আমার ৭৩ বছর বয়েস। আপনার ভিডিওগুলো দেখে আমি আপ্লুত। এত সহজ সরল ভাবে আপনি এক্সপ্লেন করেন যে, যেকোনো বিষয় জলের মত পরিস্কার হয়ে যায়। আপনাকে আমার শ্রদ্ধা নিবেদন করলাম।
জয় হিন্দ , জয় ভারত। স্যার, আপনার বক্তব্য অসাধারণ। যত আপনার কথা শুনছি তত অবাক হচ্ছি। কি অসাধারণ আপনার বক্তব্য। আপনার প্রতি আমার শ্রদ্ধা বেড়েই চলেছে। নমস্কার স্যার।
@@nobihazoratmahammod2020 ....আরে মাঝে মাঝে আপনাকে কি কেউ কামড়ায় নাকি ...?? ভারতে এর নাগরিক ...তো ফালতু পাকিস্তান কি করলো ...তারা গরিব হল কি মরে গেলো আমাদের কি ...বরং ....দেশের 40.6% সম্পত্তি কেনো 1% লোকের কাছে থাকবে ..বাকিরা মানে আমাদেরকে দাঁড়ি ওয়ালা মোদী কেনো গরীব করে রাখছে , সেটা নিয়ে এই bhalluk আলোচনা করছেন .না কেনো ...? প্রশ্ন কর উনাকে
Sir আপনার বিশ্লেষন একদম সঠিক , পাকিস্তানের এই অবস্থার জন্য চীন দায়ী , আমাদের মোদিজীর ভবিষ্যতবানী অক্ষরে অক্ষরে মিলে গেছে . মোদিজী জিন্দাবাদ . ভারত মাতার জয়.
আপনাকে সম্মান জানিয়ে আপনার ধারণার বিরোধিতা করে আমি বলছি যে এই ক্ষেত্রে ভারত এবং পাকিস্তানের উন্নতির তুলনার বিশ্লেষণ হিসেবে ভারতবর্ষের উন্নতির জন্য মোদিজীর অথবা বিজেপি সরকারের কোন কৃতিত্ব নেই। এই ক্ষেত্রে আমাদের দেশে পন্ডিত জহরলাল নেহেরুর নেতৃত্ব এবং তার বৈজ্ঞানিক চিন্তাভাবনার প্রসার(Secularism & Socialism, IIT, AIIMS, ISRO, PSU etc) এবং বিভিন্ন ক্ষেত্রে কংগ্রেস সরকারের যে উন্নয়নমুখী পদক্ষেপ(Economics, Foreign Policy, Agricultural, Health & Education, Science & Technology, Medical Science, Industrial City, Rural &Urban development etc)ভারতবর্ষ কে বর্তমান কালে উন্নতির শিখরে পৌঁছে দিয়েছে। যার শুরুটা আজকের নয় স্বাধীনতার পরে বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে তা কার্যকরী হয়েছে। সেইগুলো এই ভিডিওর বিভিন্ন বিশ্লেষণ দেখলেই বোঝা যায়।
আজ আমাদের প্রতিবেশী বাংলাদেশ ও হয়তো এই অবস্থায় থাকতো।যদি 1971 এ স্বাধীন না হতো।বাংলাদেশ কে যারা স্বাধীন করেছে তাদের জীবন আরো অনেক প্রাণ গিয়েছে ।কিন্তু একটা শান্তির দেশ পেয়েছে।
না দাদা শুধু মোদীজির জন্য নয় ।আমাদের দেশের প্রত্যেক প্রধান মন্ত্রী নির্দিষ্ট অবদান আছে । এছাড়া আমাদের রাষ্ট্রপতি হিসাব এ যারা নির্বাচন হয়েছেন প্রত্যেক এ নিজের অবদান দিয়েছেন।এছাড়া 1971 এ র সময় ইন্দিরা জি বিশেষ অবদান আছে।তিনি আমাদের বাঁচতে শিকিয়েছেন।লালবাহাদুর শাস্ত্রী আমাদের বীজ রোপন করেছেন । অটল বিহারী বাজপেয়ী এবং মাননীয় কালাম স্যার আমাদের যে স্বপ্নের বৃক্ষ তা রোপন করেছিলেন সেই বৃক্ষের সুরক্ষার জন্য শক্তির প্রাচীল নির্মাণ করেছিলেন ।। আর যখুন সার কানার জন্য অর্থার সংকট এসে ছিলো তখুন মনমোহন শিং এর মতো প্রতিভা সম্পূর্ণ মানুষ আমাদের সার এর ব্যাবস্তা করা দিয়ে ছিলো ।।তার পর আমাদের সেই বৃক্ষ কে নির্ভর করে আমাদের মাননীয় মোদী জি আমাদের সাম্রাজ্য শক্তি শালী করে তুলেছেন ।
একটা বিষয় উল্লেখ করলে ভালো হতো, ১৯৭১ এ বাংলাদেশের জনসংখ্যা ছিল সাড়ে সাত কোটি পাকিস্তানের ৫ কোটি, বাংলাদেশ জনসংখ্যা নিয়ন্ত্রণে ব্যাপক সাফল্য অর্জন করেছে, কিন্তু পাকিস্তান পারেনি। বাংলাদেশের জনসংখ্যা এখন ১৬কোটি।
@@parthadaschowdhury .আরে মাঝে মাঝে আপনাকে কি কেউ কামড়ায় নাকি ...?? ভারতে এর নাগরিক ...তো ফালতু পাকিস্তান কি করলো ...তারা গরিব হল কি মরে গেলো আমাদের কি ...বরং ....দেশের 40.6% সম্পত্তি কেনো 1% লোকের কাছে থাকবে ..বাকিরা মানে আমাদেরকে দাঁড়ি ওয়ালা মোদী কেনো গরীব করে রাখছে , সেটা নিয়ে এই bhalluk আলোচনা করছেন .না কেনো ...? প্রশ্ন কর উনাকে
@@parthadaschowdhury ....পাকিস্তান হয়ে যাওয়া মানে ki বোঝাতে চাইছেন ....বলবেন কি ? 1. পাকিস্তান এর থেকে বেশি মুসলমান ভারতে আছে ... 2. Economic revolution তো কংগ্রেস ভারতে এনেছে ....তাহলে একটু বুঝিয়ে বলবেন কি ?
