Bidrohi (বিদ্রোহী) | Kaji Najrul Islam | Sumantra Sengupta | Joy Sarkar | Shankhamala Creations |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
  • কবিতা : বিদ্রোহী
    কবি : কাজী নজরুল ইসলাম
    কণ্ঠ : সুমন্ত্র সেনগুপ্ত
    আবহ : ‪@joythejoyous‬
    আবহ মিশ্রণ : সৌপ্তিক মজুমদার ও অচিন সরকার
    বাঁশি : সৌম্যজ্যোতি ঘোষ
    ধ্বণি গ্রহণ ও সম্পাদনা : কৌশিক সোম (ধুন স্টুডিও)
    প্রচ্ছদ অলংকরণ : তরুণকান্তি বারিক
    কৃতজ্ঞতা : ইন্দ্রনীল চট্টোপাধ্যায়
    Contact : 9836714797/9836162828
    Statutory Declaration Under Section of 52A of the Copyright Act 1957 . All rights reserved . Unauthorized public performance, broadcasting and copying are prohibited strictly.
    No copyright infringement intended
    #বিদ্রোহী #কবিতা #নজরুল #জয়সরকার #সুমন্ত্র #shankhamala #recitation
    #abritti

ความคิดเห็น • 489

  • @ubism
    @ubism 2 ปีที่แล้ว +15

    কী অসামান্য,একটি স্থায়ী কাজ উপহার দিলি সুমন্ত্র।
    তোকে কোন ছোট থেকে চিনি,তখন তুই কি কলেজ ছেড়েছিস?তোর পারা না পারা,তোর হওয়া না হওয়া সম্বন্ধে একটি স্পষ্ট ধারণা আছে বলেই বোধহয় আরো আবিষ্ট,বিস্মিত বোধ করছি।কতটা নিরলস অনুশীলন,নিষ্ঠা থাকলে এইরকম একটি চিরপরিচিত কবিতার উচ্চারণ এমন আন্তরিক এবং স্বতন্ত্র হতে পারে।বাংলা শব্দের এমন অভিজাত উচ্চারণ,কোমল কঠিন স্বরক্ষেপণ,সব মিলিয়ে তুই ই সেই বিদ্রোহী ভৃগু,সব কথাগুলি ই তোর কথা, হ্যাঁ তোর তোর মুখের কথা মনে হোল।
    আর জয়, জয় সরকার। কী সূক্ষ্ম, কী পরিমিত, কী সংযমী!বহুদিন কবিতার এমন অনুসঙ্গ শুনিনি।
    আমি আপাদমস্তক মুগ্ধ ।
    কাজী নজরুল ইসলামের একটি অতিমানবিক সৃষ্টি তোর কণ্ঠে একটি নতুন দিগন্ত সৃষ্টি করলো।
    তোরা দুজনেই নিজেদের ছাপিয়ে গেছিস।
    ভালো থাক।সৃষ্টিতে থাক।ভালোবাসায় থাক।

    • @sumantrasengupta4900
      @sumantrasengupta4900 2 ปีที่แล้ว +2

      আমার প্রণাম নিও। তোমার সাথে আমার যখন পরিচয় তখন আমি কলেজে।

  • @dbanerjee1939
    @dbanerjee1939 2 ปีที่แล้ว +2

    বহুবার শোনা বিশেষ করে কাজী সব্যসাচীর ছায়া থেকে বেরিয়ে এসে নতুনভাবে উপস্থাপনায় এক অন্য মেজাজ ও মাত্রা এনে দিল। সুমন্ত কে সাধুবাদ জানাই।

  • @rehankoushik
    @rehankoushik 2 ปีที่แล้ว +3

    জ্ঞান হওয়ার পর থেকে, কবিতা শোনার অভ্যাস গড়ে ওঠার সময়কাল থেকে, কবিতা নিয়ে ভাবনার প্রথম মুহূর্তগুলি থেকে এই কবিতা শুনেছি, এই কবিতার সঙ্গে যাপন করেছি আমার কত ব্যক্তিগত সময়, আজ এই কবিতা শোনার সময় পুরোনো অভিজ্ঞতাগুলো থেকে বেরিয়ে এসে আবার নতুন করে এই কবিতার মুখোমুখি হলাম, আবার নতুন করে এক আশ্চর্য অভিজ্ঞতা যুক্ত হল আমার মননের সঙ্গে, হৃদয়ের সঙ্গে। সুমন্ত্রদা, এমন অভিজ্ঞতার মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার জন্য অনেক ভালোবাসা, অফুরান শ্রদ্ধা। 🍁

  • @SujataBhar-d1g
    @SujataBhar-d1g 4 หลายเดือนก่อน +1

    রক্তে আগুন জ্বালায় এ কবিতা এ কন্ঠ।

  • @samipchatterjee6419
    @samipchatterjee6419 2 ปีที่แล้ว +8

    অবশেষে প্রতীক্ষার অবসান। অসাধারণ বললেও কম বলা হয়। সম্পূর্ণ নতুন করে আবার কবিতাটিকে যেন চিনলাম। আপনার কণ্ঠস্বর নিয়ে কিছু বলা ধৃষ্টতা। শুধু ভাবছিলাম স্বরের চর্চা কোন পর্যায়ে গেলে, এমন অবলীলায় বিভিন্ন পর্দা ছুঁয়ে আসা যায়। অর্থ, ছন্দ, যতি, সব কিছুর এমন নিখুঁত সমন্বয়ে এরকম আবৃত্তি মনে হয়, প্রথম শুনলাম। সেইরকম অসাধারণ আবহ করেছেন জয় সরকার। কোন জায়গায় আবহ আবৃত্তি কে ছাপিয়ে যায় নি, কিন্তু আবৃত্তির পরিপূরক হয়ে উঠেছে দারুণ ভাবে। আবৃত্তির ইতিহাসে এই কবিতা মাইলস্টোন হয়ে রইলো।

  • @saptarshighatak4226
    @saptarshighatak4226 2 ปีที่แล้ว +1

    সুমন্ত্রদা, এটা অসামান্য কাজ হয়েছে।

  • @riniroy4376
    @riniroy4376 2 ปีที่แล้ว

    Asadharon, apurbo bhison bhalo laglo. Really amazing presentation. Mon ta bhore gelo.

  • @italigupta9430
    @italigupta9430 2 ปีที่แล้ว +1

    অসাধারন পিঙ্কুদাদা,দারুণ দারুণ

  • @rajarshimitra9736
    @rajarshimitra9736 4 หลายเดือนก่อน

    আমি বাকরুদ্ধ । প্রতি মুহূর্তে আমি উত্তেজনা বোধ করেছি । সত্যিই এ এক অভিজাত উচ্চারণ । জয় স্যারের আবহ সংগীত অনন্য স্বতন্ত্র

  • @muzaffarakunjee4348
    @muzaffarakunjee4348 2 ปีที่แล้ว

    আজ আবার আরেকবার শুনলাম অসাধারণ অসাধারণ

  • @taniyachakraborty137
    @taniyachakraborty137 2 ปีที่แล้ว

    সুন্দর ও স্বচ্ছ।।কোনো মাত্রাতিরিক্ত কিছু নেই।।।এমন পাঠ একাধিকবার শোনা যায়।।

  • @santanubhattacharya7775
    @santanubhattacharya7775 ปีที่แล้ว

    Apurbya laaglo Sumantra da.. Sab style vhenge tumi tomar styl e jeta bolle...mone genthe roilo

  • @suchandramajumder6555
    @suchandramajumder6555 หลายเดือนก่อน

    Oti sundor poribeshana. ❤❤

  • @adarshaghosal6682
    @adarshaghosal6682 ปีที่แล้ว +1

    Asadharan Abbriti. Salute apnake kobi.

  • @soumyafarakka
    @soumyafarakka 2 ปีที่แล้ว +4

    আহা..! কি শুনলাম...! ছোটবেলা থেকে কয়েকশো বার শুনেছি, নিজেও আবৃত্তি করেছি। কিন্তু আজ, এটা শুনে যেন 'মরমে পশিল'।
    দারুন...!!! আপনি বাচিক শিল্পের নবজাগরণের পথিকৃৎ। প্রনাম নেবেন।

  • @ritasreemazumdar1999
    @ritasreemazumdar1999 2 ปีที่แล้ว +5

    কতবার শুনেছি এই কবিতার আবৃত্তি। কিন্তু এমনভাবে কেউ সমকালকে তো দেখাতে পারেনি। অনুরণন জাগিয়ে দিলেন আপনি। অসাধারণ অনির্বচনীয় আনন্দে আমার চোখে জল এসে গেল যে। অসাধারণ। অসাধারণ। অসাধারণ। এমন মডিউলেশন....বিভিন্ন পংক্তিতে...অসাধারণ।

  • @biplobdutta742
    @biplobdutta742 2 ปีที่แล้ว

    এ এক অন্য উপস্থাপনা সমকাল কে ধরে। সঙ্গীতায়োজন অসাধারণ। আরও এই ধরনের কাজের অপেক্ষায় রইলাম।

  • @paramitadasgupta107
    @paramitadasgupta107 2 ปีที่แล้ว +2

    গায়ে কাটা দিলো।
    অপুর্ব 🙏

  • @srabanimukherjee8234
    @srabanimukherjee8234 4 หลายเดือนก่อน

    বাকরুদ্ধ আমি। উদ্বোধিত হলাম। খুব ভালো লাগলো।

  • @parijayeedanceandculturala3698
    @parijayeedanceandculturala3698 2 ปีที่แล้ว

    হৃদয়ের স্তরে জমে থাকা অবসাদ মুছে গেল এই উচ্চারণে। আর এই কবিতার মায়াজাল ব্যাপক কিভাবে যে বেঁধে দেয় বুঝে ওঠা কঠিন সেই ছোটো থেকে শুনছি প্রতিবার শোনা নতুন নতুন ধারণার জন্ম দেয়

  • @jhimlimitra9478
    @jhimlimitra9478 2 ปีที่แล้ว +1

    কালজয়ী সৃষ্টি। সারা গায়ে শিহরণ বয়ে গেল। সশ্রদ্ধ প্রণাম স‍্যার।

  • @কবিতায়সন্টু
    @কবিতায়সন্টু 2 ปีที่แล้ว +1

    অন্য এক রুপে কবিতাটা শুনলাম। শিহরিত হলাম প্রতিটি উচ্চারণে।

  • @subrataray2189
    @subrataray2189 2 ปีที่แล้ว

    বিদ্রোহী কবিতা মানেই বহুশ্রুত কাজী সব্যসাচীর উচ্চারণ। তার থেকে বেরিয়ে এসে সতন্ত্র ও সার্থক উপস্থাপন অত্যন্ত কঠিন কাজ।আপনার সচেতন প্রয়াস ও আবহের যথাযথ প্রয়োগ সেই কাজটিকে অনন্য মাত্রা দিয়েছে।

  • @Muhib_recitation
    @Muhib_recitation 7 หลายเดือนก่อน

    বাহ দারুণ আবৃত্তি করেন তো আপনি! খুব খুব ভালো লাগলো। রয়ে গেলাম আপনার পরিবারে। আমন্ত্রণ রেখে গেলাম আপনারও।

  • @saswatidasgupta3911
    @saswatidasgupta3911 2 ปีที่แล้ว

    কি বলব ঠিক বুঝে উঠতে পারছি না। চুপ হয়ে ছিলাম বেশ কিছু সময় এতটাই অনুরণন হচ্ছিল ভিতরে! যে ক'বার শুনলাম সমস্ত মন প্রাণ রোমাঞ্চিত হচ্ছিল । কবিতার প্রত্যেক টি অক্ষরে যেন এক একটা ছবি ফুটে উঠছিল। কাজী নজরুল ইসলামের এই কবিতাটি স্যারের আবৃত্তি তে যেন এক অনন্য মাত্রা পেল আজ।তেমনি ছিল জয় সরকারের আবহ একদম সার্থক যুগলবন্দী,পরষ্পরকে অত্যন্ত সুন্দর ভাবে সহায়তা করেছেন। এমন গুরুর শিষ্য হিসেবে গর্ব বোধ করছি। স্যার এমন অনন্যসাধারণ শোনার অপেক্ষায় রইলাম।

  • @kabyapathikbachiksambhar5309
    @kabyapathikbachiksambhar5309 2 ปีที่แล้ว +1

    অসাধারণ লাগল।

  • @atasiroy2189
    @atasiroy2189 2 ปีที่แล้ว +1

    মুগ্ধ মুগ্ধ মুগ্ধ হলাম।আপনাকে কুর্নিশ।

  • @krishnapadadas2448
    @krishnapadadas2448 2 ปีที่แล้ว +1

    সম্পূর্ণ মৌলিক ভাবনার ফসল এটি। খুব ভালো লাগলো সুমন্ত্র!

  • @ramgopalchattopadhyay5263
    @ramgopalchattopadhyay5263 2 ปีที่แล้ว

    ব্যারিটন ভয়েস! আর মুক্ত ঝরা এক একটা উচ্চারণ! এসব বলা আমার ধৃষ্টতা ! বহুশ্রুত এই কবিতার পুরো ভূগোল টাই একেবারে নতুন করে চিনলাম আপনার কাছে ! নতুন উপলব্ধি আমার ! আমার কেন আমাদের কাছে ! এ আপনি বলেই সম্ভব ! বিদ্রোহী কবিতার আবৃত্তির একটা নতুন যুগের সূচনা হ'ল ! আমার বা আমাদের এই প্রজন্মের সকলের কাছে পরম সৌভাগ্য যে এই যুগে জন্মেছি ! এই যুগের সূচনা দেখলাম! আর কী বলবো ! শুধু শুনতে থাকি আর শুনতে থাকি ! শুনতে শুনতে কখনও শিহরিত হচ্ছি , কখনও নেশার ঘোর লাগার মত বুঁদ হয়ে চুপ হয়ে যাচ্ছি , অবাক ! বিস্ময়! সব মিলে মিশে একাকার হয়ে গেল ! প্রণাম সুমন্ত্র দা । সেই সঙ্গে জয় বাবুর অসাধারণ মীড়ে মীড়ে যাওয়া আবহ ! কোথাও অতিরঞ্জিত মনে হয়নি ! জয় বাবুকে কুর্নিশ!

  • @maitrayeemanna6973
    @maitrayeemanna6973 2 ปีที่แล้ว +2

    বারংবার শুনতে মন চাইছে।🙏

  • @purnimaroychowdhuroy1879
    @purnimaroychowdhuroy1879 2 ปีที่แล้ว +1

    অসাধারণ। সুমন্ত্রদাকে অনেক শ্রদ্ধা।

  • @gitalichakraborty3450
    @gitalichakraborty3450 2 ปีที่แล้ว +1

    চমৎকার!! প্রণত থাকলাম, প্রাণিত হলাম 🙏

  • @ananyabanerjee2042
    @ananyabanerjee2042 2 ปีที่แล้ว

    Osadharon ekti uposthapona 🙏🙏

  • @কথাওকবিতা-ঘ১ধ
    @কথাওকবিতা-ঘ১ধ ปีที่แล้ว

    অসাধারণ অসাধারণ অসাধারণ!!!
    যা কিছু বলা হবে তাই কম বলা হবে!

  • @srijitanandy3392
    @srijitanandy3392 4 หลายเดือนก่อน

    অপূর্ব একটি কাজ, সুমন্ত্রদা🙏🏻
    -শুভশ্রী নন্দী

  • @monoara6621
    @monoara6621 ปีที่แล้ว

    যেন গা কেপে উঠলো। অনেক সুন্দর আবৃত্তি করেছেন

  • @subarnasrimanisaha7385
    @subarnasrimanisaha7385 2 ปีที่แล้ว +1

    কিছু বলার ভাষা নেই গায়ে কাঁটা দিচ্ছে। 🙏🙏

  • @suchitrade6764
    @suchitrade6764 2 ปีที่แล้ว +1

    মন্ত্র মুগ্ধ হয়ে শুনলাম!!!
    অপূর্ব, অসাধারণ, যুগান্তকারী সৃষ্টি!!

  • @rinadas3049
    @rinadas3049 2 ปีที่แล้ว

    Opurbo....onoboddo......ami mugdho....👍👍🌹🌹🙏🙏

  • @স্বরশ্রুতিকালচারালএকাডেমি

    একদম অন্যরকম..... খুব ভালো লাগলো।

  • @manoranjanmandal9239
    @manoranjanmandal9239 2 ปีที่แล้ว +1

    সত্যি অসাধারণ বললেও খুব কম বলা হবে।চোখ বন্ধ করে শুনতে শুনতে গায়ে কাঁটা দিয়ে উঠলো। এইভাবে এই কবিতাটির প্রকাশ আমি আগে শুনিনি।বাহ! চমৎকার। ধন্যবাদ ❤️💖🌷🌷

  • @sudhukabita3603
    @sudhukabita3603 2 ปีที่แล้ว

    মধুরেণ সমাপয়েত.... প্রতিক্ষার হলো অবসান.... কয়েক দিন দেরি হয়ে গেল শুনতে ! এ এক ঐতিহাসিক সৃষ্টি.... ধ্রুপদী সৃষ্টি আর সময় মিলে মিশে একাকার ....তৃপ্ত অন্তরে তুলে নিলাম অনুভব....সাধু সাধু.... ! সুমন্ত্রবাবু আপনি বয়সে আমার চেয়ে কিছুটা কনিষ্ঠ.... তথাপি বিমুগ্ধ শ্রদ্ধা ও প্রণাম জানাই গুণী শিল্পীর সাধক সত্বাকে..... ভালো থাকুন সপরিবারে....

  • @shonabhai
    @shonabhai 2 ปีที่แล้ว +1

    গায়ে কাঁটা দিচ্ছে!!! অপূর্ব!! অসাধারণ!!! ইতিহাস সৃষ্টি করা উপস্থাপন 🙏🙏🙏

  • @sampamandal5930
    @sampamandal5930 2 ปีที่แล้ว +2

    Wao sir wao .. 🙏🙏 প্রত্যেকটি শব্দের এত সুন্দর অভিব্যক্তি … অসম্ভব সুন্দর .. আপনার চরণে আমার প্রণাম 🙏❤️

  • @anitabhattacharyya8329
    @anitabhattacharyya8329 2 ปีที่แล้ว +3

    গায়ে কাঁটা দিচ্ছে ,এমন মানুষের ছত্রছায়ায় থাকতে পারা ভাগ্যের , আমি নিজেকে ভাগ্যবতী মনে করি,প্রণাম স্যার , আপনার পক্ষেই সম্ভব,অনবদ্য

  • @etisengupta4197
    @etisengupta4197 2 ปีที่แล้ว +1

    অসাধারণ!!সত্যি মন ভরে গেল।ধন্যবাদ অরিতাকে আমাকে শোনার সুযোগ করে দেবার জন্য।

  • @shankhachil1643
    @shankhachil1643 2 ปีที่แล้ว +1

    বিদ্রোহী আজ মনে হোলো কাল বৈশাখী ঝড় তুললো, দুর্দান্ত স্যার, শতকোটি প্রণাম আপনার চরণে

  • @taniaghoshdastidermondal828
    @taniaghoshdastidermondal828 2 ปีที่แล้ว +1

    দারুণ দারুণ দারুণ স্যার। অসাধারণ। বলার কোনো ভাষা নেই। অসাধারণ কন্ঠস্বর, বাচনভঙ্গি। এক অনবদ্য সৃষ্টি হল। দারুণ আবহ । ইতিহাস হয়ে থাকবে মানুষের মনের মণিকোঠায়।

  • @sucharitahalder9236
    @sucharitahalder9236 ปีที่แล้ว

    আবৃত্তি ভীষণ ভীষণ ভালো লেগেছে আমার

  • @swapnadewanjee9721
    @swapnadewanjee9721 2 ปีที่แล้ว +1

    কদিন ধরে অপেক্ষায় ছিলাম।এই উপস্থাপনা আমাদের সম্পদ হয়ে রইলো।নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে এমন একজন মানুষের চারপাঁচ হাত দূরে বসে ক্লাস করতে পারি।স‍্যার কে প্রনাম

  • @pratitiparnashakhi
    @pratitiparnashakhi 2 ปีที่แล้ว

    যতবার শুনি গায়ে কাঁটা দেয়

  • @sensohini_
    @sensohini_ 2 ปีที่แล้ว

    আক্ষরিক অর্থে গায়ে কাঁটা দিল! এ উচ্চারণ যতটা নজরুলের , ততটাই আপনার...! এমন মগ্নতা আজকের দিনে কোন ক্ষেত্রেই চোখে পড়েনা...! অবিশ্বাস্য উপস্থাপনা! আমার সশ্রদ্ধ প্রণাম জানবেন আপনি | জয় সরকারকেও এমন আবহ-নির্মাণের জন্য অভিবাদন |

  • @soujanyamondal4535
    @soujanyamondal4535 2 ปีที่แล้ว +1

    বজ্র-নিনাদ সম কণ্ঠে শিহরিত,
    বিস্ময় রীতিমতো।।
    ধন্য,ধন্য ধন্য আবেগে মথিত।
    অনিন্দিতা দি ধন্যবাদ,তোমার জন্য এই সুযোগ পেলাম।

  • @mimimaiti8406
    @mimimaiti8406 2 ปีที่แล้ว

    Mind blowing, sotti gaye kanta dilo🥰

  • @sujitgupta8363
    @sujitgupta8363 2 ปีที่แล้ว

    দারুণ। দূর্দান্ত।

  • @chhandamandal1959
    @chhandamandal1959 2 ปีที่แล้ว +1

    কি লিখবো ভাষা পাচ্ছি না...... অসাধারণ বললেও কম হবে....আবৃত্তি আর আবহ একে অপরের পরিপূরক হয়ে মন ভরিয়ে দিল.
    ভাল থাকবেন।আমার প্রনাম জানাই আপনার সৃষ্টিশীলতা কে।

  • @mahuyabiswas1405
    @mahuyabiswas1405 2 ปีที่แล้ว +1

    এভাবে কখনো আগে এই কবিতা আমাকে ছোঁয় নি,❤️❤️

  • @titasroy9967
    @titasroy9967 2 ปีที่แล้ว +1

    শুনতে শুনতে আবেগে চোখে জল চলে আসে

  • @sangeetabandyopadhyay8517
    @sangeetabandyopadhyay8517 2 ปีที่แล้ว

    একরকম বাকরুদ্ধ হয়ে গেলাম। কতবার শুনলে আশা মিটবে জানিনা। কন্ঠস্বর, উচ্চারণ, আবহ সবমিলিয়ে একটা মোহময় পরিবেশ তৈরি হল যেন একটা নাটক দেখছি সামনে। ভালো থাকবেন।

  • @Poetrywith
    @Poetrywith 2 ปีที่แล้ว

    একটা অদ্ভুত অনুভূতি হলো, সব অনুভূতি সবসময় ব্যক্ত করার ভাষা পাই না। শুধু বুঝলাম কতটা বোধ আর অভিজ্ঞতা সঞ্চয় করলে জীবনে এমন উচ্চারণ বেড়িয়ে আসতে পারে। আপনার প্রতি নত হলাম। আমাদের প্রজন্মের কাছে এই উচ্চারণ মাইলস্টোন হয়ে রইল।😊🙏🏻 অনেক শ্রদ্ধা সুমন্ত্র দা আপনাকে।

