চার শয়তানি শেষ করে নতুন দশ শয়তানির পথে নবান্ন । কিরকম শুনুন বাংলার বার্তায় ।

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • এখনও যাঁরা তৃণমূলকে সমর্থন করেন তাঁরাও একদিন বুঝবেন কি সর্বনাশ করেছেন নিজেদের ।

ความคิดเห็น • 1.9K

  • @sanjibjana4434
    @sanjibjana4434 ปีที่แล้ว +59

    একদিকে সফল হয়েছে। কিছু নমিনেশন প্রত্যাহার করাতে সফল হয়েছে। এবার নতুন গেঁড়াকল করছে।প্রতি জেলায় মাত্র এক কোম্পানি কেন্দ্র বাহিনী চেয়েছে কমিশন।

    • @santoshmazumdar2808
      @santoshmazumdar2808 ปีที่แล้ว +1

      বিবেকের দিকে তাকিয়ে বলতেই হয়, কি অবাক কার্যক্রম !!!

  • @pacha6288
    @pacha6288 ปีที่แล้ว +32

    2011 তে বোকা
    2016 তে অন্যায়
    আর
    2021 শে যে পাপ আমরা করেছি তার ফলা তো আমাদেরই ভুগতে হবে l 😢😢😢😢😢😢😢

  • @MahadevBhakt2152
    @MahadevBhakt2152 ปีที่แล้ว +199

    এর থেকে রাষ্ট্রপতি আইন জারি করতে হবে।

    • @gopalkundu3583
      @gopalkundu3583 ปีที่แล้ว

      কংগ্রেস ও সিপিএমের জাতীয় স্তরের নেতা নেত্রীরা রাষ্ট্রপতি ভবনে গিয়ে সরাসরি রাষ্ট্রপতি শাসন জারির দাবি করেছেন না কেনো ?
      সংসদের অধিবেশনে অধীর বাবুদের কংগ্রেস অথবা বামদলের প্রতিনিধিদের মুখে পঃবঙ্গ নিয়ে একটি শব্দও শোনা যায় না।
      অথচ এই দুটি সর্বভারতীয় দল 1947 থেকে 2011 পর্যন্ত প্রায় 64 বছর পঃবঙ্গ শাসন করেছে। বাংলার মানুষ কি এতটুকুও আশা করতে পারে না?

    • @chhabibash6050
      @chhabibash6050 ปีที่แล้ว +2

      একদম সঠিক

    • @bidyutkundu1400
      @bidyutkundu1400 ปีที่แล้ว +2

      অবিলম্বে ৩৫৫অথবা৩৫৬ জারী করা উচিৎ।না হলে অনেক ক্ষতি হয়ে যাবে

  • @surendranathsarkar7134
    @surendranathsarkar7134 ปีที่แล้ว +27

    সঠিক প্রতিবেদন ,পূর্ণ সমর্থন জানাচ্ছি, ধন্যবাদ আপনাকে।ণরহত্যা বন্ধে অবিলম্বে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত । মহামান্য রাজ্যপাল মহোদয়ের কাছে একান্ত অনুরোধ, ণরহত্যা বন্ধ করার জন্য, অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারি করুন , ধন্যবাদ।

  • @tufandatta3378
    @tufandatta3378 ปีที่แล้ว +77

    যেখানে প্রতিপক্ষ নেই সেখানে NOTA র' ব্যাবহার হোক ব্যাপকভাবে।

    • @RS-gq3kr
      @RS-gq3kr ปีที่แล้ว +3

      ki lav... nota toh r duty palan korbe na!!! tar cheye vebe chinte vote din...

    • @badshabasu6995
      @badshabasu6995 ปีที่แล้ว +4

      যেখানে প্রতিপক্ষ নেই সেখানে ভোটই হবে না কারণ অপর পক্ষ কে ওয়াক ওভার দিয়ে দেওয়া হয়।

  • @shantanudey4945
    @shantanudey4945 ปีที่แล้ว +32

    খুব দুঃখ পাই যে একদিন এই রক্ত চোষা রাক্ষুসী কে আমরা ভালোবেসে ভুল করে এনেছিলাম,
    এখন রাস্ট্রপতি শাসন চাই।

    • @Bima-dl6qz
      @Bima-dl6qz ปีที่แล้ว

      শাল থেকে হাতি ঘোড়া উধাও হতে থাকে। তারপর বোঝা গেল ঐ টি ছিল রাক্ষসী। আমরাও অনুতপ্ত, বুঝিনি কি material দিয়ে তৈরি ঐ ডাইনী

    • @Bima-dl6qz
      @Bima-dl6qz ปีที่แล้ว

      এই রাক্ষসী তখন ছিল রূপকথার গল্পে অরণ্যে ক্রন্দনরত সেই মায়াবিনী রাক্ষসী, পরে রাজা বিয়ে করে রানী করে আনে, তারপর হাতি-ঘোড়া

    • @subhendubikashmallick9215
      @subhendubikashmallick9215 ปีที่แล้ว

      সেটা অমিত শা করবেন না।প বঙ্গের খতি হলে ওনার কিছু আসেযায় কি? ওনার গুজরাট ভালো থাকলেই হল।

    • @Janagouri
      @Janagouri ปีที่แล้ว

      Thik 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @basudevmaity1842
    @basudevmaity1842 ปีที่แล้ว +44

    ৩৫৬ ধারা জারি করা ছাড়া অন্য কোনো উপায় নেই।
    জনগন কে ভোট দিবার সুযোগ দিলেতবে তো

  • @aparnamondal1443
    @aparnamondal1443 ปีที่แล้ว +26

    দাদা আপনি এগিয়ে চলুন, আমরা সাথে আছি

  • @ashisbanerjee891
    @ashisbanerjee891 ปีที่แล้ว +47

    সুপ্রভাত।
    অসাধারণ চাঁচাছোলা বক্তব্য।

  • @tapask.bhattacharyya6323
    @tapask.bhattacharyya6323 ปีที่แล้ว +36

    চাই রাষ্ট্রপতির শাসন অবিলম্বে...

    • @subhendubikashmallick9215
      @subhendubikashmallick9215 ปีที่แล้ว

      আপনি চাইলে তো হবে না। অমিত শার ইচ্ছে অনুসারে হবে।প বঙ্গ ধ্বংস হলে ওনার কি আসে যায়?

  • @minatipatra1710
    @minatipatra1710 ปีที่แล้ว +68

    আপনি একদমই ঠিক ব্যাখ্যা দিলেন । কিন্তু এই সরকারের হাত থেকে বাংলাকে বাঁচানোর উপায় টা বলুন ।

    • @gopalkundu3583
      @gopalkundu3583 ปีที่แล้ว

      কংগ্রেস ও সিপিএমের জাতীয় স্তরের নেতা নেত্রীরা রাষ্ট্রপতি ভবনে গিয়ে সরাসরি রাষ্ট্রপতি শাসন জারির দাবি করেছেন না কেনো ?
      সংসদের অধিবেশনে অধীর বাবুদের কংগ্রেস অথবা বামদলের প্রতিনিধিদের মুখে পঃবঙ্গ নিয়ে একটি শব্দও শোনা যায় না।
      অথচ এই দুটি সর্বভারতীয় দল 1947 থেকে 2011 পর্যন্ত প্রায় 64 বছর পঃবঙ্গ শাসন করেছে। বাংলার মানুষ কি এতটুকুও আশা করতে পারে না?

    • @nibeditamukhopadhyay9541
      @nibeditamukhopadhyay9541 ปีที่แล้ว

      উপায় আমরা সবাই অসহাযভাবে খুঁজছি !
      হয়ত শেষপর্যন্ত আক্রান্ত দের
      নিজের হাতে আইন তুলে নিতে
      হবে ! হাতের কাছে আধলা তো আছে , ঘরে ফলকাটা ছুরি
      আছে , সোভিয়েত ইউনিয়নের
      মেয়েরা নাৎসীদের বিরুদ্ধে যে ভাবে সামোভার , হাতা , খুন্তি
      নিয়ে লড়েছিল , হয়ত বাংলা
      বাঁচানোর জন্য , নিজেদের
      পরিবারকে বাঁচানোর জন্য সেই
      আদিম লড়াই টাই আমাদের লড়তে হবে !

