প্রত্যেক সপ্তাহে মির্চীবাংলার সদস্যদের গুণে আশ্চর্য হই ; প্রশংসাও অনেক করি ------- কি ভাবলেন তাতে হাঁপিয়ে উঠি 🤣 একদম না , বরং কিছুটা উল্টো। আমার হাঁপিয়ে ওঠা জীবনে অনেকটা শান্তি এনে দেয় এই মানুষগুলোই।🍁❤🌼
বছর কয়েক আগেও Sunday suspense আমাদের যে ধরণের গল্প ( বেনি লস্করের মুন্ডু , মিসেস কুমুদিনী চৌধুরী, কালরাত্রি , ইন্দ্রিয়ের ওপারে , আরক, বরোদা ইত্যাদি ) উপহার দিয়েছে তা কখনও ভোলার নয় ( এককথায় অসাধারণ) । বর্তমানে সেই সমস্ত গল্পের বড়োই অভাব বোধ করি । 😭 Sunday suspense teem এর কাছে আমার বিনীত অনুরোধ 🙏 যে এই ধরণের গল্প আবার ফিরিয়ে আনুন । তবে ভালো লাগা বা না লাগা এটা প্রত্যেকের নিজস্ব ব্যাক্তিগত ব্যাপার সেটা তো আর আমার পছন্দ মতো হতে পারে না । আমি কোনো নতুন লেখকদের অসম্মান করছি না শুধু আমার মতামতটা জানালাম । বর্তমানে যে সমস্ত গল্প সম্প্রচারিত হয় তাতে নতুনত্ব থাকলেও কোনো আকর্ষণ বা মোহ নেই । কিন্তু দুঃখের বিষয় হল পরিবর্তনই প্রকৃতির নিয়ম ! 😞
আমাদের এই লকডাউনের মধ্যেও গল্প শোনানোর জন্য অনেক ধন্যবাদ মিরচি বাংলাকে,, কিন্তু আমরা প্রখর রুদ্র চাই না, ফেলুদা,হোমস,বা কাকাবাবু চাই তাছাড়া সানডে সাসপেন্সে অনেক দিন ননসেন্স স্টোরি পাইনি, নারায়ণ গঙ্গোপাধ্যায় (টেনিদা)বা সঞ্জীব চট্টোপাধ্যায় (মামাসমগ্ৰ) এর মতো সরস হাসির গল্প চাই,, আপনাদের উপস্থাপনা দুর্দান্ত তাই প্রত্যাশাও একটু বেশি 😇❤️
একান্তই রবিবারে Sunday Suspense না শুনলে ভালো লাগে না তাই শুনতে এলাম। কিন্তু সত্যজিৎ রায়ের জন্ম মাসে এবং Sherlock Holmes এর স্রষ্টা Sir Arthur Conan Doyle এর জন্মদিনের পরের দিন প্রখর রুদ্র just চলে না। যাই হোক আপনাদের Sunday Suspense এর Archive থেকে একটা Sherlock Holmes শুনতে চললাম। পুরনো গল্প হলেও শেষ পর্যন্ত Sherlock Holmes তো । ❤❤❤
আমাদের অতি ছোট চ্যানেল, সীমিত সাধ্যে সত্যজিতের জন্ম শতবর্ষে শ্রদ্ধার্ঘ্য জানাতে শিশু কিশোর উপযোগী জটায়ূর একটা সাহারায় শিহরণ পরিবেষণা করার চেষ্টা করেছি। শুনে দেখতে পারেন।
প্রখর রুদ্রর থেকে হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা ঐতিহাসিক গল্পগুলি করতে পারে sunday suspense । 'চন্দ্রভাগার চাঁদ','চাঁদবরের শেষ শ্লোক' গল্পগুলি সত্যিই অসাধারণ।
মেজাজটাই বিগড়ে দেয় এরা, এরকম থার্ড ক্লাস গল্পগুলো চালাতে চালাতে সানডে সাসপেন্স ও না থার্ডক্লাস হয়ে যায়।। ইন্দ্রানীর গল্প বাছাই ও পরিচালনা সত্যিই মিস করি আজকাল।
গতকাল 22nd may sir arthur conan doyal এর জন্মদিন ছিল। সেই উপলক্ষ্যে একটা sherlok holmes হবে ভেবেছিলাম😐😐। মীর দার গলায় sherlock holmes আর দীপ দার গলায় watson এর voice শোনার মজাই আলাদা।😐😐😐
গল্পটি শোনার পর আমি বুঝতেই পারলাম না যে এখানে প্রখর রুদ্রর ভূমিকা কোথায় , যা করার সব তো শিবানী আর ইন্দ্রাণী করল...আর সবচেয়ে বড় কথা হল এই গল্পে কোন প্রাপ্ত বয়স্ক tag নেই কেন ? What's wrong with Mirchi Bangla ?
@@asmitaadhikary1738 Na bachar photo dia rakhchen dia ja khusi bolben? Apni kono sustho mostisker lok bole mone hoi na, othoba nakol adhinikota dakhano mohila! Na mane apnar bois koto jani na, tobe amara choto balai na asob suntam na, so amader chotorao ata sunbe na atai thik! Apni apner sontan ke sekhata chile sakhatai paren, ata apner ruchi!🙏
সাহিত্য নিয়ে যে চর্চা করে সেই সাহিত্যিক সেটা আমি মানি।bt সাহিত্যিকের ও একটা লেভেল আছে।সাহিত্যিকদের যদি কোনো পরীক্ষা নেয়া হয় তাতে যে 33 পাবে সেও সাহিত্যিক আর যে 95 পায় সেও সাহিত্যিক।তফাৎ টা হলো এই খানে। আমি একজন সামান্য শ্রোতা মাত্র।10 বছর ধরে শুনে আসছি এই অনুষ্ঠান।তাই বললাম আর কি।সব কিছুর একটা গভীরত্বতা আছে,,,,তবে সেটা কাজ অনুযায়ী পরিবর্তিত ও হয়।এখনো বাংলা সাহিত্যের যারা বিখ্যাত ব্যাক্তিত্ব ছিলেন, তাদের গল্পের অভাব নেই যে,সে কারণে নতুনত্ব কেই বেছে নিতে হবে।অবশ্য এটা আমার বাবার সম্পত্তি নয় যে,আমি এসব বললেই তারা শুনবে,,,,,কোনো কিছু হিট করার জন্য শ্রোতা দরকার ছিলো। sunday suspence এর এখন আর শ্রোতা দরকার নেই।কারো ভালো লাগলে লাগবে, না লাগলে তারা শুনবে না,,,তাতো team mirchir কিছু আসে যায় না।।।।।
আপনার সঙ্গে পুরোপুরি একমত, গত কয়েক বছর ধরে এই অবহেলাটা দেখছি team S. S তরফ থেকে, কিন্তু সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় যে সিংহভাগ শ্রোতাই এই " অবাঞ্চিত নবাগতদের " মেনে নিয়েছেন।
গল্প শোনার পুরো ইচ্ছে টাই চলে গেলো ঐ প্রখর রুদ্র এর নাম টা দেখে। ধুরর । রেডিও মির্চি টীম কী কমেন্ট সেকশন এ আসে না নাকী?? এই রাইটার টীর লেখা যে পাঠকরা পছন্দ করেছেনা সেটা কী দেখে না?? ইন্দ্রানী ম্যাডাম কে সত্যি মিস করছি। যেটা যার কাজ আর কী। আর আশা করি Ayantika ও সুস্থ আছেন?? অনেক দিন তার গলা কেনো পাচ্ছি না??
মির দা এবং সানডে সাসপেন্স এর সকল সদস্যদের কাছে অনুরোধ রইল..... বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়-এর আরণ্যক গল্পটি সানডে সাসপেন্সে তুলে ধরা হক🙏🙏🙏🙏...... সানডে সাসপেন্স এর সকল সদস্যদের আন্তরিক শুভেচ্ছা রইল ❤️❤️🙏.....সকলে সাবধানে থাকবেন ও সুরক্ষিত থাকবেন ❤️❤️
22 শে মে ছিল আমাদের প্রিয় আর্থার কোনান ডয়েলের জন্মদিন, শার্লক হোমসের মতো চরিত্রের আবিষ্কারক, তাই আজ সানডে সাসপেন্স দল থেকে তাঁর লেখা একটি গল্পের প্রত্যাশা করছিলাম।😭😭
সেই প্রথম দিন থেকে সানডে সাসপেন্স শুনছি ,আমি একজন ডাই হার্ড ফ্যান ,কিন্তু সাম্প্রতিক কালে আপনারা যে সব ঢপের গল্প শনাতে শুরু করেছেন ,তাতে শুধু আপনাদের নয় 'সমগ্র বাংলা সাহিত্যের ক্ষতি হচ্ছে
প্রখর রুদ্রের এই গল্প গুলো শুনলে কেমন যেনো বাস্তবের সাথে গুলিয়ে যাচ্ছে, নিত্যদিন আমরা যা খবরে পড়ছি বা শুনছি.. ফলে গল্প শোনার সেই আমেজ বা আনন্দ টা থাকছে না ঠিক যেমনটা আমরা ফেলুদা 😍, ব্যোমকেশ 😍 এবং শার্লক হোমস 😍 এর গল্প শুনে পাই.. অনেকদিন হেমেন্দ্র কুমার রায় এর ও কোনো গল্প আসছে না, হেমেন্দ্র কুমার রায় এর গল্প গুলো এর থেকে অনেক ভালো ছিলো...
