আসসালামু আলাইকুম, একটু উপকার করবেন প্লিজ, রাস্তা বাড়ানো জন্য সরকার জমি নিয়েছে 3 ভাই থেকে, ঘর ও জমি বাবদ সবগুলো টাকাও এসেছে বড় ভাইয়ের নামে অথচ সেই ভাই টাকা দিতে রাজি নয় সবগুলো টাকা তিনি নিয়ে নিতে চাচ্ছে,, সে ক্ষেত্রে কি করনীয়,, একটু বিস্তারিত বলবেন প্লিজ,,
প্লিজ স্যার আমার প্রশ্নটার উত্তর দিবেন? বাবার ৫ ছেলে। ১ কোর ১৯ কাঠা জমিকে তার বাবা ১ ছেলেকে লিখে দিসে ২০ বছর আগে। তারপর সে ঐ জমি থেকে ১৫ শতাংশ জমি বিলডিং গাছপালাসহ বিক্রি করে দিসে ১০ লক্ষ টাকার বিনিময়ে। যে বিক্রি করছে তার বড় ভাই বিক্রি করার সময় সাক্ষী হিসেবে ছিল।দলিলে সাক্ষর দিসে। এখন সবাই বলতাছে জমি কম দামে বিক্রি করে ফেলছস। এখন সে তার ছোট ভাইকে দিয়ে পিউশনি মামলা করতে চাইছে। জমিটা আবার তাদের কাছে নেওয়ার জন্য। এখন কি এই জমির উপর মামলা চলবে।মামলা করে কি জমিটা আবার নিয়ে যেতে পারবে।
CS,SA,Rs দাগে জমি ছিল 20 শতাংশ ৷ কিন্তু BRS জরিপ করার সময় ২ শতাংশ জমি বেশি আসছে নকশায় ৷ এই দুই শতাংশ জমি আলাদা bRS খতিয়ান করানো হয়েছে ৷ এখন কি এই জমিটুকু বিক্রি করতে পারব ?
ভাই আমার কাছে আট লাখ টাকার চেক আছে কিন্তু কোন তারিখ নাই। এখন টাকা দিতে চাচ্ছে না। চেকের মধ্যে টাকার পরিমাণ, সই আছে। চেকের বয়স প্রায় ৪ বছর হচ্ছে। এখন ডিজঅনার করতে চাই হবে কি? ভাই দয়াকরে একটু পরামর্শ দিয়েন।
স্যার আমার বাড়ি রাজশাহী জেলার তানোর থানা। আমার একজন আইনজীবী দরকার যিনি নিরপেক্ষ ও সততার সঙ্গে কাজ করেন। রাজশাহী জেলায় এমন কোনো আইনজীবী থাকলে জানাবেন প্লিজ।
প্রিয় ভাই আমি এক ব্যক্তির কাছে তিন লক্ষ টাকা পাই সে আমাকে 3 লক্ষ টাকার চেক দেয় কিন্তু তার একাউন্টে টাকা ছিল না দ্বিতীয় কথা হল তার স্বাক্ষর ভুল ছিল যেমন তার নাম হবে যেমন তার নাম হবে সুইটি বেগম সে লিখেছে শুধু সুইটি এখন এটা করণীয় কি আমি কি আইনগত ব্যবস্থা নিতে পারবো
স্যার আমি জানিনা আমি আপনার সাহায্য পাব কিনা যদি ব্যাংক কর্তৃপক্ষ অ্যাকাউন্ট নাম্বার ভুল জায়গায় আর সেই অ্যাকাউন্ট নাম্বারে টাকা চলে যায় তাহলে আমি কি করতে পারি আমার এক লক্ষ 18 হাজার 400 টাকা ব্যাংকের ভুলের কারণে চলে গেছে চেকের উপর তাদের দেওয়া ভুল নাম্বারে দয়া করে সঠিক পরামর্শ দিন🙏🙏🙏🙏
It's an important discussion.
ভাইয়া ইস্টাম দিলে কি হয় এই নিয়ে একটা ভিডিও করনে
আসসালামু আলাইকুম,
একটু উপকার করবেন প্লিজ,
রাস্তা বাড়ানো জন্য সরকার জমি নিয়েছে 3 ভাই থেকে, ঘর ও জমি বাবদ সবগুলো টাকাও এসেছে বড় ভাইয়ের নামে অথচ সেই ভাই টাকা দিতে রাজি নয় সবগুলো টাকা তিনি নিয়ে নিতে চাচ্ছে,, সে ক্ষেত্রে কি করনীয়,, একটু বিস্তারিত বলবেন প্লিজ,,
স্যার আমি কিছু জানতে চায়
প্লিজ স্যার আমার প্রশ্নটার উত্তর দিবেন?
বাবার ৫ ছেলে।
১ কোর ১৯ কাঠা জমিকে তার বাবা ১ ছেলেকে লিখে দিসে ২০ বছর আগে।
তারপর সে ঐ জমি থেকে ১৫ শতাংশ জমি বিলডিং গাছপালাসহ বিক্রি করে দিসে ১০ লক্ষ টাকার বিনিময়ে।
যে বিক্রি করছে তার বড় ভাই বিক্রি করার সময় সাক্ষী হিসেবে ছিল।দলিলে সাক্ষর দিসে।
এখন সবাই বলতাছে জমি কম দামে বিক্রি করে ফেলছস।
এখন সে তার ছোট ভাইকে দিয়ে পিউশনি মামলা করতে চাইছে।
জমিটা আবার তাদের কাছে নেওয়ার জন্য।
এখন কি এই জমির উপর মামলা চলবে।মামলা করে কি জমিটা আবার নিয়ে যেতে পারবে।
স্যার প্লিজ মতামত দেন?
