মিনিট কমে যায়, এখন তাহলে দেখতে হবে ব্যাটারির কানেকশন আইসি ওব্দি ভালো ভাবে ইনপুট হচ্ছে কিনা, এবং ব্যাটারি লাগানো অবস্থায় ভোল্টেজ চেক করুন, যদি ভোল্টেজ ১.৫ ভোল্ট থেকে ড্রপ হয় তবে সার্কিটে সমস্যা আছে। আবার মেইন আইসি থেকেও সময় স্লো এর সমস্যা হতে পারে।
যদি ব্যাটারি চেঞ্জ করার পরেও টাইম ঠিক না থাকে তবে ব্যাটারি থেকে সিস্টেম আইসি পর্যন্ত কানেকশন চেক করুন ঠিক আছে কিনা, যেমন রেজিস্টর ট্রানজিস্টর ইত্যাদি এবং আইসিতে যেই পিনে ব্যাটারি ভোল্টেজ ইনপুট হয় সেটি চেক করুন। আপনি যদি এডভান্সড না হন একাজে তবে ভালো টেকনিশিয়ান দেরকে দেখান।
ধন্যবাদ ভাই ভালো থাকুন
❤️
Thankful
সেম সমস্যা আমাদের মসজিদের দুইটা ঘড়ির
ব্যাটারি চেঞ্জ করে দিন ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে।
ভাই আমাদের মসজিদের ঘড়ির আইপিয়াজের সংজগ দেওয়া আছে তার পরে ও সময় পিছিয়ে যায় কারন কি জানাবেন
ঘড়ির সমস্যা আছে, টেকনিশিয়ান কে দেখান
আমাদের মসজিদের ঘড়ির সময় সাধারণত দুই থেকে তিন মিনিট কমে যায় করনীয়
ঘড়ির ভেতরের ছোট ব্যাটারি টা পরিবর্তন করে নতুন লাগিয়ে দিন।
ভাই আমি নতুন বেটারি লাগাইছি তবুও আমার ঘড়ির সেকেন্ড কমে যায়
কি করব জানাবেন
মিনিট কমে যায়, এখন তাহলে দেখতে হবে ব্যাটারির কানেকশন আইসি ওব্দি ভালো ভাবে ইনপুট হচ্ছে কিনা,
এবং ব্যাটারি লাগানো অবস্থায় ভোল্টেজ চেক করুন, যদি ভোল্টেজ ১.৫ ভোল্ট থেকে ড্রপ হয় তবে সার্কিটে সমস্যা আছে।
আবার মেইন আইসি থেকেও সময় স্লো এর সমস্যা হতে পারে।
ভাই কারেন্ট গেলে বেটারি 1বা 2 মাসেই নস্ট হয়ে যায়। দামী বেটারি দিলেও হয় না।কি করলে ভালো হবে জানালে উপকার হত।
ব্যাটারি হয়তোবা সবসময় ডিস্চার্জ মোডেই থাকে। এজন্য বেশিদিন চার্জ থাকেনা। ভালো কোন টেকনিশিয়ান কে দেখান।
@@theengineeringmekarএকটা ভিডিও বানান, জেনো আমরা জানতে পারি কিভাবে ঠিক করে
ভাই আমিও লাগাইছি ১ মাস ভালো ভাবে চলছে কিন্তুু সেই আগের মতোনই সময় পিছিয়ে যাচ্ছে কি করবো
কারেন্ট ঘন ঘন আশা যাওয়া করছিল
আরেকবার ভালো ব্যাটারি লাগান, যদি তাও সমস্যা থাকে তবে ভালো কোন টেকনিশিয়ান কে দেখান।
ভাই আমাদের মসজিদের ঘড়ির সময় এগিয়ে যায়। এইটা কি একি সমস্যা?
ব্যাটারির ভোল্টেজ টা চেক করে নিতে পারেন।
বাকি যেটা মেইন সমস্যা হতে পারে তাহলো ক্রিস্টাল অসিলেটর এবং মেইন আইসি
ভাই আমার ঘড়ি অর্ধেক চলে আর অর্ধেক চলে না কি করতে পারি???
একটু বুঝিয়ে বলেন ভাই,
যেমন, অর্ধেক এল ইডি লাইট জ্বলছে আর বাকি অর্ধেক জ্বলছেনা?
নাকি ঘড়ি কিছুক্ষণ চলার পর লাইট জ্বলছে তবে সেকেন্ট, মিনিট, ঘন্টা ইত্যাদি কিছুই চলছেনা?
আমাদের মসজিদের ঘড়ির টাইম কারেন্ট চলে গেলে দু-এক ঘন্টা করে কমে যায় কেন?
যতবারই ঠিক করি ততবারই কমে যায়😢
এটা কিভাবে ঠিক করবো?
যদি ব্যাটারি চেঞ্জ করার পরেও টাইম ঠিক না থাকে তবে ব্যাটারি থেকে সিস্টেম আইসি পর্যন্ত কানেকশন চেক করুন ঠিক আছে কিনা, যেমন রেজিস্টর ট্রানজিস্টর ইত্যাদি এবং আইসিতে যেই পিনে ব্যাটারি ভোল্টেজ ইনপুট হয় সেটি চেক করুন।
আপনি যদি এডভান্সড না হন একাজে তবে ভালো টেকনিশিয়ান দেরকে দেখান।
ডিজিটাল ঘড়ি ফাষ্ট হয়ে গেলে কীভাবে মেরামত করে
ওইটা সার্কিট চেক করে দেখতে হবে ভাই। অনেক ধরনের সমস্যা হতে পারে, কাউন্ট আইসি, ক্রিস্টাল অসিলেটর সমস্যা ইত্যাদি
আমার ঘরি কারেন গেলে টাইম ফাস্ট হয়ে জায়
প্রোগ্রামেবল আইসি থেকে সমস্যা হতে পারে।