North Sikkim Tour Packages | North Sikkim Tour | Sikkim Tourist Places | North Sikkim Tour Guide

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024

ความคิดเห็น • 1.1K

  • @Vrammoman
    @Vrammoman  2 ปีที่แล้ว +7

    মাত্র 3999/- টাকায় লাভা লোলেগাঁও রিশপ ট্যুর প্ল্যান (New Video) - th-cam.com/video/HATrpSxmXv4/w-d-xo.html

    • @bidhansarkar7418
      @bidhansarkar7418 2 ปีที่แล้ว +2

      Gangtok এর Hotel vara r সিকিমের total tour খরচ দিয়ে की 6000 টাকা নাকি gangtok hotel খরচের আলাদা একটু বলবে pls

    • @Vrammoman
      @Vrammoman  2 ปีที่แล้ว +3

      উত্তর সিকিমের প্যাকেজ মাথাপিছু 4000/- টাকা এবং দুই দিনের হোটেল এবং 3 বেলা খাওয়া দাওয়া মিলিয়ে মাথাপিছু দিন প্রতি 1000/- টাকা। অর্থাৎ দুই দিনে মিলিয়ে মাথাপিছু 2000/- টাকা। অর্থাৎ গ্যাংটক এর দুই দিনের হোটেল + খাওয়া দাওয়া এবং উত্তর সিকিমের প্যাকেজ মিলিয়ে 6000/- টাকা।

    • @gostgaming6341
      @gostgaming6341 ปีที่แล้ว +2

      গোপাল মণ্ডল

    • @gostgaming6341
      @gostgaming6341 ปีที่แล้ว +1

      @@Vrammoman গোপাল মণ্ডল

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      ধন্যবাদ দাদা।♥️🙏

  • @manabdutta9728
    @manabdutta9728 2 ปีที่แล้ว +7

    শেষে লালগোলা।
    দারুন একটা যাত্রা শেষ হল। সুন্দর সব জায়গা নদী,পাহাড় বৃষ্টি বিভিন্ন ট্রেন তার সাথে তোমার ভিডিও👌👌👌

    • @Vrammoman
      @Vrammoman  2 ปีที่แล้ว +1

      ধন্যবাদ দাদা। অনুরোধ রইলো এই ছোট্ট চ্যানেল টার সাথে থাকার। ভালো থাকবেন দাদা❤️🙏

    • @manabdutta9728
      @manabdutta9728 2 ปีที่แล้ว +1

      কমেন্টটা আপনার চ্যানেলে চলে গেছে,ওটা অন্য একটি চ্যানেলের জন্য। অনিচ্ছাকৃত ভুল এর জন্য দুঃখিত,এবং আমাকে ধন্যবাদ জ্ঞাপন করবার জন্য আপনাকেও ধন্যবাদ🙏 আপনার চ্যানেল টি
      Subscrib করে ভিডিও টি দেখলাম,খুব ভালো তথ্য নির্ভর ও উপস্থাপনের সাথে পরিবেশিত করেছেন 👌👌👌🙏

    • @Vrammoman
      @Vrammoman  2 ปีที่แล้ว +1

      হ্যাঁ। আমারও সেরকম মনে হয়েছিল লালগোলা দেখে। ধন্যবাদ জানাই আপনাকে আবারও এই ছোট্ট ভ্রমণের চ্যানেলটির পাশে থাকার জন্য। ভালো থাকবেন।❤️🙏

  • @piyalisen7820
    @piyalisen7820 ปีที่แล้ว +2

    Darun laglo video ta. Amra next 20th November 2022 jachhi. Asha kori tripl ta Khub anonder hobe.

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      শুভ কামনা রইলো দিদি আপনাদের আগামী নর্থ সিকিমের ট্যুরের জন্য। ভালো করে ঘুরে এসে জানাবেন কেমন লাগলো। আর আমরা তো কাটাও যেতে পারিনি কিছু সমস্যার কারণে, তবে আপনারা কিন্তু নিশ্চই যাবেন। ভালো থাকবেন।♥️🙏

  • @aritmukherjee8455
    @aritmukherjee8455 ปีที่แล้ว +3

    নর্থ সিকিমের কোন জায়গাগুলোতে এপ্রিলের প্রথম-দ্বিতীয় সপ্তাহে ভালো বরফ পাবো একটু বলবেন?
    আপনার ভিডিওটা একঘর😍

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว +1

      প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই দাদা ভিডিওটি দেখার জন্য। এপ্রিলের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহ নর্থ সিকিম ভ্রমণের মোক্ষম সময়। আমরাও সেই সময়ে যেতে চেয়েছিলাম তবে সবার একসাথে সময় হয়ে না ওঠায় তা সম্ভব হয় নি। সেই সময় গুরুদংমার লেকের অধিকাংশই জমে থাকবে এছাড়াও কালা পাত্থর এবং লাচুং এর জিরো পয়েন্টে ভরপুর বরফ পাবেন। এরপর ভাগ্যে থাকলে স্নো ফল দেখার সুযোগও হতে পারে সেই সময়।

    • @aritmukherjee8455
      @aritmukherjee8455 ปีที่แล้ว +1

      অনেক অনেক ধন্যবাদ আপনাকে

  • @kartikmaity4406
    @kartikmaity4406 ปีที่แล้ว +1

    Dada september dika gala kamon hoba
    Sotti Dada apnar videota khub valo laglo 👍🏻👍🏻👍🏻👍🏻

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      তখন কিন্তু বরফ দেখতে পাবেন না কোথাও উত্তর সিকিমের। তবে ভ্যালি অফ ফ্লাওয়ার সব চাইতে সুন্দর লাগবে ওই সময়। খারাপ লাগবে না সর্বোপরি তবে যদি বরফ দেখাই এক মাত্র ইচ্ছা হয়ে থাকে তবে সেপ্টেম্বরে যাবেন না।

  • @soumenroy360
    @soumenroy360 2 ปีที่แล้ว +4

    ভাল লাগল সম্পূর্ন তথ্য দিয়ে tour টা ভরে দেবার জন্যে। আমি শিবাজী দার ব্লগ দেখি। কিন্তু ওখানে সস্তা ব্যাপারটা নেই। আবার সস্তা দেখতে গিয়ে বেকুব বনে যেতে হবে কিনা সে ব্যাপারটাও আছে। যাই হোক তোমার vedio টা দেখে মনে হচ্ছে ঠিক ই আছে। যতটুকু না হলেই নয় তত টুকু তো করতেই হবে।

    • @Vrammoman
      @Vrammoman  2 ปีที่แล้ว +3

      হ্যাঁ। দাদা। চেষ্টা করি সম্পূর্ন প্রয়োজনীয় তথ্য গুলো দেওয়ার। আমি নিজেও কোনো জায়গায় যাওয়ার আগে ভিডিও দেখে সব তথ্য নেওয়ার চেষ্টা করি। তবে মুশকিল হলো গিয়ে অনেক কটা ভিডিও দেখতে হয়। এমন কোনো ভিডিও কমই পাই যাতে সবরকম সম্পূর্ন তথ্য রয়েছে স্টেপ বাই স্টেপ। তাই সেই কমতি গুলো আমি আমার ভিডিওতে মিটিয়ে দেওয়ার চেষ্টা করি সবসময়। আর যেহেতু একটু ঘুরতে ভালোবাসি তাই বছরে 12 মাসই কোথাও না কোথাও বেরোনো হয়। খরচ বেশি হলে সেটা কিভাবে সম্ভব হবে দাদা। তাই ঘোরা টাকে প্রাধান্য দিয়ে যাবতীয় বিলাসিতা বাদ দিয়ে ঘুরি। তাতেই খরচ টা বেশ কমে যায়। আর অতদূর গিয়ে কালা পাত্থর আর জিরো পয়েন্ট না গেলে বোকামো হবে তাই সেইক্ষেত্রে মাথাপিছু প্রতি পয়েন্ট 400/- টাকা বাড়তি দিয়েছি। যেহেতু ঘোরা টাই প্রথম প্রায়োরিটি আমার কাছে। সেটা আমি মেনশনও করেছি। হ্যাঁ। দাদা। এতটুকু খরচ তো হবেই পিক সিজনে গেলে। অবশেষে দাদাকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য। এরকম কমেন্ট গুলো আমায় অনেক উৎসাহিত করে এই ধরনের ভিডিও আরো বানানোয়। অনুরোধ রইলো এই ছোট্ট গরীব মানুষদের চ্যানেলটির পাশে থাকার। ভালো থাকবেন দাদা। ❤️🙏

  • @sandipchitrakar6944
    @sandipchitrakar6944 ปีที่แล้ว +1

    Khub sunder details diyexo dada. Acha jodi 2 Jon husband wife jai tahale ki kore jabo, ba ki konta package korle cheap and best hbe for North sikkim!

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      দাদা দুজনের ক্ষেত্রে শেয়ারে গেলেই সাশ্রয় বেশি হবে। লাচেন এবং লাচুং দুই জায়গা তেই আপনাদের দুজন কে সেপারেট রুম দেবে অর্থাৎ আপনাদের দুজনের জন্য একটি রুম দেওয়া হবে দুই জায়গা তেই। খালি গাড়ি তে আপনাদের অপরিচিত মানুষের সাথে শেয়ারে ঘুরতে হবে। সেই ক্ষেত্রে যদি প্রথমেই ট্যুর এজেন্সির সাথে কথা বলে সামনের দুটো সিট ব্যবস্থা করে নিতে পারেন তবে তো সব চাইতে বেস্ট হবে। আর বাকি কি খাওয়াবে, কোথায় রাখবে মানে রুম গুলি কিরকম, কোথায় ঘোরাবে ইত্যাদি জিনিস তো ভিডিও তে দেখিয়েইছি। আরো কিছু জিজ্ঞেসা থাকলে জানাবেন দাদা। ভাল থাকবেন।

  • @sushavandasgupta1394
    @sushavandasgupta1394 ปีที่แล้ว +3

    Amra MAY 2023 er middle week a jete chai. Amader group a 6 theke 7 jon er moto hobe. Amra NJP TO NJP(NORTH SIKKIM+NATHULA PASS,CHANGU LAKE & BABA MANDIR) by Innova car 6 day 5 night package nite chai. Kirokom per head khoroch porbe? Sujay Babur ki Innova car arrange korte parbe??

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว +1

      সুজয় দা আসলে একজন হোটেলের ম্যানেজার। তিনি অ্যারেঞ্জ করিয়ে দেয়। আপনি আপনাদের প্রয়োজন মত তাকে জানান। সে নিশ্চই অ্যারেঞ্জ করে দেবে এবং এক্সাকট খরচ টা তিনিই বলতে পারবেন দাদা। তবে মনে রাখবেন একটু দরাদরি হয়। সেই মতো দাম দর করে বুক করবেন। সুজয় দার নম্বর +918927985901.

    • @hooghlykalonda6093
      @hooghlykalonda6093 ปีที่แล้ว +1

      @@Vrammoman may mas a kao jai naki..March a cholo..

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      তা ঠিক মার্চে চারিদিক আরো বেশি সাদা চাদরে মোড়া থাকে এবং সম্পূর্ণ গুরুদংমার লেক টাই প্রায় জমা থাকে। সেই সময় প্যাকেজের খরচও কম হয়। আমরাও প্রথমে মার্চ মাসেই যাওয়ার প্ল্যান করেছিলাম তবে সবার একসাথে সময় না হয়ে ওঠায় মে মাসে গিয়েছিলাম। তবে ভাগ্যে থাকলে খণ্ডায় কার সাধ্যি! কারণ আমরা মে মাসে গিয়েও তুষার তো পেয়েছিলামই প্রচুর তার সাথে জিরো পয়েন্টে স্নো ফল পর্যন্ত পেয়েছিলাম। খুব লাকি মনে হচ্ছিল নিজেদের সেই সময়। তবে এই বছর ১৭ই মার্চ গুরুদংমার লেক যাওয়ার রাস্তা খুলেছিল। তাই যাওয়ার আগে বিষয় টা খোঁজ নিয়ে যাবেন। মানে সব রাস্তা ক্লিয়ার হয়েছে কিনা। নইলে বিভিন্ন জায়গায় রাস্তা বন্ধ থাকার কারণে হয়তো পৌঁছতে পারবেন না।

    • @naziruddingazi1719
      @naziruddingazi1719 6 หลายเดือนก่อน

      ​@@Vrammomanamra jachhi Sujaydar through te 6000 kore lagche perhead. North Sikkim r East Sikkim er kichu jaygate

  • @pointofnature5502
    @pointofnature5502 ปีที่แล้ว +2

    Simple video..bhalo laglo. Dada, October er first week a borof paoya jabe ki?

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว +1

      চান্স খুব কম ওইসময় বরফ পাওয়ার দাদা। ফ্রেস স্নো ফল পেলেও পেতে পারেন।

  • @subhrajitbiswas1042
    @subhrajitbiswas1042 2 ปีที่แล้ว +3

    অক্টোবর মাসে নর্থ সিকিম ঘুরতে যাওয়ার কথা ভাবছি , তাহলে গাড়ি টা গ্যাংটক থেকে বুক করলে একটু কমে হবে নাকি বুক করে গেলে একটু কমে পাবো?

