মাসীহ্ অর্থ কি?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 141

  • @jilonshahh
    @jilonshahh ปีที่แล้ว +10

    অন্ধকারে আলো দেখানর জন্য,আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা রইল।
    আর সুস্থতার সাথে আপনার দীর্ঘায়ু কামনা করছি।

    • @Jewel280
      @Jewel280 ปีที่แล้ว

      আমিন

  • @mukhlesurrahman1694
    @mukhlesurrahman1694 ปีที่แล้ว +7

    প্র্যাকটিক্যাল মাসীহ বানানোর পদ্ধতি (রাজা চার্লসের) দেখিয়ে সুন্দর ভাবে মাসীহ বুঝিয়ে দিয়ে প্রমাণ করলেন মুলুবিরা ভূল শুনা তাফসিরে অন্ধ অনুসরণ করে। ধন্যবাদ স্যার আপনাকে

  • @piosabuz
    @piosabuz ปีที่แล้ว +12

    দুষ্টদের মাঝে নিজেকে অনেক চ্যালেন্জ নিয়ে মোকাবেলা করতে হয়।ভালোবাসা রইল।

  • @smrashid8581
    @smrashid8581 ปีที่แล้ว +2

    Alhamdulillah.. I got to know many valuable historical facts. Thank you very much.

  • @isbathidar5887
    @isbathidar5887 ปีที่แล้ว +13

    আমরা যারা আপনার ভিডিও দেখি তাদের জন্য আপনি একটা রহমত আল্লাহ পক্ষে থেকে।

  • @rafsanjani5995
    @rafsanjani5995 11 หลายเดือนก่อน +2

    I love l❤ you sir.

  • @dhruboborno
    @dhruboborno ปีที่แล้ว

    সবচেয়ে ভালো লাগে সুন্দর ও স্মার্ট ইউসুফ নবী কে

  • @eilophysics
    @eilophysics ปีที่แล้ว +5

    অনেক ইনফর্মেটিভ ছিল আজকের বিষয়। জেনে লাভবান হলাম।

  • @tashrifmedia-kq4er
    @tashrifmedia-kq4er ปีที่แล้ว +1

    আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন

  • @khaledayasmin5765
    @khaledayasmin5765 ปีที่แล้ว +4

    Waiting for your lecture.thanks.

  • @simonbashar
    @simonbashar ปีที่แล้ว +11

    সাথে আছি স্যার...

  • @mahmudakhatun9005
    @mahmudakhatun9005 ปีที่แล้ว +1

    আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খায়রান।

  • @mehrunnesa4950
    @mehrunnesa4950 ปีที่แล้ว +17

    আমি আপনার খুবই ভক্ত। প্রত্যেক ফজরের নামাজের পর আপনার বকবকানি শুনি। আমাদের জন্য দোয়া করবেন।

  • @ershadraihan8641
    @ershadraihan8641 ปีที่แล้ว +5

    অপেক্ষায় থাকি কখন উনার ভিডিও আসবে,

  • @Khansojib79
    @Khansojib79 ปีที่แล้ว +1

    দোয়া ও ভালোবাসা রইলো।

  • @mukhlesurrahman1694
    @mukhlesurrahman1694 ปีที่แล้ว +1

    Thanks a lot for the best explaination of Massih মাসীহ
    جزاك الله خيرا لك
    في امنالله
    মুলুবি গো আরও অনেক অনেক জ্ঞান অর্জন করতে হবে ধোঁকা বাজির দিন শেষ।
    আব্বাসী সাহেবকেও ইসলাম ভালো ভাবে জেনে কোরআনের শব্দের ব্যাক্ষা করা শিখতে হবে শুধু গায়ের জোরে ইসলাম আসে নাই হেকমা কৌশল অবশেষে জোর প্রয়োগ তা-ও আবার যদি কেউ আঘাত করে বসে তার প্রতিঘাত সরূপ। ধন্যবাদ স্যার আপনার মহামূল্যবান বকবকির জন্য

  • @NoksiBangla
    @NoksiBangla ปีที่แล้ว +11

    আংকেল, এলিয়েন নিয়ে আপনার মতামত জানতে চাই........একটু বকবক করবেন আর কি ❤❤❤ আপনার বকবক শুনতে অনেক ভাল লাগে।