@@amitavamandal9047 সেই দেশের মানুষদের মানষিকতাই ঠিক ছিল না কখনো । সব সময় তাঁরা ভারত বিরোধী কাজে জড়িত ছিল । সব জায়গায় আতংকবাদ ছরানোর চেষ্টা করছে । সব সময় কাশ্মীর সীমান্ত কাশ্মীর সীমান্ত করে থাকবে , দেশের উন্নয়নের বদলে তো কি হবে । তাই তাদের আজ এই অবস্থা । মহাশয় 🙂🙂🙂 ।।।
মাননীয় সুজিত বাবু, আপনি পাকিস্তান বাসীকে যে সুন্দর উপদেশ দিলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ।ঐ দেশের মানুষের ৭৫ বছরেও সে পথে হাঁটে নি।হি্্সার রাজনীতির করে সব শেষ। আমাদের দেশে ও কিছু নেতা আছে তারা বাংলার একটা অংশকে মিনি পাকিস্তান বলে শান্তি পেয়ে থাকেন। তাঁদের উচিৎ পাকিস্তানে গিয়ে সুখ শান্তি উপভোগ করে আসা।
অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম 🙏 জানাই আপনাকে। আপনার বিশ্লেষণ খুব ভালো লাগলো। ভগবানের কাছে প্রার্থনা করি যেন তাদের মধ্যে সুবুদ্ধি ও সৎ চিন্তাভাবনার উদয় হয়। Thank you so much sir...... Jai Hind.
আরে জোর জবরদস্তি করে কি বাঙালি হওয়া যায়। মুখের ভাষা যেদিন বাংলা হবে সেদিন বাঙ্গালী হতে পারবে। এইসব গু-ছল,উজু,বিড়ান, ইন্তেকাল ফরমাইয়াছে,_____অসংখ্য অজানা শব্দ ব্যবহার করে কথা বলে জোর জবরদস্তি করে বাঙ্গালী হওয়ার চেষ্টা না করে প্রকৃত বাংলাভাষায় যেদিন কথা বলার সাহস করবেন সেদিনই প্রকৃত বাঙ্গালী হতে পারবেন।
স্যার একটা জিনিস কিন্তু ভুল করে ফেলেছেন,, সেটা হচ্ছে পাকিস্তানী জঙ্গিদের স্বর্গে গিয়ে কি কি সুযোগ-সুবিধা পাবে সেটার ব্যাখ্যা কিন্তু পরিপূর্ণভাবে দিতে ভুলে গেছেন ? যেমন ৭২ হুর আরো কি কি যেন ? এ বিষয়ে সবিস্তারে ব্যাখ্যার অনুরোধ রইলো !🙂কারণ এতে পাকিস্তানবাসীগন অনেক উপকৃত হবে বলে আশা রাখি ।😂
Sir, Indiaও তো এখনো জনসংখ্যা নিয়ন্ত্রন আইন তৈরী করেনি। 2000 সাল নাগাদ Indiaতে population ছিল 100,0000000 এখন 140,0000000, Chinaতে 2000 সাল নাগাদ population ছিল 124,0000000. যা কয়েক বছরে populationএ Chinaকে পিছনে ফেলবে India. Pakistan এর area 8,50000 km^2, population240000000. UP এর area 2,48000km^2, population 24,0000000....
করার দরকার নেই। ১৬০ কোটি হবার পর আপন থেকেই কমে যাবে। চীন এর নেক্সট দিন গুলো কঠিন হতে চলেছে । সেখানে তীব্র সংকট আস্তে চলেছে । একটা বাচ্চা নীতি এর ফলে দেশে labour অভাব দেখা যাবে। যেটা ইন্ডিয়া তে হবে না।এখানে পপুলেশন আস্তে আস্তে কমে যাবে । এখন ইন্ডিয়া তে ফার্টিলিটি ১.৯ এর মানে জনসংখ্যা কিছু দশক এর মধ্যে কমতে শুরু করবে।
Long Live Sujit sir, your brief discussion about now Pakistan not only teach how they reach to such situations but how to recover from it also.Actually sir in my own opinion integrity and humility is also responsible for such crisis.
Sir, আপনার কাছে একটা অনুরোধ করছি। গত কয়েক বছরে ভারতবর্ষ বিজ্ঞান, প্রযুক্তি ইত্যাদি বিভিন্ন বিষয়ে এগিয়ে চলেছে। যার ফলস্বরূপ ভারতের বিভিন্ন রাজ্যের শ্রীবৃদ্ধি হচ্ছে। এইসব বিষয়ে সপ্তাহে একটা করে প্রতিবেদন করলে অনেক কিছু জানতে পারবো। এই প্রতিবেদনে যে কারণগুলো উল্লেখ করেছেন তা একদম যথাযথ। আপনাকে ধন্যবাদ।
যাদের যেটা পাওয়ার দরকার তারা সেটা না পেলে সঠিক বৃত্ত সম্পুর্ন হবে না...!! সকল জাতি এই দুনিয়ায় থাকার উপযুক্ত নয়....এটা বাস্তব সত্য...!! তারা কখনোই নিজেদের শোধরাতে পারবে না...বিনাশই একমাত্র পরিণতি...!! আপনি ওদের যতই উপদেশ দিন বা যতই হেয় হোক...ভবি ভুলবেই না...এটা নিয়তি মূলক সত্যই...
Thank you sir . The suggestions , you have delivered towards the common people of Pakistan , is highly appreciated. Hope, People of Pakistan will be enriched, if they implement your suggestion.