    • @Vrammoman
      @Vrammoman  2 ปีที่แล้ว +2

      অক্টোবর মাস যেহেতু পিক সিজন আমার মনে হয় কিছুদিন আগে বুক করে যাওয়াই ভালো।

    • @subhrajitbiswas1042
      @subhrajitbiswas1042 2 ปีที่แล้ว +1

      @@Vrammoman আচ্ছা ধন্যবাদ ।
      আর খরচটা আপনাদের যেরকম হয়েছে ওই রকম হতে পারে ?

    • @Vrammoman
      @Vrammoman  2 ปีที่แล้ว +1

      হ্যাঁ যেহেতু আমরাও একটা চরা সময়ে ঘুরেছি তাই খরচ টা একই হবে আমার ধারণা। তবে যদি আপনারা জাইলো কিংবা ইনোভা গাড়িতে ঘোরেন তবে সেক্ষেত্রে কিন্তু খরচ অনেক টাই বেড়ে যাবে।

    • @subhrajitbiswas1042
      @subhrajitbiswas1042 2 ปีที่แล้ว +1

      @@VrammomanOkay thank you so much.

    • @nabanitaroy315
      @nabanitaroy315 2 ปีที่แล้ว +1

      গ্যাংটকের সাইট সিং এর জন্য আগে থেকে গাড়ি বুক করা যায় একটুখানি জানাবেন খুব ভালো হয়

  • @naziruddingazi1719
    @naziruddingazi1719 7 หลายเดือนก่อน +1

    Sujaydar through te amra jachhi 25th April😊😊😊😊😊😊

    • @Vrammoman
      @Vrammoman  7 หลายเดือนก่อน

      আশা করি অভিজ্ঞতা ভালোই হবে।❤️🙏

  • @rudrajitroy543
    @rudrajitroy543 2 ปีที่แล้ว +7

    আমরাও এ বছর মার্চ মাসে নর্থ সিকিম গিয়েছিলাম, তবে আমরা পুরোটা ঘুরতে পড়িনি। অতিরিক্ত স্নো ফলের জন্য বেশিরভাগ রাস্তা বন্ধ ছিলো।আমরা লাচুনে একদিন স্টে করে ইয়ামথাং ও কাটাও গিয়েছিলাম।আর একবার যাওয়ার ইচ্ছা আছে।Gurudongmar লেক ও lachen দেখা হয় নি । তবে স্নো প্রচুর পেয়েছি।

    • @Vrammoman
      @Vrammoman  2 ปีที่แล้ว

      আপনাদেরও দারুন অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে। আমাদের কাটাও যাওয়া হয়নি। ওটা আরেকবার যাবো। লাচেন এর থেকে আমাদের সবারই লাচুং টা বেশি ভালো লেগেছে। গুরুদংমার লেক থেকে ফিরে এসে আমাদের গ্রুপের এক জন বলছিলো আমরা টাকা খরচ করে স্বাস্তি পেতে এসেছি।

    • @anweshamukherjeechaudhury1644
      @anweshamukherjeechaudhury1644 2 ปีที่แล้ว

      Dada amea jabo bhabchi march e. Apni march er Kobe giechiln?

    • @rudrajitroy543
      @rudrajitroy543 2 ปีที่แล้ว +1

      @@anweshamukherjeechaudhury1644 আমরা মার্চ মাসের 17 তারিখ গিয়েছিলাম,আমরা 1নাইট ও 2ডেস এর প্যাকেজ নিয়েছিলাম।

    • @anweshamukherjeechaudhury1644
      @anweshamukherjeechaudhury1644 2 ปีที่แล้ว

      Ok Dada

    • @anweshamukherjeechaudhury1644
      @anweshamukherjeechaudhury1644 2 ปีที่แล้ว

      Apnader march er 17e koto taka bolche? Amader end e 22000/- bolche dui joner Gangtok to Gangtok

  • @mukeshpanda4026
    @mukeshpanda4026 ปีที่แล้ว +1

    Khub bhalo video ta dada ar jayga gulo aro bhalo

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      ধন্যবাদ দাদা ভিডিওটি দেখার জন্য এবং শেষে কমেন্টের মাধ্যমে নিজের মতামত জানানোর জন্য। অনুরোধ রইলো চ্যানেলটির সাথে থাকার। ♥️🙏

  • @anitamondal5886
    @anitamondal5886 ปีที่แล้ว +2

    দা রু ন 👍

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      ধন্যবাদ দাদা।🙏♥️ ভালো থাকবেন।

  • @DCcreation7872
    @DCcreation7872 ปีที่แล้ว +3

    দাদা Travel Permit এর ব্যাপারে একটু জানলে ভালো হতো । কত টাকা লাগবে Travel Permit করাতে আর কি কি Documents লাগবে একটু জানাবে । তাছাড়া ভিডিও টা বেশ ভালো লাগলো। 🥰😊 From #Chakdah

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว +2

      ট্রাভেল পারমিটের জন্য আলাদা করে কোনো অতিরিক্ত টাকা লাগবে না। ডকুমেন্টস বলতে ভোটার আইডি কার্ডের দুই কপি জেরক্স আর দুই কপি পাসপোর্ট সাইজ ফটো লাগবে। হোটেলে পৌঁছনোর সাথে সাথেই ওরা আপনার থেকে এইগুলো চেয়ে নেবে তারপর আপনারা রুমে গিয়ে কেবল মাত্র রেস্ট করুন। ওরাই সব ডকুমেন্টেশনের কাজ ফ্রম ফিল আপ ইত্যাদি আপনার হয়ে করে দেবে। চিন্তার কোনো কারণ নেই। আরো কিছু জানার থাকলে নির্দ্বিধায় জানাবেন দাদা। ভালো থাকবেন।♥️🙏

    • @arnabandmousumidas6733
      @arnabandmousumidas6733 ปีที่แล้ว +1

      Dada amar daughter 19 plus kintu

    • @arnabandmousumidas6733
      @arnabandmousumidas6733 ปีที่แล้ว +1

      Dada amar daughter 19 plus kintu voter card nai se ketre north sikkim er permit kivabe paoa jabe ,please janaben .

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      সেই ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড যেকোনো একটা হলেই হবে। তবে আঁধার কার্ডকে সিকিমে মান্যতা দেওয়া হয় না।

    • @cmardi6009
      @cmardi6009 ปีที่แล้ว

      Dada aapnar meyer voter card chhara permit hyechhilo ?
      Karn aamaro same case voter card, driving licence , passport nei
      Ki krbo khuje pachhina
      Please reply

  • @AmitDas-ln3yx
    @AmitDas-ln3yx ปีที่แล้ว +1

    Amra 2jon friend jabo bhabchi gangtok... Ei January te jawa jabe???

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว +1

      গ্যাংটক তো যেতে পারবেন এবং লোকাল সাইটসিয়িং করতে পারবেন। তবে ছাংগু লেক, বাবা মন্দির এবং নাথুলা যাওয়ার রাস্তা অধিক তুষারপাতের কারণে বন্ধ রয়েছে। যাওয়ার পারমিট দিচ্ছে না এখন। কিছুদিন অপেক্ষা করে যাওয়াই ভালো হবে দাদা। তাও মার্চের শুরুর দিকে গেলে ভালো হবে। এই সময় টায় পশ্চিম সিকিমের পেলিং, সাউথ সিকিমের রাভাংলা এবং নামচি ঘুরে আসতে পারেন। ভালো লাগবে ওইদিক এই সময়।

  • @trishamajumder714
    @trishamajumder714 ปีที่แล้ว +1

    April mash a ki gurudongmar lake a borof pauya jabe?

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      লেকের জল তত দিনে গলে যায় তবে যেইদিন যাচ্ছেন তার আগের দিন কিংবা সেইদিন স্নো ফল হলে চারিদিক হয়তো সাদা দেখতে পাবেন। কালা পাত্থর এবং জিরো পয়েন্টে এপ্রিল মাসে প্রচুর বরফ থাকে।

  • @zoologybiology982
    @zoologybiology982 ปีที่แล้ว +1

    Gurudongmar lake e without ice kon month e pabo please bolben ?.????March e pabo????

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      মার্চে লেক পুরো জমে থাকবে। এপ্রিলের শেষের দিক থেকে লেকের জল গলতে শুরু করে। মোটামুটি মে মাস থেকে শুরু করে অক্টোবর মাস পর্যন্ত লেকের জল তরল অবস্থায় দেখতে পেয়ে যাবেন।

  • @ajitroy1328
    @ajitroy1328 11 หลายเดือนก่อน +1

    March last week north Sikkim jabo. খোলা khakbe to ?.

    • @Vrammoman
      @Vrammoman  11 หลายเดือนก่อน

      হ্যাঁ। ওইটা সব চাইতে ভালো সময়। সেরকম টুরিস্টদের ভিড়ও থাকবে না। চারিদিকে প্রচুর বরফ পাবেন।

  • @somadey1540
    @somadey1540 ปีที่แล้ว +1

    Video o khub valo hoeachea

  • @AyushiDanceCreation
    @AyushiDanceCreation ปีที่แล้ว +1

    Dada video ti khub bhalo laglo....amra April plan korchi...but njp theke hotel share car aa gia hotel booking korte hobe naki age kora jabe.....
    R baki okhane tomra ja ja gurle sob ki hotel theke pakage neyachila... please bolo...6000 eta ki hotel Vara sathe including naki alade.....

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      হ্যাঁ। ৬০০০/- টাকায় গ্যাংটকের হোটেল, খাওয়া দাওয়া দুই দিন এবং নর্থ সিকিম প্যাকেজ মিলিয়ে। শেয়ার গাড়ি তে যাবেন না। SNT বাস করে যান। শেয়ার গাড়িতে গেলে দেওরোলি তে নামিয়ে দেবে এবং সেখান থেকে আবার গাড়ি ভারা করে গ্যাংটক পৌঁছতে হবে। একমাত্র SNT বাস স্ট্যান্ড থেকে সিকিম গভমেন্টের বাসই পুরো গ্যাংটক পর্যন্ত যায়।

  • @arunkumarbera8849
    @arunkumarbera8849 ปีที่แล้ว +1

    May last week kalapathare borof pabo,?

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      কালা পাত্থর এবং জিরো পয়েন্টে জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বরফ এবং ভাগ্যে থাকলে স্নো ফল পর্যন্ত পাওয়া যায় দাদা। নিশ্চিন্তে যান ঘুরে আসুন।

  • @Sjb582
    @Sjb582 ปีที่แล้ว +1

    November e1st week Ki dada North Sikkim jawya Jabe?

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      হ্যাঁ। দাদা। যাওয়া যাবে ওই সময়। তবে বরফ পাবেন না কোথাও। সেই সময় প্রকৃতির অন্য শোভা দেখতে পাবেন। যেমন রডরেন্ডনের অপরূপ শোভা, নীল ঝকঝকে আকাশ, সম্পূর্ন গলা গুরুদংমার লেক ইত্যাদি।

  • @tanusreesaha7652
    @tanusreesaha7652 ปีที่แล้ว +1

    Jodi ai year 4jon jete chai 4days 3night koto porbe taxi fare khaoa hotel sob diye bolben

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      আপনারা কি খালি 4 জনেই যেতে চাইছেন? মানে নর্থ সিকিম গাড়ি রিসার্ভ করে নাকি শেয়ারে যেতে চাইছেন? সেই অনুযায়ী খরচ টা বারে বা কমে। তাছাড়া দি আমি ট্যুর অপারেটর নই। আপনাকে একটা আইডিয়া দিতে পড়ি খরচের মাত্র। যদি একজাক্ট দর জানতে চান তবে হোটেল তিস্তা রঙ্গিতের ম্যানেজার সুজয় দার সাথে আলোচনা করতে পারেন। তার নম্বর ৮৯২৭৯ ৮৫৯০১. আমরা তার সাথেই যোগাযোগ করে হোয়াটস অ্যাপে ট্যুর রিলেটেড যাবতীয় জিজ্ঞেসা মিটিয়ে যেমন ধরুন কোথায় ঘোরাবে, কি খাওয়াবে, কটা কোথায় রুম দেবে ইত্যাদি। তারপর ১০% মতো টাকা অ্যাডভান্স করে বুক করেছিলাম।

  • @naziruddingazi1719
    @naziruddingazi1719 6 หลายเดือนก่อน +1

    Amra April 25th e jachhi 6000 kore lagche 6jon jachhi Sujaydar through te.. Thanks dekhi kamon experience hoy

    • @Vrammoman
      @Vrammoman  6 หลายเดือนก่อน

      আশা করি ভালই হবে। ঘুরে এসে জানাবেন কেমন ঘুরলেন। ❤️🙏

  • @naziruddingazi1719
    @naziruddingazi1719 7 หลายเดือนก่อน +1

    Akhon kalapathar r gurudangar lake bpndho... Sujaydar throute jachhi..thanks tomar video saahjje onar sathe porichoy hoyeche

    • @Vrammoman
      @Vrammoman  7 หลายเดือนก่อน

      আমার কথা বলো সুজয় দা কে। কোনো অসুবিধা হবে না আশা করি। ভালো করে ঘুরে এসে অভিজ্ঞতা জানাবেন।🙏❤️

  • @arkaghoshchowdhury5959
    @arkaghoshchowdhury5959 ปีที่แล้ว +2

    Dada 2023 r September month e 8 jn r grp gele kirkm khoroc hote pare per head e approx (4 night 5 days)

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว +4

      মাথাপিছু 7.5-8 হাজার খরচ হবে। আমি সব খরচ বাবদ (প্রয়োজনীয়) হিসেব টা বললাম। এতে ট্রেনের টিকিট, বাসের টিকিট, নর্থ সিকিমের এক্সট্রা পয়েন্ট গুলো এর বাড়তি টাকা, শেষ দিনের খাওয়া দাওয়া সব টাই ধরা আছে।
      খরচের হিসেব টা অনেকটা এরকম হবে:
      নর্থ সিকিমের প্যাকেজ 4000/- টাকা + 2 দিনের গ্যাংটক এর হোটেল এবং খাওয়া খরচ মিলিয়ে 2 দিনে মাথাপিছু(1000 x 2 দিন)= 2000/- টাকা + জিরো পয়েন্ট, কালা পাত্থর, হট স্প্রিং মিলিয়ে মাথাপিছু এক্সট্রা 800/- টাকা + ট্রেনের ভাড়া যাতায়াত মিলিয়ে মাথাপিছু
      (340 x 2)=680/- টাকা + বাসের ভাড়া যাতায়াত মিলিয়ে মাথাপিছু (190 x 2) = 380/- টাকা + ফেরার সময় টোটো ভাড়া শিলিগুড়ি থেকে এন জে পি স্টেশন অব্দি মাথাপিছু 30/- টাকা + এছাড়াও শেষ দিনের খাওয়া দাওয়া মাথাপিছু 150-200/- টাকা মতো। সব মিলিয়ে রাউন্ড ফিগারে 8100/- টাকা মতোন মাথাপিছু খরচ হয়েছিল পিক সিজনে। এটা অফ সিজনে 7500/- এর মধ্যে আরামে হয়ে যায়। আরো কোনো জিজ্ঞেসা থাকলে নির্দ্বিধায় জানাবেন দাদা। ভালো থাকবেন। ❤️🙏

  • @laltuandi7992
    @laltuandi7992 ปีที่แล้ว +1

    Dada December maser 15 tarik jabo vab6i Sikkim kmn hobe

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      দাদা ডিসেম্বর মাসে তো অর্ধেক জায়গায় পৌঁছতেই পারবেন না রাস্তা বন্ধ থাকার জন্য বিভিন্ন জায়গায় উত্তর সিকিমে। যেমন গুরুদংমার লেক, জিরো পয়েন্ট ইত্যাদি। আপনি বরং মার্চ মাসের শেষ সপ্তাহে প্ল্যান করুন সেই সময় মানুষের ভিড় টাও কম থাকে এবং প্যাকেজের কস্টও কম থাকে সাথে সব আকর্ষণীয় স্পট গুলি পৌঁছনোর রাস্তাও খুলে যায়।

  • @subhajityoutuber1993
    @subhajityoutuber1993 2 ปีที่แล้ว +1

    Ghantok thaka lachen jabar jonno gari ta ki package er modha to.

    • @Vrammoman
      @Vrammoman  2 ปีที่แล้ว

      হ্যাঁ। দাদা। প্যাকেজের মধ্যেই ছিল। তবে গ্যাংটক থেকে বজরা ট্যাক্সি স্ট্যান্ড অব্দি নিজেদের কে ট্যাক্সি ভাড়া করে পৌঁছতে হয়েছিল। গ্যাংটক এর লাল বাজার ট্যাক্সি স্ট্যান্ড থেকে বজরা ট্যাক্সি স্ট্যান্ড(যেখান থেকে নর্থ সিকিমের জন্য গাড়ি রওনা হয়) অব্দি ছোট 4 সিটার গাড়ির ভাড়া 150 - 200/- টাকা। তার পর থেকে যেই গাড়িটা করে আমরা নর্থ সিকিম এর লাচেন গেলাম 10 সিটার সেটা প্যাকেজের মধ্যেই ছিল দাদা। আরো কোনো জিজ্ঞেসা থাকলে নির্দ্বিধায় জানাবেন। আর অনুরোধ রইলো এই ছোট্ট ভ্রমণের চ্যানেল টার পাশে থাকার। ভালো থাকবেন দাদা।❤️🙏

  • @rajabali7676
    @rajabali7676 ปีที่แล้ว +1

    March masai north Sikkim jawa koto bugest neyai jetai hobai jawa ta thik hobai to?

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      দাদা আমার মতে সেরা সময় মার্চ মাসের শেষের দিকে। আমি নিজেও ওইসময় টায় যাওয়ার চেষ্টা করেছিলাম তবে এক সাথে সবার সময় না হয়ে ওঠায় শেষমেশ মে মাসে গিয়েছিলাম। মার্চ মাসের শেষের দিকে সব জায়গায় পৌঁছনোও যাবে, মানুষের ভীড়ও কম থাকবে এবং চারিদিক বরফের সাদা চাদরে মোড়া থাকবে। ঘুরে আসুন দাদা। বেশ লাগবে ওইসময়। খরচও কম থাকবে ওইসময়। ধরে চলুন নর্থ সিকিমের 2 রাত 3 দিনের যেই প্যাকেজে টা আমাদের 4000/- টাকা লেগেছিল মাথাপিছু, সেই প্যাকেজ টাই মার্চ মাসে গেলেন 3000-3500/- টাকা লাগবে মাথাপিছু।

  • @ParthoDey-i7b
    @ParthoDey-i7b ปีที่แล้ว +1

    Dada amra December a jawar plan korchi apni aktu bolun na ki oi somy jawa ki thik hobe

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      একটাই সমস্যা ওই সময় দাদা। কখনো কখনো অধিক তুষারপাতের কারণে রাস্তা বন্ধ হয়ে যায়। চেষ্টা করুন ডিসেম্বরের প্রথমের দিকে যাওয়ার। আর ঠান্ডার জন্য প্রিকোসন নিশ্চই নেবেন। যেমন মোটা এয়ার টাইট জ্যাকেট, গ্লাভস, ভেসলিন, উলের মোজা ইত্যাদি। সাথে একটা গরম জলের ফ্লাস্ক নেবেন। শীত কালে যাচ্ছেন দাদা শীত যে ভালই থাকবে তা বলার প্রয়োজন নেই আলাদা করে আশা করি। বাকি ওই সময়েও অনেক টুরিস্ট যায় এবং অনেক আনন্দ করে। ভালো করে ঘুরে আসুন।🙏♥️

  • @soniamondal7222
    @soniamondal7222 ปีที่แล้ว +1

    April ar 4 tarikh jete chai but somoy ta ki thik ache?

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      খুব ভালো সময় নির্বাচন করেছেন। আমাদের সবার একসাথে সময় হয়ে না ওঠায় এত লেট (মে মাস) হয়ে গিয়েছিল। ওই সময় ট্যুরিস্ট দের ভিড়ও কম থাকবে, প্যাকেজের খরচও কম থাকবে এবং চারিদিক আরো বেশি তুষার আবৃত থাকবে। নিশ্চিন্তে বেরিয়ে পড়ুন। সেই সময় সব জায়গায় পৌঁছনোর রাস্তাও ক্লিয়ার হয়ে যায়।

  • @----1868
    @----1868 ปีที่แล้ว +1

    গ্যাংটক ও নর্থ সিকিম দুই জনের কত খরচ পড়বে? কি কি করলে বা কখন গেলে খরচ কম হবে? এই দুটো জানালে খুব উপকৃত হবো।
    অগ্রিম ধন্যবাদ 🙏🙏🙏

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      মার্চ এবং এপ্রিল মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত গেলে খরচ টা কম হয়। তারপর জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সেপ্টেম্বর পর্যন্ত খরচ কম হলেও ওই সময় প্রচুর বৃষ্টিপাত হয়। না যাওয়াই ভালো। বাকি শীত কালে অধিক তুষার পাত হওয়ার কারণে প্রায়ই রাস্তা বন্ধ থাকে। এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে জুন মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত রেট অনেক হাই থাকে সব কিছুর।
      দুজনের মিলিয়ে সব খরচ বাবদ 15-16 হাজার অর্থাৎ মাথাপিছু 7.5-8 হাজার খরচ হবে। আমি সব খরচ বাবদ (প্রয়োজনীয়) হিসেব টা বললাম। এতে ট্রেনের টিকিট, বাসের টিকিট, নর্থ সিকিমের এক্সট্রা পয়েন্ট গুলো এর বাড়তি টাকা, শেষ দিনের খাওয়া দাওয়া সব টাই ধরা আছে।
      খরচের হিসেব টা অনেকটা এরকম হবে:
      নর্থ সিকিমের প্যাকেজ 4000/- টাকা + 2 দিনের গ্যাংটক এর হোটেল এবং খাওয়া খরচ মিলিয়ে 2 দিনে মাথাপিছু(1000 x 2 দিন)= 2000/- টাকা + জিরো পয়েন্ট, কালা পাত্থর, হট স্প্রিং মিলিয়ে মাথাপিছু এক্সট্রা 800/- টাকা + ট্রেনের ভাড়া যাতায়াত মিলিয়ে মাথাপিছু
      (340 x 2)=680/- টাকা + বাসের ভাড়া যাতায়াত মিলিয়ে মাথাপিছু (190 x 2) = 380/- টাকা + ফেরার সময় টোটো ভাড়া শিলিগুড়ি থেকে এন জে পি স্টেশন অব্দি মাথাপিছু 30/- টাকা + এছাড়াও শেষ দিনের খাওয়া দাওয়া মাথাপিছু 150-200/- টাকা মতো। সব মিলিয়ে রাউন্ড ফিগারে 8100/- টাকা মতোন মাথাপিছু খরচ হয়েছিল পিক সিজনে। এটা অফ সিজনে 7500/- এর মধ্যে আরামে হয়ে যায়। আরো কোনো জিজ্ঞেসা থাকলে নির্দ্বিধায় জানাবেন দাদা। ভালো থাকবেন। ❤️🙏

    • @----1868
      @----1868 ปีที่แล้ว +1

      দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতটা ডিটেলস পাবো এটা আশা করিনি ❤️❤️❤️❤️। আপনি এতটা খাটলেন এর জন্য আবার অসংখ্য ভালোবাসা ❤️❤️❤️

  • @PINTUPINTU-kj6gd
    @PINTUPINTU-kj6gd ปีที่แล้ว +1

    Dada amra january te ja66i...plan ta amra 5 dinar kore6i mane january 8 te train a utbo 9 january te nambo r 10 and 11 thakbo , bari te firbo 12 january te rat 8:30 train ... Mane amra 2 din thakbo , Tahola ki apni je gulo ghurlen sei gulo amra ghurte parbo.? Jodi aktu bolen..

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว +1

      9 তারিখ নামলে সেইদিন তো আর বেরোতে পারবেন না নর্থ সিকিমের দিকে। সেইদিন টা গ্যাংটকে স্টে। এরপর 10 তারিখ লাচেন এবং 11 তারিখ লাচুং স্টে এবং 12 তারিখ ঘুরে ফিরতে ফিরতে গ্যাংটকেই পৌঁছতে সন্ধ্যে হয়ে যাবে। অর্থাৎ 12 তারিখের ট্রেন শিলিগুড়ি থেকে ধরা সম্ভব হবে না। একদিন বাড়ান আরো।

    • @PINTUPINTU-kj6gd
      @PINTUPINTU-kj6gd ปีที่แล้ว

      ​@@VrammomanOkay Dada Thank You..❤❤

  • @tanusreesaha7652
    @tanusreesaha7652 ปีที่แล้ว +1

    10May gle snow fall pabo?

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      Egulo Ager theke to bola jay na. Borof jao ba bola jay paben ki paben na di. Tobe snowfall predict kora boro abohaoyabider pokkheo khub kothin kaj. Amra to borof ebong snowfall dutoi peyechilam may maser first week a giye. Kamina kori jeno apnarao pan.