  • @ImranVlogs8880
    @ImranVlogs8880 ปีที่แล้ว +1

    সুন্দর উপস্থাপন।

  • @SheikhAhid-zo8db
    @SheikhAhid-zo8db ปีที่แล้ว +1

    Brother always learn from you and appreciate all time and greatful to you

  • @mostafazamal426
    @mostafazamal426 ปีที่แล้ว +8

    মৃত্যুই সর্বশেষ।
    তাই অহংকার করো না।
    অসহায় মানুষের পাশে দাঁড়াও
    তাদেরকে সুন্দর পথ দেখাও।
    কোন জীবের প্রতি অবিচার করো না।
    ক্ষমতা শক্তি ও রুপ যৌবন চিরস্থায়ী নয়।
    কর্মফল ভোগ করতেই হবে।
    ইহাই বাস্তব সত্য।

  • @mugdhofarabi4432
    @mugdhofarabi4432 ปีที่แล้ว +3

    কোরআনের বাকি সূরা গুলোর সাইন্টিফিক তাফসিরের জন্য অপেক্ষায় আছি।

  • @wakilur
    @wakilur ปีที่แล้ว +2

    খুব ভাল বিষয়।

  • @freewill8626
    @freewill8626 ปีที่แล้ว +4

    এসেছি❤

  • @grambangla3846
    @grambangla3846 ปีที่แล้ว +1

    ইহুদিরা অল্প সময় ছিল নবী ছাড়া। এই কথাটা শুনে আমার একটি কথা মনে হলো, বাকা তেরা অসভ্য জাতি দের সোজা রাখতে আল্লাহর নবী প্রেরণ করতে। আল্লাহ তো ভালো করেই জানেন পৃথিবীতে তার কোন জাতি কতটা খারাপ ভালো।

  • @Jewel280
    @Jewel280 ปีที่แล้ว +1

    স্যার, আমি আপনার একজন অনেক বড় ভক্ত।
    আমি প্রতিদিন আপনার ভিডিও দেখলেও বিরক্তিকর লাগবেনা।
    আপনি যদি বিষয় খুঁজে নাই পান তাহলে আপাতত একটা কাজ করতে পারেন।
    আপনি কোরআনের বিভিন্ন গল্পঃ গোলা ধারাবাহিক ভাবে বর্ণনা করতে পারেন।
    একেক দিন একেক টা গল্পের বিষয় ভিডিও দিতে পারেন।
    যেমন : ইউনূস আলাইহিস সাল্লাম মাসের পেটে ছিল বেস কয়েক দিন।
    এরকম আরো আকর্ষণীয় কাহিনী কোরআনে আছে।
    আপনার কাছ থেকে শুনলে কাহিনী গোলা আমরা ভালো ভাবে বুঝতে পারবো।
    আপনার ভক্তরাও আরো বিস্তারিত জানতে পারবে কোরআনের সত্য কাহিনী গোলা। এখান থেকে সবার অনেক কিছুই শিক্ষণীয় বিষয় থাকতে পরে। ধন্যবাদ স্যার।

  • @newyoutube366
    @newyoutube366 ปีที่แล้ว

    Awesome.. Apner gan ar kace Abbasi hujut ar gan like "1 balti panir midde 1 fota pani"

  • @khsikder1620
    @khsikder1620 ปีที่แล้ว

    ❤❤ আলোর দিশারি।
    আলো আসবে ই।

  • @kazimarufmaruf1525
    @kazimarufmaruf1525 ปีที่แล้ว

    মাশাআল্লাহ স্যার খুব সুন্দর আলোচনা করছেন। স্যার আপনার প্রতি সবিনয়ে অনুরোধ অনুগ্রহ করে আপনি কোরআনের বাংলা তাফসীরের বাকি সূরাগুলির তাফসীর শেষ করেন। আমরা সেগুলি শুনবার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।

  • @zabedsadek1575
    @zabedsadek1575 ปีที่แล้ว

    নতুন কিছু জানলাম, ধন্যবাদ,

  • @abashar3502
    @abashar3502 ปีที่แล้ว

    ❤আসসালামু আলাইকুম। স্যার, আল কুরআনুল কারিমের বাংলাভাষায় অনুবাদ করার সবিনয় অনুরোধ রইলো। মহান আল্লাহ আপনাকে ভালো ও সুস্থ রাখুক। ❤

