আহা কি আনন্দ! অন্তরা মিত্রের কণ্ঠে খুঁজে পাবেন চিরসবুজ এই গানের এক নতুন স্বাদ। আপনি হারিয়ে যাবেন সুরের জাদুকরীতে. th-cam.com/video/IO2w0F7OD-w/w-d-xo.html
যদি বেঁচে থাকি তবে, কমেন্ট টি রেখে গেলাম ২০৩০ সালের জন্যে। কিছু কিছু গান সত্যিই আবেকপ্লুত করে তোলে।। এক দারুন ভালোলাগার সৃষ্টি করে। কালের আবর্তনে সবকিছু হারিয়ে গেলে
হ্যাঁ আমি পুরানো গানের জগতেই থাকতে চাই, তথাকথিত আধুনিক গান শুনে স্মার্ট সাজার থেকে এইসব গানে হারিয়ে যাওয়াই ভালো।যদিও অনেকেরই বুঝার ক্ষমতা নেই এইসব গানের মর্ম।😊😊😊
বহু বহুবার শোনা, তবুও নতুন, স্বামী বিবেকানন্দের একটি কথা আছে, বিস্ময়কর জিনিস একবার মাত্র বিস্মিত করে কিন্তু মনোহরণকারি বিষয়ের মনোহারিতা উত্তরোত্তর বাড়তে থাকে। প্রেম শব্দ টা চিরন্তন।❤️
প্রিয় "নচিকেতা" বাংলা গুজরাট হয়নি, হয়েছে #1990_এর_কাশ্মীর !! 🔥🔥🔥 Repeating in West Bengal Direct Action Day, also known as the 1946 Calcutta Killings.😠😂😠😂
প্রায় ৮০০ কোটি জনসংখ্যার এই পৃথিবীতে একজন প্রিয় মানুষ না থাকাতে পুরো দুনিয়াটা যেন জনশূন্য মনে হয় । ২০২৪ এ কমেন্ট দিয়ে গেলাম । আপনাদের লাইক আর কমেন্ট এর নোটিফিকেশন অন করে রাখলাম । লাইক আর কমেন্ট দিয়ে যতবার সুযোগ দেবেন ততবার এই গানটা শুনবো । সবাই ভালো থাকুন, সুস্থ্য থাকুন ।
@@AlbertEinstein-lk8gf কথায় কথায় আপনার আমার করেন কেন দাদা,,,? ভালবাসার জন্য একটা দেশের সীমান্তের কাঁটাতার কখনও বাঁধা হতে পারেনা। আমরা সবাই ত বাঙ্গালী। গাধা কখনো ঘোড়া হতে শুনেছেন? ভারত ততা এই উপমহাদেশের অনেকেই ত লতা মঙ্গেশকার❤️ এর কপি করে তাই বলে উনার সমকক্ষ হয়ে গেল,,? নচিদা🙏🙏 আমার সবচেয়ে প্রিয় শিল্পী ❤️❤️ যারা নচিদার গান শুনেনি কিংবা পছন্দ করেন না তারা গানকে কখনো অনুভব করে না তারা যেটা করে সেটা বিনোদনের উপকরণ মাত্র বলা যায়।
গান টা সারাজীবন প্রিয় ছিল, আছে,এবং থাকবে..... সৃতি রেখে গেলাম যখনই কমেন্টে কেউ লাইক করবে, নোটিফিকেশন পাওয়া মাত্র ই চলে আসবো প্রিয় গানটি শুনতে।। তুমি আসবে বলেই সোনালী স্বপ্ন ভীড় করে আসে চোখে..... তুমি আসবে বলেই আগামী বলছে দেখতে আসবো তোকে...... ❤
I really feel nostalgic when I listen to this song....... In our college days this album was released and I used to listen to this particular song while I used to miss someone who was very special to me!!! Today I listen to this song sitting along with her beside me!!!! Thanks for uploading this song....
Thanks... asole jokhn e gan ta shuni mne hoy ai tumi ta k. ba kake bujhano hoice.. sob somoy e vabi j TH-cam a akta comment kore janbo.. ajj question korar age comment gula dekhtacilam.. r amr ans peye gelam... Thank you..
@@moriumakter3713 ভাইয়া/দাদা, সামনে সুসময় আসবে কিনা জানি না।কিন্তু দুঃসময় এর ইংগিত পাওয়া যাছে।সুসময় গানকে অর্থবহ করে না।আর ব্যক্তি হবেই না, কে বা বলেছে??হতেও পারে
@@sailenmondal139 বাংলাদেশের মত হতে হলে তোদের কে আবার জন্ম নিতে হবে। ভিখারির বাচ্চা দেখিস নাই তোদের নাম এখন ভিখারি দেশের তালিকায় পড়ছে। সব ক্ষেত্রে এখন বাংলাদেশ তোদের থেকে এগিয়ে। কলকাতার কাঙাল সারাজীবন তো অন্যের গোলামি করে গেলি। দিল্লি থেকে পুরো পশ্চিম কংঙ্গো কিনে নিবে বাংলাদেশ।
নচিকেতার গান বেশী শুনতাম বলে,বন্ধুরা নাম দিয়েছিলো নচি।একযুগ পরে এসেও স্পন্দিত হয়,মনে পরে বন্ধু দের কথা,,প্রিয় মানুষটার জন্য দীর্ঘ প্রহর অপেক্ষা।সর্বোপরি দাদা ভালোবাসা অবিরাম....
