ববি হাজ্জাজের এক দফা এবং নির্বাচনকালীন সরকারের রূপরেখা ঘোষণা

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • প্রেস বিজ্ঞপ্তি
    ববি হাজ্জাজের এক দফা এবং নির্বাচনকালীন সরকারের রূপরেখা ঘোষণা
    চলমান সরকার বিরোধী আন্দোলনে বিএনপির সাথে একাত্মতা ঘোষণা করে সরকারের পতনের এক দফা এবং নির্বাচনকালীন সরকারের প্রস্তাবিত রূপরেখা ঘোষণা করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।
    শনিবার (১৫ জুলাই) বিকালে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত নসরুল হামিদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন ববি হাজ্জাজ।
    লিখিত বক্তব্যে ববি হাজ্জাজ বলেন, “ঐতিহাসিকভাবে আওয়ামী লীগ কখনোই স্বচ্ছ এবং বিতর্কমুক্ত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে নাই। একটি দেশের নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন পুরোপরি সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয় তখন নির্বাচন কমিশনের সদিচ্ছা থাকলেও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করা এবং প্রভাবমুক্তভাবে ভোটগ্রহণ করা তাঁদের পক্ষে সম্ভব হয় না।”
    তিনি বলেন, “সরকার জানে গত ১৫ বছরে যত রক্ত তাঁরা ঝড়িয়েছে তার হিসাব ক্ষমতা হারালে কড়ায় গন্ডায় জনগণকে বুঝিয়ে দিতে হবে।” ববি হাজ্জাজ বলেন, “সরকারের কঠিন নজরদাড়ি, প্রধানমন্ত্রীর সরাসরি হুমকি আর ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে গণমাধ্যম প্রকৃত সত্যকে তুলে ধরতে পারছে না। সমস্ত ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত থাকায় প্রশাসন বা নির্বাচন কমিশন কারো পক্ষেই প্রধানমন্ত্রীর অভিপ্রায়ের বাইরে যাবার সুযোগ নেই।”
    বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি দাবি করে ববি হাজ্জাজ বলেন, “দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার মহান লক্ষ্য অর্জন করতে এনডিএম একসাথে আন্দোলন-সংগ্রাম করতে চায়। একই সাথে নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে আন্দোলনে আমাদের দফা একটাই- বর্তমান সরকারের পদত্যাগের মাধ্যমে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন।”
    এনডিএম প্রস্তাবিত নির্বাচনকালীন সরকারের রূপরেখায় নির্বাচনের ৪২ দিন আগে সংসদ ভেঙে দেয়া, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে ২১ সদস্য বিশিষ্ট নির্বাচনকালীন সরকার এবং ইসি পুনঃগঠন করা, নির্বাচনকালীন সরকারে স্বাধীনতার পর সরকার এবং বিরোধী দলে থাকা ৪টি নিবন্ধিত রাজনৈতিক দলের ১জন করে সদস্যকে প্রতিনিধি রাখা, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্য থেকে সব রাজনৈতিক দলের সুপারিশকৃত নাম থেকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বাছাইয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নির্বাচন করা, কোন নির্দিষ্ট মন্ত্রনালয়ভিত্তিক কোন সদস্যকে দায়িত্ব না দিয়ে রুটিন ওয়ার্ক পরিচালনা করা ইত্যাদি কথা তুলে ধরেন ববি হাজ্জাজ।
    এসময় আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, কল্যাণ পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব) ইব্রাহিম, মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের এবং এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। এনডিএম এর যুগ্ম মহাসচিব মোমিনুল আমিনের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব হুমায়ুন পারভেজ খান, সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরাসহ দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি, যুব আন্দোলন এবং ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
    ধন্যবাদান্তে,
    মোমিনুল আমিন
    যুগ্ম মহাসচিব, এনডিএম
    ফোনঃ ০১৯১৩-৯৪০৮৩৯

