ভারত থেকে বলছি। অনেক সাহিত্যের সিনেমা-রূপান্তর হতে দেখেছি, এখানে সিনেমাকে সাহিত্যে রূপান্তরিত হতে দেখলাম। পরিচালক ও অন্যান্য কলাকুশলীদের আমার আন্তরিক ধন্যবাদ জানাই এমন সুন্দর একটা সিনেমা উপহার দেওয়ার জন্য।
বাংলাদেশ থেকে কবি বন্ধু হাফেজ আহমেদ এই সিনেমার linkপাঠিয়েছেন।মোহিত হয়ে দেখলাম ।অপূর্ব ।অসাধারণ ।বহুদিন পর এতো সুন্দর জীবন গাঁথা দেখলাম সিনেমা নয়।এই কাহিনী যিনি লিখেছেন তাকে, যিনি চলচ্চিত্র নির্মাণ করেছেন তাকে salute সশ্রদ্ধ ভালোবাসা জানাই।অভিনেতা অভিনেত্রী দারুণ অভিনয় করেছেন।গোটা teamকে ধন্যবাদ । from Eti Roy Dewan .kolkata
ছোট বেলা থেকে আমি অনেক বাংলাদেশী গান শুনেছি।এত সুন্দুর লাগত আমি বলে বোঝাতে পারব না।গান শুনতাম আর বই পড়তাম।তখন আমি চতুর্থ শ্রেণীতে পড়তাম।ভাবতাম সেখানকার লোক জন কত ভালো,কত সুন্দর,কত সরল।ভাবতাম সেখানে যদি যেতে পারতাম! গোপীনাথ হালদার,ভারত থেকে।
এ ছবির শুটিং হয়েছিল আমার হাই স্কুল এর আশেপাশে। আমি তখন ক্লাস এইটে।ক্লাশ বাদ দিয়ে আমরা শুটিং দেখতে যেতাম। আহা! কী সুন্দর ছিল দিনগুলো!!! ভিডিও ফোন ছিলনা।সেই উচুনিচু বরেন্দ্রভূমি। ঠিক যেন উপত্যকা। রাস্তাঘাট পাকা ছিলনা তখন। আজও এরকম উচুনিচুই আছে।তবে শুধু আমবাগান আর আমবাগান।অনেক দিন পর দেখলাম মুভিটা। আর ফিরে গেলাম ঠিক ১৯ বছর আগে।
২০২২ সালে এসে এই ছবি দেখে একটাই কথা মনে পড়তেছে বারবার। কতইনা সুন্দর ছিল এই অপরুপ বাংলায়, কি সুন্দর দৃশ্য ছিল, নয়নাভিরাম ও মনোমুগ্ধকর পরিবেশ। ছিলোনা আধুনিকতার ছোয়া, ছিলোনা দালানকোঠা ছিলোনা, ছিলোনা পাকারাস্তা, ছিলোনা পেটভর্তি খাবার।তারপরও কতই না ভালো ছিলো মানুষের মন। ভেদাভেদ ভুলে একে অপরের সুখে দুঃখে সাথী ছিলো। আহা! মিস করি সেই আমার রঙ্গিন পেলে আসা শৈশব কিশোরের স্মৃতি মাখা দিনগুলো কে।
এক কথায় অসাধারণ একটা সিনেমা। তবে একটা কথা না বললেই নয় সেটা হল সুখি হতে অনেক টাকা লাগে না। মনে হচ্ছিল গল্প শুনেছিলাম আর শৈশবের স্মৃতিচারণ তো আছেই। অসাধারণ অভিনয় করেছেন সবাই। এইটা একটা সিনেমা না। এইটা মানুষের জীবন দর্শন। এতটা আনন্দ পাবো ভাবি নাই 🥰
অনেক দিন পরে আবার দেখতে আসলাম সিনেমাটি। যতোই দেখি ততোই মুগ্ধ হই। আর সবচেয়ে বড় গর্বের বিষয় যে নাটকটির শুটিং আমার গ্রাম ও এলাকার। আরও গর্বের যে নাটকটিতে মেম্বারের বাড়িটি আমাদের ❤️❤️❤️❤️
মন কে ছুঁয়ে যায় আর বাংলা দেশের গ্রাম দেখতে সবার ই ভালো লাগে দেখা হয়ে ওঠেনি শুনি বাবা, মায়ের কাছে কি অপরূপ গ্রামের দৃশ্য সহজ সরল মানুষ এর জীবনের কথা সে অনেক দিনের কথা বর্তমানে আমরা ভারত বাসী।