কি অসধারণ কথা। অসাধারন সুর। আসাধসরণ কণ্ঠ। যা কোনো দিন বিক্রি হবে না। পুরোনো হওয়ার তো কথাই নেই। ঈশান কোণের অন্ধকার কেটে যাবে চিরকালের জন্য । ❤️❤️❤️ যারা আমার সাথে একমত তারা like দিন।👍
“তুমি আসবে বলেই” (শুধু এই কথাটাই আমার জীবনের একটা অংশ).. শুধু এই একটা কথার মধ্যেই কতো অর্থ লুকিয়ে আছে.. সত্যিই তো আমরা, নিজেদের মনের একটা ইচ্ছা পূরণের জন্য কত সময় অপেক্ষা করি.. যদি সেটা সত্যি হয়ে যায়!.. এত সুন্দর একটা বাস্তবিক গান আপনি আমাদের উপহার দিয়েছেন.. ধন্য তুমি নচিকেতা! কত সুন্দর সুর, কতোটা বাস্তবতা যা একমাত্র আপনারই কণ্ঠে, আপনারই লেখায়, আপনারই সুরে বর্তমান..
2023 এ দাড়িয়ে এই গান গুলো বুঝিয়ে দিয়ে যায় এখনও এই গান গুলো এক তরফা ভালোবাসা গুলোর জন্য বেঁচে আছে .. অনেক টা ভালোবাসা অনেক টা আবেগ দিয়ে গান গুলো শুনা .. নস্টালজিয়া ❤
আমি জানি তুমি আর কখনো আসবে না।তুমি আর কখনো ফিরবে না আমার এই ভাঙা মনের ঘরে। তবুও আশায় বুক বেধে রাখি, তবুও তুমি আসবে বলে পথ চেয়ে থাকি। আমি পৃথিবীর সেরা বোকা😥😥😥 ভালোবাসি প্রিয়❤️❤️
এমন মানুষ যুগে যুগে ভগবান একজন পাঠান। কি অদ্ভুত তার লেখা তাই না। বড় ভাগ্য তার মতো একজন গুনি শিল্পীকে ভগবান আমাদের সামনে পাঠিয়েছেন। সাক্ষাৎ ভগবান ছাড়া এমন লেখা কল্পনা ও সম্ভব না। সহস্র কোটি প্রনাম স্যার আপনাকে। বেঁচে থাকুন যুগের পর যুগ স্যার। আপনাকে নিয়ে কথা বলার মতো হয়তো কোনো যোগ্যতা আমার নেই। ভালোবাসি আপনাকে 🙏🏻🙏🏻
💜বাঙালি বলে গর্ব হয় যে আমি এই বাংলায় জন্মেছি ❤আর এরকম একটা গায়কের গান শুনেছি❤ নচিকেতা চক্রবর্তী আমাদের অন্তরে এবং আমাদের বাংলার অন্তরের টাইমলাইন হয়ে থেকে যাবে💜
এক কোটি বার মনেহয় শোনা হয়ে গেছে। ঠিক কোন বয়সে প্রথম শোনা শুরু করেছিলাম এখন মনে নেই। বয়স ২৪ ছুঁই ছুঁই। যতোদিন বেঁচে থাকবো ততদিন বিকেলের নরম আলোয় বসে গানটা শুনে যাবো।
আমার 2021 শুরুই হয় এই গান দিয়ে.... আর 2020 শেষ হয়েছিল বাউন্ডুল এর "ধরো যদি হঠাৎ সন্ধ্যো" এই গানটি দিয়ে। ভালোবাসা অবিরাম। বাংলাদেশের কোন এক প্রান্তদেশ থেকে ❤❤💘
'তুমি' এখানে মানুষের হৃদয় নিহিত সুচেতনা । তার বেঁচে থাকার রসদ, বিপ্লবের অঙ্গীকার, বিদ্রোহের স্পর্ধা, মেরুদণ্ড সোজা রাখার মন্ত্র । 'তুমি' তাই আগামীর শুভঙ্করী বার্তা ।
@@nargispervin7124 একটু ভুল হলো, পাড়ার মেয়েরা মুখ কালো করে নেই, মুখ ভার করে আছে। এটা অভিমানী মুখ ভার, যেমনটা হয় দীর্ঘদিন প্রিয় মানুষের অপেক্ষায় থাকা অভিমান জমলে, এখানেও 'তুমি'র আসার দীর্ঘ অপেক্ষায় মেয়েদের অভিমানী মুখ ভার। আশা করি বোঝাতে পেরেছি।
আহা কি আনন্দ! অন্তরা মিত্রের কণ্ঠে খুঁজে পাবেন চিরসবুজ এই গানের এক নতুন স্বাদ। আপনি হারিয়ে যাবেন সুরের জাদুকরীতে.
th-cam.com/video/IO2w0F7OD-w/w-d-xo.html
এতো সাবলীল ও সুন্দর গানের কথা। তাই তো মনে র কথা।
কি লুকবো সবে ভুলে গেছি
2023 27 dec
@@SojaldebbathaSujandebnatha
@@SugataS-lr8frbnnvvcc
2024 সালে এসেও যারা যারা শুনছে এই গান, তাদের রুচির প্রশংসা করতেই হয়! ❤
❤❤
হুম🥰🥰❤️🤙
@@himadrimondal4160 ❤️🩹
❤
হুম ❤❤❤❤
২০৫০ সালের জন্য কমেন্ট রেখে গেলাম,,
যারা এসব গানকে ভালোবাসো তারাই লাইক করো
কিছু গান কখনও পুরনো হয় না।❤️
gara modon
Darun
Amazing song
@@chandankayal6964 pl⁰k
2024 এও সেই একই রকম সুর অনুভব করা যায় 🥹😍
Yes
Yes
Yes dear!