আধুনিক লেখক দের গল্প বেশি পাঠ করা হচ্ছে, তার সঙ্গে বড়ো লেখক মানেই হোমস নয়তো শরদিন্দু। খারাপ লাগে না। কিন্তু এটাও মনে রাখতে হবে যে এর চক্করে হেমেন্দ্র, বিভূতি, তারাশঙ্কর রা যেনো হারিয়ে না যান। Suspense এর শুরুর দিকে মিসেস কুমুদিনী বা, মেডেল এর মত গল্পগুলো কিন্তু সমান উপভোগ্য ছিল।
এইখান থেকে কি করে অনুমান করা যায় ,সেটা বেশ শেখা যাচ্ছে,, ছোটো ছোটো অনুমান থেকেই গোয়েন্দার জন্ম,,,,, অনেক কিছু এবার থেকে মন দিয়ে দেখলে,বেশ চোখে পড়ার মতো জিনিস উঠে আসে,,,সেটা সামনের মানুষ কে খুব বিব্রত এর মধ্যে ফেলে😂😂😂😂 সত্যি,,,,এভাবেই শিখতে চেষ্টা করবো,,,,,এই ভাবেই একটু একটু করে, হয়তো আমাদের প্রিয় ব্যোমকেশ এর জন্ম 🙂🙂🙂
সত্যি শেষ মেশ এইটা 🤧, মির্চি টীম এর দাদা দিদিরা আরো তো গল্প আছে ভূতের গোয়েন্দার , না খুঁজে পেলে suggest korbo amra, তাই বলে শেষে এইসব😭😭, ক্লাস ইলেভেন এর পাঠ সংকলন বইতে অনেক গল্প আছে ভালো ভালো, যেমন "ডাইনি" তারাশংকর বন্দোপাধ্যায়
We miss these writers: Aveek Sarkar Sayak Aman Sharadindu Bandyopadhyay Sir Arthur Conan Doyle Satyajit Ray Himadri Kishore Dasgupta Manoj Sen M. R. James
@@blacksoul6365 Nosto korben na ! Apnake keu shunte bole ni! Ei situation eo shobai jothesto shundor kore poribeshon koren ei onusthhan ti! Shomman nai korte paren kintu oshomman korben na!
গল্পে কোনো বৈচিত্র্য তেমন নেই,দু চারটে টেকনিক্যাল টার্ম ঢুকিয়ে দেওয়া, এইটুকুই, আগের গল্পগুলোর সম্পর্কেও একই কথা মনে হয়েছে.... আপনাদের টিম ওয়ার্কের উৎকর্ষতা প্রশ্নাতীত, গল্প নির্বাচন নিয়ে একই প্রত্যাশা আপনাদের কাছে.... ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই
Din din Sunday suspense sonar moja tai chole jache. Sunday suspense choto, boro sobar sathe bose suntam but akhon jaa dekhchi, familyer sathe sunday suspense sona tai mushkiler.
I was expecting Sherlock Holmes or Feluda series most. Missing Ayantika's voice a lot. Her voice over made me feel and portray the characters she played. She was awesome
এই মাসেই গোয়েন্দা শ্রেষ্ঠ শার্লক হোমস এর স্রষ্ঠা স্যার আর্থার কোনান ডয়েল এর জন্ম আবার এই মাসেই জন্ম তাকে আদর্শ হিসেবে গোয়েন্দাগিরি করা ফেলুদার স্রষ্ঠা সত্যজিৎ রায়ের কিন্তু এই মাসে দুজনের একজনের ও গল্প শোনা গেলো না। I hope that Mirchi Bangla will notice it and will record a story of Feluda or Sarlock Holmes 🙏🙏🙏
*_তবে গলা কাটা পরী গল্পের শেষটা মোটেই আমার মনের মত হয়নি। শেষটা এরকম হলে আমার খুব আনন্দ হতো.. রায় বাড়িতে নিজের পূর্বজন্মের অস্তিত্বের খবর পেয়ে কুল যখন পরীর প্রতি আরো কৌতূহলী হয়ে ওঠে তখন মূর্তির কোনো কোনো অমোঘ অভিশাপে💀 কথককে মৃত্যুমুখে পতিত হতে হয়। সামনে মৃত্যু🔥 ছাড়া যখন আর কোনো পথ নেই😥 ..(এখানেই পাঠকের মনে রোমাঞ্চ সৃষ্টি হবে) আর বন্ধুরাও মরিয়া হয়ে কুলকে বাঁচাতে যখন অসহায়, তখন পরীই তাকে উদ্ধার করে🌬️। এই প্রথম পরীকে এতো কাছ থেকে দেখে ও স্পর্শ পেয়ে কুল বুঝতে পারে এ তার স্নহের পরী ছাড়া কেউ নয়🥺(তার পূর্বজন্মের স্ত্রী🎎)। গতজনমের সকল বৃত্তান্ত কুলের চোখের সামনে ভেসে ওঠে।কিন্তু পরীর শেষ ইচ্ছা( তার স্বামীকে মৃত্যুর আগে একবার আকুল নয়নে দেখা😇) পূরণ হওয়ায় সে মুক্তি পায় আর কুলের স্মৃতির মধ্যে বেছে থেকে চিরও আয়ুলাভ করে🤧🧚।আপনাদের কি মনে হয়? _*
আমার মনে হয় সানডে সাসপেন্সে আগে যে গল্প গুলো বেরিয়েছে (আধ খাওয়া মড়া, মিসেস কুমুদিনী,বরোদা,পড়ো বাড়ি) এই ধরনের গল্প বোধ হয় আর বেরোবে না। তখন গল্প শোনার একটা আলাদা অনুভুতি ছিল, এখন আর সেটা নেই।😞😞😞
Really dada, 2016 r 2017 chilo amr kache khub nostalgic, because of Sunday suspense. R ekhon recently, "Sur" by Sayak Aman khub bhalo legechilo. E chara tmon kono golpo te ar sei agr feelings ba presentation ta nei. Sunday suspense bodhoy hariye jachche.
oi sab golpo 6ilo hemendra kumar roy, Hari Narayan chattopadhyay,manjil sen e.t.c era sab darun writer ekhon joto vulval writer er golpo h6e tai ar temon vlo lage na
@@sumandas6308 We really missing Indrani di and ayantika di,, Indrani dir direction r jonnoi half golpo pran peto r ayantika dir voice, aladai.... Ki na hoyeche onar gola sune,,, prem korte ichcha koreche, abr voy te ga chomchom kore utheche. We really misssing those previous (2016-17) sunday suspense.
তারানাথ তান্ত্রিকের "অলাতচক্র" করলে খুব ভালো হয়, তার জন্য যদি ৪-৫ টি পার্ট করতে হয় তাতেও কারোর অসুবিধা হবে বলে মনে হয়না। ওই গল্পটার মধ্যে একটা আলাদা অনুভুতি আছে। Team mirchi দয়া করে এই অনুরোধটি রাখলে অনেক শ্রোতা মুগ্ধ হবে/হবেন। ধন্যবাদ❤️
"Sunday Suspense" সত্যি ই খুব ভালো ❤ কিন্তু একটাই ছোট অভিযোগ যে, আমাদের comments গুলো তে একটু নজর দিয়ে আমাদের prefer করা গল্প গুলোর মধ্যে কিছু গল্প যদি পরিবেশন করা যেতো 😇
Ami Sunday suspense er ekjon dirghodiner srota... Sunday suspense surur somoy thekei Ami ei show ti follow kore aschi... Kintu kauke osomman na korei bolchi ei prokhor rudrer golpo gulo ottonto nimnomaner... Lekhok boi ti bechar Jonno Kichu Boro Boro naam babohar koren... Bakita oi sotto ghotona obolombone theke neoa
I agreed... Prakhar Rudra is too substandard for Sunday suspense I think! We want kakababu, Arjun, Kiriti and lots more stories from Sunday suspense! Please...
