ধন্যবাদ।আপনার ভিডিও দেখে অনেক উপকৃত হলাম।আমার তিনটি রংগন গাছ আছে।এর মধ্যে হলুদ গাছটায় কুঁড়ি এসেছে।লাল আর গোলাপি গাছ দুটোতে কুঁড়ি আসছে না।তিনটি গাছই দুমাস হলো টবে লাগিয়েছি। আশা করছি আপনার কথামতো কাজ করলে কুঁড়ি আসবে।
আপনি মাটিতে কিচন ওয়েস্ট কম্পোজ প্রয়োগ করুন আর অবশ্যই নিয়মিত ভাবে ইমিডাক্লোরোপ্রিড কীটনাশকটা স্প্রে করুন ।মাটিতে জল যেন বেশি না হয় খেয়াল রাখতে হবে। আপনার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা
February মাস থেকে রঙ্গন গাছের গ্রোথ দেখতে পাবেন। এখন মাটিতে ভালো করে সার দিয়ে অতিরিক্ত ডাল পালা ছেঁটে দিন। মার্চ মাসে ফুল পাবেন। আপনার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা
Maatir PH ta check kore neben. R choto ek tukro fitkari tober maatite pute din. Soptahe ekber kore peyajer khosar tarol saar din. Aapnar jonyo roilo anek anek suvechcha
শীতের সময় রঙ্গন গাছ শীত ঘুমে চলে যাচ্ছে। তাই পাতা হলুদ হলে চিন্তার কিছু নেই। শুধু পনেরো দিন অন্তর ফাংগিসাইড আর পেষ্টিসাইড দিয়ে যান। আপনার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা
আমার মনে হয় মাটিতে জল বেশি হচ্ছে। এটা অবশ্যই লক্ষ করুন। তাছাড়া কীটনাশক এবং ফাংগিসাইড নিয়মিত দিয়ে যান। গাছকে রোদে রাখুন। এগুলো করে দেখুন। আমার মনে হয় সমাধান পেয়ে যাবেন। আপনার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা
@@পীসফুলহোমএন্ডএনভায়রনমেন্ট গাছের গোড়াতে রঙ্গন গাছের ঝরে যাওয়া পাতা দেওয়া ছিল। পাতা সড়িয়ে দেখি মাটি একেবারে শুকনো। এ অবস্থায় ভিনেগার মিশানো পানি কি দিতে পাবরে?
গাছের গ্রোথের জন্য ভার্মি কম্পোজ ব্যবহার করুন। আর ফুল আসার জন্য পেঁয়াজের খোসার তরল সার দিতে হবে ।যখনই মাটি শুকাবে জল না দিয়ে পেঁয়াজের খোসার তরল সার দেবেন ।তাতেও ফুল না এলে হাফ চামচ পটাশ সার আর হাফ চামচ সুপার ফসফেট প্রয়োগ করতে হবে পনেরো দিনে একবার। আপনার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা
Lemon jol deoya jetei pare. Tobe seta aalada jinis. R vinigarta ei gachhe khub valo kaaj kore, pata sobuj rakhe, phul aante sahajyo kore. Tai vinigar dile valo result paben. Tobe video te jevabe bolechi seivabe deben. Besi deoya valo noi. Aapke lie bahut bahut subhkamnae
গাছের মাটিতে দুমুঠো ভার্মি কম্পোজ ভালো করে মিশিয়ে দিন। আর ভিনিগার যেভাবে ব্যবহার করতে বলেছি সেভাবে করুন তাহলেই সমস্যার সমাধান হবে বলে মনে করছি। তারপরও যদি সমস্যা থাকে তাহলে detail এ লিখে জানান। আমি সমাধান করতে চেষ্টা করবো। আপনার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা ।
এটা তো আমি বলতে পারব না বন্ধু। কারণ আপেল সিডার ভিনিগার আমি কখনো ব্যবহার করিনি।। সাধারণ যে ভিনিগার হয় আমি সেটাই ব্যবহার করে থাকি আপনার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা
আমি নতুন বন্ধু। আমি ছোটো একটা টবে রঙ্গন লাগিয়েছি। কিন্তু কিছুই জানতাম না তাই শুধু মাটি টবে নিয়ে তাতেই গাছ লাগিয়েছিলাম। এখন কি তাতে ভিনিগার দিতে পারবো?????
এখন একটু অপেক্ষা করতে হবে বন্ধু, পাতাগুলি যেমন আছে তেমন থাকতে দিন। এই ভয়ঙ্কর রোদ গরমে গাছে কোনো রকম কাটাই ছাটাই করবেন না। বর্ষা এলে পুরে যাওয়া পাতাগুলি কেটে ফেলবেন। তারপর দেখবেন নতুন পাতায় গাছ ভরে গেছে। আপনার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা
8"কি টবের ওপরের ব্যাসার্ধ?