    • @subhasissantra2098
      @subhasissantra2098 ปีที่แล้ว

      জনগণের সচেতনতা, যারা ঘুষ খেয়ে ঘুমে অচেতন হয়ে আছে, দুধেল গাই হয়ে আছে, অশিক্ষিত অবুঝ লোভী হয়ে আছে।

  • @sankarmukherjee9576
    @sankarmukherjee9576 ปีที่แล้ว +55

    আমি আপনার একজন গুনমুগধ ভক্ত। আমাদের রাজ্য কে বাচাতে হলে আপনার মত মানুষের আজ ভীষণই প্রয়োজন। যত দ্রুত এই সরকারের পতন হবে তাতেই রাজ্যের মঙ্গল।

  • @ranajitdhara9230
    @ranajitdhara9230 ปีที่แล้ว +159

    ক্ষমতা থেকে সরলেই ------
    ঠিকানা হবে "জেলখানা" ।
    তাই ক্ষমতা তে থাকার মরিয়া চেষ্টা !!!!

    • @prafullamaji9812
      @prafullamaji9812 ปีที่แล้ว +6

      আমি আপনার সাথে সহমত।

    • @sutaparay9737
      @sutaparay9737 ปีที่แล้ว +4

      Khub, khub thik kathaa bolechhen aapni . Dhanyabaad.

    • @nibeditamukhopadhyay9541
      @nibeditamukhopadhyay9541 ปีที่แล้ว +2

      একদম সঠিক অভিমত দিয়েছেন !

    • @Dr.RathinSinha
      @Dr.RathinSinha ปีที่แล้ว

      0অপ9প

    • @ProbodhSinha
      @ProbodhSinha ปีที่แล้ว

      ​@@sutaparay9737 88.j 7🎉namaste

  • @prabirchatterjee5462
    @prabirchatterjee5462 ปีที่แล้ว +19

    সন্ময়বাবু আপনি লড়ে যান, সকল শুভ বুদ্ধি সম্পন্ন, গণতন্ত্রপ্রিয়, সংবিধান মানা মানুষ আপনার সঙ্গে আছেন |🙏

    • @subhendubikashmallick9215
      @subhendubikashmallick9215 ปีที่แล้ว

      কিন্তু বিরাট সংখ্যক নির্বোধ জনগণ লকখীরঘট নামক মাদকতায় আচ্ছন্ন। তাদের বোধ বুদ্ধি লুপ্ত। centre এর তো দম দেখছি না। ধংস,প বঙ্গ বিরাট খাদে।

  • @bilamous1
    @bilamous1 ปีที่แล้ว +174

    No vote to Mamata

    • @rekhasarker4371
      @rekhasarker4371 ปีที่แล้ว +6

      No vote to TMC

    • @gopalkundu3583
      @gopalkundu3583 ปีที่แล้ว

      ভোট না দিলেও হবে। ভাইপো বাহিনী রয়েছে। আইন আদালত, হাইকোর্ট সুপ্রিম কোর্ট, সংবিধান, গণতন্ত্র সবার ঊর্ধ্বে ঐ বাহিনী মহাশান্তিপূর্ণ নির্বাচন করে দেখাবে। ....

    • @ruplalgupta7172
      @ruplalgupta7172 ปีที่แล้ว +1

      ডাইনী বুড়ি কো করো বিদাই!

    • @dipanpaul3669
      @dipanpaul3669 ปีที่แล้ว

      ভোট তো আপনাকে দিতেই দেবে না, তাহলে আপনি আপনার মত পাল্টাবেন কিভাবে?

  • @harunkhan6127
    @harunkhan6127 ปีที่แล้ว +8

    কেন্দ্রের এজেন্সি CBI ED ব্যানার্জি পরিবারকে ছাড় দেওয়ার জন্য এতো সাহস বেড়ে গেছে।

    • @subhendubikashmallick9215
      @subhendubikashmallick9215 ปีที่แล้ว

      এটাই তো মুখ্য বিষয়। আপনি সঠিক বুঝেছেন।এ সত্য অল্প মানুষের বোধগম্য।

  • @electricals4501
    @electricals4501 ปีที่แล้ว +105

    এই অফিসার গুলোকে দ্বীপান্তরে নির্বাসন দেওয়া উচিত

    • @rinadey1513
      @rinadey1513 ปีที่แล้ว

      জনগণের ট্যাক্সের পয়সায় জনগণের শত্রু পোষা

    • @ruplalgupta7172
      @ruplalgupta7172 ปีที่แล้ว

      ধর্মতলায় মাতাল টা কে উল্টো করে তপ্ত রদ্রে,ঝুলিয়ে রেখে ,বেদম পেটানো দরকার!

    • @prodippaul7696
      @prodippaul7696 3 หลายเดือนก่อน

      সুভেন্দু অধিকারি রাজ্য সম্পাদক হোন,দিলিপ ঘোষ সঙে থাকুন,মাননিয় প্রাক্তন বিচারপতি অভিজিত গাঙ্গুলি মহাশয় কেন্দ্রের আইনমন্ত্রি হোক ভারতিয় সৈনদিয়ে ভোট করানো হোক প্রত্যেক বুথে সৈনবাহিনি দিতে হবে আর ভোটের আগে গুন্ডাদের গ্রেপ্তার করতে হবে ,পুলিসকে সরিয়ে দিতে হবে দরকারে গুলি করতে হবে

  • @shibajitdey1253
    @shibajitdey1253 ปีที่แล้ว +16

    No Vote To Mamata .

  • @pradippal6987
    @pradippal6987 ปีที่แล้ว +47

    এখন অনেকটা ইঙরেজ আমলের মতো চলছে।

    • @rajugoswami3663
      @rajugoswami3663 ปีที่แล้ว +6

      Engrej amole mithashree namok oshobho mohila thakto
      Na😊😊😊😊😊😊😊

    • @jeetsabant7869
      @jeetsabant7869 ปีที่แล้ว

      Lord Clive keo England A bichar hoechilo . Sob khomota kere neoa hoechilo . Muslim sasan er Sathe tulona hoy .

    • @arunkumarbhattacharya9396
      @arunkumarbhattacharya9396 ปีที่แล้ว +3

      ভুল বললেন, বাম আমলের মতো চলছে।

    • @TruthAndPositivity
      @TruthAndPositivity ปีที่แล้ว

      Tar thekeo onek kharap cholche. Ingrej der hate sudhu police chhilo. Ar ei saitan der hate chor-tolabaj banano banglar manusrao achhe. Oi chor gulo jane je saitan jodi here jai tahole tader bipod. Tai nijeder bachanor jonyo ora saitan er hoye pranpon lorbe. Eta oder kache vote er lorai noi. Oder jiboner lorai... ar sei jonyoi ei dhormo juddho oti probol

    • @kdebnath2
      @kdebnath2 ปีที่แล้ว

      ​@@arunkumarbhattacharya9396 আপনার কাছে মনে হয় বাম থেকে চটি চাটা ভালো...।

  • @ketakibhattacharyya6153
    @ketakibhattacharyya6153 ปีที่แล้ว +2

    বঙ্গবাসী একবার ভেবে দেখুন কাকে রাজসিংহসনে বসিয়েছেন? ভাবলেই শিহরে উঠছি, সবাই একযোগে রাস্তায় নেমে প্রতিবাদ করুন

  • @nanigopalmandal9584
    @nanigopalmandal9584 ปีที่แล้ว +153

    সন্ময় বাবু সঠিক কথা বলেছেন। ৩৫৬ ধারা ছাড়া মমতা 'তাড়কা 'রাক্ষসী কে হটানো যাবে না।

    • @mirahalder6320
      @mirahalder6320 ปีที่แล้ว +1

      ❤❤q😊

    • @jayantadasgupta6215
      @jayantadasgupta6215 ปีที่แล้ว +2

      You are 100% right but what is the way out

    • @kddailyvlog456
      @kddailyvlog456 ปีที่แล้ว +3

      তারকা রাক্ষুসী মনে হয় এর থেকে ভালো

    • @Bima-dl6qz
      @Bima-dl6qz ปีที่แล้ว

      @@kddailyvlog456 একদম

    • @Bima-dl6qz
      @Bima-dl6qz ปีที่แล้ว

      এটা অনেক দিন ধরে চাইছি তো অনেকেই। হচ্ছে না তো

  • @sibanandamondal9673
    @sibanandamondal9673 ปีที่แล้ว +6

    এরকম ভাবেই তো বার বার ভোট হচ্ছে! বার বার জিতে যাচ্ছে. কী করে এদের হারানো যাবে. এরা সোনার বাংলাটাকে তো গোলার বাংলা বানিয়ে ফেলেছে!