গতকাল স্যার আর্থার কোনান ডয়েল জন্ম দিবস ছিল আশা করেছিলাম একটা অন্তত শার্লক হোমসের গল্প পাবো মির্চি বাংলার কাছে অনুরোধ আগামী সপ্তাহে শার্লক হোমসের গল্প পাঠ করার জন্য
When you found that the story is disappointing, u should then and there exit from listening Cause listeners like me get very disappointed and upset after reading this kind of unrelated comments, seems like a chaos inside a movie hall where a good film is running. তাই অযথা chaos সৃষ্টি করবেন না. Thank you , আর হ্যাঁ তর্কে যাবেন না।
@@anirbansarkar7501 দেখুন আমি আপনাকে চিনিও না জানিও না আপনিও আমাকে চেনেন না জানেন না। আর আপনাকে চেনার বা জনার কোনটারই ইচ্ছে আমার নেই।....... প্রথম কথা হচ্ছে আপনি আমার comment e এই ধরনের রিপ্লাই দিলেন কোন অধিকারে।...... দ্বিতীয় কথা হচ্ছে question ta করেছি Radio Mirchi কে। তারা শোনাবে কি শোনাবে না এটা তাদের ইচ্ছে। মাঝখানে আপনি নাকগলাচ্ছেন কেন?......
@@ayan6780 অধিকার? এ কে রে পাঁচুগোপাল !! এমন করে বলছেন যেন মির্চিবাংলার সাথে আপনার কাকা ভাইপোর সম্পর্ক !! এটা ভার্চুয়াল প্লাটফর্ম কাকা, এখানে জমি কেনা যায়না !!
Feluda chhara ki banglae ar onno kono goenda nei??? Banglar sahityo bhander ki eto chhoto boss? Sob somoy legends-der nie pore thakle notun legends asbe ki?
মাইক্রফট, সিধুজ্যাঠা, পঞ্চপান্ডব, মিতিনমাসি, ফেলুদা, শার্লক, লেস্ট্রেড প্রত্যেকটা চরিত্র কে খুব ই সার্থকতার সাথে কপি পেস্ট করতে পারার জন্য গল্পকার কে অভিনন্দন! 🎉🎉 অসাধারণ! ও হ্যাঁ! ওয়েব সিরিজ গুলোও খুব সুন্দর ভাবে কাটা ছেঁড়া লাশ তৈরি তে সাহায্য করেছে! ইন্টারনেট এর যুগে সত্যিই এত ইনফরমেশন জোগানো বিশাল সার্থকতা বটে! তবে হ্যাঁ... এটুকু বলতেই হবে বিভা প্রকাশনী ভালই সাসপেন্স তৈরি করছে এই লেখক দের উপস্থিতি দিয়ে! আসলে সত্যজিৎ রায় কে সামনে রেখে সানডে সাসপেন্স এর শুরু টা থেকে শুনছি তো.... চিমটে দুধ মেশানো জলে তাই ভীষন আনন্দে অবগাহন করছি! দিনকাল পাল্টাচ্ছে! তাই জেনেশুনে বাংলা সাহিত্যের লাশ দেখেও বলতে হবে বোধয়! "আহা কি শিল্প"!
আমার আর এক প্রিয় লেখক সায়ক আমান এর গলা শুনলাম,, ভাল লাগল,, কৌশিক রায় অনবদ্য,,, আর মীর দীপ সহ টিম Sunday suspense,,, কুর্নিশ ,, খুব ভালো লাগলো পরপর 3 বার শুনলাম
প্রত্যেক সপ্তাহে মির্চীবাংলার সদস্যদের গুণে আশ্চর্য হই ; প্রশংসাও অনেক করি ------- কি ভাবলেন তাতে হাঁপিয়ে উঠি 🤣 একদম না , বরং কিছুটা উল্টো। আমার হাঁপিয়ে ওঠা জীবনে অনেকটা শান্তি এনে দেয় এই মানুষগুলোই।🍁❤🌼
Akdom thik bolechen
আপনি তো গল্পটা শোনেন নি ,তাও কিকরে জানলেন ?
Apnio to golpo ta puro sonenni tahole comment ta likhlen ki kore
আমিও জানি না এটা ঠিক, Sorry
@@shrutichatterjee3077 ei channel er manush gulo khub priyo
Golpo jamon ee hok na kno seta oander choyate osadharon hoye othe😊😄
আমি অনেকের comments দেখলাম 🙄 কেউ ফেলুদা, কেউ ব্যোমকেশ বা শার্লক হোমস 🤔 কিন্তু কেউ তারানাথ দাদুর কথা বল্লো না 🥺 অনেক দিন তারানাথ দাদুর গল্পো পেলাম না🤔🤔
Ekdom
I agree
আমি আগের সপ্তাতেই বলেছি 😭 আজ ও দাবি জানালাম
Ekdom
Ekdom❤
Kal ker sunday tar 12ta bajanor jonno dhonnobad☹️.koto kichu asha korechilam. Prokhor ruddro ke karor e valo lagena seta mirchi team kno bojhe na 😩😪😪
Sotti boss..
Exactly
এই মাসের চারটে রবিবার ই সত্যজিৎ রায় এর গল্প শুনতে পাবো, এটাই আশা করেছিলাম। ফেলুদা তো এক যুগ শুনি নি।
May mash ray mash to holoi na borong r o barota beje galo
True
Anyone 2024😊❤
Me😂
বছর কয়েক আগেও Sunday suspense আমাদের যে ধরণের গল্প ( বেনি লস্করের মুন্ডু , মিসেস কুমুদিনী চৌধুরী, কালরাত্রি , ইন্দ্রিয়ের ওপারে , আরক, বরোদা ইত্যাদি ) উপহার দিয়েছে তা কখনও ভোলার নয় ( এককথায় অসাধারণ) । বর্তমানে সেই সমস্ত গল্পের বড়োই অভাব বোধ করি । 😭 Sunday suspense teem এর কাছে আমার বিনীত অনুরোধ 🙏 যে এই ধরণের গল্প আবার ফিরিয়ে আনুন । তবে ভালো লাগা বা না লাগা এটা প্রত্যেকের নিজস্ব ব্যাক্তিগত ব্যাপার সেটা তো আর আমার পছন্দ মতো হতে পারে না । আমি কোনো নতুন লেখকদের অসম্মান করছি না শুধু আমার মতামতটা জানালাম । বর্তমানে যে সমস্ত গল্প সম্প্রচারিত হয় তাতে নতুনত্ব থাকলেও কোনো আকর্ষণ বা মোহ নেই । কিন্তু দুঃখের বিষয় হল পরিবর্তনই প্রকৃতির নিয়ম ! 😞
Hounds of baskervilles
Thik bolechen apni 🙏
ঠিক বলেছেন।
Thik bolechen apni
@Kunal Mazumdar ঠিকই বলেছেন 💯👌
মনটা পুরোপুরি ভেঙে গেলো।এত অপেক্ষা করে শেষমেশ প্রখর রুদ্র । ভালো লাগে নাই। এর চেয়ে কালকে ওই সময়ে ঘুমোলে অনেক কাজে দেবে😒😒😒।
😁
জটায়ু রচিত প্রখর রুদ্রের অ্যাডভেঞ্চার সাহারায় শিহরণ শুনতে চলে আসুন Galpo Kalpo Rahasya এই চ্যানেলে।
Thik bolechen
Kaushik Ray eder poysa dey mone hoy....keu pochhondo kore tobu ei sob golpo post kore
ভালো না লাগলে আসতে পারেন
আমাদের এই লকডাউনের মধ্যেও গল্প শোনানোর জন্য অনেক ধন্যবাদ মিরচি বাংলাকে,, কিন্তু আমরা প্রখর রুদ্র চাই না, ফেলুদা,হোমস,বা কাকাবাবু চাই তাছাড়া সানডে সাসপেন্সে অনেক দিন ননসেন্স স্টোরি পাইনি, নারায়ণ গঙ্গোপাধ্যায় (টেনিদা)বা সঞ্জীব চট্টোপাধ্যায় (মামাসমগ্ৰ) এর মতো সরস হাসির গল্প চাই,, আপনাদের উপস্থাপনা দুর্দান্ত তাই প্রত্যাশাও একটু বেশি 😇❤️
জটায়ু রচিত প্রখর রুদ্রের অ্যাডভেঞ্চার সাহারায় শিহরণ শুনতে চলে আসুন Galpo Kalpo Rahasya এই চ্যানেলে।
Jani Naa golpo tA kemon hobe tube Satti phokhar roddur bade onno J Kono kichu hole Khub ee valo lagto
Ato kharap to prokhor rudro noi madam....