I m proud of my PM.... Salute Modiji... মোদিজির জন্যই আজ ভারত এত শক্ত অবস্থায় দারিয়ে আছে ও ভারতকে আজ সারা বিশ্ব সমীহ করে... জয় হিন্দ... ভগবানের অশেষ কৃপায় জন্মেছি এই ভারতবর্ষে / মধ্যযুগীয় অবৈজ্ঞানিক শিক্ষা ব্যাবস্থা এর সংজ্ঞা টা ঠিক দিয়েছেন স্যার।
Sir , দারুণ বলেছেন । প্রত্যেকটা point ই সত্য । তবে পাকিস্তানের mindset এমন জায়গায় রয়েছে যে কোন সৎ-উপদেশ আর কাজে আসবে না । In my opinion - There will be no country in the world in the name of Pakistan . Pakistan will be divided into multiple parts like Yuboslovia then problems may be solved
Dear sujit Babu, Iam an old of 77yrs. Iam very fond of your lecture. I regularly enjoy your valuable remarks.such kind of advices enhance the minds of our Indian Young's with other Young's of the world.
পাকিস্তান কে ঋণের ফাঁদে ফেলে কিভাবে চুষে খাচ্ছে চীন , দেখুন এই video টাতে
Click:th-cam.com/video/g-G-ZbZzVLk/w-d-xo.html
.
আমাদেরকৈ আল্লাহ নির্দেশ দিয়েছে অধিক সন্তান নেওয়ার জন্য।
Sir apnar video te Pakistan er map tai kashmir k dekhiye fele6en vul kre
@@anonymous133 Allah ke oder Aata dite Bal ,sala Aata ke debe bachha to vore debe .
Veri naic cin vava dake cara ve
সোভিয়েত রাশিয়া সেভিয়েত না। বৈজ্ঞানিক উচ্চারণ ঠিক করুন। বৈগানিক না।
আমার ৭৩ বছর বয়েস। আপনার ভিডিওগুলো দেখে আমি আপ্লুত। এত সহজ সরল ভাবে আপনি এক্সপ্লেন করেন যে, যেকোনো বিষয় জলের মত পরিস্কার হয়ে যায়। আপনাকে আমার শ্রদ্ধা নিবেদন করলাম।
পাকিস্তানের বর্তমান অবস্থার উপর আপনার এই বিশ্লেষণ একেবারেই সঠিক।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
জয় হিন্দ্, জয় ভারত।
জয় হিন্দ , জয় ভারত। স্যার, আপনার বক্তব্য অসাধারণ। যত আপনার কথা শুনছি তত অবাক হচ্ছি। কি অসাধারণ আপনার বক্তব্য। আপনার প্রতি আমার শ্রদ্ধা বেড়েই চলেছে। নমস্কার স্যার।
Ora করছে করুক ..কিন্তু ...আপনি জানেন তো নেতাজী সুভাষ BJP, RSS, HINDU মহাসভা r বিরুদ্ধে ছিলেন ..এদের কে deser শত্রু বলেছিলেন ....😂 😂 😂
চীনের পরের টার্গেট বাংলাদেশ হবে 😂
@@nobihazoratmahammod2020 ...ঠিক ...চীন এখন ভারতের সীমা দখল করছে .....Ladakh এর ব্যাপারে একটু রিসার্চ করুন ...কতো দিন বিজেপি র দালালি করবেন
@@amitavamandal9047 পাকিস্তান এর দালাল এখানে কি করছিস পাকিস্তান যা ভালো থাকবি
@@nobihazoratmahammod2020 ....আরে মাঝে মাঝে আপনাকে কি কেউ কামড়ায় নাকি ...?? ভারতে এর নাগরিক ...তো ফালতু পাকিস্তান কি করলো ...তারা গরিব হল কি মরে গেলো আমাদের কি ...বরং ....দেশের 40.6% সম্পত্তি কেনো 1% লোকের কাছে থাকবে ..বাকিরা মানে আমাদেরকে দাঁড়ি ওয়ালা মোদী কেনো গরীব করে রাখছে , সেটা নিয়ে এই bhalluk আলোচনা করছেন .না কেনো ...? প্রশ্ন কর উনাকে
সত্যিই খুব ভালো ও বাস্তব প্রতিবেদন পরিবেশন করলেন স্যার। নমস্কার নেবেন।
অনেক ধন্যবাদ সুজিত স্যার কে পাকিস্তান সম্বন্ধে এত সুন্দর ব্যাখ্যা করার জন্য
শুধু জ্ঞান নয় সুজিত সার হৃদয় দিয়ে পরিবেশন করেন ,এক কথায় অসাধারণ ।
ধন্যবাদ সুজিত স্যার, অসম্ভব মন ভরিয়ে দেওয়া উপস্থাপনা। পাকিস্তান সম্পর্কে অনেক অজানা বিষয় বস্তু জানিয়ে দিলেন 🙏
কিন্তু উনি কিছু সত্যের সাথে মিথ্যা মিশিয়ে ভারতীয় বাঙ্গালীদের খুশি করার চেষ্টা করেছেন, আর পাকিস্তানের বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলছেন।
আমরা চাই পাকিস্তান চার থেকে পাঁচ টুকরো টুকরো হয়ে বাংলাদেশের মত দেশে পরিণত হবে। জয় হিন্দ জয় ভারত ।
এই সময়ে মিনি পাকিস্তানের জনককে একবার পাকিস্তান ঘুরে আসা দরকার!!!!!
Akhan palabe, karan taka chara o kichu bojhe na..
You are absolutely right ☺️
একা নয়, বেগম কেও নিয়ে যাক।
Mini Pakistan er suaar gulo ke Pakistan e chalaan kora uchit joto tara-tari somvob!