  • @jayitabanerjee7130
    @jayitabanerjee7130 2 ปีที่แล้ว

    Kotobar je shunechi,ki bolbo, মন্ত্র মুগ্ধের মত এরকম কিছু শুনেই যাচ্ছি।

  • @moumitamimi6652
    @moumitamimi6652 2 ปีที่แล้ว

    অসাধারন লাগল।।
    অপূর্ব

  • @dipubiswas3253
    @dipubiswas3253 2 ปีที่แล้ว

    এক অসামান্য কবিতা 'বিদ্রোহী'। ছোটবেলা থেকে যতবার শুনেছি ততোবারই ভালো লেগেছে, তবে এই উপস্থাপনা সম্পূর্ণ ভিন্ন স্বাদের, এ এক অনবদ্য সৃষ্টি! শুনে মুগ্ধ হলাম!
    কখনো স্যারের উচ্চারণের দৃপ্ততা এবং ক্ষিপ্রতা যেন ভূলোক, দ্যুলোক, গোলক ভেদ করে ভাবনাকে সেই উচ্চতায় নিয়ে গেছে যেখান থেকে শিখর হিমাদ্রীকে নিচুই মনে হতে পারে-- আবার সেই পরিশীলিত কন্ঠই কখনো পেলব হতে হতে যেন নিয়ে গেছে শান্ত শীতল মারিয়ানায়।
    যতবার শুনেছি ততবার শুধু স্তম্ভিত হয়েছি। প্রতিটি শব্দের উচ্চারণের অসামান্য ব্যঞ্জনা প্রতিটি পঙক্তিকে যথার্থ অর্থবহ করে তুলেছে। প্রতিটি মুহূর্তে শিহরণ জাগিয়েছে! সব মিলিয়ে এ এক অসামান্য অনুভূতি! এমন আবৃত্তি বিরল!
    এই উপস্থাপনার সঙ্গে যুক্ত প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে অত্যন্ত গুণী মানুষ, আপনাদেরকে আন্তরিক শ্রদ্ধা জানাই।

  • @nibeditadasgupta9924
    @nibeditadasgupta9924 2 ปีที่แล้ว

    অসাধারণ কণ্ঠস্বর আর অনবদ্য আবহ এর মেলবন্ধনে ইতিহাস সৃষ্টি হলো ।যুগান্তরে ও মানুষ শুনবে ও আমাদের মতোই মুগ্ধ হবে ।

  • @kamaleshchowdhury1093
    @kamaleshchowdhury1093 2 ปีที่แล้ว

    এক বার শুনলাম। বাকরুদ্ধ হয়ে গেলাম। আরও অনেক বার শুনতে হবে। প্রতিটি পল প্রতিটি মুহূর্ত কে মস্তিষ্কে ধারণ করতে হবে। চট জলদি প্রতিক্রিয়া জানিয়ে আমার মুগ্ধতার ঘোর টা কে নষ্ট করতে চাই না। আমার সঠিক প্রতিক্রিয়া জানাতে গেলে বড় করেই লিখতে হবে। তাই করবো। আপনি ইতিহাস সৃষ্টি করেছেন সুমন্ত্র দা। এখন শুধু উষ্ণ আলিঙ্গনটুকুই জানাতে ইচ্ছে করছে।

    • @sudhansuchandrabiswas5000
      @sudhansuchandrabiswas5000 2 ปีที่แล้ว

      শুনতে শুনতে মনে হচ্ছিল কি অপূর্ব শব্দ দু্্যতি ও তার ব্যবহার। গায়ে কাঁটা দিচ্ছিল। প্রনাম আপনাকে।... সীমা বিশ্বাস।

    • @ShankhamalaCreations
      @ShankhamalaCreations  2 ปีที่แล้ว

      dhonyobad

  • @Maharaj26
    @Maharaj26 2 ปีที่แล้ว +1

    নতুন ইতিহাস সৃষ্টি হলো

  • @dolasahana7361
    @dolasahana7361 2 ปีที่แล้ว

    দাদা কতবার যে শুনলাম। যতবার শুনছি ততবার শুধু চোখের জল আটকাতে পারছি না কেন জানিনা।শত কোটি প্রণাম জানাই সৃষ্টিকে।🙏🙏

  • @ebongkobita90
    @ebongkobita90 2 ปีที่แล้ว +1

    এই সৃষ্টির প্রচার ও share হোক প্রচুর, দারুণ দারুণ

  • @debjanibiswas9849
    @debjanibiswas9849 2 ปีที่แล้ว

    একদম অন্য উচ্চারণে এই অসাধারণ কবিতার অনন্য আবৃত্তি শুনে মন ভরে গেল৷ কবি ও শিল্পীকে আমার প্রণাম ও শ্রদ্ধা জানাই।

  • @indranilchatterjee1871
    @indranilchatterjee1871 2 ปีที่แล้ว

    এ আবৃত্তির কাছে বারবার ফিরে আসতে হবে শ্রোতাদের। এমন মানের, এমন মননশীল আবৃত্তি শুনতে শুনতে বারবার মনে হচ্ছে আবৃত্তির সঠিক পরিবেশনায় কি কঠিন অনুশীলন ও গভীর মননের প্রয়োজন। জয় হোক।

  • @tosanimukherjee2816
    @tosanimukherjee2816 2 ปีที่แล้ว

    শিহরণ জাগানো কন্ঠ।নেপথ্যে বিদ্রোহী র সুর। মন হয়ে উঠলো সজীব সতেজ। অসাধারণ কন্ঠ অসাধারণ আবহ।

  • @amritaghosal5303
    @amritaghosal5303 2 ปีที่แล้ว

    এই কবিতা শোনার পর বেশ কিছু সময় চুপ থাকতে হয় তাই রইলাম।বহন করলাম....
    মুগ্ধতা মুগ্ধতা অপার মুগ্ধতা....