আমি ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Ami a6i go
2024 এ যে শুনছো তারা একটু লাইক করে দিয়ো.
"তুমি আসবে বলেই আমার কলম এখনও বিক্রি হয়নি"... অসাধারণ লাইন।❤
কলম কিন্তু বিক্রি হয়ে গেছে "তুমি" আসার পর। খেয়াল করে দেখুন এখন আর তিনি প্রতিবাদী গান বাঁধেন না
@@ifightcode তা খারাপ বলেননি। সত্যিই অত্যন্ত দুর্ভাগ্যজনক।
@Shibajit Das কিসের?এই লাইনটার?
@@ifightcode ei gaan ti thikh kon shomoye ebong kisher protibad ey lekha hoyechilo ektu bolben? Gaan tir deep ortho ta bujheo dhorte parchina.
@@sunandinidas5352 gujrat riot
যদি বেঁচে থাকি তবে,
কমেন্ট টি রেখে গেলাম ২০৩০ সালের জন্যে।
কিছু কিছু গান সত্যিই আবেকপ্লুত করে তোলে।।
এক দারুন ভালোলাগার সৃষ্টি করে।
কালের আবর্তনে সবকিছু হারিয়ে গেলে
Hai
Bhai ki abeg rekhe gelo.. Amar toh words gulo sune hansi pache
🛑🔥🛑 জীবন আর যৌবনের সৌন্দর্য যেভাবে বাড়ে 👉 th-cam.com/play/PLcGgl0pf3JYhjMt7JbI4-gaBZQzaa7HVW.html
th-cam.com/video/Odmlj_4i1Vk/w-d-xo.html 🌍🌍🌍
@@subhasisdas1706 তুমি আসবে বলেই - এখানে তুমি বলতে বোঝানো হয়েছে পরিবর্তন / বিপ্লব। বা বলতে পারো নবজাগরণ !! এবারে গানটা শুনলে আক্ষরিক অর্থের ভিতরে ওই বার্তা টা কিছুটা বুঝতে পারবে ! গানের আবেগটা আমাদের প্রত্যেকের ভিতরেই রয়েছে। আমরা প্রত্যেককেই অপেক্ষা করে আছি সোনালী দিনের।
কিছু লাইনের উদাহরণ দিচ্ছি, যেমন -
(1) তুমি আসবে বলেই
চৌরাস্তার পুলিশটা ঘুষ খায়নি
তুমি আসবে বলেই.. (Corruption)
(2) তুমি আসবে বলেই
মুখ্যমন্ত্রী চুমু খেল স্ত্রীর গালে (Social Stereotyping)
(3) তুমি আসবে বলেই
দেশটা এখনও গুজরাট হয়ে যায়নি
তুমি আসবে বলেই.. (Riot)
(4) তুমি আসবে বলেই
সন্ত্রাসবাদ গুটিয়ে নিয়েছে থাবা (Social violence)
তুমি আসবে বলেই
জ্যোতিষ ছেড়েছে কত না ভণ্ড বাবা (Superstition)
(5) তুমি আসবে বলেই..
বখাটে ছেলেটা শিস দিতে দিতে দেয়নি (Derogatory remarks)
তুমি আসবে বলেই
আমার কলম এখনও বিক্রি হয়নি (Self-esteem)
স্মৃতি রেখে গেলাম, যুগ যুগ ধরে যখন কেউ গান শুনতে এসে আমার কমেন্টে লাইক দেবে আর আমি নোটিফিকেসেন পেয়ে আবার গানটা শুনতে চলে আসব 💓
Tumi asbe bolei ami
Comment e like dite vulini.....
❤❤❤❤❤❤❤❤
@@Arpan........ ধন্যবাদ আমিও এসেগেছি শুনতে
@@Arpan........ ❤️❤️
আমি ও স্বাক্ষী হলাম😊
মন খারাপের এই সময়গুলোতে চাঁদনি রাতে, জানালা খুলে দিয়ে অন্ধকার ঘরে, হেডফোন লাগিয়ে এই গানগুলো শোনার যে ব্যপারটা! জানি তুমি আসবেনা, তবুও গানটি শুনলে অন্যরকম তৃপ্তি লাগে। ধন্যবাদ নচিতেকা স্যারকে ❤
2023 এ এসে কে কে শুনেছেন এই গানটি ❤️
আমি আছি।
Ami achi
আমি শুনে চলেছি
Ami
Amio😌❤️
হ্যাঁ আমি পুরানো গানের জগতেই থাকতে চাই, তথাকথিত আধুনিক গান শুনে স্মার্ট সাজার থেকে এইসব গানে হারিয়ে যাওয়াই ভালো।যদিও অনেকেরই বুঝার ক্ষমতা নেই এইসব গানের মর্ম।😊😊😊
Amaro eisob song e valo lage daily sona hoy 😊
@@tasfiajannat3450 ভালো লাগার মতো গানই এই গুলো 😊
Vai khub sondor bolechho but quest ta hochhe j k asbee? Plz kew janle bolo, I am very confused 🤔
Akdom
Right Brother
I am an Odia Indian living in London.. Heard this song 15 yrs ago when I was working in Kolkata , never forgotten since then.. Such a beautiful song..