পশ্চিম বঙ্গ, বাংলাদেশের ভুলভাল সিনেমার পাশে এইসব সিনেমা গুলি অনন্য🙏🏾এটি অসাধারণ সিনেমা, ঠিক যেন চলমান সাহিত্য। দু একটা ভালো ছবি বেরোলেও, আমরা কলকাতা অনেক পিছিয়ে। কেননা কলকাতার সিনেমা অট্টালিকার বাইরে বেরোতে পারে না, কারণ তাদের কাছে কংক্রিটের শহরই বাংলা, আর গ্রাম বাংলা যেন তার উপনিবেশ। তাই শহরের পটভূমিকায় রচিত সিনেমায় "গ্রাম থেকে আগত চাকর ছাড়া আর তেমন কাউকে দেখা পাওয়া অসম্ভব প্রায়। আর গ্রাম ভিত্তিক সিনেমা তো উঠেই গেছে। বাংলা সিনেমার শুরুই হয় এখন দুবাই থেকে। করিম চাচা আর হরেন কাকার সুদূর হিঙ্গলগঞ্জের বাদ বনের জীবন যুদ্ধের খোঁজই কেউ রাখে না।👍 দুই বাংলার সিনেমা ইন্ডাস্ট্রি যদি ব্যবসায়ী দের কবল মুক্ত হয়ে একটু পড়াশুনা করে, হলিউড, বলিউড, দক্ষিণের অন্ধ নকল না করে, একটু নিজের মাটির গন্ধ শুঁকে "প্রকৃত বাংলা, বাঙালির চাল চিত্র সিনেমায় ধারণ করতো, তবে প্রকৃত সমাজ ভাবনার বিকাশ আরো সুন্দর হত!" তাহলে আমরা বলি হলি কে না, তারাই বাংলা থেকে শিক্ষা নিত।👍
ইদানীং আমার বাংলার সাহিত্যিক মুভি গুলার প্রেমে পরে গেছি অনেক ভালো লাগে আমি কয়েকটা নাটক দেখেছি যা দেখে চোখের পানি ধরে রাখতে পারিনি আরো দেখবো,,, উত্তরের সুর,পাপ - পুন্য, পাখির ডানা, বাবা,দুখাই,লাল পিরান সব নাটক গুলা বেস্ট ❤আ
প্রাকৃতিক সৌন্দর্যে ও গ্রাম্য পরিবেশে মন ও চোখ দুটোই ভরে গেছে। এই নাটকটি দেখে আমাদের সকলের শিক্ষা নেয়া উচিৎ। আমাদের প্রত্যকেরই স্ব স্ব অবস্হানে সন্তুষ্ট থাকা এবং শুকরিয়া আদায় করা উচিৎ, কেননা ভাল থাকার মানে টাকায় ডুবে থাকা নয়, অল্পতেই ভাল থাকা যায়।
আমাদের রুচি যে কত নিচে তা এই মুভির ভিউ দেখলে বোঝা যায়,,, দামি জিনিসের মূল্য সবাই দিতে পারে না,,,,বস্তা পচা জিনিসে ভিউ বেশি,,ধন্যবাদ এতো সুন্দর একটা মুভি জন্য,,
অসম্ভব সুন্দর হয়েছে ধন্যবাদ জানাচ্ছি নাটকের পরিচালক এবং যারা অভিনয় করছেন সকল কলাকুশলীদের আমরা গ্রামে বড় হয়েছি বাংলা গ্রামীণ অপরূপ সৌন্দর্য গ্রামীণ সাদামাটা জীবন ফুটিয়ে তোলার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এমন আরও নাটক চাই যাতে থাকবে মানুষের জীবন পরিবর্তনের ধারাবাহিকতা
ভারতবাসী হিসেবে গর্বে গর্বিত প্রতিবেশী এক রাষ্ট্রে এমন এক চলচিত্র সাহিত্য সৃষ্টি দেখে।অনন্যসাধারণ।শৈল্পিক গুন সমৃদ্ধ চলচিত্র।
এটা আমার গ্রামে শুটিং হয়েছে।
🥰
ভালো লাগলো❤
@@mehedijamechowdhury7517gramer naam na ki bro, r kon jelai ata
ভারত থেকে বলছি। অনেক সাহিত্যের সিনেমা-রূপান্তর হতে দেখেছি, এখানে সিনেমাকে সাহিত্যে রূপান্তরিত হতে দেখলাম। পরিচালক ও অন্যান্য কলাকুশলীদের আমার আন্তরিক ধন্যবাদ জানাই এমন সুন্দর একটা সিনেমা উপহার দেওয়ার জন্য।
আমাদের এলাকায় অনেক বছর আগের এটা
Nice
অভাব অনটন থাকলেও মানুষের যা আছে তাতেই মানুষের সুখী হওয়া উচিত।
অনেক সুন্দর শিক্ষনীয় একটা মুভি
আমরা বেশীর ভাগ মানুষ গ্রামে বড় হয়েছি তাই গ্রামীণ চিএ এত সুন্দর করে
ফুটিয়ে তুলেছেন যা সত্যি মন ছুয়ে গেল
আল্লাহ যাকে যে অবস্থায় রেখেছেন, সেই অবস্থায়ই তাঁর শুকরিয়া জানানো উচিৎ, তবেই প্রকৃত অর্থে সুখী হওয়া যাবে।।
ধন্যবাদ আপনার মুল্যবান মতামতের জন্য
তুই তো ফেরেস্তা রে!!তুই ইউটিউবে কি করস রে!!!?👿👿👿👿👿
বাংলা নাটকের মাঝে কেমন যেনো একটা ফিলোসোফি অনুভূতি রয়েছে যা অন্য কোথাও খোঁজে পায়না। ইনশাআল্লাহ একদিন আমিও বাংলাদেশের এমন একজন অভিনেতা হবো।
এটা সিনেমা দাদা
বাংলাদেশ থেকে কবি বন্ধু হাফেজ আহমেদ এই সিনেমার linkপাঠিয়েছেন।মোহিত হয়ে দেখলাম ।অপূর্ব ।অসাধারণ ।বহুদিন পর এতো সুন্দর জীবন গাঁথা দেখলাম সিনেমা নয়।এই কাহিনী যিনি লিখেছেন তাকে, যিনি চলচ্চিত্র নির্মাণ করেছেন তাকে salute সশ্রদ্ধ ভালোবাসা জানাই।অভিনেতা অভিনেত্রী দারুণ অভিনয় করেছেন।গোটা teamকে ধন্যবাদ । from Eti Roy Dewan .kolkata
ছোট বেলা থেকে আমি অনেক বাংলাদেশী গান শুনেছি।এত সুন্দুর লাগত আমি বলে বোঝাতে পারব না।গান শুনতাম আর বই পড়তাম।তখন আমি চতুর্থ শ্রেণীতে পড়তাম।ভাবতাম সেখানকার লোক জন কত ভালো,কত সুন্দর,কত সরল।ভাবতাম সেখানে যদি যেতে পারতাম!
গোপীনাথ হালদার,ভারত থেকে।
বারবার দেখার পরও শ্বাদ মিটেনি, মনে হয় পুরোটাই আবেগ ছিল, এক কথায় চমৎকার ।
এ ছবির শুটিং হয়েছিল আমার হাই স্কুল এর আশেপাশে। আমি তখন ক্লাস এইটে।ক্লাশ বাদ দিয়ে আমরা শুটিং দেখতে যেতাম। আহা! কী সুন্দর ছিল দিনগুলো!!! ভিডিও ফোন ছিলনা।সেই উচুনিচু বরেন্দ্রভূমি। ঠিক যেন উপত্যকা। রাস্তাঘাট পাকা ছিলনা তখন। আজও এরকম উচুনিচুই আছে।তবে শুধু আমবাগান আর আমবাগান।অনেক দিন পর দেখলাম মুভিটা। আর ফিরে গেলাম ঠিক ১৯ বছর আগে।
এলাকার নাম জানতে চাই ( স্কুলের পুরো নাম বলুন প্লিজ)
যেহেতু এটা বরেন্দ্রভূমি তাহলে সম্ভব বত রাজশাহী বিভাগ ও রংপুর বিভাগ এ হতে পারে,
ভাই আপনার বাসা কোথায়, কোন জেলায়
Naogaon jelay@@NayemislamIbnsina-kp5lu
নওগাঁর ভাষা এতো সুন্দর ফুঠিয়ে তোলা হয়েছে খুব ভালো লাগলো, আর সিনেমাটার গল্পটাও অসাধারণ!!
এই শুটিং নওগাঁর পোরশাতে হয়েছে।
ফাঁসিটা দিয়ে দিলে হয়ত নাটক নাটকের মতই হত!
কিন্তু না দেওয়াতে জীবন আবার বাঁচার আশা ফিরে পেয়েছে - এটাই সত্যিকার অর্থে জীবনের জন্য নাটক বা ছবি ❤️
অসাধারণ ছবি,সব কিছুই পারফেক্ট। চরিত্র,দৃশ্য, চিত্রারণ,কাহিনী,সংলাপ,ধন্যবাদ,রচনাকার,অভিনেতা,অভিনেত্রী,কলাকুশলী।। আগামী দিনের শুভেচ্ছা রইল।।
Onek valo movie ta
লোভ মানুষকে পিচাশ বানিয়েদেয়।সুন্দর গল্প সবার অভিনয় অসম্ভব সুন্দর।
২০০০ সাল থেকে ২০৯৯ সালে ভিতরে কেউ যদি এই মুভি টি দেখে থাকেন তাঁরা একটু হাজিরা দিয়ে যাবেন
2022
@@seuliakter102 🤣🤣🤣
Present Sir ✋
২০২২
উপস্থিত
২০২২ সালে এসে এই ছবি দেখে একটাই কথা মনে পড়তেছে বারবার। কতইনা সুন্দর ছিল এই অপরুপ বাংলায়, কি সুন্দর দৃশ্য ছিল, নয়নাভিরাম ও মনোমুগ্ধকর পরিবেশ। ছিলোনা আধুনিকতার ছোয়া, ছিলোনা দালানকোঠা ছিলোনা, ছিলোনা পাকারাস্তা, ছিলোনা পেটভর্তি খাবার।তারপরও কতই না ভালো ছিলো মানুষের মন। ভেদাভেদ ভুলে একে অপরের সুখে দুঃখে সাথী ছিলো। আহা! মিস করি সেই আমার রঙ্গিন পেলে আসা শৈশব কিশোরের স্মৃতি মাখা দিনগুলো কে।
পরিচালক
অনেকে অনেক ধন্যবাদ
বউ টারে বাচিয়ে রাখার জন্য
গ্রামীণ সমাজজীবন নিয়ে অসম্ভব সুন্দর একটা মুভি। ধন্যবাদ পরিচালকে ও কলাকুশলীদের যারা এত সুন্দর অভিনয় করেছেন।❤
যারা আজেবাজে অশ্লীল মুভি বানায় তারা এই নাটক টা দেখা উচিত,, যেঁ কত সুন্দর একটা নাটক!!
Eta movie..
এক কথায় অসাধারণ একটা সিনেমা। তবে একটা কথা না বললেই নয় সেটা হল সুখি হতে অনেক টাকা লাগে না। মনে হচ্ছিল গল্প শুনেছিলাম আর শৈশবের স্মৃতিচারণ তো আছেই। অসাধারণ অভিনয় করেছেন সবাই। এইটা একটা সিনেমা না। এইটা মানুষের জীবন দর্শন। এতটা আনন্দ পাবো ভাবি নাই 🥰
নাটক নাটকের জন্য নয়, কিছু নাটক জিবনের জন্য ও হয়........
