জবা গাছের পাতা হলদে হয়ে পড়ে যাচ্ছে, ফুল ছোট হয়ে যায় ও তার পরিচর্যা কিভাবে করবো ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025
  • #জবা_গাছের_পাতা_হলদে হয়ে পড়ে যাচ্ছে কি কারনে ? ও তার পরিচর্যা কিভাবে করব ?
    জবা গাছের পাতার রং হলুদ হলদেটে সবুজ । গাছে পাতার মধ্যশিরার থেকে দু'পাশের ফলক অংশ শুকিয়ে যায় পরে বাদাম হয়ে যায় পাতার ওপর। আবার পাতা বেগে ধনুক এর আকৃতি হয়। পাতার কিনারা তীরের মত ঢেউ খেলানো। পাতার কিনারা দিকের অংশ বাদামি রং ধরে এবং পাতার উপরের শিরা এবং উপশিরা চারপাশে বেশ সবুজ এবং পাতা হলদে হয়ে ঝড়ে পড়ে গাছের বৃদ্ধি কমে যায়। গাছের ডগার বৃদ্ধি কমে যায়।
    এই লক্ষণগুলো দেখা যায় যে গাছে নাইট্রোজেন এবং পটাশিয়ামের হারে তারতম্য অর্থাৎ অভাব দেখা যায় সেইসব গাছে এই রোগগুলো লক্ষণ করা যায়।
    নাইট্রোজেন এবং পটাশিয়াম আমাদের গাছে কি উপকার করে:-
    নাইট্রোজেন (ইউরিয়া):-
    1. গাছের বৃদ্ধি ও সবুজ বর্ণ গঠন করে।
    2. গাছের প্রোটিন তৈরি করে।
    3. জবা গাছের ডালপালার সংখ্যা বাড়ায় এবং ফুলের আকৃতি বড় করে।
    পটাশিয়াম (পটাশ):-
    1. গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
    2. গাছে জল পরিবহন সক্রিয় অংশগ্রহণ করে।
    3. গাছের শরীরে শর্করার উৎপাদনের সাহায্য করে।
    4. গাছের গোড়ার মাটিতে জল ধারণ ক্ষমতা বাড়ায়।
    জবা গাছের পাতা হলদে হয়ে যা লক্ষণ দেখা মাত্রই প্রথমে গাছকে পটাশিয়াম নাইট্রেট বা এন পি কে 10-26-26 গাছের খাবার হিসেবে ব্যবহার করতে হবে।
    এরপর যেহেতু গাছের খাবারের অভাবে গাছটি দুর্বল সেই কারণে একটি সিস্টেমেটিক ফাঙ্গি সাইট স্প্রে করতে হবে। জবা গাছের এই দুটো পরিচর্যা নিলে আবার জবা গাছটি আগের অবস্থায় ফিরে আসবে।
    আমার ফেসবুক পেজ
    Facebook page / agri-tech-shanto-39703...
    🙏🙏🙏🙏

ความคิดเห็น •