাখি আজ অন্য আকাশে উড়ে 😥😥😥

  • @user-td4qs1op2f
    @user-td4qs1op2f หลายเดือนก่อน

    আসলেই সেই সময় টা ছিল অসাধারণ ছিল না কোন চিন্তা, ছিল শুধু শৈশবের অসম্ভব সুন্দর ও আনন্দময় মুহূর্ত।

  • @sabbirhaque2378
    @sabbirhaque2378 ปีที่แล้ว +1

    কক্সবাজার ঘুরতে যাচ্ছিলাম, তখন এই গান টা এফএম রেডিওতে শুনেছি ২০০৮♥

  • @NOName-uo2nt
    @NOName-uo2nt 5 ปีที่แล้ว +185

    নস্টালজিক হয়ে গেলাম। বড় ভাই এটা ক্যাসেট এ শুনতো অবশেষে পাইসি

    • @khalidsaifullah2003
      @khalidsaifullah2003 5 ปีที่แล้ว +1

      আমার একটা প্রিয় গানের মধ্যে অন্যতম

    • @user-bn8zf5gy3h
      @user-bn8zf5gy3h 4 ปีที่แล้ว

      আয় এই খুশিতে পাদাপাদি করি

    • @andaleebrahmantahseen5997
      @andaleebrahmantahseen5997 4 ปีที่แล้ว

      @@user-bn8zf5gy3h 🤣🤣🤣🤣

  • @obaydulkabir
    @obaydulkabir 3 ปีที่แล้ว +5

    গানটা নতুন করে শুনে আজকে খুব কষ্ট পাইছি।এর চেয়ে থাপ্পড় মারলেও এত ব্যাথা পেতাম না।😭😭2002-2008 সালকে মিশ করি।

  • @h.h.shakil8551
    @h.h.shakil8551 ปีที่แล้ว +2

    ২০০৭/৮ সালে radio today তে শুনতাম আরজে সালমানের শো তে
    আহ সেই দিন গুলো জীবনের সেরা সময় ছিলো।
    আর ফিরে পাবো না সময়টা অনুভুতি গুলো

  • @rokanuzzaman1616
    @rokanuzzaman1616 ปีที่แล้ว +7

    কত মধুর স্মৃতি আছে গানটার সাথে ❤

  • @RAIHAN-xu3zc
    @RAIHAN-xu3zc 2 ปีที่แล้ว +3

    সেই ছোটবেলা শুনেছিলাম।গানটা টেলিভিশনে দেখতাম তখন গানের নাম জানতাম না।গতকাল গানটা খুজে পেয়েছি।২০-১০২১😪😪😪সৃতি রেখে গেলাম।

  • @saidmhamad8597
    @saidmhamad8597 2 ปีที่แล้ว +3

    সে ২০০৭-৮ সালে জানি অনেক জনপ্রিয় ছিলো দোকানে দোকানে শুনতাম এখন ২০২২ এখনো চলে এই গান মতন আর আসবে না এত সুন্দর সুর কথা গান 🥺🥺🥺

  • @envoyeyes
    @envoyeyes 10 หลายเดือนก่อน +1

    ২৮ জুলাই ২৩ এ শুনছি। স্কুল লাইফে রেডিওতে এই গান খুব শুনতাম। অন্য রকম একটা ফিলিংস্ আাসতো তখন।

  • @arifenterprise3059
    @arifenterprise3059 ปีที่แล้ว +1

    এই গান থেকেই এফ এম রেডিওর প্রেমে পরি❤, তখন ক্লাস এইটে, ক্যালেন্ডারে সময়টা ২০০৮। এখনো শুনি

  • @farjanashathi3803
    @farjanashathi3803 4 ปีที่แล้ว +427

    সময় টা ফিরিয়ে আনতে পারলে অনেক
    ভুল শুধরে নিতাম 😞😞

    • @ahamedslife5657
      @ahamedslife5657 4 ปีที่แล้ว +2

      Yes 😞

    • @putulisdream6822
      @putulisdream6822 4 ปีที่แล้ว +5

      Want to go back that time

    • @SagorDreams1
      @SagorDreams1 4 ปีที่แล้ว +8

      সমায়কে ফিরিয়ে নেয়া, অসম্ভব

    • @raihanhamidnoman8329
      @raihanhamidnoman8329 4 ปีที่แล้ว +2

      Really vai 😥

    • @user-bn8zf5gy3h
      @user-bn8zf5gy3h 4 ปีที่แล้ว +18

      পারবেন ডরিমনের কাছে থেকে টাইমমেশিন আনতে হবে

  • @azwathossainajmain4887
    @azwathossainajmain4887 4 ปีที่แล้ว +683

    ২০২০ তে আছো গো।😊😊

  • @aliahammed11
    @aliahammed11 ปีที่แล้ว +2

    বহুদিন পর আবার শুনলাম। সেই এক যুগের আগে শুনেছিলাম

  • @nashrahsara6313
    @nashrahsara6313 ปีที่แล้ว +2

    একটা সময় ছিলো এফএম রেডিওতে এই গানগুলো শুনতাম। ২০০৯ ২০১০

  • @imraulkayes136
    @imraulkayes136 2 ปีที่แล้ว +6

    আমি তখন খুব ছোট। ক্লাস ২-৩ তে পড়ি। তখন সন্ধ্যে হলে কারেন্ট থাকতো না। বাড়ির সবাই ছোট-বড় সবাই লুকোচুরি খেলতো। বড়রা কাবাড়ি খেলত।খুব সুন্দর ছিল। তখন চাচ্চুরা আড্ডা দিত পুকুরের পাড়ে বসে। আমরা পুকুরের পাড় দিয়ে হেঁটে যাওয়ার সময় শুনতাম মোবাইলে তারা এই গানটা ফুল ভলিউম দিয়ে শুনছে।
    কিন্তু এখন আর কারেন্ট যায় না। আমরাও বড় হয়ে গেছি। বড় হওয়ার মানে যদি হয় আলাদা হয়ে যাওয়া সুখ থেকে তাহলে আমি আর বড় হতে চাই না।

    • @arbabraiyan8200
      @arbabraiyan8200 2 ปีที่แล้ว

      একদম ভাই, মনে পড়ে গেলো কি সুন্দর ছিল সময়টা...

    • @fatematujjohora6678
      @fatematujjohora6678 ปีที่แล้ว

      Ekhon abar current jay bhai.

    • @nusrattasnuva5966
      @nusrattasnuva5966 หลายเดือนก่อน

      আসেন আবারও শুনে যান গানটা, আমিও সন্ধ্যায় আপনাকে কমেন্ট টা করে গেলাম, এবং এখানেও কারেন্ট নাই। 😊

  • @FoysalAhmed-gt6vd
    @FoysalAhmed-gt6vd 2 ปีที่แล้ว +7

    গানটা যখন রিলিজ হয় তখন আমরা অনেকেই সবে টিনএজে পা দিয়েছি। না বুঝেও তখন FM এ বাজা গুলো শুনতে ভাল লাগত। আর এখন গান গুলোকে বুঝি তাই আরও বেশি ভাল লাগে।

    • @rahmanguitarguy7467
      @rahmanguitarguy7467 5 หลายเดือนก่อน

      Tomar kache radio record korso mobile

  • @razuvai9488
    @razuvai9488 ปีที่แล้ว +1

    আসলেই আমাদের জামানার গান গুলো ভাই সব চেয়ে বেটার ছিলো আমি ১০০% নিচ্চিত বলতেছি আর থাকবেও এই গুলো গান এক অমর হয়ে থাকবে আমাদের মাঝে ২০০৫ মিস উ

  • @bristychowdhury6304
    @bristychowdhury6304 15 วันที่ผ่านมา

    ২০২৪ সালে শুনছি। একটা সময় এই গানের জন্য পাগল ছিলাম ❤❤❤

  • @salmakasem5787
    @salmakasem5787 4 ปีที่แล้ว +5

    onak valo laga gaan ta.. onak din por sona hoilo.. onak valo lagllo ai looldown a ai gaan ta suna.. akono sai puro dinar moto laga..