Sob ta kei sonar ovves korun....apnara boddo besi gotanugotik
R ta6ara....prokhon rudro ER golpo ato Tao kharap noi
No more prokhor rudro.🙏🙏🙏👍👍 PLZZ 😭😭😭
বাঙালি কিছুদিন পর রবিবার মাছ মাংস দিবস হিসেবে বাদ দিয়ে এই "সানডে সাসপেন্স" শুনবার দিবস হিসেবেই হয়তো পালন করবে।। ✌️
ami to taai e korchi
Akdom e tae
করবে না করছে?
Ami tai palon kori😊
Ami to tai kori
একান্তই রবিবারে Sunday Suspense না শুনলে ভালো লাগে না তাই শুনতে এলাম।
কিন্তু সত্যজিৎ রায়ের জন্ম মাসে এবং Sherlock Holmes এর স্রষ্টা Sir Arthur Conan Doyle এর জন্মদিনের পরের দিন প্রখর রুদ্র just চলে না।
যাই হোক আপনাদের Sunday Suspense এর Archive থেকে একটা Sherlock Holmes শুনতে চললাম।
পুরনো গল্প হলেও শেষ পর্যন্ত Sherlock Holmes তো । ❤❤❤
ঠিক বলেছেন।
আমাদের অতি ছোট চ্যানেল, সীমিত সাধ্যে সত্যজিতের জন্ম শতবর্ষে শ্রদ্ধার্ঘ্য জানাতে শিশু কিশোর উপযোগী জটায়ূর একটা সাহারায় শিহরণ পরিবেষণা করার চেষ্টা করেছি। শুনে দেখতে পারেন।
অবশ্যই
প্রখর রুদ্রর থেকে হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা ঐতিহাসিক গল্পগুলি করতে পারে sunday suspense । 'চন্দ্রভাগার চাঁদ','চাঁদবরের শেষ শ্লোক' গল্পগুলি সত্যিই অসাধারণ।
Ami 2toi porachi
👺 প্রখর রুদ্র কে হঠাতে হলে সবাই মিলে গল্প টিকে 👎🏼👎🏼👎🏼 ডিসলাইক করো 👹👹। তবেই নতুন ভাল গল্প শোনা যাবে
😭😭 না হলে আবার একটা Sunday নষ্ট হবে 😭😭
Detective Glpo to Crime, Thriller, suspense sunte Khoub valo Lage se Byomakesh hok, ki Feluda, and Prokhor Rudra Sob Golpo valo
কে গো তুমি
Age oshadharon banan thik kor...😂
J jai boluk na kno amr golpo ta valo legeche.... 👌👌👌👌ekta meye etota sahosh dekhanor jonno 🙏🙏🙏🙏🙏
মেজাজটাই বিগড়ে দেয় এরা, এরকম থার্ড ক্লাস গল্পগুলো চালাতে চালাতে সানডে সাসপেন্স ও না থার্ডক্লাস হয়ে যায়।।
ইন্দ্রানীর গল্প বাছাই ও পরিচালনা সত্যিই মিস করি আজকাল।
MAY month is the RAY month... প্রত্যেক বছরের মতো একটা অন্তত মে মাসে ফেলুদার গল্প আশা করেছিলাম।অগত্যা আশায় বাঁচে চাষা 😎
30 May feluda asche
It's ashay more chasha. But feluda hy to last sunday asbe. U never know kkhn ki hoa jay
Oi to baler satyajit ray
@@cmprasanna7393 ke bollo?
Avebe bake ha mare dust
গতকাল 22nd may sir arthur conan doyal এর জন্মদিন ছিল। সেই উপলক্ষ্যে একটা sherlok holmes হবে ভেবেছিলাম😐😐। মীর দার গলায় sherlock holmes আর দীপ দার গলায় watson এর voice শোনার মজাই আলাদা।😐😐😐
Akdom moner kotha
Prakhar Rudra ই তো বাঙালির শার্লক
ধন্যবাদ বন্ধু
Ekdam thik bolechen ....
Thik bolecho AK dum
Osadharon golpo.....
Onek din por eto valo golpo sunlam
দাদা, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস আবার কবে হবে???😭😭😭😭😭😭
Ei Prokhor Rudra jedin bondo hobe..
Sharadindu hole historical chai
একটু কান্না ধার দাও। কলেজে পরীক্ষা র কি সব নাটক চলছে 😐
@@GamersSquadvideos prokhor rudra oto tao kharap noy....😕
@@snehapal3456 haaa, oboshoy...👍🏻😉
এক যুগ হয়ে গেছে ফ্রেন্ডস 😶 ভূতান্বেষী বরোদার গল্প শুনিনি।😐 দারোগার দপ্তর থেকেও অনেক দিন খবর আসেনি 😶 অভিযোগ নয় আবদার রইলো ❤️❤️
ঠিক বলেছেন। আমি ভীষণ miss করি এই দুটো চরিত্রকে।
Sotti amra akhono tader kai chai jara amader sahitto chiniachilo
একদম 😕😕
@@payalkundu1936 4srzrzf g. V
Akdom thik 😕
পছন্দ-অপছন্দ কিছু না। রবিবার একটা গল্প হলেই খুশি 🥰🥰🥰😍
Best comment
একদম 😃😃
@Sujan Pathak aree boss🤣🤣🤣
@Sujan Pathak ও আপনি তো দৈনিক বিরিয়ানি খান 🙄🙄
অনেকেই অনুযোগ করছেন গল্প নিয়ে। কিন্তু গল্প যাই হোক, Mirchi team সব গল্পই খুবই সুন্দর করে প্রেজেন্ট করে।
Eagerly waiting 😍
1 hour er golpo
Khub bhalo
গল্পটি শোনার পর আমি বুঝতেই পারলাম না যে এখানে প্রখর রুদ্রর ভূমিকা কোথায় , যা করার সব তো শিবানী আর ইন্দ্রাণী করল...আর সবচেয়ে বড় কথা হল এই গল্পে কোন প্রাপ্ত বয়স্ক tag নেই কেন ? What's wrong with Mirchi Bangla ?
Setai amio bolte chai ...r sunday suspense choto der roilo na ..
Keno re ......baccha ra ei golpo sunte pare na..?
Oi baccha tao ek din tor moton hobe...so kono boyos sima hoya uchit noy
@@asmitaadhikary1738 Na bachar photo dia rakhchen dia ja khusi bolben?
Apni kono sustho mostisker lok bole mone hoi na, othoba nakol adhinikota dakhano mohila!
Na mane apnar bois koto jani na, tobe amara choto balai na asob suntam na, so amader chotorao ata sunbe na atai thik! Apni apner sontan ke sekhata chile sakhatai paren, ata apner ruchi!🙏
@@Rahul-ro6rw ....hmm thik ki bolechis..tor iccha na korle tui sekhas na...amr mone hoyeche tai ami bolechi
@@Rahul-ro6rw tui pasni bole tui tor chele meyeder seta dibi na sei manusikota amr nei re
সাহিত্য নিয়ে যে চর্চা করে সেই সাহিত্যিক সেটা আমি মানি।bt সাহিত্যিকের ও একটা লেভেল আছে।সাহিত্যিকদের যদি কোনো পরীক্ষা নেয়া হয় তাতে যে 33 পাবে সেও সাহিত্যিক আর যে 95 পায় সেও সাহিত্যিক।তফাৎ টা হলো এই খানে। আমি একজন সামান্য শ্রোতা মাত্র।10 বছর ধরে শুনে আসছি এই অনুষ্ঠান।তাই বললাম আর কি।সব কিছুর একটা গভীরত্বতা আছে,,,,তবে সেটা কাজ অনুযায়ী পরিবর্তিত ও হয়।এখনো বাংলা সাহিত্যের যারা বিখ্যাত ব্যাক্তিত্ব ছিলেন, তাদের গল্পের অভাব নেই যে,সে কারণে নতুনত্ব কেই বেছে নিতে হবে।অবশ্য এটা আমার বাবার সম্পত্তি নয় যে,আমি এসব বললেই তারা শুনবে,,,,,কোনো কিছু হিট করার জন্য শ্রোতা দরকার ছিলো। sunday suspence এর এখন আর শ্রোতা দরকার নেই।কারো ভালো লাগলে লাগবে, না লাগলে তারা শুনবে না,,,তাতো team mirchir কিছু আসে যায় না।।।।।
ঠিকই বলেছেন ...