  • @farahjabin3987
    @farahjabin3987 ปีที่แล้ว

    সালাম brother, আপনার বকবকানি উপভোগ করলাম, অনেক ভাল লাগলো,
    সামনে একটা ভিডিও বানাবেন আল্লাহ কোন ভাষা বোঝে না, ভাইব্রেশনের মাধ্যমে মানুষের মনের কথা বুঝেন।

  • @abulhasem750
    @abulhasem750 ปีที่แล้ว +5

    বকবকানি কিন্তু বন্ধ করা যাবে না। অনুরোধ থাকলো.....।।

  • @tanimmdali9539
    @tanimmdali9539 ปีที่แล้ว +3

    আসসালামু আলাইকুম স্যার ❤

  • @yeasinnuri
    @yeasinnuri ปีที่แล้ว +1

    ড. ইমরান নযর কে নিয়ে আপনার মতামত কি?

  • @saiyedkashefshahbazi8844
    @saiyedkashefshahbazi8844 ปีที่แล้ว

    Wao ❤

  • @penguinhappy6098
    @penguinhappy6098 ปีที่แล้ว +4

    আল্লাহর রহমানুর রাহিম। আমার ওপরে আল্লাহ একটু রহমত বর্ষণ করুন। আমি আমার শয়তান শ্বশুরবাড়ি থেকে বাঁচতে চাই। আপনারা আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহর রহমানুর রাহিম। আমার শ্বশুরবাড়ির মানুষ খারাপ। আমার কাছে খারাপ। আল্লাহ আমাকে ওনাদের হাত থেকে বাঁচাইয়া দেন। আমার লুজার স্বামীর হাত থেকে আমাকে বাঁচাইয়া দেন। আমিন।

  • @kousarligen688
    @kousarligen688 ปีที่แล้ว

    SIR 1TA VIDEO BANAN Surah Al-Ma'un

  • @aminshamol3722
    @aminshamol3722 ปีที่แล้ว

    Good👑👑👑👑👑👑

  • @jabintahrin511
    @jabintahrin511 ปีที่แล้ว

    Love love love.

  • @piosabuz
    @piosabuz ปีที่แล้ว +6

    স্যার আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন।

  • @Afnan.Mahmud
    @Afnan.Mahmud ปีที่แล้ว +1

    স্যার, আব্বাসী হুজুরের বাহাসে ওনার ঠিক পাশেই একজন লাল টুপি পড়া লোক দেখলাম। ওনাকে মনে হয় ২০১৯ এর এপ্রিল-মে মাসে পত্রিকায় টিভিতে দেখেছিলো দেশবাসী, ওখানেও লাল টুপি। লাল টুপির কাহিনিটা কি একটু বলবেন স্যার?

  • @rahamanhasibur4636
    @rahamanhasibur4636 ปีที่แล้ว

    Sir .tolk about dimension . please. From Italy

  • @limaakter8947
    @limaakter8947 ปีที่แล้ว +2

    স্যার একটা ভিডিও দেখলাম আহলে কুরআন এর তালিকায় আপনার নাম রয়েছে

  • @monirblog1756
    @monirblog1756 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম কেমন আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি।
    অনুগ্রহ করে রিপ্লে করবেন,
    যদি করেন আপনাকে একটা বিষয়ে বলব এ বিষয়ে আপনি একটা ভিডিও করবেন

  • @toslimovi-79
    @toslimovi-79 8 หลายเดือนก่อน +1

    মশীহ বা মসীহ অর্থ হলো “ ত্রানকর্তা বা সৃষ্টিকর্তার পক্ষ হতে আসা রক্ষক ” ।

  • @aqsbd88
    @aqsbd88 ปีที่แล้ว

    জমি বন্ধক নিয়ে একটা ভিডিও চাই।

  • @moniruzzamanshawon4887
    @moniruzzamanshawon4887 ปีที่แล้ว

  • @hagu007
    @hagu007 ปีที่แล้ว

    Make video about people who suicide.

  • @traveler35739
    @traveler35739 ปีที่แล้ว

    ❤❤

  • @md.mozahedhossain6823
    @md.mozahedhossain6823 ปีที่แล้ว

    স্যার,
    আমি আপনার একজন ভক্ত। ওয়াজেরের যে গল্প বললেন সেটার রেফারেন্স কি? দয়া করে রেফারেন্স দিলে বাধিত থাকব। আর তেল মালিশের বিষয়টির কোনো রেফারেন্স আছে না ট্রেডিশন।

  • @Aafi500
    @Aafi500 ปีที่แล้ว

    Ghola panir Sagor hosse Krisno Sagor, r dui paharer majkhan hosse, kokeshas mountain....

    • @Fyza_aurora
      @Fyza_aurora ปีที่แล้ว

      পীরের মুরিদের মাথা ঘামাবার দরকার হয় না; পীরের কথা অক্ষরে অক্ষরে পালন করা তার ব্রত! তাদের জন্য স্যার বকবক করেন না; স্যার বকবক করেন যারা মুক্তচিন্তাশীল তাদের জন্য। আপনি চোখ বুজে পীরের লেজ ধরে জান্নাতে যেতে থাকেন!

  • @mtcmam6824
    @mtcmam6824 ปีที่แล้ว

    মাসিহ মানে মুক্তি দাতা অর্থাৎ একটি জাতি , গোষ্ঠী, দল, গোত্র কে কোন কষ্ট কর অবস্থা থেকে মুক্তি দেওয়া । ত্রান কর্তা ।

  • @sarowerhossain3665
    @sarowerhossain3665 ปีที่แล้ว

    নিম্নাঙ্গ এ তৈল মর্দন ( মাসিহ) করা হয় কি?

    • @devnath874
      @devnath874 ปีที่แล้ว

      দারুন

    • @manirhasan3890
      @manirhasan3890 ปีที่แล้ว

      পারিবারিক শিক্ষার অভাব থাকলে যা হয় আর কি!

    • @manirhasan3890
      @manirhasan3890 ปีที่แล้ว

      @@devnath874
      মাদারবোর্ড!

    • @NPA71
      @NPA71 ปีที่แล้ว

      দুনিয়ার সব জায়গায় এরকম black sheep থাকে, ঐগুলো অতিক্রম করেই এগিয়ে যেতে হয়

    • @behindertengleichstellungs7105
      @behindertengleichstellungs7105 11 หลายเดือนก่อน

      😂কি অদ্ভুত অসভ্য 😂

  • @salehakram7614
    @salehakram7614 ปีที่แล้ว

    Salam

  • @goldwing1098
    @goldwing1098 ปีที่แล้ว

    Sir I like your bok bok too much.Zajakallahu Khairan ❤️

  • @jupitarislam194
    @jupitarislam194 ปีที่แล้ว

    মসীহে কাজ্জাব এর বয়ান।

  • @yeasinhosen3969
    @yeasinhosen3969 ปีที่แล้ว

    ঈসা আঃ এবং ইমাম মাহদীর আগমন কি হয়ে গেছে নাকি এখনো প্রকাশিত হয়নি? আপনার কথা শুনে আমার কেন যেন মনে হয় তাদের আগমন ঘটে গেছে অনেক আগেই। আমরা অবুঝ তাই এখন ও বুঝতে পারছি না।

  • @mostafazamal426
    @mostafazamal426 ปีที่แล้ว

    😪 বেঁচে থাকতে হলে এদের ভার বাহন করতে হবে। ছবিটি আমাদের দেশীয় নয়। সংগ্রহীত।

  • @masudrana3775
    @masudrana3775 ปีที่แล้ว

    আপনার লেকচার যত শুনি, নলেজ লেভেল ততই বেড়ে যায়..

    • @mapalashbd
      @mapalashbd 3 หลายเดือนก่อน

      ঠিক বলেছেন

  • @Youtubemarketingexpert1
    @Youtubemarketingexpert1 ปีที่แล้ว

    প্রশ্ন ইমাম বুকখারী-মুসলিম.......... কে কেউ অস্বীকার করলে সে কি কাফের বা মুরতাদ হয়ে যাবে?
    আশা করি এই বিষয় নিয়ে আলোচনা করবেন।

  • @sophocles9470
    @sophocles9470 ปีที่แล้ว

    কাক্কু পিছনে কি ঝুলায়া রাখছেন?? 😊

  • @afmdiqbalbd
    @afmdiqbalbd ปีที่แล้ว

    So far I know Messiah means King.

