ইঞ্চিকে ফিটে এনে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আর ১ শতাংশ = ১০০ পয়েন্ট হয়। আবার ১ শতাংশ =৪৩৫.৬ বর্গফুট আর একে ১০০ পয়েন্ট দিয়ে ভাগ করে পাই ৪.৩৫৬ বর্গফুট। অর্থাৎ ১ পয়েন্ট = ৪.৩৫৬ বর্গফুট। সেক্ষেত্রে এখানে ১১.৭৬৫৩ পয়েন্ট হয়।
থ্যাংক ইউ ভাইয়া আরেকটা বিষয় ভাইয়া পাশে ৯ ইঞ্চি লম্বায় ৫ ফিট হলে কতখানি হয়।।। আগের মাপটা আর এই মাপটা একটু মিল করে কতখানি পয়েন্ট জাগা হয় একটু বুঝিয়ে বলেন
5 ফুটের বেশি হলে গড় পদ্ধতি বাতিল সমদ্বিবাহু পদ্ধতি করলে ভালো
gor porimap ki sothik?
ভাইয়া জমি লম্বা ৪১ ফিট পাশে ১৫ ইঞ্চি হলে কত পয়েন্ট জমি হয়
11.7653 পয়েন্ট
ইঞ্চিকে ফিটে এনে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে।
আর ১ শতাংশ = ১০০ পয়েন্ট হয়।
আবার ১ শতাংশ =৪৩৫.৬ বর্গফুট আর একে ১০০ পয়েন্ট দিয়ে ভাগ করে পাই ৪.৩৫৬ বর্গফুট।
অর্থাৎ ১ পয়েন্ট = ৪.৩৫৬ বর্গফুট।
সেক্ষেত্রে এখানে ১১.৭৬৫৩ পয়েন্ট হয়।
থ্যাংক ইউ ভাইয়া আরেকটা বিষয় ভাইয়া পাশে ৯ ইঞ্চি লম্বায় ৫ ফিট হলে কতখানি হয়।।। আগের মাপটা আর এই মাপটা একটু মিল করে কতখানি পয়েন্ট জাগা হয় একটু বুঝিয়ে বলেন
৫ ফিটের বেশি ব্যবধান হলে গড় পদ্ধতি বাতিল।
অনিয়মিত চতুর্ভুজ জমির পরিমাপের এটা একটি ভুল পদ্ধতি অতএব ভুল পদ্ধতিতে জমির পরিমাপ শিখিয়ে জনসাধারণ কে বিভ্রান্তি তে ফেলবেন না??