পাশের বাড়ির মটকায় আগুন। ভারতবাসীর নিশ্চিন্তে ঘুমানোর সুযোগ নেই।
অর্থের অভাব আর সততার অভাব দুই ধ্বংসের পথে ঠেলে দিতে পারে ,ভারতবাসী কে সে কথা মনে রাখতে হবে । শুধু উন্নয়ন নয় ,সততার ও আছে প্রয়োজন ।
আমি বাংলাদেশ থেকে বলছি, স্যার ঠিক বলছেন,পাকিস্তান তার পাপের ফল ভোগ করতেছে
Torao oi poth ei achis
@@kingstonplays265 hmm 😂 Kangladeshi guloke besi din wait korte hobena . Above all desher agee dhromo . Eder ektai porichoy , era holo chuslim 😂
বেশির ভাগ বাংলাদেশি দের মধ্যে ভারত বিরোধী মনোভাব দেখা যাচ্ছে হয়তো সেটা ধর্ম বিরোধী হিসাবে সবাই কে বলছি না কিন্তু বেশি সংখক, কিছু মনে করবেন না 🙏🙏🙏
তোমরা ও ভুগবে কারন তোমাদের দেশের লোক ভারত বিরোধী
তবুও বাঙলাদেশ পাফিস্তানকে বাপ মনে করে
Ami গর্বিত যে আমি ভারত এর মত দেশে জন্মেছি. ❤️❤️❤️❤️
Sir আপনার বিশ্লেষন একদম সঠিক , পাকিস্তানের এই অবস্থার জন্য চীন দায়ী , আমাদের মোদিজীর ভবিষ্যতবানী অক্ষরে অক্ষরে মিলে গেছে . মোদিজী জিন্দাবাদ . ভারত মাতার জয়.
পাকিস্তানের অর্থনৈতিক বিপর্যয়ের জন্য পাকিস্তানের চোর রাজনৈতিক নেতৃবৃন্দ-ই দায়ী।চীন নয়।
আপনাকে সম্মান জানিয়ে আপনার ধারণার বিরোধিতা করে আমি বলছি যে এই ক্ষেত্রে ভারত এবং পাকিস্তানের উন্নতির তুলনার বিশ্লেষণ হিসেবে ভারতবর্ষের উন্নতির জন্য মোদিজীর অথবা বিজেপি সরকারের কোন কৃতিত্ব নেই। এই ক্ষেত্রে আমাদের দেশে পন্ডিত জহরলাল নেহেরুর নেতৃত্ব এবং তার বৈজ্ঞানিক চিন্তাভাবনার প্রসার(Secularism & Socialism, IIT, AIIMS, ISRO, PSU etc) এবং বিভিন্ন ক্ষেত্রে কংগ্রেস সরকারের যে উন্নয়নমুখী পদক্ষেপ(Economics, Foreign Policy, Agricultural, Health & Education, Science & Technology, Medical Science, Industrial City, Rural &Urban development etc)ভারতবর্ষ কে বর্তমান কালে উন্নতির শিখরে পৌঁছে দিয়েছে। যার শুরুটা আজকের নয় স্বাধীনতার পরে বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে তা কার্যকরী হয়েছে। সেইগুলো এই ভিডিওর বিভিন্ন বিশ্লেষণ দেখলেই বোঝা যায়।
China jindabad . 🤪
আপনি একজন মুসলিম হয়ে এটা বুঝলেন সত্যিই ভাবা যায় না।
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
আজ আমাদের প্রতিবেশী বাংলাদেশ ও হয়তো এই অবস্থায় থাকতো।যদি 1971 এ স্বাধীন না হতো।বাংলাদেশ কে যারা স্বাধীন করেছে তাদের জীবন আরো অনেক প্রাণ গিয়েছে ।কিন্তু একটা শান্তির দেশ পেয়েছে।
হ্যাঁ ঠিক তাই, কিন্তু বাংলাদেশে কিছু পাক পন্থী আছে যারা এটা স্বীকার করতে চায় না ৷
ভারতের দান
@@satyameba9810 thik
Modern education proved an asset for Bangladesh.
@@satyameba9810 not acceptable
একজন মানুষের যদি দশ- বারোটা বাচ্চা হয়,তাহলে ওরা ভিক্ষা করবে না তো আর কি করবে।
পাকিস্তানের জনসংখ্যা অতিরিক্ত বৃদ্ধির জন্য আজ এই অবস্থা ।
😂😂
Sob e ____ ar dan 😂😂😂😂
@@anonymous133 niye bal chirbi
@@anonymous133 ebong andher songkha aro bere jabe.....😎😎😎
নারী শিক্ষা যে দেশে পিছনে থাকবে সেই দেশ পিছনে থাকবে। শিশুদের প্রথম শিক্ষক হলেন মা। শিক্ষা শুধু পড়াশুনা না শিক্ষা অনেক ভাবেই দিয়ে থাকে আমাদের মায়েরা। 🙏
100% right
100000000000000000sathik
I m proud of my PM....
Salute Modiji...
মোদিজির জন্যই আজ ভারত এত শক্ত অবস্থায় দারিয়ে আছে ও ভারতকে আজ সারা বিশ্ব সমীহ করে...
জয় হিন্দ...
জয় ভারত.....
Apnar moton giani manush varote khub dorkar.Rahul gandhi to murkho manush english bolte parena tar jonne hoyto se jitte parena.
না দাদা শুধু মোদীজির জন্য নয় ।আমাদের দেশের প্রত্যেক প্রধান মন্ত্রী নির্দিষ্ট অবদান আছে । এছাড়া আমাদের রাষ্ট্রপতি হিসাব এ যারা নির্বাচন হয়েছেন প্রত্যেক এ নিজের অবদান দিয়েছেন।এছাড়া 1971 এ র সময় ইন্দিরা জি বিশেষ অবদান আছে।তিনি আমাদের বাঁচতে শিকিয়েছেন।লালবাহাদুর শাস্ত্রী আমাদের বীজ রোপন করেছেন । অটল বিহারী বাজপেয়ী এবং মাননীয় কালাম স্যার আমাদের যে স্বপ্নের বৃক্ষ তা রোপন করেছিলেন সেই বৃক্ষের সুরক্ষার জন্য শক্তির প্রাচীল নির্মাণ করেছিলেন ।। আর যখুন সার কানার জন্য অর্থার সংকট এসে ছিলো তখুন মনমোহন শিং এর মতো প্রতিভা সম্পূর্ণ মানুষ আমাদের সার এর ব্যাবস্তা করা দিয়ে ছিলো ।।তার পর আমাদের সেই বৃক্ষ কে নির্ভর করে আমাদের মাননীয় মোদী জি আমাদের সাম্রাজ্য শক্তি শালী করে তুলেছেন ।
নিঃসন্দেহে, মোদিজি আমার দেখা প্রকৃত অর্থে এক সিংহ পুরুষ৷ আমার ভারত এতটা শক্ত অবস্থান উনার জন্যই পুনরুদ্ধার করতে পেরেছে।
মনমোহন সিং এর জন্য ভারত এর অর্থনীতি এতো ভালো জায়গায় আছে।
মনমোহন সিং এর জন্য ভারত এর অর্থনীতি আজ এতো ভালো জায়গায় আছে।
মধ্যযুগীয় অবৈজ্ঞানিক শিক্ষা ব্যাবস্থা এর সংজ্ঞা টা ঠিক দিয়েছেন স্যার।
কারো ক্ষতি করলে,নিজেদের যে কি ভাবে ক্ষতি হতে পারে....সেটা আজকের পাকিস্তান ই বড়ো প্রমান 🙏
জয় হিন্দ, জয় ভারত, বন্দেমাতরম,
পাকিস্তানের বাস্তব অবস্থা তুলে ধরার জন্য ধন্যবাদ।
সুজিত স্যার
ঠিক বলেছেন কিন্তু আমাদের রাজ্যে ও ঠিক পাকিস্তানের মতো বাংলায় শিক্ষা নিতি শুরু হয়েছে
এই মুহুর্তে পশ্চিমবাংলার পাকিস্তানপন্থী বর্বর সরকারকে হটানো দরকার উন্নত ভারত গড়তে ।
একটা বিষয় উল্লেখ করলে ভালো হতো, ১৯৭১ এ বাংলাদেশের জনসংখ্যা ছিল সাড়ে সাত কোটি পাকিস্তানের ৫ কোটি, বাংলাদেশ জনসংখ্যা নিয়ন্ত্রণে ব্যাপক সাফল্য অর্জন করেছে, কিন্তু পাকিস্তান পারেনি। বাংলাদেশের জনসংখ্যা এখন ১৬কোটি।
আপনার এই ভিডিওটি আমাদের ভারতীয়দের জন্যও শিক্ষামূলক। ধন্যবাদ
ভগবানের অশেষ কৃপায় জন্মেছি এই ভারতবর্ষে।
Ora করছে করুক ..কিন্তু ...আপনি জানেন তো নেতাজী সুভাষ BJP, RSS, HINDU মহাসভা r বিরুদ্ধে ছিলেন ..এদের কে deser শত্রু বলেছিলেন ....😂 😂 😂
ভালো । তবে কংগ্রেস, TMC কে ভোট দেবেন না।
আজকে কংগ্রেস ভারতবর্ষে আর কয়েকদিন শাসন করলে ভারতের অবস্হা ও পাকিস্তানের মত হত ।
@@parthadaschowdhury .আরে মাঝে মাঝে আপনাকে কি কেউ কামড়ায় নাকি ...?? ভারতে এর নাগরিক ...তো ফালতু পাকিস্তান কি করলো ...তারা গরিব হল কি মরে গেলো আমাদের কি ...বরং ....দেশের 40.6% সম্পত্তি কেনো 1% লোকের কাছে থাকবে ..বাকিরা মানে আমাদেরকে দাঁড়ি ওয়ালা মোদী কেনো গরীব করে রাখছে , সেটা নিয়ে এই bhalluk আলোচনা করছেন .না কেনো ...? প্রশ্ন কর উনাকে
@@parthadaschowdhury ....পাকিস্তান হয়ে যাওয়া মানে ki বোঝাতে চাইছেন ....বলবেন কি ?
1. পাকিস্তান এর থেকে বেশি মুসলমান ভারতে আছে ...
2. Economic revolution তো কংগ্রেস ভারতে এনেছে ....তাহলে একটু বুঝিয়ে বলবেন কি ?
@@amitavamandal9047 সেই দেশের মানুষদের মানষিকতাই ঠিক ছিল না কখনো । সব সময় তাঁরা ভারত বিরোধী কাজে জড়িত ছিল । সব জায়গায় আতংকবাদ ছরানোর চেষ্টা করছে । সব সময় কাশ্মীর সীমান্ত কাশ্মীর সীমান্ত করে থাকবে , দেশের উন্নয়নের বদলে তো কি হবে । তাই তাদের আজ এই অবস্থা । মহাশয় 🙂🙂🙂 ।।।
মাননীয় সুজিত বাবু, আপনি পাকিস্তান বাসীকে যে সুন্দর উপদেশ দিলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ।ঐ দেশের মানুষের ৭৫ বছরেও সে পথে হাঁটে নি।হি্্সার রাজনীতির করে সব শেষ। আমাদের দেশে ও কিছু নেতা আছে তারা বাংলার একটা অংশকে মিনি পাকিস্তান বলে শান্তি পেয়ে থাকেন। তাঁদের উচিৎ পাকিস্তানে গিয়ে সুখ শান্তি উপভোগ করে আসা।
মহামান্য মহাশয় আপনি যথার্থ বিশ্লেষণ করেছেন,যা খুবই মূল্যবান। ভালো থাকবেন!
গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সঠিকভাবে তুলে ধরেছেন। খুব সুন্দর ব্যাখ্যা । আরো এরকম সুন্দর শোনার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।
পরের দেশের ক্ষতি করলে নিজের ক্ষতি হয়।যেমন পাকিস্তানের অবস্থা।
"জয় হিন্দ, বন্দেমাতরম ,ভারত মাতা কী জয় " শিরায় শিরায় রক্ত, আমার দেশ ভারতের বক্ত🇮🇳🤗❤🇮🇳🤘🥰🙏💕🙏💕🙏💕।
অসাধারণ বিশ্লেষণ স্যার !!!! সম্পূর্ণ বিশ্লেষণ শুনে অনেক তথ্য জানতে পারলাম। আমার প্রাণ ভরা শুভেচ্ছা আর ভালোবাসা রইল।। ভালো থাকবেন স্যার।।
নমষ্কার স্যার, আপনার পরিবেশনা আমার খুব ভালো লাগে। আগামী কয়েক বছরের মধ্যে পাকিস্তান ও আফগানিস্তান শাসন করবে ভারত।
এই দুটি দেশ হবে ভারত শাসিত ভুটানের মত ।
অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম 🙏 জানাই আপনাকে।
আপনার বিশ্লেষণ খুব ভালো লাগলো।
ভগবানের কাছে প্রার্থনা করি যেন তাদের মধ্যে সুবুদ্ধি ও সৎ চিন্তাভাবনার উদয় হয়।
Thank you so much sir...... Jai Hind.
অপূর্ব আপনার বিশ্লেষণ।
আমরা কখনো পাকিস্তানি ছিলাম না, আমরা বাঙালি ছিলাম বাঙালি আছি এবং বাঙালি থাকবো...
কিন্তু তোদের ধর্ম, মানসিকতা তো পাকিস্তানের মতো আরবের বর্বর জঙ্গি চিন্তাধারা
বাংগালি বলে কনো দেশের জাতীয় পরিচয় নাই।
হই আপনি বাংলাদেশি সেক্ষত্রে প্রাক্তন পাকিস্তানি। না হই ভারতীয় বাংলা ভাষি। প সচিম বংগ প্রদেশের।
@@dewanhasan3954 একদম সঠিক
@@dewanhasan3954 Absolutely✅ amra bharatiyo tarpor bangali
আরে জোর জবরদস্তি করে কি বাঙালি হওয়া যায়। মুখের ভাষা যেদিন বাংলা হবে সেদিন বাঙ্গালী হতে পারবে। এইসব গু-ছল,উজু,বিড়ান, ইন্তেকাল ফরমাইয়াছে,_____অসংখ্য অজানা শব্দ ব্যবহার করে কথা বলে জোর জবরদস্তি করে বাঙ্গালী হওয়ার চেষ্টা না করে প্রকৃত বাংলাভাষায় যেদিন কথা বলার সাহস করবেন সেদিনই প্রকৃত বাঙ্গালী হতে পারবেন।
কে কে এই ভিডিও টা দেখার জন্য অপেক্ষা করছিলেন...🙂😍♥️
Thank you sir ...🙂
অপূর্ব, চমৎকার,অভূতপূর্ব । এই বিশ্লেষণের তুলনা নাই । এত জটিল জিনিসকে পানির মত সহজ করে বোঝানো খুবই প্রশংসনীয় ।
ঠিক বলেছেন স্যার কর্ম ফল ভুকছেন পাকিস্তান
"স্যার আপনার বিশ্লেষণ খুব সুন্দর, এত সুন্দর করে বোঝানোর জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ🙏💕🙏💕🙏💕।
একদমই আমাদের পশ্চিম বঙ্গের মতো, আমারাও ক্রমশ ওদিকে ই যাচ্ছি। চিন্তার কোনো কারন নেই।
চীনের উইঘুর থেরাপি দরকার ভারতে
😓😓😓
😂🤣😭
I am proud of be an Indian.
চলমান জীবনের শর্ত না মানলে পরিণতির দায় ও তার।
স্যার একটা জিনিস কিন্তু ভুল করে ফেলেছেন,, সেটা হচ্ছে পাকিস্তানী জঙ্গিদের স্বর্গে গিয়ে কি কি সুযোগ-সুবিধা পাবে সেটার ব্যাখ্যা কিন্তু পরিপূর্ণভাবে দিতে ভুলে গেছেন ? যেমন ৭২ হুর আরো কি কি যেন ? এ বিষয়ে সবিস্তারে ব্যাখ্যার অনুরোধ রইলো !🙂কারণ এতে পাকিস্তানবাসীগন অনেক উপকৃত হবে বলে আশা রাখি ।😂
৭২ নয়, ৭২ হাজার। কোটি কোটি বছরের জীবনে ৭২ হুর দিয়ে কী হয?
ধর্মান্ধতা ই হলো বড় কারণ। পাঁচ বারের বদলে দশবার নামাজ পড়া উচিত হবে, ইনশাল্লাহ!
আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা গুলো শোনা উচিত।
পাকিস্তান নিজেৰ কৰ্মফল ভোগছে ।এতে অন্য কোনো দেশেৰ দোষ নাই ।ভাৰতেৰ হাতে আত্মসমৰ্পণ কৰা উচিত । ওৰা মলমূত্ৰ খাওয়াৰ জাত ।পাকিস্তানকে অটম বোম্ব মাৰা উচিত ।
BHARAT Mata ki joy 🇮🇳🙏🙏
আপনাকে অনেক অনেক ধন্যবাদ এমন একটি বাস্তবধর্মী প্রতিবেদন পেশ করার জন্য।
অনেক কিছু শিখলাম। আপনার শিক্ষা দেবার পদ্ধতি খূব সুন্দর। এতে মানুষের অনেক উপকার হবেই হবে। অনেক ধণ্যবাদ। ভালো থাকুন। আরও ভালো ভিডিও র অপেক্ষায় থাকলাম।
অসাধারণ স্যার! জয় হিন্দ,জয় ভারত🙏
আতঙ্কস্থানের (পাকিস্থানের) বর্বাদির বিশ্লেষণ শুনে সকাল সকাল মনটা ভোরে গেলো 🥰❤️😍
জয় শ্রী রাম 🙏 জয় হিন্দ 🙏 ভারতমাতা কি জয় 🙏
Jai Hind Jai Bharat.. 🇮🇳💝💝
অসাধারণ তথ্যসমৃদ্ধ উপস্থাপনা🙏🙏🙏🙏🙏
Sir, Indiaও তো এখনো জনসংখ্যা নিয়ন্ত্রন আইন তৈরী করেনি। 2000 সাল নাগাদ Indiaতে population ছিল 100,0000000 এখন 140,0000000, Chinaতে 2000 সাল নাগাদ population ছিল 124,0000000. যা কয়েক বছরে populationএ Chinaকে পিছনে ফেলবে India. Pakistan এর area 8,50000 km^2, population240000000. UP এর area 2,48000km^2, population 24,0000000....
করার দরকার নেই। ১৬০ কোটি হবার পর আপন থেকেই কমে যাবে। চীন এর নেক্সট দিন গুলো কঠিন হতে চলেছে । সেখানে তীব্র সংকট আস্তে চলেছে । একটা বাচ্চা নীতি এর ফলে দেশে labour অভাব দেখা যাবে। যেটা ইন্ডিয়া তে হবে না।এখানে পপুলেশন আস্তে আস্তে কমে যাবে । এখন ইন্ডিয়া তে ফার্টিলিটি ১.৯ এর মানে জনসংখ্যা কিছু দশক এর মধ্যে কমতে শুরু করবে।
@@MR.prince110 এত confidence নিয়ে সব কিছু বলছো আর বাঁচবে কদশক ভাই?
মরে গেলে তো আর ইন্ডিয়া,পাকিস্তান বলে কিছু থাকবে না।
গর্ব করে বলুন আমরা হিন্দুস্তানি 🇮🇳🪷
অসাধারণ বিশ্লেষণ করেছেন স্যার। অসংখ্য ধন্যবাদ জানাই ।
অপূর্ব উপস্থাপনা। খুব ভালো লাগলো।
বাংলাদেশ এর ও একই অবস্থা হবে।যে হারে জনসংখ্যা বাড়ছে,বাংলাদেশ এর আলেম রা ওয়াজ এ বলে বেশি বেশি সন্তান নিতে তাই একদিন বাংলাদেশের এই অবস্থা হবে।
🐷🐖🐖🐖🕋🧕🤣🤣🤣🐐🐐🐖🐖🐖🧕🧕🧕🛐🐷🐷🐷🐷
@@anonymous133 joi sree ram sob sujug subidha bondo kore debo
Ai vabe cholte thakle ai dhormo tai na sonkha loghu Hye jai??🙂
@@anonymous133 Pakistan a toder je hal hoyeche sei eki obostha hobe. Osobho borbor jati der kach theke er besi kichu asa kora jai na
@@anonymous133 tui ekta pig er koto guli pig terrorist jonmo dibi
Long Live Sujit sir, your brief discussion about now Pakistan not only teach how they reach to such situations but how to recover from it also.Actually sir in my own opinion integrity and humility is also responsible for such crisis.
Great Class Sir....Jai Hind and Jai Bharat♥️🙏🙏🙏🙏♥️.
আপনার প্রেম ভক্তি দেখে মুগ্ধ হয়ে গেলাম Sire ।
Sir,
আপনার কাছে একটা অনুরোধ করছি। গত কয়েক বছরে ভারতবর্ষ বিজ্ঞান, প্রযুক্তি ইত্যাদি বিভিন্ন বিষয়ে এগিয়ে চলেছে। যার ফলস্বরূপ ভারতের বিভিন্ন রাজ্যের শ্রীবৃদ্ধি হচ্ছে। এইসব বিষয়ে সপ্তাহে একটা করে প্রতিবেদন করলে অনেক কিছু জানতে পারবো।
এই প্রতিবেদনে যে কারণগুলো উল্লেখ করেছেন তা একদম যথাযথ। আপনাকে ধন্যবাদ।
I am proud to be indian 🇮🇳 🇮🇳
শত্রুর ধ্বংস দেখার সৌভাগ্য সবার হয়না। জয় হিন্দ
দারুণ দিলেন একদম
অদ্ভুত আলোচনা শিক্ষা
এত সুন্দর ভাবে বুঝিয়ে বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ স্যার।
THANKS SIR 🙏🙏🙏🙏🙏🙏🙏
স্যার আপনার বিপ্লেষণ সুনতে অনেক ভালো লাগে ধন্যবাদ স্যার
Jay hind joy bharat good idea
Very good sir sushikshs darkar.
বেশী সন্তান জন্ম দিয়ে আল্লাহার দান আল্লাহার দান , করলে দেশের অবস্থা সেইরকম ভিখারি হবে।
Aata dichhe na Allah.
Your head is full of cowdung
Exactly.
আল্লাহ মুসলিমদের আরো অধিক সন্তান নেওয়ার তৌফিক দান করুন।
এর জন্য দায়ি পাকি সেনা। জনসংখ্যা নয়। জাপানে জনসংখ্যা বেসি তারা না খেয়ে মরে না। বাংলাদেশের মানুষ না খেয়ে মরেনা
আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রী ও পৃথিবীর সবচেয়ে বড় নেতা মাননীয় সম্মানীয় শ্রী নরেন্দ্র মোদী জী জন্য গর্বিত ❤️🇮🇳❤️ জয় হিন্দ জয় ভারত ।
ওয়েস্ট বেঙ্গল এর অবস্থা ও এরকমই হচ্ছে।
পশ্চিমবঙ্গ ভারতের সঙ্গে যুক্ত না থাকলে এর অবস্থা করুণ থেকে করুণতর হত।
Beautiful factual analysis of Pakistan's present crisis. 👌Jai🇮🇳🙏👍
Sir আপনার পাশে সমস্ত বাঙালি হিন্দুরা আছে এবং থাকবে । হিন্দু একজোট হও. . .