I am bengali.live in odisha
Great for like our Bengali songs
তুমি আসবে বলে…… এইকথার মাঝে কত ভালোবাসা লুকিয়ে আছে❤❤❤
বহু বহুবার শোনা, তবুও নতুন,
স্বামী বিবেকানন্দের একটি কথা আছে, বিস্ময়কর জিনিস একবার মাত্র বিস্মিত করে কিন্তু মনোহরণকারি বিষয়ের মনোহারিতা উত্তরোত্তর বাড়তে থাকে।
প্রেম শব্দ টা চিরন্তন।❤️
2:22 Tumi Asbe Bolei ..Jakir Hosain Bhool Kore Phele Tale..(RIP Sir🙏💔)
Amio ei jaiga tai sunte esechi aj
@@soumyadeepdas5630 ❤️🙏
অসময়ে মন ভালো করে দেওয়ার জন্য বিগত 20 বছর ধরে এই গানটা শুনছি। আগামী 20 বছর ও শুনতে চাই।
Yes❤
Like
যখনি কেও লাইক দিবে আমি আবার গানটা শুনতে আসবো কারণ
গান টা আমার প্রিয় মানুষটার খুব প্রিয় ❤❤❤
2024 aj first day.... still favourite song 😌❤️🩹
2020 তে কে কে আবার নতুন করে এই গানটা শুনছ??
Like দিয়ে বুঝিয়ে দিও।
Ami sonechi👍👍👍👍🥰🥰🥰🥰🥰
Me to
Amio
Ami
আমি জানতেই পারতাম না ভাগ্যিস বললে😱😱😱
তুমি আসবে বলে দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি 😍
ইলেকশনের পর কে কে?
👍👍👍lines
প্রিয় "নচিকেতা"
বাংলা গুজরাট হয়নি,
হয়েছে #1990_এর_কাশ্মীর !!
🔥🔥🔥
Repeating in West Bengal Direct Action Day, also known as the 1946 Calcutta Killings.😠😂😠😂
Gujrat suru kara prathom kore chilo seta keno bolen naa 1990 te Hindu der ganahattya keno bolen naa sudhu dalali naa mare satya baloon
Ghandhi
@@ramkrishnabhattacharya6392 pagla choda tui
❤❤❤2025 এসে এই গানটি শুনেছো ❤❤❤
গানটার যেমন একটা রোমান্টিক মাদকতা মেশানো দিক আছে পাশাপাশি বিপ্লব তেমন আষ্টেপৃষ্ঠে বাঁধা আছে. অনবদ্য সৃষ্টি নচিকেতার 😍😍
বিপ্লবের পরেই তো প্রেম আসে । প্রেমের যথার্থতার জন্যই বিপ্লবের প্রয়োজন।
বিপ্লব দির্ঘজীবী হোক,,বিপ্লব মানেই প্রেম
❤
এই গানে তুমি'টা কে.....????
এই গানে বিপ্লব'কেই তুমি বোঝানো হয়েছে.....???
দাদা তোমার মত শিল্পী আছে বলেই,আমরা এখনো বাংলা গান শুনি।আর বাংলা গানের এত সম্মান।
Mon volano gaan
Ekdom thik
Right
Right
দুই বাংলার গৌরব
প্রায় ৮০০ কোটি জনসংখ্যার এই পৃথিবীতে একজন প্রিয় মানুষ না থাকাতে পুরো দুনিয়াটা যেন জনশূন্য মনে হয় ।
২০২৪ এ কমেন্ট দিয়ে গেলাম । আপনাদের লাইক আর কমেন্ট এর নোটিফিকেশন অন করে রাখলাম । লাইক আর কমেন্ট দিয়ে যতবার সুযোগ দেবেন ততবার এই গানটা শুনবো ।
সবাই ভালো থাকুন, সুস্থ্য থাকুন ।
"নচিকেতা স্যার এ" ২০২৩" এসে এই গানটা কেউ শুনেছেন। ❤
তোমার মতো শিল্পীরা আছেন বলেই বাংলা গান আজও বেঁচে আছে.....
তুমি আসবে বলে আকাশ মেঘলা বৃষ্টি এখনো হয়নি💜
তুমি আসবে বলে কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি🍂
বেশি কিছু বলবো না,,, এই পৃথিবীতে ভালোবাসার নামটা থাকবে যত দিন এই গান থাকবে ততদিন💝💝 ২০২১ সালে যারা শুনেছেন তারা সারা দেন
Ami sunechi
আমি
21 noy dada 22 a o sunchi...
@@piyalinaskar4678 2023 a o shunbo
2024 ey eseo ke ke ai ganti sunte esechen
এতো ভালো লাগে কেনো গানটা?
নচিদা আসলেই একটা মাস্টার পিস।
Love from Bangladesh ❤
Apnader to Nobel man ache .Valoi to Nachi sir er copy kore,ki darkar Nachi sir er gaan sunar ??
অদ্ভুত সুন্দর একটি গান
@@AlbertEinstein-lk8gf oni kar gan shonben sheita ki apni thik kre dbn.pls show proper respect to another country person.
@@tonmoysaha5204 akdom thik bola6an ara shudhu das gular maddha aka oporar prati hingsa r janmo dai
@@AlbertEinstein-lk8gf কথায় কথায় আপনার আমার করেন কেন দাদা,,,? ভালবাসার জন্য একটা দেশের সীমান্তের কাঁটাতার কখনও বাঁধা হতে পারেনা। আমরা সবাই ত বাঙ্গালী। গাধা কখনো ঘোড়া হতে শুনেছেন? ভারত ততা এই উপমহাদেশের অনেকেই ত লতা মঙ্গেশকার❤️ এর কপি করে তাই বলে উনার সমকক্ষ হয়ে গেল,,?
