কিরকম পরিচর্যা করলে রঙ্গন গাছ থেকে অতি সহজে প্রচুর ফুল পাবেন/রঙ্গন ফুলের জন্য magical সার/ঘরোয়া সার

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 พ.ย. 2024

ความคิดเห็น • 59

  • @biyasghosh3187
    @biyasghosh3187 3 หลายเดือนก่อน +1

    8"কি টবের ওপরের ব্যাসার্ধ?

  • @avitupu
    @avitupu 3 หลายเดือนก่อน +1

    দিদিভাই আমার হলুদ রঙ্গন গাছ শুকিয়ে গেছে উপর থেকে কিন্তু ভেতরে সবুজ ভাব বেঁচে আছে কি করবো দয়া করে একটু যদি বলে দেন 😢

  • @shabanaparvin3164
    @shabanaparvin3164 3 ปีที่แล้ว +1

    ধন্যবাদ।আপনার ভিডিও দেখে অনেক উপকৃত হলাম।আমার তিনটি রংগন গাছ আছে।এর মধ্যে হলুদ গাছটায় কুঁড়ি এসেছে।লাল আর গোলাপি গাছ দুটোতে কুঁড়ি আসছে না।তিনটি গাছই দুমাস হলো টবে লাগিয়েছি। আশা করছি আপনার কথামতো কাজ করলে কুঁড়ি আসবে।

  • @user-tx6rf3ki2
    @user-tx6rf3ki2 ปีที่แล้ว +1

    Amr nuton rongona cara 2 mas holo pata holud hoye jach6e ar poka lag6e ki korbo please bolben aktu

    • @পীসফুলহোমএন্ডএনভায়রনমেন্ট
      @পীসফুলহোমএন্ডএনভায়রনমেন্ট  ปีที่แล้ว

      আপনি মাটিতে কিচন ওয়েস্ট কম্পোজ প্রয়োগ করুন আর অবশ্যই নিয়মিত ভাবে ইমিডাক্লোরোপ্রিড কীটনাশকটা স্প্রে করুন ।মাটিতে জল যেন বেশি না হয় খেয়াল রাখতে হবে।
      আপনার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা

  • @krishnasworld682
    @krishnasworld682 2 ปีที่แล้ว +2

    খুব ভালো লাগলো ভিডিও টি 👍👍
    অনেক কিছু শিখলাম 👌👌
    নতুন বন্ধু হয়ে সাথে রইলাম🙏🙏

  • @diptammondal8772
    @diptammondal8772 ปีที่แล้ว +1

    Rangan gacher pata holud hye jachhe ki korbo?

    • @পীসফুলহোমএন্ডএনভায়রনমেন্ট
      @পীসফুলহোমএন্ডএনভায়রনমেন্ট  ปีที่แล้ว +1

      লক্ষ করে দেখুন জল বেশি হচ্ছে না তো? তাহলে সেটা চেক করুন। আর এপসম সল্ট দশ দিনে একবার করে তিন বার স্প্রে করুন
      আপনার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা

  • @swayamagatachattopadhyaycl1531
    @swayamagatachattopadhyaycl1531 2 ปีที่แล้ว +1

    ভালো লাগলো ।

  • @MdBabu-lg2sm
    @MdBabu-lg2sm ปีที่แล้ว +1

    দি,,আমার রঙন গাছ বড় হচ্ছে না,,এক বছর বয়স " কড়ি ও আসছে না,,,সকাল বিকাল পানি দিচ্ছি,,,গোবর সার দিছি তবুও গাছের গ্রোথ হচ্ছে না,,,আর চায়না রঙনের ফুলের কলি গুলো বেরনোর সাথে সাথে শুকিয়ে কালো হয়ে ঝরে যাচ্ছে,,,,প্লিজ সমাধান দেন,,,

    • @পীসফুলহোমএন্ডএনভায়রনমেন্ট
      @পীসফুলহোমএন্ডএনভায়রনমেন্ট  ปีที่แล้ว

      February মাস থেকে রঙ্গন গাছের গ্রোথ দেখতে পাবেন। এখন মাটিতে ভালো করে সার দিয়ে অতিরিক্ত ডাল পালা ছেঁটে দিন। মার্চ মাসে ফুল পাবেন।
      আপনার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা

  • @ismailhossen178
    @ismailhossen178 2 ปีที่แล้ว +1

    আমার চায়না রংগন এর গাছ আছে অগুলার পাতা ছোটো ছোটো অই গাছ আ কি দেওয়া যাবে দিদি

  • @padmasharma4370
    @padmasharma4370 2 ปีที่แล้ว +1

    Nice video

  • @RidwanSam-d5x
    @RidwanSam-d5x ปีที่แล้ว +1

    Amar gach a puf hoche na

  • @chitrangadasengupta5568
    @chitrangadasengupta5568 2 ปีที่แล้ว +1

    কান্ডে ফিডার রুট আসলে কি করব।

  • @baisakhiacharya7945
    @baisakhiacharya7945 ปีที่แล้ว +1

    Gache bacteria lagle ki korbo bolben please

  • @nurnur6544
    @nurnur6544 2 ปีที่แล้ว +1

    রঙ্গন গাছের পাতা হলুদ হয়ে ঝড়ে যাচ্ছে?