  • @mostafazamal426
    @mostafazamal426 ปีที่แล้ว +1

    ধর্ম যদি মানুষকে রক্ষা করতে পারে
    তবে
    ধর্ম রক্ষার জন্য মানুষ মরে কেন?

    • @piosabuz
      @piosabuz ปีที่แล้ว

      জাত ও জাতির অস্তিত্ব টিকে থাকার লড়াইয়ে

    • @eilophysics
      @eilophysics ปีที่แล้ว +4

      ইসলাম এর মূল উদ্দেশ্য মানুষকে রক্ষা করা না, বরং প্রকৃতি তার নিয়মে চলবে এই সত্য ইসলাম সমর্থন করে। ইসলাম এর প্রধান কাজ মানুষকে অস্তিত্বের সন্ধান দিয়ে জীবন কে অর্থপূর্ণ করা।

    • @slave_of_one_creator
      @slave_of_one_creator ปีที่แล้ว +1

      যেখানে একজন সাধারণ লোক কোন সিদ্ধান্তে উপনীত হওয়ার পূর্বে ৩ টা জিনিস ভাব্ব সেখানে একজন জ্ঞানী লোক কোন সিদ্ধান্ত নেওয়ার আগে আরো ১০ টা জিনিস ভাবে। কারণ সে ক্রিটিকাল থিংকার, ডিপ থিংকার। তার জ্ঞান বেশি। আপনার এই কথা লিখার আগে নিজের গভীরভাবে চিন্তা করা উচিত। মানুষ কে আল্লাহ বানিয়েছেন অনন্য সৃষ্টি হিসেবে যেখানে সব থাকবে অন্যথায় তিনি ফেরেশতা সৃষ্টির পর আর কিছুই সৃষ্টি করতেন না। আর এই মানুষ এর মধ্য থেকেই তিনি বাছাই করবেন কে তার প্রতি অনুগত। ধর্ম ত স্রষ্টার দেওয়া বিধান ব্যতীত আর কিছুই নয় যা মেনে চলা তথা প্রতিষ্ঠা করার দায়িত্ব মানুষের আর এতে উপকার মানুষ জাতির ই। আর ধর্ম রক্ষার জন্য মানুষ মরে কেন বললেন? ভাই মারে টা কে? এই মানুষের মধ্যেই যারা স্রষ্টার অবাধ্য তারাই। অতএব প্রশ্ন করুন অই অবাধ্য জাতি সকলকে যে কেন তোমরা বিবেক বুদ্ধি হারাও ও বেছে নাও ভিত্তিহীন পথ আর সংগ্রাম কর স্রষ্টার প্রতি অনুগতশীলদের বিপক্ষে।

  • @sultanarazia4844
    @sultanarazia4844 ปีที่แล้ว

    তাহলে ঈসা মসিহ কে আললাহ তায়ালার নিরবাচিত মাসিহ। আপনার আলোচনা থেকে কি এইরকম বুঝা যাচছে না!

  • @shortvideo-e4y
    @shortvideo-e4y ปีที่แล้ว

    এখন বুঝলাম মাসিহ্ মানে কি
    আব্বাসি হুজুর ঠিক বলছে😊

  • @AbdulHaq-sf4ge
    @AbdulHaq-sf4ge ปีที่แล้ว

    এ দেখি আর এক মুফতী!

  • @trueidias6881
    @trueidias6881 ปีที่แล้ว

    বান্দা আর দাস তো একি

    • @boropappa
      @boropappa ปีที่แล้ว

      এখানে স্লিপ অফ টাং হয়েছে। ক্রীতদাস। আগের কোন এক লেকচারে আছে।

  • @masudulalam7307
    @masudulalam7307 ปีที่แล้ว +2

    জনাব । আপনি যে তাফসিরের নামে যে সমস্ত বিষয় আলোচনা করেন এবং নিজেস্য মতামত ও বাইবেল থেকে যেসব উদ্রীতি দিয়ে থাকেন তা নবীকরিম সাঃ এর আদেশ অনুযায়ী সঠিক না । নবীকরিম সাঃ সুরাঃ আন আমঃ আয়াতঃ 159ঃ এর তাফসির প্রসংগে বলেছেন যে আমি পবিত্র কোরআনের যে অর্থ দিয়ে গেলাম অথবা শব্দের অর্থ তা কেউ পরিবর্তন করতে পারবে না। যদি কেহ অর্থ বা তাফসির পরিবর্তন করে তাহলে আমি তার প্রতি লানত বর্ষণ করি এবং আল্লাহপাকের নিকট প্রার্থনা করে বলেন আল্লাহপাক ও তাকে লানত বর্ষণ করেন । তাফসিরে মা আরেফুল কোরআন থেকে উদ্ধৃতি দিচ্ছি । তাই দুনিয়ার আর কোন মানুষের পক্ষে নতুন করে তাফসির বা কোরআনের আয়াতের অর্থ করতে পারবে না। নবীকরিম সাঃ তিনি আল্লাহর পক্ষ থেকে যে অর্থ ও তাফসির করে গেছেন সেই অর্থ ও তাফসিরে আলোকে সকল আলেম ওলামা ও পীর মাশায়েখ দের পবিত্র কোরআনের আয়াতের অর্থ ও তাফসির করতে হবে। কাজেই ইহুদী খ্রিস্টানদের কোন নতুন করে বক্তব্য অথবা তাদের কিতাবের রেফারেন্স গ্রহনযোগ্য না। তবে নবীকরিম সাঃ থেকে অথবা নবীকরিম সাঃ এর সামনে কোন সাহাবি তৌবারঃ যবুর ইন্জিল শরিফ থেকে কোন রেফারেন্স গ্রহন করেন এবং নবীকরিম সাঃ তা অনুমোদন করেন তা গ্রহণযোগ্য। যেসব তৌরাত যবুর ও ইন্জিলের রেফারেন্স অনুমোদন দিয়ে জাননি তা কোন উম্মাতের পক্ষে নতুন করে পবিত্র কোরআনের তাফসিরে রেফারেন্স হিসেবে ব্যবহার করা যাবে না। আল্লাহপাক আমাদের সবাইকে পরিপূর্ণ ঈমান ও হেদায়েত দান করুন । আমিন । ধন্যবাদ ।

    • @TheKauddin
      @TheKauddin ปีที่แล้ว +2

      What part he told wrong?

    • @akhiruzzaman7780
      @akhiruzzaman7780 ปีที่แล้ว +3

      اِنَّ الَّذِیۡنَ فَرَّقُوۡا دِیۡنَہُمۡ وَکَانُوۡا شِیَعًا لَّسۡتَ مِنۡہُمۡ فِیۡ شَیۡءٍ ؕ اِنَّمَاۤ اَمۡرُہُمۡ اِلَی اللّٰہِ ثُمَّ یُنَبِّئُہُمۡ بِمَا کَانُوۡا یَفۡعَلُوۡنَ
      (হে নবী! ) নিশ্চয়ই যারা নিজেদের দীনের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়েছে, তাদের সাথে তোমার কোনও সম্পর্ক নেই। তাদের বিষয় তো আল্লাহরই উপর ন্যস্ত। অতঃপর তারা যা-কিছু করছে, তিনি তাদেরকে তা জানাবেন।
      (আল আনআম - ১৫৯)
      এ আয়াত দ্বারা বোঝা যায়, যে মতভেদ দ্বারা উম্মতের মধ্যে বিভক্তি সৃষ্টি হয় এবং বিভিন্ন দল উপদলের সৃষ্টি হয়ে পারস্পরিক বিবাদ-বিসম্বাদের সূত্রপাত ঘটে, তা সম্পূর্ণ অবৈধ ও নিন্দনীয়। *আকীদা-বিশ্বাস সংক্রান্ত মতভেদ এ পর্যায়ে পড়ে। ইয়াহুদী-খ্রিষ্টান সম্প্রদায় এরূপ মতভেদে লিপ্ত হয়েছিল বলে এ আয়াতে তাদের নিন্দা করা হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তথা তাঁর উম্মতকে তাদের সাথে সম্পর্ক রাখতে নিষেধ করা হয়েছে, পাছে সে জাতীয় মতভেদ এ উম্মতের মধ্যেও সংক্রমিত হয়। কিন্তু উম্মতের কিছু লোক বিভিন্ন সময়ে এ হুকুম পালনে ব্যর্থ হয়েছে ফলে বিজাতীয় সে মতভেদের ব্যাধি দ্বারা তারাও আক্রান্ত হয়ে পড়েছে। এ উম্মতের মধ্যে বিভিন্ন ফির্কার উৎপত্তি সেই হুকুম অমান্য করারই কুফল। উল্লেখ্য, ফুরূঈ মাসাইল তথা ফিকহী মাযহাবসমূহের মতভেদ নিন্দনীয় মতভেদের অন্তর্ভুক্ত নয়। কুরআন-হাদীস দ্বারা এর বৈধতা প্রমাণিত-অনুবাদক।
      বিঃদ্রঃসম্পূর্ণঃ আহলে বায়াতের হত্যাযঙ্গের পর মুয়াবিয়া, এজিদ, মারওয়ান নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য প্রশাসনিক সুসংহত অবস্থান ধরে রাখতে হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস তৈরি করেন। তখন থেকেই আলেমসমাজ কোরআন সাইডে রেখে প্রশাসনিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সুবিধা লাভের নিমিত্তে সহীহ্, জ্বাল, দ্বয়িফ,জ্বয়িফ, হাসান, বাতিল, বানোয়াট ইত্যাদির সহায়তা নিতে শতধাবিভক্ত হয়ে পরেন। এখন আপনার আমার কোরআনের জ্ঞান, তাফসির করার ক্ষমতা সম্ভবত জনাব জাকারিয়া কামাল সাইন্টিফিক তাফসিরকারকের সমান না। যাহোক, আপনি উপরোক্ত আয়াতের রেফারেন্স মোতাবেক নবী করিম সাঃ যে তাফসীরটা করে দিয়ে গেছেন যা অপরিবর্তনীয় সেটা আপনি প্রচার করলে উপকৃত হব ও কৃতজ্ঞ থাকবো।

    • @nasrinsultana8515
      @nasrinsultana8515 ปีที่แล้ว

      তথাকথিত আলেমদের সাথে পীরদের মতের মিল নেই। তবে তথাকথিত পীর ও অনেক আছে যারা ওহাবী ইয়াজিদি দালালদের মতো। আমি সহি পীরদের মতের কথা বলছি।

    • @mdsalauddin4114
      @mdsalauddin4114 ปีที่แล้ว +1

      @masudulalam7307 apmi zerokom bollen 159 a erokom kono ayat nai

    • @mdsalauddin4114
      @mdsalauddin4114 ปีที่แล้ว

      @@akhiruzzaman7780 apni right bollen 159 masud alom saheb za bollen erokon kno kisu ayat a nai

  • @Aafi500
    @Aafi500 ปีที่แล้ว

    Ulta palta bolen

  • @abashar3502
    @abashar3502 ปีที่แล้ว +4

    ❤আসসালামু আলাইকুম। স্যার, আল কুরআনুল কারিমের বাংলাভাষায় অনুবাদ করার সবিনয় অনুরোধ রইলো। মহান আল্লাহ আপনাকে ভালো ও সুস্থ রাখুক। ❤

  • @mapalashbd
    @mapalashbd 3 หลายเดือนก่อน

  • @farjanajessy
    @farjanajessy ปีที่แล้ว

    ❤❤❤

  • @aqsbd88
    @aqsbd88 ปีที่แล้ว

    জমি বন্ধক নিয়ে একটা ভিডিও চাই।

  • @aqsbd88
    @aqsbd88 ปีที่แล้ว

    জমি বন্ধক নিয়ে একটা ভিডিও চাই।

  • @aqsbd88
    @aqsbd88 ปีที่แล้ว

    জমি বন্ধক নিয়ে একটা ভিডিও চাই।

  • @aqsbd88
    @aqsbd88 ปีที่แล้ว

    জমি বন্ধক নিয়ে একটা ভিডিও চাই।

  • @aqsbd88
    @aqsbd88 ปีที่แล้ว

    জমি বন্ধক নিয়ে একটা ভিডিও চাই।

  • @aqsbd88
    @aqsbd88 ปีที่แล้ว

    জমি বন্ধক নিয়ে একটা ভিডিও চাই।

  • @aqsbd88
    @aqsbd88 ปีที่แล้ว

    জমি বন্ধক নিয়ে একটা ভিডিও চাই।

  • @aqsbd88
    @aqsbd88 ปีที่แล้ว

    জমি বন্ধক নিয়ে একটা ভিডিও চাই।