নচিদা🙏🙏 আমার সবচেয়ে প্রিয় শিল্পী ❤️❤️
যারা নচিদার গান শুনেনি কিংবা পছন্দ করেন না তারা গানকে কখনো অনুভব করে না তারা যেটা করে সেটা বিনোদনের উপকরণ মাত্র বলা যায়।
তুমি আসবে বলে........ এই লিরিক্সটা বলতেই ভীষণ ভালোলাগে।🖤
কি অসাধারণ অনবদ্য সৃষ্টি নচিকেতার!
সত্যি আমি মুগ্ধ হই যতবারই শুনি গানটা।
গান টা সারাজীবন প্রিয় ছিল, আছে,এবং থাকবে..... সৃতি রেখে গেলাম যখনই কমেন্টে কেউ লাইক করবে, নোটিফিকেশন পাওয়া মাত্র ই চলে আসবো প্রিয় গানটি শুনতে।।
তুমি আসবে বলেই সোনালী স্বপ্ন ভীড় করে আসে চোখে.....
তুমি আসবে বলেই আগামী বলছে দেখতে আসবো তোকে...... ❤
তোমার অপেক্ষায় আছি
good
২১ কি ৩০,
২০৫০ শুনলে কখনো পুরোনো মনে হবে না,জাস্ট ভিতরটা ছুয়ে যায় ❤️❤️❤️love u dadu
I really feel nostalgic when I listen to this song....... In our college days this album was released and I used to listen to this particular song while I used to miss someone who was very special to me!!! Today I listen to this song sitting along with her beside me!!!! Thanks for uploading this song....
On the same verge..
তুমি বলতে এখানে আগামী সুসময়কে বুঝানো হয়েছে, কোন ব্যক্তিকে না। অসাধারণ জীবনমুখী শ্রুতিমধুর একটি গান।
Good brother
Thanks... asole jokhn e gan ta shuni mne hoy ai tumi ta k. ba kake bujhano hoice.. sob somoy e vabi j TH-cam a akta comment kore janbo.. ajj question korar age comment gula dekhtacilam.. r amr ans peye gelam...
Thank you..
ভাইয়া/দাদা, সামনে সুসময় আসবে কিনা জানি না।কিন্তু দুঃসময় এর ইংগিত পাওয়া যাছে।সুসময় গানকে অর্থবহ করে না।আর ব্যক্তি হবেই না, কে বা বলেছে??হতেও পারে
@@moriumakter3713 ভাইয়া/দাদা, সামনে সুসময় আসবে কিনা জানি না।কিন্তু দুঃসময় এর ইংগিত পাওয়া যাছে।সুসময় গানকে অর্থবহ করে না।আর ব্যক্তি হবেই না, কে বা বলেছে??হতেও পারে
গানের অনেকরকম মানে হতে পারে। এটা স্থান কাল এর নির্ভর করে
আজ 2024 1st January ভালোবাসার মানুষ টা আসবে তাই সকাল থেকে গান টা সকাল থেকে মুখে গুন গুন করছিলাম, তারপর sarch করে শুনলাম hometheter এ ❤
যতবার শুনি কখনো কোন বিরক্তিবোধ হয় না বরং আরো শুনতে ইচ্ছে হয়।
Yes
সত্যি অসাধারন গান। মন হৃদয় পুরো ছুঁয়ে যায়।
Yes
👍👍
👍👍👍👍👍❤❤❤
৪০০০ ডিস লাইক। কারা রে ভাই এগুলো? চৌরাস্তার পুলিশগুলো নাকি?
ঠিক বলেছেন- এত সুন্দর একটা গান যাদের পছন্দ হয়নি তারা আসলে সেই চৌরাস্তার পুলিশ হতে পারে না কারণ সেই পুলিশতো অন্তত ঘুষ খায়নি আর এরাতো তাও করেনি।
@@ManzoorulAlam ইজক
ক
Na na era sob tony kakkar er fan era 🤣
Gujarati babur fan 🐸
bhondo baba gilo jara jyotish chara diyacha
অসাধারন একটা গান ।মানুষ আসলে কত কিছুর জন্যইতো অপেক্ষায় থাকে আর এই অপেক্ষার নামই তো জীবন ।
Manas majumder
Mizanur Rahman darun
Yes
আড়গোড়ী জঙ্গলপুর ফাইভ স্টার ক্লাব, আড়গোড়ী জঙ্গলপুর আন্দুল মৌড়ী হাওড়া
NAZRUL SANGEET
বন্ধুরা 2024 সালে কারা এই সুন্দর গানটি শুনছেন❤❤❤
২০৩০ সালের বুকিং রেখে গেলাম যদি বেচে থাকি আবার এসে শুনব আর কে কে আসবে ❤❤
Ami🥰🥰🥰
আমি ❤️❤️❤️❤️😎
Ami asbona
দেশটা এখনও গুজরাট হয়ে যায়নি ❤️
Mane??
Dada ota Bangladesh hobe......
@@sailenmondal139 বাংলাদেশের মত হতে হলে তোদের কে আবার জন্ম নিতে হবে।
ভিখারির বাচ্চা দেখিস নাই তোদের নাম এখন ভিখারি দেশের তালিকায় পড়ছে।
সব ক্ষেত্রে এখন বাংলাদেশ তোদের থেকে এগিয়ে।
কলকাতার কাঙাল সারাজীবন তো অন্যের গোলামি করে গেলি।
দিল্লি থেকে পুরো পশ্চিম কংঙ্গো কিনে নিবে বাংলাদেশ।
@@zhrakib4720 mast joke mara😂😂😂
@@zhrakib4720
,
2023 ..... chironotun ❤️❤️ 🔥🔥✨
নচিকেতার গান বেশী শুনতাম বলে,বন্ধুরা নাম দিয়েছিলো নচি।একযুগ পরে এসেও স্পন্দিত হয়,মনে পরে বন্ধু দের কথা,,প্রিয় মানুষটার জন্য দীর্ঘ প্রহর অপেক্ষা।সর্বোপরি দাদা ভালোবাসা অবিরাম....
এটা শুধু একটা গান নয়, এটা বেঁচে থাকা ও অপেক্ষার একটি প্রতিপলন
Tik
Explain 'Gujrat'
Ha
Thanks
@Julkible Hasan হিন্দুদের দেবতা
ভালো সময় আসবে বলেই আমরা সবাই আশায় থাকি 😇। খুব সুন্দর গান 🤍
নচিকেতা 🙏💟🖤
কি অসধারণ কথা। অসাধারন সুর। আসাধসরণ কণ্ঠ। যা কোনো দিন বিক্রি হবে না। পুরোনো হওয়ার তো কথাই নেই। ঈশান কোণের অন্ধকার কেটে যাবে চিরকালের জন্য । ❤️❤️❤️
যারা আমার সাথে একমত তারা like দিন।👍
“তুমি আসবে বলেই” (শুধু এই কথাটাই আমার জীবনের একটা অংশ).. শুধু এই একটা কথার মধ্যেই কতো অর্থ লুকিয়ে আছে.. সত্যিই তো আমরা, নিজেদের মনের একটা ইচ্ছা পূরণের জন্য কত সময় অপেক্ষা করি.. যদি সেটা সত্যি হয়ে যায়!.. এত সুন্দর একটা বাস্তবিক গান আপনি আমাদের উপহার দিয়েছেন.. ধন্য তুমি নচিকেতা! কত সুন্দর সুর, কতোটা বাস্তবতা যা একমাত্র আপনারই কণ্ঠে, আপনারই লেখায়, আপনারই সুরে বর্তমান..
আপনি কি বলতে পারবেন এখানে তুমি বলতে কাকে বোঝানো হয়েছে?
@@skhasibul4588 akhane tumi bolte bristi asa ke bojano hoyeche
গানটা শুনলেই একটা নতুন উন্মাদনা জেগে ওঠে।নতুন করে বাঁচার আশা তৈরি হয়।
Hm
Shibaji Das 2
right
P
Hi
Anyone in 2025 ❤❤
দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি :-)
গানটার সবকটি শব্দ মনের খুবই কাছের.....
জানিনা তেমন কেউ কবে
আসবে 🤔🤔🤔🤔❤
@@sukantokumar3631 এইবেলা গুজরাট চলে যান।
হুম। গোধরায় সবরমতি এক্সপ্রেস ট্রেনে করসেবকদের যেভাবে পুড়িয়ে মারা হয়েছিল, সেরকম ঘটনা আর কোথাও হয় নি।
তুমি আসবে বলেই........... 😌✨️😍
খুব খুব খুব প্রিয় গান ❤❤
"তুমি আসবে বলেই আকাশ মেঘলা বৃষ্টি এখনও হয়নি" লাইনটা ভীষণ রকম পছন্দের। ❤🌼
2:20 wonderful......🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
Tumi asbe bolei jakir hossein vul kore fele tale....
Real Voice , Real talent , #Respect Sir Nachiketa ..
এই গানটা যারা 2024 এ শুনছে, তারাই বাংলা গানকে বাঁচিয়ে রেখেছে।।
অপূর্ব একটা গান। আমার সব সময়ের ফেভারিট। 😄😄
Top song
Akdom...
Its 2025 ..2nd January ...& I am listening this 😌💫 ...just awesome ❤
গানটি শুনলে ই মনে হয় যেনো বার বার শুনতে ই থাকি
Tumpa Ghosh u r right
China gan bujhis
Osam it is
Tumpa Ghosh
Akdom sotti bola6o
গানটা যদি 2023 এ লেখা হতো.. "তুমি আসবে বলে দেশটা এখন পশ্চিমবঙ্গ হয়ে যায়নি"🤣🤣🤣
😂😂😂
Another BJP supporter spotted😂😂
@@souravbanerjee5314 another chappal supporter spotted 😂😂😂
@@natureisgod218 it is better to be called as chapal supporter rather than supporting an outsider chaiwala and Gunda and their party.
😂😂😂😂
2021 keu ki gan ta suncho ? Jadi suno tahole
Ekta like to hbeii....
2023 এ দাড়িয়ে এই গান গুলো বুঝিয়ে দিয়ে যায় এখনও এই গান গুলো এক তরফা ভালোবাসা গুলোর জন্য বেঁচে আছে .. অনেক টা ভালোবাসা অনেক টা আবেগ দিয়ে গান গুলো শুনা .. নস্টালজিয়া ❤
Fact: TH-cam doesn't recommend you this,you search it by yourself.
Yeah
Cause gujju leader will be angry
Perhaps, its coz of the "Gujrat hoye jaye ni" line!! Listening to the song makes me feel like Nachiketa could see the future!!
@@pantu31 gujju leader🤣
Bangla is one of the most sweetest language in the World report by UNESCO. I am really happy to be a Bangladeshi Bengali. Love from Bangladesh.
Sudhu Bangali, amra hote pari politically alada, kintu diner sheshe amra sobai holam Bangla Mayer sontan.
পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশকে অনেক ভালবাসা 🇮🇳🇧🇩🇮🇳🇧🇩।
জয় হিন্দ জয় বাংলা।।
একজন বাঙালি হতে ভীষণ গর্বিত
Kintu bangali ra khub harami hoye obangali ra better
Get your facts correct....UNESCO hasn't declared any such report.
@@moinuddinkhan3488 amra poschimbongo er bangali ra holam Bharot Matar sontan. Amra prothome Bharotio tarpor bangali.
Joy Hind 🇮🇳
Joy Bangla
সত্যি ই গানটির অসাধারন কথা,সুর,কণ্ঠ ও মিউজিক ।গানটি আমার ভালোলাগার প্রথম সারিতে।২০২৩ তে গানটি কার কার ভালো লেগেছে ।❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
আমি জানি তুমি আর কখনো আসবে না।তুমি আর কখনো ফিরবে না আমার এই ভাঙা মনের ঘরে।
তবুও আশায় বুক বেধে রাখি, তবুও তুমি আসবে বলে পথ চেয়ে থাকি।
আমি পৃথিবীর সেরা বোকা😥😥😥
ভালোবাসি প্রিয়❤️❤️
সত্যি মন ভালো করার মত একটা গান... গানটা শুনার পর হৃদয় ছুঁয়ে যায়....😍❤
My fav song
যতবার শুনি, ততবারই যেনো নতুন করে ভালো লাগে❤
2014 সালে এই গানটা শুনেছিলাম,এখন শুনি খুব ভালো গান। ❤❤❤❤❤
সত্যি যদি কোনো দিন তোমাকে এই ভাবে বলতে পারতাম তাহলে বলতাম যদি সত্যি হত 🖤🌼🖤❤❤
গানটা শুনলে শুধু শুনতে মন চাই
২০২৪ এ ও একই রকম সুর অনুভব করা যায়❤️❤️
নচিকেতা- যার গানের জন্যই মূলত গান শুনা শুরু হয়। গানটি কত হাজার বার শুনেছি বলতে পারি না।
বাহ! সেম টু মি
২০২৩ এ এসে শুনতাছি।ছোট থাকতে চিনতাম না এই মানুষটা কে।কিন্তু দাদার গান সারাদিন শুনতাম।
এমন মানুষ যুগে যুগে ভগবান একজন পাঠান। কি অদ্ভুত তার লেখা তাই না। বড় ভাগ্য তার মতো একজন গুনি শিল্পীকে ভগবান আমাদের সামনে পাঠিয়েছেন। সাক্ষাৎ ভগবান ছাড়া এমন লেখা কল্পনা ও সম্ভব না। সহস্র কোটি প্রনাম স্যার আপনাকে। বেঁচে থাকুন যুগের পর যুগ স্যার। আপনাকে নিয়ে কথা বলার মতো হয়তো কোনো যোগ্যতা আমার নেই। ভালোবাসি আপনাকে 🙏🏻🙏🏻
তুমি আসবে বলেই সোনালী স্বপ্ন ভির করে আসে চোখে..... তুমি আসবে বলেই
আগামী বলছে দেখতে আসবো তোকে.....!!!
১৫ মার্চ ২০২১....🖤🖤🖤
❤️❤️❤️
28 March 2021
মিথা বাদি হয়ত কাওকেঠকাবে।
এই *তুমি* টাই প্রতিটি মানুষের বেঁচে থাকার বেঁচে থাকার রসদ।
এই তুমি টার খোঁজ করে চলছি দিনরাত।
আপনার কলম এখন বিক্রি হয়ে গেছে। আপনি গুজরাট দেখেছেন কিন্তু আর জি কর দেখেননি। খুবই দুঃখজনক।
2024 এ এসে কে কোথায় থেকে শুনছ প্রিয় গানটি😴
কলকাতা
💜বাঙালি বলে গর্ব হয় যে আমি এই বাংলায় জন্মেছি ❤আর এরকম একটা গায়কের গান শুনেছি❤ নচিকেতা চক্রবর্তী আমাদের অন্তরে এবং আমাদের বাংলার অন্তরের টাইমলাইন হয়ে থেকে যাবে💜
আপনি কি বলতে পারবেন এখানে তুমি বলতে কাকে বোঝানো হয়েছে
@@skhasibul4588 kake?
২৩শে ও শুনছি,আজীবন শুনবো।
যে গান প্রেম যোগায়,শক্তি,প্রেরণা যোগায় সে আমার নিজের গান,নিজের কথা।
নচিকেতা তোমায় সেলাম🙏
২০২৩ মে ১৪ রাত ২.৩৯ মিনিট
নচিকেতা❤
২৩ কমেন্ট রেখে গেলাম,
যতোবার এই কমেন্টে লাইক পড়বে নটিফিকেশন যাবে আমার কাছে ততোবার শুনতে আসবো।
তখন কলেজে পড়ি,তোমার অপেক্ষাতেই এই গান মন থেকে মুখে চলে আসত।
এক কোটি বার মনেহয় শোনা হয়ে গেছে। ঠিক কোন বয়সে প্রথম শোনা শুরু করেছিলাম এখন মনে নেই। বয়স ২৪ ছুঁই ছুঁই। যতোদিন বেঁচে থাকবো ততদিন বিকেলের নরম আলোয় বসে গানটা শুনে যাবো।
আপনি কি বলতে পারবেন এখানে তুমি বলতে কাকে বোঝানো হয়েছে
Amar aro beshi bar shona hoise. Ki korbo mon vorei na. Mone hosse, jotodin beche thakbo shuntei thakbo.