ความคิดเห็น • 29

  • @bobbyhajjaj2862
    @bobbyhajjaj2862  ปีที่แล้ว +2

    প্রেস বিজ্ঞপ্তি
    ববি হাজ্জাজের এক দফা এবং নির্বাচনকালীন সরকারের রূপরেখা ঘোষণা
    চলমান সরকার বিরোধী আন্দোলনে বিএনপির সাথে একাত্মতা ঘোষণা করে সরকারের পতনের এক দফা এবং নির্বাচনকালীন সরকারের প্রস্তাবিত রূপরেখা ঘোষণা করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।
    শনিবার (১৫ জুলাই) বিকালে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত নসরুল হামিদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন ববি হাজ্জাজ।
    লিখিত বক্তব্যে ববি হাজ্জাজ বলেন, “ঐতিহাসিকভাবে আওয়ামী লীগ কখনোই স্বচ্ছ এবং বিতর্কমুক্ত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে নাই। একটি দেশের নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন পুরোপরি সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয় তখন নির্বাচন কমিশনের সদিচ্ছা থাকলেও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করা এবং প্রভাবমুক্তভাবে ভোটগ্রহণ করা তাঁদের পক্ষে সম্ভব হয় না।”
    তিনি বলেন, “সরকার জানে গত ১৫ বছরে যত রক্ত তাঁরা ঝড়িয়েছে তার হিসাব ক্ষমতা হারালে কড়ায় গন্ডায় জনগণকে বুঝিয়ে দিতে হবে।” ববি হাজ্জাজ বলেন, “সরকারের কঠিন নজরদাড়ি, প্রধানমন্ত্রীর সরাসরি হুমকি আর ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে গণমাধ্যম প্রকৃত সত্যকে তুলে ধরতে পারছে না। সমস্ত ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত থাকায় প্রশাসন বা নির্বাচন কমিশন কারো পক্ষেই প্রধানমন্ত্রীর অভিপ্রায়ের বাইরে যাবার সুযোগ নেই।”
    বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি দাবি করে ববি হাজ্জাজ বলেন, “দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার মহান লক্ষ্য অর্জন করতে এনডিএম একসাথে আন্দোলন-সংগ্রাম করতে চায়। একই সাথে নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে আন্দোলনে আমাদের দফা একটাই- বর্তমান সরকারের পদত্যাগের মাধ্যমে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন।”
    এনডিএম প্রস্তাবিত নির্বাচনকালীন সরকারের রূপরেখায় নির্বাচনের ৪২ দিন আগে সংসদ ভেঙে দেয়া, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে ২১ সদস্য বিশিষ্ট নির্বাচনকালীন সরকার এবং ইসি পুনঃগঠন করা, নির্বাচনকালীন সরকারে স্বাধীনতার পর সরকার এবং বিরোধী দলে থাকা ৪টি নিবন্ধিত রাজনৈতিক দলের ১জন করে সদস্যকে প্রতিনিধি রাখা, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্য থেকে সব রাজনৈতিক দলের সুপারিশকৃত নাম থেকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বাছাইয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নির্বাচন করা, কোন নির্দিষ্ট মন্ত্রনালয়ভিত্তিক কোন সদস্যকে দায়িত্ব না দিয়ে রুটিন ওয়ার্ক পরিচালনা করা ইত্যাদি কথা তুলে ধরেন ববি হাজ্জাজ।
    এসময় আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, কল্যাণ পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব) ইব্রাহিম, মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের এবং এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। এনডিএম এর যুগ্ম মহাসচিব মোমিনুল আমিনের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব হুমায়ুন পারভেজ খান, সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরাসহ দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি, যুব আন্দোলন এবং ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
    ধন্যবাদান্তে,
    মোমিনুল আমিন
    যুগ্ম মহাসচিব, এনডিএম
    ফোনঃ ০১৯১৩-৯৪০৮৩৯

  • @mdsahnewaj2379
    @mdsahnewaj2379 ปีที่แล้ว +1

    রাইট

  • @abirahsan1346
    @abirahsan1346 ปีที่แล้ว +4

    রাজপথে যে সমস্ত দলের activities নাই বললেই চলে তাদের নিবন্ধন বাতিল করা হোক। এবং গণতন্ত্র মঞ্চের নেতাদের বলব এখানে সেখানে সময় নষ্ট করবেন না।

    • @AlamRahman-qe1hp
      @AlamRahman-qe1hp ปีที่แล้ว

      এই আন্দোলনে NDM এর সাথে যোগ দিন। জয় বাংলাদেশ

  • @ResearchBoy-kb6jn
    @ResearchBoy-kb6jn ปีที่แล้ว +1

    সব দলের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন

  • @mdbasar8537
    @mdbasar8537 8 หลายเดือนก่อน

    Welcome brother

  • @user-mt6yt2iu8y
    @user-mt6yt2iu8y ปีที่แล้ว

    👍🌹👍🌹👍🌹

  • @MdEarshad-z9m
    @MdEarshad-z9m ปีที่แล้ว

    দৌন্যবাদ ববি হাজ্জারের এবং মান্নাবাই শোহ শোকোলেরপতি শৌইরাছারের বিরুদ্দে বৌট ছৌরের বিরোদ্দেয়

  • @syedmanzur4042
    @syedmanzur4042 ปีที่แล้ว +1

    Thanks, Sir

  • @masudahmed7739
    @masudahmed7739 ปีที่แล้ว

    সময়োপযোগী রূপরেখা ❤

  • @sojun9849
    @sojun9849 ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @HasmatullahAli-e9t
    @HasmatullahAli-e9t 8 หลายเดือนก่อน

    ভোট মানি না মানবো না

  • @shahabuddin7306
    @shahabuddin7306 ปีที่แล้ว

    দেশের অধিকাংশ মানুষ মনে করে নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা সম্ভব হবে না,,, ২০০৮,২০১৪,২০১৮ এখনও ভোট দিতে পারি না,,, জাতীয় নির্বাচনে

    • @AlamRahman-qe1hp
      @AlamRahman-qe1hp ปีที่แล้ว

      ববি হাজ্জাজের সাথে থাকুন। আপনারাই ndm এর শক্তি। জয় বাংলাদেশ

  • @MdEarshad-z9m
    @MdEarshad-z9m ปีที่แล้ว

    শেকহাচিনারে বাশের লাঠির মাইর দেয়া লাগবে

  • @PagolPagli-my1ty
    @PagolPagli-my1ty ปีที่แล้ว

    Boby is requested to join in Jamah Islami just now.

  • @MdEarshad-z9m
    @MdEarshad-z9m ปีที่แล้ว

    একদফায় একদাবি শৌরাছার হাছিনা কৌবে জাবি কাঠাল রানী

  • @MdUddin-re1en
    @MdUddin-re1en ปีที่แล้ว +1

    আলাল ও দুলাল আলাল ও দুলাল

    • @msu744
      @msu744 ปีที่แล้ว

      নিজেরা যেহেতু আন্দোলন করতে পারছে না তাহলে ববি হাজ্জাজের পিছনে বসা ছাড়া উপায় আছে?

  • @kabirahmed3177
    @kabirahmed3177 ปีที่แล้ว +1

    এদের দশটি ভোট আছে কি? এরা দেয় নির্বাচনকালীন রুপরেখা হাসত কষ্ট লাগে

    • @AlamRahman-qe1hp
      @AlamRahman-qe1hp ปีที่แล้ว

      আপনার জানার পরিধিকে বাড়ান। জানতে পারবেন কোন দল কোন নেতা দেশের জন্য সেক্রিফাইজ করছে। জয় বাংলাদেশ

  • @masudhossain2388
    @masudhossain2388 ปีที่แล้ว

    ❤❤❤