CS,SA,Rs দাগে জমি ছিল 20 শতাংশ ৷ কিন্তু BRS জরিপ করার সময় ২ শতাংশ জমি বেশি আসছে নকশায় ৷ এই দুই শতাংশ জমি আলাদা bRS খতিয়ান করানো হয়েছে ৷ এখন কি এই জমিটুকু বিক্রি করতে পারব ?
ভাই আমার কাছে আট লাখ টাকার চেক আছে কিন্তু কোন তারিখ নাই। এখন টাকা দিতে চাচ্ছে না। চেকের মধ্যে টাকার পরিমাণ, সই আছে। চেকের বয়স প্রায় ৪ বছর হচ্ছে। এখন ডিজঅনার করতে চাই হবে কি? ভাই দয়াকরে একটু পরামর্শ দিয়েন।
SIR, IS this rules still valid ? in 2023
?
আমার বাসা খুলনা আমাকে একজন চেক দিচ্ছে। সেটা কুষ্টিয়া শাখা। এখন খুলনার ব্যাংক আমাকে চেক ডিজনার করে দিচ্ছে না। এখন আমি কি করবো
আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে চেক ডিসঅনার করতে পারেন।
স্যার আমি আপনার একজন সাবস্ক্রাইবার স্যার তিন বিঘা জমি ২ ভাই ৩ বোন কে কতটুকু পাবে স্যার একটু জানালে উপকৃত হতাম।
স্যার আমার বাড়ি রাজশাহী জেলার তানোর থানা। আমার একজন আইনজীবী দরকার যিনি নিরপেক্ষ ও সততার সঙ্গে কাজ করেন। রাজশাহী জেলায় এমন কোনো আইনজীবী থাকলে জানাবেন প্লিজ।
প্রিয় ভাই আমি এক ব্যক্তির কাছে তিন লক্ষ টাকা পাই সে আমাকে 3 লক্ষ টাকার চেক দেয় কিন্তু তার একাউন্টে টাকা ছিল না দ্বিতীয় কথা হল তার স্বাক্ষর ভুল ছিল যেমন তার নাম হবে যেমন তার নাম হবে সুইটি বেগম সে লিখেছে শুধু সুইটি এখন এটা করণীয় কি আমি কি আইনগত ব্যবস্থা নিতে পারবো
চেক ডিজঅনার করে আইনগত ব্যবস্থা নিন
স্যার আমি জানিনা আমি আপনার সাহায্য পাব কিনা যদি ব্যাংক কর্তৃপক্ষ অ্যাকাউন্ট নাম্বার ভুল জায়গায় আর সেই অ্যাকাউন্ট নাম্বারে টাকা চলে যায় তাহলে আমি কি করতে পারি আমার এক লক্ষ 18 হাজার 400 টাকা ব্যাংকের ভুলের কারণে চলে গেছে চেকের উপর তাদের দেওয়া ভুল নাম্বারে দয়া করে সঠিক পরামর্শ দিন🙏🙏🙏🙏
সংশ্লিষ্ট ম্যানেজারের সহিত আবেদন দিয়ে কথা বলুন প্রয়োজনে আদালতের আশ্রয় নিন
দান শর্তে জমির দলিল করলে, সেই জমি কি ফেরত নেওয়া যায়। যদি গ্রহিতা আত্নীয়ের বাইরে হয়। আর মারা যায়।
দলিটি দেখতে হবে
স্যার আসসালামু আলাইকুম sir আমাদের 8 সতানকসো জমি ২ পর্চা এখন কি এটা rh রেকর্ড করা যাবে
স্যার কমেন্ট করেন
ভাইয়া আপনার নাম্ভার টা কি পেতে পাড়ি
মোঃ আমির হামজা লিমন
এ্যাডভোকেট
চেম্বার-
ঢাকা আইনজীবী সমিতি ভবন, ৮ম তলা, রুম নং- ৮২৩, ৬-৭ কোর্ট হাউস স্ট্রিট (ঢাকা জজ কোর্ট), সদরঘাট, কোতোয়ালী, ঢাকা।
ব্যাংক চেকের উদার করার কোন নিয়ম ভা আইন আছে
প্রশ্নটি স্পষ্ট করে লিখুন ভাই
চেকের উদার করার মামলা করতে হবে। আমার মামলা কোথায় করতে হবে। একটু বলবেন
স্যার আমি আপনার একজন সাবস্ক্রাইবার স্যার তিন বিঘা জমি ২ ভাই ৩ বোন কে কতটুকু পাবে স্যার একটু জানালে উপকৃত হতাম।
স্যার আমি আপনার একজন সাবস্ক্রাইবার স্যার তিন বিঘা জমি ২ ভাই ৩ বোন কে কতটুকু পাবে স্যার একটু জানালে উপকৃত হতাম।
স্যার আমি আপনার একজন সাবস্ক্রাইবার স্যার তিন বিঘা জমি ২ ভাই ৩ বোন কে কতটুকু পাবে স্যার একটু জানালে উপকৃত হতাম।
স্যার আমি আপনার একজন সাবস্ক্রাইবার স্যার তিন বিঘা জমি ২ ভাই ৩ বোন কে কতটুকু পাবে স্যার একটু জানালে উপকৃত হতাম।
ভাই পাবে ২৮.২৮ শতাংশ
বোন পাবে ১৪.১৪ শতাংশ