  • @bapandas6622
    @bapandas6622 2 ปีที่แล้ว +1

    Khub sundor kore tule dhorle dekhe valo laglo. Tobe khabar man khub kharap ,

    • @Vrammoman
      @Vrammoman  2 ปีที่แล้ว +1

      টেস্ট খুব একটা খারাপ ছিল না কিন্তু দাদা। আর মোটামুটি দুই বেলাই নন ভেজ খাওয়ার দিয়েছিল। ডিম কিংবা চিকেন আর একদিন গ্যাংটক এ তো মাছও দিয়েছিল। বাঙালি খাওয়ার পরিবেশন করেছিল সব জায়গায়। আর নর্থে রিমোট লোকেশনে একটু অ্যাডজাস্ট করা ছাড়া উপায় কি বলুন। অনুরোধ রইলো সাবস্ক্রাইব করে পাশে থাকার। আগামী দিনে আরো অনেক ভ্রমণের তথ্য সহ ভিডিও আসতে চলেছে।

  • @ParthoDey-i7b
    @ParthoDey-i7b ปีที่แล้ว +1

    Dada apnara North shikim r gangtok j gechilen tar matha pichu koto kore porechilo ektu bolben plz..r apnr phnmr ta ektu dile valo hoto plz

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      মাথাপিছু 7.5-8.5 হাজার টাকা মতো খরচ হবে। আমি সব খরচ বাবদ (প্রয়োজনীয়) হিসেব টা বললাম। এতে ট্রেনের টিকিট, বাসের টিকিট, নর্থ সিকিমের এক্সট্রা পয়েন্ট গুলো এর বাড়তি টাকা, শেষ দিনের খাওয়া দাওয়া সব টাই ধরা আছে।
      খরচের হিসেব টা অনেকটা এরকম হবে:
      নর্থ সিকিমের প্যাকেজ 4000/- টাকা + 2 দিনের গ্যাংটক এর হোটেল এবং খাওয়া খরচ মিলিয়ে 2 দিনে মাথাপিছু(1000 x 2 দিন)= 2000/- টাকা + জিরো পয়েন্ট, কালা পাত্থর, হট স্প্রিং মিলিয়ে মাথাপিছু এক্সট্রা 800/- টাকা + ট্রেনের ভাড়া যাতায়াত মিলিয়ে মাথাপিছু
      (340 x 2)=680/- টাকা + বাসের ভাড়া যাতায়াত মিলিয়ে মাথাপিছু (190 x 2) = 380/- টাকা + ফেরার সময় টোটো ভাড়া শিলিগুড়ি থেকে এন জে পি স্টেশন অব্দি মাথাপিছু 30/- টাকা + এছাড়াও শেষ দিনের খাওয়া দাওয়া মাথাপিছু 150-200/- টাকা মতো। সব মিলিয়ে রাউন্ড ফিগারে 8100/- টাকা মতোন মাথাপিছু খরচ হয়েছিল পিক সিজনে। এটা অফ সিজনে 7500/- এর মধ্যে আরামে হয়ে যায়। আরো কোনো জিজ্ঞেসা থাকলে নির্দ্বিধায় জানাবেন দাদা। ভালো থাকবেন। ❤️🙏

  • @prityslifestyle92
    @prityslifestyle92 ปีที่แล้ว +1

    ৩০০০ r মধ্যে ভালো কোন জায়গা ঘুরতে যাওয়া যায় একটু জানাবেন par hrd

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      হ্যাঁ। অনায়াসে এই খরচে 2 রাত 3 দিন মিরিক ঘুরে আসতে পারেন। ট্রেন, বাস, হোটেল, খাওয়া, সাইটসিয়িং মিলিয়ে 3000/- টাকার মধ্যে হয়ে যাবে। গত বছর আমরা দুজনে গিয়েছিলাম এবং আমাদের মাথাপিছু 3000/- টাকা করেই লেগেছিল। আমি ভিডিওর লিংক টা দিয়ে দিলাম আপনার সুবিধার্থে। ভিডিওটি তে সব ডিটেল তথ্য দেওয়া রয়েছে। যেমন ধরুন কোলকাতা থেকে ট্রেনের সময়, ভাড়া, শিলিগুড়ি থেকে বাসের সময়, ভাড়া, হোটেলের ফোন নম্বর, ভাড়া, সাইটসিইং এর গাড়ির খরচ, ফোন নম্বর, কোথায় কোথায় ঘোরাবে, ফেরার বাসের সময় ইত্যাদি সব তথ্য।
      th-cam.com/video/fFhfl_OluI4/w-d-xo.html

  • @sumansarkar6986
    @sumansarkar6986 ปีที่แล้ว +1

    Gangtok holtel thekei ki package start.??

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว +1

      হ্যাঁ। দাদা। আমাদের গ্যাংটক অব্দি নিজেদের টাকায় পৌঁছতে হয়েছিল। এরপর থেকেই প্যাকেজ শুরু এবং আবার ফেরার দিন ব্রেক ফাস্ট করে হোটেল চেক আউট করে প্যাকেজ শেষ।

  • @sachkumar4925
    @sachkumar4925 ปีที่แล้ว +1

    Is February is good to go there first week

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      No. Because of heavy snowfall at that time most of the roads might be close so better go there after 2nd week of March

  • @somadey1540
    @somadey1540 ปีที่แล้ว +1

    Bolchi j dada ata jodi 7 din ar tour hoi r sob jaiga ghora hoi, ta holea per head koto khoroch hobea. R akjon adult manus er ja khoroch r akta 8 year's bacchhar o ke ake khoroch. Ami kolkata to North sikim er khoroch. Please jodi bolen valo hoi

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      বাচ্চার কিছুটা কম টাকা লাগে। আপনি এই বিষয়ে বিস্তারিত জানতে সুজয় দার সাথে 8927985901 এই নম্বরে যোগাযোগ করে নিতে পারেন। আমাদের যা খরচ হয়েছিল কোলকাতা থেকে কোলকাতা তার একটি সংক্ষিপ্ত রূপ আমি তুলে ধরলাম। একটা আইডিয়া পেয়ে যাবেন আশা করি। আমি সব খরচ বাবদ (প্রয়োজনীয়) হিসেব টা বললাম। এতে ট্রেনের টিকিট, বাসের টিকিট, নর্থ সিকিমের এক্সট্রা পয়েন্ট গুলো এর বাড়তি টাকা, শেষ দিনের খাওয়া দাওয়া সব টাই ধরা আছে।
      খরচের হিসেব টা অনেকটা এরকম হবে:
      নর্থ সিকিমের প্যাকেজ 4000/- টাকা + 2 দিনের গ্যাংটক এর হোটেল এবং খাওয়া খরচ মিলিয়ে 2 দিনে মাথাপিছু(1000 x 2 দিন)= 2000/- টাকা + জিরো পয়েন্ট, কালা পাত্থর, হট স্প্রিং মিলিয়ে মাথাপিছু এক্সট্রা 800/- টাকা + ট্রেনের ভাড়া যাতায়াত মিলিয়ে মাথাপিছু
      (340 x 2)=680/- টাকা + বাসের ভাড়া যাতায়াত মিলিয়ে মাথাপিছু (190 x 2) = 380/- টাকা + ফেরার সময় টোটো ভাড়া শিলিগুড়ি থেকে এন জে পি স্টেশন অব্দি মাথাপিছু 30/- টাকা + এছাড়াও শেষ দিনের খাওয়া দাওয়া মাথাপিছু 150-200/- টাকা মতো। সব মিলিয়ে রাউন্ড ফিগারে 8100/- টাকা মতোন মাথাপিছু খরচ হয়েছিল পিক সিজনে। এটা অফ সিজনে 7500/- এর মধ্যে আরামে হয়ে যায়। আরো কোনো জিজ্ঞেসা থাকলে নির্দ্বিধায় জানাবেন দাদা। ভালো থাকবেন। ❤️🙏

  • @priyankaadhikary9385
    @priyankaadhikary9385 ปีที่แล้ว +1

    Apni jagaddal kothai thaken

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      Amader bari golghar quater a. Golghar theke arektu egiye kadamtala sekhan theke kichuta egiyei amader bari….arya samaj rastar dharei….

  • @dhanapatiahir7875
    @dhanapatiahir7875 ปีที่แล้ว +2

    dada tomar number ta dao to . amara sikkim jabo but tomake niye jabo .tumi sob kichu dekhecho to tai bolchi tar jonno tumi comition deya hobe per day...ajent hobo ami samner tour a

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว +1

      Amar number dite asubidhe nei. Apni amay 8697049412 ei nombore jogajog korte paren. Tobe apnar proyojon hobe Sujay dar nombor 8927985901. Apni nijei sobai ke guide kore niye jete parben dada. Amar proyojon hobe na. Ami apnake phone kore jabotiyo bishoye sahajyo kore debo chinta nei… nischinte beriye asun dada…. Aar sujoy da to royeiche…. Bangali chele…khub helpful….

    • @dhanapatiahir7875
      @dhanapatiahir7875 ปีที่แล้ว +1

      @@Vrammoman thanks you dada jabar age ami tomake phone korbo

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      নিশ্চই করবেন। ভালো থাকবেন।🙏♥️

  • @MdImran-xj8np
    @MdImran-xj8np ปีที่แล้ว +1

    আমার যাবো ফেব্রুয়ারি মাসে ৬জন আরেকটা 5 বছরের বাচ্চা যাবে আশূ বেদা হবেনা তো, তাই যানতে চাই।

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      কোনো অসুবিধা হবে না। সারা রাস্তা ঘন ঘন জল খাবেন সবাই। সম্ভব হলে থার্মফ্লাস্ক নিয়ে যান।

  • @subratasinha3078
    @subratasinha3078 ปีที่แล้ว +1

    গ্যাংটক থেকে দার্জিলিঙ যাওয়ার বাস আছে কি?

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      বাস তো নেই দাদা তবে শেয়ার গাড়ি আছে। খরচ মাথাপিছু ২৫০-৩৫০ টাকা। সিজন অনুযায়ী দাম টা কিছুটা ওঠা নামা করে। তবে চেষ্টা করবেন সিকিমের নম্বর প্লেটের গাড়িতে চরার সেই ক্ষেত্রে একদম গ্যাংটক পর্যন্ত পৌঁছে যেতে পারবেন। নতুবা 2 কিমি দূরে এক ট্যাক্সি স্ট্যান্ড থেকে আবার মাথাপিছু ৫০/- টাকা গাড়ি ভারা দিয়ে গ্যাংটক পৌঁছতে হবে।

  • @impeccablejourney150
    @impeccablejourney150 ปีที่แล้ว +1

    November month er first week a jaoa ta ki thik hobe ? Oi samay weather kamon thake. Snowfall er karon a rastaghat ki bandho thake sei samay?

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      হ্যাঁ। দাদা। ওইসময় টায় ফ্রেশ স্নো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে চারিদিকে যে অনেক বরফ দেখতে পাবেন এমন টা কিন্তু নয় ওইসময়। তবে রডরেন্ডনের বন গুলোর শোভা দেখে মুগ্ধ হয়ে যাবেন নভেম্বরের শুরুর দিকে গেলে। রাস্তাঘাট বন্ধ থাকবে না সেই সময় চিন্তা নেই। ওয়েদার সবসময়ই হাড় কাপানো ঠান্ডা থাকে কিন্তু দাদা। তাই অবশ্যই প্রয়োজনীয় জিনিস সাথে নিয়ে নেবেন যেমন গ্লাভস, মাফলার, মোটা জ্যাকেট। সাথে একটা ছোটো অক্সিজেন ক্যান রাখা ভালো। দাম 500-700/- টাকা মতো। অনলাইনে কিংবা কাছের মেডিকেল স্টোরে গেলেই পেয়ে যাবেন। তাছাড়া কপ্পূর নিয়ে যাবেন সাথে অনেক। নিশ্বাস নিতে অসুবিধা হলে কপপুড় শুকলে অনেক টা রিলিফ হয়।

  • @jitbala1821
    @jitbala1821 ปีที่แล้ว +1

    Jdi November a jai tahola road clear thakba?

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      হ্যাঁ। দাদা নভেম্বরে রোড ক্লিয়ার থাকার সম্ভাবনাই বেশি এবং ফ্রেশ স্নো ফলও পেতে পারেন ওইসময়।

  • @sudiptadas7846
    @sudiptadas7846 ปีที่แล้ว +1

    KOLKATA to KOLKATA sob ki6u niye per head kato porlo bolben.