গল্প এবং দৃশ্য অসাধারণ ফজলুর রহমান বাবু ভাইয়ের অভিনয় দারুন হয়েছে সবাই ভালো করেছে সব মিলিয়ে সুন্দর
অনেক দিন পরে আবার দেখতে আসলাম সিনেমাটি। যতোই দেখি ততোই মুগ্ধ হই। আর সবচেয়ে বড় গর্বের বিষয় যে নাটকটির শুটিং আমার গ্রাম ও এলাকার। আরও গর্বের যে নাটকটিতে মেম্বারের বাড়িটি আমাদের ❤️❤️❤️❤️
Porsar kon gram Vai Bola Jabe ki pls
Thanks গোলাম রব্বাণী বিপ্লব
এত সুন্দর একটা মুভি দেখানোর জন্য।
খুবই সুন্দর একটা মুভি!
বেশি টাকাও ভালো না কম টাকাও ভালো না আল্লাহ যেই পজিশনে রাখছে আলহামদুলিল্লাহ,এক কথায় সেরা অভিনয়।
অনেক সুন্দর একটা মুভি কে কে দেখছেন হাজিরা দিয়ে যাবেন
দেখলাম-কাঁদলাম-হাসলাম!
আমরা নিজেরাও বুঝিনা কোন সুখের খোঁজ করে বেরাই, রূপান্তরিত সুখ যে কখনো শান্তি এনে দেয় না তারই প্রতিফলন ফোটে উঠেছে । ধন্যবাদ সকলকে
নিজের অবস্থানে নিজেকে সুখী মনে করাই সুখী হওয়ার মূলমন্ত্র।
মিডিয়ার কাছে অনুরোধ, প্লিজ এমন কাজ আরো চাই,দয়া করে থেমে যাবেন না 🙏
এত সুন্দর নাটক ভাসায় প্রকাশ করা যায় না ধন্যবাদ সকল অভিনেতা অভিনেত্রী।
ভারত থেকে বলছি
Movie
অসাধারণ ভালো লাগলো ২০২১সালে দেখলাম ,,এই সালে আর কে কে দেখছেন।।
নাটকটি আমাদের পোরশা উপজেলায় নির্মাণ হয়েছে।
ছবির মত পরিষ্কার আমাদের এলাকা ও এলাকার মানুষজন। ধন্যবাদ ❤️
আপনার এলাকাটা দেখতে খুব সুন্দর ❤❤
অসাধারণ কাহিনি ও দৃশ্যপট
এক কথায় মন ছুয়ে গেল
কত সুন্দর গ্রামীণ পরিবেশে একটা ছবি কিন্তু ছবি কেউ দেখবে না এর ভিউ হবে না।
মন কে ছুঁয়ে যায় আর বাংলা দেশের গ্রাম দেখতে সবার ই ভালো লাগে দেখা হয়ে ওঠেনি শুনি বাবা, মায়ের কাছে কি অপরূপ গ্রামের দৃশ্য সহজ সরল মানুষ এর জীবনের কথা সে অনেক দিনের কথা বর্তমানে আমরা ভারত বাসী।
ধন্যবাদ। আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।
অসাধরন....
সত্যি মনটা ভরে গেলো,,,,অনেক দিন পড় হৃদয়ে দাগ কাটার মত একটা ছবি দেখলাম..এই ছবিটা দেখে ডিজিটাল পরিচালকদের শেখা উচিত...
আমার নওগাঁর সেই মায়ের ভাষা🥰🥰
এ যেন অন্যরকম মুগ্ধতায় আচ্ছন্ন!!!