ঠিক বললেন
সহমত
আপনার সঙ্গে পুরোপুরি একমত, গত কয়েক বছর ধরে এই অবহেলাটা দেখছি team S. S তরফ থেকে, কিন্তু সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় যে সিংহভাগ শ্রোতাই এই " অবাঞ্চিত নবাগতদের " মেনে নিয়েছেন।
দারুন বলেছেন কিন্তু এই কমেন্ট মির্চি বাংলার কিছু যাই আসে না। এবং এয় যায় আসে না মনোভাব মীর্চি বাংলা কে ভুগতে হবে ।। সেদিন কেউ ফিরে তাকাবে না ।।
😮❤ just unbelievable
আজ অনেক দিন পর, লাইভ Sunday Suspense শুনব না। প্রখর রুদ্র শুনে মেজাজ খারাপ করতে চাই না Mirchi 😭😭
জটায়ু রচিত প্রখর রুদ্রের অ্যাডভেঞ্চার সাহারায় শিহরণ শুনতে চলে আসুন Galpo Kalpo Rahasya এই চ্যানেলে।
Ata ki kono golpo r chanal ?
॥ প্রকাশনী গুলোর কাছ থেকে টাকার লোভে এই রকম গল্প চলছে , যাতে শ্রোতা রা পরে ওই বই গুলি কিনতে চাই
@@antarakayal1656 yes
@@dhurjyotichakraborty8232আচ্ছা.........কিন্তু এখানে কি সব ধরনের গল্প শোনানো হয় ?
গল্প শোনার পুরো ইচ্ছে টাই চলে গেলো ঐ প্রখর রুদ্র এর নাম টা দেখে। ধুরর । রেডিও মির্চি টীম কী কমেন্ট সেকশন এ আসে না নাকী?? এই রাইটার টীর লেখা যে পাঠকরা পছন্দ করেছেনা সেটা কী দেখে না?? ইন্দ্রানী ম্যাডাম কে সত্যি মিস করছি। যেটা যার কাজ আর কী। আর আশা করি Ayantika ও সুস্থ আছেন?? অনেক দিন তার গলা কেনো পাচ্ছি না??
O writer taka dea promote kor6e
Kaushik Ray যদি আজকের এপিসোডের কমেন্টগুলো পড়েন তো পুরোপুরি demotivated হয়ে যাবেন...🤣😂
Demotivate Hye ar na likhlei bacha jay
Porlei bhalo 😂😂😂😂.
@@padmanavadan2740 🤣🤣🤣🤣
@@sreyosibera4611 😂😂😂😂
Akjon lekhoker somalochona korar moto nijeke ato boro na vaba tai valo
Excellent. Ei boishey Koushik Ray er lekhar haat darun paka. Keep it up. No comments for team sunday suspense.
Amar o tae mone hoy.khub akta kharap uni lekhen na....
Ami jani lokjon kno except korte par6e na.
মির দা এবং সানডে সাসপেন্স এর সকল সদস্যদের কাছে অনুরোধ রইল..... বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়-এর আরণ্যক গল্পটি সানডে সাসপেন্সে তুলে ধরা হক🙏🙏🙏🙏...... সানডে সাসপেন্স এর সকল সদস্যদের আন্তরিক শুভেচ্ছা রইল ❤️❤️🙏.....সকলে সাবধানে থাকবেন ও সুরক্ষিত থাকবেন ❤️❤️
Amio ekmot
Tle khub vlo hoto
'আরন্যক' চাই ,চাই চাই,,,,
@@abhijitbhattacharya3602 ekdom dada
I agree..👍
22 শে মে ছিল আমাদের প্রিয় আর্থার কোনান ডয়েলের জন্মদিন, শার্লক হোমসের মতো চরিত্রের আবিষ্কারক, তাই আজ সানডে সাসপেন্স দল থেকে তাঁর লেখা একটি গল্পের প্রত্যাশা করছিলাম।😭😭
আর্থার কোনান ডয়েলের জন্মদিন উপলক্ষে একটি 💝শার্লক হোমসের 💝আশায় ছিলাম 😥😥
Sei asa te jol dhele dilo mirchi team
সেই প্রথম দিন থেকে সানডে সাসপেন্স শুনছি ,আমি একজন ডাই হার্ড ফ্যান ,কিন্তু সাম্প্রতিক কালে আপনারা যে সব ঢপের গল্প শনাতে শুরু করেছেন ,তাতে শুধু আপনাদের নয় 'সমগ্র বাংলা সাহিত্যের ক্ষতি হচ্ছে
প্রখর রুদ্রের এই গল্প গুলো শুনলে কেমন যেনো বাস্তবের সাথে গুলিয়ে যাচ্ছে, নিত্যদিন আমরা যা খবরে পড়ছি বা শুনছি.. ফলে গল্প শোনার সেই আমেজ বা আনন্দ টা থাকছে না ঠিক যেমনটা আমরা ফেলুদা 😍, ব্যোমকেশ 😍 এবং শার্লক হোমস 😍 এর গল্প শুনে পাই.. অনেকদিন হেমেন্দ্র কুমার রায় এর ও কোনো গল্প আসছে না, হেমেন্দ্র কুমার রায় এর গল্প গুলো এর থেকে অনেক ভালো ছিলো...
Ata bastob bolechen.🤷🏻♂️
Ekmot🙂
Agreed
আমরা সেই আগের সান্ডে সাসপেন্স ফিরে পেতে চাই...
ধন্যবাদ ♥️
👺 প্রখর রুদ্র কে হঠাতে হলে সবাই মিলে গল্প টিকে 👎🏼👎🏼👎🏼 ডিসলাইক করো 👹👹। তবেই নতুন ভাল গল্প শোনা যাবে
😭😭 না হলে আবার একটা Sunday নষ্ট হবে 😭😭
আমিও আপনার সাথে সহমত। সানডে সাসপেন্স কে আগের রূপেই দেখতে চাই। এনারা প্রচন্ড পরিশ্রম করেন, ফল ও ভাল হয়, তবে মাঝে মাঝে গল্প চয়ন সঠিক হয় না।
Baler matha ...tui bal fire ja ekhane gar maras na
@@blacksoul6365 Golpo na bhalo lagle sunbenna, but notun lekhokh-der demotivate korbenna please, ete actually bangla sahityor khoti. Kono lekhok-ee legend hoe jonmayna. Notun lokhokder support korun. Notun lekhok na asle bangale ar legends toiri hobena. Seita ki chan apnara?
@@S1LENCE381 I like your comment
আধুনিক লেখক দের গল্প বেশি পাঠ করা হচ্ছে, তার সঙ্গে বড়ো লেখক মানেই হোমস নয়তো শরদিন্দু। খারাপ লাগে না। কিন্তু এটাও মনে রাখতে হবে যে এর চক্করে হেমেন্দ্র, বিভূতি, তারাশঙ্কর রা যেনো হারিয়ে না যান। Suspense এর শুরুর দিকে মিসেস কুমুদিনী বা, মেডেল এর মত গল্পগুলো কিন্তু সমান উপভোগ্য ছিল।
ঠিক বলেছেন 😍😍😍
মিসেস কুমুদিনী লেজেন্ড গল্প😍😍
Oo oisob golpo bapok chilo
Asola soptha 1ta din....kon ta 6era kon ta sonabn......r amadar mto sobr mon rakha somvob e hoea6a na.....😍😍😍
Akdam thik bolechen ,purono golpo gulo jeno hariayi gelo
Ekdom thik bolechen, Holmes sunte sunte kan poche gelo
প্রিয় সায়ক আমান আর মীর দা আর দ্বীপ দা❤
Somak
এইখান থেকে কি করে অনুমান করা যায় ,সেটা বেশ শেখা যাচ্ছে,, ছোটো ছোটো অনুমান থেকেই গোয়েন্দার জন্ম,,,,, অনেক কিছু এবার থেকে মন দিয়ে দেখলে,বেশ চোখে পড়ার মতো জিনিস উঠে আসে,,,সেটা সামনের মানুষ কে খুব বিব্রত এর মধ্যে ফেলে😂😂😂😂
সত্যি,,,,এভাবেই শিখতে চেষ্টা করবো,,,,,এই ভাবেই একটু একটু করে, হয়তো আমাদের প্রিয় ব্যোমকেশ এর জন্ম 🙂🙂🙂
Rip to those mature childs who listened this wth their family:DD
🤣🤣🤣
Thenksh for warning
Thnx for warning
maa er sathe sunchi comments gulo check korle valo hoto .. bujhtei prchi egulo maa er sathe sonar moto na 😅
😂😂
কত দিন হয়ে গেলো নতুন ব্যোমকেশ কাহিনী শোনানো হয়নি
তাই বলছি তাড়াতাড়ি ব্যোমকেশ এর নতুন কোনো গল্প হোক
একদম
thik dada👍👍 onek din hoyagalo
Oh akdom ♥️🔦👓🔍🔎❤️
@@amarnathdey2036
হ্যা ঠিক বলেছেন
Kichu din agei chorabali sonano hoeche ar feluda ek bochor
পরের সপ্তাহে তারানাথ তান্ত্রিক এর গল্প হলে ভালো হয় ❤️
Akmot
Ekdom
এটা সম্ভব নয়
Ok
Akdom... Ohhh tripti e alada ❤️
Golpo Kar Kar valo laglo 😊❤
সত্যি শেষ মেশ এইটা 🤧, মির্চি টীম এর দাদা দিদিরা আরো তো গল্প আছে ভূতের গোয়েন্দার , না খুঁজে পেলে suggest korbo amra,
তাই বলে শেষে এইসব😭😭,
ক্লাস ইলেভেন এর পাঠ সংকলন বইতে অনেক গল্প আছে ভালো ভালো, যেমন "ডাইনি" তারাশংকর বন্দোপাধ্যায়
Sunday suspense addicted...😍😍
Amio addicted
@@arpanmandaldce6941 hi
@@RDHOBBY1 😂
Rply dile na...??
@@srijitajoarder2873 rply dile na...voi pele naki?...ashubidhe nei...
Aj o sayak da🤩🤩🤩 ki moja 🥰 thanks for the surprise ♥️❤️
খুব হতাশ হলাম এই গল্প শুনে! বাংলা সিরিয়ালের মত একটা গল্প শোনানো হলো!
We miss these writers:
Aveek Sarkar
Sayak Aman
Sharadindu Bandyopadhyay
Sir Arthur Conan Doyle
Satyajit Ray
Himadri Kishore Dasgupta
Manoj Sen
M. R. James
Hey vogobn... Sharadindu, Aurthur Conan er sathe same place e Sayak Aman?!!!! 🤢
Sayak Aman কে কেউ আবার miss করে।
@@mitadrudeb sayak aman bhalo e poet haa kno comparison nei ora to legend btw i enjoy sayak aman's story
শায়ক আমান!!?? এই লিস্ট কি উনার নামটা ঢুকানোর জন্য করলেন? কই লিভারপুল আর কই ফকিরাপুল!!
I like sayak aman stories very Much
বাংলা সাহত্যের অন্যতম লেখক - দের গল্প Sunday suspense - এ শুনে শুনে বাংলা সাহিত্যের প্রতি ভালোবাসা দীনকাদিন আরো বেড়ে যায় ❤️❤️❤️
সাহিত্যের*,দিনকেদিন*
Darun presentation
ইন্দ্রানীর ফোন তো আছাড় মেরে ভেঙে দিয়ে ছিল। খেতে বসে কার ফোন নিয়েছিল?
নিহারের🤣🤣
🤣🤣🤣
Notun dress er sathe sathe monehoy notun 1 ta I-phone o kine diyechilo Police raa...😂😂😂
টাকা খেয়ে এইসব গল্প চালাচ্ছে নতুন পরিচালক;
ইন্দ্রানী দি থাকতে গল্প সিলেকশন নিয়ে কোনোও অভিযোগ থাকত না কারো....
Superb query
সায়ক আমান এর গল্প অনেকদিন ধরেই শোনা হচ্ছে না। সায়ক আমানের গল্প চাই।।🙏
আমরা গল্পের "Ray" মাস চেয়েছিলাম , এরা চাহিদা থেকেও Loopholes বার করেছে মনে হচ্ছে🙂 .....
Eta class😂
👺 প্রখর রুদ্র কে হঠাতে হলে সবাই মিলে গল্প টিকে 👎🏼👎🏼👎🏼 ডিসলাইক করো 👹👹। তবেই নতুন ভাল গল্প শোনা যাবে
😭😭 না হলে আবার একটা Sunday নষ্ট হবে 😭😭
Oi to baler satyajit ray
@@blacksoul6365 Nosto korben na ! Apnake keu shunte bole ni! Ei situation eo shobai jothesto shundor kore poribeshon koren ei onusthhan ti! Shomman nai korte paren kintu oshomman korben na!
@@rawtransformationjiko Apnar manoshikotar porichoy ta publicly diye dilen kaku!!
আবার সেই প্রখর রুদ্র! উফ! কী বিরক্তিকর!
গল্পে কোনো বৈচিত্র্য তেমন নেই,দু চারটে টেকনিক্যাল টার্ম ঢুকিয়ে দেওয়া, এইটুকুই, আগের গল্পগুলোর সম্পর্কেও একই কথা মনে হয়েছে....
আপনাদের টিম ওয়ার্কের উৎকর্ষতা প্রশ্নাতীত, গল্প নির্বাচন নিয়ে একই প্রত্যাশা আপনাদের কাছে....
ভালো থাকবেন
সুস্থ থাকবেন সবাই
সত্যি অসাধারণ
Caution: গল্পের শুরুতেই কমেন্ট পড়তে আসবেন না। এই গল্পের প্রতি উৎসাহ হারিয়ে ফেলবেন।
Thik oh wait
এই গল্পের নাম শুনেই আমি উৎসাহ হারিয়ে ফেলেছি!!! যত্তসব!!!
😁
Ekdomi... Oneki na sunei... Mattobori... Kore!! 😒🥱
@@piyushmitra9299 lekhok r nam dekhlei enough ... R ki6u dorkar pore na
দয়া করে এরকম গল্প দেবেন না 🙏🙏🙏 এমনিতেই লকডাউন, তার মধ্যে সারা সপ্তাহ অপেক্ষা করে থাকি একটা ভালো গল্পের জন্য, আর শেষে এরকম জঘন্য গল্প।
Din din Sunday suspense sonar moja tai chole jache. Sunday suspense choto, boro sobar sathe bose suntam but akhon jaa dekhchi, familyer sathe sunday suspense sona tai mushkiler.
Same thing happened to me....cheler sathe boshe suntam....bandho kore ditey holo....ekdam baje
@@anivalley hmmm, setai to sunday suspense er kach theke amon dhoroner golpo asha korini. Akhono feluda, boymkesh boksi, taranath tantrik, shonku aro koto mon mugdhokor golpo ache. Sesob chere ki sob j golpo sonache😢🤦♀️
প্রখর রুদ্র দারুণ গল্প। এতে আধুনিকতার ছোঁয়া আছে।।
Ei gorm kale, adhunik ebong osojhokor Prokhor Ruder bhater golpo asche dekhe ajke Sunday Suspense sonar ichha roilona. Doya kore ei series sonano bondho korun.
ধুর! আবার প্রখর রুদ্র😔 ।সারা সপ্তাহের অপেক্ষার ফল শেষে এই গল্প টা
এই গল্পঃ টা কেমন? ভালো আর কিসের গল্পঃ এটা?
Sunte valo na lagle sunben na plz 🙂
@@antaragarai5734 গল্পঃ টা কেমন? কিসের গল্পঃ জানেন?(রহস্য, অলৌকিক)
@@ytbiobandakush4858 ami ki kore janbo age ki sunechi nki 🙄🙄🙄🙄pagoler moto kotha
@@antaragarai5734 ভাবলাম হয়তো জানতে পারেন তাই ask korlam🙃
I was expecting Sherlock Holmes or Feluda series most. Missing Ayantika's voice a lot. Her voice over made me feel and portray the characters she played. She was awesome
in bangla
I think Ayantika left
@@debojeet1993 I too think she left
@@voltgaming2213 Arthur Conan Doyle er jonmodin r May mash Ray hoi tai Sherlock Holmes noi Feluda series tai expect korechilam r ki!!!
ভাই এই ভাট এর গল্পঃ গুলো প্রচার করে আমাদের অপেক্ষায় জল ঢেলে, রবিবার গুলো খারাপ না করলেই কি নয় ?? প্রখর রুদ্র বন্ধ হোক।
এই মাসেই গোয়েন্দা শ্রেষ্ঠ শার্লক হোমস এর স্রষ্ঠা স্যার আর্থার কোনান ডয়েল এর জন্ম আবার এই মাসেই জন্ম তাকে আদর্শ হিসেবে গোয়েন্দাগিরি করা ফেলুদার স্রষ্ঠা সত্যজিৎ রায়ের কিন্তু এই মাসে দুজনের একজনের ও গল্প শোনা গেলো না।
I hope that Mirchi Bangla will notice it and will record a story of Feluda or Sarlock Holmes 🙏🙏🙏
অনেক শ্রোতাই প্রখর রুদ্র পছন্দ করে না, শুধু বাকিরা কী ভাবে এই চিন্তায় লাইক দিয়ে যায়।
Chumu kotha vai, amio etai mani
প্রখর রুদ্র অনেক বেশী আধুনিক,, বুঝতে গেলে একটু টেকনো লজি প্রিয় হতে হবে,,, এটাই আধুনিক সময়ের প্রিয়,, আমি তো দুবার তি নবার করে শুনে আত্মস্থ করি,,
Ektu sherlock holmes dekhun. Thole bujhte prben 10 bchor age r o better logical chilo. Adhunikotao chilo. Erkm copy kre logic hoy na
পুরো পরিবারই শার্লক হোমস 😂
🤣🤣🤣
DIG ছাড়া
@@sumitsen4796 একদম 😂
Abar bondhurao ache...paanch jon...ponchopandob ..**ahem**
Dangerous
Sunday suspense er maan din din porche..
*_তবে গলা কাটা পরী গল্পের শেষটা মোটেই আমার মনের মত হয়নি। শেষটা এরকম হলে আমার খুব আনন্দ হতো.. রায় বাড়িতে নিজের পূর্বজন্মের অস্তিত্বের খবর পেয়ে কুল যখন পরীর প্রতি আরো কৌতূহলী হয়ে ওঠে তখন মূর্তির কোনো কোনো অমোঘ অভিশাপে💀 কথককে মৃত্যুমুখে পতিত হতে হয়। সামনে মৃত্যু🔥 ছাড়া যখন আর কোনো পথ নেই😥 ..(এখানেই পাঠকের মনে রোমাঞ্চ সৃষ্টি হবে) আর বন্ধুরাও মরিয়া হয়ে কুলকে বাঁচাতে যখন অসহায়, তখন পরীই তাকে উদ্ধার করে🌬️। এই প্রথম পরীকে এতো কাছ থেকে দেখে ও স্পর্শ পেয়ে কুল বুঝতে পারে এ তার স্নহের পরী ছাড়া কেউ নয়🥺(তার পূর্বজন্মের স্ত্রী🎎)। গতজনমের সকল বৃত্তান্ত কুলের চোখের সামনে ভেসে ওঠে।কিন্তু পরীর শেষ ইচ্ছা( তার স্বামীকে মৃত্যুর আগে একবার আকুল নয়নে দেখা😇) পূরণ হওয়ায় সে মুক্তি পায় আর কুলের স্মৃতির মধ্যে বেছে থেকে চিরও আয়ুলাভ করে🤧🧚।আপনাদের কি মনে হয়? _*
Ekmot.
Ekhon Sunday Suspense golpoguli ager moto valo hoina
একদম
ফেলুদা, তারানাথ তান্ত্রিক, ব্যোমকেশ বক্সী, থাকতে, রুদ্র??
তাই বুঝি আজ facebook page দেয়া হয়নি. 🤔🤔🤔🤔
Eto tarahuro kiser... sunday suspense to sesh hye jacchena... oigulo holo bangalir abeg... restuarant e khawar moton mjhe mjhe pawai bhalo...nahle golpo sesh hoye gele miss korbo
@@itsmesubhasish8178 Thik e bolechen. Tobe Prakhar Rudra ekdome cholena. Homes / Poirot to astei pare majhe moddhe..
ইন্দ্রাণীর ফোন তো আছার মেরে ভেঙে ফেলা হয়েছিল, তারপরও WhatsApp এ জেঠুর মেসেজ ঢুকলো কিভাবে?
রাস্তাই আসতে আসতে নতুন কিনে নিয়েছে😂😂
Apni o 3 line er por 4 line e twist thakle melate parbe na tader k esb jiggas korchen.
তাইতো বেশ খাসা প্রশ্ন করেছেন মশাই
হাইলি সাস্পিশিয়াস
@@Pujo199 😂😂😂 একদম ই তাই।।।। যা বোঝাবে তাই বুঝবো sorry শুনবো
Ara vai ora to ar gorib na barite hoyto exta moblie chelo simple😄😄😄
Darun 👌
আমার মনে হয় সানডে সাসপেন্সে আগে যে গল্প গুলো বেরিয়েছে (আধ খাওয়া মড়া, মিসেস কুমুদিনী,বরোদা,পড়ো বাড়ি) এই ধরনের গল্প বোধ হয় আর বেরোবে না। তখন গল্প শোনার একটা আলাদা অনুভুতি ছিল, এখন আর সেটা নেই।😞😞😞
Really dada, 2016 r 2017 chilo amr kache khub nostalgic, because of Sunday suspense. R ekhon recently, "Sur" by Sayak Aman khub bhalo legechilo. E chara tmon kono golpo te ar sei agr feelings ba presentation ta nei. Sunday suspense bodhoy hariye jachche.
oi sab golpo 6ilo hemendra kumar roy, Hari Narayan chattopadhyay,manjil sen e.t.c
era sab darun writer
ekhon joto vulval writer er golpo h6e
tai ar temon vlo lage na
@@sumandas6308 We really missing Indrani di and ayantika di,, Indrani dir direction r jonnoi half golpo pran peto r ayantika dir voice, aladai.... Ki na hoyeche onar gola sune,,, prem korte ichcha koreche, abr voy te ga chomchom kore utheche. We really misssing those previous (2016-17) sunday suspense.
Ja bole6en dada
Please eisob prokhor rudra bondho korun, you guys are dropping your level....
বাদামি খাম টা নিয়মিত পৌঁছে যাচ্ছে অফিস টায়, ভালো কিছু আশা করাও দায়
খামে ভরা গান্ধীজি
আর ঘুষ ..ঘুষ
ja bolechhen
একদম
Mane
তারানাথ তান্ত্রিকের "অলাতচক্র" করলে খুব ভালো হয়, তার জন্য যদি ৪-৫ টি পার্ট করতে হয় তাতেও কারোর অসুবিধা হবে বলে মনে হয়না। ওই গল্পটার মধ্যে একটা আলাদা অনুভুতি আছে। Team mirchi দয়া করে এই অনুরোধটি রাখলে অনেক শ্রোতা মুগ্ধ হবে/হবেন। ধন্যবাদ❤️
Agree
"Sunday Suspense" সত্যি ই খুব ভালো ❤
কিন্তু একটাই ছোট অভিযোগ যে, আমাদের comments গুলো তে একটু নজর দিয়ে আমাদের prefer করা গল্প গুলোর মধ্যে কিছু গল্প যদি পরিবেশন করা যেতো 😇
সারা সপ্তাহ পর একটি গল্প তাও যদি দেড়ঘণ্টার উপর না হয় ঠিক মতো মন পোষায় না।
1 hr holeo hoi
Thik bolechhen
Content যথাযথ হওয়াও জরুরী
Ami Sunday suspense er ekjon dirghodiner srota... Sunday suspense surur somoy thekei Ami ei show ti follow kore aschi... Kintu kauke osomman na korei bolchi ei prokhor rudrer golpo gulo ottonto nimnomaner... Lekhok boi ti bechar Jonno Kichu Boro Boro naam babohar koren... Bakita oi sotto ghotona obolombone theke neoa
মিরছি শুনবে না এইসব কথা, ওরা কালা হয়ে গেছে,
Fu+k প্রখর কা
ekdom thik...bangla sahitye eto golpo thaka sotteo esob golpo kno choose kora hoy jani na....feluda, byomkesh, shanku, sherlock, taranath tantrik, priyonath, tarini khuro thik ache.....kakababu ache, kiriti ache, shabor ache eder golpo diye ki sunday suspense kora jayna ki?
Amio ekmot
I agreed... Prakhar Rudra is too substandard for Sunday suspense I think! We want kakababu, Arjun, Kiriti and lots more stories from Sunday suspense! Please...
Ek no👍
মে মাসে আর একটি মাত্রই রবিবার রয়েছে। অন্তত ওই দিন একটি ফেলুদা গল্প পরিবেশন করার অনুরোধ রইলো টিম সানডে সাসপেন্স এর কাছে।
ফেলুদা চাই।
Feluda chai
Yes
@Kunal Mazumdar eta onk agei hye g6e
লন্ডনে ফেলুদা প্লিজ😁
Ai Prokhor Rudra series kobe bondho hobe!! :'(
aamra purono lekhok der golpo chai
Akdam thik bolechen
গতকাল স্যার আর্থার কোনান ডয়েল জন্ম দিবস ছিল আশা করেছিলাম একটা অন্তত শার্লক হোমসের গল্প পাবো
মির্চি বাংলার কাছে অনুরোধ আগামী সপ্তাহে শার্লক হোমসের গল্প পাঠ করার জন্য
15:43 ইন্দ্রানী কিভাবে মুখ না তুলেই দেখেনিল শিবানীর কাধের সিট বেল্টের দাগ ? এত দেখছি danger গোয়েন্দা 😅😄
𝑌𝑒𝑠
𝑆𝑜𝑜 𝑓𝑢𝑛𝑛𝑦
ETA thik
Hmm setai
Ki oboshtha 😂😂
চন্দ্রবিন্দুর ‘চ’
শিশুর ‘শ’
রুমালের ‘মা’
রবিবার ঘেটে ‘ঘ’😂😂
😁
Pagol
@@SampadUtsab kno?
Chandrabindur cha, beral er talobyo sha r rumaler maa hoto shishu na
Robbar dupure sunday suspense shonar amez ta puro sesh kore dilo.😭
Joghonno sob golpo khujey aney. So much disappointed!!
I agree with you..
বিশেষ করে প্রখর রুদ্রর একটিও গল্প ভালো লাগে না ।
Unsubscribe kore din
When you found that the story is disappointing, u should then and there exit from listening
Cause listeners like me get very disappointed and upset after reading this kind of unrelated comments, seems like a chaos inside a movie hall where a good film is running.
তাই অযথা chaos সৃষ্টি করবেন না. Thank you , আর হ্যাঁ তর্কে যাবেন না।
@@trishitabose2228 Golpo sunte aschen to golpo tai sunun na... Unnecessary hyaj kno namachen
আজকের গল্পটা যথেষ্ট ভাল ছিল। চিন্তাইবাজ-ছিনতাইবাজের মত baseless নয়।
Ha.. Sotti aj tai premier ta sunini vablam time waste hobe. Ekhon sune dekhchi jothesto valo
মারাত্নক গল্প❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
মনে হচ্ছে এবার একটা ভাল গল্প পেয়েছি 😊 ধন্যবাদ । ভালোবাসা নিবেন ❤
শার্লক হোমস এর "দ্যা অ্যাডভেঞ্চার অফ দ্যা রেড সারকেল" গল্পটা কবে শোনাবেন???
যেদিন ইচ্ছা
আসুন শোনাচ্ছি !! আসার সময় একটা গামছা নিয়ে আসবেন, কারন শোনার পরে আপনার বসার মত হাল নাও থাকতে পারে !! গোবিন্দগোপাল !!
Please guys Sunday suspense we want this one
@@anirbansarkar7501 দেখুন আমি আপনাকে চিনিও না জানিও না আপনিও আমাকে চেনেন না জানেন না। আর আপনাকে চেনার বা জনার কোনটারই ইচ্ছে আমার নেই।.......
প্রথম কথা হচ্ছে আপনি আমার comment e এই ধরনের রিপ্লাই দিলেন কোন অধিকারে।......
দ্বিতীয় কথা হচ্ছে question ta করেছি Radio Mirchi কে। তারা
শোনাবে কি শোনাবে না এটা তাদের ইচ্ছে। মাঝখানে আপনি নাকগলাচ্ছেন কেন?......
@@ayan6780 অধিকার? এ কে রে পাঁচুগোপাল !! এমন করে বলছেন যেন মির্চিবাংলার সাথে আপনার কাকা ভাইপোর সম্পর্ক !! এটা ভার্চুয়াল প্লাটফর্ম কাকা, এখানে জমি কেনা যায়না !!
হয়তো আমার রসবোধের অভাব তবে প্রখর রুদ্রের গল্প Sunday suspense এ শুনতে অনেক টা 'ভেজ বিরিয়ানি ' এর মতো। নামেই চলছে শুধু 😆
Akdom e tai
Darun ❤️❤️❤️❤️
আবার সেই প্রখর রুদ্র 😒😒😪😪😴😴
আরও তো অনেক ভালো গল্প আছে নাকি..😖😖😖 যাই হোক আজ Sunday suspense এর data টুকু বেচে যাবে 🥳🥳🥳😏😏😏😏
রবিবারের দুপুরে খাসির মাংস আর গরম ভাত দিয়ে গল্প শোনা তাও আবার বাংলায়, বাঙালি হয়ে খুব গর্ব অনুভব করি।
ধন্যবাদ রেডিও মিরচি।🙏🙏🙏🙏
Detective we ordered: feluda detective we got: prokhor rudro
👺 প্রখর রুদ্র কে হঠাতে হলে সবাই মিলে গল্প টিকে 👎🏼👎🏼👎🏼 ডিসলাইক করো 👹👹। তবেই নতুন ভাল গল্প শোনা যাবে
😭😭 না হলে আবার একটা Sunday নষ্ট হবে 😭😭
জটায়ুর লেখা প্রখর রুদ্রের অ্যাডভেঞ্চার সাহারায় শিহরণ শুনতে আসুন Galpo Kalpo Rahasya এই channel e
Lol
Feluda chhara ki banglae ar onno kono goenda nei??? Banglar sahityo bhander ki eto chhoto boss? Sob somoy legends-der nie pore thakle notun legends asbe ki?
@@S1LENCE381 I agree
মাইক্রফট, সিধুজ্যাঠা, পঞ্চপান্ডব, মিতিনমাসি, ফেলুদা, শার্লক, লেস্ট্রেড প্রত্যেকটা চরিত্র কে খুব ই সার্থকতার সাথে কপি পেস্ট করতে পারার জন্য গল্পকার কে অভিনন্দন! 🎉🎉 অসাধারণ! ও হ্যাঁ! ওয়েব সিরিজ গুলোও খুব সুন্দর ভাবে কাটা ছেঁড়া লাশ তৈরি তে সাহায্য করেছে!
ইন্টারনেট এর যুগে সত্যিই এত ইনফরমেশন জোগানো বিশাল সার্থকতা বটে! তবে হ্যাঁ... এটুকু বলতেই হবে বিভা প্রকাশনী ভালই সাসপেন্স তৈরি করছে এই লেখক দের উপস্থিতি দিয়ে!
আসলে সত্যজিৎ রায় কে সামনে রেখে সানডে সাসপেন্স এর শুরু টা থেকে শুনছি তো.... চিমটে দুধ মেশানো জলে তাই ভীষন
আনন্দে অবগাহন করছি!
দিনকাল পাল্টাচ্ছে! তাই জেনেশুনে বাংলা সাহিত্যের লাশ দেখেও বলতে হবে বোধয়! "আহা কি শিল্প"!
I have a request for the classic stories like king solomon’s mines, treasure island, kidnapped, huckleberry finn etc etc 🙂
Content er appeal bole ekkhan bostu hoy...🙄
Sunday suspense is the only one medicine to keep us enthusiastic round the week. ❤💙💛🙏🙏
But some times even after knowing the people's taste they upload vulgar fake feminist promoting stories which really make us very much sad....
রাতে ঘুম আসে না। তাই রাতে শুনবো যাতে শুনতে শুনতে ঘুমায় যাইতে পারি 😔
Good luck to all innocent kiddos listening with family.... 👍🏻
😂😂😂
একটা অভীক সরকারের গল্প দাও না , কতদিন যে এই কথা বলতে হবে , যানি না তবে চেষ্টা ছাড়ব না ।🤓🤓
Amro priyo avik sarkar...
Ha thik, "khara voirabir math"
সম্ভব না,ওনার storytel এর সাথে চুক্তি হয়েছে,ওখানে কিছু পাবেন,আর ওনার নিজের অডিও production maheswari production এ পাবেন
আমার ও তাই মত
Please avik sarkar er akta glpo sunte chai
Prokhor Rudra r golpo gulo literally "okhadhya"
Sotti
আমার একটাই প্রশ্ন--সানডে সাসপেন্স কাকাবাবু ও সন্তু পরিবেশন করে না কেন?
Amaro eki question
Na, agni nijei akta live a bole6ilo hobe na.
@@sarbanighosh2252 kano?
আনন্দ পাবলিশার্স আর সুনীল গঙ্গোপাধ্যায়ের পরিবার বিনা পয়সায় কপিরাইট ছাড়বে না। নিশ্চই মোটা টাকা চায়।
@@IB_007 I agree😔
আমার আর এক প্রিয় লেখক সায়ক আমান এর গলা শুনলাম,, ভাল লাগল,, কৌশিক রায় অনবদ্য,,, আর মীর দীপ সহ টিম Sunday suspense,,, কুর্নিশ ,, খুব ভালো লাগলো পরপর 3 বার শুনলাম