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      আমি সব খরচ বাবদ (প্রয়োজনীয়) হিসেব টা বললাম। এতে ট্রেনের টিকিট, বাসের টিকিট, নর্থ সিকিমের এক্সট্রা পয়েন্ট গুলো এর বাড়তি টাকা, শেষ দিনের খাওয়া দাওয়া সব টাই ধরা আছে।
      খরচের হিসেব টা অনেকটা এরকম হবে:
      নর্থ সিকিমের প্যাকেজ 4000/- টাকা + 2 দিনের গ্যাংটক এর হোটেল এবং খাওয়া খরচ মিলিয়ে 2 দিনে মাথাপিছু(1000 x 2 দিন)= 2000/- টাকা + জিরো পয়েন্ট, কালা পাত্থর, হট স্প্রিং মিলিয়ে মাথাপিছু এক্সট্রা 800/- টাকা + ট্রেনের ভাড়া যাতায়াত মিলিয়ে মাথাপিছু
      (340 x 2)=680/- টাকা + বাসের ভাড়া যাতায়াত মিলিয়ে মাথাপিছু (190 x 2) = 380/- টাকা + ফেরার সময় টোটো ভাড়া শিলিগুড়ি থেকে এন জে পি স্টেশন অব্দি মাথাপিছু 30/- টাকা + এছাড়াও শেষ দিনের খাওয়া দাওয়া মাথাপিছু 150-200/- টাকা মতো। সব মিলিয়ে রাউন্ড ফিগারে 8100/- টাকা মতোন মাথাপিছু খরচ হয়েছিল পিক সিজনে। এটা অফ সিজনে 7500/- এর মধ্যে আরামে হয়ে যায়। আরো কোনো জিজ্ঞেসা থাকলে নির্দ্বিধায় জানাবেন দাদা। ভালো থাকবেন। ❤️🙏

  • @jayasaha8712
    @jayasaha8712 2 ปีที่แล้ว +1

    Dada November e gele sob jagay ghurte parbo

    • @Vrammoman
      @Vrammoman  2 ปีที่แล้ว

      হ্যাঁ। আশা তো করা যায়। সাধারণত ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে অধিক তুষারপাত এর জন্য বেশির ভাগ রাস্তা ঘাট বন্ধ হয়ে যায়। তবে দিদি রিসেন্টলি মানে এই সময় অনেক বৃষ্টি পাতের জন্য হটাৎ করেই নর্থ সিকিমের রাস্তাঘাট ধ্বস নামায় তা বন্ধ আছে টুরিস্ট দের জন্য। নভেম্বরে মনে হয় আবার সব নর্মাল হয়ে যাবে। তখন সব জায়গার রাস্তাঘাট খোলাই থাকবে।

  • @amitbhattacharjee2763
    @amitbhattacharjee2763 ปีที่แล้ว +1

    Dada march mase Kolkata to Kolkata songe weast sikim gele par had koto porte para ektu janaben dada khuv valo hoy

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      West sikkim bolte pelling tobe tar sathe south sikkim er namchi ebong ravangla tao add korte paren. Sotti bolte dada ei tour ta ami nije ekhono korini. Ravangla giyechi khali. Tai dada khorocher byapare serokom idea nei. Tobe ami next time gele namchi, ravangla, pelling ek sathe ghure dekhbo. Chesta korbo beshir bhag ta public transport avail korar ebong share jodi possible hoy tahole share garite sightseeing korar.

  • @rajnandinighosh3300
    @rajnandinighosh3300 ปีที่แล้ว +1

    Dadaaa October mnth a North Sikkim gele matha pichu koto taka lgbe?

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      ওই সময় একটু ভিড় হয়। আমি একটা রাফলি খরচের আইডিয়া দিয়ে দিচ্ছি। ধরে রাখুন এরকমই খরচ হতে পারে।
      আমি সব খরচ বাবদ (প্রয়োজনীয়) হিসেব টা বললাম। এতে ট্রেনের টিকিট, বাসের টিকিট, নর্থ সিকিমের এক্সট্রা পয়েন্ট গুলো এর বাড়তি টাকা, শেষ দিনের খাওয়া দাওয়া সব টাই ধরা আছে।
      খরচের হিসেব টা অনেকটা এরকম হবে:
      নর্থ সিকিমের প্যাকেজ 4000/- টাকা + 2 দিনের গ্যাংটক এর হোটেল এবং খাওয়া খরচ মিলিয়ে 2 দিনে মাথাপিছু(1000 x 2 দিন)= 2000/- টাকা + জিরো পয়েন্ট, কালা পাত্থর, হট স্প্রিং মিলিয়ে মাথাপিছু এক্সট্রা 800/- টাকা + ট্রেনের ভাড়া যাতায়াত মিলিয়ে মাথাপিছু
      (340 x 2)=680/- টাকা + বাসের ভাড়া যাতায়াত মিলিয়ে মাথাপিছু (190 x 2) = 380/- টাকা + ফেরার সময় টোটো ভাড়া শিলিগুড়ি থেকে এন জে পি স্টেশন অব্দি মাথাপিছু 30/- টাকা + এছাড়াও শেষ দিনের খাওয়া দাওয়া মাথাপিছু 150-200/- টাকা মতো। সব মিলিয়ে রাউন্ড ফিগারে 8100/- টাকা মতোন মাথাপিছু খরচ হয়েছিল পিক সিজনে। অক্টোবর মাস টাকে পিক সিজনের মধ্যেই ধরা হয়। তবে এটা অফ সিজনে 7500/- এর মধ্যে আরামে হয়ে যায়। আরো কোনো জিজ্ঞেসা থাকলে নির্দ্বিধায় জানাবেন। ভালো থাকবেন। ❤️🙏

    • @rajnandinighosh3300
      @rajnandinighosh3300 ปีที่แล้ว +1

      Thank you dada💫

  • @ParthoDey-i7b
    @ParthoDey-i7b ปีที่แล้ว +1

    December a jawa ta ki thik hobe dada plzz aktu bolun na

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      সাথে ছোট বাচ্চা এবং বয়স্ক মানুষ না থাকলে নিশ্চই যাওয়া যাবে। অসুবিধা নেই।

  • @sankhasuvra4038
    @sankhasuvra4038 2 ปีที่แล้ว +1

    Dada ami sujoy dar sathe kotha bollam. Tour book korchi onar madhomee. Genuine hbe to dada?

    • @Vrammoman
      @Vrammoman  2 ปีที่แล้ว

      আমাদের এই ঘোরা টা তিনিই সম্পূর্ণ অ্যারেঞ্জ করে দিয়েছিলেন। বাঙালি ছেলে শিলিগুড়ি তে বাড়ি। ওইখানে হোটেল লিজ নিয়ে ব্যবসা করছে। দাদার ব্যবহার খুবই ভালো লেগেছিলো আমাদের সবার। আশা করি আপনাদের ট্যুরও খুব সুন্দর ভাবেই সম্পূর্ন হবে।

  • @dwipgarai9133
    @dwipgarai9133 ปีที่แล้ว +2

    আমার কাছে ভোটার কার্ড টা নাই হারিয়ে গিয়েছে আমি যদি গ্যাংটক ও সিকিম যায় তাহলে কি আমার ডকুমেন্ট হিসাবে ড্রাইভিং লাইসেন্সের xroex ও অরিজিনাল টা use korte parbo?

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      হ্যাঁ। দাদা। ড্রাইভিং লাইসেন্স আইডি প্রুফ হিসেবে চলবে। তাও আপনি বুকিং এর সময় আরেক বার এই বিষয় টা রিকনফার্ম করে নেবেন।

    • @dwipgarai9133
      @dwipgarai9133 ปีที่แล้ว +1

      @@Vrammoman Thanks.

    • @dwipgarai9133
      @dwipgarai9133 ปีที่แล้ว +2

      @@Vrammoman Tomar sikim series vedeo ta deke6i onek helpful jara jabe tader Jonno 🙂

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว +1

      অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে দাদা। কোনো রকম জিজ্ঞেসা থাকলে আপনি এইখানে নির্দ্বিধায় জিজ্ঞেসা করতে পারেন। রিপ্লাই আপনি পাবেনই। ভালো থাকবেন।♥️🙏

    • @dwipgarai9133
      @dwipgarai9133 ปีที่แล้ว +1

      @@Vrammoman Ar extra ki ki documents lagbe tour a?

  • @skgaming-om9ct
    @skgaming-om9ct ปีที่แล้ว +1

    Dada February month a 18 - 20 tarikhe gele 0 point ar kala pathar ghurte parbo??

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      রাস্তা ক্লিয়ার ওইসময় নাও হতে পারে। সব চাইতে ভালো সময় মার্চের শেষ সপ্তাহ। তখন সব জায়গায় পৌঁছনোর রাস্তাও ক্লিয়ার হয়ে যায় এবং খরচও কম হয় প্যাকেজের।

  • @rajeshchakraborty1458
    @rajeshchakraborty1458 ปีที่แล้ว +1

    4000 hochche ki kore, Gangtok to ganktok per person package cost to 6000 likhecho tumi

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      দাদা ভিডিওর থাম্ব নেইল এবং টাইটেল দুই জায়গাতেই লিখেছি আমি কেবল মাত্র নর্থ সিকিমের 2 রাত 3 দিনের প্যাকেজ 4000/- টাকা। এতে গ্যাংটকে দুই দিন থাকা এবং খাওয়ার খরচ অন্তর্ভুক্ত নয়। গ্যাংটকে দুই দিন থাকা এবং খাওয়ার খরচ জনপ্রতি আরো 2000/- টাকা বেড়ে যায় দুই দিনে দাদা।

  • @bandanapal6767
    @bandanapal6767 ปีที่แล้ว +1

    গুরুদম্বা লেকে কি বাচ্চাদের যেতে দেওয়া হয় না?

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      যেতে দেয় দিদি কোনো অসুবিধা নেই। তবে খুব ছোট বাচ্চা মানে ১ বছরের কম হলে না নিয়ে যাওয়াই ভালো। আর বারে বারে গরম জল খাওয়াবেন এবং নিজেও খাবেন। জলের ঘাটতি থেকে অক্সিজেনের অভাব হয় এবং শ্বাসকষ্ট অব্দি হতে পারে। তবে ঘন ঘন জল খেলে কিছু হবে না। থার্মফ্লাস্ক থাকলে এই ট্যুর টায় সাথে নিয়ে যান।

  • @complexraja198
    @complexraja198 ปีที่แล้ว +1

    Total apnader per head koto khorcha hoyechilo seta ektu janalr valo hoy including all

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      মাথাপিছু 7.5-8.5 হাজার টাকা খরচ হবে। আমি সব খরচ বাবদ (প্রয়োজনীয়) হিসেব টা বললাম। এতে ট্রেনের টিকিট, বাসের টিকিট, নর্থ সিকিমের এক্সট্রা পয়েন্ট গুলো এর বাড়তি টাকা, শেষ দিনের খাওয়া দাওয়া সব টাই ধরা আছে।
      খরচের হিসেব টা অনেকটা এরকম হবে:
      নর্থ সিকিমের প্যাকেজ 4000/- টাকা + 2 দিনের গ্যাংটক এর হোটেল এবং খাওয়া খরচ মিলিয়ে 2 দিনে মাথাপিছু(1000 x 2 দিন)= 2000/- টাকা + জিরো পয়েন্ট, কালা পাত্থর, হট স্প্রিং মিলিয়ে মাথাপিছু এক্সট্রা 800/- টাকা + ট্রেনের ভাড়া যাতায়াত মিলিয়ে মাথাপিছু
      (340 x 2)=680/- টাকা + বাসের ভাড়া যাতায়াত মিলিয়ে মাথাপিছু (190 x 2) = 380/- টাকা + ফেরার সময় টোটো ভাড়া শিলিগুড়ি থেকে এন জে পি স্টেশন অব্দি মাথাপিছু 30/- টাকা + এছাড়াও শেষ দিনের খাওয়া দাওয়া মাথাপিছু 150-200/- টাকা মতো। সব মিলিয়ে রাউন্ড ফিগারে 8100/- টাকা মতোন মাথাপিছু খরচ হয়েছিল পিক সিজনে। এটা অফ সিজনে 7500/- এর মধ্যে আরামে হয়ে যায়। আরো কোনো জিজ্ঞেসা থাকলে নির্দ্বিধায় জানাবেন দাদা। ভালো থাকবেন। ❤️🙏

  • @loverupom
    @loverupom ปีที่แล้ว +1

    Kala patthar. Sight seen koto? Amra Darjeeling achi

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      কেবল মাত্র কালা পাত্থর এই ভাবে তো হয় না দাদা। আপনাদের একদিন লাচেনে থেকে গুরুদংমার লেক এবং কালা পাত্থর ঘুরে দেখতে হবে সেই ক্ষেত্রে। একটা ১ রাত ২ দিনের উত্তর সিকিম ট্যুর প্যাকেজ বুক করতে হবে আপনাদের। এরজন্য খরচ থাকা, খাওয়া, সাইটসিয়িং মিলিয়ে শেয়ারে ২৫০০/- টাকা এবং কালা পাত্থর এক্সট্রা পয়েন্ট হিসেবে অতিরিক্ত ৪০০/- টাকা মতো লাগতে পারে। মোট ২৯০০-৩০০০/- টাকা মাথাপিছু খরচ হবে দাদা।

  • @tumpasdiary
    @tumpasdiary ปีที่แล้ว +1

    O vai tumi oi north Sikkim er tour manager Sujay da k okhane jaoar age Mane koto taka die book korechile ektu bolbe tahole khub valo hoy

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      10% টাকা টোটাল খরচের দিয়ে বুক করেছিলাম। তারপর ঐখানে পৌঁছে আরো 50% টাকা দিয়ে দিই এবং নর্থ সিকিম থেকে ঘুরে এসে শেষ দিন বাকি 40% টাকা দিয়েছিলাম দি।

  • @12345678944567
    @12345678944567 2 ปีที่แล้ว +1

    Eto late e keno berolen...sobai 4am to 5am e beroi...apnara 6.45 am e keno brrolen..

    • @Vrammoman
      @Vrammoman  2 ปีที่แล้ว

      কি বলবো দাদা। প্রথমত সাথে মা, পিসি, কাকা, কাকিমারা ছিল বুঝতেই পারছেন। দ্বিতীয়ত আগের দিন সারা রাত কারেন্ট ছিল না লাচেনে ফলে গিসার চালাতে পারিনি। দুর্ভাগ্য এত টাই যে সকালেও কারেন্ট এলো না। শেষে হোটেল কর্তিপক্ষ থেকে কিছুটা গরম জল দিয়ে গেলো। তার মধ্যে গ্রুপের একজন খুবই অসুস্থ হয়ে পড়েছিল আগের দিন গাড়ির জার্নি এর জন্য। তাই সে যাবে কি যাবেনা ঠিক করে উঠতে পারছিলো না। অবশেষে অনেক লেট করে সে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এইসব বিভিন্ন কারণে দাদা আমাদের বেরোতে একটু লেট হয়ে গিয়েছিল।

  • @diptanshubiswas1115
    @diptanshubiswas1115 ปีที่แล้ว +1

    Apnar video ta khub shundor laglo dekhe. Amar ekta proshno hocche je lachung ar yumthang baad diye only gurudongmar part ta kore abar gangtok e phire asa jai? Erom package ki ache? Karon amader yumthang already ghora kintu ami tokhn choto chilam bole gurudongmar e jaoa hoini amader.

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว +1

      হ্যাঁ। দাদা। সেরকম প্যকেজও রয়েছে। খরচ আরো কম হয়। সম্ভবত 2000-2500/- টাকার মধ্যে হয়ে প্যাকেজের দাম থাকে। সেইটা 1 রাত 2 দিনের প্যাকেজ হয় দাদা। আপনি গুপ্তা জির সাথে যোগাযোগ করে নিতে পারেন। তার নম্বর 9832033236.

    • @diptanshubiswas1115
      @diptanshubiswas1115 ปีที่แล้ว +1

      Onek dhonyobaad apnake.

  • @subratapramanik7608
    @subratapramanik7608 ปีที่แล้ว +1

    Dada ami vabchi may month north sikim jabo 4 person to dada koto taka porbe ektu idia dete parbe

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      আমি একদম কোলকাতা থেকে কোলকাতা পর্যন্ত সমস্ত প্রয়োজনীয় হিসেব ধরে বলছি মাথাপিছু 7.5-8 হাজার টাকা মতো খরচ হবে। আমি সব খরচ বাবদ (প্রয়োজনীয়) হিসেব টা বললাম। এতে ট্রেনের টিকিট, বাসের টিকিট, নর্থ সিকিমের এক্সট্রা পয়েন্ট গুলো এর বাড়তি টাকা, শেষ দিনের খাওয়া দাওয়া সব টাই ধরা আছে।
      খরচের হিসেব টা অনেকটা এরকম হবে:
      নর্থ সিকিমের প্যাকেজ 4000/- টাকা + 2 দিনের গ্যাংটক এর হোটেল এবং খাওয়া খরচ মিলিয়ে 2 দিনে মাথাপিছু(1000 x 2 দিন)= 2000/- টাকা + জিরো পয়েন্ট, কালা পাত্থর, হট স্প্রিং মিলিয়ে মাথাপিছু এক্সট্রা 800/- টাকা + ট্রেনের ভাড়া যাতায়াত মিলিয়ে মাথাপিছু
      (340 x 2)=680/- টাকা + বাসের ভাড়া যাতায়াত মিলিয়ে মাথাপিছু (190 x 2) = 380/- টাকা + ফেরার সময় টোটো ভাড়া শিলিগুড়ি থেকে এন জে পি স্টেশন অব্দি মাথাপিছু 30/- টাকা + এছাড়াও শেষ দিনের খাওয়া দাওয়া মাথাপিছু 150-200/- টাকা মতো। সব মিলিয়ে রাউন্ড ফিগারে 8100/- টাকা মতোন মাথাপিছু খরচ হয়েছিল পিক সিজনে। এটা অফ সিজনে 7500/- এর মধ্যে আরামে হয়ে যায়। আরো কোনো জিজ্ঞেসা থাকলে নির্দ্বিধায় জানাবেন দাদা। ভালো থাকবেন। ❤️🙏

  • @suraj1990able
    @suraj1990able ปีที่แล้ว +1

    Bolchi amar baba er boyosh 65+....onake nie north Sikkim jete chai.onar ki permission pete osubidha hbe??

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      কোনো অসুবিধা হবে না দাদা পারমিশন পেতে। আমাদের গ্রুপেই এর চাইতে বেশি বয়স্ক মানুষ ছিল। তবে পারলে একটা পোর্টেবল অক্সিজেন ক্যান কিনে রাখবেন। বেশি দাম নয় ৫০০-৭০০/- টাকার মধ্যেই। অনলাইনে কিংবা কাছের কোনো মেডিকেল স্টোরে পেয়ে যাবেন।

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      আমার এক বন্ধুর বাবা ছিলেন যার বয়স ৭০ ছিল।

  • @salmanshakib1977
    @salmanshakib1977 ปีที่แล้ว +1

    এই বছর কি মে মাসের শেষের দিকে এমন বরফ পাবো ..!?

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      মোটামুটি জুন মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত বরফ থাকে দাদা এবং স্নো ফল পর্যন্ত পাওয়া যাবে। এখনও অব্দি ভরপুর বরফ রয়েছে গোটা উত্তর সিকিমের বিভিন্ন জায়গা জুড়ে। নিশ্চিন্তে যান ঘুরে আসুন।

  • @itsprth9736
    @itsprth9736 2 ปีที่แล้ว +1

    Gangtok jawar por pakage ta kivbe nbo

    • @Vrammoman
      @Vrammoman  2 ปีที่แล้ว

      Gangtok pouche apni amader je sobta arrange kore diyechilen sei sujay dar sathe kotha bole nite paren. Phone number ami video te diye rekhechi

  • @sahilkingcreation2189
    @sahilkingcreation2189 ปีที่แล้ว +1

    Dada Siliguri theke North Sikkim package koto porbe ?

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      শিলিগুড়ি থেকে না করাই ভালো। খরচ অনেক বেশি পড়ে। কারণ সেইক্ষেত্রে ওরা শিলিগুড়ি থেকে গ্যাংটক পৌঁছনোর গাড়িতে খরচ ধরে নেয়। তার চেয়ে SNT এর এসি বাসে গ্যাংটক পৌঁছে যান এবং তারপর থেকে প্যাকেজ নিন। অনেকটা সাশ্রয় হবে। তাছাড়া আপনি এই বিষয়ে বিশদে জানতে সুজয় দা যার সাথে আমরা গিয়েছিলাম তাকে ৮৯২৭৯ ৮৫৯০১ এই নম্বরে যোগাযোগ করে ডিটেলে জেনে নিতে পারেন।

  • @ushabiswas766
    @ushabiswas766 ปีที่แล้ว +1

    Amra feb 24 jabo .Ticket kata hoye geche .oi somoy ta te ki ice dekhte pabo r ektu jodi bolo valo hoy .ami tomar puro video ta dekheche

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      February te kintu Gurudongmar Lake jete parben na didi. Rasta bondho thakbe oi somoy. Lachen er thangu valley porjonto jete parben ebong chumthang dam dekhte paben. Lachung eo beshi dur jete parben na. Tobe ha oi somoy lachen ebong lachung ei prochur borof paben emon ki snowfall dekhar sujogo hote pare. Oi somoy ek kaj korte paren poschim ebong dokkhin sikkim er pelling, ravangla, namchi eigulo ghure aste paren. Uttor sikkim ta na hoy pore marcher sesh saptahe kimba april mase giye pore ghure aste paren. Karon ektai prodhan dorshonio sthan gulo tei pouchate parben na February te giye.

  • @samiranghosh5981
    @samiranghosh5981 2 ปีที่แล้ว +1

    Subscribe korlam sourav. Darun hoyeche blog ta.

    • @Vrammoman
      @Vrammoman  2 ปีที่แล้ว

      থ্যাংক ইউ ভাই। দেখেছিস জেনে ভালো লাগলো। ভালো থাকিস।❤️

  • @o.t.g8343
    @o.t.g8343 ปีที่แล้ว +1

    দাদা বাংলাদেশীদের জন্য এগুলো এলাউ কিনা?

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      কিছুটা পর্যন্ত এলাও আছে। কালা পাত্থর এবং জিরো পয়েন্ট সম্ভবত পারমিট দেয় না যাওয়ার ওপার বাংলার মানুষ দের।

  • @joydipghosal5
    @joydipghosal5 2 ปีที่แล้ว +1

    6th 7th October e zero point ba kalapathar kon jaygay borof pete pari? Kichu idea dite parben?

    • @Vrammoman
      @Vrammoman  2 ปีที่แล้ว

      দাদা ওইসময় বরফ পাওয়ার সম্ভাবনা খুবই কম। কালা পাত্থর এবং জিরো পয়েন্ট হয়তো দুটোর একটাতেও ওইসময় বরফ দেখতে পাবেন না। তবে জিরো পয়েন্ট যাওয়ার পথে রডরেন্ডনের অপূর্ব শোভা দেখতে পাবেন।

    • @mithurahman8551
      @mithurahman8551 ปีที่แล้ว +1

      কোন সময় পারমিশন বন্ধ থাকে???

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว +1

      পারমিশন তো সেইভাবে বন্ধ থাকে না তবে রাস্তা বন্ধ থাকে গুরুদংমার লেক এবং জিরো পয়েন্ট যাওয়ার শীত কালে অধিক তুষারপাত হয়ে রাস্তা বন্ধ থাকার কারণে। তাও ধরে চলুন ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করে মার্চের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত অধিক তুষার পাতের কারণে বিভিন্ন টুরিস্ট স্পট গুলোর রাস্তা বন্ধ হয়ে যায়।

  • @galaxyminecraft2314
    @galaxyminecraft2314 ปีที่แล้ว +2

    দাদা Gangtok to gangtok যে tourism এ আপনারা গিয়েছিলেন তার details টা দিলে খুব উপকার হয়।

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว +1

      গ্যাংটক টু গ্যাংটক আমরা নর্থ সিকিমের 2 রাত 3 দিনের প্যাকেজ নিয়েছিলাম। এই প্যাকেজের মধ্যেই খাওয়া দাওয়া, ঘোরা, লাচেন এবং লাচুঙে থাকা, যাতায়াত সব টাই অন্তর্ভুক্ত ছিল। প্যাকেজের খরচ আমাদের লেগেছিল 4000/- টাকা মাথাপিছু। তবে সিজন অনুযায়ী এই প্যাকেজ 3000-4000/- টাকার মধ্যে দর ওঠা নামা করে। আমরা হোটেল তিস্তা রঙ্গীতের ম্যানেজার সুজয় দার সাথে পরামর্শ করে তার মাধ্যমেই বুক করেছিলাম। তবে গ্যাংটক এম জি মার্গ অথবা ম্যালের উপর অনেক ট্রাভেল এজেন্সির অফিস রয়েছে তাদের মাধ্যমেও এই ট্যুর প্যাকেজটি বুক করা যায়। আর ডিটেল তথ্য তো ভিডিও তে দিয়েই রেখেছি। যেমন যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস যা পারমিশনের জন্য লাগে, সুজয় দার ফোন নম্বর, কোথায় কটা রুম দিয়েছিল, কি খাইয়েছিল, কোথায় ঘুরিয়েছিল ইত্যাদি। আরো কিছু জিজ্ঞেসা থাকলে নির্দ্বিধায় জানাবেন। ভালো থাকবেন।

  • @prasenjitkhara5702
    @prasenjitkhara5702 ปีที่แล้ว +1

    bolchi dada March a 15 tarikh gele ki full season?njp theke na siliguri theke Gangtok pouchano up & down a subidha hobe?dada bolchi jodi Gangtok a sudhu hotel ni & khaoa-daoata nijere baire kore ni tahole ki hotel booking paoa jai?

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      মার্চের 15 তারিখ অফ সিজন। সেই সময় সব কিছুর দাম কমই থাকবে। প্যাকেজ কস্টও মাথাপিছু 3000-3500 টাকা হবে সেই সময়। এন জে পি দিয়ে গেলেও আপনাকে শিলিগুড়ি হয়েই গ্যাংটক যেতে হবে। তাই শিলিগুড়ি অব্দি ট্রেনে পৌঁছে যাওয়া সবসময় সুবিধার। হ্যাঁ। নিশ্চই আপনারা চাইলে খালি হোটেল বুক করে বাইরে রেস্তোরা খুঁজে গ্যাংটকে খাওয়া দাওয়া নিশ্চই করতে পারেন। আসলে আমাদের সাথে মা, পিসি, কাকু, কাকিমা অর্থাৎ বয়স্ক মানুষ(৬০ ঊর্ধ্ব) রা ছিলেন তো তাই বারবার খাওয়ার জন্য বাইরে রেস্তোরা খুঁজতে আপ হিল চরা আবার ফিরে আসা সম্ভব ছিল না।

  • @mobashwarhossain3891
    @mobashwarhossain3891 ปีที่แล้ว +1

    Dada amra jabar jonno chinta vabna korchi but apner aktu help lagba

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      নিশ্চই। নির্দ্বিধায় কমেন্টে জানাবেন যেকোনো রকম তথ্যের প্রয়োজনে।

  • @ajantakarmakar6206
    @ajantakarmakar6206 ปีที่แล้ว +1

    Bus stand theke tickets katle ki nijeder chahida moro sit paoa jai?

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      হ্যাঁ। নিশ্চই। যদি এভেলেবেল থাকে তবে পাওয়া যায়।

  • @achintapal9584
    @achintapal9584 ปีที่แล้ว +1

    2023 package koto porbe . Gangtok to Gangtok North Sikkim

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      Dada ekhono obdi joto dur jani 4000/- takai lagche.

  • @binagarai6576
    @binagarai6576 ปีที่แล้ว +1

    Dada 2 jon jabo April/may te ektu guide koren kivabe ki korbo? Please 🙏🙏🙏

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      আপনি আমরা যার সাথে গিয়েছিলাম সেই সুজয় দার সাথে যোগাযোগ করে ট্যুর প্ল্যান বানাতে পারেন কিংবা গুপ্তা জির সাথে যোগাযোগ করেও দেখতে পারেন। আসলে সুজয় দা আমাদের গুপ্তা জির থ্রু তেই পাঠিয়েছিল। গুপ্তা জির নম্বর ৯৮৩২০ ৩৩২৩৬. তবে অসুবিধা একটাই গুপ্তা জি বাংলা ভাষায় তেমন সাবলীল নয়। বাকি আমাদের মতোই অর্থাৎ আমাদের ট্যুর টাই ফলো করুন অর্থাৎ যেইদিন পৌঁছচ্ছেন সেইদিন গ্যাংটক স্টে। পর দিন নর্থ সিকিমের উদ্দেশে রওনা এবং রাতে লাচেন স্টে। পরদিন সারাদিন ঘুরে রাতে লাচুং স্টে। তারপর দিন সারাদিন ঘুরে রাতে গ্যাংটক ফেরত এবং পরদিন সকালে কোলকাতার উদ্দেশে রওনা। খুব সিম্পল। চাইলে আরো একদিন গ্যাংটকে এক্সট্রা থেকে গ্যাংটক লোকাল সাইটসিইং করতে পারেন। তবে আমাদের যেহেতু গ্যাংটক আগে ভালো মতন ঘোরা ছিল তাই আমরা পরদিনই ব্যাক করে গিয়েছিলাম।

    • @binagarai6576
      @binagarai6576 ปีที่แล้ว +1

      @@Vrammoman হিন্দি টা পারি,অনেক ধন্যবাদ দাদা ❤️

  • @DailyEntertainment-pw9xu
    @DailyEntertainment-pw9xu ปีที่แล้ว +1

    Apnader per head koto khocha hoyeche

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      আমাদের গত বছর মে মাসে কোলকাতা থেকে উত্তর সিকিম ঘুরে আবার কোলকাতায় ফিরে আসায় যা খরচ হয়েছিল:
      আমি সব খরচ বাবদ (প্রয়োজনীয়) হিসেব টা বললাম। এতে ট্রেনের টিকিট, বাসের টিকিট, নর্থ সিকিমের এক্সট্রা পয়েন্ট গুলো এর বাড়তি টাকা, শেষ দিনের খাওয়া দাওয়া সব টাই ধরা আছে।
      খরচের হিসেব টা অনেকটা এরকম হবে:
      নর্থ সিকিমের প্যাকেজ 4000/- টাকা + 2 দিনের গ্যাংটক এর হোটেল এবং খাওয়া খরচ মিলিয়ে 2 দিনে মাথাপিছু(1000 x 2 দিন)= 2000/- টাকা + জিরো পয়েন্ট, কালা পাত্থর, হট স্প্রিং মিলিয়ে মাথাপিছু এক্সট্রা 800/- টাকা + ট্রেনের ভাড়া যাতায়াত মিলিয়ে মাথাপিছু
      (340 x 2)=680/- টাকা + বাসের ভাড়া যাতায়াত মিলিয়ে মাথাপিছু (190 x 2) = 380/- টাকা + ফেরার সময় টোটো ভাড়া শিলিগুড়ি থেকে এন জে পি স্টেশন অব্দি মাথাপিছু 30/- টাকা + এছাড়াও শেষ দিনের খাওয়া দাওয়া মাথাপিছু 150-200/- টাকা মতো। সব মিলিয়ে রাউন্ড ফিগারে 8100/- টাকা মতোন মাথাপিছু খরচ হয়েছিল পিক সিজনে। এটা অফ সিজনে 7500/- এর মধ্যে আরামে হয়ে যায়।
      আরো কোনো জিজ্ঞেসা থাকলে নির্দ্বিধায় জানাবেন। ভালো থাকবেন। ❤️🙏

  • @farzanashamim9994
    @farzanashamim9994 2 ปีที่แล้ว +1

    Tumi khub cute and shy ,,❤️

    • @Vrammoman
      @Vrammoman  2 ปีที่แล้ว +1

      ধন্যবাদ।🙏 অনুরোধ রইলো সাবস্ক্রাইব করে পাশে থাকার। কোনো তথ্য প্রয়োজন হলে ভ্রমণ সংক্রান্ত কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, ঘুরতে থাকবেন।❤️

  • @sanjibghosh2296
    @sanjibghosh2296 ปีที่แล้ว +1

    Dada north sikim er package er contact number ta din

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      সুজয় দা: 89279 85901

  • @arjunbardhan967
    @arjunbardhan967 ปีที่แล้ว +1

    ডিসেম্বর মাসে কি গেলে সব জায়গাতেই ঘোরা যাবে, আর তখন খরচ কেমন, আমরা সাত জন যাবো

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว +1

      এই বছর তো সব জায়গাতেই যাওয়া যাচ্ছিল ডিসেম্বর মাসেও। তবে যদি অনেক বেশি তুষারপাত হয় তবে রাস্তা বন্ধ হয়ে যায় তাই আগের থেকে কিছু বলা যায় না দাদা। খরচের হিসেব টা আমি নিচে দিয়ে দিলাম। একটা আইডিয়া পেয়ে যাবেন সেটা দেখে আশা করি।
      আমি সব খরচ বাবদ (প্রয়োজনীয়) হিসেব টা বললাম। এতে ট্রেনের টিকিট, বাসের টিকিট, নর্থ সিকিমের এক্সট্রা পয়েন্ট গুলো এর বাড়তি টাকা, শেষ দিনের খাওয়া দাওয়া সব টাই ধরা আছে।
      খরচের হিসেব টা অনেকটা এরকম হবে:
      নর্থ সিকিমের প্যাকেজ 4000/- টাকা + 2 দিনের গ্যাংটক এর হোটেল এবং খাওয়া খরচ মিলিয়ে 2 দিনে মাথাপিছু(1000 x 2 দিন)= 2000/- টাকা + জিরো পয়েন্ট, কালা পাত্থর, হট স্প্রিং মিলিয়ে মাথাপিছু এক্সট্রা 800/- টাকা + ট্রেনের ভাড়া যাতায়াত মিলিয়ে মাথাপিছু
      (340 x 2)=680/- টাকা + বাসের ভাড়া যাতায়াত মিলিয়ে মাথাপিছু (190 x 2) = 380/- টাকা + ফেরার সময় টোটো ভাড়া শিলিগুড়ি থেকে এন জে পি স্টেশন অব্দি মাথাপিছু 30/- টাকা + এছাড়াও শেষ দিনের খাওয়া দাওয়া মাথাপিছু 150-200/- টাকা মতো। সব মিলিয়ে রাউন্ড ফিগারে 8100/- টাকা মতোন মাথাপিছু খরচ হয়েছিল পিক সিজনে। এটা অফ সিজনে 7500/- এর মধ্যে আরামে হয়ে যায়। আরো কোনো জিজ্ঞেসা থাকলে নির্দ্বিধায় জানাবেন দাদা। ভালো থাকবেন। ❤️🙏

    • @arjunbardhan967
      @arjunbardhan967 ปีที่แล้ว +1

      অফ সিজন কোন মাস

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว +1

      এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করে জুন মাসের দ্বিতীয় সপ্তাহ এবং অক্টোবর মাস থেকে শুরু করে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ সিজন হিসেবে গণ্য হয় বাকিটা অফ সিজন ধরে চলা যেতে পারে।

    • @arjunbardhan967
      @arjunbardhan967 ปีที่แล้ว +1

      অসংখ্য ধন্যবাদ দাদা

  • @bishalroy7918
    @bishalroy7918 ปีที่แล้ว +1

    Ki ki document lagbe ar Total Package price pls tell me

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      চার কপি পাসপোর্ট সাইজ ফটো এবং সাথে ভোটার কার্ডের ফটো কপি চার টে। বলে রাখি সিকিমে আঁধার কার্ড কে অ্যাড্রেস প্রুফ হিসেবে মান্যতা দেওয়া হয় না। তাই আঁধার কার্ড বাদে অন্য কোনো ডকুমেন্টস দিতে হয়। আমরা ভোটার কার্ড দেখিয়েছিলাম। এছাড়াও ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট আর মাইনর হলে বার্থ সার্টিফিকেট, রেশন কার্ড ইত্যাদি ডকুমেন্ট চলতে পারে। আমাদের গত বছর মে মাসে উত্তর সিকিমের প্যাকেজের জন্য লেগেছিল পার হেড চার হাজার টাকা। দুই রাত তিন দিনের প্যাকেজ ছিল। তার মধ্যে খাওয়া দাওয়া, থাকার হোটেল, সাইটসিইং সব টাই অন্তর্ভুক্ত ছিল।

  • @ffgamer2.0-l5r
    @ffgamer2.0-l5r ปีที่แล้ว +1

    আমরা 4 জন যাবো গ্যাংটক আমাদের 1 জোনের মাথা পিছু কত টাকা করে বাজেট পড়তে পারে দাদা জানা লে ভালো হয়

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว +1

      মাথাপিছু 7.5-8.5 হাজার টাকা মতো খরচ হবে। আমি সব খরচ বাবদ (প্রয়োজনীয়) হিসেব টা বললাম। এতে ট্রেনের টিকিট, বাসের টিকিট, নর্থ সিকিমের এক্সট্রা পয়েন্ট গুলো এর বাড়তি টাকা, শেষ দিনের খাওয়া দাওয়া সব টাই ধরা আছে।
      খরচের হিসেব টা অনেকটা এরকম হবে:
      নর্থ সিকিমের প্যাকেজ 4000/- টাকা + 2 দিনের গ্যাংটক এর হোটেল এবং খাওয়া খরচ মিলিয়ে 2 দিনে মাথাপিছু(1000 x 2 দিন)= 2000/- টাকা + জিরো পয়েন্ট, কালা পাত্থর, হট স্প্রিং মিলিয়ে মাথাপিছু এক্সট্রা 800/- টাকা + ট্রেনের ভাড়া যাতায়াত মিলিয়ে মাথাপিছু
      (340 x 2)=680/- টাকা + বাসের ভাড়া যাতায়াত মিলিয়ে মাথাপিছু (190 x 2) = 380/- টাকা + ফেরার সময় টোটো ভাড়া শিলিগুড়ি থেকে এন জে পি স্টেশন অব্দি মাথাপিছু 30/- টাকা + এছাড়াও শেষ দিনের খাওয়া দাওয়া মাথাপিছু 150-200/- টাকা মতো। সব মিলিয়ে রাউন্ড ফিগারে 8100/- টাকা মতোন মাথাপিছু খরচ হয়েছিল পিক সিজনে। এটা অফ সিজনে 7500/- এর মধ্যে আরামে হয়ে যায়। আরো কোনো জিজ্ঞেসা থাকলে নির্দ্বিধায় জানাবেন দাদা। ভালো থাকবেন। ❤️🙏

    • @ffgamer2.0-l5r
      @ffgamer2.0-l5r ปีที่แล้ว +1

      @@Vrammoman ধন্যবাদ দাদা শুভ রাত্রি

  • @chiraghazra2208
    @chiraghazra2208 ปีที่แล้ว +1

    Package kotha die book krbo ? R lachung lachen nie blcho?

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      হ্যাঁ। লাচেন, লাচুং এবং সব সাইটসিইং থাকা খাওয়া সমেত 2 রাত 3 দিন 4000/- টাকা আমাদের লেগেছিল গত বছর মে মাসে। আমরা যার সাথে গিয়েছিলাম সেই সুজয় দার সাথে যোগাযোগ করতে পারেন। তার সাথেই ফোন এবং হোয়াটস অ্যাপে কথা বার্তা বলে আমরা 10% মতো অ্যাডভান্স করে প্যাকেজ বুক করেছিলাম।

  • @deep_in_heart
    @deep_in_heart ปีที่แล้ว +1

    Feb masa gala ki kono osubidha hoba

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      আসলে ওই সময় রাস্তা বন্ধ থাকবে গুরুদংমার লেক, কালা পাত্থর, জিরো পয়েন্ট ইত্যাদি বিভিন্ন জায়গায় পৌঁছনোর। তাই সম্ভব হলে আরো কিছুদিন অপেক্ষা করে তবে যান। সম্পূর্ন টা ঘুরে আসতে পারবেন কোনো বাধা ছাড়াই। মার্চ মাসের শেষ সপ্তাহের দিক থেকে সব জায়গায় যাওয়ার রাস্তা ক্লিয়ার হয়ে যায়। ফেব্রুয়ারি মাসে যেতে চাইলে ওয়েস্ট সিকিমের পেলিং, রাভাংলা ও নামচি ঘুরে আসুন।

  • @SAPTARSHISARKAR-u8x
    @SAPTARSHISARKAR-u8x ปีที่แล้ว +1

    dada id card ki ki legeche???