  • @jhaalak
    @jhaalak 4 ปีที่แล้ว +8

    এই এক গান দিয়েই এফ এম রেডিও গুলা বড়লোক হয়ে গেছিলো।
    ২০২০ এপ্রিলে কে কে শুনছেন?

  • @ismailhossain3942
    @ismailhossain3942 5 หลายเดือนก่อน +1

    সময়টা 2005 সাল এফএম রেডিওতে এই গানটা শোনার জন্য কত অপেক্ষা করতাম

  • @techline.fardin
    @techline.fardin 7 หลายเดือนก่อน +1

    2024 এখনো পছন্দের গানগুলোর মধ্যে একটি। এখনের গানগুলো এমন মনটাকে স্পর্শ করতে পারে না ☺

  • @razwanhossain7481
    @razwanhossain7481 4 ปีที่แล้ว +3

    আজ ২০১৯এর শেষ ২৬ ডিসেম্বর..
    কিন্তু যখনি এই গান শুনি মনে হয় আমি আবার সেই ২০০৭ এ চলে গেছি...অনেক মনে পরে সেই পুরানো দিনগুলি....

  • @mdbokkor2373
    @mdbokkor2373 4 ปีที่แล้ว +6

    গান গুলো যত শুনি ততই শুনতে ইচ্ছে করে,কেউ কি আছে গান গুলো কে মিস করছেন

  • @ismailsvlog1228
    @ismailsvlog1228 4 หลายเดือนก่อน +2

    আমি অনেক ব্যাকডেটেড। এমন অসাধারন গান 2024 এ এসে সার্চ দিয়ে শুনলাম 😅

  • @eshakmahmud8640
    @eshakmahmud8640 ปีที่แล้ว +4

    অসাধারণ গানের কথা গুলো, শুনলে মন ছুয়ে যায়। ২০২৩ সালে এসে কারা কারা গানটা শুনলেন।🥰

  • @priankachandamajumder7779
    @priankachandamajumder7779 2 ปีที่แล้ว +5

    ২০২১ সালেও এই গান টা একই ভাবে আমার প্রিয় ঠিক ডে ১ এর মতই

    • @orpitaopti5085
      @orpitaopti5085 2 ปีที่แล้ว +1

      It is my favorite song..I love this song

  • @jerin1683
    @jerin1683 3 ปีที่แล้ว +3

    স্কুল লাইফের তাহসানের 'আলো' গানের পর এই গান ছিল দ্বিতীয় পছন্দের গান...অসম্ভব ভাল লাগতো...এখনও ভাল লাগে..এখন যখন শুনি তখন স্কুল লাইফের দিন গুলা মনেপড়ে যায়...!!💕

  • @princemdzubairahmed3999
    @princemdzubairahmed3999 ปีที่แล้ว +2

    ২০২৩ সালে এসেও আমার মোস্ট ফেবারিট একটি গান। It Reminds Me, Old Memories " 💕

  • @alamintanim3003
    @alamintanim3003 ปีที่แล้ว +4

    ২০২৩ এ ও গান টা আমার কাছে পুরোনো হয়নি আশা করি আর কখনোই পুরোনো হবে না😊🫠

  • @jannatultasnia313
    @jannatultasnia313 3 ปีที่แล้ว +3

    Class 8 thakte jokhon gan ti shuni amni vlo lagar por diary ty gan ti tule rakhi anmonei kmn jno vlo lga ase gan ti ty
    Still favorite 🤍❤️
    Legendary lyrics ❤️eshb gan gulh onk miss kori