আমার 2021 শুরুই হয় এই গান দিয়ে....
আর 2020 শেষ হয়েছিল বাউন্ডুল এর "ধরো যদি হঠাৎ সন্ধ্যো" এই গানটি দিয়ে।
ভালোবাসা অবিরাম। বাংলাদেশের কোন এক প্রান্তদেশ থেকে ❤❤💘
কিছু কষ্টের শেষ হয়না,কোন সমাধানও
😔😔😔😔😔😔😔😔😔😔
হয়না,শুধুই অভ্যাস হয়ে যায়।
স্মৃতির পাতায় মন্তব্য রেখে গেলাম।পরিচিতরা এসে দেখবে গানগুলো আমাদেরও কত প্রিয় ছিলো।
2023a sunchi
তুমি আসবে বলেই 🌼
তুমি আসবে বলেই 🌺
আকাশ মেঘলা বৃষ্টি এখনো হয়নি 🌸
তুমি আসবে বলেই 💮
কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি 🌹
তুমি আসবে বলেই 🌼
তুমি আসবে বলেই 🌼
অন্ধ কানাই বসে আছে গান গায়নি 🌺
তুমি আসবে বলেই 💮
অন্ধ কানাই বসে আছে গান গায়নি 🌸
তুমি আসবে বলেই 🌻
চৌরাস্তার পুলিশটা ঘুষ খায়নি 🏵️
তুমি আসবে বলেই 🌸
তুমি আসবে বলেই 🌼
জাকির হুসাইন ভুল করে ফেলে তালে🌹
তুমি আসবে বলেই 🌺
মুখ্যমন্ত্রী চুমু খেল স্ত্রীর গালে 🏵️
তুমি আসবে বলেই 🌸
সোনালী স্বপ্ন ভীড় করে আসে চোখে 🌼
তুমি আসবে বলেই 🌺
আগামী বলছে দেখতে আসবো তোকে 💮
তুমি আসবে বলেই 🌼
তুমি আসবে বলেই 🌸
আমার দ্বিধারা উত্তর খুঁজে পায়নি 🌼
তুমি আসবে বলেই 🌺
দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি 🏵️
তুমি আসবে বলেই🌻
তুমি আসবে বলেই 🌸
সন্ত্রাসবাদ গুটিয়ে নিয়েছে থাবা 💮
তুমি আসবে বলেই 🌺
জ্যোতিষ ছেড়েছে কত না ভন্ড বাবা 🌼
তুমি আসবে বলেই 🌹
পাড়ার মেয়েরা মুখ করে আছে ভার 🏵️
তুমি আসবে বলেই 🌻
ঈশান কোণেতে জমেছে অন্ধকার 🌸
তুমি আসবে বলেই 🌺
তুমি আসবে বলেই 🌼
বখাটে ছেলেটা শিস দিতে দিতে দেয়নি 🏵️
তুমি আসবে বলেই 🌸
আমার কলম এখনও বিক্রি হয়নি 🌺
তুমি আসবে বলেই🌼
তুমি আসবে বলেই 🌸
তুমি আসবে বলেই 🌹
My favorite song. ami roj aii song ta suni
❤☺
❤❤❤❤darun
❤❤
অসাধারণ গান। কখনই পুরান হয় না এমন গান 💜
২০২১ এ বসেও শুনছি,আশাকরি আজ হতে ৫০ বছর পরেও এই গানটা মানুষ শুনবে।
২০২৪ এ নভেম্বরে অনার্সে উঠা এক মেয়ে স্কিন কেয়ার করছে আর শুনতেসে এটা🤍💙💙💙🤍🤍🤍
বয়ফ্রেন্ড আসবে বলে মেয়েটা স্কিন কেয়ার করছে,,,,,,,,,
ভবিষ্যৎ প্রজন্মের এই গানটা প্লেলিস্টে ফেভারিটসের মধ্যে থাকবে
অসাধারণ গান৷
আমার মনে হয় " তুমি " বলতে " ভালো কিছু হওয়ার আশা ( Hope ) " বোঝাতে চেয়েছেন। নচিকেতা তুমি কিংবদন্তি।🤍❤️
এই গানটির অনুভূতিটাই অন্যরকম ❤❤🥀
'তুমি' এখানে মানুষের হৃদয় নিহিত সুচেতনা ।
তার বেঁচে থাকার রসদ, বিপ্লবের অঙ্গীকার, বিদ্রোহের স্পর্ধা, মেরুদণ্ড সোজা রাখার মন্ত্র ।
'তুমি' তাই আগামীর শুভঙ্করী বার্তা ।
আরো একটা বাদ গেল। "তুমি" হলো সুদিন।
পাড়ার মেয়েগুলো মুখ অন্ধকার কেনো তাহলে?????
@@nargispervin7124
একটু ভুল হলো, পাড়ার মেয়েরা মুখ কালো করে নেই, মুখ ভার করে আছে। এটা অভিমানী মুখ ভার, যেমনটা হয় দীর্ঘদিন প্রিয় মানুষের অপেক্ষায় থাকা অভিমান জমলে, এখানেও 'তুমি'র আসার দীর্ঘ অপেক্ষায় মেয়েদের অভিমানী মুখ ভার।
আশা করি বোঝাতে পেরেছি।
@@arnabhazra01 TNX❤️❤️
চোখের জল মুছে দিল গান টা.. অসাধারন