Hmm
-আমার অতো টাকা দরকার নাই
-আমার ও অতো টাকার দরকার নাই।
স্বপ্ন সবাই দেখে কিন্তু হঠাৎ অনেক টাকার ভার সামলানো সত্যি কষ্টকর। অচল নোট , তাই লোকটা মেনে নিল। আর সংসার হারানোর ভয়ে মহিলাও মেনে নিল। বাস্তবধর্মী সিনেমা।
সত্যিই নাটকটি ভালো লেগেছে। গ্রামীণ প্রাকৃতিকটা খুবই ভালো লেগেছে।
এতো সুন্দর end আর কখনো দেখিনি কোন নাটকে। সত্যি ই অনেক ভালো লাগলো। এমনটাই চাই সবসময় 😍
রোকেয়া প্রাচীর চোখের পানি পড়ার দৃশ্যটা বাস্তবসম্মত হয়েছে।
জানি একদিন ভোর হবে।❤
পশ্চিম বঙ্গ, বাংলাদেশের ভুলভাল সিনেমার পাশে এইসব সিনেমা গুলি অনন্য🙏🏾এটি অসাধারণ সিনেমা, ঠিক যেন চলমান সাহিত্য।
দু একটা ভালো ছবি বেরোলেও,
আমরা কলকাতা অনেক পিছিয়ে। কেননা কলকাতার সিনেমা অট্টালিকার বাইরে বেরোতে পারে না, কারণ তাদের কাছে কংক্রিটের শহরই বাংলা, আর গ্রাম বাংলা যেন তার উপনিবেশ। তাই শহরের পটভূমিকায় রচিত সিনেমায় "গ্রাম থেকে আগত চাকর ছাড়া আর তেমন কাউকে দেখা পাওয়া অসম্ভব প্রায়। আর গ্রাম ভিত্তিক সিনেমা তো উঠেই গেছে। বাংলা সিনেমার শুরুই হয় এখন দুবাই থেকে। করিম চাচা আর হরেন কাকার সুদূর হিঙ্গলগঞ্জের বাদ বনের জীবন যুদ্ধের খোঁজই কেউ রাখে না।👍
দুই বাংলার সিনেমা ইন্ডাস্ট্রি যদি ব্যবসায়ী দের কবল মুক্ত হয়ে একটু পড়াশুনা করে, হলিউড, বলিউড, দক্ষিণের অন্ধ নকল না করে, একটু নিজের মাটির গন্ধ শুঁকে "প্রকৃত বাংলা, বাঙালির চাল চিত্র সিনেমায় ধারণ করতো, তবে প্রকৃত সমাজ ভাবনার বিকাশ আরো সুন্দর হত!" তাহলে আমরা বলি হলি কে না, তারাই বাংলা থেকে শিক্ষা নিত।👍
দারুন বললেন দাদা।
আমার জীবনে কখনো কোন নাটকের আলোচনা করে নাই,,এই নাটকের পরিচালক ভাইকে ধন্যবাদ,,,,, অনেক সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য,,,,
গ্রাম বাংলার চিত্র এবং নওগাঁর ভাষা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। ডিডো চাচার টেলিফোন জোস ছিলো। কথা না বলে ৬০ টাকা বিল🤣😂
Eta bogurar vasa
বগুড়া নওগাঁনওগাঁর ভাষা প্রায় একই রকম
ইদানীং আমার বাংলার সাহিত্যিক মুভি গুলার প্রেমে পরে গেছি অনেক ভালো লাগে আমি কয়েকটা নাটক দেখেছি যা দেখে চোখের পানি ধরে রাখতে পারিনি আরো দেখবো,,, উত্তরের সুর,পাপ - পুন্য, পাখির ডানা, বাবা,দুখাই,লাল পিরান সব নাটক গুলা বেস্ট ❤আ
ভালো সিনেমা বানাতে কোটি টাকা এবং
হট নায়িকা লাগে না এটা তার প্রমান
💖 এটা অসাধার 💖2021. দেখলাম
Khub Val Laglo Movie ta.
পিনিশিংটা দেখে চোঁখে পানি এসে গেল,আহা্ জীবন!!!!!
নাটকটা আমাদের পোরশা থানায় শুটিং হয়েছে অনেক ভালো নাটক
এইতো জীবন, আহা সোনালি জীবন।
স্যালুট এরকমন টেলিফিল্ম নির্মাতাদের।
প্রাকৃতিক সৌন্দর্যে ও গ্রাম্য পরিবেশে মন ও চোখ দুটোই ভরে গেছে। এই নাটকটি দেখে আমাদের সকলের শিক্ষা নেয়া উচিৎ। আমাদের প্রত্যকেরই স্ব স্ব অবস্হানে সন্তুষ্ট থাকা এবং শুকরিয়া আদায় করা উচিৎ, কেননা ভাল থাকার মানে টাকায় ডুবে থাকা নয়, অল্পতেই ভাল থাকা যায়।
মানুষ আশায় বেঁচে থাকে। লোভ হিংসা অহংকার পরিত্যাগ করা উচিত নইলে যে নিজের দেহ মনেরই ক্ষতি হয়। ধন্যবাদ পরিচালক শিল্পী ও সংশ্লিষ্ট সকলকে।
অসম্ভব সুন্দর হয়েছে। অসাধারন একটি ছবি।
এই নিয়ে ৫ বার দেখলাম ,কিন্তু মনে হলো প্রতিবারেই প্রথম দেখছি ,একি অনুভূতি ,শুধু এটুকুই বলবো যারা বিদেশি সিরিয়াল দেখেন তাদের মাথায় কি আছে ,
কমেন্টের প্রেমে পড়ে গেলাম... তার পর মুভি
amio...
আমাদের রুচি যে কত নিচে তা এই মুভির ভিউ দেখলে বোঝা যায়,,, দামি জিনিসের মূল্য সবাই দিতে পারে না,,,,বস্তা পচা জিনিসে ভিউ বেশি,,ধন্যবাদ এতো সুন্দর একটা মুভি জন্য,,
একদম সত্য।
one of the best movie in my life...
Mind blowing....
লোভে পাপ,পাপে মৃত্যু। বেশি লোভ করলে যা হয়।
সুন্দর একটা মুভি ধন্যবাদ পরিচালক কে এত সুন্দর একটা মুভি আমাদের উপহার দেওয়ার জন্য
প্রকৃতি দেখলেই মনটা জুড়াই যাই।
অসাধারন একটি ছবি অনেক বেশি ভাল লাগল ধন্যবাদ
সত্যি অসাধারণ একটা মুভি। বরাবরই আমি এসব সাহিত্যিক মুভি নাটকের ভক্ত।আর ফজলুর রহমান বাবু 💙আমাদের ফরিদপুর এর গর্ব
ফজলুর রহমান বাবু মানেই অন্যকিছু।
যতই দেখলাম মুগ্ধ হলাম।
অসাধারণ নাটক,পরিচালকে অনেক ধন্যবাদ,এত সুন্দর গল্প দিয়ে নাটক তৈরি করার জন্য।
এগুলো মুভি না৷ বাস্তব জীবন মনে হলো দেখে৷ আসলেই বাস্তব জিবন কাহিনি ❤❤
সত্যি সত্যি অসাধারণ একটা গল্প, আর অভিনয়ের প্রশংসা যাই করবো করলে কম হয়ে যাবে👌
এক কথায় অসাধারন ছিল,,,, এই দিনগুলো আর কোন দিনও পিরে আসবে না
অসাধারণ মুভি। এতো সুন্দর মুভির পরিচিতি কম।এখন সবাই রঙে মাখা সুখ চায়, তাই এই মুভির পরিচিতি খুবই কম।
অসম্ভব সুন্দর হয়েছে। অসাধারন একটি ছবি।👌👌👏👏
সত্যিই মন টা ভরে গেছে। গ্রাম বাংলার ঐতিহ্য তুলে নাটক টা আগের পুরাতন সব কিছু মিলে
মন ছুঁয়ে গেলো, কত কি শিখলাম, অনেক সুন্দর মুভিটা
গ্রামের বাড়িতে যাই না আজ প্রায় ১৬ বছর, মুভিটা দেখে এক মুহুর্তের জন্য গ্রাম বাংলার সেই পুরোনো দিন গুলারে খুব মনে পরতাছে
মনটা ভরে গেল সম্পূর্ণ নাটকটা দেখে বাংলাদেশে এখনো এরকম সুন্দর সুন্দর নাটক করা সম্ভব কিন্তু কি করবো সবাই তো লেংটা ফিল্ম নিয়ে ব্যস্ত
Vai Ata natok na at bangladesher movie movie
২০২৪ সালে কে কে দেখছো
Osadaron ekta move, seser scene ta dekhar por pani chole aschilo chokhe.. Eita sokoler jono shikhoniyo..onek valo ekta move chilo
অনেক সুন্দর একটা ছবি এবং আমার প্রিয় কিছু মানুষ অভিনয় করেছে তাই আরো ভালো লেগেছে
নাটকটি আমার গ্রামে ও আমাদের এলাকার শুটিং, এমনকি শুটিং ও আমি দেখেছি।
ভাই আপনাদের গ্রামটা অনেক সুন্দর।
গ্রামের নাম কি
এককথায় অসাধারণ একটা গল্প ভাষা দিয়ে লেখা সম্ভব নয় ধন্যবাদ সবাই কে ভালো একটা মুভি উপহার দেওয়ার জন্য 💙💙
গল্পের শেষটা এমন হবে ভাবিনি এই প্রথম আমার আইডিয়া ভুল হলো।অসাধারণ।
অসম্ভব সুন্দর হয়েছে ধন্যবাদ জানাচ্ছি নাটকের পরিচালক এবং যারা অভিনয় করছেন সকল কলাকুশলীদের আমরা গ্রামে বড় হয়েছি বাংলা গ্রামীণ অপরূপ সৌন্দর্য গ্রামীণ সাদামাটা জীবন ফুটিয়ে তোলার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এমন আরও নাটক চাই যাতে থাকবে মানুষের জীবন পরিবর্তনের ধারাবাহিকতা
ভালোবাসার আরেক নাম বাংলা নাটক
শুরুতেই এই নাটক দেখে মনে পরে গেলো ছোট বেলায় বাবার হাত ধরে ঠিক এমন একটা হাঁটে যেতাম । এখানে প্রতিচ্ছবি তুলেধরছেন
2022 years akhon natok ta dakci sotthi onak sundor hoeyca natok ta .So weet actor 🥰
সুন্দর এই সিনেমার কাহিনী মাঝে মাঝে কোত্থেকে কোথায় নিয়ে গিয়ে শেষমেষ শেষই করে দিলো কিছুই বুঝলাম না।
অসাধারণ গল্প
রিয়েল history মুভি
Thanks for you
Wrighter and ডিরেক্টর
এই নাটক দেখার সময় ফিরে গেলাম আমার অতিতে সত্যি অসাধারণ সুন্দর একটা টেলিফিল্ম,, সবাই একদম নিখুঁত ভাবে অবিনয় করেছে ধন্যবাদ পরিচালক কে....!!!!
এটা নাটক মনে হলো? নাটক সিনেমার সংগাই তো জানেন না😠
আরেকটি বাংলা সিনেমা ফেবারিট জায়গা করে নিলো, ❤️❤️
খুব ভালো লাগছে,
বুঝলাম শুধু টাকাতেই সুখ হয়না।
আল্লাহ পাক যাকে যা দিছে তাই নিয়েই সন্তুষ্টু থাকা উচিৎ
খুবই সুন্দর শিক্ষা মূলক সিনেমা, টাকা মানুষ কে অমানুষ বানিয়ে দেয়
Soho mot,,,,,,,
ঠিক বলেছেন
আগের দিনের ছবি গুলা দেখতে দেখতে শেষ হয়েগেছে----- আর পাইনা
অনেক দিন পর একটা গোটা সিনেমা দেখলাম কিন্তূ সিনেমা মনে হয়নি,ধণ্যবাদ সমস্ত শিল্পীকে
মুগ্ধ হয়ে দেখার মতো সিনেমা। অসাধারণ!
অনেক দিন পর একটা মনের মত আমাদের নওগাঁর ভাষায় ছবি দেখলাম মনটা ভরে গেল ্্্্্্ অসাধারণ
পুরনো নাটক আরো হাজার বছর হলে ও সুন্দর লাগে
নাটকের ফিনিশিং টা দারুন হয়েছে,,,,,❤❤❤❤
অসম্ভব সুন্দর একটা সিনেমা দেখাম।
পূনর্জীবিত গ্রাম বাংলা ❣️🥀🤟
অনেক অনেক ভালোলাগার একটি ছবি।দেশি বিদেশি সবার দেখা উচিত
ফজলুর রহমান বাবু স্যার কে দেখেই
দেখা শুরু করলাম 💕
খুবই সুন্দর, ছবিটা অনেক কিছু বুজিয়ে দিলো।
অসাধারণ কাজ।অনেক ধন্যবাদ গোলাম রাব্বানী স্যারকে।
Shotti osombov sundr 1ta golpo..✌