  • @anapekshachatterjee4432
    @anapekshachatterjee4432 2 ปีที่แล้ว

    Asadharan abriti path er sathe porichoy holo aj. Eto porichito abriti kintu notun bhabe upolobdhi korlam.

  • @dyutimatikadar3645
    @dyutimatikadar3645 2 ปีที่แล้ว

    অপূর্ব অসাধারণ,,সুমন্ত্রদা ,জয় দুজনের জন্যই অনেক শুভেচ্ছা,, আর ও এমন অসাধারণ নতুন নতুন কবিতা শুনতে চাই,,,

  • @nupurmukherjee7727
    @nupurmukherjee7727 2 ปีที่แล้ว

    অসাধারণ, মুগ্ধ হয়ে গেলাম, বিদ্রোহী কবিতার আর এক ইতিহাস তৈরী হল।

  • @himadrimanna477
    @himadrimanna477 2 ปีที่แล้ว

    একজন বিদ্রোহীকে চোখের সামনে তুলে ধরলেন..... আপনার পায়ে আমার বিনীত প্রণাম 🙏🙏🙏❤️❤️❤️❤️.......

  • @supriyabiswas65
    @supriyabiswas65 2 ปีที่แล้ว

    Asadharan anobodda mugdhatai sune jacchi..

  • @9joydip
    @9joydip 2 ปีที่แล้ว

    কালজয়ী সৃষ্টি । বার বার শুনেও মন ভরছেনা । শিহরিত হচ্ছি ,প্রতিটি শব্দ অনুরণিত হচ্ছে হৃদয়ে ,রক্তে রক্তে ,শিরায় শিরায় । গভীর শ্রদ্ধা স্যার ।🙏🙏

  • @rupakpal1284
    @rupakpal1284 2 ปีที่แล้ว

    চির প্রণম্য কবি র অসাধারণ কবিতার সুন্দর উপস্থাপনায় আমরা মুগ্ধ ও বিস্মিত।স্যার আপনাকে প্রণাম জানাই।

  • @koyelbhattacharyya3925
    @koyelbhattacharyya3925 2 ปีที่แล้ว

    যে মানুষটি সব সময় শিরদাঁড়া সোজা করে চলেন তাঁর কণ্ঠ থেকেই তো এই 'বিদ্রোহী' পাওয়া যায়। যতবার শুনছি গায়ে কাঁটা দিচ্ছে। এককথায় 'ভয়ঙ্কর সুন্দর' । তার সাথে আবহও অনবদ্য।
    আমার সৌভাগ্য এই মানুষটিকে গুরু হিসেবে পেয়েছি।
    প্রণাম স্যার 🙏🏻🙏🏻

  • @suparnaganguly4168
    @suparnaganguly4168 ปีที่แล้ว

    অসাধারণ 🙏🏻🙏🏻🙏🏻

  • @nilanjanagupta6934
    @nilanjanagupta6934 2 ปีที่แล้ว +1

    অনবদ্য.. অপূর্ব.. প্রতি টি শব্দ গভীরভাবে মননকে স্পর্শ করে..আবহ ও অসাধারণ

  • @biswajitchakraborty205
    @biswajitchakraborty205 2 ปีที่แล้ว

    মন ভরে গেল স‍্যার🙏🙏

  • @sudipmukherjee6746
    @sudipmukherjee6746 2 ปีที่แล้ว

    অসাধারণ... অসীম মুগ্ধতা... শিহরিত হলাম। আপনাকে আমার প্রণাম এবং শুভকামনা জানালাম। যাঁরা সাথে রইলেন,তাঁদের ও শ্রদ্ধা এবং শুভকামনা...

  • @papiabarman3448
    @papiabarman3448 2 ปีที่แล้ว

    অসাধারণ।অসাধারণ।
    প্রতিটি শব্দের অর্থ একেবারে যেন বুকে গিয়ে ধাক্কা দিল।বিদ্রোহী কবিতা চিরকাল সব্যসাচী র কন্ঠেই শুনে এসেছি।আর কারো গলায় যে এত ভালো লাগতে পারে সত্যি ভাবিনি।কুর্নিশ।

  • @munmundas8783
    @munmundas8783 2 ปีที่แล้ว

    সন্তান পালনের জন্য যে যন্ত, আবেগ, ভালোবাসা, আগলে রাখা হয় ঠিক এই কবিতা উচ্চারণ, প্রক্ষেপন শুনতে শুনতে তেমনটাই মনে হলো। অসাধারণ। আপনার জলোদগম্ভীর কন্ঠস্বরে ভরে উঠলো।

  • @monchak35
    @monchak35 2 ปีที่แล้ว

    শিশুকাল থেকে কতবার শুনেছি,কতবার যে পড়েছি তার ইয়ত্তা নেই৷। এই কবিতার কতক পঙক্তি এখনো মুখস্ত। কিন্তু এই কবিতার ভেতরে যে এত রং ছিলো তা প্রথমবার উপলব্ধি করলাম। সুমন্ত্রবাবু কে শ্রদ্ধা আর ভালোবাসা জানাই।।ভালো থাকুন, আমাদের কে কবিতায় রাখুন!

  • @doremon12345-l
    @doremon12345-l 2 ปีที่แล้ว +2

    কি করেছেন স্যার! এ তো আবৃত্তি চর্চার জগতে ইতিহাস হয়ে থাকবে। 🙏🙏

    • @ahanachakraborty8144
      @ahanachakraborty8144 2 ปีที่แล้ว

      কিছু বলার নেই বাকরুদ্ধ পুরো এটাই ভাগ্য আপনার সামনে বসার আমরা সুযোগ পাই অতো সামনে থেকে আপনার গলা শোনার সৌভাগ্য আমাদের হয় 🙏🏻
      ক্লাসে যখন শুনলাম পুরো গায়ে কাঁটা দিচ্ছিলো...যার অনুরণন এখনো বেজে চলেছে

    • @ShankhamalaCreations
      @ShankhamalaCreations  2 ปีที่แล้ว

      dhonyobad

  • @jayatibandyopadhyay1248
    @jayatibandyopadhyay1248 2 ปีที่แล้ว +1

    শুনতে শুনতে গায়ে কাঁটা দিচ্ছিল। সুমন্ত্র স্যার 🙏

  • @MrinmoyeeSen
    @MrinmoyeeSen 2 ปีที่แล้ว +1

    A magical voice....... Utterance of each and every word with great care..... Clear vision.... And above all a great presentation. Thank you Sir and thanks the whole team 🙏🙏

  • @shilasarkar7613
    @shilasarkar7613 2 ปีที่แล้ว

    একটা মিথ থেকে বেরিয়ে এভাবেও যে বিদ্রোহীর মত একটা কবিতাকে নতুন আঙ্গিকে বাঁধা যায় সুমন্ত্র স্যারের এই আবৃত্তি সেটাই প্রমাণ করে।এত স্পষ্ট উচ্চারণ,এত নিঁখুত তার প্রতিস্থাপন মুগ্ধ হতেই হয়।

  • @rajunag5868
    @rajunag5868 2 ปีที่แล้ว

    শুনতে শুনতে সারা শরীর কেঁপে উঠল। এই সৃষ্টি কালজয়ী। স্যার আপনাকে অভূমি প্রণাম।

  • @anindyabhattacharyya3275
    @anindyabhattacharyya3275 2 ปีที่แล้ว

    কবিতা আবার নতুন করে প্রাণ পেল। আবারো শুনবো, বারবার শুনবো❤️🙏

  • @swatimajumdar8696
    @swatimajumdar8696 2 ปีที่แล้ว

    এই বলার কোনো তুলনা হয় না। অসাধারণ বললেও কম বলা হয়। আবৃত্তির ঈশ্বরকে শুনছিলাম। 💜🙏

  • @TheHaldersanjib82
    @TheHaldersanjib82 2 ปีที่แล้ว

    কি নিখুঁত উচ্চারণ, অসাধারণ দাপুটে কন্ঠস্বর। সাংঘাতিক পরিশ্রম, বোধ ও কন্ঠের কারুকাজ কবিতাটিকে একেবারে ভিন্ন মেজাজের উপস্থাপনায় নিয়ে দাঁড় করালো। তোমার এই আবৃত্তি আগামী প্রজন্মের জন্য এক মাইলফলক হিসেবে থেকে যাবে আজীবন। কাজী সব্যসাচীর পরে তুমিই পারো দাদা। কুর্নিশ তোমায়🙏

  • @dipyamanchakroborty423
    @dipyamanchakroborty423 2 ปีที่แล้ว

    অসামান্য। একটি কালজয়ী সৃষ্টি কে যে এই ভাবে পুনঃনির্মাণ করা যায় ভাবা যায়না। এই মুগ্ধতার ঘোর সহজে যাবে না। তুলনাহীন। goosebumps 👏👏👏👏👏

  • @ঐকতান-খ৪ধ
    @ঐকতান-খ৪ধ 2 ปีที่แล้ว

    অসাধারণ অনবদ্য সৃষ্টি

  • @namratabhattacharya2528
    @namratabhattacharya2528 2 ปีที่แล้ว

    রাত আড়াইটের সময় ও এমন একটি কবিতা ই শোনা যায়ে,যা কেড়ে নিয়েছে সব ঘুম।।
    আগুন জ্বেলেছে বুকে এই দৃপ্ত উচ্চারণ।।।
    প্রণাম আপনাকে স্যার।।।

  • @mitrapiyali
    @mitrapiyali 2 ปีที่แล้ว

    কবিতা টি কে নতুন করে ভাবতে ও চিনতে শেখালেন সুমন্ত্র দা।
    মূল্যবান এক সৃষ্টি!
    বারবার শুনতে হবে এরকম একটি উচ্চারণ।

  • @biplabchakraborty460
    @biplabchakraborty460 2 ปีที่แล้ว

    অসাধারণ উপস্থাপনা, বাকরুদ্ধ হয়ে শুনলাম।