টবের দোকানে 8 ইঞ্চির টব বললেই ওরা দিয়ে দেবে।
দিদিভাই আমার হলুদ রঙ্গন গাছ শুকিয়ে গেছে উপর থেকে কিন্তু ভেতরে সবুজ ভাব বেঁচে আছে কি করবো দয়া করে একটু যদি বলে দেন 😢
কম করে দুমাস গাছটাকে রাখুন।সময় মত জল দিন । নতুন পাতা বেরোতে পারে।
ধন্যবাদ।আপনার ভিডিও দেখে অনেক উপকৃত হলাম।আমার তিনটি রংগন গাছ আছে।এর মধ্যে হলুদ গাছটায় কুঁড়ি এসেছে।লাল আর গোলাপি গাছ দুটোতে কুঁড়ি আসছে না।তিনটি গাছই দুমাস হলো টবে লাগিয়েছি। আশা করছি আপনার কথামতো কাজ করলে কুঁড়ি আসবে।
আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো বন্ধু।
অ দল
Amr nuton rongona cara 2 mas holo pata holud hoye jach6e ar poka lag6e ki korbo please bolben aktu
আপনি মাটিতে কিচন ওয়েস্ট কম্পোজ প্রয়োগ করুন আর অবশ্যই নিয়মিত ভাবে ইমিডাক্লোরোপ্রিড কীটনাশকটা স্প্রে করুন ।মাটিতে জল যেন বেশি না হয় খেয়াল রাখতে হবে।
আপনার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা
খুব ভালো লাগলো ভিডিও টি 👍👍
অনেক কিছু শিখলাম 👌👌
নতুন বন্ধু হয়ে সাথে রইলাম🙏🙏
Rangan gacher pata holud hye jachhe ki korbo?
লক্ষ করে দেখুন জল বেশি হচ্ছে না তো? তাহলে সেটা চেক করুন। আর এপসম সল্ট দশ দিনে একবার করে তিন বার স্প্রে করুন
আপনার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা
ভালো লাগলো ।
দি,,আমার রঙন গাছ বড় হচ্ছে না,,এক বছর বয়স " কড়ি ও আসছে না,,,সকাল বিকাল পানি দিচ্ছি,,,গোবর সার দিছি তবুও গাছের গ্রোথ হচ্ছে না,,,আর চায়না রঙনের ফুলের কলি গুলো বেরনোর সাথে সাথে শুকিয়ে কালো হয়ে ঝরে যাচ্ছে,,,,প্লিজ সমাধান দেন,,,
February মাস থেকে রঙ্গন গাছের গ্রোথ দেখতে পাবেন। এখন মাটিতে ভালো করে সার দিয়ে অতিরিক্ত ডাল পালা ছেঁটে দিন। মার্চ মাসে ফুল পাবেন।
আপনার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা
আমার চায়না রংগন এর গাছ আছে অগুলার পাতা ছোটো ছোটো অই গাছ আ কি দেওয়া যাবে দিদি
অবশ্যই দেওয়া যাবে ।
আপনার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা
Nice video
Amar gach a puf hoche na
Maatir PH ta check kore neben. R choto ek tukro fitkari tober maatite pute din. Soptahe ekber kore peyajer khosar tarol saar din.
Aapnar jonyo roilo anek anek suvechcha
কান্ডে ফিডার রুট আসলে কি করব।
কিচ্ছু করার দরকার নেই। যেমন আছে তেমনি থাকতে দিন
আপনার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা
@@পীসফুলহোমএন্ডএনভায়রনমেন্ট 🥰🥰
Gache bacteria lagle ki korbo bolben please
Bacteriar jonyo ki problem hochche seta bolle bujhte parbo.
Aapnar jonyo roilo anek anek suvechcha
রঙ্গন গাছের পাতা হলুদ হয়ে ঝড়ে যাচ্ছে?
শীতের সময় রঙ্গন গাছ শীত ঘুমে চলে যাচ্ছে। তাই পাতা হলুদ হলে চিন্তার কিছু নেই। শুধু পনেরো দিন অন্তর ফাংগিসাইড আর পেষ্টিসাইড দিয়ে যান।
আপনার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা
রঙ্গন গাছের পাতা ঝরে যাওয়ার কারণ কি এবং গাছের পাতা ঝরা রোধে করণীয় কি? জানাবেন প্লিজ।
আমার মনে হয় মাটিতে জল বেশি হচ্ছে। এটা অবশ্যই লক্ষ করুন। তাছাড়া কীটনাশক এবং ফাংগিসাইড নিয়মিত দিয়ে যান। গাছকে রোদে রাখুন। এগুলো করে দেখুন। আমার মনে হয় সমাধান পেয়ে যাবেন।
আপনার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা
Thanks, I'll try.
@@পীসফুলহোমএন্ডএনভায়রনমেন্ট গাছের গোড়াতে রঙ্গন গাছের ঝরে যাওয়া পাতা দেওয়া ছিল। পাতা সড়িয়ে দেখি মাটি একেবারে শুকনো। এ অবস্থায় ভিনেগার মিশানো পানি কি দিতে পাবরে?