    • @পীসফুলহোমএন্ডএনভায়রনমেন্ট
      @পীসফুলহোমএন্ডএনভায়রনমেন্ট  2 ปีที่แล้ว

      শীতের সময় রঙ্গন গাছ শীত ঘুমে চলে যাচ্ছে। তাই পাতা হলুদ হলে চিন্তার কিছু নেই। শুধু পনেরো দিন অন্তর ফাংগিসাইড আর পেষ্টিসাইড দিয়ে যান।
      আপনার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা

  • @angelicthreadsbd5866
    @angelicthreadsbd5866 2 ปีที่แล้ว +1

    রঙ্গন গাছের পাতা ঝরে যাওয়ার কারণ কি এবং গাছের পাতা ঝরা রোধে করণীয় কি? জানাবেন প্লিজ।

    • @পীসফুলহোমএন্ডএনভায়রনমেন্ট
      @পীসফুলহোমএন্ডএনভায়রনমেন্ট  2 ปีที่แล้ว +1

      আমার মনে হয় মাটিতে জল বেশি হচ্ছে। এটা অবশ্যই লক্ষ করুন। তাছাড়া কীটনাশক এবং ফাংগিসাইড নিয়মিত দিয়ে যান। গাছকে রোদে রাখুন। এগুলো করে দেখুন। আমার মনে হয় সমাধান পেয়ে যাবেন।
      আপনার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা

    • @angelicthreadsbd5866
      @angelicthreadsbd5866 2 ปีที่แล้ว

      Thanks, I'll try.

    • @angelicthreadsbd5866
      @angelicthreadsbd5866 2 ปีที่แล้ว

      @@পীসফুলহোমএন্ডএনভায়রনমেন্ট গাছের গোড়াতে রঙ্গন গাছের ঝরে যাওয়া পাতা দেওয়া ছিল। পাতা সড়িয়ে দেখি মাটি একেবারে শুকনো। এ অবস্থায় ভিনেগার মিশানো পানি কি দিতে পাবরে?

  • @chitrangadasengupta5568
    @chitrangadasengupta5568 2 ปีที่แล้ว +1

    আমার রঙ্গন গাছে একবার ফুল এসেছিল।আর ফুল হয় নি।একবার ভিনিগার দিয়েছি।পাতাও খুব বেশী হচ্ছে না।গোবর সার দিয়েছি।গাছের গ্রোথ কিভাবে হবে।

    • @পীসফুলহোমএন্ডএনভায়রনমেন্ট
      @পীসফুলহোমএন্ডএনভায়রনমেন্ট  2 ปีที่แล้ว

      গাছের গ্রোথের জন্য ভার্মি কম্পোজ ব্যবহার করুন। আর ফুল আসার জন্য পেঁয়াজের খোসার তরল সার দিতে হবে ।যখনই মাটি শুকাবে জল না দিয়ে পেঁয়াজের খোসার তরল সার দেবেন ।তাতেও ফুল না এলে হাফ চামচ পটাশ সার আর হাফ চামচ সুপার ফসফেট প্রয়োগ করতে হবে পনেরো দিনে একবার।
      আপনার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা

  • @meenasarcar3442
    @meenasarcar3442 2 ปีที่แล้ว +1

    Vinigarer bodole jodi lemur jol deoya jay ?

  • @sandipgoswami6713
    @sandipgoswami6713 3 ปีที่แล้ว +2

    পাতা হলুদ হয়ে যাচ্ছে।বয়স এক বছর।ফুল কম হয়।

    • @পীসফুলহোমএন্ডএনভায়রনমেন্ট
      @পীসফুলহোমএন্ডএনভায়রনমেন্ট  3 ปีที่แล้ว +1

      গাছের মাটিতে দুমুঠো ভার্মি কম্পোজ ভালো করে মিশিয়ে দিন। আর ভিনিগার যেভাবে ব্যবহার করতে বলেছি সেভাবে করুন তাহলেই সমস্যার সমাধান হবে বলে মনে করছি। তারপরও যদি সমস্যা থাকে তাহলে detail এ লিখে জানান। আমি সমাধান করতে চেষ্টা করবো।
      আপনার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা ।

    • @supriyabandyopadhyay3453
      @supriyabandyopadhyay3453 2 ปีที่แล้ว

      Dal theke ki ai gacher cutting kora Jay?

  • @তিস্তা-খ১ঝ
    @তিস্তা-খ১ঝ 2 ปีที่แล้ว +1

    কিন্তু মাটিতে থাকলে পাশাপাশি অন্য গাছের ক্ষতি হবে না ভিনিগার দিকে???

    • @পীসফুলহোমএন্ডএনভায়রনমেন্ট
      @পীসফুলহোমএন্ডএনভায়রনমেন্ট  2 ปีที่แล้ว

      না বন্ধু গাছে ভিনিগার ব্যবহার করলে কোন ক্ষতি হবে না। তবে আমি যেভাবে বলেছি সেভাবে করুন। খুব বেশি দেবেন না।
      আপনার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা

  • @allaboutzepetojune7302
    @allaboutzepetojune7302 2 ปีที่แล้ว +1

    দিদি আপেল সিডার ভিনেগার গাছে দেওয়া যাবে কি?

    • @পীসফুলহোমএন্ডএনভায়রনমেন্ট
      @পীসফুলহোমএন্ডএনভায়রনমেন্ট  2 ปีที่แล้ว

      এটা তো আমি বলতে পারব না বন্ধু। কারণ আপেল সিডার ভিনিগার আমি কখনো ব্যবহার করিনি।। সাধারণ যে ভিনিগার হয় আমি সেটাই ব্যবহার করে থাকি
      আপনার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা

  • @subratamondal3283
    @subratamondal3283 2 ปีที่แล้ว +1

    Didi, ata ki all seasons ful dei?? Ar ata ki variety?

  • @Rumar_golper_asor
    @Rumar_golper_asor 2 ปีที่แล้ว

    আমি নতুন বন্ধু। আমি ছোটো একটা টবে রঙ্গন লাগিয়েছি। কিন্তু কিছুই জানতাম না তাই শুধু মাটি টবে নিয়ে তাতেই গাছ লাগিয়েছিলাম। এখন কি তাতে ভিনিগার দিতে পারবো?????

  • @jyotsnaraniroy1300
    @jyotsnaraniroy1300 3 ปีที่แล้ว +1

    আমার,বাড়ীতে,রংগম,ফুল,গাছ,আছে

  • @তিস্তা-খ১ঝ
    @তিস্তা-খ১ঝ 2 ปีที่แล้ว +1

    সরি, দিলে!

  • @suchitras_desk
    @suchitras_desk 3 ปีที่แล้ว +2

    Khub valo laglo💕💕💕

  • @sumitabhandari1109
    @sumitabhandari1109 2 ปีที่แล้ว +1

    ভিনিগার আর জলের যে মিশ্রণটি দেখালেন ওটাকে সব ধরনের গাছে দেওয়া যাবে কি??
    যেমন জবা, বেল, নয়ন তারা, টগর,ইত্যাদি

    • @পীসফুলহোমএন্ডএনভায়রনমেন্ট
      @পীসফুলহোমএন্ডএনভায়রনমেন্ট  2 ปีที่แล้ว

      দেওয়া যাবে। তবে একদম বেশি দেওয়া যাবে না। মাসে একবার ৫ লিটার জলে এক চামচ মিশিয়ে দিতে হবে।
      আপনার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা

    • @sumitabhandari1109
      @sumitabhandari1109 2 ปีที่แล้ว +2

      অনেক ধন্যবাদ আপনাকে

  • @sajaldatta8643
    @sajaldatta8643 2 ปีที่แล้ว +1

    দুই তিন ঘণ্টা রোদ্দুরে এই ফুল হবে?

  • @arindamchowdhury2577
    @arindamchowdhury2577 2 ปีที่แล้ว +1

    কোন ভিনিগার কিনবো? রান্নার জন্য যে ভিনিগার ব্যবহার করি সেগুলোই তো?

  • @shreyaghosal4700
    @shreyaghosal4700 2 ปีที่แล้ว +1

    আমার নতুন আনা এই গাছটির পাতা গুলি পুড়ে যাওয়ার মতো হয়ে গেছে।কি করবো?

    • @পীসফুলহোমএন্ডএনভায়রনমেন্ট
      @পীসফুলহোমএন্ডএনভায়রনমেন্ট  2 ปีที่แล้ว +1

      এখন একটু অপেক্ষা করতে হবে বন্ধু, পাতাগুলি যেমন আছে তেমন থাকতে দিন। এই ভয়ঙ্কর রোদ গরমে গাছে কোনো রকম কাটাই ছাটাই করবেন না। বর্ষা এলে পুরে যাওয়া পাতাগুলি কেটে ফেলবেন। তারপর দেখবেন নতুন পাতায় গাছ ভরে গেছে।
      আপনার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা