শিবখোলা হয়ে সিটং-এর নতুন পথে | A new route towords Sittong via Shivkhola | Shiv Khola | शिवखोला |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 39

  • @animabasak9296
    @animabasak9296 ปีที่แล้ว

    Khub bhalo laglo👌👌👌

  • @MonerPutul
    @MonerPutul ปีที่แล้ว

    Shiv Khola is so beautiful. Best location for Nature lovers. So peaceful. Very nice vlog.

    • @travelingbeyond
      @travelingbeyond  ปีที่แล้ว +1

      Thanks for your appriciation & support. ❤
      Really Shiv Khola is a nice place for adventure & Nature lovers.

  • @jharnabasak8034
    @jharnabasak8034 ปีที่แล้ว

    Wow Darun lagloh😊❤❤❤

  • @anamikabose5698
    @anamikabose5698 ปีที่แล้ว

    Khub sundor ❤❤❤

  • @jharnadas421
    @jharnadas421 ปีที่แล้ว

    Wow darun didi bhai ❤ ki sunshor cha bagan 😍🥰

  • @MonaSarkarVlogs
    @MonaSarkarVlogs ปีที่แล้ว

    অপূর্ব 👌❤️

    • @travelingbeyond
      @travelingbeyond  ปีที่แล้ว

      ভালো থাকবেন। ❤

  • @debaratichowdhury9559
    @debaratichowdhury9559 ปีที่แล้ว

    Khub bhalo laglo

    • @travelingbeyond
      @travelingbeyond  ปีที่แล้ว

      অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। 🙏

  • @MonaSarkarVlogs
    @MonaSarkarVlogs ปีที่แล้ว

    খুব ভালো লাগলো 👌👌

    • @travelingbeyond
      @travelingbeyond  ปีที่แล้ว

      অসংখ্য ধন্যবাদ।

  • @niveditaseth5548
    @niveditaseth5548 ปีที่แล้ว

    ♥️♥️♥️♥️

  • @kaushikdas2786
    @kaushikdas2786 5 หลายเดือนก่อน

    Share car kore kivabe jawa jabe janaben

    • @travelingbeyond
      @travelingbeyond  5 หลายเดือนก่อน

      গত ছয় মাস যাবৎ শিবখোলার শেয়ার গাড়ি সরাসরি শিলিগুড়ি থেকে চলাচল করে না। আগে চলতো। বর্তমানে আপনাকে শিবখোলা যেতে হলে শিলিগুড়ি জংশন থেকে কার্সিয়ং এর বাস ধরে রংটং এ নামতে হবে, তারপর ওখান থেকে শিবখোলার জন্য রিজার্ভ গাড়িতে যেতে হবে। রংটং থেকে গাড়ি ভাড়া পরবে ১০০০ টাকা। আমার দেওয়া ফোন নম্বরে হোমস্টের সাথে কন্টাক্ট করলে ওরা গাড়ি পাঠিয়ে দেবে। ❤

  • @shuvayubiswas
    @shuvayubiswas ปีที่แล้ว

    Self drive kore 4 wheeler niye ale ki problem hobe. Rast ki khub narrow?

    • @travelingbeyond
      @travelingbeyond  ปีที่แล้ว

      বর্তমানে রাস্তা খুব ভালো তবে যাবার সময় খুব চড়াই এবং sharp U-turn অনেক আছে। পাহাড়ে চার চাকার গাড়ি ড্রাইভ করার অভিজ্ঞতা থাকলে কোনো অসুবিধা হবে কথা নয়। দার্জিলিং যাবার পাঙ্খাবাড়ির রাস্তায় গাড়ি চালানোর অভিজ্ঞাতা থাকলে আমি বলবে আপনি অনায়সে শিবখোলার রাস্তায় ড্রাইভ করতে পারবেন। ❤

  • @jharnadas421
    @jharnadas421 ปีที่แล้ว

    Ami je kobe jbo ghurte 😌☺

  • @shuvayubiswas
    @shuvayubiswas 8 หลายเดือนก่อน

    Shivkhola theke sittong ki giachilen apnara? Gele rasta r ki condition

    • @travelingbeyond
      @travelingbeyond  8 หลายเดือนก่อน

      Shivkhola Ekon Khub Balo Rasta, Tobe onek Ups & Down ache. Kindly amader vlog ta dekhe nin. Amra Two wheeler e giachilam. Link:- th-cam.com/video/7bsTfm1-rM4/w-d-xo.htmlsi=AWCkp3LlMCITQXQR ♥

    • @shuvayubiswas
      @shuvayubiswas 8 หลายเดือนก่อน +1

      Video dekhechi. Kintu Shivkhola theke sittong obdhi rasta kemon?@@travelingbeyond

    • @travelingbeyond
      @travelingbeyond  8 หลายเดือนก่อน

      @@shuvayubiswas khub kharap bola jabe na, detained on driving skills.
      If you are a solo rider then u must try.

  • @biplapdas6515
    @biplapdas6515 10 หลายเดือนก่อน

    Budget er modhey siliguri theke shibkhola jawer upay ki?

    • @travelingbeyond
      @travelingbeyond  10 หลายเดือนก่อน

      Siliguri ba NJP theke city auto te kore Sukna chole jao. Sukna theke Share car ba reserved car kore Shivkhola jete parbe Kom kharoche. Sukna r Darjeeling more theke share car Shivkhola jai, kintu tar kono fixed time nai. Car full hole gari chere daye.

  • @ankitaroy248
    @ankitaroy248 5 หลายเดือนก่อน

    Dada amke shear garir no ta diben

    • @travelingbeyond
      @travelingbeyond  5 หลายเดือนก่อน

      গত 6/8 মাস যাবৎ শিবখোলার শেয়ার গাড়ি সরাসরি শিলিগুড়ি থেকে চলাচল করে না। আগে চলতো। হোমস্টের সাথে কন্টাক্ট করলে ওরা গাড়ি পাঠিয়ে দেবে।

  • @pujasubba4664
    @pujasubba4664 6 หลายเดือนก่อน

    No ti likhediben

    • @travelingbeyond
      @travelingbeyond  6 หลายเดือนก่อน

      I did not understand your comment, please rewrite in full.♥🙏

    • @pujasubba4664
      @pujasubba4664 5 หลายเดือนก่อน

      Ama k driverer no den

    • @pujasubba4664
      @pujasubba4664 5 หลายเดือนก่อน

      Shiv khola jawar

  • @sankardas-rc8zq
    @sankardas-rc8zq ปีที่แล้ว

    নিবেদীতা দেবী পৌষালী কোথায়?
    ওকে দেখতে পেলাম না।
    শিলিগুড়ি থেকে ওখানে যাওয়ার জন্য কোনো বাস রুট আছে কি?
    মলয় বাবু বললেন গাড়ি যায় এবং গাড়ি চালো কের ফোন নং টা দেবেন।
    কিন্তু দিলেন না।
    আর বাস রুট যদি না থাকে তাহলে কি হেঁটে যাব?
    আর একটা বেমালুম বুঙ্গি মেরে গেলেন
    মলয় বাবু।
    আপনার তখন মধান্যভোজন করছিলেন
    খাবারের এত প্রশংসা করেছেন যেন
    মনে হচ্ছিল কি না খাচ্ছেন।
    আরে মশাই হোটেল ও রেস্টুরেন্টর খাবার খেতে অত ভালো হয় না। তবে মন্দের ভালো।
    আগামী দিনে বরফের পাহাড়ের উপর ভ্রমন তৈরী চলচ্চিত্র দেখতে চাই।
    তবে আপনার পরিবারের সদস্যদের।
    আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও
    ধন্যবাদ।এরকম একটি সুন্দর দৃশ্যের ছবি
    আমাদের দেখার সুযোগ করে দেবার জন্য।

    • @travelingbeyond
      @travelingbeyond  ปีที่แล้ว +1

      অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ শঙ্কর বাবু। 🙏
      ১) শিলিগুড়ি থেকে ওখানে যাওয়ার জন্য কোনো বাস রুট আছে কি?
      উত্তর:- আপনি ভিডিওটা দেখেছেন ঠিকই , কিন্তু মনযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেননি, তা বুঝতে পারছি !! সিটং ও শিবখোলা যাবার জন্য শিলিগুরি থেকে কোনো বাস রুট থাকলে আমি নিশ্চয় ভিডিওতে তার সম্বন্ধে ডিটেলস জানতাম, তাতে সাধারণ মানুষের বিশেষ সুবিধা হতো, তাই নয় কি? পাশাপাশি সকলের যাতায়াতের খরচ ও কম হতো।
      ২) হা, আপনি ঠিক বলেছেন, "শিলিগুড়ি থেকে গাড়ি (শেয়ার ) যায়", এ কথা আমি ভিডিওতে বলেছি । পাশাপাশি এও বলেছি যে, "করুরু প্ৰয়োজন হলে আমায় কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি গাড়ি ড্রাইভারের মোবাইল নম্বর শেয়ার করে দেব।" তার কারণ, খোলাখুলি ভাবে ড্রাইভারের কন্টাক্ট নম্বর দিলে অনেকেই ফোন করে কোনো নির্দিষ্ট তারিখে গাড়ির সিট বুক করেন, তারপর কোনো কারণে (হতেই পারে) তাদের আস্তে দেরি হলে বা না আসতে পারলে, গাড়ি ড্রাইভারকে ফোন করে তা আর জানবার প্রয়োজন মনে করেন না। হোটেল, হোমস্টে বা লজ গুলো সাধারণত অ্যাডভান্স বুকিং এর জন্য টাকা নেয়, কিন্তু শেয়ার গাড়ির ড্রাইভাররা কোন সিট বুকিং জন্য অ্যাডভান্স টাকা নেয় না। আপনার মুখের কথাই দাম। .... আপনি সিট বুক করে না আসলে ড্রাইভার-এর আর্থিক ক্ষতি । এতেকরে, যারা আমার-আপনার মতো সত্যকরের ভ্রমণপ্রিয় মানুষ, তাদের অনেক সময় অসুবিধায় পড়তে হয়। ...... যে কারনে আমি বলেছি, যার প্রয়োজন হবে আমায় কমেন্ট করবেন আমি তাকে (পার্সোনালী) মেসেজ করে ড্রাইভার এর কন্টাক্ট নম্বর দিয়ে দেব, ফলে আমার নলেজে থাকবে কে; কবে, ড্রাইভারের কন্টাক্ট নম্বর চেয়ে ছিলেন।...... আপনার প্রয়োজন হলে কমেন্ট বক্সে লিখে জানান, নিশ্চয় দেব।
      ৩)"আর বাস রুট যদি না থাকে তাহলে কি হেঁটে যাব? "
      উত্তর:- ভ্রমণপ্রিয় মানুষরা বহু দূর দূর হেটে বহু ভ্রমণ করেছেন ও করছেন, সেটা আপনিও জানান।
      ৪) "একটা বেমালুম বুঙ্গি মেরে গেলেন"
      উত্তর:- "বুঙ্গি"- এ কথার অর্থ ঠিক বুঝলাম না, দুঃখিত।
      ৫) "খাবারের এত প্রশংসা করেছেন যেন মনে হচ্ছিল কি না খাচ্ছেন।"
      উত্তর:- শহরে নিরাপদ আশ্রয় বসে, স্ত্রী বা মায়ের হাতের রান্না খেতে কার না ভালো লাগে ! আমারও ভালো লাগে। কিন্তু জঙ্গলে পাহাড়ে অফবিট জায়গাগুলোতে আমরা বেড়াতে গিয়ে যাই খেতে পাইনা কেন, তা যতই সাধারণ হোক না কেন, তা অমৃত মনে হয়। দূরের অফবিট জায়গাগুলোতে, কত কষ্ট করে ওনারা আমাদের জন্য এসবের ব্যাবস্থা করেন ! বিনিময় সামান্য কিছু অর্থ আমরা ওদের হাতে তুলে দিই। এ পাহাড়ি মানুষগুলোর আন্তরিকতা, কথায় প্রকাশ করা যায়না। আমি শহুরে সংস্থা দ্বারা পরিচালিত লীজের হোটেল বা হোমস্টের কোথায় বলছি না। বলছি, স্থানীয় দ্বারা পরিচালিত, অরিজিনাল হোমস্টের কথা।..... আর ওই সহজ সরল পাহাড়ি মানুষগুলো যতটুকু খারাপ হয়েছে তা আমাদের মতো শহুরে মানুষদের দুর্ব্যবহারের কারণে। পাহাড় জঙ্গলের অফবিট জায়গাগুলোতে ঘুরতে গিয়ে আমরা লোক্সারী আশা করতে পারিনা, সেটা ভুলে যাই। বেসিক emities গুলো যে পাচ্ছি এটাই যথেষ্ট।
      ৬) পরিশেষে আপনি ও আপনার পরিবারের সকলে "ট্রাভেলিং বিয়ন্ড" এর আন্তরিক ভালোবাসা নেবেন, ভালো থাকবেন । নতুন নতুন স্থানে ভ্রমণ করতে থাকুন, আর দেখতে থাকুন আমাদের চ্যানেল। শরীর ও মন উভয় ভালো থাকবে। নতুন ব্লগ খুব শীঘ্র আসছে।
      পরিশেষে : প্রকৃতিকে ভালোবসলে, প্রকৃতিকে কাছ থেকে পেতে হলে কিছু ত্যাগ স্বীকার তো করতেই হবে।

    • @shuvayubiswas
      @shuvayubiswas ปีที่แล้ว

      @@travelingbeyond Apnar videography o barnona khub bhalo laglo

    • @travelingbeyond
      @travelingbeyond  ปีที่แล้ว +1

      @@shuvayubiswas thanks bahi, bhalo theko ❤

    • @subhajittarafder6616
      @subhajittarafder6616 2 หลายเดือนก่อน

      Share গাড়ির ph no share korun ?