    • @Bima-dl6qz
      @Bima-dl6qz ปีที่แล้ว

      Bomb weapon company পঃবঃ এর। বড় শিল্প স্থাপন করেছে

  • @aviksrimany6907
    @aviksrimany6907 ปีที่แล้ว +273

    যারা নির্বাচন নিয়ে দেশে প্রহসন করছে তাদের দেশদ্রোহীতার অপরাধে গনতন্ত্রের স্বার্থে অবিলম্বে বিচার করা দরকার।

    • @sayakpal1417
      @sayakpal1417 ปีที่แล้ว +8

      💯 % agree. But our constitution is very flexible. It must be rigid.....

    • @narayankar2284
      @narayankar2284 ปีที่แล้ว +8

      কে বিচার করবে? জনগণকেই এগিয়ে এসে ভোট দিয়ে ছুয়ে ফেলতে হবে।

    • @kabonline09
      @kabonline09 ปีที่แล้ว +4

      @@narayankar2284 Thik bolechen..100% correct...CPM -er sesh somoy-e jebhave manush dole dole onnodike jukhechilo ..sei bhabve manush ke songhobodho hote hobe and that should reflect in Ballot Box

    • @nibeditamukhopadhyay9541
      @nibeditamukhopadhyay9541 ปีที่แล้ว +4

      জনতাকেই এই বিচার করতে হবে !

    • @gopalpalchoudhury5978
      @gopalpalchoudhury5978 ปีที่แล้ว +4

      Absolutely correct.

  • @tarunkumarday399
    @tarunkumarday399 ปีที่แล้ว +12

    মানুষের জীবন বাঁচাতে গেলে এই মুহূর্তে পশ্চিম বঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করা দরকার।

  • @soumodipghosh229
    @soumodipghosh229 ปีที่แล้ว +61

    *ভোট দেওয়ার আগে 10বার ভাবুন কারণ একটা ভোটই ভীষণ মূল্যবান*
    ------------------------------------------
    *কেন্দ্রীয় সরকারের বহুমুখী প্রকল্পগুলি হল*
    🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
    একটা মানুষের বেঁচে থাকার জন্য সবথেকে যেটা প্রয়োজন
    *1.প্রধানমন্ত্রী গরীবকল্যান অন্ন যোজনা-* খাদ্য (চাল, ডাল, গম,চিনি etc)
    *2. প্রধানমন্ত্রী আবাস যোজনা-* ঘর
    *3.স্বচ্ছ ভারত অভিযান-* শৌচালয়।
    *4.আয়ুষ্মান ভারত -* (5লক্ষ টাকা) স্বাস্থ্য। কার্ডটাতে নরেন্দ্র মোদীর ছবি দেওয়া আছে তাই মমতা ব্যানার্জি এরাজ্যে চালু করতে দেয়নি।ভারতবর্ষের সব রাজ্যে আয়ুষ্মান ভারত চলছে, কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চলছে না।আয়ুষ্মান ভারতের 70% কেন্দ্র আর 30% টাকা রাজ্য দেয়।
    *5. জল জীবন মিশন -* বিশুদ্ধ পানীয় জল।2024 সালের মধ্যে জল ঢুকে যাবে।এটাকে মমতা ব্যানার্জি জলস্বপ্ন নামে রাজ্যের প্রকল্প বলে চালিয়ে দিচ্ছে।
    *6.মনরেগা প্রকল্প-* গরীব মানুষদের জন্য 100 দিনের কাজ।
    *7. Skill Development Project-* বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ।এই প্রকল্পটিকে এরাজ্যে *উৎকর্ষ বাংলা* বলে চালানো হচ্ছে।
    *8.প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা-* রাস্তা।
    *9.বার্ধক্য ভাতা*-1000 করে দেওয়া হয়।এটা ভারত সরকারের প্রকল্প, রাজ্যের নয়।
    *10. প্রধানমন্ত্রী মাতৃবন্দনা প্রকল্প-* সরকারি hospital এ সন্তান প্রসবের পর 6 হাজার টাকা সহ AMBULANCE 🚑এ বাড়ি পৌছানোর ব্যবস্থা ও করে দিয়েছে।
    *11.* SC, ST দের Development এর জন্য কেন্দ্রীয় সরকার যে টাকা পাঠায় সেটা দিয়ে তাদের development না করে সেই টাকা দিয়ে *সবুজ সাথীর ভাঙা সাইকেল* দিচ্ছে।সাইকেলটা আবার কম করে 500 টাকা দিয়ে ঠিক করতে হচ্ছে।অভিষেক ব্যানার্জীর শ্যালিকা মেনকা গম্ভীরের শ্বশুরমশাই পবন অরোরা প্রতিটা সাইকেল থেকে 400টাকা কমিশন নেয়।
    *12.কৃষক সম্মান নিধি-* বছরে তিনবার 2000 টাকা করে 6000টাকা কৃষকদের Account এ
    ঢুকে যায়।2 বছর হয়ে গেলো এই প্রকল্পটিকে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে বন্ধ করে রেখে দিয়েছে।কারণ এই প্রকল্পটি চালু করলে নরেন্দ্র মোদী কৃষকদের কাছে famous হয়ে উঠবে।
    *13.মিড ডে মিল-* এটা ভারত সরকারের প্রকল্প।এর মাধ্যমে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের স্কুল ছুটের সংখ্যা কমানো সম্ভব হয়েছে।
    *14. পি এম পোষণ-*
    ফল, ডিম, মাংস, দুধ শুধু পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষ জুড়ে দেওয়া হয়।এটা ভারত সরকারের নতুন প্রকল্প।শিক্ষার্থীদের অতিরিক্ত পুষ্টি সরবরাহ করার জন্য এই প্রকল্পটি করা হয়েছে।এটাকে মমতা ব্যানার্জি নিজের বলে চালিয়ে দিচ্ছে।
    *15. সমগ্র শিক্ষা মিশন-* বিদ্যালয়ের স্কুলের ব্যাগ,স্কুলের জামা, প্যান্ট, বই, খাতা দেওয়া হয়।এগুলো সবই কেন্দ্রীয় সরকার দিচ্ছে।কিন্তু মমতা ব্যানার্জি জামা, ব্যাগ এমনকি খাতাতেও বিশ্ববাংলার *ব* এর logo এবং নিজের ছবি বসিয়ে দিচ্ছে।
    *16.* কেন্দ্রীয় সরকার পর্যাপ্ত পরিমাণে ICDS(Integrated Child Development Services) কে যে টাকা দেয় সেই টাকা ICDS এর বিভিন্ন fund এ না দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিমাসে মহিলাদের একাউন্টে 500 টাকা ( *লক্ষ্মীর ভান্ডার* ) করে ঢুকিয়ে দিচ্ছে।এবার প্রশ্ন হচ্ছে ICDS এর প্রাপ্য টাকা টা দিচ্ছে কীভাবে ?
    কেন্দ্রীয় সরকার মিড ডে মিল প্রকল্পের জন্য যে টাকা দেয় সেই টাকার অধিকাংশ ICDS কে পরের মাসে দিয়ে দিচ্ছে।যারফলে এরাজ্যের স্কুলের ছাত্রছাত্রীরা মিড ডে মিল এ ভালো পুষ্টিকর খাবার ঠিকমতো পাচ্ছে না।
    এছাড়া সরকারি কর্মচারীদের প্রাপ্য টাকা DA না দিয়ে সেখান থেকেও বেশ কিছু টাকা চুরি করছে মাননীয়া লক্ষ্মীর ভান্ডারের জন্য।
    *17.প্রধানমন্ত্রী উজালা যোজনা-* রান্নার গ্যাস।
    *18. বিধবাভাতা-* 1000টাকা করে দেওয়া হয়।40 থেকে 59 বছরের মহিলাদের দেওয়া হয়।এটা ভারত সরকারের প্রকল্প রাজ্যের নয়।
    *19. দিব্যাঙ্গ ভাতা-* দিব্যাঙ্গ দের জন্য 1000 টাকা করে দেওয়া হয়।এটাকে মমতা ব্যানার্জি মানবিক ভাতা প্রচার করে রাজ্যের প্রকল্প বলে চালিয়ে দিচ্ছে।এটা ভারত সরকারের প্রকল্প, রাজ্যের নয়।
    *সুতরাং যা বোঝা যাচ্ছে, কন্যাশ্রী রুপশ্রী ছাড়া রাজ্যসরকারের কোনো প্রকল্প নেই,পশ্চিমবঙ্গের 6 লক্ষ কোটি টাকা ঋণ হয়ে গেছে এই দুটো প্রকল্প দিতে গিয়ে।এছাড়া দূর্গাপূজায় ক্লাব গুলোকে 60,000টাকা দেওয়া,লক্ষ্মীর ভান্ডার, খেলা মেলা করে ঋণের বোঝা বাড়িয়ে দিয়েছে।রাজ্য সরকারের ঋণ মেটানোর কোনো চেষ্টা নেই,শ্রীলঙ্কার ঋণ হল 6 লক্ষ কোটি টাকা।মমতা ব্যানার্জির tendency হল রাজ্যকে ঋণের বোঝা বাড়িয়ে দেওয়া,এই ঋণ যতদিন শোধ না হবে ততদিন পশ্চিমবঙ্গে চাকরি,শিল্প,স্বাস্থ্য ক্ষেত্রে কোনোদিনই উন্নতি হবে না।*