আমার রঙ্গন গাছে একবার ফুল এসেছিল।আর ফুল হয় নি।একবার ভিনিগার দিয়েছি।পাতাও খুব বেশী হচ্ছে না।গোবর সার দিয়েছি।গাছের গ্রোথ কিভাবে হবে।
গাছের গ্রোথের জন্য ভার্মি কম্পোজ ব্যবহার করুন। আর ফুল আসার জন্য পেঁয়াজের খোসার তরল সার দিতে হবে ।যখনই মাটি শুকাবে জল না দিয়ে পেঁয়াজের খোসার তরল সার দেবেন ।তাতেও ফুল না এলে হাফ চামচ পটাশ সার আর হাফ চামচ সুপার ফসফেট প্রয়োগ করতে হবে পনেরো দিনে একবার।
আপনার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা
Vinigarer bodole jodi lemur jol deoya jay ?
Lemon jol deoya jetei pare. Tobe seta aalada jinis. R vinigarta ei gachhe khub valo kaaj kore, pata sobuj rakhe, phul aante sahajyo kore. Tai vinigar dile valo result paben. Tobe video te jevabe bolechi seivabe deben. Besi deoya valo noi.
Aapke lie bahut bahut subhkamnae
পাতা হলুদ হয়ে যাচ্ছে।বয়স এক বছর।ফুল কম হয়।
গাছের মাটিতে দুমুঠো ভার্মি কম্পোজ ভালো করে মিশিয়ে দিন। আর ভিনিগার যেভাবে ব্যবহার করতে বলেছি সেভাবে করুন তাহলেই সমস্যার সমাধান হবে বলে মনে করছি। তারপরও যদি সমস্যা থাকে তাহলে detail এ লিখে জানান। আমি সমাধান করতে চেষ্টা করবো।
আপনার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা ।
Dal theke ki ai gacher cutting kora Jay?
কিন্তু মাটিতে থাকলে পাশাপাশি অন্য গাছের ক্ষতি হবে না ভিনিগার দিকে???
না বন্ধু গাছে ভিনিগার ব্যবহার করলে কোন ক্ষতি হবে না। তবে আমি যেভাবে বলেছি সেভাবে করুন। খুব বেশি দেবেন না।
আপনার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা
দিদি আপেল সিডার ভিনেগার গাছে দেওয়া যাবে কি?
এটা তো আমি বলতে পারব না বন্ধু। কারণ আপেল সিডার ভিনিগার আমি কখনো ব্যবহার করিনি।। সাধারণ যে ভিনিগার হয় আমি সেটাই ব্যবহার করে থাকি
আপনার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা
Didi, ata ki all seasons ful dei?? Ar ata ki variety?
Eta normal variety r gach. December January chhara baki somoye ful dai.
Aapnar jonyo roilo anek anek suvechcha
আমি নতুন বন্ধু। আমি ছোটো একটা টবে রঙ্গন লাগিয়েছি। কিন্তু কিছুই জানতাম না তাই শুধু মাটি টবে নিয়ে তাতেই গাছ লাগিয়েছিলাম। এখন কি তাতে ভিনিগার দিতে পারবো?????
আমার,বাড়ীতে,রংগম,ফুল,গাছ,আছে
সরি, দিলে!
Khub valo laglo💕💕💕
ভিনিগার আর জলের যে মিশ্রণটি দেখালেন ওটাকে সব ধরনের গাছে দেওয়া যাবে কি??
যেমন জবা, বেল, নয়ন তারা, টগর,ইত্যাদি
দেওয়া যাবে। তবে একদম বেশি দেওয়া যাবে না। মাসে একবার ৫ লিটার জলে এক চামচ মিশিয়ে দিতে হবে।
আপনার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা
অনেক ধন্যবাদ আপনাকে
দুই তিন ঘণ্টা রোদ্দুরে এই ফুল হবে?
তিন ঘণ্টা রোদ পেলে কিছুটা ফুল পাওয়া সম্ভব।
আপনার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা
কোন ভিনিগার কিনবো? রান্নার জন্য যে ভিনিগার ব্যবহার করি সেগুলোই তো?
হ্যাঁ, রান্নার ভিনিগারই ব্যবহার হবে।
আপনার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা
আমার নতুন আনা এই গাছটির পাতা গুলি পুড়ে যাওয়ার মতো হয়ে গেছে।কি করবো?
এখন একটু অপেক্ষা করতে হবে বন্ধু, পাতাগুলি যেমন আছে তেমন থাকতে দিন। এই ভয়ঙ্কর রোদ গরমে গাছে কোনো রকম কাটাই ছাটাই করবেন না। বর্ষা এলে পুরে যাওয়া পাতাগুলি কেটে ফেলবেন। তারপর দেখবেন নতুন পাতায় গাছ ভরে গেছে।
আপনার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা