বাবা - মা হওয়া সহজ। কিন্তু যোগ্য বাবা-মা হওয়া কঠিন। প্রতিটি বাবা-মার উচিত এই কথা গুলোর সারমর্ম তাদের সন্তানের উপর প্রতিফল করা। ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বিষয়টি যেমন সুন্দর আপনার কথা বলার ধরণও তেমনি সুন্দর। মনোযোগ সহকারে পুরোটা শুনলাম। অনেকদিন পর কারো বক্তব্য এতোটা শ্রুতিমধুর লেগেছে এবং uninterrupted এই বক্তব্যটি চমৎকার হয়েছে। Keep it up Ruma apa and thanks for this important message.
জীবনের লক্ষ্য হচ্ছে উত্তাল সমুদ্রে ছোট তরীর মতো যা দৃঢ় মনোবল ও সঠিক পন্থায় পরিচালিত করতে পারলে জীবনে সাফল্য আসবেই। ধন্যবাদ ম্যাম এতো অল্প সময়ে এমন গুরুত্বপূর্ণ বিষয়টিকে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। আল্লাহ্ আপনাকে নেক হায়াত দান করুক,আমিন।
এত চমতকার একটি মেসেজ পেলাম আপনার বকতব্য থেকে, এক কথায় অসাধারন। ছোটবেলা থেকে আমরা রচনা লিখেছিলাম aim in life,কিন্তু আমরা কি আমাদের সন্তানদের বলছি সেটা? না বলছি না। বিশেষ করে আমরা যারা দেশের বাইরে থাকি তাদের জন্য বলছি অপূর্ব এ মেসেজটা সবাই শুনবেন please. রেহেনুমা আপনার বক্তব্যর জন্য অসংখ 🙏
আলোচনা৷ শোনার পরে মনে হচ্ছে আগে মা বাবা-মা হিসেবে নিজেদের একটি লক্ষ্য দিতে হবে যে নিজেরা শুদ্ধ্যাচ্চারই গরে তোলার পাশাপাশি সন্তান দের তা-ই করতে হবে, আলোচকের প্রানবন্ত আলোচনা অনেক ভালো লেগেছে।
"জীবিকাকে সেবায় রূপান্তরিত করা" আপনার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাটি সকলের মনে রাখা উচিত আর এটাও নিশ্চিৎ করা দরকার আমরা যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই শিক্ষাটা সঠিক ভাবে দিতে পারি। আপনাকে ধন্যবাদ, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি যে পরমপিতা আপনাকে এই বিশ্বের মানুষের সামনে একজন বড় মানুষ হিসাবে উপস্থাপন করুন।
মাশআল্লাহ । প্রিয় আপু কথাগুলো অনেক বেশি মোটিভেশনাল। সব বাবা মা যদি সন্তান দের নিয়ে এভাবে চিন্তা করতো এই সমাজ টাই সুন্দর হতো। আশাকরি যারা এই ভিডিও টা দেখবে তারা সত্যিই অনেক বেশি উপকার পাবে। অসংখ্য ধন্যবাদ ।দোয়া করি আল্লাহ আপনাক ভাল রাখুক .