    • @skeptic3846
      @skeptic3846 ปีที่แล้ว

      তার আগে ভোট আর গণনা তো হোক।

    • @jeetsabant7869
      @jeetsabant7869 ปีที่แล้ว +3

      Yes 🙏🙏🙏👍👍💘💘🙏👍

    • @pallabkar2121
      @pallabkar2121 ปีที่แล้ว

      Ekta vote o debona baler BJP k.. no vote to BJP..

    • @pallabkar2121
      @pallabkar2121 ปีที่แล้ว

      2013 e 70 takar petrol ekhn keno 106 taka? 55 takar diesel ekhn keno 92 taka r 400 takar gas ekhn keno 1150 taka setar uttor tor laora baap modi debe?

    • @jeetsabant7869
      @jeetsabant7869 ปีที่แล้ว +1

      @@pallabkar2121 , 2013 te sona chilo 26000 taka akhon 70000 keno ??? 2013 te tomar boys chilo 20 akhon 30 keno ??? AR kono jukti paona??? Murkho .😡😡

  • @DipakMitra
    @DipakMitra ปีที่แล้ว +10

    355 ধারা লাগু করে পুলিশ মন্ত্রীর সমস্ত অধিকার কেড়ে নিয়ে রাজ্যপাল নিজের ইচ্ছামত প্রত্যেকটি বুথে আধা সামরিক বাহিনী পাঠিয়ে এই ভোট পর্ব সেরে নিতে পারেন।

    • @mycraftyideas5323
      @mycraftyideas5323 ปีที่แล้ว

      সমস‍্যা একটা থাকবেই। সেভাবে রাজ‍্যপাল নাহয় কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটটা করালো কিন্তু তোলামূলীদের হাতে সমস্ত বোমা শিল্প এবং গুণ্ডা বাহিনী যাদের সাথে আছে অজশ্র বন্দুক, পিস্তল, রিভল্ভবার। এসব নিয়ে যদি গ্রামে গ্রামে বিরোধীদের বাড়িতে বাড়িতে আক্রমণ করতে থাকে সেই ভয়ংকর অবস্থাটাকে কে সামাল দেবে? তারপর বেশকিছু পুলিশ তখনও তোলামূলীদের সাহায‍্য করবে। এতে অবস্থা আরো খারাপ হবে।

    • @Bima-dl6qz
      @Bima-dl6qz ปีที่แล้ว

      একমত। নাহলে পুলিশের অধীনে হয়ে CRPF এর সক্রিয়ভাবে অংশগ্রহণ করার ক্ষমতাই থাকবেনা

  • @gourangapaul7305
    @gourangapaul7305 ปีที่แล้ว +78

    এ লড়াই কঠিন লড়াই! হোক না যতই কঠিন- এ লড়াই এ জিততে হবে । সন্ময়বাবু, আপনি আমার মনের খোরাক । আরও আছেন ; মাননীয় অর্কবাবু , বন্ধু শফিকুল , আছেন মানববাবু । আপনাদের সকলের জন্য শুভ কামনা রইল ।এগিয়ে যান নির্ভয়ে । বাংলার নিপিড়িত জনগন আপনাদের সাথে আছেন। মাভৈ মাভৈ !!

  • @samareshfish-zk6mn
    @samareshfish-zk6mn ปีที่แล้ว +12

    সন্ময় বাবু আপনার এই খোবটা হাজার মানুষের মধ্যে ছড়িয়ে যাক 🙏🙏

  • @abarnabhattacharyya3264
    @abarnabhattacharyya3264 ปีที่แล้ว +29

    মাননীয়া মানবরূপী একটা রাক্ষুসী , সবার রক্ত খেতে এসেছে

  • @SusmitaDas-pl9vj
    @SusmitaDas-pl9vj ปีที่แล้ว +8

    আপনারা অনেক বড় বড় ব্যক্তিত্ব । আপনারা দয়া করে এই সন্ত্রাসী ও উন্মাদের হাত থেকে আমদের বাঁচান।

  • @biswanathdey837
    @biswanathdey837 ปีที่แล้ว +292

    আপনার সাথে আমি একমত। এখুনি রাস্ট্রপতি শাসন দরকার এই রাজ্যে।

    • @gopalkundu3583
      @gopalkundu3583 ปีที่แล้ว

      একবার কংগ্রেস ও সিপিএমের জাতীয় স্তরের নেতা নেত্রীরা রাষ্ট্রপতি ভবনে গিয়ে সরাসরি রাষ্ট্রপতি শাসন জারির দাবি করেছে না কেনো ? আপত্তি রয়েছে কি?
      সীতারাম ইয়েচুরি বা রাহুল গান্ধীদের পঃবঙ্গের বাঙালি দের প্রতি দায় দায়িত্ব এতটুকুও নেই কি ? 1947 থেকে 2011 পর্যন্ত এই দুটি সর্বভারতীয় দল প্রায় 64 বছর পঃবঙ্গে সরকার চালিয়েছে। একথা ভুলে গেলে চলবে না।

    • @sutaparay9737
      @sutaparay9737 ปีที่แล้ว +7

      Abilambe raashtrapatir shasan darkaar .
      Civic - ra nishchoy baarti taka paachchhe.

    • @sudeshna3032
      @sudeshna3032 ปีที่แล้ว +8

      চাই but কিভাবে? ভগবান এই বাংলা কে বাঁচাও 🙏

    • @gopalpalchoudhury5978
      @gopalpalchoudhury5978 ปีที่แล้ว +7

      Right.

    • @shantanudey4945
      @shantanudey4945 ปีที่แล้ว +3

      এক মত

  • @ujjwalmukhopadhyay6735
    @ujjwalmukhopadhyay6735 ปีที่แล้ว +4

    সঠিকভাবে তথ্য জানানোর জন্য ধন্যবাদ জানাই আন্তরিক ভাবে আপনাকে।

  • @rabindranathchakrabarty5151
    @rabindranathchakrabarty5151 ปีที่แล้ว +39

    সন্ময় বাবু , আপনার সুদীর্ঘ সাংবাদিকতা এবং রাজনৈতিক অভিজ্ঞতা সাহায্যে , রাষ্ট্রপতি শাসনের আশু প্রাসঙ্গিকতা কেন্দ্রীয় সরকারকে বোঝানোর চেষ্টা করুন । অবশ্যই আপনার ছায়াসঙ্গী শুভেন্দু বাবু তো থাকবেনই !! নইলে বাংলার মানুষ নিশ্চিহ্ন হয়ে যাবে !!!