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      ভোটার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এইগুলো চলবে। তবে আঁধার কার্ড এবং প্যান কার্ড চলবে না।

  • @subratasinha3078
    @subratasinha3078 ปีที่แล้ว +1

    December 22 নাগাদ এই প্যাকেজ কত হবে?আমরা 7জন আছি।

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      দাদা ওই সময় তো প্যাকেজের দাম অনেক টাই কম থাকবে। তখন এই একই প্যাকেজের দাম ৩০০০/- টাকা পড়বে মাথাপিছু। তবে দাদা সেই সময় না যাওয়ার পরামর্শ দেব। কারণ ওইসময় অধিক তুষার পাতের কারণে রাস্তা বন্ধ থাকায় আপনি নর্থ সিকিমের গুরুদংমার লেক, জিরো পয়েন্ট, কালা পাত্থর, ইয়ামথাং ভ্যালি প্রায় কোনো জায়গাতেই পৌঁছতে পারবেন না। তাই মার্চের শেষ সপ্তাহ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে চেষ্টা করুন নর্থ সিকিম ভ্রমণে যাওয়ার। সেই সময় প্যাকেজের দামও কম থাকে এবং সব যায়গায় পৌঁছনোও যায়।

  • @haimasreeroy
    @haimasreeroy ปีที่แล้ว +1

    Kothae Kothae Internet connection paoa jae, ar kon sim Kaj kore

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      অনেক এক ঘেঁয়ে প্রশ্নের মধ্যে অনেকদিন পর একটি ইউনিক এবং দামী প্রশ্ন দেখে ভালো লাগলো। প্রথমেই বলে রাখি আমাদের গ্রুপে এয়ারটেল, ভোডাফোন এবং জিও তিন রকমের সিমকার্ড ব্যবহারকারী মানুষই ছিল। গ্যাংটকে তো কোনো অসুবিধা নেই সেইখানে সব সিমের নেটওয়ার্ক এবং ইন্টারনেট দুইই ছিল। লাচেনে এয়ারটেল এর নেটওয়ার্ক এবং ইন্টারনেট দুটোই চলছিল। ভোডাফোন ফোনের কেবল মাত্র নেটওয়ার্ক ছিল তাও বেশ উইক। জিও সিমের নেটওয়ার্ক ছিল তবে নেট চলছিল না। এরপর সাইটসিয়িং এ বেরিয়ে আর ইন্টারনেট চেক করা হয় নি। তবে ফোন এসেছিল দু এক টা আমার এয়ারটেল এ অর্থাৎ নেটওয়ার্ক ছিল। তবে মনে হয় না গুরুদংমার লেকে কারুর ফোনেই নেটওয়ার্ক ছিল। এবার লাচুঙে এয়ারটেল এবং জিও সিমকার্ডের নেটওয়ার্ক এবং ইন্টারনেট দুটোই ছিল। ভোডাফোন ওই একই, মানে খালি 2g নেটওয়ার্ক ছিল। ইন্টারনেট চলছিল না। পরের দিনও ঘুরতে বেরিয়ে আর মোবাইল দেখা হয় নি। রাস্তায় হয়তো তেমন ইন্টারনেট কাজ করবে না তবে যেই জায়গা গুলোতে নাইট স্টে করবেন সেখানে মোটামুটি এয়ারটেল সিমকার্ডের সব জায়গাতেই নেটওয়ার্ক এবং ইন্টারনেট চলবে।

  • @chandantech0079
    @chandantech0079 ปีที่แล้ว +1

    Dada apni j tour package gechilen setar contact number pawa jabe.. Ami couple tour krbo.. Please give me detail

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      নিশ্চই দাদা। আমরা যার মাধ্যমে গিয়েছিলাম তার নাম সুজয় দা। নম্বর: ৮৯২৭৯ ৮৫৯০১. তবে সুজয় দা একজন হোটেলের ম্যানেজার তিনি আবার আমাদের গুপ্তা জি নামে এক ট্যুর অপারেটরের মাধ্যমে পাঠান। যার নম্বর ৯৮৩২০ ৩৩২৩৬. গুপ্তা জির নিজস্ব গাড়ি এবং লাচুঙে হোটেল রয়েছে।

    • @chandantech0079
      @chandantech0079 ปีที่แล้ว +1

      May month a snow fall ba baraf dkhte pawa jabe 1st week of may

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      আমরা গত বছর মে মাসের প্রথম সপ্তাহে গিয়ে বরফ এবং স্নো ফল দুটোই পেয়েছিলাম। স্নো ফল ব্যাপার টা ঠিক নেই পাবেন কি না কারণ জেরোকম বৃষ্টি কখন হবে ১০০% নিশ্চিত হয়ে বলা যায় না স্নো ফল ব্যাপার টাও ঠিক তেমনই দাদা। তবে বরফ পাবেন প্রচুর কালা পাত্থর এবং জিরো পয়েন্টে এই ব্যাপারে নিশ্চিন্ত থাকুন।

  • @jijodas8493
    @jijodas8493 2 ปีที่แล้ว +1

    Will click on ads and revert back to your channel before watching any video. 👍 Darun laglo.. egiye jao

  • @tumpasdiary
    @tumpasdiary ปีที่แล้ว +1

    Achha kono person er Jodi sobe 18 year hoeche but voter card hoy ni tar ID prove ki hobe?

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      বার্থ সার্টিফিকেট, রেশন কার্ড, কিংবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ইত্যাদি। আপনি এই বিষয়ে আরো সঠিক তথ্য জানতে সুজয় দা অর্থাৎ যিনি আমাদের ট্যুর টা অর্গানাইজ করে দিয়েছিলেন তাকে জিজ্ঞেস করতে পারেন। তার নম্বর ৮৯২৭৯ ৮৫৯০১. আরো কিছু জিজ্ঞেসা থাকলে নির্দ্বিধায় জানাবেন দি।

  • @prithadutta5452
    @prithadutta5452 ปีที่แล้ว +1

    Travel agencyr number ta deben jader sathe gachen?

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      আমরা দিদি সুজয় দা নামে একজন যিনি হোটেল তিস্তা রঙ্গীতের ম্যানেজার তার সাথে প্যাকেজ করে গিয়েছিলাম। তার নম্বর +91 89279 85901. তবে তিনি আমাদের নর্থ সিকিম ট্যুর প্যাকেজ টা গুপ্তা জির মাধ্যমে করিয়ে দিয়েছিল। গুপ্তা জি আসল ট্যুর অপারেটর। তার নিজের বহু গাড়ি আছে যেগুলো তিনি ড্রাইভার দিয়ে নর্থ সিকিম পাঠান এবং নিজস্ব হোটেল রয়েছে লাচুঙে। গুপ্তা জির নম্বর +91 98320 33236. তবে গুপ্তা জি হিন্দি ভাসী।

  • @MrNanto-dk5px
    @MrNanto-dk5px ปีที่แล้ว +1

    দাদা ডিসেম্বরে গেলে কি বরফ দেখতে পাব।

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      ডিসেম্বর থেকে ফ্রেশ স্নো ফল শুরু হয়ে যায় দাদা। তখন বরফ এবং সাথে ফ্রেশ স্নো ফল পাওয়ার সম্ভাবনাও থাকে।

  • @harisankarsadhukhan6828
    @harisankarsadhukhan6828 ปีที่แล้ว +1

    Permit ki ager theke krta hobe ..n okhane gia krlai hobe ???

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      ঐখানে গিয়েই হবে। কোনো চিন্তা নেই দাদা। শুধু সাথে করে দুই কপি পাসপোর্ট সাইজ ফটো আর আইডি প্রুফের জেরক্স কপি দুটো। ও। হ্যাঁ। আঁধার কার্ড কে কিন্তু সিকিম সরকার মান্যতা দেয় না। তাই ওটা বাদ দিয়ে কোনো একটা আইডি প্রুফ নেবেন দাদা।

  • @birdlover3796
    @birdlover3796 10 หลายเดือนก่อน +1

    এক জোন মোট কতো করে খরচা পরলো আর পেকেজ টা এক জনের কতো করে পরলো

    • @Vrammoman
      @Vrammoman  10 หลายเดือนก่อน

      ট্রেনের টিকিট, যাতায়াত, নর্থ সিকিম প্যাকেজ, এক্সট্রা পয়েন্ট, খাওয়া দাওয়া ইত্যাদি মিলিয়ে খরচ পড়েছিল মাথাপিছু 8500/- টাকা মতো। আর নর্থ সিকিমের প্যাকেজের কস্ট ছিল 4000/- টাকা পার হেড।

  • @rameshdinda3338
    @rameshdinda3338 2 ปีที่แล้ว +1

    Souvik Babu apnar sage 10 min katha Bala jabe?

    • @Vrammoman
      @Vrammoman  2 ปีที่แล้ว

      দাদা আমার নাম সৌরভ। নামে কি এসে যায়। নিশ্চই কথা বলতে পারেন। আপনি আমায় প্রয়োজনে 8697049412 এই নম্বরে যোগাযোগ করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন দাদা।❤️🙏

  • @dipankarkarmakar8628
    @dipankarkarmakar8628 ปีที่แล้ว +1

    Duo tour er jonno koto khoroch lagbe for 3 night stay

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      দুজনের মিলিয়ে সব খরচ বাবদ 15-17 হাজার অর্থাৎ মাথাপিছু 7.5-8.5 হাজার টাকা মতো খরচ হবে। আমি সব খরচ বাবদ (প্রয়োজনীয়) হিসেব টা বললাম। এতে ট্রেনের টিকিট, বাসের টিকিট, নর্থ সিকিমের এক্সট্রা পয়েন্ট গুলো এর বাড়তি টাকা, শেষ দিনের খাওয়া দাওয়া সব টাই ধরা আছে।
      খরচের হিসেব টা অনেকটা এরকম হবে:
      নর্থ সিকিমের প্যাকেজ 4000/- টাকা + 2 দিনের গ্যাংটক এর হোটেল এবং খাওয়া খরচ মিলিয়ে 2 দিনে মাথাপিছু(1000 x 2 দিন)= 2000/- টাকা + জিরো পয়েন্ট, কালা পাত্থর, হট স্প্রিং মিলিয়ে মাথাপিছু এক্সট্রা 800/- টাকা + ট্রেনের ভাড়া যাতায়াত মিলিয়ে মাথাপিছু
      (340 x 2)=680/- টাকা + বাসের ভাড়া যাতায়াত মিলিয়ে মাথাপিছু (190 x 2) = 380/- টাকা + ফেরার সময় টোটো ভাড়া শিলিগুড়ি থেকে এন জে পি স্টেশন অব্দি মাথাপিছু 30/- টাকা + এছাড়াও শেষ দিনের খাওয়া দাওয়া মাথাপিছু 150-200/- টাকা মতো। সব মিলিয়ে রাউন্ড ফিগারে 8100/- টাকা মতোন মাথাপিছু খরচ হয়েছিল পিক সিজনে। এটা অফ সিজনে 7500/- এর মধ্যে আরামে হয়ে যায়। আরো কোনো জিজ্ঞেসা থাকলে নির্দ্বিধায় জানাবেন দাদা। ভালো থাকবেন। ❤️🙏

  • @mohuyagarai8520
    @mohuyagarai8520 ปีที่แล้ว +1

    Amra November er 10 tarik jabo .so ice ki paoa jabe sei somoi?

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      এখনও ফ্রেশ স্নো ফল শুরু হয় নি। মোটামুটি ধরে রাখুন ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে স্নো ফল শুরু হয় তাই নভেম্বরের ওই সময় বরফ পাওয়ার সম্ভাবনা সেরকম নেই। তাও যদি ভাগ্যে থেকে তাহলে হয়তো হটাৎ করে স্নো ফল পেলেও পেতে পারেন। তবে সত্যি কথা বলতে ওই সময় কোথাও বরফ থাকে না।

  • @HabiburRahman-BD
    @HabiburRahman-BD ปีที่แล้ว

    via Snowfall hobay kon somoy galay janaben

    • @Vrammoman
      @Vrammoman  ปีที่แล้ว

      ব্যাপার টা অনেক টাই ভাগ্যের উপর নির্ভর করে তবে ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত স্নো ফল পাওয়ার সম্ভাবনা প্রবল।

  • @soumyadipbaidya3754
    @soumyadipbaidya3754 9 หลายเดือนก่อน +1

    Tour package ta ki hotel manager k call book korte hobe ?

    • @Vrammoman
      @Vrammoman  9 หลายเดือนก่อน

      আমরা তো দাদা তাই করেছিলাম।