আসসালামুআলাইকুম শুকরীয়া, বুবুজান তোমার তুলনা তুমি।তোমার আলোচনা আমি মুগ্ধ। বারবা তোমার আলোচনা আমি শুনি। তোমার স্রোতিমধুর আলোচনা আমাকে প্রেরণা দেয়।তুমি দেখতে যেমন সুন্দর কথা বলাও তেমনি সুন্দর।
খুব সুন্দর কথা বলেছেন ম্যাম। আমি অবিবাহিত কিন্তু আমি এখন থেকেই ভাবী যে আমার সন্তানদের কে ছোটবেলা থেকেই এভাবেই গড়ে তুলবো। দোয়া করবেন ম্যাম মা হিসাবে যেন সঠিক শিক্ষা দিতে পারি। আমি পারিনি আমার সন্তান যেন পারে।
আপনাদের এই আলোচনা গুলো থেকে শিক্ষা নিয়ে যেন নিজের সন্তানের জীবনের উদেশ্য ঠিক করে বোঝাতে পারি ওকে ভগবানের কাছে সেই কামনা করি।অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে।কলকাতা থেকে বিজয়ার শুভেচ্ছা সহ।
আমরা খুব আনন্দিত যে গত পরশু থেকে কলকাতায় শুরু হওয়া ১০ম বাংলাদেশ বইমেলায় কোয়ান্টামের একটি স্টল দেয়া হয়েছে। Quantum Foundation | Stall no 67 আপনারা আমন্ত্রিত । আসুন এবং কোয়ান্টামের বই সংগ্রহ করার সুযোগ গ্রহণ করুন। ২-১১ ডিসেম্বর, ২০২২। কলেজ স্কোয়ার , কলেজ স্ট্রিট, কলকাতা ।
শোকর আলহামদুলিল্লাহ্! আসলে আপনাদের অনুপ্রেরণা ও দোয়া নিয়েই আমরা ক্রমাগত সমৃদ্ধ হচ্ছি। আমাদের সাথেই থাকুন এবং ভিডিওগুলো প্রিয়জনদের সাথে শেয়ার করুন। কারণ যত শেয়ার হবে ততো বেশি মানুষ এই কল্যাণের অংশীদার হবে। আমরাও বেশি বেশি এবং আকর্ষণীয় ভিডিও নিয়ে অনেক মানুষের কাছে পৌঁছাতে পারব।
Important tropic and excellent presentation Sir. We should understand our child and need to deliver right way for their better life . Thank you very much for the valuable opinion .....
আসসালামু আলাইকুম সত্যি চমৎকার আলোচনা। বুবু তোমার আলোচনা পুরো টাই শুনেছি। চমকিত পুলকিত হলাম। বার বার শুনতে ইচ্ছে করছে। বিশ্বাস করো আমার নাতী নাতনী জন্য প্রয়োগ করবো ইনশাআল্লাহ। আর তোমার কথা কি বলবো আমার তোমার তুলনা তুমি। ঘর, কেরীয়ার, সন্তান আত্নীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে পথ চলা,,,,, এই ভাবে এগিয়ে যাও তুমি আমার মডেল,,
খুবই চমৎকার আলোচনা। এভাবেই যদি আলোকায়নের যে কোনো একটি সেশনের আলোচনা চ্যানেলে দেয়া হতো তাহলে খুব ভালো হতো। আমরা যারা ঢাকার বাইরে থাকি, সঙ্গত কারণেই আলোকায়নে আসতে পারি না। খুব মিস করি। এই বিষয়টি নিয়ে যদি কিছু করা যায় তাহলে খুব ভালো হতো।
নিয়মিত আমাদের এই বিষয় গুলো নিয়ে আমাদের এই সাইট এ অনেক ভিডিও প্রচার হচ্ছে।এছাড়া আমাদের ওয়েবসাইট ও পাবেন।সবচেয়ে ভালো হয় আপনি আপনার বাচ্চাদের নিয়ে আমাদের যে কোন উন্মুক্ত প্রোগ্রাম এ চলে আসুন। ধন্যবাদ।
Ruma apu proud of you. I wonder how you could explain such a complicated issue into a nicely and delicate manner. Such an eye opening explanation everyone should listen to it regardless their background. Wish to see more videos like this from you. Not only through QM platform but also in other medias.
Assalamu alaikum. Apu sob thik ache, kintu ei sathe jodi ektu Allah ke chanar kotha bolten, namaj bujhe porar kotha bolten, tahole jinis ta purno ta peto. Thanks for inspiring for positive parenting.