    • @arunkumarbhattacharya9396
      @arunkumarbhattacharya9396 ปีที่แล้ว

      নিজেরাই তো এই বাম রাজনীতি প বঙ্গে প্রতিষ্ঠিত করেছেন। এখন সেন্টারকে মনে পড়ছে?

    • @utpalmukherjee9835
      @utpalmukherjee9835 ปีที่แล้ว

      হেডমাস্টার তো আমেরিকায় গিয়েছেন রাষ্ট্রপতি শাসন এখানে লাগু করার জন্য। রহো ধৈর্যং সবুরে মেওয়া ফলে বলাই আছে!!!😅😅😅

    • @Manzilmahadev
      @Manzilmahadev ปีที่แล้ว

      বাংলার মানুষের নিশ্চিহ্ন হতে কি আর বাকি আছে? ৩৫৬ ধারা জারি করা সহজ হলে ধনকড়ের সময়ই সেটা জারি হয়ে যেত।বঙ্গে তালিবান শাসনের অবসানের জন্য বাঙালিদের তালিবান হওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই।

    • @ashismaity189
      @ashismaity189 ปีที่แล้ว +1

      Ekdom thik👍

    • @SanjibJana-g1u
      @SanjibJana-g1u ปีที่แล้ว

      Somay babu no1 baje lok

  • @shantanudey4945
    @shantanudey4945 ปีที่แล้ว +9

    পশ্চিম বংগের এই অবস্থা যে ভাবতে গেলে মাথায় মাথা থাকে না, আপনার কথা শোনার পর একটু আশার আলো দেখতে পাই🙏🏻🙏🏻🙏🏻

    • @Bima-dl6qz
      @Bima-dl6qz ปีที่แล้ว

      মাথায় মাথা থাকেনা -- 😊😃😁👌 দারুণ বলেছেন

  • @abhijitchatterjee5212
    @abhijitchatterjee5212 ปีที่แล้ว +43

    356 এখন না হোক ,এখনই 355 না করলে এখানে অবাধ নির্বাচন এই সরকারের আমলে অসম্ভব।

  • @chandanchakraborty3327
    @chandanchakraborty3327 ปีที่แล้ว +8

    সান্ময়বাবু কে তার অসাধারণ বিশ্লেষনের জন্য ধন্যবাদ জানবার মত ভাষা আমার জানা নাই ।

  • @TuhinPramanickOfficial
    @TuhinPramanickOfficial ปีที่แล้ว +176

    সন্ময় বাবু, বাংলাকে বাঁচানোর একমাত্র পথ “ রাষ্ট্রপতি শাসন “

    • @pradipsarkar9703
      @pradipsarkar9703 ปีที่แล้ว +5

      ঠিক কথা।

    • @sibenpoit2683
      @sibenpoit2683 ปีที่แล้ว

      আমার মনে হয় রাজীব সিনহা নির্বাচন কমিশনার ব্যক্তি টির সম্পর্কে নিয়োগ কর্তা জানতেন না। এই না জানাটা নিতান্তই অজ্ঞতা। আমরা বাংলার মানুষ যা জানি ওর সম্পর্কে ওনারা জানবেন না কেন?
      আমরা ভুলে যাইনি কোভিড এর সময়ে এই রাজীব সিনহা কোভিড এর পরিস্থিতি দেখার দায়িত্বে ছিলেন তিনি রাজ্যে কোভিডে মৃত্যুর পরিসংখ্যাঁ গোপন করেছিলেন সে কথা আমরা ভুলে গেছি? রাজীব সিনহা হলেন শ্রীমতির একান্ত আনু প্রাণিত গৃহ পালিত মানব রুপী পশু।

    • @subhendubikashmallick9215
      @subhendubikashmallick9215 ปีที่แล้ว

      কিন্তু centre তো অমিত শার কথা অনুযায়ী President rule করবে না।প বঙ্গ ধ্বংস হলে ওনার কিছু আসেযায় না।

    • @shreyadas.roll-6446
      @shreyadas.roll-6446 3 หลายเดือนก่อน

      7:31

    • @prabathmallick2094
      @prabathmallick2094 3 หลายเดือนก่อน

      S​@@shreyadas.roll-6446

  • @AshokKumar-mv7ve
    @AshokKumar-mv7ve ปีที่แล้ว +9

    এ অবস্থায়, বাংলার জনগন কে জাগ্রত, সচেতন এবং সংগঠীত হতে হ হবে, না হলে বাংলার সর্বনাশ হযে জাবে ।

  • @narayansankardas1200
    @narayansankardas1200 ปีที่แล้ว +92

    Sanmoyda , একদম সঠিক বিশ্লেষণ করেছেন। এখন মনে হচ্ছে,এই শাসনের চাইতে সভ্য ব্রিটিশদের শাসন ঢের বেশি ভালো ছিল। শুধু ভয়ের বাতাবরণে বতাঘিকার টাই ছিল না।

  • @debabratagolder5979
    @debabratagolder5979 ปีที่แล้ว +2

    লালু প্রসাদ যাদব এর সময় বিহার এর অন্ধকারময় অধ্যায়ের থেকেও মমতার যুগ বাংলার কাছে বেশি অন্ধকার, গাঢ় অন্ধকার, নিকস অন্ধকার, এই অন্ধকারে অন্তত 2-3 টা প্রজন্ম ডুবে গেল

  • @garhwalinmyvains7494
    @garhwalinmyvains7494 ปีที่แล้ว +40

    কী হবে এসব বলে? পশ্চিমবঙ্গ শেষ ।

    • @arunkumarbhattacharya9396
      @arunkumarbhattacharya9396 ปีที่แล้ว

      কে করলো প বঙ্গের এই অবস্থা? এখন তো ভুগতেই হবে।

    • @garhwalinmyvains7494
      @garhwalinmyvains7494 ปีที่แล้ว

      ​@@arunkumarbhattacharya9396কে করলো তার আমি কী জানি 😏😏

    • @অভিরূপসিনহা
      @অভিরূপসিনহা ปีที่แล้ว +1

      ​@@garhwalinmyvains7494ছোটবেলা রথের দিনে বৃষ্টি দেখতাম । এখন সেটা হয় না। ভাবুন বর্ষা কত পিছিয়ে গেছে

    • @kdebnath2
      @kdebnath2 ปีที่แล้ว +1

      ​@@অভিরূপসিনহাআমরা রথের পূর্নতা পাচ্ছি ,গত একসপ্তাহ থেকে পুরো দমে বৃষ্টি হচ্ছে আলিপুরদুয়ারে ।

    • @garhwalinmyvains7494
      @garhwalinmyvains7494 ปีที่แล้ว

      @@অভিরূপসিনহা বর্ষা পিছিয়ে যায়নি। দক্ষিণ বঙ্গে পাপ বেশি যেহেতু এখানে তৃণমূল বেশি সীট জিতেছে তাই। উত্তর বঙ্গে বিজেপি বেশি সীট জিতেছে তাই পাপ ওখানে কম সেহেতু ওখানে বর্ষা ভালো হচ্ছে - - - বুঝলে কিনা ভাইপো? 🤣🤣🤣🤣

  • @subhrasarkar9949
    @subhrasarkar9949 ปีที่แล้ว +4

    রাষ্ট্রপতি শাসনের দাবীতে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কি করতে পারে?