Joy Sri Ram
বালের জোট
Joy shri ram🙏🙏🙏
joy shree Ram🚩🚩
হিন্দু একজোট হতে হবে।
আমেরিকাতে দেখি একাধিক Indian restaurant এর মালিক হলো পাকিস্তানি। একদিন জিজ্ঞেস করাতে বললো, "পাকিস্তানি restaurant বললে লোকে খেতে আসবে না!"....জাস্ট ভাবুন।
E baba😂😂😂😂
😂😂😂😂🤣😅😅 what a reputation!
🫡 Salute Sir
অত্যন্ত তথ্যসমৃদ্ধ বিশ্লেষণ।
অতি সুন্দর ও গুরুত্বপূর্ণ উপস্থাপন।
যাদের যেটা পাওয়ার দরকার তারা সেটা না পেলে সঠিক বৃত্ত সম্পুর্ন হবে না...!! সকল জাতি এই দুনিয়ায় থাকার উপযুক্ত নয়....এটা বাস্তব সত্য...!! তারা কখনোই নিজেদের শোধরাতে পারবে না...বিনাশই একমাত্র পরিণতি...!! আপনি ওদের যতই উপদেশ দিন বা যতই হেয় হোক...ভবি ভুলবেই না...এটা নিয়তি মূলক সত্যই...
Sir I'm from Bangladesh। Frequently I watch your videos and I liked it most। Thank you for your analytical and true speech। Thank you sir।
আপনার প্রতিবেদনটি খুব ভাল লাগল । আপনাকে অনেক ধন্যবাদ জানাই ।
ভালো লাগলো। বসিরহাট থেকে বলছি আপনাকে অনেক ধন্যবাদ 🙏
প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি স্যার।পাকিস্তানের ম্যাপ টা ভুল দেখিয়েছেন স্যার। এই ভুল টা অন্তত আপনার থেকে কাম্য নয়। দয়া করে পাকিস্তানের আসল ম্যাপ টা দিন। 🙏🙏🙏
Agree with bro. May be unwanted. Kintu amader sobsomoy right map use korte hobe and sobaike aware korte hobe.
জয় হিন্দ জয় ভারত । অনেক অজানা বিষয় জানলাম আপনার ভিডিও থেকে। অনেক ধন্যবাদ।
মানুষ তাড়িয়ে দিলেই হয় না, চাই সৎ সুন্দর জীবনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি পদক্ষেপ গ্রহণ। ধন্যবাদ
অসাধারণ বিশ্লেষণ।কোনো ইউটিউব চ্যানেলে এমন অ্যানালাইসিস করেনি।👏
অনেক সুন্দর কথা বলেছেন 💓
সত্যিই আপনার যুক্তি অসাধারণ, অকাট্য আর কোনো টাই ফেলে দেয়া যাবে না। আমি আপনার প্রতিটি যুক্তির সাথে একদমই একমত। জয় ভারত, জয় হিন্দ,জয় শ্রীরাম।
Thank you sir .
The suggestions , you have delivered towards the common people of Pakistan , is highly appreciated. Hope, People of Pakistan will be enriched, if they implement your suggestion.
I m proud of my PM....
Salute Modiji...
মোদিজির জন্যই আজ ভারত এত শক্ত অবস্থায় দারিয়ে আছে ও ভারতকে আজ সারা বিশ্ব সমীহ করে...
জয় হিন্দ... ভগবানের অশেষ কৃপায় জন্মেছি এই ভারতবর্ষে / মধ্যযুগীয় অবৈজ্ঞানিক শিক্ষা ব্যাবস্থা এর সংজ্ঞা টা ঠিক দিয়েছেন স্যার।
একদম ঠিক বলেছেন স্যার। 🙏🙏🙏
অশেষ ধন্যবাদ মহাশয়।আপনার অনিন্দ্যসুন্দর বিশ্লেষণী দক্ষতায় আবার মুগ্ধ হলাম।এবার আপনি দয়াপূর্বক পঃবঙ্গের মানুষদের কর্মফল কিভাবে প্রজন্মের পর প্রজন্মকে ভোগাচ্ছে তার একটি মনোজ্ঞ বিশ্লেষণ উপস্থাপন করুন
Sir ,
দারুণ বলেছেন । প্রত্যেকটা point ই সত্য ।
তবে পাকিস্তানের mindset এমন জায়গায় রয়েছে যে কোন সৎ-উপদেশ আর কাজে আসবে না । In my opinion - There will be no country in the world in the name of Pakistan . Pakistan will be divided into multiple parts like Yuboslovia then problems may be solved
💥♦️AMAZING...AWESOME Explanation..অপূর্ব প্রতিবেদন
যেমন কর্ম তেমন ফল।
আপনার কথা গুলো হানডেড পারশেন সত্যি ধন্যবাদ
JAI HIND JAI BHARAT 🙂🙂🙂🙂🙏🙏🙏🙏 CORRECT ANALYSIS. PAK WON'T BE ABLE TO DIGEST THIS EASY RECIPE NOW.
Durdanto explanation sr🙏🙏🙏
খুব সুন্দর বিশ্লেশন দাদা । অবাক হয়ে শুনলাম আর বুঝলাম যে পাপ বাপ কে ও ছাড়ে না ।
Dear sujit Babu, Iam an old of 77yrs. Iam very fond of your lecture. I regularly enjoy your valuable remarks.such kind of advices enhance the minds of our Indian Young's with other Young's of the world.
কথায় আছে পরের ক্ষতি করলে নিজের ক্ষতি হয়। মালিক একজন আছে তার বিচার করে দেখিয়ে দিল
স্যার, আপনার ঞ্জান গর্ভ আলোচনা যথাযথ এবং সময়োপযোগী। ভবিষ্যতে এই রকম আরো আলোচনা ও বিশ্লেষণ আপনার কাছথেকে শুনতে চাই। ভালো থাকুন।
জয় হিন্দ , জয় ভারত 🇮🇳