আসসালামু আলাইকুম। ভিডিওর এ অংশে পরিচয় দেয়া আছে। th-cam.com/video/7oEEXxBDw1U/w-d-xo.html রেহানা আক্তার রুমা বিভাগীয় প্রধান, প্রজেক্টস এন্ড প্রোগ্রাম, বাংলাদেশ ট্রেনার্স এসোসিয়েশন এবং ইন্টারন্যাশনাল কনসালট্যান্ট ও কর্পোরেট ট্রেইনার।
বাবা - মা হওয়া সহজ। কিন্তু যোগ্য বাবা-মা হওয়া কঠিন। প্রতিটি বাবা-মার উচিত এই কথা গুলোর সারমর্ম তাদের সন্তানের উপর প্রতিফল করা। ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমাদের সন্তানরা যেন ভালো মানুষ হয়ে বেড়ে উঠে, এই লক্ষ্যেই আমাদের এই প্রচেষ্টা।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
ঠিক বলছো ভাই
ঠিক
ফুলকুড়ি শিশু প্রজন্মের যত্নে চাই সবার আন্তরিকতা।
ধন্যবাদ ধন্যবাদ আপনায়।
Akdom thik kota
শুনে প্রশান্ত হলো চিত্ত।খুবই সুন্দর, অত্যান্ত দরকারি ও বাস্তবসম্মত কথামালা।অসংখ্য ধন্যবাদ ম্যাডাম।
"জীবিকাকে সেবায় রুপান্তরিত করা" অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কথাটি ছোট থেকেই শেখানো উচিত। ❤️
অশেষ শুকরিয়া।
ম্যাম এর কথাটি একদম ঠিক স্বপ্ন সন্তানদের মাঝে স্বপ্ন দেওয়া উচিৎ, যে বাবা মা মায়ের দেয় তাদের ছেলে মেয়েরা অনেক এগিয়ে।
বাহ কী সুন্দর। বাহ বাহ বাহ
বুঝিয়াছি সব
তোমরা করে যাও কলরব
দেখিয়া শুনিয়া সাজিয়াছ ভালো
ছড়াইতেছো অজ্ঞানের আলো
সাধুবাদ জানাই জনাবা
বলিতেছি মারহাবা
কিছু জীবনলব্ধ দামী কথা,,,,,Realization এর জন্য এই কথাগুলোই যথেষ্ট,,,,,,, সাবলিল উপস্থাপনা যা বক্তব্যগুলোকে feel করানোর জন্য অনেক বেশি help করেছে,,,,,
বিষয়টি যেমন সুন্দর আপনার কথা বলার ধরণও তেমনি সুন্দর। মনোযোগ সহকারে পুরোটা শুনলাম। অনেকদিন পর কারো বক্তব্য এতোটা শ্রুতিমধুর লেগেছে এবং uninterrupted এই বক্তব্যটি চমৎকার হয়েছে। Keep it up Ruma apa and thanks for this important message.
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের ওপর চমৎকার উপস্থাপনা।
অনেক শুকরিয়া আপু। দোয়া কোরো।
জীবনের লক্ষ্য হচ্ছে উত্তাল সমুদ্রে ছোট তরীর মতো যা দৃঢ় মনোবল ও সঠিক পন্থায় পরিচালিত করতে পারলে জীবনে সাফল্য আসবেই।
ধন্যবাদ ম্যাম এতো অল্প সময়ে এমন গুরুত্বপূর্ণ বিষয়টিকে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।
আল্লাহ্ আপনাকে নেক হায়াত দান করুক,আমিন।
Thanku didi thanku.
মাশা-আল্লাহ আপু খুবই মোটিভেশনাল স্পিচ।সত্যি বাবা মা হওয়া টা যতটা সহজ সন্তান কে মানুষের মানুষ হিসেবে গড়ে তোলা ততটাই কঠিন।
ধন্যবাদ আপু। দোয়া করবেন।
এত চমতকার একটি মেসেজ পেলাম আপনার বকতব্য থেকে, এক কথায় অসাধারন। ছোটবেলা থেকে আমরা রচনা লিখেছিলাম aim in life,কিন্তু আমরা কি আমাদের সন্তানদের বলছি সেটা? না বলছি না। বিশেষ করে আমরা যারা দেশের বাইরে থাকি তাদের জন্য বলছি অপূর্ব এ মেসেজটা সবাই শুনবেন please. রেহেনুমা আপনার বক্তব্যর জন্য অসংখ 🙏
আপনাকে প্রথম শুনলাম!
সুন্দর!
আলোচনা৷ শোনার পরে মনে হচ্ছে আগে মা বাবা-মা হিসেবে নিজেদের একটি লক্ষ্য দিতে হবে যে নিজেরা শুদ্ধ্যাচ্চারই গরে তোলার পাশাপাশি সন্তান দের তা-ই করতে হবে, আলোচকের প্রানবন্ত আলোচনা অনেক ভালো লেগেছে।
আমরা নিজেরা শুদ্ধাচারী হবো এবং আমাদের সন্তানদেরও শুদ্ধাচারী করে গড়ে তুলবো।
অনেক শুকরিয়া।
Onak sundor boktobbo
ম্যাডাম, খুবই ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ। খুবই সময়উপযোগী একটা আলোচনা। এমন আরও আলোচনা আমাদের উপহার দিবার জন্য অনুরোধ রইলো।
ধন্যবাদ জানাই আমাদের ভিডিওর ব্যাপারে আপনার আগ্রহের জন্যে। দোয়া করবেন যেন নতুন নতুন ভিডিও নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হতে পারি।
ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন।
আপনাকেও ধন্যবাদ।
অনেক সুন্দর একটা আলোচনা। অনেক ধন্যবাদ আপনাকে।
আপনাকেও ধন্যবাদ।
Mam khub sundor sundor kotha bollen amar khub valo laglo apnake amar pronam 🙏🙏💚♥️
"জীবিকাকে সেবায় রূপান্তরিত করা" আপনার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাটি সকলের মনে রাখা উচিত আর এটাও নিশ্চিৎ করা দরকার আমরা যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই শিক্ষাটা সঠিক ভাবে দিতে পারি। আপনাকে ধন্যবাদ, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি যে পরমপিতা আপনাকে এই বিশ্বের মানুষের সামনে একজন বড় মানুষ হিসাবে উপস্থাপন করুন।
অশেষ শুকরিয়া। দোয়া করবেন যেন জীবনের শেষ দিন অবধি মানুষের জন্য কাজ করতে পারি।
মাশআল্লাহ । প্রিয় আপু কথাগুলো অনেক বেশি মোটিভেশনাল। সব বাবা মা যদি সন্তান দের নিয়ে এভাবে চিন্তা করতো এই সমাজ টাই সুন্দর হতো। আশাকরি যারা এই ভিডিও টা দেখবে তারা সত্যিই অনেক বেশি উপকার পাবে। অসংখ্য ধন্যবাদ ।দোয়া করি আল্লাহ আপনাক ভাল রাখুক .
ইনশাল্লাহ, আমরা বাবা-মারা আমাদের সন্তানদের জীবনের লক্ষ্য ও ভালো মানুষ হিসেবে গড়ে তুলবো।
অনেক শুকরিয়া। দোয়া করবেন।
অসাধারণ আলোচনা। খুব ভালো লাগলো। অনেক সমৃদ্ধ হলাম ।
শুকরিয়া।🙏🙏
অসাধারণ পরামর্শ।
আপনি অনেক সুন্দর আর সাবলীল ভাবে বক্তব্য রাখেন। অনেক ধন্যবাদ এতো সুন্দর একটা বিষয় এতো সুন্দর ভাবে তুলে ধরার জন্য 💗
ভালোবাসা নিবেন আপু 💗
- শ্রেয়সী
Mashaallah
আসসালামুআলাইকুম শুকরীয়া,
বুবুজান তোমার তুলনা তুমি।তোমার আলোচনা আমি মুগ্ধ। বারবা তোমার আলোচনা আমি শুনি। তোমার স্রোতিমধুর আলোচনা আমাকে প্রেরণা দেয়।তুমি দেখতে যেমন সুন্দর কথা বলাও তেমনি সুন্দর।
🙏🙏
কথাগুলো শুনে আমার অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
আমরা সবাই ভালো কথাগুলো আমাদের জীবনেও অনুশীলন করবো।
আপনাকেও অনেক ধন্যবাদ আপু।
"Koyta bari r koyta gari rekhe jete parchi..." one of the most realistic example for this era! ❤️
খুব সুন্দর কথা বলেছেন ম্যাম। আমি অবিবাহিত কিন্তু আমি এখন থেকেই ভাবী যে আমার সন্তানদের
কে ছোটবেলা থেকেই এভাবেই গড়ে তুলবো। দোয়া করবেন ম্যাম মা হিসাবে যেন সঠিক শিক্ষা দিতে পারি। আমি পারিনি আমার সন্তান যেন পারে।
তার জন্য ভালো বাবা আগে নির্বাচন করতে হবে।
আপনাদের এই আলোচনা গুলো থেকে শিক্ষা নিয়ে যেন নিজের সন্তানের জীবনের উদেশ্য ঠিক করে বোঝাতে পারি ওকে ভগবানের কাছে সেই কামনা করি।অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে।কলকাতা থেকে বিজয়ার শুভেচ্ছা সহ।
ভগবান আপনার সকল কল্যাণকর ইচ্ছা পুরন করুন।
ভালো থাকবেন দিদি।
আমরা খুব আনন্দিত যে গত পরশু থেকে কলকাতায় শুরু হওয়া ১০ম বাংলাদেশ বইমেলায় কোয়ান্টামের একটি স্টল দেয়া হয়েছে। Quantum Foundation | Stall no 67
আপনারা আমন্ত্রিত । আসুন এবং কোয়ান্টামের বই সংগ্রহ করার সুযোগ গ্রহণ করুন।
২-১১ ডিসেম্বর, ২০২২। কলেজ স্কোয়ার , কলেজ স্ট্রিট, কলকাতা ।
সর্বোপরি। স্বামী-স্ত্রী উভয়ের সমঝোতা প্রয়োজন।
ভিডিওটি দেখার জন্য এবং সাথে থাকার জন্য শুকরিয়া, আপনার জন্য শুভকামনা ।
অসাধারণ 💕 এক্কেবারে খাঁটি কথা বলেছেন। ধন্যবাদ আপনাকে।
It's a good learning experience.
ঢাকার কর্মক্ষেত্র ছেড়ে আজ ঝিনাইদহে। তাই কোয়ান্টাম কে মিস করি অনেক, অনেক। ভালো থাকুক কোয়ান্টাম পরিবার ❤️❤️
Miss হবে কেন!?
অনলাইনে তো সবই আছে!!
We pray for You.
হ্যা, তাতো আছেই। কিন্তু গুরুজি কে কাছ থেকে দেখার অপূর্ণতাটুকু তো থেকেই যায় তাই না?
Good advice
শোকর আলহামদুলিল্লাহ্! আসলে আপনাদের অনুপ্রেরণা ও দোয়া নিয়েই আমরা ক্রমাগত সমৃদ্ধ হচ্ছি। আমাদের সাথেই থাকুন এবং ভিডিওগুলো প্রিয়জনদের সাথে শেয়ার করুন। কারণ যত শেয়ার হবে ততো বেশি মানুষ এই কল্যাণের অংশীদার হবে। আমরাও বেশি বেশি এবং আকর্ষণীয় ভিডিও নিয়ে অনেক মানুষের কাছে পৌঁছাতে পারব।
This is very important lecture for every parents . I got very effective lesson from this lecture.
Thanks, share with others to help others. Be with us
Thanks for good advice and proper lifestyle aim.
খুব ভালো লাগলো কথাগুলো। অনেক ধন্যবাদ
আপনাকেও ধন্যবাদ
Important tropic and excellent presentation Sir. We should understand our child and need to deliver right way for their better life . Thank you very much for the valuable opinion .....
কি সুন্দর করে বল্লেন , কি অসাধারণ সব কথা বললেন ,
🙏🙏
মানুষের জন্য যারা কাজ করেন তারাই প্রকৃত মানুষ।
Thanks for important subject delivered by your organization 🙌
A wonderful lesson from Ruma Madam. We can truly achieve wonders if we have the dream and right purpose.
❤❤❤❤❤
My life could be different if my parents know all this. Thanks to you ruma apo my next generation will be different.
Thanks for your thoughtful comment.
Wonderful
You are an inspiration for me madam. Your every word is as wonderful as it is very important for our life.❤️
Thanks for watching the video. Hope you make use of the guidelines.
অসাধারণ লাগলো। ধন্যবাদ
আপনাকেও ধন্যবাদ।
খুব ভালো লাগলো।অনেকে উপকৃত হবেন।
অনেক শুকরিয়া।
Good to listen. Learned a lot.
অনেক অনেক ভাল লাগল কথাগুলি।
সন্তান দের সময় দিতে হবে প্রতি বাবা এবং মা এর।
অসাধারণ !!!
অনেক শুকরিয়া।
সুন্দর আলোচনা।
অনেক ধন্যবাদ।
Mam apnar kathak gulo mon cua galo thanks mam
দোয়া করবেন যেন আরো বেশি করে মানুষের জন্য কাজ করতে পারি।
খুব সুন্দর একটা আলোচনা।
অনেক শুকরিয়া।
গভীর সত্য কথা । ধন্যবাদ
Exactly
Very Inspiring Story…..
Thanks🙏🙏
এতোচমৎকার আলোচনা👍👍👍
অনেক শুকরিয়া। 🙏🙏
Thank you ma'am
Sensation speech.
Thanks for watching
Thanks a lot.🙏🙏
সুন্দর উপস্থাপনা,,,
🙏🙏
আসসালামু আলাইকুম
সত্যি চমৎকার আলোচনা। বুবু তোমার আলোচনা পুরো টাই শুনেছি। চমকিত পুলকিত হলাম। বার বার শুনতে ইচ্ছে করছে। বিশ্বাস করো আমার নাতী নাতনী জন্য প্রয়োগ করবো ইনশাআল্লাহ। আর তোমার কথা কি বলবো আমার তোমার তুলনা তুমি। ঘর, কেরীয়ার, সন্তান আত্নীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে পথ চলা,,,,, এই ভাবে এগিয়ে যাও তুমি আমার মডেল,,
অনেক অনেক শুকরিয়া।
সকল প্রশংসা পরম করুনাময়ের।
আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন।
অসাধারণ
অনেক সুন্দর উপস্থাপনা
অনেক শুকরিয়া।
পরিবারের ১ম ধাপটিই হল মা ভাল দিকটি সন্তানের সামনে উপস্হিত করা ও এগিয়ে যাওয়ার জন্য আগ্রহ করা ।
আলহামদুলিল্লাহ
শোকর আলহামদুলিল্লাহ।
Verry verry nice . poramosso
ধন্যবাদ ভাইয়া।
👍👌👌
Amon alochana ba upodesh proti ghary ghary ba biddhaloy howa dorker
আমরা কোয়ান্টাম ফাউন্ডেশনের থেকে এই কাজটাই করছি। সুযোগ পেলে ফাউন্ডেশনের এ এসে দেখে যাবেন। দাওয়াত রইল।
খুবই চমৎকার আলোচনা। এভাবেই যদি আলোকায়নের যে কোনো একটি সেশনের আলোচনা চ্যানেলে দেয়া হতো তাহলে খুব ভালো হতো। আমরা যারা ঢাকার বাইরে থাকি, সঙ্গত কারণেই আলোকায়নে আসতে পারি না। খুব মিস করি। এই বিষয়টি নিয়ে যদি কিছু করা যায় তাহলে খুব ভালো হতো।
আপনার আগ্রহের জন্য ধন্যবাদ।
আমরা আন্তরিকভাবে চেষ্টা করবো।
চমৎকার
ভাল লাগল
আপনাকে ধন্যবাদ
আস্ সালামু আলাইকুম। শ্রদ্ধেয় সঞ্চালক সাহেব আপনাদের এই মেডিটেশন অনুষ্ঠানে যোগদান করার নিয়মাবলী জানিয়ে উপকৃত করবেন।
Thnx so so for ur good advised but I request u kindly u wear Hijab .
Tnx
Very nice presentation.Really well said. You always inspire me ,keep it up .May the Almighty Shower His Blessings upon you.
Always keep me in your prayer🙏🙏
Beautiful.
Thank you
You mention London School of Economics.
Farida Akter NY Bronx
Assalamualikum asadharon hoiase Allaha apna k er uttom protidan dik Amin
আপা দোয়া করবেন আমাদের সবার জন্য।
Thanks, mam, social leader bortoman social nosto korse. Tara valo hole somaz hoto. Sudu parents dae noy. Thinks
You always inspire me♥️
🙏🙏
Thanks
সমসাময়িক সামাজিক অস্থিরতা ও বিজ্ঞাপনী উদ্দীপনার প্রভাব বর্তমান প্রজন্মের উপর কতটা ভারী ও প্রভাবশীল তা উপেক্ষণীয় নয় যে কোন গঠনমূলক আলোচন চক্রে।
দীন ইসলাম শিক্ষা দিতে হবে।
👍
Ami apner sathe jogajog korte chai...kibhabe korbo
Nice
আমার বাচ্চার ভীষণ জেদ একদম পড়াশোনা করতে চায়না কিন্তু ব্রেনটা খুব ভালো অল্প পড়লেই পারে যদি এ বিষয়ে আমাকে একটু সাহায্য করেন খুবই উপকৃত হব🙏🙏🙏🙏
নিয়মিত আমাদের এই বিষয় গুলো নিয়ে আমাদের এই সাইট এ অনেক ভিডিও প্রচার হচ্ছে।এছাড়া আমাদের ওয়েবসাইট ও পাবেন।সবচেয়ে ভালো হয় আপনি আপনার বাচ্চাদের নিয়ে আমাদের যে কোন উন্মুক্ত প্রোগ্রাম এ চলে আসুন।
ধন্যবাদ।
Very informative, engaging and well-made video by Ruma Madam. I will definitely share it with all my peers. Ma Sha Allah.
Thanks a lot Tahmid. Whenever you get chance, please attend any of the open program of Quantum Foundation.
Stay well.😊
@@rehanaakter5788
;
Good
🙏🙏
right
🙏🙏
Ruma apu proud of you. I wonder how you could explain such a complicated issue into a nicely and delicate manner. Such an eye opening explanation everyone should listen to it regardless their background. Wish to see more videos like this from you. Not only through QM platform but also in other medias.
Assalamu alaikum. Apu sob thik ache, kintu ei sathe jodi ektu Allah ke chanar kotha bolten, namaj bujhe porar kotha bolten, tahole jinis ta purno ta peto. Thanks for inspiring for positive parenting.
❤️
🙏❤️
পি এস পি গুরুফ স্যার মিজান সাহেব নৈতিকতা ওনারা বাপ ছেলে বৌউকে নিয়ে একসাথে ডাইনিং টেবিলে বসে খাওয়াদা দাওয়া করতো। বাবা ছেলে কোন সম্যাসা থাকলে সবাই মিলে চিনতা ভাবনা এখনো করে।
Doing ibadah of Almighty Allah is the true gain and goal of this life
আলোচকের পরিচয় জানালে খুব ভাল হত। ধন্যবাদ!
আসসালামু আলাইকুম।
ভিডিওর এ অংশে পরিচয় দেয়া আছে।
th-cam.com/video/7oEEXxBDw1U/w-d-xo.html
রেহানা আক্তার রুমা
বিভাগীয় প্রধান, প্রজেক্টস এন্ড প্রোগ্রাম,
বাংলাদেশ ট্রেনার্স এসোসিয়েশন এবং ইন্টারন্যাশনাল কনসালট্যান্ট ও কর্পোরেট ট্রেইনার।