  • @akashmukherjee8439
    @akashmukherjee8439 ปีที่แล้ว +69

    অবিলম্বে রাষ্ট্রপতি শাসন চাই পশ্চিমবঙ্গে

    • @arjunbhattacharyya9193
      @arjunbhattacharyya9193 ปีที่แล้ว

      Haa tar aage bjp er bisorjon hobe desh theke ...Mamata ke haranor khomota karor baap er nei ekhono

  • @Bablu_Sarkar
    @Bablu_Sarkar ปีที่แล้ว +4

    আমরা এক শয়তানী মুখ্যমন্ত্রী পেয়েছি

  • @akjonmanush9965
    @akjonmanush9965 ปีที่แล้ว +26

    কিছু আমলার চরম শাস্তি না হলে এই রিগিং থেকে বের হওয়া যাবে না। শিক্ষা ডিপার্টমেন্ট জেলে গেলেও দুর্নীতি আটকানো যাচ্ছে না। ব্লক অফিস গুলোতে কি না হয়।

    • @sankarprasaddas3440
      @sankarprasaddas3440 ปีที่แล้ว

      Rastrapati sasan kore vote na korle birodhira kono seat pabe na

  • @badalchandramandal8113
    @badalchandramandal8113 ปีที่แล้ว +6

    সনময বাবু আপনার প্রতিবেদন প্রকাশ করেন সব কিছুই সঠিক তথ্য সংগ্রহ করে তার বিশ্লেষণ করেন খুব সুন্দর লাগে ।অনেক ধন্যবাদ স্যার ।

  • @kumudroy7322
    @kumudroy7322 ปีที่แล้ว +115

    আপনার বিশ্লেষন একেবারে সঠিক ৷ নমিনেশনে
    ৭ প্রাণ গেল, দেখবেন ভোটে অন্ততঃ ৭০ প্রান যাবে ৷
    ফলে শিক্ষা দুর্নিতির কোর্টকেসগুলো আবার বিঘ্নিত হবে ৷

    • @sutaparay9737
      @sutaparay9737 ปีที่แล้ว +2

      Anya kono media te shunlam 9 jan mrito.

    • @Bima-dl6qz
      @Bima-dl6qz ปีที่แล้ว

      কত মানুষকে পিটিয়েছে, ভয় দেখিয়ে নমিনেশন withdraw করিয়েছে তার সংখ্যাও অনেক। বলছে ৭ জন মারা গেছে। ওটা অস্বীকার করতে পারেনি হয়তো, চাপা দেবার হলে ঠিক দিত। সংখ্যা গোপন যে করছেনা তার guarantee কোথায়

  • @ranjitroychowdhury8770
    @ranjitroychowdhury8770 ปีที่แล้ว +5

    যার একটু ঞ্জান আছে সে জানে ইলেকসনের রিজাল্ট ও তৈরী হয়ে গেছে।

    • @Bima-dl6qz
      @Bima-dl6qz ปีที่แล้ว

      একদম একদম। ইতিমধ্যে বীরভূম হুগলীর কোনো কোনো এলাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জিতে বসে আছে ভোট হবার আগেই। বাকিটাও নিশ্চিতভাবেই নির্বিঘ্নে জিতবে।

  • @rajibsarkar5090
    @rajibsarkar5090 ปีที่แล้ว +323

    IAS/ IPS হবার জন্য সর্বোচ্চ শিক্ষার প্রয়োজন , সেখানে এরা এত বিবেকহীন / মেরুদন্ডহীন হয় কি করে???? অর্থ কত প্রয়োজন একটা সুস্থ জীবন যাপন করার জন্য????

    • @AmarAkbarAnthony_JhonJonyJanar
      @AmarAkbarAnthony_JhonJonyJanar ปีที่แล้ว +7

      পয়সা আবার কখনও বেশি হয় নাকি?😂😂😂😂😂

    • @অভিরূপসিনহা
      @অভিরূপসিনহা ปีที่แล้ว

      বালের শিক্ষা। সব দুই নম্বরি।

    • @pradipbanerjee2730
      @pradipbanerjee2730 ปีที่แล้ว +5

      Oi saitan IAS ba IPS koreche ki na sandeh ache

    • @aparnamondal1443
      @aparnamondal1443 ปีที่แล้ว

      কারণ এরা UPSC ক্র্যাক করেন কমফোর্ট জোন এ সারা জীবন পরিবার নিয়ে বাঁচার জন্য। এরা তো দেশ গড়ার কারিগর না।মূল্যবোধ হীনের হাতে সর্বোচ ক্ষমতা থাকলে এটা ই হওয়া স্বাভাবিক

    • @nibeditamukhopadhyay9541
      @nibeditamukhopadhyay9541 ปีที่แล้ว

      এই নোংরা লোক গুলো সেটা বুঝলে তো !

  • @vikash7783
    @vikash7783 ปีที่แล้ว +1

    আজ আপনি 356 ধারা উল্লেখ করেছেন। এই কথাটা আপনি ধারাবাহিক ভাবে বলে যান। ধন্যবাদ আপনাকে।

  • @kamalkrishnamalakar440
    @kamalkrishnamalakar440 ปีที่แล้ว +17

    পিসি ভাইপো কে কেন cbi বা ed এদের
    Arrest করছেন না কেনো

  • @tumpadas2403
    @tumpadas2403 ปีที่แล้ว +7

    স্যর আপনার পাশে আমরা সব সময়ই আছি।

  • @prabhatmukherjee9509
    @prabhatmukherjee9509 ปีที่แล้ว +65

    গাল লাল নয়, চড় খেয়ে খেয়ে গাল এখন বেগুনি।

    • @ruplalgupta7172
      @ruplalgupta7172 ปีที่แล้ว

      কয়লা চোর জন্ম জাত কালো!

  • @riturajmukherjee820
    @riturajmukherjee820 ปีที่แล้ว +17

    সঠিক বিশ্লেষণ স্যার, আপনার সঙ্গে একমত

  • @rinachakraborty7216
    @rinachakraborty7216 ปีที่แล้ว +44

    দাদা বলতে বলতে আপনার মুখে ফেনা উঠে গেল ।শুনতে শুনতে আমাদের কান পচে গেল তবুও শুধরায় না ।এ দুকান কাটা ।

    • @ruplalgupta7172
      @ruplalgupta7172 ปีที่แล้ว

      মেরুদন্ড সোজা করে মুষ্ঠি রেখো ত্যয়ার!

  • @sxmitra
    @sxmitra ปีที่แล้ว +11

    Hats off ShonmoyDa, kudos to your courage, persistent and resilient attitude to save our Bengal from bribery and corruption

  • @narayanswar4687
    @narayanswar4687 ปีที่แล้ว +136

    রাষ্ট্রপতি শাসন ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই।

    • @kddailyvlog456
      @kddailyvlog456 ปีที่แล้ว +2

      একদম ঠিক 👌

    • @matilalbiswas2594
      @matilalbiswas2594 ปีที่แล้ว

      ​@@kddailyvlog456😊x
      ¹

    • @Avi_Bose
      @Avi_Bose ปีที่แล้ว +1

      একদম এদের লাথি মেরে বের করে দেওয়া উচিত

    • @chandanchakraborty4909
      @chandanchakraborty4909 ปีที่แล้ว

      মিসেস শয়তান ব্যানার্জী কবে জেলে যাবেন সেটাই এখন দেখার আর নয়তো রাষ্ট্রপতি শাসন এখনই ।

    • @subhendubikashmallick9215
      @subhendubikashmallick9215 ปีที่แล้ว

      কিন্তু centre রের inaction এ ওরা উদ্দীপ্ত। বুঝতে পেরেছে centre কিছু করবে না।

  • @Biswapradipdas
    @Biswapradipdas ปีที่แล้ว +4

    রাষ্ট্রপতি শাসন একমাত্র উপায়।

  • @commonman4964
    @commonman4964 ปีที่แล้ว +188

    " মমতার নতুন দশ শয়তানি "- শিরোনামটা দারুণ হয়েছে। ধন্যবাদ।

    • @rudraprotapsingh
      @rudraprotapsingh ปีที่แล้ว

      শয়তান মহিলার কাজ শয়তানী,,, এটা ত অসম্ভব কিছু নয়!!

    • @jhilmilworks6118
      @jhilmilworks6118 ปีที่แล้ว

      এই পাগলা ইউটিউবার ও গদিমিডিয়ার প্রতি নিয়ত মিথ্যা ভাষনের জন্যই এমন পরিনতি । বাংলার মানুষ কিন্তু মমতার সম্পৃতি ও উন্নয়ন পাশে আছে ও থাকবে ও।

  • @durgacharanmahato6589
    @durgacharanmahato6589 ปีที่แล้ว +1

    সন্ময় বাবু এরাই কি সুখে থাকবে? এদের কি পরিযায়ী শ্রমিকটির মতো অবস্থা কখনোই হবে না ?

  • @debabratadas9583
    @debabratadas9583 ปีที่แล้ว +23

    প্রচুর ভয় পেয়েছে রাজ্যসরকার ও কমিশনার

  • @panchanansaha926
    @panchanansaha926 ปีที่แล้ว +1

    সবই তো সব জানে বোঝে,,,কিন্তু কি হয়??? মালিক যা করবে ঠিক করেছে তাই হবে,,,,,এটাই হয় হবে,,,প্রতিরোধ করবে কে,, ,বাহিনী হলেও sight seeing করবে,,দাদা আমাদের help কেউ করবে না যদি আমরা নিজেদের help করি। ।।।।

  • @ArupDas-mo8hr
    @ArupDas-mo8hr ปีที่แล้ว +33

    সুপ্রভাত সন্ময় বাবু

  • @nepaldolai2568
    @nepaldolai2568 ปีที่แล้ว +1

    সাবাস দাদাভাই সাবাস, দারুন এক্সপেরিমেন্ট দেখালেন দাদাভাই।

  • @kalyanbiswas6462
    @kalyanbiswas6462 ปีที่แล้ว +27

    সততার প্রতীকের এত সততা দেখে এখন আমাদের লজ্জা লাগে

  • @ayendrilamanna7984
    @ayendrilamanna7984 ปีที่แล้ว +5

    We want President's rule in West Bengal immediately😢😢

  • @tapasghosal1904
    @tapasghosal1904 ปีที่แล้ว +27

    Jio, তন্ময় বাবু আপনি ঠিকই বলেছেন।👍👍

  • @bejoyeshbasu240
    @bejoyeshbasu240 ปีที่แล้ว +1

    সত্যি,এটা নবান্নের গৃহপালিত জন্তু ।

  • @এসমূখার্জী-শ৫স
    @এসমূখার্জী-শ৫স ปีที่แล้ว +17

    কোর্টের এত ক্ষমতা থাকা সত্ত্বেও এদিকে এরেষ্ট করছে না কেন? ইচ্ছাকৃত ভাবে কোর্টকে হ্যারেশ করছে ,তাও কোন বোল্ড স্টেপ না নেওয়ার জন্য এত বাড় বেড়ে যাচ্ছে ।

  • @krishnachakraborty8632
    @krishnachakraborty8632 ปีที่แล้ว +5

    মনে হচ্ছে এই ভাবেই চলছে ও চলবে। কেউ কিচ্ছু করতে পারবে না। 😢😢😢😢😢😢😢😢😢😢

    • @samitkumarbose6621
      @samitkumarbose6621 ปีที่แล้ว +2

      We shall overcome some day, I do believe 😂

  • @prosantabhattacharjee7784
    @prosantabhattacharjee7784 ปีที่แล้ว +18

    দাদা ভাইপো কে ঢুখলে সব ঠিক হয়ে যাবে।

  • @somamaity7760
    @somamaity7760 ปีที่แล้ว +2

    মানুষকে পথে নামতে হবে এই চোরদের উচ্ছেদ করতে।

  • @gourdutta7243
    @gourdutta7243 ปีที่แล้ว +12

    একমাত্র উপায় রাষ্ট্রপতি শাসন অথবা
    নির্বাচন গাড়ির Break fail যদি হয়?
    আর ও একটা 😂

  • @চাঁদেরবুড়ি-গ৬ট
    @চাঁদেরবুড়ি-গ৬ট ปีที่แล้ว +6

    ❤❤❤❤সঠিক আলোচনা,,❤❤❤

  • @Neet_Biology12
    @Neet_Biology12 ปีที่แล้ว +204

    একদম সঠিক আলোচনা করলেন ।

    • @YouOrExam
      @YouOrExam ปีที่แล้ว +1

      একদম সঠিক

  • @bappadityaabanerjee6712
    @bappadityaabanerjee6712 ปีที่แล้ว

    কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ বাহিনী রাজ্যপাল এর অধীনে থেকে নির্বাচন করতে হবে

  • @sumankolkata2001
    @sumankolkata2001 ปีที่แล้ว +304

    ভাই পো অ্যারেস্ট হলেই সব সোজা হয়ে যেত।

    • @sanjibjana4434
      @sanjibjana4434 ปีที่แล้ว +22

      এটাই আসল সমাধান।

    • @uniani01
      @uniani01 ปีที่แล้ว +19

      Hobe..pet er chhele Tihar dhukle, sab shoitaani sesh hoe jabe…

    • @dharsgreen650
      @dharsgreen650 ปีที่แล้ว +22

      শুধু ভাইপো নয়
      আরেক জন আছে

    • @rajugoswami3663
      @rajugoswami3663 ปีที่แล้ว +12

      ​@@dharsgreen650ke go ? Or Ma ta ?😁😁😁😁😁😁😁

    • @sanjibjana4434
      @sanjibjana4434 ปีที่แล้ว +18

      @@dharsgreen650 ঐ গেলেই আরেকজন রাঁচি নিজে থেকেই চলে যাবে।

  • @rajudas1790
    @rajudas1790 ปีที่แล้ว +1

    এই সরকারের চামড়া ছাড়িয়ে জল বিছুটি দেওয়া দরকার।

  • @alokekumarmondal7963
    @alokekumarmondal7963 ปีที่แล้ว +151

    ব্রিটিশ রাজ চলছে আপনার এই বক্তব্যে আমরা একমত।

    • @arunkumarbhattacharya9396
      @arunkumarbhattacharya9396 ปีที่แล้ว +2

      সিপিএম রাজ চলছে। একটু শুধরে দিলাম।

    • @narayankar2284
      @narayankar2284 ปีที่แล้ว +5

      ​@@arunkumarbhattacharya9396ঠিকই বলেছেন। এই গুন্ডারাজ বাড়িয়ে ওরা চালু করেছিলো, তোলামূল তার বিস্তার ঘটিয়ে সারা রাজ্যে ছড়িয়ে দিয়েছে।

    • @gopalkundu3583
      @gopalkundu3583 ปีที่แล้ว

      ব্রিটিশ দের বোধহয় লজ্জা শরম কিছুটা ছিলো। ভালো মন্দ যাইহোক কোর্টকে এতোটা অবজ্ঞা করতেন না। ...... .....

    • @gopalkundu3583
      @gopalkundu3583 ปีที่แล้ว

      @@arunkumarbhattacharya9396 . তৃণমূল সরকার ক্ষমতার অপব্যবহারের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। একমাত্র তুলনা শি জিন পিং অথবা কিম জং উন।

    • @anupamexclusivepro3545
      @anupamexclusivepro3545 ปีที่แล้ว +3

      মোগল

  • @biswanathbiswas1006
    @biswanathbiswas1006 ปีที่แล้ว +4

    সমস্ত বিরোধী দল এক হয়ে এই নির্বাচন কমিশনারের বিরুদ্ধে কেস করে এই অপকর্মকে আটকানো হোক। নয়তো এই রাজ্য ও দেশের ক্ষতি হবে।

    • @Bima-dl6qz
      @Bima-dl6qz ปีที่แล้ว

      কং সিপিএম বিজেপি একসাথে বিরোধীতা করলেও সম্ভাবনা থাকত, একমাত্র প্রথম লক্ষ্য স্থির রেখে সবার আগে ওটাকে ভাগানো। তারপরের কথা পরে ভাবা যেতো, কিন্তু ডিবেটে এতো একে অপরকে আক্রমণ করে যে গদি থেকে হঠানো কঠিন ই হবে

  • @aliyakhatun5737
    @aliyakhatun5737 ปีที่แล้ว +20

    এক দাম ঠিক বলেছেন ভাই মমতা মাথাই এটা চলছেন এদের সরাতে হলে একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে

  • @lopamudraroy9131
    @lopamudraroy9131 ปีที่แล้ว +2

    খুব অসহায় ও হতাশ লাগছে... মানুষ কি ন্যায় বিচার পাবেন না?

  • @niladrichakraborty9915
    @niladrichakraborty9915 ปีที่แล้ว +61

    Please raise the voice in favour of President 🙏 rule in (mini) Bangladesh 🙏

  • @saswatikoley3681
    @saswatikoley3681 ปีที่แล้ว +2

    মানুষের গনতান্ত্রিক অধিকার যেখানে নেই সেখানে অবিলম্বে রাষ্ট্রপতি শাসন দরকার।

    • @Bima-dl6qz
      @Bima-dl6qz ปีที่แล้ว

      একদম। কোথায় গণতান্ত্রিক অধিকার? নমিনেশন এ খুন জখম রাহাজানি, ভোট মেটার পর বা রেজাল্ট বেরোনোর পর তা ১০ গুণ হবে। এরকম ভোট দরকার নেই। রাষ্ট্রপতি শাসন হবেনা কেন?

  • @aviksrimany6907
    @aviksrimany6907 ปีที่แล้ว +45

    কথায় বলে যেমন কর্ম তেমন ফল। পশ্চিমবঙ্গের জনগণ নিশ্চয়ই আর ভুল করবে না।

    • @rahulbhowmick1938
      @rahulbhowmick1938 ปีที่แล้ว

      Er karon lekhapora na jana wb er public ekhono osikhito 500/1000 kheye munusher bodh buddhi sob lope peye geche,koltolay jhogra Kora bason maja ji ke Jodi cm baniye deoya hoy tahole er theke valo hobena ,ai matal rajib er bename koto sompotti koreche seta ED yekbar khotiye dekhuk.

    • @Bima-dl6qz
      @Bima-dl6qz ปีที่แล้ว

      ভোট কি সঠিক ভাবে দিতে পারবে মানুষ জন?

  • @swapanchakraborty9622
    @swapanchakraborty9622 ปีที่แล้ว +1

    কেন্দ্রীয় বাহিনীকে যেন হাজারদুয়ারি দেখতে পাঠানো না হয়। ভোট কেন্দ্রের মধ্যে এবং গণনা কেন্দ্রেও যেন কেন্দ্রীয় বাহিনী থাকে।

  • @uttammondal9924
    @uttammondal9924 ปีที่แล้ว +37

    কিং জং হয়ে গেছে এখন বাংলা দাদা ভাই আপনি কথা গুলি য়ে মিল আছে

    • @bduttabdutta8560
      @bduttabdutta8560 ปีที่แล้ว

      দাদা আপনার ওটাস আপ য়দি লিঃ পাঠান ভালো হয়

  • @worldwidedatarht1191
    @worldwidedatarht1191 ปีที่แล้ว +1

    দাদু তোমার অনেক সাহস আছে।
    PROUD!
    🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍🆗🆗🆗🆗🆗....... ❗ ❗❗❗❗

  • @aviksrimany6907
    @aviksrimany6907 ปีที่แล้ว +14

    এবার হাই কোর্টের উচিত কোথায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিতে হবে রাজ‍্য নির্বাচন কমিশনারকে আদেশ করুক কারণ দুহাজার তেরোর নির্বাচনে প্রায় আটশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছিল আর এবারের মাতাল কমিশনার বাইশটা জেলায় বাইশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে একরকম সুপ্রিম কোর্ট হাই কোর্টের রায়কে উপহাসে পরিনত করেছে অতএব দ্রুত যদি কোর্ট পর্যাব্ত কেন্দ্রীয় বাহিনী ব‍্যবস্থা না করে পঞ্চায়েত নির্বাচন প্রহসনে পরিনত হবে।🎉

  • @modhusujit2050
    @modhusujit2050 ปีที่แล้ว +3

    You go ahead. We are with you. Please, file the cases against the govt. at any cost. Naked corruption are not being tolerated further.

  • @subhramajumdarsingh.4614
    @subhramajumdarsingh.4614 ปีที่แล้ว +115

    বাংলার রাজনৈতিক ইতিহাসে এই কালো সময়ের কথা কালো কালিতে লেখা থাকবে। এমন ভুল যেন মানুষ আর কখনো না করেন।

    • @nibeditamukhopadhyay9541
      @nibeditamukhopadhyay9541 ปีที่แล้ว +2

      একদম একমত !

    • @subhendubikashmallick9215
      @subhendubikashmallick9215 ปีที่แล้ว

      মানুষ দের ঘুষ দিয়ে বস। দেখুন বুঝুন ঘুষের শক্তি।

    • @drtapaskrpal6505
      @drtapaskrpal6505 ปีที่แล้ว

      যাঁরা সন্ময়বাবুর বক্তব্যে সমর্থন জানিয়ে মন্তব্য লিখছেন তাঁরা প্রত্যেকেই তাঁদের নিজেদের আর্থ - সামাজিক, ও সাংস্কৃতিক পরিচয় লিখলে বোঝা যাবে কোন উচ্চতর অবস্থানে দাঁড়িয়ে রয়েছেন আপনারা। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দলভুক্ত যে কেউ নিন্দুকের ভুমিকা পালন করবে, এতো স্বাভাবিক। তাতে সব সত্যতার অবকাশ থাকে কি?

  • @ghanashyampathak9050
    @ghanashyampathak9050 ปีที่แล้ว +1

    আইনমন্ত্রী অ্যারেস্ট হলে, রাজ্যে আইন শৃঙ্খলার বিপর্যয় দেখিয়ে ৩৫৫/৩৫৬ প্রয়োগ করা যায়।

  • @sudamda8179
    @sudamda8179 ปีที่แล้ว +17

    কমিশন কে বলছি অতিথের ইতিহাস থেকে শিক্ষা নাও মেঘের আড়ালে না‌ থেকে জনসাধারণের জন্য কাজ করো না হলে ‌পরিনাম খারাপ হবে মৃত্যুর হলে তার দায় আপনাকে নিতে হবে

  • @cbsgain5490
    @cbsgain5490 ปีที่แล้ว +1

    মমতাকে রজনিগন্দা সাদা ফুল নিয়ে জেতে হবে তেহাড়ে ভাইপোর সংঙ্গে দেখা করতে ।

  • @We_are_red
    @We_are_red ปีที่แล้ว +10

    এই ভূয়ো পিএইচডি র পিছনে সে দিন কারা কারা ছিলেন ? এখন তো হাত কামড়াতে ই হবে ।😊😊😊

  • @madhumitabose987
    @madhumitabose987 ปีที่แล้ว +3

    Banglabartha is the only one political TH-camr who is always giving the real & informatieve message to the people.. the poor WB village people are now in dengerous position, whether they are giving vote or not, but for the rich or middle class people has no problem to chose the party...I am asking myself is WB a democratic or a dictatorschap state ruling by Banerjee Company...

  • @dhimanroy868
    @dhimanroy868 ปีที่แล้ว +26

    রাষ্ট্রপ্রতি শাসন চায় ।

  • @pallabkumarpal
    @pallabkumarpal ปีที่แล้ว +1

    রাষ্ট্রপতি শাসন ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই।

  • @mukulsikari920
    @mukulsikari920 ปีที่แล้ว +11

    সেন্ট্রাল কেনো পারছেনা এই বাংলাকে শান্ত করতে,,,????? /নাকি ইচ্ছে করেই অশান্তি জিইয়ে রাখছে,,,,, এই বাংলাকে 5বছর রাষ্ট্রপতি শাসন দেওয়া হোক,,,,,তবেই এই বাংলা শান্ত হবে

  • @kalyankumarsen742
    @kalyankumarsen742 ปีที่แล้ว

    এই পর্যায়ে রাষ্ট্রপতি শাসনের আর কোন অসুবিধার কারন দেখছি না ৷ আগে হলে সহানুভূতির ভয় ছিল , এখন তো আর তো
    সে ভয় নেই ৷