  • @ReazHayder
    @ReazHayder 4 ปีที่แล้ว +3

    আমার শৈশব ছিল, এই সব গানগুলোর অহংকার নিয়ে। হিরক সমৃদ্ধ । কি ভাবে ভুলি, এই গানগুলো বুকে নিয়ে ঘুরতাম। নিজেকে গানের চরিত্র ভাবতে ভাল লাগতো ।

  • @realtipstricks4887
    @realtipstricks4887 ปีที่แล้ว +1

    2023.......still favourite one

  • @riyankadebnath1266
    @riyankadebnath1266 27 วันที่ผ่านมา

    বহুবছর পর শুনলাম❤🌼🌿🏵 থাকলে তুমি,সত্যি গানটা হতো গাওয়া☺

  • @lokmanhossain6238
    @lokmanhossain6238 4 ปีที่แล้ว +5

    আহা গান!!!
    কত শতবার শুনেছি, শুনে যাচ্ছি।

  • @umanaislam6537
    @umanaislam6537 3 ปีที่แล้ว +56

    Damn, I used to listen this on my radio when i was in Nursery.. It was 2010, Now it's.. 2021....Damn 🙏❤️

    • @mdjewel8813
      @mdjewel8813 2 ปีที่แล้ว

      Ll

    • @orthoahamed4494
      @orthoahamed4494 ปีที่แล้ว

      Like diya dilam abr sune jan 😊

    • @rahmanguitarguy7467
      @rahmanguitarguy7467 11 หลายเดือนก่อน

      Same apu I also start listen to radio foorti in 2007 when I was 4 years old in Dhaka 88.0 FM and Chittagong 98.4 FM
      And sylhet 89.8 FM

    • @rahmanguitarguy7467
      @rahmanguitarguy7467 8 หลายเดือนก่อน

      Hi u have a radio recording

    • @banglagaanaudiocassettecd9762
      @banglagaanaudiocassettecd9762 6 หลายเดือนก่อน

      @nisanuddin1167Tomar kase Kono fm radio recording ase

  • @nirobkhan4494
    @nirobkhan4494 หลายเดือนก่อน +2

    প্রিয় লামু!
    তোমাকে অননননননেকগুলো ভালোবাসা!
    ভালোবাসা নিস্ ❤
    কখনো দেখলে একটু মনে করিস আমারে! 😢

  • @nupursantra
    @nupursantra ปีที่แล้ว +1

    অসম্ভব সুন্দর গান....👌👌😌🌼😌
    ২০২৩ সালে এসেও একই রকম টান, মুগ্ধতা রয়েছে এই গানের মধ্যে...আর সারাজীবন এমনই থাকবে...🤗😌🙏

  • @SreyanGhosh.Bangladesh
    @SreyanGhosh.Bangladesh 3 ปีที่แล้ว +3

    বেস্ট ফ্রেন্ড এর সাথে একসাথে বসে গানটার ফিল নিতেছি। ধন্যবাদ বেসবাবা , আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন

    • @hiyarahman9613
      @hiyarahman9613 3 ปีที่แล้ว +1

      ও বাব্বা.....

  • @taslimaalauddin4262
    @taslimaalauddin4262 3 ปีที่แล้ว +18

    I'm listening this song now... 12 April,2021 getting nostalgic 😟 I'm really sick.. if anyone see's please pray for me..

  • @tadashi_tsr
    @tadashi_tsr ปีที่แล้ว +2

    ২০২৩ এ এসে আজও এই গান টা শুনলে যেনো মন হয় হৃদয় এর মধ্যে তারা ঝিলিমিলি 💖✨ করছে 😌

  • @alveekhanchowdhury1719
    @alveekhanchowdhury1719 8 วันที่ผ่านมา

    2007 এর গান 2024 এ শুনতে আসছি ❤ আসলেই লিজেন্ডারি ❤

  • @md.tusherstudent7383
    @md.tusherstudent7383 4 ปีที่แล้ว +5

    এই প্রথম শুনলাম গানটা খুবই ভালো লাগলো